গান কে এত জীবন্ত করে তোলার ঐশ্বরিক ক্ষমতা দেখে অবাক হয়ে যাই । বর্ষার গান গুলো শুনতে শুনতে চোখ জলে ভরে যায় । অবিশ্বাস্য ভঙ্গি তে অন্তরে প্রবেশ করে অনূভব করতে পারি।
রবীন্দ্রনাথের গানের একজন মরমী বোদ্ধা ও শিল্পী দেবব্রত বিশ্বাস এই গানটি পরিবেশন করেছেন তাঁর হৃদয়ের গভীর আর্তি , নিবিড় বোধ ও অতলান্ত সুখানুভূতি থেকে যার পরিণতিতে তাঁর দরাজ কণ্ঠস্বর , অননুকরণীয় গায়কী, তীব্র অনুভূতির প্রকাশ, সব মিলিয়ে গানটি হয়ে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটা মহামূল্যবান সম্পদ । আমরা যারা শ্রোতা , তন্ময় হয়ে শুনি আর ওই কণ্ঠসুধা পান করে নিজেদের শুদ্ধ করে নিই । তিনি তো রবীন্দ্রসঙ্গীত গেয়ে রবীন্দ্রনাথের ভাবনাকে তাঁর মতো করে প্রকাশ করতে চেয়েছিলেন, তাতেই তাঁর গান হয়ে গেল ব্রাত্য । কিন্তু সমস্ত সঙ্গীত বোদ্ধার হৃদয়ে তাঁর স্থান চিরস্থায়ী ।
একসময়ে একঝাঁক সঙ্গীত শিল্পী, সুরকার এসে বাংলা তথা বাঙ্গালীর সারা ভারত তথা দেশের সীমানা ছাড়িয়ে নানাদেশে ছড়িয়ে পড়েছিল।আমরা আজও মুগ্ধ বিস্ময়ে স্মরণ করি তাদের অসাধারন কীর্তি।
আর হবেনা এই জলদমন্দ্র কন্ঠ,এই গায়কী,..আর হবেনা ৷ ওহ্ ,শ্বাসরুদ্ধ হয়ে যায় প্রত্যেকবার ৷ তবু নেশার মত লেগে থাকে জর্জ বিশ্বাস ৷ প্রনাম হে অলৌকিক শিল্পী ৷!
একদল মানুষ স্বরলিপি স্বরলিপি করেই গেলেন। গানের মাঝে কবির মন বুঝলেন কই। দেবব্রতবাবু গানকে জীবনদান করেছেন। ঈশ্বর তাঁর জীবনকে চিরস্থায়ী করলেও কোন অপরাধ করতেন না।
Aha!!! Ki konthoswar... George Babu apnake onek onek soshroddho pronam. Ei gan tir eto bhalo presentation ar konodino shuni ni.. ar shunbo na kothao. Rabindra Nath er gaaner sorbokaler shera shilpi George Biswas Babu. Apni amar amader hridaye.
Ami onek er recod sunlam. Protyeker alada boisisto obosyo e. Kintu Debabrata Biswas er golay ei gan sonar por mpne hochhe barbar suni. Karjoto onekbar sunlam o.
Kobi guru ,biswash babur jiboner bodher sathe otoprovabe jorriyechilen tar jonno e amon sob srishti hote perechheche...pronam silpike...amra sune onuvob kore dhonno holam🙏
এখানে কোন কথা বলতেই চাই না,আর এই গানটা যখনই শুনি তখন এনার(র্জজদার)গলাতেই শুনি এবং শুনতে চাই-ই,অন্য কারুর গলায় এই গানটা ভালোই লাগেনা,আর ঈশ্বর যখন গান গান,তখন চুপ করে গান শোনাটাই বাঞ্ছনীয়,,
রবীন্দ্রসঙ্গীতের সেরা কন্ঠ। তাঁর জলদ গম্ভীর কন্ঠের জাদুতে আজও সমস্ত বিশ্বের রবীন্দ্র প্রেমীরা আপ্লুত, আজও তাঁর রবীন্দ্রসঙ্গীত শ্রেষ্ঠত্বের আসনে সুপ্রতিষ্ঠিত। শিল্পীকে সহস্র প্রণাম ছাড়া অন্য কিছু জানাবার ভাষা নেই।
গান কে এত জীবন্ত করে তোলার ঐশ্বরিক ক্ষমতা দেখে অবাক হয়ে যাই । বর্ষার গান গুলো শুনতে শুনতে চোখ জলে ভরে যায় । অবিশ্বাস্য ভঙ্গি তে অন্তরে প্রবেশ করে অনূভব করতে পারি।
দেবব্রতবাবুর যাপন থেকে উঠে এসেছে যেন প্রতিটি শব্দ ও স্বরক্ষেপ। গায়ক তাঁর অনুভবে গানের বাণীকে পেলেই বোধ হয় এমন গাওয়া সম্ভব। এটা গান নয় নিছক, জীবনবোধ।
ভাই বন্ধু তোমার অনুভূতির সংগে আমার অনুভব প্রাণ মিলিয়ে দিল। ভালো থেকো।
চমৎকার বলেছেন ভাই
রবীন্দ্রনাথের গানের একজন মরমী বোদ্ধা ও শিল্পী দেবব্রত বিশ্বাস এই গানটি পরিবেশন করেছেন তাঁর হৃদয়ের গভীর আর্তি , নিবিড় বোধ ও অতলান্ত সুখানুভূতি থেকে যার পরিণতিতে তাঁর দরাজ কণ্ঠস্বর , অননুকরণীয় গায়কী, তীব্র অনুভূতির প্রকাশ, সব মিলিয়ে গানটি হয়ে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটা মহামূল্যবান সম্পদ । আমরা যারা শ্রোতা , তন্ময় হয়ে শুনি আর ওই কণ্ঠসুধা পান করে নিজেদের শুদ্ধ করে নিই । তিনি তো রবীন্দ্রসঙ্গীত গেয়ে রবীন্দ্রনাথের ভাবনাকে তাঁর মতো করে প্রকাশ করতে চেয়েছিলেন, তাতেই তাঁর গান হয়ে গেল ব্রাত্য । কিন্তু সমস্ত সঙ্গীত বোদ্ধার হৃদয়ে তাঁর স্থান চিরস্থায়ী ।
একসময়ে একঝাঁক সঙ্গীত শিল্পী, সুরকার এসে বাংলা তথা বাঙ্গালীর সারা ভারত তথা দেশের সীমানা ছাড়িয়ে নানাদেশে ছড়িয়ে পড়েছিল।আমরা আজও মুগ্ধ বিস্ময়ে স্মরণ করি তাদের অসাধারন কীর্তি।
নাই যে ঘুম নয়নে মম। এই জাগরণ জীবনকে ধন্য করে। রবীন্দ্রনাথ আমাদের জন্য জেগে আছেন। সেই পরম ভরসা বিশেষত বাঙালি জীবনে।
।
আর হবেনা এই জলদমন্দ্র কন্ঠ,এই গায়কী,..আর হবেনা ৷ ওহ্ ,শ্বাসরুদ্ধ হয়ে যায় প্রত্যেকবার ৷ তবু নেশার মত লেগে থাকে জর্জ বিশ্বাস ৷ প্রনাম হে অলৌকিক শিল্পী ৷!
রবীন্দ্রসঙ্গীতের এমন আত্মোপলব্ধি ও তার প্রকাশ এমন কে আছে আর তেমন! বিস্ময় আপনি৷ প্রণাম।
৭০ ছুঁতে যাচ্ছি। ২৫ শে বৈশাখ দু পাচ হাত দূর থেকে দেখেছি। আজ শেষ বেলায় কবিগুরুর গান প্রনম্য দেবব্রত বিশ্বাসের গান শুনে, মন ভরে যায়।
কি অপূর্ব কণ্ঠস্বরের অধিকারী , মনেহয় যেন রবি ঠাকুর ওঁর জন্যেই আলাদা করে কিছু গান
রচনা করেছিলেন । আমরা ধন্য হই ওঁর গান শুনে ।
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার ।।
আকাশ কাঁদে হতাশসম,
নাই যে ঘুম নয়নে মম-
দুয়ার খুলি হে প্রিয়তম,
চাই যে বারে বার ।।
বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই ।
সুদূর কোন্ নদীর পারে
গহন কোন্ বনের ধারে
গভীর কোন্ অন্ধকারে
হতেছ তুমি পার ।।
Moksuda Halim me ve4
এত চমৎকার কন্ঠ এত চমৎকার গান কিভাবে সম্ভব!
এই গুণী মানুষদের প্রতিশ্রদ্ধা ও ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা।
একদল মানুষ স্বরলিপি স্বরলিপি করেই গেলেন। গানের মাঝে কবির মন বুঝলেন কই। দেবব্রতবাবু গানকে জীবনদান করেছেন। ঈশ্বর তাঁর জীবনকে চিরস্থায়ী করলেও কোন অপরাধ করতেন না।
কি অপূর্ব কণ্ঠস্বরের অধিকারী , মনেহয় যেন রবি ঠাকুর ওঁর জন্যেই আলাদা করে কিছু গান
রচনা করেছিলেন । আমরা ধন্য হই ওঁর গান শুনে ।
Ekdam thik katha bolechen
Robin Pal Many thanks for your excellent comment. I also possess the similar view and made the same comment about ge rate more duargulo .
যথার্থই বলেছেন, আমারো এরকম মনে হয়....
@@AnjanChakraborty 6
মহান কন্ঠের অধিকারী দেবব্রত বিশ্বাস তাঁর গান শুনিয়ে আমাদের মোহিত করছেন অবিরত ।
শুনতে শুনতে মন আপ্লুত। স্বর্গীয় অনুভুতি। ধন্যবাদ আপনাকে।
অপূর্ব । হে প্রিয়তম , চাই যে বারেবার ।
এই গানটি আমার অত্যন্ত প্রিয় একটি গান।
দেবব্রত বিশ্বাসের কণ্ঠে খুব ভালো লাগলো। চমৎকার।
Ki oshadharon kontho. Ami speechless hoye gelam.kono tulona nei.👌👌👌💗💟💝💕💖💞💓
আহা, অপূর্ব !
এমনটি না হলে আর জর্জ বিশ্বাসকে শোনা কেন ।
শুধু দেবব্রত বিশ্বাস গাওয়ার জন্য রবীন্দ্রনাথ এ গানখানি রচনা করেছিলেন। এমন দরাজ, এমন ভরাট কন্ঠ আর হয়না।
কলিম শরাফীর কন্ঠে শোনার অনুরোধ রইল।Faizul Islam
রবিঠাকুর ও থাকলে অবাক হযে শুনতেন । শুনতে শুনতে মনে হয জর্জ দা যেন দাঁড রবিঠাকুরের শুধু বসার অপেক্ষায়, তৈরি হয অমর সৃষ্টি ।
@@siddiqurrahman233 কলিম শরাফীও অসাধারণ গায়ক
@@siddiqurrahman233 কলিম শরাফী আমার খুবই পছন্দের শিল্পী। আর এই দুজনের গান গাওয়া র ধরন অনেক মিল
শুনেছি।উনিও অসাধারণ গেয়েছেন। দিকপাল গায়ক।@@siddiqurrahman233
ওর গলায় শুনতে শুনতে
মন আপ্লুত হত
গান শুনিয়ে মোহিত করেছে অবিরত ।
Aha!!! Ki konthoswar... George Babu apnake onek onek soshroddho pronam. Ei gan tir eto bhalo presentation ar konodino shuni ni.. ar shunbo na kothao. Rabindra Nath er gaaner sorbokaler shera shilpi George Biswas Babu. Apni amar amader hridaye.
absolutely right.
Tilak Sanyal & without much orchestration. Can any of today's singers match him?
Ami onek er recod sunlam. Protyeker alada boisisto obosyo e. Kintu Debabrata Biswas er golay ei gan sonar por mpne hochhe barbar suni. Karjoto onekbar sunlam o.
অসাধারণ, শুনে প্রান জুড়িয়ে যায়। 🙏
Kobi guru ,biswash babur jiboner bodher sathe otoprovabe jorriyechilen tar jonno e amon sob srishti hote perechheche...pronam silpike...amra sune onuvob kore dhonno holam🙏
অপুর্ব, শুনতে শুনতে কেমন যেন ঘোর লাগে হৃদয়ে |
এত স্বাভাবিক সাবলীল -- প্রণাম
অসাধারণ বললে কম বলা হয়। এ শুধু হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় 🙏🙏🙏
apurbooo ❤️❤️❤️❤️❤️... apnar gola r gayki... amar khub pochondo ❤️❤️❤️
অসাধারণ সুর, গায়কীও অসাধারণ!🙏
এখানে কোন কথা বলতেই চাই না,আর এই গানটা যখনই শুনি
তখন এনার(র্জজদার)গলাতেই
শুনি এবং শুনতে চাই-ই,অন্য কারুর গলায় এই গানটা ভালোই লাগেনা,আর ঈশ্বর যখন গান
গান,তখন চুপ করে গান
শোনাটাই বাঞ্ছনীয়,,
Another stalwart who made this so g immortal ; he is great Kalim Sharafee
Debabrata Biswas is for Rabindra Sangeet and Rabindra Sanget is for Debabrata Biswas.
অমোঘ সত্য বলেছো ভাই ৷
None can match the weight of the voice of George da ❤️❤️❤️❤️
Obvious True .
সাধে কি ঝত্তিক ঘটক বলেছিলেন "জর্জদার গলায় সুর কথা বলে"?
Chokher jol dhore rakhte parlam na ...asadharon
Extraordinary presentation.
Pronam Georgeda.
Thnx to Anjanbabu .
Jorj dar gan .....
Osadharon ........
Otulonio ......
এক অজানা অমৃতলোকে নিয়ে যায় এই গানটা।
Listening in loop. Jeorge-da, you are simply the Greatest.
Shovon, From Canada
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার॥
আকাশ কাঁদে হতাশ-সম, নাই যে ঘুম নয়নে মম--
দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার॥
বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন্ নদীর পারে, গহন কোন্ বনের ধারে
গভীর কোন্ অন্ধকারে হতেছ তুমি পার॥
অপূর্ব
The best presentation of the song!!
Rabindra Sangeeter ki rules regulation ami janina kinto George Babuer Udartha kantho sakal rabindra sangeet premiker hridaya chirokal abinosar thakbey Apnake onek dhanyabad je apni apner Moni Muktar vander theke amader upahar ditechen. Sorbokaler shera Shilpi George Biswas Babu. Oner kono bikolpa konodin nei konodin hobe na.
Excellent
One of my favourites
এক অনন্য উপলব্ধি।
Asadharan. Shilpi ke pronam.
Ki apurbo ! jani na ki bola jay ei gaan niye , kichu bolai enough bola hobe na, atuloniyo gola Debabrata Biswas -er
গান শুনে চোখে জল চলে এলো।
26/05/2024....11:50pm...... Remal হচ্ছে বাইরে, আমার বারান্দার আরাম চেয়ারে বসে ঝড় দেখছি, জোনাকি গুলো আমার চারিদিকে খেলছে, বৃষ্টির ছাটে ভিজে যাচ্ছি,,, সুরে হারিয়ে যাচ্ছি 🌸
Ak onoboddo konthho ...ja r hoyni r hobeona ..shilpike pronam
Buk er moddhe jhor uthe jay ❤❤iswar 🙏🙏
অতুলনীয়
অসাধারন অপারথিব,,,,,,,
Heavenly voice
অমৃত ❤❤
Best gan of debobrata
Aar ei Shilpi ke sunte hoyechilo "Thik kore Gayiki jene asun, tabe Rabindra Sangeet gaiben". Haire copyright er paharadarera..
আজি ঝড়ের রাতে তোমার অভিসার,
পরানসখা বন্ধু হে আমার।
আকাশ কাঁদে হতাশ-সম,
নাই যে ঘুম নয়নে মম,
দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার।
Excellent!
Khub bhalo laglo.
another masterpiece.
Excellent singing.
A great post, What a voice! Salute him,
অসাধারণ 🙏
khub valo laglo
অনেক কিছু বলার ওনাকে নিয়ে কিন্তু আজ শুধুই অনুভব করতে ইচ্ছা করছে।
George da ♥️
I am very much agreed with the views of Rabin babu. - from f/o anaranya
apurbo....
দেবব্রত বাবু ( কেন চেয়ে আছো গো মা ) গান টি গাইতে চাননি। ঋত্বিক বাবু বলেছিলেন উনি ওই গানটা না গাইলে সিনেমা করবেন ন।
সংগৃহীত
চাই যে বারে বার
অনন্য সাধারণ
Class..genius..
osadharon
apurba asadharan nibedan
রবীন্দ্রসঙ্গীতের সেরা কন্ঠ। তাঁর জলদ গম্ভীর কন্ঠের জাদুতে আজও সমস্ত বিশ্বের রবীন্দ্র প্রেমীরা আপ্লুত, আজও তাঁর রবীন্দ্রসঙ্গীত শ্রেষ্ঠত্বের আসনে সুপ্রতিষ্ঠিত। শিল্পীকে সহস্র প্রণাম ছাড়া অন্য কিছু জানাবার ভাষা নেই।
চমৎকার
Apurba
Pranam
এই সংগীত অমর ।
MY BEST TAGORE LYRICS SINGER IS JORGE DA
The master....
Guru Guru
Keho tomar tulona hotel pare na guru
প্রণাম, কোনও মন্তব্য করার ধৃষ্টতা আমার নেই 🙏🙏🙏
A nice singer .special y this song
Jotobar shuni totobar I mugdha hoi 🙏🙏🙏🙏🙏
অসাধারণ গান
EXCELLENT SINGER.
অসাধারণ
The song was good
Which raag?
এই গানটা আর কোন শিল্পীর গাইতে চেষ্টা করা পণ্ডশ্রম। বুকে ছুরি বসিয়ে দিলেন জর্জদা।
ব্যাখ্যা যেন গানের কথাগুলোই। শুনতে হবে।
জর্জদা!!!
Anjan babu doya kore offline download korar option din
+Suvojit Banerjee Amito janina seta kivabe hoy.technical byapargulote ami otota dakhyo noi
Classic.
ভেতরটা মোচড় দিয়ে ওঠে।
💙💙💙💙💖💙💙💙💙💙💙💙
ah
🙏🙏🙏💐
গান শুনে ধন্য