ডায়াবেটিস নিয়ন্ত্রণে মৌরি কতটা ভালো ? Fennel seeds in Diabetes Control । Dr Biswas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে মৌরী খাওয়া কতটা ভালো ? Fennel seeds in Diabetes Control
    মৌরি আমাদের কমবেশি সকলের প্রিয় - আচ্ছা মিষ্টি মৌরি কি Blood sugar level বাড়াতে পারে ? ডায়বেটিস রোগীর খাদ্যতালিকায় মৌরি রাখা কতটা যুক্তিযুক্ত ? Diabetes এ প্রভাব ফেলা ছাড়াও মৌরি আর কি কি উপকার করবে ? ডায়াবেটিস কমানোর উপায় হিসাবে কাদের মৌরি খাওয়া একেবারেই উচিৎ না ? Blood sugar control করতে আপনি কিভাবে মৌরি খাবেন ?
    প্রশ্নগুলির উত্তর দেওয়ার আগে Dr Biswas চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন যাতে Diabetes control নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন ।
    এক - ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকায় মৌরি কতটা ভালো ?*
    Blood sugar control এর ১ম শর্ত Low Glycemic index ও Low Glycemic Load
    আপনি মৌরি খেলে Blood sugar spike এর কোন সম্ভাবনা নেই ফলে Type 2 Diabetes control এ সুবিধা হবে । ডায়াবেটিস কমানোর উপায়ের ১ম শর্ত মৌরি পূর্ণ করল ।
    Blood sugar control এর ২য় শর্ত Low Carbohydrate ও High Fiber
    মৌরির ফাইবার Blood sugar কমিয়ে Blood sugar under control এ রাখতে সাহায্য করবে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুবিধা হবে । সুগার কমানোর উপায়ের ২য় শর্ত মৌরি পূর্ণ করল ।
    Blood sugar control এর ৩য় শর্ত Low Calories :
    ওজন নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুবিধা হবে । ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকার ৩য় শর্ত মৌরি পূর্ণ করল ।
    Blood sugar control এর ৪র্থ শর্ত Low Sodium
    মৌরির সোডিয়াম আপনার BP বাড়াবে না, BP control এ থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সুবিধা হবে । ডয়াবেটিস কমানোর খাবারের ৪র্থ শর্ত মৌরি পূর্ণ করল ।
    Diabetes control এর প্রথম চারটি প্যারামিটারে মৌরি খুব ভালো করল - আসুন দেখা যাক পরবর্তী প্যারামিটারগুলিতে মৌরি কেমন করে ।
    Blood sugar control এর ৫ম শর্ত Low Saturated Fat ও Low Cholesterol
    সুগার কমানোর খাবারের ৫ম শর্ত খুব ভালোভাবে পূর্ণ করল ।
    Blood sugar control এর ৬ষ্ঠ শর্ত High Protein
    মৌরির প্রোটিন Diabetes Risk Factors গুলি লাঘব করবে । ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকার ৬ষ্ঠ শর্ত মৌরি খুব ভালোভাবে পূর্ণ করল ।
    Blood sugar control এর ৭ম শর্ত High Antidiabetic Properties
    মৌরিতে Antioxidant এ ঠাসা থাকে যা আপনার Diabetes Induced Oxidative stress কমিয়ে আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে ।
    Diabetes control এর ৭টি প্যারামিটারে মৌরিকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মৌরি সবগুলি শর্তই পূর্ণ করছে । মৌরি ১০ এ ১০ ই পাবে । মৌরিকে Antidiabetic Superfood বলতে পারেন । ডায়াবেটিস কমানোর ম্যজিকাল মশলা মৌরি । ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকায় আপনার নিয়মিত মৌরিকে রাখা উচিত - তবে কতগুলি সাবধানতা অবলম্বন করতেই হবে । আমরা এখন সেগুলি নিয়েই আলোচনা করব ।
    *দুই - ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকায় মৌরি রাখলে আপনার আর কি কি উপকার হবে ?
    ১। পরিপাকে সহায়ক - Type 2 Diabetes control করতে হলে পেট সবসময় ভালো থাকা দরকার । হজমে সমস্যা হলে , Constiptation হলে, খুব বেশি গ্যাস হলে ডাআয়বেটিস নিয়ন্ত্রণে সমস্যায় পড়বেন । মৌরিতে খুব বেশি ফাইবার থাকে - অল্প মৌরি থেকেই আপনি অনেক বেশি ফাইবার পেতে পারেন - আসলে মৌরির প্রধান উপাদানই তার ফাইবার । ফাইবার আপনার constipation কমাবে , তার Antibacterial , antifungal Properties গ্যাস কমাবে । সামগ্রিক ভাবে মৌরি আপনার পরিপাকে দারুণ সহায়ক হবে যা আপনাকে Diabetes এ সাহায্য করবে ।
    ২। ওজন কমাতে সহায়ক - Diabetes নিয়ন্ত্রণ হোক কিংবানিয়ন্ত্রণে ফিট থাকার জন্য ওজনকে নিয়ন্ত্রণে আনতেই হবে । কিছু সার্ভে থেকে দেখা যাচ্ছে নিয়মিত মৌরি বা মৌরি চা খেলে কার্বোহাইড্রেট গ্রহণের ইচ্ছা কমে যায় - ফলে ওজন নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় - Diabetes control এও সুবিধা হয় ।
    ৩। কোলেস্টেরল কমাতে সহায়ক - মৌরির খুব বেশি ফাইবার, Antioxidant ও আনস্যাচুরেটেড ফ্যাট আপনার ভালো Cholesterol HDL বাড়াবে আর খারাপ কোলেস্টেরল LDL কমাবে । মৌরি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সুস্থ রাখবে - সুস্থ রাখবে আপনার Heart কে । সামগ্রিকভাবে Diabetes Risk Factors গুলিকে কমাবে মৌরি ।
    ৪। ক্যান্সার প্রতিরোধী - মৌরি মূল্যবান সব Antioxidant এর খুব ভালো উৎস । মৌরির Antioxidsant গুলি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে । মৌরিতে Anethole নামে একটি Antioxidant থাকে যা Breast Cancer কে প্রতিরোধ করতে পারে ।
    অর্থাৎ আপনি ডায়বেটিস রোগীর খাদ্যতালিকায় মৌরি রাখতে পারলে Diabetes control এর সাথে আপনার প্রায় half ডজন সমস্যার প্রত্যক্ষ সমাধান করবে ।
    ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাদের মৌরি খাওয়া একেবারে বারণ ?
    অর্থাৎ মৌরি Diabetes এ দারুণ একটি খাবার হলেও আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে । এবার আসুন Blood sugar level ঠিক রাখতে আপনি কিভাবে মৌরি খাবেন ।
    ডায়বেটিস কমাতে আপনি কিভাবে মৌরি খাবেন ?
    আশা করি ডায়াবেটিস নিয়ন্ত্রণে মৌরি খাওয়া নিয়ে আপনার আর কোন প্রশ্ন নেই - প্রতিদিন সামান্য মৌরিই আপনাকে Blood sugar কমাতে দারুণ সাহায্য করবে ।
    Disclaimer: Contents including advice provides generic information only . All data and statistics are based on publicly available data at the time of publication . The content and the information in this video are for informational and educational purposes only, not as a medical manual . Always consult a specialist or your own doctor for more information . Dr Biswas youtube channel does not claim responsibility for this information.
    ডায়াবেটিস বাজার - diabetesbazar.in
    Bengali Health Tips
    Dr Biswas

ความคิดเห็น • 99

  • @fdveqvgn7683
    @fdveqvgn7683 2 ปีที่แล้ว +4

    বিস্তারিত বন্ঁনায় মৌরি প্রেষ্কৃিপশন করায় উপকৃত হলাম।সুনীল কুমার।

  • @swapnakar6187
    @swapnakar6187 ปีที่แล้ว +1

    ম্যাডাম আপনার আমি নিয়মিত শ্রোতা। আমার স্বামীর হার্ট অ্যাটাকের পর বাইপাস হয়েছে। ওনার ডাইবেটিস টাইপ -২, ওনাকে কে আপনার ভিডিও দেখে আমি খাবার দাবার দিয়ে, অনেক উপকার পেয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম আমার বোন কিডনি রোগী ১ বছর হলো। ওর ক্রিয়েটিনিন এখন ১.৪৭ শুরুতে ১.৪২ ছিল। কিডনি বিষয়ে আপনার কি কোন ভিডিও আছে। প্লিজ বলুন বড়ো উপকার হয়।

  • @ranjusreeghosh9340
    @ranjusreeghosh9340 3 ปีที่แล้ว +4

    Diabetic patients er aloo khabar upor jodi ekta video upload koren khubi upokar hobe. Opekkhay thaklam🙏

  • @bharatisarkar6996
    @bharatisarkar6996 5 หลายเดือนก่อน

    অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ভালো থাকুন আপনি।

  • @nabinanandaghosh2160
    @nabinanandaghosh2160 ปีที่แล้ว +1

    খুবই ভালো লাগল শুনে

  • @opposma5769
    @opposma5769 3 ปีที่แล้ว +3

    সুন্দর গঠন মুলুক সুন্দর আলোচনা করেছেন অনেক অনেক ধন্যবাদ সম্মানিত দিদি আপনাকে

  • @ashimmazumder5125
    @ashimmazumder5125 3 ปีที่แล้ว +2

    নতুন কিছু জানলাম

  • @jamunachakraborty8673
    @jamunachakraborty8673 3 ปีที่แล้ว +2

    THANK YOU SO MUCH

  • @tapasroy5469
    @tapasroy5469 3 ปีที่แล้ว +1

    দারুণ।

  • @nijarsultana2779
    @nijarsultana2779 3 ปีที่แล้ว +8

    If I eat mouri itself I mean if i chew the mouri how much should I take a day like how many two or 3tbs. Thank you in advance

  • @rebaroychowdhury4396
    @rebaroychowdhury4396 2 ปีที่แล้ว

    Khub Vholo laglo 🙏🙏🙏🙏🙏

  • @mathsclassesbysusanta4495
    @mathsclassesbysusanta4495 3 ปีที่แล้ว +4

    আমার ১০ বছর ধরে diabetes আছে। ব্যায়াম,প্রানয়াম , হাঁটাহাঁটি করি। ডায়েটিং করে সুগার control এ আছে। Gliciphage 500 daily দুটো খায় কিন্তু ইদানিং Fasting 150 but PP 140 আসছে। বাড়িতে glucometer এ check করছি। আমার মেশিনে fasting upper limit 129. Pp upper limit 179. Please advise me

  • @gauriprasadchakrabarti3791
    @gauriprasadchakrabarti3791 3 ปีที่แล้ว +1

    .mouri bisaya aro baloon very good subject

  • @faridakhanam4142
    @faridakhanam4142 3 ปีที่แล้ว +4

    ম্যাডাম, মৌরি জিরা লং আদা এক সাথে ফুটিয়ে চা বা কফি মিশিয়ে খাওয়া যাবে?
    অথবা এগুলো রাতে ভিজিয়ে সকালে পানি খেলে কি উপকার হবে?

  • @mantulalmaji7027
    @mantulalmaji7027 3 ปีที่แล้ว +4

    Pl tell it's side effect

  • @ranjanaroy6571
    @ranjanaroy6571 3 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ আপনাকে

  • @srikumarbanerjee3781
    @srikumarbanerjee3781 3 ปีที่แล้ว +1

    মৌরী কি হালকা ভেজে নিয়ে খাওয়াযাবে কি?

  • @nurunnaharlata2847
    @nurunnaharlata2847 3 ปีที่แล้ว +3

    কি পরিমান খেতে হবে ,কখন খেতে হবে

  • @mdamirhossain2245
    @mdamirhossain2245 3 ปีที่แล้ว

    কতটুকু মৌরী খেতে হবে তা জানালে খুশি হবো অপেক্ষায় রইলাম

  • @mdhasimulhaqueazad6859
    @mdhasimulhaqueazad6859 3 ปีที่แล้ว +4

    কিডনির কোনো সমস্যা হয় কি না?

  • @musratmoon8807
    @musratmoon8807 3 ปีที่แล้ว +1

    Tnq so much

  • @jaynalabedinpathan2022
    @jaynalabedinpathan2022 2 ปีที่แล้ว +1

    মৌরীর চা তৈরীর প্রনালী দিন

  • @gopalmandal5455
    @gopalmandal5455 3 ปีที่แล้ว

    Thanks for your help

  • @selimakthar3692
    @selimakthar3692 3 ปีที่แล้ว +6

    হিমোগলবীণ অভাব থাকলে মৌরি খাওয়া যাবে plse বলবেন

  • @santoshsarkar1471
    @santoshsarkar1471 3 ปีที่แล้ว

    জোয়ান কি ক্লোষ্ট্রল বা সুগার কমায় কি ?

  • @subhashsaharoy252
    @subhashsaharoy252 3 ปีที่แล้ว

    Thanks

  • @mddulalmiah9729
    @mddulalmiah9729 3 ปีที่แล้ว +3

    দিদি কে অসংখ্য ধন্যবাদ দিদি কোন সময়ে খাইলে ভাল একটু জানতে চাই কালী পেটে খাইতে হবে না ভরা পেটে না রাতে ঘুমানোর আগে

  • @surajitchatterjee4753
    @surajitchatterjee4753 3 ปีที่แล้ว

    Thank you so much Mam

    • @sadiaafrin8200
      @sadiaafrin8200 3 ปีที่แล้ว

      কিভাবে খেতে হবে সেটাতো বলছেন না।

  • @dewansayem2001
    @dewansayem2001 2 ปีที่แล้ว

    roj ki poriman khete hobe

  • @litonmia8918
    @litonmia8918 ปีที่แล้ว

    কখন খাইতে হবে

  • @sorabali6729
    @sorabali6729 3 ปีที่แล้ว +1

    Diet suger খাওয়া যাবে কি

  • @suraiyayasmin3889
    @suraiyayasmin3889 3 ปีที่แล้ว +1

    আমি তো একদিনে প্রায় ৫০ গ্রামের মত খেয়ে ফেলি।হালকা ভেজে খাই। আমার ডায়বেটিস নেই কিন্তু কোলেস্টেরল আছে। সমস্যা হবে কি??

    • @riyasom2570
      @riyasom2570 3 ปีที่แล้ว

      Iiininimiinniinnninnniininiinniinniiinniiiipiiinin⌐╦╦═─

  • @alauddinmallick677
    @alauddinmallick677 3 ปีที่แล้ว

    আমার হিমোফিলিয়া আছে মৌরি খাওয়া চলবে কি?

  • @rimirahman9927
    @rimirahman9927 3 ปีที่แล้ว

    আপু মৌরি কি খালি চিবিয়ে খাব আমার দাদী মার ডায়াবেটিস আছে।দয়া করে বলে দিন

  • @rahimict1101
    @rahimict1101 3 ปีที่แล้ว

    Good!!!

  • @jiminslostjams5085
    @jiminslostjams5085 3 ปีที่แล้ว

    Ami roj rate methi o mouri vijiea. Sokale sei jol phutiea khai. Amer sugar ache. Eata ki kon khoti korbe.

  • @malekaparveen9931
    @malekaparveen9931 3 ปีที่แล้ว

    Thanks for your valuable advice.

  • @ahad7498
    @ahad7498 3 ปีที่แล้ว +1

    Apo mocksode mana ke

  • @sapnaakter7512
    @sapnaakter7512 2 ปีที่แล้ว

    Mowri r joyan ki ak

  • @subhashkumarmondal2676
    @subhashkumarmondal2676 7 หลายเดือนก่อน

    ভাজা মৌরির উপকার আছে কি?

  • @snigdhamajumder4998
    @snigdhamajumder4998 3 ปีที่แล้ว

    How to take mouri

  • @kazihasan4086
    @kazihasan4086 3 ปีที่แล้ว +1

    ১৫০ সকালে খাবার পারে ১৬০ কোন খতি হবে

  • @mdbaten5655
    @mdbaten5655 3 ปีที่แล้ว

    Ami Ami toh

  • @saifuddinarmed2633
    @saifuddinarmed2633 3 ปีที่แล้ว +2

    Bn

  • @piyaliguhathakurta1090
    @piyaliguhathakurta1090 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @channelz3679
    @channelz3679 3 ปีที่แล้ว +3

    ডায়াবেটিস বাজারের মৌরি চা খেলে আসল উপকার পাওয়া যাবে।

  • @kumkumbar7133
    @kumkumbar7133 3 ปีที่แล้ว

    Ami breast Cancer pt ta hole ki mouri khaw jabe na?

  • @mohammadaminur3988
    @mohammadaminur3988 3 ปีที่แล้ว +2

    মৌরা কি সেটাই তো চিনি না এটার কি আর কোন নাম আছে প্লিজ কেউ জানান ভাই, যেটাকে শোপ বলি সেটা কি মৌরি দানা

  • @mddulalmiah9729
    @mddulalmiah9729 3 ปีที่แล้ว +2

    কমেন্ট করলে কেন জবাব দেন নাই আমি জানতে চাই কোন সময়ে খাইতে হবে কালী পেটে না ভরা পেটে

  • @madhuridas4069
    @madhuridas4069 3 ปีที่แล้ว +3

    মৌরি চা কি ভাবে বানাতে হবে?

  • @mzee1314
    @mzee1314 3 ปีที่แล้ว +1

    Mouri ki bajha gura khabo naa kacha gura????

  • @momtazsultana9196
    @momtazsultana9196 3 ปีที่แล้ว

    R1

  • @mohammedarman9551
    @mohammedarman9551 3 ปีที่แล้ว +6

    দিদি শুধু মৌরি দিয়ে চা করে খাবো খালি পেটে না ভরা পেটে খাবো

  • @dibyendugoswami9027
    @dibyendugoswami9027 3 ปีที่แล้ว

    Dr biswas ! You have no biswas on the Asian as such using pictures of foreigner, to enhance the hight of your treatment?

  • @riponsarker7934
    @riponsarker7934 3 ปีที่แล้ว

    Please imp Nombar

  • @anjunandy6555
    @anjunandy6555 3 ปีที่แล้ว +1

    মৌরি প্রতিদিন কিভাবে বানিয়ে খাব? দিনে কয়বার।

    • @manjudatta1573
      @manjudatta1573 3 ปีที่แล้ว

      M ouri mukh sudhi hisabe jdi khai
      Vaja mour i
      Tabe daybitiee u pkar pabo

  • @rajibmiah9295
    @rajibmiah9295 3 ปีที่แล้ว

    Type 1 type 2 daybetis kake bole

  • @tarundas21
    @tarundas21 3 ปีที่แล้ว

    comments er reply den na keno

  • @nabanitasaha952
    @nabanitasaha952 3 ปีที่แล้ว

    Rost mouri khaoya keep kharap

  • @mddulalmiah9729
    @mddulalmiah9729 3 ปีที่แล้ว +1

    রাতে ঘুমানোর আগে চা বানিয়ে খাওয়া উপকার হবে কিনা জানতে পারি

  • @asokdingal2665
    @asokdingal2665 3 ปีที่แล้ว +2

    ইউ টিউব না দেখলে ডায়াবেটিস থেকে ভালো থাকা যায়।

  • @pallabchakraborty5476
    @pallabchakraborty5476 หลายเดือนก่อน

    সবাই উপকার টাই বলে আ
    অপকার টা বলেনা, ধন্যবাদ আপনাকে।

  • @gulshannasrin3683
    @gulshannasrin3683 3 ปีที่แล้ว

    কিডনি সমস্যা থাকলে খাওয়া যাবে কি?

  • @goutamsarkar6015
    @goutamsarkar6015 4 หลายเดือนก่อน

    রাত্রীতে ভিজিয়ে সকালে খেলে কি সুগার কমবে

  • @biswajitdebnath7557
    @biswajitdebnath7557 ปีที่แล้ว

    মেথি ও মৌরী একসাথে ভিজিয়ে রেখে সেই জল কি খাওয়া যেতে পারে??? জানালে খুব উপকার হবে।

  • @pradipraychaudhuri7252
    @pradipraychaudhuri7252 3 ปีที่แล้ว +3

    Whether raw Mauri or fried Mauri will provide same result.

  • @EmonKhan-ih2ke
    @EmonKhan-ih2ke 3 ปีที่แล้ว

    Period time a ki mouri pani khua jaba?
    Naki bleeding kom hoba

  • @tinnisultana3125
    @tinnisultana3125 3 ปีที่แล้ว

    Mouri cha ta ghore kore kivabe khabo

  • @monirasalmakhan5710
    @monirasalmakhan5710 3 ปีที่แล้ว

    আমি ব্রেস্ট ক্যান্সার সার্ভাইবার। আমি কি মৌরি খেতে পারবো।

  • @aklasuddinlaskar6089
    @aklasuddinlaskar6089 3 ปีที่แล้ว

    তেতুল ডায়াবেটিস এ খাওয়া যায় কি।

  • @animeshmaity9268
    @animeshmaity9268 ปีที่แล้ว

    প্রতিদিন 100গ্রাম করে মৌরি খেলে কী হয়

    • @drbiswasdiabetes
      @drbiswasdiabetes  ปีที่แล้ว

      100 গ্রাম খাবেন না

  • @subimalsardar7889
    @subimalsardar7889 3 ปีที่แล้ว

    Type 2 diabetic এ পানিফল কি খাওয়া যাবে ?

  • @birendramazumder9870
    @birendramazumder9870 3 ปีที่แล้ว

    Bhaja khabo ki kacha

  • @madhuridas4069
    @madhuridas4069 3 ปีที่แล้ว +1

    Thanks for the information s

  • @iloveyoust1723
    @iloveyoust1723 3 ปีที่แล้ว

    ছোট,করে,বলবেন

  • @atanudatta1125
    @atanudatta1125 3 ปีที่แล้ว +2

    মৌরি রাতে এক গ্লাস জলে ভিজিয়ে সকালে খালি পেটে খাওয়া ভীষণ ভালো

    • @mdnurulhoq5954
      @mdnurulhoq5954 2 ปีที่แล้ว

      পানিটা কি সেদ্ধ করতে হবে নাকি নরমালি খাওয়া যাবে দাদা?

  • @abdulhalim4686
    @abdulhalim4686 2 ปีที่แล้ว

    Thank you so much

  • @seemapunia3317
    @seemapunia3317 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍 thanks 🙏

  • @limapathan8441
    @limapathan8441 3 ปีที่แล้ว

    Sukria

  • @mddulalmiah9729
    @mddulalmiah9729 3 ปีที่แล้ว +1

    কি বাভে খাইতে হবে একটু বলেন এত উপকার কেন

  • @pradiproy1791
    @pradiproy1791 3 ปีที่แล้ว +1

    very good advice

  • @serajulhuq8188
    @serajulhuq8188 3 ปีที่แล้ว

    Very good explained.