না এমন কোন লঞ্চ চলে না। কারণ কুয়াকাটার দিকে নদীর প্রস্থ খুবই কম সেদিকে যেতে পারে না।বড় লঞ্চ পটুয়াখালী পর্যন্ত যায়, ওখান থেকে আবার ছোট লঞ্চ কুয়াকাটা কাছাকাছি বিভিন্ন স্টপেজে যায়। এগুলো সব লোকাল লঞ্চ স্থানীয়রা চলাচল করে এবং বেশ সময় সাপেক্ষ। তাই লঞ্চঘাটে নেমে আপনাদেরকে পটুয়াখালী বাস স্ট্যান্ড যেতে হবে। সেখান থেকে কুয়াকাটা গামী সরাসরি বাসে করে আপনারা কুয়াকাটা যেতে পারবেন। তবে এই বাসগুলোর কোয়ালিটি খুব একটা ভালো নয়। অথবা চাইলে আপনারা মাইক্রো রিজার্ভ করে নিয়েও যেতে পারেন। তবে luxurious বাস চাইলে সরাসরি আপনাদেরকে ডাইরেক্ট বাসে করে আসতে হবে।
পরিচিত কেউ থাকতে হয়। অন্যথায় সম্ভব না।আর বর্তমানে আগাম টিকিট সচরাচর খুব একটা দেয়া হয় না। কারণ কবে কোন লঞ্চ যাবে তার কোন ঠিক নেই। তাই যেদিন যেই লঞ্চ যায়। ঐদিন ওই লঞ্চের টিকিট সকাল বেলা গিয়েই কাটতে হয়। তবে লঞ্চে যাত্রী কম হওয়ায় টিকিট সহজেই পাওয়া যায়।
আয়ান সত্যি তোমার গলা অসাধারণ। তোমার গান সিলেকশন টাও দারুন
হু মাশা-আল্লাহ সে খুব ভালই গায়।
আমার বাড়ি ঝালকাঠি আমি সুন্দরবন 12 করে বাড়ি যাই বাড়ির সামনে নামিয়ে দে❤
Chandpur theka utha jay ke.??
না আপু সরাসরি ঢাকা থেকে উঠতে হয়।
৬ জনের টিমের জন্য ভিআইপি কেবিনের সাথে এক্সট্রা কয়টা টিকেট লাগবে।
মানে ভিআইপি কেবিনে কয়জন যেতে পারে কেবিন ভাড়া দিয়ে
৪ টা এক্সট্রা টিকেট লাগবে।
কেবিনের জন্য মাত্র দুইটা টিকিট পাবেন।
Big Fan Big Fan চাই এই গরমে!
হা হা হা আমাদের GFC
কুয়াকাটা কোনাই ও,,,
😂😂😂
ভাই পটুয়াখালীরও বড় বড় লঞ্চ আছে এমবি সুন্দরবন ১৪ আরএমবি পূবালী ১২। ❤😊
হু। কিন্তু সব দিন সব লঞ্চ যায় না তাই এটাতে যাওয়া আর কি।
Vaiya direct Kuakatar jaoer ki kono lonch cholachol kore akhon ?
না এমন কোন লঞ্চ চলে না। কারণ কুয়াকাটার দিকে নদীর প্রস্থ খুবই কম সেদিকে যেতে পারে না।বড় লঞ্চ পটুয়াখালী পর্যন্ত যায়, ওখান থেকে আবার ছোট লঞ্চ কুয়াকাটা কাছাকাছি বিভিন্ন স্টপেজে যায়। এগুলো সব লোকাল লঞ্চ স্থানীয়রা চলাচল করে এবং বেশ সময় সাপেক্ষ। তাই লঞ্চঘাটে নেমে আপনাদেরকে পটুয়াখালী বাস স্ট্যান্ড যেতে হবে। সেখান থেকে কুয়াকাটা গামী সরাসরি বাসে করে আপনারা কুয়াকাটা যেতে পারবেন। তবে এই বাসগুলোর কোয়ালিটি খুব একটা ভালো নয়। অথবা চাইলে আপনারা মাইক্রো রিজার্ভ করে নিয়েও যেতে পারেন।
তবে luxurious বাস চাইলে সরাসরি আপনাদেরকে ডাইরেক্ট বাসে করে আসতে হবে।
❤
VIP kabin er vhara vhaia??
৪০০০ টাকা
আর ৬০০০ টাকা
সে এতো খাওয়ার সময় সালাম দেওয়া কোন ভদ্রলোকি
খাওয়ার সময় সালাম দেয়া যায়।
তবে নামাজের সময় সালাম দেয়া নিষিদ্ধ।
ভাই ঘরে বসে লঞ্চের টিকেট কাটবো কিভাবে
পরিচিত কেউ থাকতে হয়। অন্যথায় সম্ভব না।আর বর্তমানে আগাম টিকিট সচরাচর খুব একটা দেয়া হয় না। কারণ কবে কোন লঞ্চ যাবে তার কোন ঠিক নেই। তাই যেদিন যেই লঞ্চ যায়। ঐদিন ওই লঞ্চের টিকিট সকাল বেলা গিয়েই কাটতে হয়।
তবে লঞ্চে যাত্রী কম হওয়ায় টিকিট সহজেই পাওয়া যায়।