গ্যাস্ট্রিক থেকে মুক্তির সহজ ঘরোয়া উপায় - ডা. তাসনিম জারা (চিকিৎসক, ইংল্যান্ড)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2023
  • গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়ার ৫টি উপায়
    ডা ইমা ইসলামের ফেসবুক পেজ: / drimaislam
    Dr Tasnim Jara
    MSc Candidate (University of Oxford)
    Junior Specialty Registrar (NHS England)
    🌍 Shohay Website: shohay.health
    ----
    Terms of Use
    This channel is for informational purposes only. It is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your doctor with any questions you may have regarding a medical condition or health problems. Reliance on any information provided on this channel is solely at your own risk.

ความคิดเห็น • 1K

  • @DrTasnimJara
    @DrTasnimJara  ปีที่แล้ว +168

    ডা ইমা ইসলামের সাথে করা ভিডিওগুলো ভবিষ্যতে Shohay Health এর চ্যানেল থেকে পাবলিশ করা হবে। সহায় হেলথ চ্যানেলের লিঙ্ক: www.youtube.com/@ShohayHealth
    ডা ইমা ইসলামের ফেসবুক পেজ: facebook.com/DrImaIslam/

    • @mimakter-qs2yq
      @mimakter-qs2yq ปีที่แล้ว +3

      Apu gorvabostay ki ai rules follow kra jaita jabe

    • @shahedjaman5642
      @shahedjaman5642 ปีที่แล้ว

      Thanks a quadrillion for your advice api.
      You both are looking beautiful with your outfits. 🌸🇧🇩

    • @mdabubakkarsiddik1397
      @mdabubakkarsiddik1397 ปีที่แล้ว +1

      আমি কাতার থেকে শুনি আমার ভালো লাগছে আপুকে

    • @mdtufazzal6074
      @mdtufazzal6074 ปีที่แล้ว

      ম্যাডাম আপনার নাম্বার খুঁজে পাচ্ছি না

    • @tahminawithvillagelife6369
      @tahminawithvillagelife6369 ปีที่แล้ว

      ম্যাডাম আমার আপনার সাথে কিছু কথা ছিল

  • @nusratjahan-ob2by
    @nusratjahan-ob2by ปีที่แล้ว +440

    আপনাদের মত ডাক্তাররা যখন আমাদের দেশের চিকিৎসা বিভাগের দায়িত্বে আসবে, সত্যিই আমাদের দেশের চিকিৎসা ব্যাবস্তা বিশ্বমানের হয়ে যাবে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আমার খুবই প্রিয় তাসনিম জারা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @dr_traveller
      @dr_traveller ปีที่แล้ว +4

      হ, যেদিন থেকে বাংলাদেশের সব ডাক্তার ফ্রি সেবা দেয়া শুরু করবে সেদিন থেকেই হবে।
      এদেশের মানুষ ফ্রি তে খুব দ্রুত সুস্থ হয়।

    • @jannataktermaria7338
      @jannataktermaria7338 ปีที่แล้ว +6

      ​​@@dr_traveller আপনি এখন যে কথাটা বললেন সেটি একদমই বলা উচিত হয়নি।
      সবার আর্থিক অবস্থা একই রকম থাকে না।
      তাছাড়া আর্থিক অবস্থা ভালো থাকলেও অনেকে সঠিক ও দক্ষ চিকিৎসক খুঁজে পায় না। এটাতো অস্বীকার করতে পারেন না যে এই ভিডিওটি অনেক মানুষকে সাহায্য করবে তাদের গ্যাস্ট্রিক সমস্যা নিয়ে। আপনি যার কথার উত্তরে এই কথাগুলো বলেছেন উনি উপকৃত হয়েছে বলেই মাত্র ধন্যবাদ দিয়েছেন।

    • @dr_traveller
      @dr_traveller ปีที่แล้ว

      @@jannataktermaria7338 আপনাকেও ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্টটি করার জন্য।

    • @shamim5194
      @shamim5194 ปีที่แล้ว

      @@dr_travellerবাংলাদেশের ডাঃ এর ব্যবহার এতো খারাপ পৃথিবীর কোন দেশে নেই
      চরম বেয়াদব বাংলাদেশের ডাঃ,
      অযথা পরীক্ষা দিয়ে টাকা ইনকাম আপনার মতো ডাঃ করে থাকে,
      ৯৯ % প্রেগন্যান্ট মহিলা ডাঃ কাছে গেলে সিজার নিশ্চিত এমন জারজ ডাঃ বাংলাদেশের মধ্যে পাওয়া যায়।

    • @dr_traveller
      @dr_traveller ปีที่แล้ว +1

      @@shamim5194 অসাধারণ আপনার ভাবনা। প্রশংসার যোগ্য। আপনি কখনোই আর বাংলাদেশের কোনো ডাক্তারের কাছে যাবেন না কিন্তু ট্রিটমেন্ট এর জন্য।

  • @mdibrahimsheikh7714
    @mdibrahimsheikh7714 ปีที่แล้ว +240

    কি মধুর কালেমা
    দাওয়াত দিয়ে গেলাম
    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ আলাইহি ওয়াসাল্লাম

  • @almamun-bc6mm
    @almamun-bc6mm ปีที่แล้ว +65

    প্রিয় একজন,,,
    যার আলোচনা শুনে অনেক উপকৃত হওয়া যায়।

  • @mohammadalam2283
    @mohammadalam2283 ปีที่แล้ว +30

    সুন্দর এবং সাবলীলভাবে বুঝিয়ে বলার জন্য আপনারা দু'জনকেই শুভেচ্ছা ও অভিনন্দন।

  • @khairulislam3599
    @khairulislam3599 ปีที่แล้ว +9

    জাজাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা। ❤️❤️❤️❤️❤️❤️❤️ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন।

  • @jobayerhossain8166
    @jobayerhossain8166 ปีที่แล้ว +75

    ১.খাট উচু করা ২.যে খাবারে সমস্যা তা বর্জনকরা ৩.খাবারের তিন চার ঘন্টা পর শোয়া ৪.এক সাথে বেশি পরিমাণে না খাওয়া ৫.ওজন নিয়ন্ত্রণে রাখা।

    • @abuesa1323
      @abuesa1323 10 หลายเดือนก่อน +1

      🥰🥰🥰

  • @MehediHasan-cc1dz
    @MehediHasan-cc1dz ปีที่แล้ว +1

    ডাঃ তাসনিম জারা বয়সে আপনি আমার থেকে বেশ ছোট হবেন এই ধরুন আমার ছোট বোনের বয়সী তারপরও আপনি করেই সম্বোধন করছি কারণ যেহেতু আপনি একজন ডাক্তার, আপনার দেওয়া সকল স্বাস্থ্য পরামর্শ আমার তথা আমাদের দেশের সকল সাধারণ মানুষের যথেষ্ট উপকারে আসে তার জন্য আমি আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ আপনার মঙ্গোল করুন। আপনার সবথেকে ভালো লাগার বিষয় যেটা সেটা হলো আপনি দেশের বাইরে থেকেও বিশেষ করে ইংল্যান্ডের মতো ইংরেজ ভাষী মানুষের দেশে ডাক্তারি পেশায় নিয়োজিত আছেন তারপরও কত সাবলীল কত চমৎকার বাংলায় কথা বলেন, যেটা আমাদের দেশের শিক্ষিত স্বল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত সকল মানুষের বুঝতে খুব সুবিধা হয় এর জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। অথচ বাংলাদেশের অনেক ডাক্তারদেরকে আমি অনেক টিভি শোতে দেখেছি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে এসে শতকরা আশি শতাংশ কথাই ইংরেজিতে বলতে, যার আগা মাথা ভালোমন্দ কোনোটাই বোঝার সাধ্য আমাদের মতো সাধারণ মানুষের নেই যা আমাদের কোনো উপকারেই আসেনা তা কেবল আরেকজন ডাক্তারি ভালো বুঝবেন যে তিনি কি বলছেন বা বোঝাতে চাইছেন।
    তাদের যদি বোধউদয় হতো যে আমার দেশের সব মানুষ আমাদের মতো ডাক্তার নয়, তাই কথাগুলো যথা সম্ভব সহজ করে বাংলায় বলি যাতে করে সবার বুঝতে সুবিধা হয়। তাদের শুভ বুদ্ধির উদয় হোক।

  • @tarekthm3150
    @tarekthm3150 ปีที่แล้ว +5

    সত্যি অসাধারণ উপস্থাপনা আপনার জন্য দোয়া এবং ভালোবাসা দুইটিই সব সময় থাকবে অনেক বিষয়ে উপকার হয়েছে

  • @raibaislam2388
    @raibaislam2388 ปีที่แล้ว +4

    আপু তোমার প্রতিটি ভিডিও খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ ❤️❤️

  • @kashemsaheb6480
    @kashemsaheb6480 ปีที่แล้ว +3

    আপনাদের উভয় এর পরামর্শ গুলো সত্যেই আমাদের অনেক উপকার হচ্ছে ।

  • @anwarulhaquetarafder3941
    @anwarulhaquetarafder3941 7 หลายเดือนก่อน +1

    আসসালামুআলাইকুম, "মা মণিরা "ভালো এবং সুন্দর লাগলো উপকারিতা সবারই হোক আল্লাহর কাছে বলি, আর আপনাদের জন্য যাজাকুমুল্লাহ খয়ের! আল্লাহ হাফেজ।

  • @rubyakhter811
    @rubyakhter811 ปีที่แล้ว +6

    May Allah bless you and help you ☺️ may you prosper in life 💜

  • @nasrinbinteazam3763
    @nasrinbinteazam3763 ปีที่แล้ว +11

    Jara, Ima,
    May the Almighty bless you both with a life replete with happiness, peace,prosperity and people's love and dua.
    We, most people become crazy to earn money which becomes useless at our old age.
    So avoiding this type of mad mentality we need to do something for the helpless, the suffering humanity so that we may please the Absolute Being for the wellbeing of our life both in this mundane world and the world hereafter.

  • @normamoni6239
    @normamoni6239 ปีที่แล้ว +25

    ধন্যবাদ আপু... আপনি বিদেশে থেকেও দেশের মানুষ গুলোকে নিয়ে যত ভাবেন এবং সুন্দর সুন্দর পরামর্শ দেন এতে আমরা অনেক উপকৃত হয়...আপসোস শুধু একটি বিষয়ে যে এদেশের গক্তাররা MBBS শেষ করার পর চেষ্টায় থাকে যে কখন তারা একটি ক্লিনিক বা ডায়াগোনিষ্টিক সেন্টার দিতে পারবে!!!((উদ্দেশ্য প্রচুর পরিমান অর্থ উপার্জন করা))!!!!

  • @pervezmd6279
    @pervezmd6279 ปีที่แล้ว +5

    আপু আপনাকে মন থেকে অনেক দোয়া করি , আপনি যেভাবে প্রবাসে থেকে বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করেন

  • @helaluddin9511
    @helaluddin9511 ปีที่แล้ว +1

    এই টেকনিকটা আমি ইউজ করতেছি বিগত এক বছর ধরে, আজ আপনাদেরকে থেকে শুনে আরো ভালো লাগলো

  • @hamidakhan3720
    @hamidakhan3720 ปีที่แล้ว +4

    চমৎকার। আমি খুবই উপকৃত হলাম। অনেক অনেক ধন্যবাদ।

  • @GamingAyan11
    @GamingAyan11 6 หลายเดือนก่อน +1

    আপনাদের পরামর্শগুলো খুবই কাজের ডাক্তারদের পরামর্শ মধ্যে আপনি কিন্তু বেস্ট আপু

  • @mohammadsolaiman3115
    @mohammadsolaiman3115 ปีที่แล้ว +2

    Two Bangladeshi doctors. Excellent presentation

  • @get3817
    @get3817 ปีที่แล้ว +5

    Didi I am from India. My name is Dipanjan. I am following your advice... আপনি অনেক ভালো থাকুন এই কামনা করি।।।🙏

  • @justgo2977
    @justgo2977 ปีที่แล้ว +4

    অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি ❤❤

  • @PAYEL158
    @PAYEL158 9 หลายเดือนก่อน +2

    এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে 😊 অসম্ভব সুন্দর লাগলো 😊সব বিষয়ে বুঝতে পারলাম সব ভিডিও গুলোয় খুব সুন্দর ধন্যবাদ আপনাকে ❤

  • @Nath.Aniya.12345
    @Nath.Aniya.12345 ปีที่แล้ว +1

    Ami onekdin dhore ei problem e achi Doctor didi.apnara ato sundor vabe bojhalen. Thank you both of you.

  • @mdaburayhanalaziz9007
    @mdaburayhanalaziz9007 ปีที่แล้ว +4

    মাশাল্লাহ আপু খুব সুন্দর কথা বলেছেন দোয়া রইলো আপনাদের জন্য

  • @NayeemBhuiyan4
    @NayeemBhuiyan4 ปีที่แล้ว +26

    অনেক অনেক শুকরিয়া 💚💚 এই গ্যাস্টিক নিয়ে অনেক সমস্যা আছি! আল্লাহ আপনাদের মঙ্গল করুন 🤲🏻

    • @AmirHossain-le9xx
      @AmirHossain-le9xx ปีที่แล้ว +1

      Ratear khawata 3.4.ghonta ghumabar aga ata konodin shombbob not.ra alpo alpo kora khawa bar bar kora khawa ato obastop kotha.

  • @sakinurrahaman2211
    @sakinurrahaman2211 ปีที่แล้ว +1

    ধন্যবাদ আপনাদের দুজনকেই। সুপরামর্শ দেওয়ার জন্য। ডক্টর, ইমা ইসলামের, পোষাক দেখে ভালো লাগলো।আপনাকে ও ঐ পোষাকে দেখতে আরো ভালো লাগবে। আশা করি আপনি,নিশ্চয়ই সেটা করতে পারবেন।

  • @mdshahadatpatwry3317
    @mdshahadatpatwry3317 ปีที่แล้ว +2

    অনেক সুন্দর পরামর্শ ধন্যবাদ দুই জন কে।

  • @robo.2.0.9
    @robo.2.0.9 ปีที่แล้ว +5

    আসসালামু আলাইকুম।
    আপু আমার আম্মু বা আশেপাশের অনেক লোকজন বাংলাদেশের প্রাই শতকরা ৯০ শতাংশ লোক এই গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত। আমার আম্মুর কথাই বলি। আমার আম্মুর গ্যাস্ট্রিক রোগটা অনেকদিন যাবত। ডক্টরের কাছে রোগ নিয়ে গেলেই একেক কোম্পানির ঔষধ দিতেই থাকে। এখন এই রোগটা মারাত্মক রুপ ধারণ করেছে। তাই এগুলো নিয়ে বিস্তারিত আরও ভিডিউ চাই সামনে। ধন্যবাদ

  • @MdMasud-qk9jy
    @MdMasud-qk9jy ปีที่แล้ว +37

    আমাদের প্রিয় নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
    খাবারের ব্যাপারে পেটের ১ অংশ খালি রেখেই খাবার গ্রহন করতেন। অর্থাৎ কিছুটা ক্ষুধা রেখেই খাবার শেষ করতেন। এতে পেটের বহু পীড়া থেকে মানুষ রক্ষা পায়।
    সুবহানাল্লাহ❤️❤️❤️
    ১৪০০ বছর আগের বলা কথা গুলো বিজ্ঞান আজ খুঁজে পাচ্ছে যা কিনা most important 👍👍

  • @sktopuentertainment
    @sktopuentertainment ปีที่แล้ว +5

    বাহ্,
    খুবই অসম্ভব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন মেম- গ্যাস্টিক এ-র প্রব্লেম কম বেশি অনেকে'ই ভুক্তভোগী।

    • @adfiksadg7693
      @adfiksadg7693 ปีที่แล้ว

      আপু তুমার বুজানু আমার অনেক ভালো লাগে আল্লার তায়ালা তুমারে অনেক বড় করক

  • @user-sl2wf2vb4i
    @user-sl2wf2vb4i ปีที่แล้ว +1

    এমন একটা ভিডিওর অপেক্ষায় ছিলাম প্রিয় ম্যাম

  • @mdzaheb-ur1wq
    @mdzaheb-ur1wq ปีที่แล้ว +5

    আল্লাহ আপনার নেক হায়াত দান করুক আমিন

  • @soheluddin8263
    @soheluddin8263 ปีที่แล้ว +53

    খুবই প্রয়োজন ছিলো এই এপিসোডের

    • @dilwarkhan5909
      @dilwarkhan5909 ปีที่แล้ว +4

      অসাধারণ সাবলীল উপস্থাপনা।

  • @pradiptahalder5168
    @pradiptahalder5168 ปีที่แล้ว +2

    Many many well wishes to both of you. 🙏🙏

  • @hafijulmandal2159
    @hafijulmandal2159 ปีที่แล้ว

    1st view from INDIA. Thanks for the valueable information.

  • @ahazmirhossain1946
    @ahazmirhossain1946 ปีที่แล้ว +10

    ডাক্তারদের কথা শুনলে যদি রোগি মানসিক সস্তি না পায় তাহলে আমার মনে হয় ওই ডাক্তারের ঔষুধেও রোগি ভালো হবে না, তবে আপনার মতো ডাক্তারের কথা শুনলেই রোগী সুস্থতা লাভ করবে। আপনার চিকিৎসায়ও অব্যশই রোগী সুস্থ হবে, ইনশাআল্লাহ।

  • @smrtune9988
    @smrtune9988 ปีที่แล้ว +4

    মাশাআল্লাহ অসাধারণ জাজাকাল্লাহ। অনেক সুন্দর করে বুঝিয়েছেন।

  • @oporupabhuiyan1265
    @oporupabhuiyan1265 10 หลายเดือนก่อน +1

    Thank you so much. It's very helpful for everyone. Thanks again. ❤❤❤❤❤❤❤❤

  • @Mortujakhan-rm4se
    @Mortujakhan-rm4se 4 หลายเดือนก่อน

    করোনাকালীন সময় আপনার উপদেশ গুলো আমার অনেক উপকারী হইছিলো, আপনার কথা গুলো অনেক উপকারে আসে।

  • @jonisultana1768
    @jonisultana1768 11 หลายเดือนก่อน +3

    Best doctor of the world ❤❤❤❤❤❤❤

  • @sohelmondol3718
    @sohelmondol3718 ปีที่แล้ว +8

    "আপনাদের এই পরামর্শগুলো গরিব দুঃখী যারা আছে এদের অনেক উপকার হয়,,

  • @alaminnirob9722
    @alaminnirob9722 ปีที่แล้ว +1

    আমরা আপনাকে নিয়ে গর্ববোধ করি
    ভালাবাসা অভিরাম ♥♥♥ Dr.Tasnim Jara

  • @mdrubelhossen4466
    @mdrubelhossen4466 ปีที่แล้ว +4

    এতো সুন্দর করে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ

  • @literaturecarnivalbd
    @literaturecarnivalbd ปีที่แล้ว +6

    হাদিসে যা আছে সেগুলোই শেয়ার করলেন।
    👉 যেমন:
    ১. (বেশী খাওয়া যাবে না) হাদিসে উল্লেখ আছে আপনি তিন বেলা খাবারের সময় যেটা খাচ্ছেন তার "তিন ভাগের" এক ভাগ খাবার ও এক ভাগ পানি এবং বাকি এক ভাগ খালি রেখে খেতে হবে।
    ২. (মাথা একটু উঁচু করে শুতে হবে) নবী নিজে শক্ত বিছানায় শুয়েছেন। এবং মাথার নিচে উঁচু করেই শুয়েছেন যেমনটি এই দুই জন বলছেন।
    ৩. (খেয়ে দেয়ে তাড়াতাড়ি না ঘুমানো) হাদিসে আছে সকাল সকাল ঘুমাও, সকাল সকাল উঠো। সে জন্য রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া ও খাবারের পর হাঁটাহাঁটির কথাও বলা হয়েছে।
    ৪. (অতিরিক্ত ওজন) নবী (স:) কায়িক পরিশ্রমকে প্রাধান্য দিয়েছেন, বসে বসে ব্রয়লার মুরগীর মত ঝিমাতে বলেন নি। ভুঁড়ি বানিয়ে ঢোল হয়ে যারা ঘুরে, তাদের শরীরে অসুখ বিসুখ অনেক বেশী।
    ৫. (মানসিক দুশ্চিন্তা) এই জিনিস টি যতক্ষন আপনি আপনার ভেতরে পুষবেন, গ্যাস জীবনেও যাবে না। এর জন্য আপনাকে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। যারা আল্লাহর ফায়সালাকে উত্তম মনে করে, যারা বিশ্বাস করে যে আল্লাহ যা করছেন আমার ভালর জন্যই করছেন তাদের টেনশন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।
    এছাড়াও ধীরে ধীরে ভাল করে চাবিয়ে খাওয়া, খাওয়ার আগে দোয়া পড়ে খাওয়া, খাবারের সময় অন্য দিকে মনোযোগ না দেয়া, খাবার শেষে মিষ্টি খাওয়া, মধু ও কালোজিরা খাওয়া ইত্যাদি পরিপাকতন্ত্র সম্পর্কীয় আরো বৈজ্ঞানিক তথ্য আমরা হাদিস থেকেই পাই।
    ✅ মুসলিম ইউটুবারদের উচিত হাদিসের এসব সত্যতা তুলে ধরা। কারণ আমার নবীর চেয়ে বড় ডাক্তার, বিজ্ঞানী কিংবা দার্শনিক আর কেউ ছিল না, আসবেও না।
    ✅✅✅ তবে এই ভিডিওতে আরো কিছু add করা যেত। যেমন: আদা কিংবা লবঙ্গ খাওয়ার অভ্যাস করা। বিশেষ করে খাবারের আগে ও পরে নিয়মিত অল্প করে আদা খাওয়ার অভ্যাস করতে পারলে ঔষুধ গেলার ঝামেলা আর টাকা দুইটাই বাঁচবে। আমি নিজে ট্রাই করে দেখেছি। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক হজম শক্তি বেড়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা অনেক দিন থেকেই নেই। সবসময় চেষ্টা করা উচিত প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ করা। ✅✅✅

    • @munirhossain7899
      @munirhossain7899 ปีที่แล้ว +1

      Apni Meherbani Kore Kichu Udaharon Den Please (Konta Konta Hadis e Ache)..Dhonnobad.

  • @MdAbbas-ly6mh
    @MdAbbas-ly6mh ปีที่แล้ว

    আপু আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করেন। আপনারা যদি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটা চিন্তা করেন তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আরও উন্নতি আসবে। জারা আপুকে বলছি আইবিএস নিয়ে ভিডিও চাই ।

  • @mdguljar2270
    @mdguljar2270 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ আমি প্রথম লাইক এবং কমেন্ট করলাম এই ভিডিওতে

  • @hssharifmedia9912
    @hssharifmedia9912 ปีที่แล้ว +16

    যে কয়টি বলেছেন সবই আল্লাহ রাসুলের সুন্নত।
    আমরা যদি এগুলো আগে থেকেই মানতাম,এমনটা হতো না

  • @Dr.MushfiqurRahman
    @Dr.MushfiqurRahman 7 หลายเดือนก่อน +1

    আলোচনা শুনে অনেক উপকৃত হওয়া যায়।

  • @MDshakhawatpaloan
    @MDshakhawatpaloan ปีที่แล้ว +2

    ! الحمدلله..
    " আল্লাহ তায়লা আপনাদেরকে প্রতিদান দান করুক ৷আশা রাখব আপনাদের থেকে আমাদের দেশে অবস্থানরত ডাক্তাররা যেন মানবসেবায় নিয়োজিত হবে !

  • @khadizafarayezi1115
    @khadizafarayezi1115 ปีที่แล้ว

    জাযাকাল্লাহু খাইরান আপু সবগুলো কথা গুরুত্বপূর্ণ আপনার

  • @sweetyskitchants26
    @sweetyskitchants26 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো।এত সহজ করে বুঝিয়ে বলেছেন।অসাধারণ।❤❤❤❤

    • @salmankabir2579
      @salmankabir2579 ปีที่แล้ว

      বাচ্চাদের আয়রন, ক‍্যালসিয়াম নিয়ে যদি কিছু বলেন। তাহলে খুব উপকার হয়।

  • @sharminjahan8659
    @sharminjahan8659 ปีที่แล้ว

    ডাক্তার তাসনিম জারা আমার প্রিয় একজন মানুষ।আপুর সব কথা আমার ভীষণ ভালো লাগে।

  • @myloveallah344
    @myloveallah344 ปีที่แล้ว

    ধন্যবাদ আপিরা আমাদের এই তথ্যগুলা জানানোর জন্য 🥰🥰🥰

  • @a2zvlog100
    @a2zvlog100 ปีที่แล้ว +2

    দিদিভাই, তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি 😇

  • @KamrunNahar-hw4yn
    @KamrunNahar-hw4yn ปีที่แล้ว

    ধন্যবাদ আপু আপনাকে। এত সুন্দর করে বোঝানোর জন্য। এমন করে বোঝালে রোগ দূত সাড়ে।

  • @smritiroy9384
    @smritiroy9384 ปีที่แล้ว

    ম্যডাম,আমি ভারত থেকে লিখছি, আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে,রিউম্যাটিক আরথাইটিস নিয়ে একটা ভিডিও বানালে খুব উপকৃত হব।

  • @saifulkabir82
    @saifulkabir82 ปีที่แล้ว +1

    IBS রোগের চিকিৎসা বা এর সমাধান নিয়ে একটা ভিডিও করলে অনেক উপকৃত হব। ধন্যবাদ।

  • @mohammodshakil2830
    @mohammodshakil2830 ปีที่แล้ว +2

    সত্যি আপু আপনি অত্যন্ত বুঝিয়ে বলেন এমনকি আপনার কথাগুলো শুনলে মনে হয় যেন একটু সুস্থ হয়ে গেলাম আলহামদুলিল্লাহ সব সময় আপনার জন্য দোয়া থাকলো 🤲🤲🤲🤲✌️✌️✌️

  • @sagirahammed5388
    @sagirahammed5388 5 หลายเดือนก่อน

    Mashallah Alhamdulillah Dui Jon k Thank you So much Information day R Jonno 😊👏

  • @arifhossain2530
    @arifhossain2530 ปีที่แล้ว +2

    ধন্যবাদ আপু আপনার মূল্যবান পরামর্শ গুলো খুবই উপকারে আসবে

    • @mdabubakkarsiddik1397
      @mdabubakkarsiddik1397 ปีที่แล้ว

      আমি কাতার থেকে শুনি আমার ভালো লাগছে আপু বার বার শনি

  • @smshimul15
    @smshimul15 ปีที่แล้ว

    Tomar video gulo onk informative. We are proud of you.

  • @habiburrahman3283
    @habiburrahman3283 ปีที่แล้ว +1

    আমার খুব প্রিয় ডাক্তার যাদের লেখনি এতো সহজ সরল ক্লাস ওয়ান এর পুলাপাইন বুজতে পারবে

  • @jokergames1057
    @jokergames1057 ปีที่แล้ว +1

    আপনাদের দুজনেই অনেক ভালো কথা বলেছেন,আশা করি যদি এই নিয়োম গুলো মেনে চললে উপকৃত হওয়া যাবে।

  • @umama4235
    @umama4235 ปีที่แล้ว

    It's really very important to reduce mental pressure... And it's effecting gastric problems also? Serious issue!!!

  • @kamrulhasan2821
    @kamrulhasan2821 ปีที่แล้ว

    অনেক সুন্দর ধারনা,
    ধন্যবাদ দু'জন কে

  • @crazyboyjg3701
    @crazyboyjg3701 ปีที่แล้ว +2

    India থেকে তোমার প্রতি টা ভিডিও খুবি ভালো উপক্কিত হই দেখে

  • @hossainahmed1235
    @hossainahmed1235 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ। আমি আশা করি, এই এপিসোডটা সবার উপকারে আসবে।

  • @sumayalutfasimmi3267
    @sumayalutfasimmi3267 ปีที่แล้ว

    ধন্যবাদ আপু। এতো সুন্দর করে বোঝানোর জন্য। আমারো অনেক গ্যাস্টিক আছে।

  • @afzalurrahman3180
    @afzalurrahman3180 ปีที่แล้ว

    After long time see you sis , thanks for your nice trip, take care always

  • @sayfulislam9984
    @sayfulislam9984 ปีที่แล้ว +1

    মাশাল্লাহ্ খুব চমৎকার 👌👌👌

  • @TheHelpingGuy01
    @TheHelpingGuy01 ปีที่แล้ว +1

    অনেক অনেক ধন্যবাদ দিদিরা।💞💞

  • @user-wv2ws6gb3e
    @user-wv2ws6gb3e 8 หลายเดือนก่อน +1

    আপুর কথা গুলো খুব ভালো। আমার ও গেসটিকের সমস্যা।

  • @explorewithmobarak.
    @explorewithmobarak. ปีที่แล้ว

    JazakAllah khob e helpful akta video.

  • @user-ss5ok4zj4q
    @user-ss5ok4zj4q ปีที่แล้ว

    ইতিপূর্বে এই ধরণের পরামর্শ আর কোন ডাক্তার দেননি, আপনাদের পরামর্শ ভাল লেগেছে। ধন্যবাদ

  • @tuzammelhussenbokul2256
    @tuzammelhussenbokul2256 6 หลายเดือนก่อน

    ধন্যবাদ আপনাকে আপনার ভিডিও দেখে সিগারেট খাওয়া সম্পূর্ণ ভাবে ছাড়তে পারছি।
    tnx Dr Tasnim Jara apu

  • @AbulkalamAzad-sb9ci
    @AbulkalamAzad-sb9ci ปีที่แล้ว +1

    আপনার ভিডিও গুলো অনেক উপকারী 🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @asikmallick9923
    @asikmallick9923 2 หลายเดือนก่อน

    Thank you so much it's very helpful for everyone thank again

  • @mousumi5601
    @mousumi5601 ปีที่แล้ว +1

    খুবই গুরুত্বপূর্ণ ভিডিও

  • @jannatakterjannatakter2700
    @jannatakterjannatakter2700 ปีที่แล้ว +1

    Thank you apu ❤
    For your suggestions

  • @mh-cc9zd
    @mh-cc9zd ปีที่แล้ว

    ইমা ইসলাম আপুর সব লেখাই সহায় থেকে পড়েছি কিন্তু ভিডিওতে আজ প্রথম দেখলাম।

  • @user-zn5jk4wm2n
    @user-zn5jk4wm2n ปีที่แล้ว

    অসাধারণ ভিডিও আপু।আপনি এতো সুন্দর করে সব বুঝাই বলেন আমাদের অর্ধেক রোগের সমাধান ঘরে হয়ে যাবে।আপু আপনার কাছে আমার একটা প্রশ্ন,আমার তৈলাক্ত খাওয়া খেলে বুকের মাঝখান বরাবর ব‍্যথা করে।এটা গ‍্যাসের সমস্যা নাকি অন‍্যকিছু

  • @esasthaofficial
    @esasthaofficial ปีที่แล้ว

    খুবই গুরুত্বপূর্ণ ভিডিও . 💌💌

  • @AjmayeenAdilmusic
    @AjmayeenAdilmusic ปีที่แล้ว +1

    Perfectly explained!

  • @rahimbadsha979
    @rahimbadsha979 ปีที่แล้ว +1

    আপু আপনাকে নিয়ে আমরা গর্ব করি আপনার সু সাস্থ্য কামনা করি

  • @salahuddinsalahuddin7565
    @salahuddinsalahuddin7565 ปีที่แล้ว

    ডাক্তার কি আপনাকে খুব ভালো লাগে ,,আপনার আলোচনাগুলো খুব ভালো ,,,আর আপনাকে কতটা ভালো লাগে সেটা বুঝাতে পারবো না..

  • @mdmithu9848
    @mdmithu9848 ปีที่แล้ว

    ধন্যবাদ আপু আপনার কথা গুলো খুবই ভালো লাগে।

  • @jeweljhoan6916
    @jeweljhoan6916 7 หลายเดือนก่อน +2

    দু'জন এতো সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলেন যেকোনো রুগী এমনিতেই সুস্থ হয়ে যাবে

  • @mdlimonkhanpathan3756
    @mdlimonkhanpathan3756 ปีที่แล้ว +1

    সহজেই সমস্যার সমাধান জানতে পারার কারণে গুরুত্ব কম থাকে। বাংলাদেশের ডাক্তারের কাছে গেলে মনে হয় যে ডক্টর তাস্নিম জারার গুরুত্ব বোঝা যায় । তার জন্য দোয়া রইল সবসময়

  • @ssratiq
    @ssratiq ปีที่แล้ว +1

    Increases of blood sugar (if you are a diabetic patient) can increase your gastric problem further.

  • @mdsajuqatar7802
    @mdsajuqatar7802 10 หลายเดือนก่อน

    আপু কাতার থেকে দেখছি দোয়া ও শুভকামনা রইল। আমি চাই আপনি বাংলাদেশে মানুষের সেবা করবেন

  • @babitamahato9303
    @babitamahato9303 ปีที่แล้ว +2

    অনেক অনেক ধন্যবাদ দিদি তোমাকে 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️😊😊😊😊🥰🥰🥰🥰😘😘😘😘😘

  • @villagebanglaone9282
    @villagebanglaone9282 ปีที่แล้ว +1

    অনেক অনেক সুন্দর চিকিৎসা!!!

  • @mdatiqurrahman7279
    @mdatiqurrahman7279 ปีที่แล้ว +1

    আপু টেনিয়া রোগের লক্ষন। এবং তারাতারি এ রোগ থেকে মুক্তি পাওয়া উপায়। একটু তারাতারি একটা ভিডিও বানিয়ে জানাবেন প্লিজ। 😢😢

  • @neotymariagomes7895
    @neotymariagomes7895 ปีที่แล้ว

    Eid Mubarak, valobasha subheshcca o Suvo Kamona Roilo thanks

  • @rajahaque1074
    @rajahaque1074 6 หลายเดือนก่อน

    Thanks for your Video.

  • @mdalmamun6310
    @mdalmamun6310 ปีที่แล้ว

    মাশাআল্লাহ ❤
    অভিনন্দন 🎉🎉🎉

  • @eityakter1855
    @eityakter1855 ปีที่แล้ว +1

    আসসালমুআলাইকুম
    সোরিয়াসিস রোগ নিয়ে যদি আলোচনা করতেন খুব উপকার হতো,
    বিগত ৫ বছর ধর এই সমস্যায় আছি ঔষধ খেলে ভালো হয় আবার কিছুদিন পর দেখা যায় দয়া করে এই সমস্যা টা নিয়ে আলোচনা করবেন

  • @mmqqqq5016
    @mmqqqq5016 ปีที่แล้ว

    আপু তুমি অনেক সুন্দর করে বুজিয়ে বলতে পারো খুব ভালো লাগে আপনার কথা

  • @frbirdhouse3247
    @frbirdhouse3247 ปีที่แล้ว +2

    ড় তাসনিম জারা
    আপনি কথা গুলো সুন্দর ভাবে
    সাজিয়ে গুছিয়ে বলেন
    আপনার কথা গুলো খুব ভালো লাগে
    আপনাকে আল্লাহ তায়ালা সুস্থতা ও নেক হায়াত দান করুন আমীন