ঢাকার নতুন দর্শনীয় স্থান ||ঢাকা গেট||ঢাকা ফটক||মীর জুমলার গেট||মীর জুমলার কামান‎‎@ToTheFocus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • ঢাকা গেট বা মীর জুমলা গেট এর ইতিহাস
    ঢাকা গেট বা মীর জুমলার গেট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ঐতিহাসিক মোগল স্থাপনা। এই গেটটি ঢাকা গেট, ময়মনসিংহ গেট নামেও পরিচিত।বিশ্ববিদ্যালয় এলাকার কার্জন হল ছাড়িয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমী যেতে চোখে পড়ে হলুদ রঙের মীর জুমলার তোরণ। এ গেটের তিনটি অংশের একটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের দিকে, মাঝখানের অংশ পড়েছে রোড ডিভাইডারের মাঝে এবং অপর অংশটি রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তিন নেতার মাজারের পাশে। মুঘল স্থাপত‌্য রী‌তি‌তে নি‌র্মিত এই গেট ১৭ শ শতাব্দী‌তে নির্মান করা হয়।
    মোগল আমলে বুড়িগঙ্গা নদী হয়ে ঢাকায় প্রবেশ করতে ব্যবহার করা হতো এ তোরণ। সেই সময় এর নাম ছিল 'মীর জুমলার গেট'। পরে কখনও 'ময়মনসিংহ গেট', কখনও 'ঢাকা গেট' এবং অনেক পরে নামকরণ করা হয় 'রমনা গেট'। এ গেট রমনায় প্রবেশ করার জন্য ব্যবহার করা হতো বলে পরে সাধারণ মানুষের কাছে এটি রমনা গেট নামেই পরিচিতি পায়। তবে বাংলাদেশ সরকারের গেজেট অনুসারে এ তোরণ এবং আশপাশের জায়গার নাম দেওয়া হয়েছে 'মীর জুমলার গেট'।
    তোরণের স্তম্ভগুলো পরীক্ষা করেন এ. এইচ. দানী। তার মতে, এগুলো মোগল আমলে তৈরি হয়নি। কারণ স্তম্ভ দুটির গড়ন ইউরোপীয় ধাঁচে মূল শহরের সঙ্গে রেসকোর্সকে যুক্ত করার জন্য রেসকোর্সের উত্তর-পূর্ব দিকে একটি রাস্তা তৈরি করেন তৎকালীন ম্যাজিস্ট্রেট চার্লস ডস। এ রাস্তার প্রবেশমুখে ডস এ দুটি স্তম্ভ তৈরি করেন। যা এখনও অটুট রয়েছে। বর্তমান নজরুল এভিনিউর রাস্তাটিও ডস তৈরি করেন। 'বাগে বাদশাহী' নামে মোগল উদ্যানটি ইসলাম খাঁর আমলে ছিল রমনা অঞ্চলে (যেটি বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান ও পুরনো হাইকোর্ট ভবন)। হাইকোর্ট ভবনের পূর্ব কোণে একই ধরনের দুটি স্তম্ভবিশিষ্ট প্রবেশপথ ছিল। মূলত সে সময় এ স্তম্ভের মধ্য দিয়ে চলাচল ছিল হাতির। প্রায় ১০০ থেকে ১৫০ ইঞ্চি ব্যাসার্ধ এ ধরনের স্তম্ভ খুবই বিরল। যার ওপরে রয়েছে কারুকাজ করা চারকোনা বিশিষ্ট একটি শেড। পশ্চিম পাশের বড় স্তম্ভের পাশেই রয়েছে অপেক্ষাকৃত ছোট আরেকটি স্তম্ভ। যার মাঝে টানা অবস্থায় রয়েছে একটি দেয়াল।উঁচু থেকে নিচুতে নামা এ দেয়ালটি প্রায় ২০ ইঞ্চি চওড়া। কিন্তু পূর্ব পাশের বড় স্তম্ভের সঙ্গে দেয়াল বা প্রাচীর থাকলেও নেই ছোট স্তম্ভ।
    দীর্ঘ দিন সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এই গেটটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। কিন্তু বর্তমানে এটি সংস্কারের মাধ্যমে এর মূল কাঠামো ফিরিয়ে আনা সহ সৌন্দর্য বর্ধনে কাজ চলছে।
    ---------------------------------------------------
    ঢাকা গেট,ঢাকা গেইট,ঢাকার একাল সেকাল সেই ঢাকা গেট,ঐতিহাসিক ঢাকা গেট,এই ঢাকা গেট,ঐতিহাসিক ঢাকা গেইট,ঐতিহ্যের ঢাকা গেইট,রমনা গেইট,ঢাকা গেইটের ইতিহাস,ঢাকা গেইট এর নির্মাতা কে,ঢাকা গেইট কোথায় অবস্থিত,ঢাকা গেইট কে নির্মাণ করেন,ঢাকা তোরণ,ঢাকা বিশ্ববিদ্যালয়,ঢাকা গেট কোথায় অবস্থিত,ঢাকা গেট কে নির্মাণ করেন,ঢাকা,ঢাকার ইতিহাস,আসাদ গেট ঢাকা,মীর জুমলা গেইট,
    মীর জুমলা গেট,ঢাকা গেট,মীর জুমলা,মীর জুমলার গেট,মীর জুমলা গেইট,মীর জুমলার গেট কোথায় অব‌স্থিত,মীর জুমলার গেইট,মীল জুমলার গেট,মীর জুমলার ফটক,ঐতিহাসিক ঢাকা গেট বা মীর জুমলা গেট,মীর জুমলার কামান,মির জুমলা গেট,মির জুমলা গেট ঢাকা,রমনা গেট,মীর জুমলা কে ছিলেন,ঐতিহাসিক মীর জুমলার কামান,মীর জুমলা গেইটের ইতিহাস,ঐতিহাসিক ঢাকা গেট,মীর জুমলা কে,ঐতিহাসিক মীর জুমলার কামান প্রথম কোথায় ছিল?,মীর জমলা মাজার,জুমলা গেইট,ঢাকায় প্রবেশের গেট,ঢাকা গেট কোথায় অবস্থিত,
    ঢাকা গেট, ঢাকা তোরণ, ঢাকার একাল সেকাল সেই ঢাকা গেট, ঢাকা গেট কোথায় অবস্থিত, গেট ডিজাইন, ঢাকা গেট কে নির্মাণ করেন, রমনা গেট, স্থাপত্য নিদর্শন, আওরঙ্গজেব, রমনা গেট, Dhaka University, মীর জুমলার গেট, তিন নেতার মাজার, ঢাকা গেট, dhaka university campus, Ramna Gate, Mir Jumla Gate, dhaka gate, main gate dhaka tara, dhaka gate er nirmata, dhaka gate picture, Tour, Vlog, Religion Culture, Heritage, History, Culture, Travel, ঢাকা গেইট, মুঘল সুবেদার,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।, ঢাকা গেট, Dhaka Gate, মীর জুমলা গেট, Historical Dhaka Gate, Mir jumla gate, ঐতিহাসিক ঢাকা গেট, Bangla news, latest bangla news, সংস্কারের পথে ৪০০ বছরের পুরনো ঢাকার প্রবেশদ্বার
    ---------------------------------------------------
    #Dhakagate
    #Mirjumlagate
    #ঢাকা‌গেট
    #মীরজুমলা‌গেট
    #ঢাকা‌গে‌টেরইতিহাস
    #মীরজুমলাগে‌টেরইতিহাস
    #রমনা‌গেট
    #ময়মন‌সিংহ‌গেট
    #Tothefocus

ความคิดเห็น • 8

  • @user-bk1pl9kk8v
    @user-bk1pl9kk8v 6 หลายเดือนก่อน +1

    Very historical place.

    • @ToTheFocus
      @ToTheFocus  6 หลายเดือนก่อน

      Thanks for your feedback.

  • @MediaExpertbd
    @MediaExpertbd 6 หลายเดือนก่อน

    wow nice place.

    • @ToTheFocus
      @ToTheFocus  6 หลายเดือนก่อน

      Thanks

  • @nurulafsartitu3906
    @nurulafsartitu3906 6 หลายเดือนก่อน

    অসাধারন ধন্যবাদ ঢাকার মেহরকে।

    • @ToTheFocus
      @ToTheFocus  6 หลายเดือนก่อน

      Thanks.

  • @LikhonSarkerHimel
    @LikhonSarkerHimel 6 หลายเดือนก่อน

    তথ্যবহুল ভিডিও ❤️

    • @ToTheFocus
      @ToTheFocus  6 หลายเดือนก่อน

      ধন‌্যবাদ।