পাসপোর্টে ‘বৈবাহিক অবস্থা পরিবর্তন করবেন যেভাবে ই- পাসপোর্ট

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #techbdsharif #hospitalitywithsharif
    এখন পাসপোর্টে ‘বৈবাহিক অবস্থা পরিবর্তন করা অনেক সহজ আপনি আমার এই ভিডিওটি দেখলে খুব ইজি ভাবে আপানার পাসপোর্টে ‘বৈবাহিক অবস্থা পরিবর্তন করতে পারবেন, তারপর ও যদি না বওজেন কি ভাবে করবেন আমায় ইমেইল করেন আমি আপনাকে দেখাব যেভাবে ই- পাসপোর্ট এ পাসপোর্টে ‘বৈবাহিক অবস্থা পরিবর্তন করতে হয়। ধন্যবাদ।
    বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর পাসপোর্টের আবেদনকারীদের এসব তথ্য হালনাগাদের সুযোগ রেখেছে। নাম, জন্ম তারিখ বাদে বর্তমান ঠিকানা ও কর্মক্ষেত্রসহ সব ধরনের তথ্য হালনাগাদ করা যায়।
    অধিদপ্তর জানায়, মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) তথ্য সংশোধন বা পরিবর্তন করতে চাইলে পাসপোর্ট রি-ইস্যুর জন্য আবেদন করতে হবে। এজন্য আবেদনকারীকে এক পৃষ্ঠার একটি ফরম পূরণ করতে হবে। ফরমে আগের তথ্য ও হালনাগাদ তথ্য দুটোই দিতে হবে। এসময় তথ্য হালনাগাদের স্বপক্ষে সুনির্দিষ্ট প্রমাণপত্র জমা দিতে হবে। অধিদপ্তর এসব কাগজপত্র যাচাই-বাছাই করে পাসপোর্ট হালনাগাদ করবে।
    অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে, পাসপোর্টে বৈবাহিক অবস্থা ‘বিবাহিত’ উল্লেখ করতে চাইলে নিকাহনামা জমা দিতে হবে। বৈবাহিক সম্পর্ক ছিন্ন হলে তালাকনামা কার্যকরের কপি, পুনরায় বিবাহিত হলে নিকাহনামার কপি জমা দিতে হবে।
    এছাড়াও কারো বর্তমান ঠিকানা পরিবর্তন হলে স্থানীয় কাউন্সিলরের প্রত্যয়নপত্র অথবা ইউটিলিটি বিলের কপি, পেশা পরিবর্তন হলে অফিসের আইডি কার্ড বা ব্যবসায়িক ট্রেড লাইসেন্সের কপি জমা দিতে হবে।
    এমআরপি থেকে ই-পাসপোর্ট করার ক্ষেত্রে আলাদা কোনো ফরম পূরণ করতে হবে না। ই-পাসপোর্টের সুনির্দিষ্ট ফরমটি পূরণ করে সেখানে হালনাগাদ করা তথ্য দিতে হবে। তবে হালনাগাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাগবেই।
    অধিদপ্তর জানায়, পুরোনো পাসপোর্টের নাম, বাবার নাম, মায়ের নাম ও জন্ম তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই। তবে কেউ যদি স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চায়, সেক্ষেত্রে তার পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে।
    পাসপোর্ট তথ্য হালনাগাদের ফি পাসপোর্ট তৈরি বা রি-ইস্যু করার ফি একই। অর্থাৎ রি-ইস্যু করতে যত টাকা লাগে, সংশোধন করতেও একই ফি। কারণ তথ্য সংশোধন শেষে নতুন পাসপোর্ট বই দেওয়া হয়।
    পাসপোর্টের ফি: ই-পাসপোর্ট
    পাঁচ বছর মেয়াদের ৪৮ পাতার ই-পাসপোর্ট ‘রেগুলার ডেলিভারি’ ক্যাটাগরিতে ১৫ কার্যদিবসের মধ্যে পেতে চার হাজার ২৫ টাকা, ‘এক্সপ্রেস ডেলিভারি’ সাত কার্যদিবসে পেতে ছয় হাজার ৩২৫ টাকা ও ‘সুপার এক্সপ্রেস ডেলিভারি’ দুই কার্যদিবসের মধ্যে পেতে আট হাজার ৬২৫ টাকা জমা দিতে হবে।
    ১০ বছর মেয়াদের ৪৮ পাতার ই-পাসপোর্ট ‘রেগুলার ডেলিভারি’ ক্যাটাগরিতে ১৫ কার্যদিবসের পেতে পাঁচ হাজার ৭৫০ টাকা, ‘এক্সপ্রেস ডেলিভারি’ সাত কার্যদিবসে পেতে আট হাজার ৫০ টাকা ও ‘সুপার এক্সপ্রেস ডেলিভারি’ দুই কার্যদিবসের মধ্যে পেতে ১০ হাজার ৩৫০ টাকা জমা দিতে হবে।
    পাঁচ বছর মেয়াদের ৬৪ পাতার ই-পাসপোর্ট ‘রেগুলার ডেলিভারি’ ক্যাটাগরিতে ১৫ কার্যদিবসের পেতে ছয় হাজার ৩২৫ টাকা, ‘এক্সপ্রেস ডেলিভারি’ সাত কার্যদিবসে পেতে আট হাজার ৬২৫ টাকা ও ‘সুপার এক্সপ্রেস ডেলিভারি’ দুই কার্যদিবসের মধ্যে পেতে ১২ হাজার ৭৫ টাকা জমা দিতে হবে।
    ১০ বছর মেয়াদের ৬৪ পাতার ই-পাসপোর্ট ‘রেগুলার ডেলিভারি’ ক্যাটাগরিতে ১৫ কার্যদিবসের পেতে আট হাজার ৫০ টাকা, ‘এক্সপ্রেস ডেলিভারি’ সাত কার্যদিবসে পেতে ১০ হাজার ৩৫০ টাকা ও ‘সুপার এক্সপ্রেস ডেলিভারি’ দুই কার্যদিবসের মধ্যে পেতে ১৩ হাজার ৮০০ টাকা জমা দিতে হবে।
    এছাড়াও ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদের নতুন অথবা রি-ইস্যু এমআরপি সাত দিনে পেতে ছয় হাজার ৯০০ টাকা ও ২১ দিনে পেতে তিন হাজার ৪৫০ টাকা দিতে হবে। এমআরপি ও ই-পাসপোর্ট উভয় ফির সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা রেগুলার ডেলিভারির জন্য আবেদন করলেও স্বয়ংক্রিয়ভাবে তারা এক্সপ্রেস ডেলিভারির সুবিধা পাবেন।
    এমআরপি ফি
    ২১ দিনে ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদে এমআরপি নিতে ভ্যাটসহ তিন হাজার ৪৫০ ও সাত দিনে ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদে এমআরপি নিতে ভ্যাটসহ ছয় হাজার ৯০০ টাকা লাগবে।
    পাসপোর্টে ‘বৈবাহিক অবস্থা পরিবর্তন করবেন যেভাবে ই- পাসপোর্ট
    পাসপোর্টে ‘বৈবাহিক অবস্থা পরিবর্তন, passport correction,ই-পাসপোর্ট,urgent passport,পাসপোর্ট সংশোধন,পাসপোর্টের ভুল সংশোধন, passport correction,ই-পাসপোর্ট,how to fill up e passport form,ই পাসপোর্ট,e passport bd new epassport,e-passport form download,bd e passport fee online payment,card. epassport payment,epassport fees payment online
    ► Subscribe Now:
    / @চলআলোরপথে
    🔔 Stay updated!
    Contract me for Business Queries or Sponsor
    ✅ sharifulislam9975@gmail.com
    ✅ Stay tuned for tech related issues solutions and advice WITH TECH BD SHARIF:
    Find Me Here
    ✅ sharifulislam9975@gmail.com
    ✅ / techbdsharif
    ✅ / sharif9975
    ✅ / md-sharif-islam-8169b5144
    ✅ / sharifu24450593
    ✅ / hospitalitywithsharifpage
    ✅ hospitalitywit...
    ✅ / @চলআলোরপথে
    ✅ web.facebook.c...
    ----------------------------------------------------------------------------------------------------------
    If You Like This Video
    Then Hit on LIKE Button
    SHARE This Video As Much As
    You Can And SUBSCRIBE
    Thank you so very MUCH.
    ---------------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 68

  • @mdnoaj4297
    @mdnoaj4297 ปีที่แล้ว +1

    Vai ami bibahito..Passport reissue korbo purbe babar name silo spouse akhun wife er name,,, na dele ki kono problem hobe..plz janaben..karon amar kase kabinnama nai..tai purbe jemon ta ase temon tai dite chai...aktu janaben vai...plz plz

  • @user-gn8lr5ih2p
    @user-gn8lr5ih2p 7 หลายเดือนก่อน

    MRP থেকে ই-পাসপোর্ট করার সময় বৈবাহিক অবস্থান পরিবর্তন করলে নাকি পুলিশ ভেরিফিকেশন লাগে??

  • @sagarsaha8194
    @sagarsaha8194 หลายเดือนก่อน

    আইনগত ভাবে রেজিস্ট্রি করা থাকলে,পাসপোর্ট করার সময় যদি সিঙ্গেল দেওয়া হয়।তাহলে কি পুলিশ ভেরিফিকেশন হবে? বা পাসপোর্ট পেতে কোনো সমস্যা হবে?
    বিবাহের কথা পরিবারে জানাতে চাই না এখন।বাট পাসপোর্ট করবো।তাই জানতে চাওয়া।দয়া করে বলবেন।

  • @Rayhanbin-u9z
    @Rayhanbin-u9z หลายเดือนก่อน

    আসসালামু আল্লাইকুম কেমন আছেন ভাই আামার কথা হল :আমার পাসপোর্ট আমার বৌয়ে ডাক নাম আছে রেশমা আক্তার। কিন্তু আমার বৌয়ে আইডি কাডে আছে তাহমিনা আক্তার। আমি কি ভাই, ই- পাসপোর্ট আবেদন করতে সময় আমার বৌয়ে আইডি কাডে নামতে দিলেআসসালামু আল্লাইকুম কেমন আছেন ভাই আামার কথা হল :আমার পাসপোর্ট আমার বৌয়ে ডাক নাম আছে রেশমা আক্তার। কিন্তু আমার বৌয়ে আইডি কাডে আছে তাহমিনা আক্তার। আমি কি ভাই, ই- পাসপোর্ট আবেদন করতে করতে সময় আমার বৌয়ে নামের আইডি কাডে নামতে দিলে কোন সমস্যা হবে জানাবেন ভাই? সৌদিআরব মক্কা থেকে দেখছি? কোন সমস্যা হবে জানাবেন ভাই? সৌদিআরব মক্কা থেকে দেখছি?

  • @user-qr5jq3ji5f
    @user-qr5jq3ji5f ปีที่แล้ว

    Vai amr 2019 sale biye hoy ami 2020 sale passport korechi unmarried bt akhon ami reissue korte chai married status diye, amr kabin nama niye kono somossa hobe? Hole koronio ki...?

  • @TahaTaha-qx4fq
    @TahaTaha-qx4fq 11 หลายเดือนก่อน

    নিকাহনামা ছাড়া শুধু এফিডেফিট কাগজ দিয়ে করা যাবে??

  • @saminaislamsami3055
    @saminaislamsami3055 ปีที่แล้ว

    আমার বিয়ের কাবিননামায় স্বামীর পিতার নাম ভুল আছে, এখন আমি পাসর্পোটের জন্য কিভাবে আবেদন করব, আর কাবিননামা সংশোধন করতে কি কি করা লাগবে দয়া করে একটু বলবেন🙏🙏🙏🙏

  • @trippershamim23
    @trippershamim23 ปีที่แล้ว

    বৈবাহিক অবস্থা পরিবর্তন করতে হলে কাবিননামার মূল কপি দিতে হবে নাকি ফটোকপি দিতে হবে ?

  • @jennykhan7564
    @jennykhan7564 ปีที่แล้ว

    Passport korar por biye hole spouse shoho abroad jete hole ki passport status a Married status must lagatei hobe? Naki passport status chng na koreo visar somoy kabin nama diilei kaj hobe?spouse shoho jawa jabe plz help!!

  • @milonpabna80
    @milonpabna80 ปีที่แล้ว

    Deair sir আমার সমস্যাটা হল আমার ওয়াইফের ভোটার আইডি কার্ডে আছে মোছাঃ হোসনে আরা আর পাসপোর্টে আছে মোছাঃ হোসনেআরা বেগম পাসপোর্ট সংশোধনের হলফনামায় ঠিক করে দিছি পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে তাহলে কি আমি পাসপোর্ট টা পাবো না আটকে যাবে দয়া করে জানাবেন প্লিজ

  • @MunnaHossainMunnaHossain
    @MunnaHossainMunnaHossain ปีที่แล้ว

    Spouse er name add korte ki Abar finger dite hobe? Sudu apply korley hobe na

  • @NewCollectionbdNet
    @NewCollectionbdNet ปีที่แล้ว

    মেরেড দেয়া আছে, কিন্তু আমি কি এখন আনমেরেড করে নিতে পারবো???

  • @tania_rahman1
    @tania_rahman1 ปีที่แล้ว

    Amr biye 2021 a hoy...amr husband kichudin age passport koreche but marital status single dewa...o ki amk spouse visa te nite parbe?

  • @sagarrahman7778
    @sagarrahman7778 10 หลายเดือนก่อน

    আমি বিবাহিত পাসপোর্ট করছি অবিবাহিত এখন আমি স্টুডেন্ট ভিসা যেতে চায় আমি কি পরবর্তীতে হাসবেন্ড আর বাচ্চা নিয়ে যেতে পারব আমার পাসপোর্ট সিংগেল দেয়া

    • @চলআলোরপথে
      @চলআলোরপথে  10 หลายเดือนก่อน

      Hahahaha, apni ekhon obibahito kobe biye korben kobe baccha hobe tarpor niye jaben 😊 khub interesting chilo beparta, eta kono somossa na apni passport renew kore felben tokhon marital status bibahito diben sathe kabin nama documents diben thats it,

  • @beritagergasi
    @beritagergasi ปีที่แล้ว

    reissue te address change korar jonne kivabe form full up korbo akto video banea den sir. tq

  • @MohammedAli-nf2mi
    @MohammedAli-nf2mi ปีที่แล้ว +1

    ভাই আমি অবিবাহিত কিন্তু পাসপোর্ট বিবাহিত কি করা যাই? প্লিজ জানাবেন

  • @jannatulferdous8316
    @jannatulferdous8316 ปีที่แล้ว

    marital status change করতে কতদিন সময় লাগে?
    একদিনে করে দিতে পারে?

  • @hafsabegum6777
    @hafsabegum6777 9 หลายเดือนก่อน

    স্যার আমি বিবাহিত এখন আমার পাসপোর্ট এ আমার স্বামীর পরিচয় দেওয়া এখন আমি চাচ্ছি কারো সাথে স্বাপাউস হিসেবে যেতে চাই এখন এই পাসপোর্ট দিয়ে কি হবে

  • @rahmanmojibur7574
    @rahmanmojibur7574 ปีที่แล้ว

    ভাই আমি ২০২০ সালে বিয়ে করছি। কিন্তু ২১ সালে পাসপোর্ট রি-নিউ করতে বিবাহিত দেই নাই। এখন আমি আবার পাসপোর্ট করতে স্ত্রী র নাম আপডেট করতে সমস্যা হবে কি?

  • @anikrahaman-bf7to
    @anikrahaman-bf7to ปีที่แล้ว

    আমার বাবা নতুন পাসপোর্ট করব আমার মা নেই সে ক্ষেত্রে পাসপোর্ট করার সময় ম্যারিটাল স্ট্যাটাস কি দিব ?জানালে উপকৃত হব

  • @thirstytravel2055
    @thirstytravel2055 2 หลายเดือนก่อน

    যদি কারো পাসপোর্ট এ ভুলক্রমে ম্যারিড ও স্বামীর নাম দেওয়া থাকে তবে সিংগেল কিভাবে করা যাবে?

    • @চলআলোরপথে
      @চলআলোরপথে  2 หลายเดือนก่อน

      eta kemne somvob vule samir nam dey

    • @thirstytravel2055
      @thirstytravel2055 2 หลายเดือนก่อน

      @@চলআলোরপথে বাদাইম্মা দোকানে দিলে সব সম্ভব। cache cookies রিমুভ না করার কারণেও অনেক সময় ফর্মে ক্লিকের কারণে হয়ে যায় আবার অনেকে এজেন্সির মাধ্যমে ও করিয়েছে তখন বাই মিসটেক এমন হয়ে যায়।

    • @চলআলোরপথে
      @চলআলোরপথে  2 หลายเดือนก่อน

      @@thirstytravel2055 joma dewar avey file check koren ni? Dokandar ke pitan ni keno? Etato jhamela hoye jabe change korte apnar,

    • @thirstytravel2055
      @thirstytravel2055 2 หลายเดือนก่อน

      @@চলআলোরপথে সমস্যা আমার এক ফ্রেন্ডের। বিষয়টি একটু ঝামেলা ও বটে, তবে এজেন্সির ভুলে তার এমন হয়েছে। এই মুহুর্তে ইহা একটি জটিল বিষয় তবে আমার মনে হয় নিশ্চয় কোন সমাধান ও আছে।

    • @চলআলোরপথে
      @চলআলোরপথে  2 หลายเดือนก่อน

      @@thirstytravel2055 somadhanto ache obosshoi, ektu jhamela hobe ar ki.

  • @mdjahangiralom9888
    @mdjahangiralom9888 2 ปีที่แล้ว

    আমার NID নাম মোঃজাহাঈীর চৌকিদার আর পাসপোটর নাম ডায়মন্ড মোল্লা আর পাসপোটের ঠিকানা মিনশিগ্জ আর আডি কাডের ঠিকানা শরীয়ত পুর

  • @Shanewaz007
    @Shanewaz007 ปีที่แล้ว

    ভাই, নিকাহনামার মূল ডকুমেন্ট দিতে হবে নাকি কপি দিতে হবে?

  • @beritagergasi
    @beritagergasi ปีที่แล้ว

    Dear Sir, Assalamualaikum.
    MRP to Epassport reissue করার সময় বর্তমান ঠিকানার পরিবর্তন করলে কী পুলিশ ভেরিফিকেশন হবেনা?
    অনেক ধন্যবাদ আপনাকে।

    • @চলআলোরপথে
      @চলআলোরপথে  ปีที่แล้ว

      Bortoman thokana jodi voter alaka hoy taile hobe, jodi na hoy taile hobe na, tobe jodi tara mone kore je kora uchith taile korbe

  • @titudas4145
    @titudas4145 11 หลายเดือนก่อน

    ভাই হিন্দু দের বিবাহিত তের কি কাগজ দিতে হবে

  • @kausaralam6550
    @kausaralam6550 ปีที่แล้ว

    ই পাসপোর্টে বৈবাহিক অবস্থা পরিবর্তন করলে কি পাসপোর্ট নাম্বার আগের টা থাকবে নাকি নতুন আরেকটা নাম্বার আসবে?? প্লিজ

    • @চলআলোরপথে
      @চলআলোরপথে  ปีที่แล้ว

      Poriborton maney new Passports so number change hote pare agey kotha bole nite paren unader sathe

    • @sanjidanusrat494
      @sanjidanusrat494 ปีที่แล้ว

      এক্ষেত্রে কি আবার টাকা জমা দিতে হয়????

    • @চলআলোরপথে
      @চলআলোরপথে  ปีที่แล้ว

      @@sanjidanusrat494 passport print holey same taka

  • @beritagergasi
    @beritagergasi 2 ปีที่แล้ว

    passport a single thaka married status korle ki police varification hobe?

  • @asrafulislamjony8364
    @asrafulislamjony8364 ปีที่แล้ว

    ভাই মেয়েদের যদি ১৮ বছর এর আগেই বিয়ে হয়, তাহলে কি পাসপোর্ট এ বিবাহত দেওয়া যাবে?

  • @runaakther3091
    @runaakther3091 ปีที่แล้ว

    ভাইয়া আমার স্বামীর সাথে আমার ডিভোস হয়ে গেছে, এখন আমার আইডি সংশোধন করা হয়নি। আগের স্বামীর নামের আইডি দিয়ে ইমারজেন্সী পাসপোর্ট করে, বর্তমান স্বামীর নাম দিয়ে বর্তমান স্বামীর কাছে যেতে পারবো।
    আমার আগের স্বামীর নামে আমার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করে, বর্তমান স্বামীর কাছে যাওয়ার সমাধান কিভাবে।
    প্লীজ প্লীজ রিপ্লাই

    • @চলআলোরপথে
      @চলআলোরপথে  ปีที่แล้ว

      Apnay nid correction korte hobe online a apply korte paren, divorce latter ta lagbe, tailey hoye jabe 7 theke 15 diner moddhe paben,

    • @runaakther3091
      @runaakther3091 ปีที่แล้ว

      @@চলআলোরপথেআগের স্বামীর নামে আইডি কার্ড দিয়ে, বর্তমান স্বামীর নাম দেওয়া যাবে না

    • @চলআলোরপথে
      @চলআলোরপথে  ปีที่แล้ว

      @@runaakther3091 jina patben nato, visa paben na,

  • @MdRimon-cr3qh
    @MdRimon-cr3qh ปีที่แล้ว

    ভাই ই পাসপোর্ট এক নাম পাশে এখন বংশের নাম বসেন ই পাসপোর্ট এটা কিভাবে করতে হবে

  • @mdjahangiralom9888
    @mdjahangiralom9888 2 ปีที่แล้ว

    ভাই আমার একটা পাসপোটের নাম ঠিকানা কি পালটানো যাবে কি জদি হয় তাইলে আমারকে জানাবেন ওকে আর একটা কথা আমার আইডি কাডের নাম পাসপোট নাম এক না ঠিকানা ও আর একটা এটা কি করা যাবে জদি হয় তাইলে বলবেন ওকে ভাইয়া

    • @চলআলোরপথে
      @চলআলোরপথে  2 ปีที่แล้ว

      Apnar nid card je vabe ace oi vabe korte parben, jodi nid thik na thake agey nid thik koren, birth certificate thik koren then passport thik korte parben, jodi more help lage amai email korun othoba mar fb group a jokkto hon,, tech bd sharif,,

    • @mdjahangiralom9888
      @mdjahangiralom9888 2 ปีที่แล้ว

      আমার NID ঠিক আছ আমার পাসপোটর নাম ডায়মন্ড মোল্লা আর NID নাম মোঃ জাহাঈীর চৈীকিদার পাসপোটের ঠিকানা মিনশিগ্জ আডি কডের ঠিকানা শরীয়ত পুর

    • @চলআলোরপথে
      @চলআলোরপথে  2 ปีที่แล้ว +1

      @@mdjahangiralom9888 my god kemne ki / mrp naki analog ? apni amul poriborton korte oneeeeeeeeeek jamela pohate hobe , tobe apni agey AD sir er kace jan passport office unake sobkicho bolen .then unar kotha moto kaj koren , uni ki bolce amay akto janan then chesta korbo kicho korte pari kina , tobe agey unar loge kotha bolon

    • @mdjahangiralom9888
      @mdjahangiralom9888 2 ปีที่แล้ว

      @@চলআলোরপথে MRP passport

    • @চলআলোরপথে
      @চলআলোরপথে  2 ปีที่แล้ว

      @@mdjahangiralom9888 okay agey kotha bole ashun tarpor dekhtaci