পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বললেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে এখন বই সংকট। ১ মাসও লাগতে পারে। মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিলো- হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কি লাগবে আমাকে বল। বললাম, বাবা আমার জরুরী পাসপোর্ট দরকার। কিন্তু উনারা বলছে ১ মাসও লাগতে পারে। হক মাওলা, দেখি তোর কাগজপত্র গুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজ গুলো নিয়ে ফচাৎ করে ছিড়ে ফেললেন। তারপর নতুন ফরম দিয়ে বললেন এটা পুরণ কর। বললাম, বাবা আমিতো অরজিনাল কুমিল্লার রসমালাইয়ের মতো খাঁটি ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম। এখন আবার গেজেটেড কর্মকর্তা পাবো কোথায়? বাবা বললেন, আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছে রে এই জগতে? তুই পূরণ কর। সত্যায়িত আমি করবো। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন হাদিয়া দিয়ে ছবি তুলে তুই যাগা। ঠিক ৪ দিন পর তোকে স্বপ্নে কল দেবো। এসে বই নিয়ে যাবি। বলেন কি বাবা, মাত্র ৪ দিন! এ কি করে সম্ভব! সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জীবন্ত ওলি? পাসপোর্ট অফিসের লোকজন বলে ১ মাস লাগবে। আর সরকারি নিয়মে ১২ দিনের নিচে কোন ভাবেই বই পাওয়া যায় না, কিন্তু আপনি ৪ দিনে কিভাবে দেবেন? এসব তুই বুঝবি নারে, সব উপরওয়ালার লীলা খেলা। তারাতারি টাকাটা দে, উপরওয়ালাকে দিয়ে আসি। ৬.৫ হাজার সরকারি ফি। আর বাবার হাদিয়া ৮ হাজার। মোট ১৪.৫ হাজার টাকা দিলাম। বাবা কাগজগুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন। এই টাকার ভাগ বাবা একা নেবেন না। ভাগ পাবেন বাবা, তার বাবা, তার বাবা পর্যন্ত। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশ বাড়িতে যাবে না ভেরীফিকেশন করতে? বাবা বললেন তুইতো ভারী বোকা লোকরে। পুলিশের দুই চোখে দুইটা কচকচে নোট নিয়ে চাপ দিয়ে একটা ফু দেবো, অমনি তোর বাড়ি ঘর সব স্বপ্নে ভেরীফিকেশন করে ফেলবে। সব উপরওয়ালার লীলা খেলা রে... হক মাওলা। ঠিক চার ওয়ার্কিং ডে এর পর আজকে বাবা কল দিলেন। আয় বৎস পাসপোর্ট নিয়ে যা। আজকে ২৩ শে মার্চ, অথচ ডেলিভারী স্লিপে লিখা ডেলিভারী ডেট ২৭ শে মার্চ সত্যি দরবেশ বাবার হেকমত বড় কড়া, আমি বাবার চরন দুটিতে লুটিয়ে পড়লাম। বাবা আপনিই সেরা, আপনার পদধুলি দেন। হাসপাতাল, বিআরটিএ, পাসপোর্ট অফিস,ভূমি অফিস সহ সরকারী সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিকির আসগারে মত্ত আছেন। উপরওয়ালার সাথে উনাদের ডাইরেক্ট কানেকশন। লিখেছেন Billal Hosain ভাই
ওয়াও ভাই মজা পাইলাম এক দরবেশ বাবা আমার কাছ থেকে শুধু সত্যায়িত করে দিবে তাই তাকে ১৫০০ টাকা দিতে হলো, পাঁচ মিনিটের মধ্যে দোকানের পিছনে গিয়ে সত্যায়িত করে নিয়ে আসলো, বাহ অসাধারণ কেরামতি।
An excellent job! Me and my wife applied for ePassport after watching your invaluable video ! Your video presentation is simply amazing ❤. Please keep up your hard work.❤🎉😊
আমি ১৭ বছর বয়স সংশোধন করেছি. আলহামদুলিল্লাহ. ভোটার আইডি কার্ড অনুযায়ী. অতিরিক্ত ১ টাকা ও খরচ হয় নাই. দালাল ছাড়া আমি আমার নীজের পাসপোর্ট নীজেই সংশোধন করেছি. যারা দালালের কাছে যাবে তারা হয়রানির শিকার হবে. আমি আমার নীজের নাম. পিতা মাতার নাম, বয়স, এবং স্ত্রীর নাম সহ ঠিকানা ও সংশোধন করেছি ভোটার আইডি কার্ড অনুযায়ী ১৩ ডিসেম্বর এর পরিপত্র অনুযায়ী. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ.
আমরা যারা মুসলমান প্রায় সবার কাছেই নবীজি (স:) আমাদের কলিজার টুকরা। এজন্য নবীজি (স:) কে ইউটিউব এর মধ্যে না আনলে ভালো হয়। যেমন একজন সরাসরি না করে ফেলেছে। তেমনিভাবে কোনো মুসলমান ভাই যদি না বুঝে এরকম একটা মন্তব্য করে ফেলে তাহলে কিন্তু মুসলমান ভাই টি বড় একটি ক্ষতির মধ্যে পড়ে যাবে।
কিছু সংশোধন করা দরকার। ১। পেমেন্ট মেন্যুতে অনলাইন, অনলাইন দুটোই আছে। ২। ফরম ডাউনলোড করা প্রয়োজন নেই, মেইলে ফর্ম সার্ভার থেকে পাঠিয়ে দেয়। করলে ও অসুবিধা নেই।
আসালা মুয়ালাইকুম ভাই কেমন আছেন আমি ৩ বছর ধরে আপনার ভিডিও দেখি। ভাই আমি মালোশিয়া থাকি আমার ডিজিটাল পাসপোর্ট মেয়াদ আর বেশিদিন নাই আমি এখন ই-পাসপোর্ট করতে চাই করনিও কি দয়া করে একটা ভিডিওর মাধ্যমে যানাবেন প্লিজ। আমি অপেক্ষায় থাকলাম ❤️❤️❤️
বস, আমার পাসপোর্ট হচ্ছে এম, আর, পি। যার মেয়াদ শেষ হয়ে গেছে আরো 8 বছর আগে। তারপর, আমার পাসপোর্ট এ নিজের নাম, বর্তমান ঠিকানা , স্থায়ী ঠিকানা, বউ -বাচ্ছার নাম ইত্যাদি সংযোজন করতে হবে। এই ক্ষেত্রে আমাকে কোন অপশনে টিক দিতে হবে, other's/ data change,/ নাকি অন্য কোন অপশন। আপনি ব্যাপারটা আশাকরি পরিস্কার ভাবে বুঝে গেছেন। এখন আমি চাই, সমাধান। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা ভিডিও আপলোড করার জন্য।
If passpot is valied photo ID why further documents need for renew. Make Babgladesh easy. For renew, 1 page application enough. Remove them who making bangladedh deficult. Every situation authority canot avoid responsibility because we pay them product price as customer and Tax as rightless citizen.
ভাই আমি প্রবাসী ।আমার এম আপ রি পার্সপোর্ট করা।এখন আমি ই পার্সপোর্ট করতে দেখলাম আপনি এন আই ডি কার্ড এর কথা উল্লেখ করা।আমার এন আই ডি কার্ড করা নেই ।এক্ষেএে জন্মনিবন্ধন দিয়ে কি এম আর পি করা যাবে?
Mrp passport এ প্রফেশন private service এখন E-passport এ business দিলে কি বিদেশে ওয়ার্ক ভিসা/ডিপেনড ভিসায় যেতে পারবো কি আর unemploy দিলে কি documents লাগবে বা পরে কোন দেশের জন্য কি সমস্যা হবে? Kindly answer please 🙏
ভাই কমেন্ট করলে রিপ্লাই পাই না !! এখন আমার পাসপোর্ট MRP + মেয়াদোত্তীর্ণ তাহলে কি Expired দিবো নাকি convert to E- passport দিব?? আমি চাচ্ছি e-passport + renew আর আমার জানা মতে তো বর্তমানের সব passport ওই e-passport আশা করি খুব তাড়াতাড়ি রিপ্লাই দিবেন। ❤️🩹
পাসপোর্ট এর মেয়াদ ২০০৯ সালে শেষ হয়েছে। এখন ই-পাসপোর্ট নিতে চাচ্ছি। ই-পাসপোর্ট এপ্লিকেশন এর ক্ষেত্রে কারন হিসেবে এক্সপায়ার্ড সিলেক্ট করেছি। এখন ২০২৪ সাল। আমার প্রশ্ন হল আমি যদি এই পাসপোর্ট নেই তাহলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যেই নবায়নযোগ্য ফি সেটা কি দেওয়া লাগবে? উল্লেখ্য ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত পাসপোর্টটা ব্যবহার হয়নি
পূর্বে আমি জন্ম সনদ দিয়ে করেছি , যার মেয়াদ আছে, এখন আবেদনে আবার জন্ম সনদ নাম্বার দিয়েছি , কিন্তু আবেদন র্ফমে NID এর ঘরে জন্ম সনদ নাম্বারটা দেখাচ্ছে , জন্মসনদ এর ঘর খালি । এখন এটি কি সংশোধন করা লাগবে? করলে কিভাবে করতে হবে? ( টাকা জমা দেই নি )
আমার e -passport করা আসে ৫ বছর এর জন্য করছিলাম, পাসপোর্ট মেয়াদ ও আসে ৪ বছরের বেশি, কিন্তু আমার প্রশ্ন আমি e-passport দিয়ে ইন্ডিয়া তে আমার বাবার সাথে মেডিকেল ভিসাই গেয়েছিলাম,,, এখন আমি মালয়েশিয়া কাজের জন্য ওই পাসপোর্ট দিয়ে যাইতে পারবো প্লিজ জানাবেন 🙏🙏
সাংবাদিক ভাইয়েরা আপনাদের কে বলছি আপনারা আমার এই নিউজ টি চেক করবেন। আমি মুন্সিগনজ পাসপোর্ট অফিসে আসছি। এখন এখানে এসে দেখি অলনাইনে যেসব কাগজপএ নিয়ে আসার কথা বলে এখানে বলে অন্য কাগজ নিয়ে আসতে। অনলাইনে বলে Nid card নিয়ে আসতে আর এখানে বলে Nid online verify copy নিয়ে আসতে। আরো বলে 18 বছররের উপরে হলেও বাবা মার NID online verify copy নিয়ে আসতে। এগুলো e pasport website বলে দেওয়া উচিৎ ছিল। আমরা এতো দুর থেকে এসে হয়রানি হচছি। এ বিষয়ে আপনার একটু দেখবেন। আমার কাগজ গুলো রেখে দিছে কারন জানতে চাইল বলে না।
আমার পাসপোর্টের মেয়াদ শেষ, এখন আমি আমি পাসপোর্ট রি-নিউ করাতে চাচ্ছি। কিন্তু আমার পাসপোর্টের কিছু ইনফরমেশন চেঞ্জ করানো দরকার। ভিডিওতে দেখলাম এক্সপায়ার্ড এবং ডাটা চেঞ্জ ভিন্ন অপশন দেয়া আছে। কিন্ত আমার দুটিই করানো প্রয়োজন। এখন কিভাবে কি করা যায়?এই বেপারে যাদের অভিজ্ঞতা আছে সাহায্য চাচ্ছি। ধন্যবাদ
আমার একটা প্রশ্ন আছে, আমার আগে একটা এমআরপি পাসপোর্ট করা ছিল জন্ম নিবন্ধন দিয়ে। এখন আমি চাচ্ছি আমার এমআরপি পাসপোর্ট টা ই পাসপোর্টে রিনিউ করতে। এমআরপি পাসপোর্ট এক্সপার হয়ে গেছে। এখন যদি আমি জন্ম নিবন্ধন দিয়ে আবার ই পাসপোর্ট করি, হলে কি এমআরপি পাসপোর্ট এর সাথে আমার ই পাসপোর্ট অ্যাটাচ করা থাকবে নাকি আলাদা?
ভাই আমার প্রথম পাসপোর্ট দালাল দিয়ে করেছিলাম মেয়াদ শেষ এখন রিনিউ করলে কি দালাল লাগবে? যেকোনো একটা দোকান থেকে ফরম পূরন করে জমা দিলে কি পাসপোর্ট হবে, নাকি আরো কোন কাজ আছে একটু বুজিয়ে বলবেন কষ্ট করে আমি আপনার প্রায় ভিডিও দেখি ধন্যবাদ ❤
স্যার, আমার পাসপোর্টে আমার মায়ের নাম ভুল আসছে এবং পাসপোর্টের মেয়াদও শেষ তাই আমি চাচ্ছিলাম পাসপোর্ট রিনিউ না করে সম্পূর্ণ নতুন আর একটা পাসপোর্ট করতে। এক্ষেত্রে আগের পাসপোর্ট নাই বলে অনলাইনে ফর্ম পুরণ করলে কোনো সমস্যা হবে কিনা?
আমার ছোটবোনের জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করা হয়েছিল,ভোটার কার্ড টা করা হয়নি।ছোটবোনের বয়স ২২ হলেও এখনো ভোটার আইডি কার্ড টা করা হয়নি।এখন এমআরপি পাসপোর্ট থেকে ই-পাসপোর্ট করতে গেলে কি কোনো সমস্যা হবে?
ভাই আমার সালাম নিবেন । আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর প্রয়োজনীয় ভিডিও আপলোড করার জন্য । আমি একটা সমস্যার মুখামুখি হয়েছি , সমাধান দিলে উপকৃত হব। সমস্যাটি হল ; আমার প্রথম passport হল MRP এবং সেই প্রথম passport এ ৩ নং পাতাতে পূর্ববর্তী passport নং/ previous passport no জায়গাতে C196.... একটা নাম্বার বসানো বা দেওয়া আছে । যেটার রেশ ধরে পরবর্তীতে E-passport এ reference টানা হয়েছে । যা প্রথম passport এ previous passport no এর জায়গাতে কোন নাম্বার থাকার কথা না । কিন্তু আমি সেই সময় বিষয়টা আমার নজরে আসে নাই। যখন আমি visa এর জন্য application submit করলাম , তখন visa office আমার কাছে আমার প্রথম MRP passport এর previous passport no C196.... এই passport বই চাইলেন কিন্তু আমি সেটা দিতে পারলাম না কারণ ঐ প্রথম passport এ,ঐ নাম্বারটা ভুল করে দেওয়া আছে এবং আমাকে আর visa দেওয়া হল না । এখন আমার প্রথম passport previous passport no C196......টা কিভাবে সংশোধন করবো ? দয়া জানাবেন ।
Very good and useful information. If someone has no NI number or now he is not able to make NI number but he has MRP passport সে কি MRP থেকে E-passport করতে পারবে?
আমার পুরাতন পাসপোর্ট এর মেয়াদ শেষ। তখন আমি ছাত্র ছিলাম। এখন আমি একজন সরকারি চাকুরীজীবি। এখন আমি কি অঅর্ডিনারী সিলেক্ট করবো? নাকি অফিসিয়াল? আর ২য় কথা হলো তথ্য পরিবর্তন(ছাত্র থেকে চাকুরীজীবি) ও মেয়াদ উত্তীর্ণ দুটোই আমার ক্ষেত্রে প্রযোজ্য। সেক্ষেত্রে করনীয় কী জানাবেন প্লিজ।
তিতাস গ্যাস কোম্পানিতে জব করে কেউ যদি কর্তৃপক্ষ হতে এন ও সি নেয় তবে কি সে সাধারণ পাসপোর্ট করবে নাকি অফিসিয়াল পাসপোর্ট করবে? পাসপোর্ট আবেদনকারী সাধারণ পাসপোর্টেই আগ্রহী হলেও সে কি সরকারি পাসপোর্ট করতে বাধ্য কি'না
পাসপোর্টের মেয়াদ শেষ, রিনিউ করতে যে অনলাইনে আবেদন করতে হয় তখন প্রেজেন্ট এড্রেস এ জেলা বা নিকটস্থ থানা কোনটা দিবো,আগের পাসপোর্টের টা? নাকি যেই লোকেশনে বর্তমানে আছি সেইটা? আর রিনিউ করতে কি আবার পুলিশ ভ্যারিফিকেশন লাগে?
ভাই, আমারতো id কার্ড ২টা একটা আগের আর পরে স্মাট কার্ড দিয়েছে। আমার পার্সপোটে আগের id কার্ডের নাম্বার দেওয়া তাহলে ফরম পুরন করতে গেলে কোনটা দিবো নাম্বার..?plz. জানাবেন ভাই।
পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বললেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে এখন বই সংকট। ১ মাসও লাগতে পারে।
মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিলো- হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কি লাগবে আমাকে বল। বললাম, বাবা আমার জরুরী পাসপোর্ট দরকার। কিন্তু উনারা বলছে ১ মাসও লাগতে পারে।
হক মাওলা, দেখি তোর কাগজপত্র গুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজ গুলো নিয়ে ফচাৎ করে ছিড়ে ফেললেন। তারপর নতুন ফরম দিয়ে বললেন এটা পুরণ কর। বললাম, বাবা আমিতো অরজিনাল কুমিল্লার রসমালাইয়ের মতো খাঁটি ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম। এখন আবার গেজেটেড কর্মকর্তা পাবো কোথায়?
বাবা বললেন, আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছে রে এই জগতে? তুই পূরণ কর। সত্যায়িত আমি করবো। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন হাদিয়া দিয়ে ছবি তুলে তুই যাগা। ঠিক ৪ দিন পর তোকে স্বপ্নে কল দেবো। এসে বই নিয়ে যাবি।
বলেন কি বাবা, মাত্র ৪ দিন! এ কি করে সম্ভব! সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জীবন্ত ওলি? পাসপোর্ট অফিসের লোকজন বলে ১ মাস লাগবে। আর সরকারি নিয়মে ১২ দিনের নিচে কোন ভাবেই বই পাওয়া যায় না, কিন্তু আপনি ৪ দিনে কিভাবে দেবেন?
এসব তুই বুঝবি নারে, সব উপরওয়ালার লীলা খেলা। তারাতারি টাকাটা দে, উপরওয়ালাকে দিয়ে আসি।
৬.৫ হাজার সরকারি ফি। আর বাবার হাদিয়া ৮ হাজার। মোট ১৪.৫ হাজার টাকা দিলাম। বাবা কাগজগুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন। এই টাকার ভাগ বাবা একা নেবেন না। ভাগ পাবেন বাবা, তার বাবা, তার বাবা পর্যন্ত। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশ বাড়িতে যাবে না ভেরীফিকেশন করতে?
বাবা বললেন তুইতো ভারী বোকা লোকরে। পুলিশের দুই চোখে দুইটা কচকচে নোট নিয়ে চাপ দিয়ে একটা ফু দেবো, অমনি তোর বাড়ি ঘর সব স্বপ্নে ভেরীফিকেশন করে ফেলবে। সব উপরওয়ালার লীলা খেলা রে... হক মাওলা।
ঠিক চার ওয়ার্কিং ডে এর পর আজকে বাবা কল দিলেন। আয় বৎস পাসপোর্ট নিয়ে যা। আজকে ২৩ শে মার্চ, অথচ ডেলিভারী স্লিপে লিখা ডেলিভারী ডেট ২৭ শে মার্চ
সত্যি দরবেশ বাবার হেকমত বড় কড়া, আমি বাবার চরন দুটিতে লুটিয়ে পড়লাম। বাবা আপনিই সেরা, আপনার পদধুলি দেন।
হাসপাতাল, বিআরটিএ, পাসপোর্ট অফিস,ভূমি অফিস সহ সরকারী সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিকির আসগারে মত্ত আছেন। উপরওয়ালার সাথে উনাদের ডাইরেক্ট কানেকশন।
লিখেছেন Billal Hosain ভাই
ওয়াও ভাই মজা পাইলাম এক দরবেশ বাবা আমার কাছ থেকে শুধু সত্যায়িত করে দিবে তাই তাকে ১৫০০ টাকা দিতে হলো, পাঁচ মিনিটের মধ্যে দোকানের পিছনে গিয়ে সত্যায়িত করে নিয়ে আসলো, বাহ অসাধারণ কেরামতি।
ভাই আমার পাসপোর্ট এর ১ বছর সময় আছে আরো কিন্তু আমি রিনিউ করতে চাই সে ক্ষেত্রে কি এক্সপায়ার্ড অপশন সিলেক্ট করবো?
😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😅😅😅 taka dile sob gaday dey
Hmm@@RakibHasan-lo6pp
আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ভালো করুক,দালাল ১২ হাজার টাকা চাইছিল,আর আমি আপনার ভিডিও দেখে আমার টা আমি নিজে করছি, ভাই শুধু BANKDROP ৮০৫০ টাকায় করছি🥰🥰🥰
Vai kotodin passport paichen?
Vi amar ta kora dan
১০ দিনের দিন হাতে পাইছি।। আলহামদুলিল্লাহ
আপনি কি রিনিউ করেছিলেন???
ভাই ব্যাংকে টাকা কিভাবে জমা দিছেন,কি লাগে Bankdrop করতে?
An excellent job! Me and my wife applied for ePassport after watching your invaluable video ! Your video presentation is simply amazing ❤. Please keep up your hard work.❤🎉😊
আমি ১৭ বছর বয়স সংশোধন করেছি. আলহামদুলিল্লাহ. ভোটার আইডি কার্ড অনুযায়ী. অতিরিক্ত ১ টাকা ও খরচ হয় নাই. দালাল ছাড়া আমি আমার নীজের পাসপোর্ট নীজেই সংশোধন করেছি. যারা দালালের কাছে যাবে তারা হয়রানির শিকার হবে. আমি আমার নীজের নাম. পিতা মাতার নাম, বয়স, এবং স্ত্রীর নাম সহ ঠিকানা ও সংশোধন করেছি ভোটার আইডি কার্ড অনুযায়ী ১৩ ডিসেম্বর এর পরিপত্র অনুযায়ী. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ.
একটু ডিটেলে সট করে জানাবেন ভাই
পৃথিবীর কোথাও কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, একমাত্র জায়গা মসজিদ, যেখানে একজনকে দাড়ানোর জন্য অন্যজন তার একটু জায়গা ছেড়ে দেয়। 💖
ভাই এখন মসজিদেও দে না পাও ফাক করে দাঁড়ায় দুজনের জায়গা একজনও দখল করে নিয়ে দাঁড়ায়
😂😂😂😂
এখন সূরাপন্থি অজাতিরা মসজিদেও শান্তি দিচ্ছেনা।
তরে আমি থাপরাম
এই বক্তব্য এখানে কিভাবে প্রাসঙ্গিক হলো???
যিনি জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই তিনি হলেন আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সো:)💖💖💖
ইসলামের বানী যেখানে এর যথাযত মুল্যায়ন হয় সেইখানেই বলবেন ।অন্যথায় আপনার গুনা হবে , ওলুবনে মুক্তা ছড়াবেন না।।
আপনার কথায় যুক্তি আছে। কোথায় কি কমেন্ট করে ।
এই বক্তব্য এখানে কিভাবে প্রাসঙ্গিক হলো???
লক্ষে এগিয়ে যাও একদিন তুমি ঠিকই সফল হবে ইনশাআল্লাহ । আর অপেক্ষাটা তো সুধু সময়ের।🙋🙋🙋🙋💖💖💖💖
ভাই সম্পুর্ন বিষইটা একটি বিডিওতে দেয়ার যন্যে সকলের বুঝতে খুব সিবিদা হইছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ
❤️❤️❤️❤️❤️
কলিজার টুকরা নবীজি কে কে ভালোবাসো💝💝
না
আমরা যারা মুসলমান প্রায় সবার কাছেই নবীজি (স:) আমাদের কলিজার টুকরা। এজন্য নবীজি (স:) কে ইউটিউব এর মধ্যে না আনলে ভালো হয়। যেমন একজন সরাসরি না করে ফেলেছে। তেমনিভাবে কোনো মুসলমান ভাই যদি না বুঝে এরকম একটা মন্তব্য করে ফেলে তাহলে কিন্তু মুসলমান ভাই টি বড় একটি ক্ষতির মধ্যে পড়ে যাবে।
অনেক সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ❤
❤️❤️❤️ মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও
কিছু সংশোধন করা দরকার। ১। পেমেন্ট মেন্যুতে অনলাইন, অনলাইন দুটোই আছে। ২। ফরম ডাউনলোড করা প্রয়োজন নেই, মেইলে ফর্ম সার্ভার থেকে পাঠিয়ে দেয়। করলে ও অসুবিধা নেই।
মহান আল্লাহ বলেন:
নিশ্চয় যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ।
(সূরা বাইয়্যিনাহ ৭)
ইসলামের বানী যেখানে এর যথাযত মুল্যায়ন হয় সেইখানেই বলবেন ।অন্যথায় আপনার গুনা হবে , ওলুবনে মুক্তা ছড়াবেন না।।
এই বক্তব্য এখানে অপ্রাসঙ্গিকভাবে রাখা নিতান্তই মূর্খতা!
অত্যন্ত সুন্দর করে বোঝানোর জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
সুন্দর একটি ভিডিও
আপনার ভিডিও দেখে আবেদন করলাম। সুন্দরভাবে বর্ননা করেছেন।
এখানে কি আবার পুলিশ ভেরিফিকেশন করতে হবে? এই ব্যাপারে বলেন নাই ভাইয়া।
Na
আপনার ভিডিওতে অত্যন্ত সুন্দরভাবে বেশীরভাগ বিষয় কাভার করা হয়েছে। তারপরও ভিউয়ারদের কিছু প্রশ্ন থাকে যার উত্তর দেওয়া বাঞ্ছনীয়।
ত্ররগ
এতগুলো ভিডিও দেখলাম, কেউ ঢাকা চয়েজ করলো না। শিডিউল কিভাবে নিব তা দেখতে পারলাম না। আপনাকে ধন্যবাদ। 👍
দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একজন গরীব, কিংবা পথিক [সহীহ বুখারী]
হযরত মুহাম্মদ( সাঃ)
আজান শুনলে কার কার মন কলিজা ঠান্ডা হয়ে যায়💖💖❣️❣️❣️❣️
ইসলামের বানী যেখানে এর যথাযত মুল্যায়ন হয় সেইখানেই বলবেন ।অন্যথায় আপনার গুনা হবে , ওলুবনে মুক্তা ছড়াবেন না।।
শুধু আপনার মতো মূর্খদের কলিজা ঠান্ডা হয়ে যায় যারা জানেনা কোথায় কী বলতে হয়।
ভাই আপনার উপস্থাপনা অনেক ভাল হয়েছে। ধন্যবাদ ভাই
যাদের তথ্য পরিবর্তন হবে এবং আগের পাসপোর্টের মেয়াদও শেষ তারা কোনটা সিলেক্ট করবে?৷ নাকি যেকোনো একটা সিলেক্ট করলেই হবে?
Amio jante say,
ভাই আপনারা কি করছেন আমিও জানতে চাই। প্লিজ
ভাই আপনার মতো একই অবস্থা। কিভাবে করেছেন আপনি?
Data change hobe
আপনার ভিডিওগুলো মাঝে মাঝে দেখি।
অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।
আলহামদুলিল্লাহ ভাই আমি সব সময় আপনার বিডিও দেখি
Subscribers plz
১. পাসপোর্ট রিনিউ করতে দিলে কি পুনরায় পুলিশ ভেরিফকেশন আসবে?
২. আর পুরাতন পাসপোর্ট এক জেলা থেকে করা হলে নিউ পাসপোর্ট কি অন্য জেলা থেকে করা যাবে?
Ans ta ki peyechen? amaro akoi proshno
প্রথম কমেন্টে করলাম..... লাইক চাই 🥰🥰🥰🥰
Subscribers plz
ভাইয়া আমি কি আপনার কন্টাক্ট নাম্বারটা পেতে পারি
বলদা
কমেন্ট করলে তোকে লাইক দিতে হবে কেন? মাবে সব-সময় পিনিকে থাক না? বেকুব কোথাকার
😂
অনেক সুন্দর করে বুঝিয়েছেন,ধন্যবাদ৷
❥══❥🌺যদি কাঁদতেই হয় তাহলে,❥
❥❥নামাজ পড়ে কাঁদো❥༊᭄
❥কারন,༊🍁
তোমার চোখের পানির মূল্য❥🥀
༊᭄❥┼আর কেউ না দিলেও
🍁আল্লাহ দিবেন.....।🌺
🏵️"ইনশাআল্লাহ "🏵️
ইসলামের বানী যেখানে এর যথাযত মুল্যায়ন হয় সেইখানেই বলবেন ।অন্যথায় আপনার গুনা হবে , ওলুবনে মুক্তা ছড়াবেন না।।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য এবং আমাদেরকে বোঝানোর জন্য। শুভ কামনা রইলো 💙
অনেক মুল্যবান ভিডিও ধন্যবাদ
প্রিয় ভাই, আমার পাসপোর্টের মেয়াদ শেষ এবং ডাটাও পরিবর্তন করতে হবে এখন আমি রিজন কোনটা দিবো?প্লিজ জানাবেন।
Same problem...
আমারও একই সমস্যা
Thanks for information🥰🥰🥰
আসালা মুয়ালাইকুম ভাই কেমন আছেন আমি ৩ বছর ধরে আপনার ভিডিও দেখি। ভাই আমি মালোশিয়া থাকি আমার ডিজিটাল পাসপোর্ট মেয়াদ আর বেশিদিন নাই আমি এখন ই-পাসপোর্ট করতে চাই করনিও কি দয়া করে একটা ভিডিওর মাধ্যমে যানাবেন প্লিজ। আমি অপেক্ষায় থাকলাম ❤️❤️❤️
বস, আমার পাসপোর্ট হচ্ছে এম, আর, পি। যার মেয়াদ শেষ হয়ে গেছে আরো 8 বছর আগে। তারপর, আমার পাসপোর্ট এ নিজের নাম, বর্তমান ঠিকানা , স্থায়ী ঠিকানা, বউ -বাচ্ছার নাম ইত্যাদি সংযোজন করতে হবে। এই ক্ষেত্রে আমাকে কোন অপশনে টিক দিতে হবে, other's/ data change,/ নাকি অন্য কোন অপশন। আপনি ব্যাপারটা আশাকরি পরিস্কার ভাবে বুঝে গেছেন। এখন আমি চাই, সমাধান। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা ভিডিও আপলোড করার জন্য।
এইবার ঠিক আছে, আগের ভিডিওতে একটু ভুল ছিলো
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দিলটা শুদ্ধ করে দিন। মিথ্যা বললে আমাকে দোজকে িনয়ে যেও। এই হোক ওয়াদা। সোবানআল্লাহ্।
It's imaging brother..I am success my e-pasport rewnal...Thank you so much brother
Thank you so much bhai etto sundor kore bujie bolar jonno.❤
আপনি ব্লগটি তাড়াহুড়ো করতে গিয়ে ফাইনাল সাবমিটের সময় রেগুলারের যায়গায় এক্সপ্রেস দিয়ে সাবমিট করছেন।
I must admit my gratitude towards you. You have nailed it.
NID নাম বয়সের সাথে কিছু পার্থক্য রয়েছে আমার MRP পাসপোর্টের। এখন মেয়াদ ও শেষ হয়ে আসছে পাসপোর্টের। এখন কি রিনিউ সাথে ই পাসপোর্ট করতে পারব?
খুব সুন্দর উপস্থাপনা
ভাইয়া আপনার ভিডিও দেখে আমি ই-পাসপোর্ট বানিয়েছি। কিন্তু সেটা পাঁচ বছরের মেয়াদ আছে। এখন এটা দশ বছরের মেয়াদ সম্পূর্ণ ই-পাসপোর্ট বানাব খরচ কত লাগবে।
ভাই দয়া করে একটা ভিডিও করবেন,
কিভাবে জমি ই-নিবন্ধন করতে হয় এবং এর প্রসিকিউর, বিস্তারিত বলবেন
অসংখ্য ধন্যবাদ হিমেল ভাই।
U did a great job no extra talk thanks
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ভাবে বোঝানোর জন্য।
তবে পুলিশ ভেরিফিকেশন কখন কিভাবে হবে না লাগবেনা যদি একটু বলতেন।
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে বোঝানোর জন্য
Bro previous passport konta? Jta aekhn currently hate ache oita? Naki current ar ager ta?
If passpot is valied photo ID why further documents need for renew. Make Babgladesh easy. For renew, 1 page application enough. Remove them who making bangladedh deficult. Every situation authority canot avoid responsibility because we pay them product price as customer and Tax as rightless citizen.
ভাই আমি প্রবাসী ।আমার এম আপ রি পার্সপোর্ট করা।এখন আমি ই পার্সপোর্ট করতে দেখলাম আপনি এন আই ডি কার্ড এর কথা উল্লেখ করা।আমার এন আই ডি কার্ড করা নেই ।এক্ষেএে জন্মনিবন্ধন দিয়ে কি এম আর পি করা যাবে?
আপনার ভিডিও গুলা অনেক ভালো লাগে
ছবি কি নতুন করে তুলবে নাকি সেই ১০বছর আগের ছবিই থাকবে?
Mrp passport এ প্রফেশন private service এখন E-passport এ business দিলে কি বিদেশে ওয়ার্ক ভিসা/ডিপেনড ভিসায় যেতে পারবো কি আর unemploy দিলে কি documents লাগবে বা পরে কোন দেশের জন্য কি সমস্যা হবে? Kindly answer please 🙏
I really like you presentation bro. To the point, no extra time loss, very much informative, Great job!! 👌👍😃
ভাই একটা প্রশ্ন ছিল, আমার, সব কিছু এপ্লাই প্রসেসিং এর কাজ করা শেষ হলে, ঐ দিন কি পাসপোর্ট অফিসে যেতে হবে ফিংগার আর ছবি তুলার জন্য
ভাই কমেন্ট করলে রিপ্লাই পাই না !!
এখন আমার পাসপোর্ট MRP + মেয়াদোত্তীর্ণ তাহলে কি Expired দিবো নাকি convert to E- passport দিব??
আমি চাচ্ছি e-passport + renew আর আমার জানা মতে তো বর্তমানের সব passport ওই e-passport
আশা করি খুব তাড়াতাড়ি রিপ্লাই দিবেন। ❤️🩹
আপনার ভিডিও দেখার কারণ হচ্ছে যে আপনি ভালো ভাবে বুঝিয়ে দেন
পাসপোর্ট এর মেয়াদ ২০০৯ সালে শেষ হয়েছে। এখন ই-পাসপোর্ট নিতে চাচ্ছি। ই-পাসপোর্ট এপ্লিকেশন এর ক্ষেত্রে কারন হিসেবে এক্সপায়ার্ড সিলেক্ট করেছি। এখন ২০২৪ সাল। আমার প্রশ্ন হল আমি যদি এই পাসপোর্ট নেই তাহলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যেই নবায়নযোগ্য ফি সেটা কি দেওয়া লাগবে? উল্লেখ্য ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত পাসপোর্টটা ব্যবহার হয়নি
ভাইয়া সেকেন্ড টাইম কি পুলিশ ভেরিফিকেশন হয়????
পূর্বে আমি জন্ম সনদ দিয়ে করেছি , যার মেয়াদ আছে, এখন আবেদনে আবার জন্ম সনদ নাম্বার দিয়েছি , কিন্তু আবেদন র্ফমে NID এর ঘরে জন্ম সনদ নাম্বারটা দেখাচ্ছে , জন্মসনদ এর ঘর খালি । এখন এটি কি সংশোধন করা লাগবে? করলে কিভাবে করতে হবে? ( টাকা জমা দেই নি )
আমার নামে একটা মামলা আছে আবেদন করেছি কিন্তু পুলিশ ভেরিফিকেশন এ এসে কি মামলা থাকার কারনে আবেদন বাতিল করতে পারবে?
পাসপোর্ট রিনিউ করতে হলে কি আবার নতুন করে পুলিশ ভেরিফিকেশন হবে?
আমার e -passport করা আসে ৫ বছর এর জন্য করছিলাম, পাসপোর্ট মেয়াদ ও আসে ৪ বছরের বেশি, কিন্তু আমার প্রশ্ন আমি e-passport দিয়ে ইন্ডিয়া তে আমার বাবার সাথে মেডিকেল ভিসাই গেয়েছিলাম,,, এখন আমি মালয়েশিয়া কাজের জন্য ওই পাসপোর্ট দিয়ে যাইতে পারবো প্লিজ জানাবেন 🙏🙏
ধন্যবাদ ভাই নিজের টা নিজে করতে পারবো
আগে পাসপোর্ট করার পর আইডি কার্ড সংশোধন করি, নাম ,জন্মতারিখ, ব্লাড গ্রুপ ,বাবার নাম এখন আমি কিভাবে কি করব। আগে পাসপোর্ট এর সাথে এগুলো মিল থাকবে না।
অনেক সুন্দর উপস্থাপনা
ধন্যবাদ ভাই
আমার ই পাসপোর্টের মেয়াদ এখনো ৪ বছর বাকি আছে।
কিন্তু আমি আবার ১০ বছরের জন্য ই পাসপোর্ট রিনিউ করতে চাচ্ছি। আমি কি এটা করতে পারব ? কেউ জানলে একটু বলবেন
সাংবাদিক ভাইয়েরা আপনাদের কে বলছি আপনারা আমার এই নিউজ টি চেক করবেন। আমি মুন্সিগনজ পাসপোর্ট অফিসে আসছি। এখন এখানে এসে দেখি অলনাইনে যেসব কাগজপএ নিয়ে আসার কথা বলে এখানে বলে অন্য কাগজ নিয়ে আসতে। অনলাইনে বলে Nid card নিয়ে আসতে আর এখানে বলে Nid online verify copy নিয়ে আসতে। আরো বলে 18 বছররের উপরে হলেও বাবা মার NID online verify copy নিয়ে আসতে। এগুলো e pasport website বলে দেওয়া উচিৎ ছিল। আমরা এতো দুর থেকে এসে হয়রানি হচছি। এ বিষয়ে আপনার একটু দেখবেন। আমার কাগজ গুলো রেখে দিছে কারন জানতে চাইল বলে না।
আসসালামুয়ালাইকুম ভাই। আমি অনলাইনে রিনিউড জন্য এপ্লাই করলে ফিঙ্গার কি প্রথম পাসপোর্ট এর সময় যেখানে দিয়েছি ওইখানে ফিঙ্গার দিতে হবে।
Thank you for the guidance.. It 's help a lot.
আমার পাসপোর্টের মেয়াদ শেষ, এখন আমি আমি পাসপোর্ট রি-নিউ করাতে চাচ্ছি। কিন্তু আমার পাসপোর্টের কিছু ইনফরমেশন চেঞ্জ করানো দরকার। ভিডিওতে দেখলাম এক্সপায়ার্ড এবং ডাটা চেঞ্জ ভিন্ন অপশন দেয়া আছে। কিন্ত আমার দুটিই করানো প্রয়োজন। এখন কিভাবে কি করা যায়?এই বেপারে যাদের অভিজ্ঞতা আছে সাহায্য চাচ্ছি। ধন্যবাদ
Vai amar 2ta passport ami passport reissue korar samoy kon passport er number dibo
Amazing video 💚💚✔✔
Assalamo alaikom
vai,
i'm from Kishorganj
মেডিক্যাল সংক্রান্ত জটিলতার কারণে রি-ইসু করব। শুধু মাত্র নামে ডট সংশোধন করতে কি কি ডকুমেন্টস এড করতে হবে।
আমার একটা প্রশ্ন আছে,
আমার আগে একটা এমআরপি পাসপোর্ট করা ছিল জন্ম নিবন্ধন দিয়ে। এখন আমি চাচ্ছি আমার এমআরপি পাসপোর্ট টা ই পাসপোর্টে রিনিউ করতে। এমআরপি পাসপোর্ট এক্সপার হয়ে গেছে। এখন যদি আমি জন্ম নিবন্ধন দিয়ে আবার ই পাসপোর্ট করি, হলে কি এমআরপি পাসপোর্ট এর সাথে আমার ই পাসপোর্ট অ্যাটাচ করা থাকবে নাকি আলাদা?
ভাই আমার প্রথম পাসপোর্ট দালাল দিয়ে করেছিলাম মেয়াদ শেষ এখন রিনিউ করলে কি দালাল লাগবে?
যেকোনো একটা দোকান থেকে ফরম পূরন করে জমা দিলে কি পাসপোর্ট হবে, নাকি আরো কোন কাজ আছে একটু বুজিয়ে বলবেন কষ্ট করে আমি আপনার প্রায় ভিডিও দেখি ধন্যবাদ ❤
ভাই বিদেশি ভিসা নিয়ে ভিডিও দেন🙏🙏🙏🙏🙏🙏🙏
স্যার, আমার পাসপোর্টে আমার মায়ের নাম ভুল আসছে এবং পাসপোর্টের মেয়াদও শেষ তাই আমি চাচ্ছিলাম পাসপোর্ট রিনিউ না করে সম্পূর্ণ নতুন আর একটা পাসপোর্ট করতে। এক্ষেত্রে আগের পাসপোর্ট নাই বলে অনলাইনে ফর্ম পুরণ করলে কোনো সমস্যা হবে কিনা?
ভাইয়া আমি বিকাশে পেমেন্ট করতে চাইছিলাম পুরো কার্যক্রম ঠিক মত করলেও পেমেন্ট ভুলে অফলাইন দিয়ে দিছি কিভাবে সংশোধন করে বিকাশে পেমেন্ট করতে পারি?
ভাই আমি পাসপোর্ট করার সময় এনওসি দিয়ে পাসপোর্ট করেছিলাম এখন মেয়াদ শেষ। এখন রিনিউ করিতে পুনরায় কি এনওসি লাগবে।
ভাইয়া দয়া করে একটা ভিডিও এডিট করা ও থামবেল বানানো ভিডিও মেক করেন। 🙏🙏
আমার ছোটবোনের জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করা হয়েছিল,ভোটার কার্ড টা করা হয়নি।ছোটবোনের বয়স ২২ হলেও এখনো ভোটার আইডি কার্ড টা করা হয়নি।এখন এমআরপি পাসপোর্ট থেকে ই-পাসপোর্ট করতে গেলে কি কোনো সমস্যা হবে?
স্থায়ী ঠিকানা পরিবর্তনের একটা ভিডিও দেন
ভাই আমার সালাম নিবেন । আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর প্রয়োজনীয় ভিডিও আপলোড করার জন্য । আমি একটা সমস্যার মুখামুখি হয়েছি , সমাধান দিলে উপকৃত হব। সমস্যাটি হল ; আমার প্রথম passport হল MRP এবং সেই প্রথম passport এ ৩ নং পাতাতে পূর্ববর্তী passport নং/ previous passport no জায়গাতে C196.... একটা নাম্বার বসানো বা দেওয়া আছে । যেটার রেশ ধরে পরবর্তীতে E-passport এ reference টানা হয়েছে । যা প্রথম passport এ previous passport no এর জায়গাতে কোন নাম্বার থাকার কথা না । কিন্তু আমি সেই সময় বিষয়টা আমার নজরে আসে নাই। যখন আমি visa এর জন্য application submit করলাম , তখন visa office আমার কাছে আমার প্রথম MRP passport এর previous passport no C196.... এই passport বই চাইলেন কিন্তু আমি সেটা দিতে পারলাম না কারণ ঐ প্রথম passport এ,ঐ নাম্বারটা ভুল করে দেওয়া আছে এবং আমাকে আর visa দেওয়া হল না । এখন আমার প্রথম passport previous passport no C196......টা কিভাবে সংশোধন করবো ? দয়া জানাবেন ।
খুব সুন্দর ভাবে দেখানোর জন্য ধন্যবাদ ভাই
Very good and useful information. If someone has no NI number or now he is not able to make NI number but he has MRP passport সে কি MRP থেকে E-passport করতে পারবে?
আমার পুরাতন পাসপোর্ট এর মেয়াদ শেষ। তখন আমি ছাত্র ছিলাম। এখন আমি একজন সরকারি চাকুরীজীবি। এখন আমি কি অঅর্ডিনারী সিলেক্ট করবো? নাকি অফিসিয়াল? আর ২য় কথা হলো তথ্য পরিবর্তন(ছাত্র থেকে চাকুরীজীবি) ও মেয়াদ উত্তীর্ণ দুটোই আমার ক্ষেত্রে প্রযোজ্য। সেক্ষেত্রে করনীয় কী জানাবেন প্লিজ।
আগে আমি স্টুডেন্ট ছিলাম,তাই সার্টিফিকেট দিছি বাট একন সরকারি চাকরি করি ফলে তাহলে কি সাধারণ পাসপোর্টে আবেদন করবো? না অফিশিয়াল??
আলহামদুলিল্লাহ আমি ও ডিপ্লোমা শেষ করেছি ২০১৯ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখে আমি কি বাইরের কান্ট্রিতে যাদের জন্য আবেদন করতে পারব উইদাউট বিএসসি
আমার একমাত্র ভালোবাসার ভাই হিমেল ভাই লাভ ইউ ভাই ❤️🩹❤️🩹Sylhet teke
sokriya vay❤❤❤
তিতাস গ্যাস কোম্পানিতে জব করে কেউ যদি কর্তৃপক্ষ হতে এন ও সি নেয় তবে কি সে সাধারণ পাসপোর্ট করবে নাকি অফিসিয়াল পাসপোর্ট করবে? পাসপোর্ট আবেদনকারী সাধারণ পাসপোর্টেই আগ্রহী হলেও সে কি সরকারি পাসপোর্ট করতে বাধ্য কি'না
পাসপোর্টের মেয়াদ শেষ, রিনিউ করতে যে অনলাইনে আবেদন করতে হয় তখন প্রেজেন্ট এড্রেস এ জেলা বা নিকটস্থ থানা কোনটা দিবো,আগের পাসপোর্টের টা? নাকি যেই লোকেশনে বর্তমানে আছি সেইটা? আর রিনিউ করতে কি আবার পুলিশ ভ্যারিফিকেশন লাগে?
ভাই, আমারতো id কার্ড ২টা একটা আগের আর পরে স্মাট কার্ড দিয়েছে। আমার পার্সপোটে আগের id কার্ডের নাম্বার দেওয়া তাহলে ফরম পুরন করতে গেলে কোনটা দিবো নাম্বার..?plz. জানাবেন ভাই।
Love YOU boss Love YOU ❤❤❤❤
ভাই আমার এমআরপি পাসপোর্টে ভুল আছে, মেয়াদ শেষ এবং আমি ই পাসপোর্ট করতে চাই । সেই ক্ষেত্রে কারণ হিসেবে কোন টা সিলেক্ট করবো?