অমরকন্টক ভ্রমণ//ভৃগু কমন্ডলু বাঙালী সাধক // AMARKANTAK VRIGU KAMANDALU

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2023
  • ভৃগু কমন্ডলু বাঙালী সাধক//অমরকন্টক// AMARKANTAK VRIGU KAMANDALU
    নর্মদা তীর্থের মাহাত্ম্য - • AMARKANTAK অমরকন্টক ভ্...
    অমরকন্টক শ্রী যন্ত্র মন্দির - • অমরকন্টক শ্রী যন্ত্র ম...
    একদিকে সাতপুরা আর বিন্ধ্য পর্বত। মাঝে মেখল পাহাড়ের চূড়ায় পুণ্যতোয়া নর্মদার তটে পুণ্যতীর্থ অমরকণ্টক। এই অমরকন্টক মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। রামায়ণ মহাভারত থেকে শুরু করে মার্কণ্ডেয় পুরাণ, এমনকি মহাকবি কালিদাসের মেঘদূত, সর্বত্রই এই অমরকণ্টকের নয়নাভিরাম দৃশ্যের কথা বলা হয়েছে। সতীপীঠ পরিক্রমায় অমরকণ্টকে বিশেষ ভাবে উল্লেখযোগ্য মা নর্মদার কারণে।
    যোগাগ্নি যঞ্জাগ্নি এবং আদিত্যমণ্ডলস্থিত যে দিব্যতেজ -- তারই প্রতীক হলেন মহর্ষি ভৃগু। সমগ্র নর্মদা জুড়ে ছিল ভৃগুর প্রভাব। নর্মদার আদিতে ভৃগু, মধ্যে ভৃগু, অন্তে ভৃগু। বিভিন্ন স্থানে ভৃগুর তপোবহ্নি দেদীপ্যমান। অমরকণ্টকে মহর্ষি ভৃগুর তপস্যাস্থল -- যার নাম ভৃগু-কমণ্ডলু। ভারোচের কাছাকাছি, নর্মদা যেখানে মিলিত হয়েছে সমুদ্রে --- যার নাম ভৃগুকচ্ছ।
    মহর্ষি ভৃগু, মার্কণ্ডেয় থেকে আরম্ভ করে মহর্ষি পতঞ্জলি, গুরু গোবিন্দপাদ, শঙ্করাচার্য, গোরক্ষনাথজী সবাই ছুটে গিয়েছিলেন নর্মদায় তপস্যা করতে। ভারতের শ্রেষ্ঠ মহাত্মা মাত্রেই নর্মদার কৃপাসিদ্ধ, আশীর্বাদধন্য।
    জগৎ সংসারে নর্মদা এমনই একমাত্র নদী যার পরিক্রমা যুগ যুগ ধরে চলে আসছে কারণ পরম পরিতৃপ্ত বিধায়িনী, পরম সুখ ও আনন্দদায়িনী, মহাকুমারী শক্তির প্রতীক হলেন, মা নর্মদা।
    "ধূনিপানি" --- অমরকণ্টকে, ভৃগুর তপস্যাস্থল। ভৃগু-কমণ্ডলু যাবার পথে পড়ে ধূনিপানি। পূর্বে, এখানে মহর্ষি ভৃগুর ধূনি বা যঞ্জকুণ্ড ছিল। এখন সেই ধূনি থেকে জল নির্গত হয়ে একটি প্রাকৃতিক ছোট হ্রদ সৃষ্টি করেছে
    SEVERAL OF THE WORLD............
    BE HAPPY WITH NATURE ..........
    BE HAPPY WITH SMILE.............
    BE HAPPY WITH WORLD............. [ভারতবর্ষ আধ্যাত্মিকতার পীঠভূমি, প্রকৃতিদেবী এখানে উজার করে দিয়েছে সব। সেই দেশ ভূমিতে ঘুরতে ভালো লাগে। ভালো লাগে সেই ঘুরে নেবার অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নিতে। একটা অদ্ভুত আনন্দের স্রোত অনুভব করি সেই অভিজ্ঞতা সবার সাথে তুলে ধরতে। আর হ্যাঁ চেনা-অচেনার গন্ডী পেরিয়ে প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে একটা প্রশান্তির স্রোত হৃদয়ে উপলব্ধি করি। আসলে এ পৃথিবীর সবাই তো - "বসুধৈব কুটুম্বকম"।]

ความคิดเห็น • 14

  • @ritachandra1371
    @ritachandra1371 2 หลายเดือนก่อน +1

    হর হর মহাদেব 🙏🙏🙏💗

  • @user-lu9pw7bs7i
    @user-lu9pw7bs7i 3 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর আলোচনা। খুব ভালো লাগলো।

  • @ashokpal9131
    @ashokpal9131 หลายเดือนก่อน +1

    Narmada har

  • @banichakraborty3279
    @banichakraborty3279 3 หลายเดือนก่อน +1

    Asadharon bolecho 🙏

  • @user-pg1js6cf2w
    @user-pg1js6cf2w 5 หลายเดือนก่อน +2

    Khob valo

  • @user-ok7fz3tk4q
    @user-ok7fz3tk4q 4 หลายเดือนก่อน +1

    সমৃদ্ধ হলাম। প্রনাম

    • @TOUR369
      @TOUR369  4 หลายเดือนก่อน

      প্রনাম নেবেন

  • @tandrachowdhury5964
    @tandrachowdhury5964 4 หลายเดือนก่อน

    Ajj gelam. Kintu kothay. Dujon gramer lok chhilo, akjoner name Amarendra singh .....

    • @TOUR369
      @TOUR369  4 หลายเดือนก่อน

      sourendraa309@gmail.com
      এই মেলে আপনার ফোন নাম্বর পাঠান।
      আমি ফোন করে নিচ্ছি।

  • @reenapalroy6033
    @reenapalroy6033 5 หลายเดือนก่อน +1

    2023 er. September mase aamra giyechilam , kintu mahaatmar dekha pai ni ,. Eeei bachhor aabar jabo. Ramakrishna kuthir d chihhlam, khub expensive , per head 500+300=800, niyechhen. Ply aamader onno kothao thakar sandhan din.

    • @TOUR369
      @TOUR369  5 หลายเดือนก่อน

      আমাকে ফোন নম্বর পাঠান
      বলে দেবো

    • @TOUR369
      @TOUR369  5 หลายเดือนก่อน

      আমাকে ফোন নম্বর পাঠান
      বলে দেবো

  • @tandrachowdhury5964
    @tandrachowdhury5964 4 หลายเดือนก่อน

    Dada ei maha sadhak k ki dekha pabo. Ami akhon amarkhanthake

    • @TOUR369
      @TOUR369  4 หลายเดือนก่อน

      sourendraa309@gmail.com
      এই মেলে আপনার ফোন নাম্বর পাঠান।
      আমি ফোন করে নিচ্ছি।