খেলা নয়, নয়, নয় এই যে কাছে ডাকা, এই যে বসে থাকা বন্ধু, জেনো এ তো একটু ব্যথা জাগা, একটু ভালো লাগা মুগ্ধ দুটি চোখে কথা কয় সেই তো ঝরে হাসি, সেই তো শোনে বাঁশি মোর মন এমনি ক্ষণে কেন হয় গো, তুমি যেন উন্মন স্বপ্ন ফুল ভারে লগ্ন এসে দ্বারে জেগে রয় হয়তো কিছু চাওয়া, হয়তো কিছু পাওয়া দেয় দোল একটি খেয়া ভোলে, একটি কথা তোলে হিল্লোল হয়তো ওগো কারও রাত্রি হলো আরও মধুময়
আহা আহা খুব শান্তি পেলাম 🙏🙏
আহা কী সুন্দর । Very nice ❤️, খুব সুন্দর ।
মন ছুঁয়ে যাওয়া কথা ও সুর।
Ki daroon 👌🙏
আহা কি অসাধারণ
Aahaa...kiii bhalo gaan..Sir ke amar pronaam janai. 🙏🙏❤❤
অপূর্ব ❤❤
খেলা নয়, নয়, নয়
এই যে কাছে ডাকা, এই যে বসে থাকা
বন্ধু, জেনো এ তো
একটু ব্যথা জাগা, একটু ভালো লাগা
মুগ্ধ দুটি চোখে কথা কয়
সেই তো ঝরে হাসি, সেই তো শোনে বাঁশি মোর মন
এমনি ক্ষণে কেন হয় গো, তুমি যেন উন্মন
স্বপ্ন ফুল ভারে লগ্ন এসে দ্বারে জেগে রয়
হয়তো কিছু চাওয়া, হয়তো কিছু পাওয়া দেয় দোল
একটি খেয়া ভোলে, একটি কথা তোলে হিল্লোল
হয়তো ওগো কারও রাত্রি হলো আরও মধুময়
❤❤❤🙏🙏🙏❤❤❤