কফিহাউস না গিয়েই 'কফিহাউসের সেই আড্ডাটা' তৈরি করেছেন স্রষ্টারা! |Suparna Kanti Ghosh |Music Director

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 324

  • @sunilkar01
    @sunilkar01 6 หลายเดือนก่อน +35

    আমরা চাই সেই পুরোনো লোকগুলো আবার ফিরে এসে এই পৃথিবীকে বাঁচাক।
    সেই বাংলা আজ কোথায়!!!

  • @ajaysanyal6760
    @ajaysanyal6760 6 หลายเดือนก่อน +57

    গুপ্তধনের সন্ধান পেলাম।স্বর্ণযুগের শিল্পীদের প্রণাম,বিনম্র শ্রদ্ধা।Interview খুব সুন্দর হয়েছে।বিরাট প্রাপ্তি।🎉

    • @mrityunjoykumardas7566
      @mrityunjoykumardas7566 6 หลายเดือนก่อน +9

      Alapcharita khub valo laglo.
      Purono diner galpo.Amar student life kisore Jauban
      R samay r kathopakathan.

    • @alokkumardey7973
      @alokkumardey7973 6 หลายเดือนก่อน

      Q​@@mrityunjoykumardas7566

    • @shraddharghyabanerjee217
      @shraddharghyabanerjee217 6 หลายเดือนก่อน

      Ur4​@@mrityunjoykumardas7566❤

    • @mrinalkantidas7328
      @mrinalkantidas7328 5 หลายเดือนก่อน

      2Dental Avenue😊❤❤❤❤❤❤❤❤❤

    • @somenathmallick9588
      @somenathmallick9588 4 หลายเดือนก่อน

      O

  • @MrRishiraj81
    @MrRishiraj81 4 หลายเดือนก่อน +1

    What a beautiful interview! Ami khub recent time er generation. I really appreciate this spirit and alas, I agree, that such ideas don't exist anymore!!

  • @rb_rahul_66
    @rb_rahul_66 2 หลายเดือนก่อน +2

    অনেক সুন্দর কিছু ঘটনা জানা গেল। অসাধারণ। কিংবদন্তিকে শ্রদ্ধা। 🙏❤

  • @আমারহিমালয়
    @আমারহিমালয় 6 หลายเดือนก่อน +12

    অনবদ্য! অসাধারণ!! অপূর্ব!!!
    এতো স্পষ্ট ভাষায়, গুণী মানুষ দের শ্রদ্ধাঞ্জলি এবং ওনাদের জীবন সম্পর্কে জানতে পেরে সমৃদ্ধ হলাম।
    সকল গুণী শিল্পীদের প্রতি শ্রদ্ধা এবং আপনাদের দুজনকেই অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানালাম।
    এরকম আরও অনেক কথোপকথন শুনতে চাই। ধন্যবাদ।

  • @prodyotc
    @prodyotc 6 หลายเดือนก่อน +18

    আপনার কান্তি শুধুই সুপর্ণ নয় , আপনি এবং আপনার বাবা বাংলা গানের দুই রত্ন।❤❤❤

  • @hpbhattacharyya4680
    @hpbhattacharyya4680 5 หลายเดือนก่อน +1

    আজকের দিনেও একদম খাঁটি মানুষ পেলাম। ধন্যবাদ

  • @dhimankantichowdhury
    @dhimankantichowdhury 4 หลายเดือนก่อน +1

    এ ধরনের প্রতিবেদন আমার জন্য পরম করুনাময় ঈশ্বরের আশীর্বাদ। আমি আমার অজান্তেই হৃদয়ের জলে নয়ন ভরালাম, এমনতর প্রতিবেদন শুনছি যখন রাত সাড়ে দু'টো- ঘরে ঘুমিয়ে সবাই আলতো মাথা তুলে দেখলাম। ❤

  • @subratapatra1027
    @subratapatra1027 6 หลายเดือนก่อน +13

    আমরা পুরানো দিনের শিল্পীদের গান শুনে বড় হয়েছি সাথে বড় বড় সুরকার সাথে হৃদয় জুড়ে ভাবনা নিয়ে গান লিখা..... যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে.... হৃদয়ে লিখো নাম সে নাম রহে যাবে.... কফি হাউসের সেই আড্ডাটা..... সে আমার ছোট বোন.... সত্যিই অসামান্য... যতদিন চন্দ্র সূর্য থাকবে এই গান মানুষের মনে রহে যাবে।

    • @iqbalahmad7352
      @iqbalahmad7352 6 หลายเดือนก่อน

      😅😅if😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @iqbalahmad7352
      @iqbalahmad7352 6 หลายเดือนก่อน

      😊😊😊😊😊

    • @iqbalahmad7352
      @iqbalahmad7352 6 หลายเดือนก่อน +1

      38:46 38:48 39:06 39:10 😊

  • @bodrulalamsheikh7270
    @bodrulalamsheikh7270 5 หลายเดือนก่อน +1

    সত্যিই সুন্দর আলোচনা, হৃদয় ছুঁয়ে গেলো; শিল্পী কে প্রণাম।

  • @avijitbera9796
    @avijitbera9796 5 หลายเดือนก่อน +1

    সত্যি ভালো লাগলো পুরনো দিনের সেইসব দিকপাল সুরকার গীতিকার ও গায়ক তাদের অমর গাঁথা সমস্ত কাহিনী শুনে। 🙏

  • @debatoshc
    @debatoshc 5 หลายเดือนก่อน +1

    খুবই ভালো এবং অসাধারণ একটি প্রতিবেদন। পুরোনো দিনের অনেক শিল্পী দের কথা ওনার মুখে শুনে চোখের জল আটকাতে পারিনি।

  • @exposuresop
    @exposuresop 5 หลายเดือนก่อน +1

    Sangatik jinish sunlam. Khub bhalo laglo. Onek purono smriti fire elo. Onek dhonyobad.

  • @tapasghosh5089
    @tapasghosh5089 6 หลายเดือนก่อน +6

    সুপর্ন বাবু হলেন ঈশ্বরের আশীর্বাদ ধন্য সেই জহুরী যিনি অমূল্য সব রত্নরাজিকে খুবই কাছের থেকে দেখেছেন এবং সেই সকল রত্নের আলোকছটায় আলোকিত হয়েছেন। শর্মিষঠাদিকেও জানাই প্রণাম। অনবদ্য সাক্ষাৎকার।

  • @baitalik
    @baitalik 6 หลายเดือนก่อน +12

    মনে পড়ে গেল। বহুদিন আগের কথা। এক বন্ধুর সুবাদে ফরিয়াদ সিনেমার শুটিং দেখার সুযোগ হয়েছিল। একটি গানের দৃশ্য - "আজ দুজনে মন্দ হলে", অভিনয়ে সুচিত্রা সেন। ফ্লোরের এককোনে সুরকার নচিকেতা ঘোষ ও আরো অনেকে বসে আছেন। তখন বয়স কম, সাহস হয়নি নচিকেতা ঘোষের কাছে গিয়ে একটা অটোগ্রাফ নেওয়ার। কিন্তু আজও চোখের ক্যামেরায় স্মৃতির অ্যালবামে রয়ে গেছে সেই দৃশ্য। বাঙলা সিনেমার সবথেকে জনপ্রিয় রোমান্টিক গানের তালিকায় এক নম্বর সম্ভবত হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত "এই পথ যদি না শেষ হয়"। দুই নম্বরে, নচিকেতা ঘোষ সুরারোপিত "সূর্য ডোবার পালা" আর সুধীন দাশগুপ্ত সুরারোপিত "কে প্রথম কাছে এসেছি" এই দুইয়ের মধ্যে কোনটি স্থান পাবে তা নিয়ে নিশ্চিত হতে পারছি না।

  • @srikumarchaudhuri1174
    @srikumarchaudhuri1174 6 หลายเดือนก่อน +4

    কি সুন্দর আলোচনা
    সুপর্ণ কান্তি ঘোষের ।
    কতো কি জানলাম।
    ভীষণ ভালো লাগল।

  • @suchetabhattacharjee9845
    @suchetabhattacharjee9845 5 หลายเดือนก่อน +1

    Supornokanti gosh Mane lalkomol nilkomol o budhhovutum amader soisob lp record ta amader barite chilo .Monta vore galo🙏🌹

  • @probalbhattacharyya2
    @probalbhattacharyya2 5 หลายเดือนก่อน +1

    অসাধারণ লাগলো, এক কোথায় মন ভরে গেলো। খুব গর্ব হচ্ছে একজন বাঙালী হিসেবে। স্বর্ণযুগের শিল্পীদের প্রণাম,বিনম্র শ্রদ্ধা। এ এক বিরাট প্রাপ্তি।

  • @supriyobatabyal6652
    @supriyobatabyal6652 5 หลายเดือนก่อน +3

    অভিভুত, ভাষায় বর্ণনা করতে পারছিনা, আবেগ সংবরণ কড়া শক্ত হয়ে যাচ্ছে। সুপর্ণ দা কে জানাই অন্তরের শ্রদ্ধা ও প্রনাম।

  • @DwijenMondal-ll5yz
    @DwijenMondal-ll5yz 6 หลายเดือนก่อน +12

    খুব ভালো লাগলো ।আমরা হারিয়ে যেতে বসেছি ।এনাদের জন্য আমরা
    এখনো হারিয়ে যাইনি ।

  • @subhabratasamanta3848
    @subhabratasamanta3848 2 หลายเดือนก่อน +1

    যদি সম্ভব হয় বাংলা ব্যান্ডের গানগুলোর ইতিহাস ও বের করা যায় এমন প্লাটফর্মগুলোর মাধ্যমে, তবু তারা বেঁচে থাকবে।

  • @wrikbasu538
    @wrikbasu538 6 หลายเดือนก่อน +6

    অসাধারণ,,,শেষ না হলে ভালো হতো,,কখন যে সময় পেরিয়ে গেলো বুঝতে পারলাম না,,দুজনকেই অনেক শুভেচ্ছা

  • @baruaswikriti
    @baruaswikriti 6 หลายเดือนก่อน +2

    কত বছর ধরে একটি গান প্রজন্মের পর প্রজন্ম শুনছে, ভালো লাগছে, আবার শুনছে, আড্ডায় শুনছে, স্মৃতিরোমন্থনে শুনছে, স্মৃতিচারণে শুনছে, কফিহাউজের সেই আড্ডাটা আজ আর নেই। কি অসাধারণ স্মৃতিজাগানিয় গান। এই গানের সুরকার, সুরস্রষ্টা সুপর্ণকান্তি ঘোষ। কি অসাধারণ মায়া মাখিয়ে কথা বলেন। কি অসাধারণ বিশ্লেষণ। কি অদ্ভূত স্মৃতিচারণ। গানযাপন, গানশিল্প নিয়ে। এক কথায় স্মৃতির তাজমহল হয়ে রইল এই অমূল্য সাক্ষাৎকারটি। গানের পেছনের মানুষ, গানের সৃষ্টির মানুষগুলোকে নিয়ে এই আয়োজন আরো হোক, আরও শুনতে চাই। এই জন্য বাহ বাংলা চ্যানেলকে ধন্যবাদ। ধন্যবাদ শর্মিষ্ঠা আপনাকে। সবার জন্য শুভকামনা।

    • @ChandanaChakrabortyPoddar
      @ChandanaChakrabortyPoddar 5 หลายเดือนก่อน

      Suparna da ke amar pronam janai .Ami Manna Dey ke bolechilam 2000 sale Apni onek din bachun.....Aber bolchi Suparna da apnio onek bachar bachun tahole sangheet premium manushere Manna Dey er onek ajana kahini janta parbe......

  • @ninasaha9589
    @ninasaha9589 6 หลายเดือนก่อน +4

    শর্মিষ্ঠার পক্ষেই সম্ভব এত সুন্দর একটি আলাপচারিতা উপহার দেওয়া।কারন যে বিষয় নিয়ে শর্মিষ্ঠা কথা বলে সেই বিষয়ে সম্পূর্ণ অবগত হয়েই কথা বলে।আর বংলা এবং হিন্দী গানের বিষয়ে ওর প্রকৃত জ্ঞান আমাকে সবসময়ই একজন সঞ্চালিকা হিসেবে মুগ্ধ করেছে।

  • @urmighosh6363
    @urmighosh6363 5 หลายเดือนก่อน +1

    হারানো দিনের সব মনি মানিক্যের কথা শুনলে মন উদাস হয়ে যায় - ওঁরা কেমন মানুষ ছিলেন - সরল জীবন , উদার মন , পারস্পরিক শ্রদ্ধা , রুচিশীল , আত্মমর্যাদা বোধ সম্পন্ন , গুণী শিল্পী। কি অবক্ষয় এখন !!!!!!!

  • @SaibalBasu-l5u
    @SaibalBasu-l5u 6 หลายเดือนก่อน +4

    অসাধারণ সুন্দর উপস্থাপনা আপনারা দুজনেই করলেন।

  • @soumyarajpatra7860
    @soumyarajpatra7860 6 หลายเดือนก่อน +3

    এই রকম অনুষ্ঠান মনকে শুদ্ধ করে। আসল ও নকল বাছাই করতে 1:23:58 সুবিধা হয়। শ্রদ্ধা ভক্তি বিকাশ ঘটে। আর মনে হয় বাঙালি হয়ে ধন্য হয়েছি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।

  • @HabibalhasanSiddikuee
    @HabibalhasanSiddikuee 5 หลายเดือนก่อน +1

    ভালবাসা আপনার জন্য।

  • @mrittunjoydatta750
    @mrittunjoydatta750 4 หลายเดือนก่อน +1

    A beautiful interview

  • @alap_bd
    @alap_bd 6 หลายเดือนก่อน +1

    অসম্ভব সুন্দর একটা আলোচনা অনুষ্ঠান। বাংলা গানের কালজয়ী গানগুলির স্রষ্টার মুখ থেকে তার সৃষ্টির কথাগুলো শুনতে খুবই ভালো লাগছিল। সেই সাথে অত্যন্ত প্রানবন্ত উপস্থাপনা।

  • @mizanulislam5968
    @mizanulislam5968 6 หลายเดือนก่อน +6

    দুইটা কথা আমার কাছে ভীষণ ভালো লাগছে। সুরকার এবং গীতিকার এর মিলনে একটা ভালো গান হয়। আর সুরকারের রাগ কমে গেলে ভালো গান হয় না। কথা দুটো ভীষণ ভালো লেগেছে। আপনার সুদীর্ঘ সুন্দর জীবন কামনা করছি। শেষে যে কথাটা বলবো কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। সুরকার গীতিকার এর মিলন টাও আজ আর নেই।

  • @sanjaythakur4479
    @sanjaythakur4479 5 หลายเดือนก่อน +1

    Suparno Dada ke janai anek anek antorik valobasa ar sradhyajonito pronam,asadharon sakhyatkar.

  • @debashishchakraborty8770
    @debashishchakraborty8770 3 หลายเดือนก่อน +1

    এই রকম আরো অনুষ্ঠান শুনতে চাই

  • @ranjitmukhopadhyay5058
    @ranjitmukhopadhyay5058 6 หลายเดือนก่อน +4

    আপনারা আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। এই আবেগ,এই দর্শন না হলে কোন ভাল সৃষ্টি হয়না। এই রকম অনুষ্ঠান অনেক অনেক হওয়ার প্রয়োজন আছে বলে মনে করি।

  • @badhankumarroy1642
    @badhankumarroy1642 6 หลายเดือนก่อน +2

    সঙ্গীত জগতের সোনালী দিন শুধু কথার কথা নয়! ♥️
    এমন সাক্ষাৎকার স্মরণীয় হয়ে থাকবে।
    আলাপচারিতায় অত্যন্ত সমৃদ্ধ হলাম।

  • @amitkarmakar5668
    @amitkarmakar5668 6 หลายเดือนก่อน +5

    যা জানতাম না আজ জানলাম, গান ভালো লাগে যদিও আমি এ প্রজন্মের তবুও সে যুগের গান গুলো যে কানের সঙ্গে অন্তর আত্মা ভীষণ ভাবে মন দিয়ে শুনে।❤❤❤

    • @fuadzilani
      @fuadzilani 6 หลายเดือนก่อน

  • @sunita-suvasree
    @sunita-suvasree 6 หลายเดือนก่อน +3

    আহা কী যে সমৃদ্ধ হলাম আপনাদের কথোপকথনে.....
    আরও আরও অনেক কথা শুনতে চাই,জানতে চাই। আশা করি নিরাশ হব না।প্রতীক্ষা রইল 🙏🏻🙏🏻

  • @subhashmondal2303
    @subhashmondal2303 4 หลายเดือนก่อน +1

    অসাধারণ । সমৃদ্ধ হলাম।

  • @tirthachakravarty5354
    @tirthachakravarty5354 6 หลายเดือนก่อน

    দারুণ একটা প্রতিবেদন ।
    স্বর্ণযুগের অনেক অজানা কথা জানা গেল । বর্তমানে গান তৈরি হচ্ছে ঠিকই দারুণ বহিরাঙ্গ ,কানও অনেক সময় জুড়ায় কিন্তু প্রাণ---- !!!!

  • @polityBuzz460
    @polityBuzz460 5 หลายเดือนก่อน

    অসাধারণ অনুভূতি, যা বলে বোঝনো যাবে না। অশেষ ধন্যবাদ ও প্রণাম এমন মানুষদের সাক্ষাতকারের জন্যে। আগামীর জন্যে অশেষ শুভকামনা জানাই।

  • @swarajnath1129
    @swarajnath1129 6 หลายเดือนก่อน +1

    My heartfelt thanks to Bah Bangla for presenting such a beautiful podcast of great Shri Suparna Ghosh. He spoke from his heart. Thanks to Sharmishtha for her role as an interviewer. Totally mesmerized. I learnt a lot at the age of 75 + years. My Salute to both of them.

  • @NKB3077
    @NKB3077 6 หลายเดือนก่อน +2

    শর্মিষ্ঠাদির উপস্থাপনা অসাধারণ। মনে পড়ে যার তরুণ অরিজিত সিংহের সঙ্গে বাংলা অনুষ্ঠানের কথা।

  • @somasengupta8851
    @somasengupta8851 6 หลายเดือนก่อน +3

    অসাধারণ সুন্দর লাগলো..... চোখে জল এসে গেল

  • @rhuga
    @rhuga 6 หลายเดือนก่อน +2

    Suparna Kanti Ghosh..u are great..Bangla likte porte paarina...kintu apnar creation amake fan baniye diyeche

  • @biswajitmallik639
    @biswajitmallik639 5 หลายเดือนก่อน +1

    নচিকেতা ঘোষ এর অসংখ্য গান বাংলা গানের সম্পদ হয়ে আছে এবং যতদিন বাংলা গান থাকবে ততদিন থাকবে। কিন্তু আমি কফি হাউসের দীর্ঘদিন আড্ডা দেওয়া একজন মানুষ হিসেবে একথা বলতে বাধ্য, গানটা যে কফি হাউসে আড্ডা না মারা কেউ তৈরি করেছেন,এটা বোঝা যায়। তবে গানটি যে সবচেয়ে জনপ্রিয় বাংলা গানের মধ্যে অন্যতম,একথা অনস্বীকার্য।

  • @mrinmayeebhattacharya6708
    @mrinmayeebhattacharya6708 6 หลายเดือนก่อน +3

    মন ভরে গেলো এই সাক্ষাৎকার শুনে। ঋদ্ধ হলাম । ❤🎉

  • @pradyotkd
    @pradyotkd 6 หลายเดือนก่อน +1

    অসাধারণ একটি সাক্ষাৎকার... সকলের প্রতি শ্রদ্ধা-ভক্তি-ভালবাসায় আমার মাথা নত হয়ে গেল 🙏💐❤️

  • @sutapakarmakarroy9988
    @sutapakarmakarroy9988 6 หลายเดือนก่อน +4

    Nice interview. (সম্প্রতি আর এক জন সিনিয়র মহিলা সাংবাদিকের এই রকম একটি ব্লগ দেখছিলাম, এত বিরক্ত লাগছিল যে কি বলব । না আছে তার প্রশ্ন করার ভঙ্গী, না আছে তার ভাল প্রশ্ন সাজানো )। আপনার এই interview এত সুন্দর, খুব উপভোগ করলাম।

  • @TapankumarBose-o4s
    @TapankumarBose-o4s 3 หลายเดือนก่อน +1

    এটা আমি আগেই জানতাম। এর সুরকার সুপর্ণকান্তি ঘোষ। নচিকেতা ঘোষের পুত্র। শ্রদ্ধেয় মান্না দে কোনও দিন কফি হাউসে যান নি। উনি যখন বেঙ্গালুরুতে চলে যান তখন কফিহাউস কর্তৃপক্ষ মান্না দেকে কফি হাউসে নিয়ে যায়। ওনার আরেকটা গান 'ও আমার ছোট বোন' এই সুপর্ণকান্তি ঘোষের সুর। এই দুটো গানের সুর দিয়ে উনি অমর হয়ে আছেন। আমি ইতিহাস পড়েছি। ওনাকে প্রথম কেউ এই দুটো গানের সুর দিতে দ্বিধা করছিলেন স্বয়ং মান্না দে! তারপরের ইতিহাস সবার জানা। যারা এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করে। যেমন শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দোপাধ্যায় কোনোদিন আফ্রিকার জাম্বেসি নদীর ওপর পৃথিবীর সবচেয়ে প্রশস্ত জলপ্রপাত ভিক্টরিয়া জলপ্রপাত দেখেন নি! কিন্তু উন 'চাঁদের পাহাড়' গল্প লিখেছিলেন! সেটা দিয়ে বাংলা মুভি হয়েছিল। দেব নায়ক ছিল। এইসব আলাদা নমস্ব প্রতিভা।!!🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pradipsarkar4613
    @pradipsarkar4613 6 หลายเดือนก่อน +1

    এই সব কাল জয়ি আলোচনা শুনে মন ভরে যায় । সেই সব পুরোনো দিনের গান চোখের সামনে ভেসে উঠল ।

  • @alam2001
    @alam2001 6 หลายเดือนก่อน +2

    Listening from Mymensingh, Bangladesh. He is a true legend. Heads off to you Sir.

  • @soumyachatterjee6767
    @soumyachatterjee6767 6 หลายเดือนก่อน +16

    চোখে জল এসে যাওয়া একটি সাক্ষাৎকার। চাহিদা আরও বেড়ে গেল।

  • @sharmilabanerjee3929
    @sharmilabanerjee3929 6 หลายเดือนก่อน +2

    Anabadya ,asadharan alochana .. anek anek shubhechha apnader ❤

  • @arupbhattacharya4497
    @arupbhattacharya4497 6 หลายเดือนก่อน +2

    আহা!!! অসাধারণ......মন প্রাণ পূর্ণ হলো।

  • @kausikpats3629
    @kausikpats3629 6 หลายเดือนก่อน +1

    আহা কি পাইলাম, জন্ম জন্মাতরেও ভুলিবার নয়! অনেক অনেক সমৃদ্ধ হলাম!! অপেক্ষায় থাকলাম সামনের বছরের

  • @ndy6
    @ndy6 6 หลายเดือนก่อน +2

    সোনালী দিনগুলো র গল্প ফিরে আসছে। বাংলার রুচি সংস্কৃতির সঙ্গে তাল রেখে উঠে ভালো ভালো অনুষ্ঠান।

  • @MrinalkantiBiswas-dl2uz
    @MrinalkantiBiswas-dl2uz 5 หลายเดือนก่อน

    অজানাকে জানাইলেন আপনারা দুই জনে , আপনাদের অশেষ আন্তরিকতা ,শ্রদ্ধা জানাই ।

  • @bidisharay6694
    @bidisharay6694 6 หลายเดือนก่อน +4

    অপূর্ব ! কত না জানা কথা জানতে পারলাম মনিমাণিক্যদের।

  • @bangla70adar54
    @bangla70adar54 6 หลายเดือนก่อน

    আজ সারাক্ষণ শুধু উনাকেই শুনলাম, অসাধারণ সব মধুর স্মৃতি কথন।
    শুভকামনা নিরন্তর....

  • @tanmaybasu10
    @tanmaybasu10 6 หลายเดือนก่อน +2

    What an interview. Quality questions and great conversations.

  • @ekramhussainmir3903
    @ekramhussainmir3903 6 หลายเดือนก่อน +1

    They enriched arts to its highest peak , there for Bengal hs a special place in all over Indian arts n culture

  • @debprasad1254
    @debprasad1254 6 หลายเดือนก่อน +2

    Khub sundor ekta interview......khub bhalo laaglo

  • @bhaskarray2717
    @bhaskarray2717 6 หลายเดือนก่อน +2

    প্রখ্যাত সুরকার নচিকেতা ঘোষ এর মৃত্যুর পর সেই দিনই আকাশবাণী কলকাতায় নিজ গলায় গান গেয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেরেছিলেন আর এক দিকপাল সুরকার সুধীন দাশগুপ্ত মহাশয়। সুরটাও তিনিই দিয়েছিলেন। সুধীন দাশগুপ্তর গলায় গান সেদিনই প্রথম শুনেছিলাম।

  • @risavchakravorti6669
    @risavchakravorti6669 6 หลายเดือนก่อน

    Khb bhalo laglo...Purest Gentleman SUPARNAKANTI GHOSH.

  • @kalyanidebchowdhury7042
    @kalyanidebchowdhury7042 6 หลายเดือนก่อน

    আমার বিনম্র শ্রদ্ধা জানাই সুবর্ণ দাদাভাই কে।আজ সত্যিই একজন উচ্চ অনন্য মহান মানুষ কে পেলাম। স্বর্ণ যুগের এই মানুষ গুলো কে আমাদের অন্তর আত্না সবসময় খুঁজে ফেরে।

  • @ashishchakravarti2094
    @ashishchakravarti2094 6 หลายเดือนก่อน +3

    It's True Mr Ghosh You Are Absolutely Correct. I'm A Grandson Of Mr.Anil Bagchi.

  • @abdulmatin3946
    @abdulmatin3946 6 หลายเดือนก่อน +2

    Unparalel informative interview ever i heard.Expect further of golden time events n small stories.

  • @GourisankarPatra-ol8gg
    @GourisankarPatra-ol8gg 5 หลายเดือนก่อน +1

    একদম ঠিক কথা বলেছেন সুপর্ণ বাবু।সত্যি ওই স্বর্ণ যুগ আসবে না। সেই সোনালী চির জয়ী কথা সুর ও গায়কী পাচ্ছি না।একথা ঠিক বর্তমানের শ্রোতাও বদলে গেছে।টাকা ছাড়া বর্তমান দিনে সব বেকার।

  • @kunalchakraborty1350
    @kunalchakraborty1350 6 หลายเดือนก่อน +7

    আপনারাই সর্ণ যুগের নিখাদ সর্ণ, শত শত কোটি প্রণাম ।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amalenduhaldar2207
    @amalenduhaldar2207 6 หลายเดือนก่อน +5

    সুপর্ণ বাবুকে প্রণাম, বিনম্র৷ শ্রদ্ধা, এখনকার গানে প্রাণ পাইনা,কান ভরে মন ভরে না।

  • @mishra8980
    @mishra8980 5 หลายเดือนก่อน

    One of the the best interview..... An asset for future. . বহুবার কাঁদালেন... অসামান্য l

  • @pinaki351
    @pinaki351 6 หลายเดือนก่อน +2

    অসাধারন সাসাক্ষাৎকার শর্মিষ্ঠা ।

  • @prasantalalmukherjee8094
    @prasantalalmukherjee8094 6 หลายเดือนก่อน

    এই সব অজানা তথ্য পেয়ে অবাক হয়ে গেলাম। গুণী শিল্পীদের কথা শুনতে শুনতে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। দুজনের জন্যেই রইলো আমার শশ্রদ্ধ প্রণাম। আমিও সেই যুগের মানুষ আর গান শুনতে ও গাইতে ভালোবাসি তাই মন ভরে গেলো এই অজানা সোনার খনির সন্ধান পেয়ে 🙏🙏🙏

  • @ibusinessoutlook
    @ibusinessoutlook 5 หลายเดือนก่อน

    খুবই ভাল লাগছে যে মুম্বই তে বসে এই অনুষ্ঠানটি দেখছি, এবং সৌভাগ্য ক্রমে ঔ সত্তরের দশক যখন এই স্বর্ণ যুগে গান সৃষ্ট হয়েছিল আমি থাকতাম কোলকাতায়।

  • @suklamaitra7571
    @suklamaitra7571 6 หลายเดือนก่อน

    অপূর্ব একটি সাক্ষাৎকার শুনলাম এবং সমৃদ্ধ হলাম ।

  • @Friendcreation555
    @Friendcreation555 5 หลายเดือนก่อน +1

    Koti koti Pronam

  • @joydebsasmal3314
    @joydebsasmal3314 6 หลายเดือนก่อน

    চমৎকার ইন্টারভিউ। অনেক কিছু জানলাম। Suparna babu o Sharmistha madam দু জনকেই অসংখ্য ধন্যবাদ।

  • @ujjwaltarafder8268
    @ujjwaltarafder8268 6 หลายเดือนก่อน +1

    সুপর্ণবাবু আজও আপনার ওপর আমরা অনেক আশা নিয়ে বসে আছি, আপনিই বোধহয় শেষ আশা।আর একবার উঠে পড়ে লাগুন না,জয় হবেই।সত্য সর্বদাই সত্য।

  • @nupurchakraborty4205
    @nupurchakraborty4205 6 หลายเดือนก่อน +1

    Asadharon ...sir apni abar sei sab surer gaan teiri karun.amra adhir ahggro e bose achi .. anek anek pranam...tatotai sundar Madam er anchoring....

  • @quamrulhassan0064
    @quamrulhassan0064 6 หลายเดือนก่อน

    খুবই চমতকার একটি অনুসঠান দেখলাম।ধন্যবাদ।

  • @uditendubiswas6238
    @uditendubiswas6238 6 หลายเดือนก่อน +5

    Salute to our Alumni.. i know him when I was in 2nd grade 1972

  • @jyotirjyotir5414
    @jyotirjyotir5414 6 หลายเดือนก่อน

    It's a wonderful video.l liked it and I enjoyed it. Many unknowns are known to me. Many thanks to Mr Suparna Kanti Ghosh to recapitulate the past.

  • @Soma-o7j
    @Soma-o7j 10 วันที่ผ่านมา

    Ooooo....Sharmisthadi.... Onek din pore dekhlam... Khub miss kori Good Morning Aakash ke... Onar anchoring dyakha chai e chai chhilo...

  • @ahmedsu-r6k
    @ahmedsu-r6k 6 หลายเดือนก่อน

    An impressive interview! Very lively insightful illustration! Entertaining too!

  • @SanketBankerOfficial
    @SanketBankerOfficial 6 หลายเดือนก่อน +1

    Ki osadharon 🙏

  • @ajaychatterjee3524
    @ajaychatterjee3524 6 หลายเดือนก่อน +1

    Asadharon, anobaddyo bolleo khub e kam Bala hoy. Be God with you forever

  • @surajitmazumder4837
    @surajitmazumder4837 6 หลายเดือนก่อน

    Eisob purono diner katha sunle mon bhore jae. Sei sab sonar dingulo aar hoyto konodin phire asbe na kintu sei sakal srodhyeo manushder katha madhur smriti hoye theke jabe. Suparno Kanti Babu ke ami anek subecchha janai. Bhalo thakben ❤❤

  • @rimrosegood-me8un
    @rimrosegood-me8un 6 หลายเดือนก่อน

    খুব ভালো একটা ভিডিও পেলাম। এইসব ইতিহাস জানলে নিজেদের বোধ ও সততা ও বিচক্ষণতা এগিয়ে যেতে থাকে। এই রকম অনেক কাজ চাই দিদি।

  • @abhascreation3013
    @abhascreation3013 6 หลายเดือนก่อน +1

    অসাধারণ একটি সাক্ষাৎকার - খুব ভালো লাগলো।

  • @sanjoydeybhowmick4691
    @sanjoydeybhowmick4691 6 หลายเดือนก่อน

    কি ভালো যে একটা সাক্ষাৎকার দেখলাম ! মনটা ভরে গেল।

  • @buddhadevadhikari3193
    @buddhadevadhikari3193 6 หลายเดือนก่อน

    এই সব মানুষ আজ নেই বলেই বাংলা ইন্ডাস্ট্রির এই অবস্থা। মন টা একই ভালো আর উদাসীন হয়ে যাচ্ছে.....❤❤❤😊🎉

  • @chandrimaganguly1538
    @chandrimaganguly1538 6 หลายเดือนก่อน +2

    Beautiful episode osadaron laglo

  • @ashisbiswas6508
    @ashisbiswas6508 6 หลายเดือนก่อน +1

    Very nice. A request pls share some untold story of great Kishore Kumar. I will be highly obliged. Thanks.

  • @swapnadas1660
    @swapnadas1660 6 หลายเดือนก่อน

    অনেক অজানা তথ্যে সমৃদ্ধ হলাম। বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই🙏🙏

  • @soumenb22
    @soumenb22 6 หลายเดือนก่อน

    Excellent discussion, we will never find such a personality who is a part of golden years and to discuss face to face.

  • @shilpisengupta9695
    @shilpisengupta9695 6 หลายเดือนก่อน

    Opurbo laglo ei sundor alapcharita...koto kichhu janlam 🙏💝

  • @Kumarkamal-r7e
    @Kumarkamal-r7e 6 หลายเดือนก่อน

    🙏অনেক কিছু জানা না জানার কথা এই ইনটারভিউ থেকে জানলাম চোখে জল এসে গেল😭 🙏Thanks Madam🙏

  • @jayantamallik8164
    @jayantamallik8164 6 หลายเดือนก่อน +1

    একরাশ মুগ্ধতা...... 💖💖💖💖💖

  • @samarsingharoy6785
    @samarsingharoy6785 5 หลายเดือนก่อน

    পুরনো স্মৃতি শুনে চোখে জল এসে গেল ।

  • @gautambhattacharjee566
    @gautambhattacharjee566 6 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগলো এই Inverview.