বরফে ঢাকা কাশ্মীর | winter kashmir | Kashmir In January | Kashmir in February | Kashmir in December

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • বরফে ঢাকা কাশ্মীর | winter kashmir | Kashmir In January | Kashmir in February | Kashmir in December
    ভূ-স্বর্গ নামে পরিচিত কাশ্মীর। এর রূপে এমনই মুগ্ধ হয়েছিলেন মোঘল বাদশাহ জাহাঙ্গীরযে কাশ্মীরকে স্বর্গের সাথে তুলনা করেছেন। কাশ্মীরের রূপের কথা নতুন করে বলার কিছু নাই। ঘুরে বেড়াতে পছন্দ করে এমন সবারই মনে সুপ্ত বাসনা থাকে জীবনে একবার হলেও কাশ্মীর ঘুরে আসার। প্রতি বছরই দেশের অনেক ভ্রমণ পিপাসুরা এই স্বর্গরাজ্য কাশ্মীরে ছুটে যায় এর অপার সৌন্দর্যে মুগ্ধ হতে।
    কাশ্মীরের দর্শনীয় স্থান
    কাশ্মীরের পুরো শহরটাই যেন স্বর্গ রাজ্য, দিগন্ত জোড়া উঁচু উঁচু পাহাড়ের মাঝে দেখা মিলে সাদা বরফের খেলা।রাজ্যের ভিতরে রয়েছে দেখার মতো নানা জায়গা। আর শহরের একটু বাইরে অপেক্ষা করছে আরেক সৌন্দর্য। তারপরও পর্যটকদের সুবিধার জন্য কিছু উল্লেখযোগ্য স্থানের নাম নিচে দেওয়া হলঃ
    শ্রীনগর : শ্রীনগরে প্রথমেই চোখে পড়বে পাহাড়ের চূড়ায় বরফের মতো সাদা তুষার কনা। এখানে আছে মোঘল গার্ডেন, টিউলিপ গার্ডেন, হযরত বাল মসজিদ, ডাল লেক ও নীগিন লেক। গাড়ি ভাড়া করে সারাদিনের জন্য শ্রীনগর শহর টা দেখলে ভালো লাগবে।
    গুলমার্গ : শ্রীনগর থেকে মাত্র ৫২ কিলো দূরে সবুজ ঘাসে বিস্তৃত গুলমার্গ, যা সারা বছরই বরফে ঢাকা থাকে। এখানে দেখতে পারবেন গন্ডোলা, গলফ কোর্স, বাবা ঋষির মাজার, আফারওয়াত পিক, ক্যাবল কার ছাড়াও প্যারাগ্লাইডিং এর মজা পাবেন গুলমার্গে।
    পেহেলগাম : শ্রীনগর থেকে ৯৭ কিলো দূরে ট্যাক্সি করে যেতে পারবেন পেহেলগামে। জুলাই থেকে অক্টোবরের মাঝে গেলে এখানে দেখা মিলবে রাস্তার দুধারের আপেল বাগান। আছে দেখার মতো অনেক কিছু। একটু সময় নিয়ে ঘুরলে ভালো ভাবে দেখতে পারবেন সবকিছু, যেমনঃ লিদার নদী, বেতাব ভ্যালি, চান্দেরওয়ারি, আরু ভ্যালি, ধাবিয়ান, কাশ্মীর ভ্যালী পয়েন্ট, কানিমার্গ। ঘোড়ায় বসে ঘুরে বেড়াবার মজা পাবেন পেগেলহাম ভিউ পয়েন্টে। এখানের মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত বাইসারানে যেতে ভুলবেন না।
    সোনামার্গ : শ্রীনগর থেকে ৪২ কিলো দূরে সুন্দর উপত্যকা ও ঝর্ণার দেখা মিলবে সোনামার্গে। এখানে আছে থাজিয়ান হিমবাহ। এছাড়াও দেখা মিলবে সিন্ধু নদীর। আছে স্লেজিং, স্নো বাইক ও ঘোড়ায় চড়ার সুযোগ।
    দুধপতরি : দুধপাতরি খুবই সুন্দর একটি জায়গা, দুধপাতরির সৌন্দর্য নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে দেখে নিতে পারেন।
    Kashmir is known as Bhu-Swarga. Mughal emperor Jahangir was so impressed by its appearance that he compared Kashmir to heaven. There is nothing new to say about the form of Kashmir. Everyone who likes to travel has a latent desire to visit Kashmir at least once in their life. Every year many travelers of the country rush to this heavenly state of Kashmir to be mesmerized by its immense beauty.
    Sightseeing places in Kashmir
    The entire city of Kashmir is like a paradise state, the horizon is a play of white snow between pairs of high mountains. There are many places to see inside the state. And another beauty is waiting a little outside the city. Still some notable places are mentioned below for the convenience of tourists:
    Srinagar: In Srinagar, the first thing you will see is the snow-white snowflakes on the top of the hill. There are Mughal Gardens, Tulip Gardens, Hazrat Bal Mosque, Dal Lake and Nigin Lake. It would be nice to see the city of Srinagar for the whole day by renting a car.
    Gulmarg: Just 52 km from Srinagar, Gulmarg is a sprawling green grass that is covered with snow throughout the year. Here you can see Gondola, Golf Course, Baba Rishi Shrine, Afarwat Peak, Cable Car and Paragliding in Gulmarg.
    Pehelgam: 97 km from Srinagar, you can go to Pehelgam by taxi. If you go between July and October, you will see the apple orchard on the other side of the road. There is so much to see. If you take some time to travel around you can see everything like Lidar River, Betab Valley, Chanderwari, Aru Valley, Dhabian, Kashmir Valley Point, Kanimarg. Enjoy a horse ride to Pegelham View Point. Don't forget to visit Baisaran, known as the mini Switzerland here.
    Sonamarg: 42 km away from Srinagar, beautiful valleys and springs can be seen in Sonamarg. Here is the Tajian Glacier. Indus river will also be seen. There are opportunities for sledding, snow biking and horseback riding.
    Dudhpatiri : Dudhpatiri is a very beautiful place, you can watch the video on my channel about the beauty of Dudhpatiri.

ความคิดเห็น • 2