হুজুর আমিতো রোজ ফজরের নামাজ পড়ে ইউটিউবে পবিত্র কোরআনের যেকোনো সূরা ছেড়ে চোখ বন্ধ করে বসে থাকি।গভীর ভাবে প্রতিটা আয়াতকে উপলব্ধি করি আল্লাহর সৃষ্টিকে স্মরণ করি।নিজের রাগ হিংসা লোভকে সংযত করার চেষ্টা করি।আমি যদি কোরআন তেলাওয়াত শুনে এভাবে ধ্যানমগ্ন থাকি তাহলে সেটাও কি ভুল হবে জানাবেন দয়া করে।কারণ আমি এভাবে একমনে কোরআন তেলাওয়াত শুনে অনেক রিলাক্স হই আর আনার সারাদিন আলহামদুলিল্লাহ ভালো কাটে।
ভাই আপনি যতই ঠিক ঠাক করেন না কেন আপনারে মেডিটেশনের বাইরে রাখতে চাইবে।ভাল মন্দ নিজে বুঝে চলুন পরামর্শ ১৬ আনা আপনী পাবেন না। আরেকটি কথা হযরত আলী বলেছেন যে এমন একটি যামানা আসবে ফেৎনার যুগ যে যামানায় তুমি গাছের নিচে বসে ধ্যান করো এরকম একটা রেওয়াত আছে। গাছের নিচে অর্থ হলো নিজে নিজে জ্ঞানার্জন করে নিজে নিজে ঝামেলা মুক্ত থেকে নিজে নিজে ইবাদত বন্দেগী কারা। আপনি বলুন আলী যে যামানার কথা বলেছেন সে যামানায় কি কোনো আলেম নাই? অবশ্যই আছে, তাহলে একলা কেন বললেন ..... কারণ আমরা ভালো কিছুই পারবোনা .. সবাই সবার পান্ডিত্য যাহিরে মত্ব থাকবে ইত্যাদি ..........
@@ganeshbanerjee9841 ETA Tomar kaj hishebe shasti ar Allah er ichaa hishebe Allah Jodi chan tomake duniate shasti diye Porokaler Shasti thekhe bachai diben Ar Jodi chan tomake Porokale shasti diben Ar Jodi chan Tomar shasti maaf kore diben Tumi Jodi emon kaj koro ja khomar joggo na tahole tumi duniate+Porokale shasti bhog korba ar emon kaj jegula khomar joggo shegular jonno maaf cheyenile Allah maaf kore den
জ্বি জায়েজ আছে কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন । তবে শায়েখ যেটা বলেছেন তা সম্পূর্ণ সঠিক, বর্তমান যে মেডিটেশন পদ্ধতি যোগ-ব্যায়াম তার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। আপনি গবেষণার করার জন্য মেডিটেশন করতে পারেন, কোনো সমস্যা থেকে উত্তরণের জন্য, মেজাজ ঠান্ডা করার জন্য মেডিটেশন করতে পারেন। আপনি মেডিটেশন করেন কোনো সমস্যা নেই, তবে নামায রোজা বাদ দিয়ে ফরজ ইবাদত বাদ দিয়ে , নিত্য প্রয়োজনীয় কর্ম বাদ দিয়ে, পিতা-মাতার সেবা বাদ দিয়ে, যদি আপনি আল্লাহর ধ্যানেও মগ্ন হন তাও জায়েজ হবে না ।
@@jahiremon "মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন " এইটা বাংলাদেশে প্রচলিত মিথ্যা কথা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভয়াবহ মিথ্যাচার।
প্রথমে বলে রাখি, মানবরচিত প্রত্যেক ধর্মেই স্ব স্ব নিয়মে ধ্যান পদ্ধতি আছে। হিন্দু-বৌদ্ধ যোগী-সন্ন্যাসীদের সাধন-ভজন সম্বন্ধে আমরা কিছুটা জানি। আল্লাহ প্রেরিত ঈসায়ী ধর্মে সর্বপ্রথম সন্ন্যাসবাদের উদ্ভব হয়। যে বিষয়ে আল্লাহ বলেন, ‘আর সন্ন্যাসবাদ, সেটাতো তারা নিজেরাই প্রবর্তন করেছিল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আমরা তাদেরকে এ বিধান দেই নি। অথচ এটাও তারা যথাযথভাবে পালন করে নি। তাদের মধ্যে যারা ঈমান এনেছিল, তাদেরকে আমরা পুরস্কার দিয়েছিলাম। আর তাদের অধিকাংশ ছিল পাপাচারী’ (হাদীদ ৫৭/২৭)। এখানে আল্লাহ তাদেরকে দুইভাবে নিন্দা করেছেন। ১. তারা আল্লাহর দ্বীনের মধ্যে বিদ‘আত অর্থাৎ নতুন রীতির উদ্ভাবন করেছিল। ২. তারা নিজেরা যেটাকে আল্লাহর নৈকট্য মনে করে আবিষ্কার করেছিল, সেটার উপরেও তারা টিকে থাকতে পারেনি। ইসলামের স্বর্ণযুগের পরে ভ্রষ্টতার যুগে মা‘রেফতের নামে বিদ‘আতী পীর-ফকীররা নানাবিধ ধ্যান পদ্ধতি আবিষ্কার করে। অতঃপর কথিত ইশক্বের উচ্চ মার্গে পৌঁছে হুয়া হু করতে করতে যখন চক্ষু ছানাবড়া হয়ে ‘কাশফ’ বা ‘হাল’ হয়, তখন নাকি তাদের আত্মা পরমাত্মার মধ্যে লীন হয়ে যায়। একে তাদের পরিভাষায় ফানা ফিল্লাহ বা বাক্বা বিল্লাহ বলে। এরাই ছূফী ও পীর-মাশায়েখ নামে এদেশে পরিচিত। অথচ এইসব মা‘রেফতী তরীকার কোন অনুমোদন ইসলামে নেই। ধ্যানকে কোয়ান্টামের পরিভাষায় বলা হয় ‘মেডিটেশন’ (Medetation)। যার প্রথম ধাপ হ’ল ‘শিথিলায়ন’ যা মনের মধ্যে ধ্যানাবস্থা সৃষ্টি করে। আর শেষ ধাপ হ’ল মহা চৈতন্য (Super Consciousness)। যখন তারা বস্ত্তগত সীমা অতিক্রম করে মহা প্রশান্তির মধ্যে লীন হয়ে যায়। যদিও এর কোন সংজ্ঞা তাদের বইতে সুস্পষ্টভাবে নেই। এক্ষণে কোয়ান্টামের সাথে অন্যদের পার্থক্য এই যে, অন্যেরা স্ব স্ব ধর্মের মধ্যে বিদ‘আত সৃষ্টি করেছে ও স্ব স্ব ধর্মের নামেই পরিচিতি পেয়েছে। পক্ষান্তরে কোয়ান্টাম মেথড সকল ধর্ম ও বর্ণের লোকদের নতুন ধ্যানরীতিতে জমা করেছে। খানিকটা সম্রাট আকবরের দ্বীনে এলাহীর মত। তখন আবুল ফযল ও ফৈযীর মত সেকালের সেরা পণ্ডিতবর্গের মাধ্যমে সেটা চালু হয়েছিল মূলতঃ রাজনৈতিক কারণে। আর এ যুগে কিছু উচ্চ শিক্ষিত সুচতুর লোকদের মাধ্যমে এটা চালু হয়েছে ইসলাম থেকে মানুষকে সরিয়ে নেবার জন্যে এবং শিক্ষিত শ্রেণীকে বিশ্বাসে ও কর্মে পুরোপুরি ধর্মনিরপেক্ষ বানাবার জন্যে। যাতে ভবিষ্যতে এদেশ তার ইসলামী পরিচিতি হারিয়ে সেক্যুলার দেশে পরিণত হয়।
hujur prothomei bolechen je ajkal jei meditation kora hoy shetar shathe rasul er kora dhan er parthokko ache. ajkal er meditaion e ak kothay bhejal ache
মেডিটেশন বা ধ্যান অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। শরীর সুস্থ রাখার জন্য যেমন আমরা ব্যায়াম করি তেমনি মনকে সুস্থ রাখার জন্য ধ্যানের প্রয়োজন। তাই হাজার বছর আগে থেকেই বিভিন্ন ধর্মগ্রন্থে ধ্যান করতে বলা হয়েছে। এতে আত্মার শুদ্ধি হয় মন পবিত্র হয় ❤
মেডিটেশন ইসলাম বিরুদ্ধ নয়, বরং মেডিটেশনই আসল ইসলাম। ইনি তো শুধু মোল্লা ধর্ম প্রচার করছেন, ইসলাম নয়। মেডিটেশন যদি ইসলামের বিপরীত হয় তবপ নবীজি হেরা গুহায় কি করতেন? আর হেরা গুহা অর্থ কি এটাও বোঝার চেষ্টা করুন।
আসলে পাঁচ ওয়াক্ত নামাজতো ফরজ, এটাতো *মৌলিক কাঠামো* । আর ধ্যানটা হচ্ছে নামাজকে আরো *মজবুত* করার জন্যে, প্রতিটি সেজদাকে *মেরাজে* পরিণত করার জন্যে, নামাজের সাথে *একাকার* হয়ে যাবার জন্যে। . ধ্যান আলাদা জিনিস। ধ্যানের আনন্দলোক, সেটা আলাদা জিনিস। কিন্তু *ধ্যান কখনোই নামাজের বিকল্প নয়। এই ভুল কেউ করবেন না।* . নামাজকে যখন আপনি মেরাজে পরিণত করতে পারবেন, আল্লাহর সাথে *সেই স্তরে* যেতে পারবেন, তখন কি মনে হবে নামাজ আমি ত্যাগ করি? --- th-cam.com/video/WZA9d1JEZqw/w-d-xo.html
@@errortime-f9q অবশ্যই। কিন্তু নামাজ পড়ে আপনি মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন না। এর জন্যে আপনার কাউন্সেলিং লাগবে, মেডিসিন লাগবে। বহু নামাজি, রোজাদার দেখেছি যারা মানসিক চাপে আত্মহত্যা করেছেন।
আপনি একজন সম্মানিত ব্যক্তি। না জেনে কোয়ান্টামকে কুফুরি তকমা দেয়াটা আপনাকে মানায় না, দয়া করে কোয়ান্টাম সম্পর্কে ভালো করে জানুন, আমার মনে হয় আপনি নিজে কোয়ান্টাম মেথড করলে আপনার ধারণা পাল্টাবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যের আরও গভীরে প্রবেশ করার তউফিক দান করুন।
O alllah😓..thanks a lot hojor❤❤ami atto atto jaigai mind and brain relux r jonno meditation r kotha pore asee..pore vablam..atai tw hindo der kono akta bpr..ajk apnr ai vedeo na dkle ojantei islam birodhe akta baje kaje trust ane feltam..apnr poti onkk kitoggota..jajakhallah khairan🥰🥰🥰
@@TahimTahimaApu bissas koren na asob, apnara ki vule gecen j ai meditation ta sob dhormer lok kore, r amder nobiji bidhormira ja ja korto ta sob somoy avoid krto so amdr o kora ucit tai na bolen
অবশ্যই যোগব্যায়াম ও মেডিটেশন আলাদা দুটি জিনিস । এই উপমহাদেশে অলি-আউলিয়ারা ইসলাম প্রচার করেছেন। অলি-আউলিয়াদের জীবন-যাপনেও ধ্যান (মেডিটেশন) এর প্রভাব দেখা যায়। রাসূল স. হেরা গুহায় ধ্যান করেছিলেন। আর ধ্যানাবস্থায়তেই উনার উপর ওহী নাজেল হতো। রাসূল (স.) এর এই শিক্ষা এক জাতের উলামা-আলেমরা (?) সাধারণ জনগনের কাছে গোপন রাখে। যাদেরকে ইসলামের ইতিহাস ওহাবী, খারেজি সহ আরও অনেক জানা অজানা নাম দিয়েছে। এর উপর দিয়ে মুসলমান সাজে আর এদের ভিতরে থাকে সাধারণ মানুষদেরকে ভয় দেখিয়ে নিজেদের নিয়ন্ত্রনে রাখা।
ভাই মেডিটেশন র সাথে শয়তান র সম্পর্ক আছে... ইসলাম এই ধরনের মেডিটেশন সাপোর্ট করে নাহ.. মেডিটেশন 2 প্রকার 1 গাইডেড মেডিটেশন 2 নন গাইডেড যেমন যোগ ব্যায়াম গাইডেড মেডিশন হলো একজন কিছু বলবে তার দিকে নিশ্চুপে ধান করা যেমন জামাতে নামায পড়া এইটা ই গাইডেড মেডিটেশন এইটা করতে পারেন.... আর নন গাইডেড মেডিটেশন ইসলাম এ নিষোজ্ঞা কারণ এইসব ব্রেইন শান্ত থাকে র soytan আপনাকে যেকোনো কিছু ব্রেইন এ ঢুকিয়ে দিতে পারে ... এইটা soytan র কাজ তাই এইসব করলে ফল তারাতারি পাওয়া যায়
আসসালামুয়ালাইকুম মাওলানা সাহেব আপনি বলছেন মেডিটেশন ইসলামের সাথে কোন সম্পর্ক নেই তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় কি করতেন। তিনি তো সেখানে ধ্যান করতেন। আপনি কি সেটা জানেন না?
ঠিক বলেছেন,,,,, কিন্তুু ইসলাম অনুযায়ী পৃথিবীর মানুষ ২ ভাগে বিভক্ত,,,, ১। কাফির ২। মুসলিম প্রশ্ন হলো কাফিরদের কোন আবিষ্কৃত নিয়ম মানা যাবে না,,,,, যেমন,,,, ইহুদি নাসারাদের আবিষ্কৃত ঔষধ আপনি সেবন করতে পারবেন না,,,,,,,, (ইমানদার হলে) এই তো বলে ইসলাম ।
আপনারা হুজুরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন ছোট করতেছেন আমি কিন্তু এখনো বলেনি যে মেডিটেশন করা জায়েজ নেই উনি শুধু বলেছে এই বিষয়ে উনারা ভালো করে দেখে বলবে এতটুকু জানে ইসলামের সাথে সম্পর্ক নেই শুধু এতটুকুই বলেছি
মেডিটেশন শব্দের অর্থ হচ্ছে মনকে স্থির করার জন্য সব ক্ষতিকারক চিন্তা মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে একটা সুস্হ জীবন খুঁজে নেওয়া এর সঙ্গে ধর্মের সম্পর্ক কোথায়?
প্রতি বছর কী কী কাজে যাকাত ফান্ডের কত টাকা ব্যয় করা হচ্ছে এবং ফান্ডে প্রতি বছর কী পরিমান টাকা অবশিষ্ট থাকছে তা কি আপনার জানতে চাওয়া উচিত নয়? যদিও তারা আয়ের একটা হিসাব দেয় সদস্যদের, কিন্তু আজ পর্যন্ত তারা বিভিন্ন খাতে তাদের বাৎসরিক ব্যয় ও অবশিষ্ট অর্থের তথ্য প্রকাশ করেনি। সদস্যরা অডিট রিপোর্ট চোখেও দেখেনি। অথচ বাংলাদেশের এমনও দাতব্য প্রতিষ্ঠান আছে যারা তাদের অডিট রিপোর্ট নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে থাকে নিয়মিত। কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান জ্যোতিষী মহাজাতক নিজের নামে বান্দরবানে হাজার হাজার একর জমি কিনেছেন দানের টাকায়। অন্য দাতব্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তারা জনসম্মুখে জমির দলিলও প্রদর্শন করে থাকে। কিন্তু এক্ষেত্রেও মহাজাতক চোরের মত ঘাপটি মেরে আছেন। কোয়ান্টাম যাকাত ফান্ড অর্থ জমা দিলে যাকাত আদায় হয় না। শরীয়তের বিধান অনুযায়ী, যাকাত ফান্ড শুধু মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য। অথচ, কোয়ান্টাম অমুসলিমদের যাকাত প্রদানের মাধ্যমে যাকাতকে সাধারণ দানে পরিণত করে দিয়েছে। ফলে, আপনার যাকাত আদায় হচ্ছে না। যাকাতের টাকায় কেনা গরু লালন-পালনের পর বিক্রি করে কোয়ান্টামের নিকট যাকাতের টাকা ফেরত দিয়ে দিতে হয়। আবার, গাভীর বাচ্চা বড় হলে সেটা বিক্রির টাকাও কোয়ান্টাম ফাউন্ডেশন সমানভাবে ভাগ করে নেয়। অর্থাৎ, যাকাতের টাকায় মুনাফা করে জ্যোতিষী মহাজাতক। ফলে, যাদের যাকাত দেয়ার সাজানো ভিডিও প্রচার করা হয়, তাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। তাদের ক্যামেরার সামনে ইচ্ছের বিরুদ্ধে ইতিবাচক কথা বলিয়ে নেয়া হয়। ফলে, আপনার যাকাত আদায় হয় না। আপনার যাকাতের প্রথম হকদার হল আপনার গরীব আত্মীয়-স্বজন ও প্রতিবেশী। কিন্তু মহাজাতক এটা আপনাকে বলবেন না। তিনি বলবেন সব টাকা কোয়ান্টামে দিতে। আপনি খেয়াল করলে দেখবেন, কোরআন, হাদিস এবং অন্যান্য ধর্ম গ্রন্থগুলোর দান সম্পর্কিত সমস্ত কথাকে তিনি একজায়গায় জমা করে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবাইকে একসাথে লুট করে থাকেন। মহান আল্লাহ পবিত্র কুরআনের যেখানেই সালাত কায়েম করার কথা বলেছেন সেখানেই যাকাত আদায়ের কথা বলেছেন। অথচ, মহাজাতক নামাজের ক্ষেত্রে উদাসীন। এমনকি, তাঁর অনুসারীদের নামাজের ব্যাপারেও তিনি মাথা ঘামান না। তিনি শুধু খোঁজ নেন তাঁর অনুসারীরা নিয়মিত মেডিটেশন করে কিনা এবং মাটির ব্যাংক ও যাকাত ফান্ডে অর্থ দেন কিনা।
Apnar hadis valo lage but meditation niye ja bollen ta kicho e hoy ni.age janen,shunen then bolen.akhane jar jar dhormo thik moto mon theke atta theke palon er kotha bola hoy.kono kofori akhane nai r akhane quran er meaning shoho shob bujhano hoy.akhane kharap ki pelen
আমার একটা প্রশ্ন হুজুর। মেডিটেশন তো মনের চিন্তা থেকেই করা হয়। মেডিটেশন ছাড়াও তো মানুষ ইমানদার ব্যক্তিও নানান চিন্তা ভাবনা করে থাকে। তাহলে মেডিটেশন নাজায়েজ কেন?
akhane j sob muslim vai o bonera hujur ar kota k mullayon kortecen na wrong boltecen tader k sohoj vasay akta kota bole rakhi,, ai j meditation ata sob dhormer lok a kore, r apnara niscoy ata janen j amder prio nobi sob smy bidhormi der kora kaj system avoid krto, tai amdr o ucit, amder jnno namaj a boro meditation ❤
আসসালামু আলাইকুম৷ আপনার ওয়াজ গুলো ভাল লাগে।।কিন্তু যেটা যানেন না বাহ যে বিষয় knowledge নাই সে বিষয় রিচার্জ না করে কথা বলবেন না।। আগে জানুন মেডিটেশন কি তারপর এটা নিয়ে ভিডিও করবেন।।।ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম
Meditation করা নির্ভর করে আপনি কোন ধরনের চিন্তা করছেন। পড়াশোনা করতে চান তার আগে মেডিটেশন করুন।মনকে শান্ত করুন। পজিটিভ থাকার জন্য মেডিটেশন করা হয় । এখানে ধর্ম টানার কিছু দেখি না আমি । নামাজ পড়া এক প্রকার মেডিটেশন। কুরআন পড়া এক প্রকার মেডিটেশন।
Islamer sahaj o saral path (siratul mustakim) Saytan pujarir kace onek kothin mone hoy. R eisob Saytan pujarir chokhe o mone seal kore dewa hoyece jate tara r pappunyo bichar korte pare na, sudhu prithibite oshanti o bisrinkhola sristi korbei
Meditation মানে চিন্তা করা নয়। ধ্যান হলো নিজের জীবন কে জানার এক পদ্ধতি। কোন চিন্তা নয় কোন ভাবনা নয় শুধু নিজের জীবন কিভাবে চলছে তার উপর নজর দেওয়া হলো ধ্যান এটার ওনেক উপকার নিজের জীবনকে কল্যানের জন্য প্রতেকটা মানুষের করা উচিত
আচ্ছা আমি জানতে চাই মেডিটেশন করলে কি কোন গুনাহ হতে পারে যেহেতু এটি ইসলামের সাথে কোন সম্পর্ক নেই তাই কি গুনাহ হবে কি হবে না এই সম্পর্কে বললে শাইখ আমার একটু সুবিধা হত যে মেডিটেশন করলে গুনাহ হবে কি হবে না
Vai apnar aro ganer ovab ekhono achei,to vai apni nobijir heraguha dhan to apnar janai nai apnake beadob bole choto korbo na.apni khub dor dia akjon hakkani alem valo kono alia madrashay vorti hoy jan.Taholei apni koborer ajab theke mukti paben.Vai apni chilchila bojhen to vaaai. 😢😮
Apnr kotha agree krte parlm na Shb e tho dorkar koi Ami tho kri r o Allah er kase jassi Ami obossho meditation shomoy think kri Amr rober kase jawar upay gulo
অতীতে লেখাপড়া বিষয়ক একটি ভুল সিদ্ধান্তের কারণে আমার পরিবার আমাকে প্রচন্ড মানসিক কষ্টে রাখেন। আমি কোনোমতেই শান্তি পাচ্ছি না। বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছি কিন্তু পারি নাই। এমতাবস্থায় আমি কি করতে পারি
কোয়ান্টামের সাথে বিদ্যানন্দের সাদৃশ্যতাঃ সাম্প্রতিক সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাহাড়ে জমি কেনার সাথে কোয়ান্টামের সাদৃশ্যতা নিয়ে ইতিমধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন। আমি আর জমির বিষয় আলাপ করছি না। আমি আলাপ করতে চাই অন্য বিষয়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের মত শত শত স্বেচ্ছাসেবী এনজিও বাংলাদেশে সেবামূলক কাজ করেন। কিন্তু কোয়ান্টাম ছাড়া কোন ফাউন্ডেশনই নিজেদের আত্মপ্রচারের কৌশল অবলম্বন করেন না, কেন সেটা পরে বলছি। বিদ্যানন্দ ফাউন্ডেশন এক টাকার আহার কর্মসূচীকে হাইলাইটস করে আলোচনায় এসেছে। বিভিন্ন বিশেষজ্ঞরা ইতিমধ্যে এর রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে এনেছেন। অর্থ্যাৎ স্বেচ্ছাসেবী কর্মসূচীর আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের একটা উদ্দেশ্য বা মনোবাসনা দেখা যাচ্ছে। অন্যদিকে কোয়ান্টাম ফাউন্ডেশন লামার স্কুলকে হাইলাইটস করার চেষ্টা করেন। আমার মনে প্রায়ই প্রশ্ন জেগেছে যে, লামার কসমো স্কুল কি একটি স্পোর্টস স্কুল? আপনি লক্ষ্য করলে দেখবেন- কোয়ান্টাম কসমো স্কুলের খেলাধুলাকেই বারবার হাইলাইট করার চেষ্টা করে ফাউন্ডেশন। কিন্তু কেন? এর প্রধানতম কারণ যেটা আমার কাছে মনে হচ্ছে, তা হলো রাতারাতি প্রচারের বা বিজ্ঞাপনের একটা কার্যকরী কৌশল। আপনি কসমো স্কুলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্যের তেমন কোন সংবাদ পাবেন না। যা পাবেন তা অতি নগন্য। অর্থ্যাৎ উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য কোন সাফল্য নেই। ফলে কোয়ান্টাম ফাউন্ডেশন রাতারাতি বিজ্ঞাপনের কৌশল হিসাবে খেলাধুলাকে সামনে নিয়ে এসেছে। মানুষের দানের টাকায় পরিচালিত হয় এই স্কুল। মানুষ কি খেলোয়াড় বানানোর জন্য টাকা দেয়? নাকি দেশ ও জাতির কল্যাণে আলোকিত নাগরিরিক গড়ার উদ্দেশ্যে টাকা দেয়? কোয়ান্টাম ফাউন্ডেশন এসব খেলোয়াড় তৈরীর পেছনে শত শত কোটি টাকা ব্যায় করেন। বিদেশ থেকে কোচ এনে এসব খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশ্ন হলো- দানের টাকায় খেলোয়াড় তৈরী করা নৈতিকভাবে কতটা বৈধ ও গ্রহণযোগ্য। মানুষ তো দান করেন সৎ উদ্দেশ্যে ইয়াতিমদের কল্যাণের জন্য। এই টাকা কি বিনোদনের জন্য খরচ করা জায়েজ? কিংবা গ্রহণযোগ্য? কখনোই নয়। কিন্তু কোয়ান্টাম কেন এসব করছে? এর উত্তর হলো বিদ্যানন্দের মত তারাও নিজেদের হাইলাইস করে আড়ালে অন্য উদ্দেশ্য হাসিল করতে চায়। বিদ্যানন্দ হয়ত রাজনৈতিক উদ্দেশ্যে করছে। আর কোয়ান্টাম করছে টাকা কামানোর ধান্দা হিসাবে।কোয়ান্টাম কোর্সে এসব মুখরোচক ভিডিও দেখিয়ে কোয়ান্টাম সদস্যদের আবেগাপ্লুত করে পকেট কাটা সহজ হয়। তাছাড়া আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করেন, তাহলে দেখবেন এসব অপচয়ের মাধ্যমে সৃষ্টির সেবা হওয়ার নুন্যতম কোন সম্ভাবনা তো নাই বরং গুনাহের ভাগিদার হওয়ার সম্ভাবনা শতভাগ। মানুষের দানের টাকায় সাংষ্কৃতিক অনুষ্ঠান কনসার্ট এসব কি মানুষের পরকালীন কল্যানের উছিলা হতে পারে নাকি ধ্বংসের উছিলা হতে পারে? পাঠক মন্ডলী আপনারাই বিচার করুন।
Ami shobshomoi oshustho thaki Tai chacchilam meditation Korte . Meditation kora ki Islam e jayej hobe Jodi shudhu Allah k nie chinta kora hoi ? Eta hinduder udvabito kintu Amra to onek treatment e nei jegula kina bidhormider abishkrito tahole meditation ke shaokhra keno haram bole Jodi ei shomoi shudhu Allah k nie chinta kora hoi ? Jante chai please...
এক সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো উপাসনা ইসলামে নিষেধ। ধ্যান নিষেধ হবে কেন ? আমাদের মন প্রতিনিয়ত কোন না কোন বিষয়ে ছুটে চলেছে। মনকে এক বিষয়ে একাগ্র করলেই আল্লাহ চটে যাবেন, এটা বাজে কথা নয় ?
@@kaosargamer7736 আপনিও ভালোভাবে আমার মন্তব্যটা পড়েন। আমি বলেছি, কোন ধর্মের সঙ্গেই মেডিটেশনের সম্পর্ক নাই। মেডিটেশন ও ধর্ম সম্পূর্ণ আলাদা জিনিস। জেনে শুনে বুঝে এবং চর্চা করে বলছি। না জেনে চুপ থাকা ভালো। কিন্তু উল্টোপাল্টা বলে মানুষকে বিভ্রান্ত করা খুবই খারাপ।
আপনার জ্ঞানের অভাব ধ্যান সম্পর্কে আপনার কোন জ্ঞান নেই। স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্কে গভীর ভাবে ভাবার কথা পবিত্র কুরআন এ আছে। গভীর ভাবে ভাবনার জগতে যাওয়ার জন্য শরীর এবং মন কে সান্ত অবস্থায় নিয়ে যেতে হয় যার আর এক নাম মনোযোগ। মনোযোগ ছাড়া নতুন কিছু উপলব্ধি করা সম্ভব নয়।
মেডিটেশন করলে ইসলাম ধর্ম থেকে কেনো বের হবে? ইসলাম, ইসলাম এর জায়গায়, মেডিটেশন, মেডিটেশন এর জায়গায়। বরং প্রত্যেক মানুষেরই মেডিটেশন করা দরকার। ওসিডি, ডিপ্রেশন এসব থেকে বের হতে মেডিটেশন খুবই দরকার।
Nabi karim sa: nijeo dhen korten. Ete namaje monojug o shad bare. Kivabe dhen ba meditation korle haram hoye jabe seta apni ullekh korenni. Maximum e apnar uttor emn opurno hoy. Amra jara apnader mukher kothay kaaj kori tader ki upay hobe Jodi emn opurno uttor pai ? Asole meditation islame jayej ebong Valo. But bortomane j vabe onekei meditation kore ta haram...
হুজুর আমিতো রোজ ফজরের নামাজ পড়ে ইউটিউবে পবিত্র কোরআনের যেকোনো সূরা ছেড়ে চোখ বন্ধ করে বসে থাকি।গভীর ভাবে প্রতিটা আয়াতকে উপলব্ধি করি আল্লাহর সৃষ্টিকে স্মরণ করি।নিজের রাগ হিংসা লোভকে সংযত করার চেষ্টা করি।আমি যদি কোরআন তেলাওয়াত শুনে এভাবে ধ্যানমগ্ন থাকি তাহলে সেটাও কি ভুল হবে জানাবেন দয়া করে।কারণ আমি এভাবে একমনে কোরআন তেলাওয়াত শুনে অনেক রিলাক্স হই আর আনার সারাদিন আলহামদুলিল্লাহ ভালো কাটে।
হুজুরের জ্ঞানের অভাব। হুজুরের আরো পড়াশোনা করা উচিত
th-cam.com/video/05BNqhwQRTU/w-d-xo.html
ভাই আপনি যতই ঠিক ঠাক করেন না কেন আপনারে মেডিটেশনের বাইরে রাখতে চাইবে।ভাল মন্দ নিজে বুঝে চলুন পরামর্শ ১৬ আনা আপনী পাবেন না। আরেকটি কথা হযরত আলী বলেছেন যে এমন একটি যামানা আসবে ফেৎনার যুগ যে যামানায় তুমি গাছের নিচে বসে ধ্যান করো এরকম একটা রেওয়াত আছে। গাছের নিচে অর্থ হলো নিজে নিজে জ্ঞানার্জন করে নিজে নিজে ঝামেলা মুক্ত থেকে নিজে নিজে ইবাদত বন্দেগী কারা। আপনি বলুন আলী যে যামানার কথা বলেছেন সে যামানায় কি কোনো আলেম নাই? অবশ্যই আছে, তাহলে একলা কেন বললেন ..... কারণ আমরা ভালো কিছুই পারবোনা .. সবাই সবার পান্ডিত্য যাহিরে মত্ব থাকবে ইত্যাদি ..........
😡😡😡. হুজুর জানে না ত আপনে এসে সিকিয়ে দিয়েজান
@@foysalhamzah3345 আবুল তুই
সবচেয়ে খুশির সংবাদ হলো আল্লাহর।
রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি।
-আলহামদুলিল্লাহ ।
আল্লাহর রাগ হয় কখন ? রাগ হলে তিনি কি করেন ?
😂😂 সব মূর্খ এক সাথে
@@ganeshbanerjee9841 Allah er rag hoyna uni oshuntoshto hole shasti den kintu beshirbhag shomoy Banda Jodi maaf Cheyenne tahole maaf kore den
@@Shadow..H.334 Allah osontushto hon kar poor ? Aar koto din por shasti den ?
@@ganeshbanerjee9841 ETA Tomar kaj hishebe shasti ar Allah er ichaa hishebe Allah Jodi chan tomake duniate shasti diye Porokaler Shasti thekhe bachai diben Ar Jodi chan tomake Porokale shasti diben Ar Jodi chan Tomar shasti maaf kore diben Tumi Jodi emon kaj koro ja khomar joggo na tahole tumi duniate+Porokale shasti bhog korba ar emon kaj jegula khomar joggo shegular jonno maaf cheyenile Allah maaf kore den
জ্বি জায়েজ আছে কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন । তবে শায়েখ যেটা বলেছেন তা সম্পূর্ণ সঠিক, বর্তমান যে মেডিটেশন পদ্ধতি যোগ-ব্যায়াম তার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। আপনি গবেষণার করার জন্য মেডিটেশন করতে পারেন, কোনো সমস্যা থেকে উত্তরণের জন্য, মেজাজ ঠান্ডা করার জন্য মেডিটেশন করতে পারেন। আপনি মেডিটেশন করেন কোনো সমস্যা নেই, তবে নামায রোজা বাদ দিয়ে ফরজ ইবাদত বাদ দিয়ে , নিত্য প্রয়োজনীয় কর্ম বাদ দিয়ে, পিতা-মাতার সেবা বাদ দিয়ে, যদি আপনি আল্লাহর ধ্যানেও মগ্ন হন তাও জায়েজ হবে না ।
জাল কথা।
আপনি সঠিক ভাবে জানুন @@morshedamin3476
@@morshedamin3476তোদের মতো ছাগুদের ই আমার কাছে জাল মনে হয়, নাজায়েজ মনে হয়
@@morshedamin3476 রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন
@@jahiremon
"মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন " এইটা বাংলাদেশে প্রচলিত মিথ্যা কথা
এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভয়াবহ মিথ্যাচার।
প্রথমে বলে রাখি, মানবরচিত প্রত্যেক ধর্মেই স্ব স্ব নিয়মে ধ্যান পদ্ধতি আছে। হিন্দু-বৌদ্ধ যোগী-সন্ন্যাসীদের সাধন-ভজন সম্বন্ধে আমরা কিছুটা জানি। আল্লাহ প্রেরিত ঈসায়ী ধর্মে সর্বপ্রথম সন্ন্যাসবাদের উদ্ভব হয়। যে বিষয়ে আল্লাহ বলেন, ‘আর সন্ন্যাসবাদ, সেটাতো তারা নিজেরাই প্রবর্তন করেছিল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আমরা তাদেরকে এ বিধান দেই নি। অথচ এটাও তারা যথাযথভাবে পালন করে নি। তাদের মধ্যে যারা ঈমান এনেছিল, তাদেরকে আমরা পুরস্কার দিয়েছিলাম। আর তাদের অধিকাংশ ছিল পাপাচারী’ (হাদীদ ৫৭/২৭)।
এখানে আল্লাহ তাদেরকে দুইভাবে নিন্দা করেছেন।
১. তারা আল্লাহর দ্বীনের মধ্যে বিদ‘আত অর্থাৎ নতুন রীতির উদ্ভাবন করেছিল।
২. তারা নিজেরা যেটাকে আল্লাহর নৈকট্য মনে করে আবিষ্কার করেছিল, সেটার উপরেও তারা টিকে থাকতে পারেনি। ইসলামের স্বর্ণযুগের পরে ভ্রষ্টতার যুগে মা‘রেফতের নামে বিদ‘আতী পীর-ফকীররা নানাবিধ ধ্যান পদ্ধতি আবিষ্কার করে। অতঃপর কথিত ইশক্বের উচ্চ মার্গে পৌঁছে হুয়া হু করতে করতে যখন চক্ষু ছানাবড়া হয়ে ‘কাশফ’ বা ‘হাল’ হয়, তখন নাকি তাদের আত্মা পরমাত্মার মধ্যে লীন হয়ে যায়। একে তাদের পরিভাষায় ফানা ফিল্লাহ বা বাক্বা বিল্লাহ বলে। এরাই ছূফী ও পীর-মাশায়েখ নামে এদেশে পরিচিত। অথচ এইসব মা‘রেফতী তরীকার কোন অনুমোদন ইসলামে নেই। ধ্যানকে কোয়ান্টামের পরিভাষায় বলা হয় ‘মেডিটেশন’ (Medetation)। যার প্রথম ধাপ হ’ল ‘শিথিলায়ন’ যা মনের মধ্যে ধ্যানাবস্থা সৃষ্টি করে। আর শেষ ধাপ হ’ল মহা চৈতন্য (Super Consciousness)। যখন তারা বস্ত্তগত সীমা অতিক্রম করে মহা প্রশান্তির মধ্যে লীন হয়ে যায়। যদিও এর কোন সংজ্ঞা তাদের বইতে সুস্পষ্টভাবে নেই। এক্ষণে কোয়ান্টামের সাথে অন্যদের পার্থক্য এই যে, অন্যেরা স্ব স্ব ধর্মের মধ্যে বিদ‘আত সৃষ্টি করেছে ও স্ব স্ব ধর্মের নামেই পরিচিতি পেয়েছে। পক্ষান্তরে কোয়ান্টাম মেথড সকল ধর্ম ও বর্ণের লোকদের নতুন ধ্যানরীতিতে জমা করেছে। খানিকটা সম্রাট আকবরের দ্বীনে এলাহীর মত। তখন আবুল ফযল ও ফৈযীর মত সেকালের সেরা পণ্ডিতবর্গের মাধ্যমে সেটা চালু হয়েছিল মূলতঃ রাজনৈতিক কারণে। আর এ যুগে কিছু উচ্চ শিক্ষিত সুচতুর লোকদের মাধ্যমে এটা চালু হয়েছে ইসলাম থেকে মানুষকে সরিয়ে নেবার জন্যে এবং শিক্ষিত শ্রেণীকে বিশ্বাসে ও কর্মে পুরোপুরি ধর্মনিরপেক্ষ বানাবার জন্যে। যাতে ভবিষ্যতে এদেশ তার ইসলামী পরিচিতি হারিয়ে সেক্যুলার দেশে পরিণত হয়।
Meditation is wonderful...
Meditation is very powerful work
you are right
u r right bro, কিন্তু ছাগুরা সেই সব বুঝবে না, আমার কাছে এসব ছাগুদের ই নাজায়েজ মনে হয়েছে
🤣
Yes
এটা সম্পর্কে সম্পূর্ণটা জেনে উত্তর দেওয়া উচিত ছিল
Why??
Valo jinish kunta are kharap kunta dekhlei bujha jay
হেরা পর্বতের গুহায় ১৫ বছর ১ মাস ১৯ দিন কি করেছেন রাসুল?
hujur prothomei bolechen je ajkal jei meditation kora hoy shetar shathe rasul er kora dhan er parthokko ache. ajkal er meditaion e ak kothay bhejal ache
তাইলে নবিজী কোন প্রকৃয়ায় করতেন শায়েখ যদি আমাদের বলতেন???
Apni ki rasul??😅
রসুল যা করেছেন তা হলো আল্লাহর জিকির
এত পবিত্র স্থান কাবা ছেড়ে হেরায় কেন?
এগুলো খুবই উপকারী।
মেডিটেশন বা ধ্যান অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। শরীর সুস্থ রাখার জন্য যেমন আমরা ব্যায়াম করি তেমনি মনকে সুস্থ রাখার জন্য ধ্যানের প্রয়োজন। তাই হাজার বছর আগে থেকেই বিভিন্ন ধর্মগ্রন্থে ধ্যান করতে বলা হয়েছে। এতে আত্মার শুদ্ধি হয় মন পবিত্র হয় ❤
মহা নবি (স), কিভাবে হেরাগুহায় ধ্যান করতে। সে সম্পর্কে যদি বিস্তারিত বর্নণা করতে , তাহলে অনেক উপকৃত হতাম।
"রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন " এইটা বাংলাদেশে প্রচলিত জাল কথা।
এটা বলে রাখি যে হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাগুহায় ধ্যন করতেন।। এবং সেই ধ্যন করা অবস্থায় তার উপর পবিত্র কুরআন শরীফ নাজিল হয়েছে।
আপনি কি জানেন? নবি কারিম (সা.) কিভাবে ধ্যান করতেন?
হুজুর মেডিটেশন করা যায় না মেডিটেশন হয়ে যায়,,,,, এটা করার জিনিস না আমনে চাইলেও করতে পারবেন না
মেডিটেশন ইসলাম বিরুদ্ধ নয়, বরং মেডিটেশনই আসল ইসলাম। ইনি তো শুধু মোল্লা ধর্ম প্রচার করছেন, ইসলাম নয়। মেডিটেশন যদি ইসলামের বিপরীত হয় তবপ নবীজি হেরা গুহায় কি করতেন? আর হেরা গুহা অর্থ কি এটাও বোঝার চেষ্টা করুন।
মওলবী সাহেব বলবেন কি নবী মুহাম্মদ সাঃ হেরা গুহায় ১৫বছর কি করেছিলেন? মসজিদে কি আল্লাহ পেয়েছেন।
সত্য বললে কি ওনাদেরতো আমাদের প্রয়োজন নাই
নবী সাঃ হীরা গুহায় তা হলে কি করেছেন?
মহামতি বদ্ধ তা হলে কি সব ভুল করেছেন?
অবাগ হলাম আপনার ভুল তথ্য দেয়ার কারনে।
ভাই আপনি কোন ধর্মের লোক
th-cam.com/video/05BNqhwQRTU/w-d-xo.html
রসূল (সাঃ) হেরা পর্বতে ৬ মাস ধ্যান বা মোরাকাবায় রত ছিলেন ।
ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি,বুদ্ধকে কেন আনলেন!এমনে আমিও মানি,আহমদুল্লাহ ও লামাযহাবিরা ইমানচোর।
সালাত আদায় করেছেন
পৃথিবীর শ্রেষ্ঠ মেডিটেশন হলো নামাজ।❤
তোর জন্য জাহান্নাম এর ৭২ বকরি ।😂
অবশ্যই! যদি সেই নামাজটা আপনি পড়তে পারেন! যদি সেই মনোযোগটা নামাজে দিতে পারেন।
আসলে পাঁচ ওয়াক্ত নামাজতো ফরজ, এটাতো *মৌলিক কাঠামো* । আর ধ্যানটা হচ্ছে নামাজকে আরো *মজবুত* করার জন্যে, প্রতিটি সেজদাকে *মেরাজে* পরিণত করার জন্যে, নামাজের সাথে *একাকার* হয়ে যাবার জন্যে।
.
ধ্যান আলাদা জিনিস। ধ্যানের আনন্দলোক, সেটা আলাদা জিনিস। কিন্তু *ধ্যান কখনোই নামাজের বিকল্প নয়। এই ভুল কেউ করবেন না।*
.
নামাজকে যখন আপনি মেরাজে পরিণত করতে পারবেন, আল্লাহর সাথে *সেই স্তরে* যেতে পারবেন, তখন কি মনে হবে নামাজ আমি ত্যাগ করি?
---
th-cam.com/video/WZA9d1JEZqw/w-d-xo.html
Meditation is the most powerful practice in the world which saves any religious object
Right
আপনাদের সবকিছু নিয়েই সমস্যা। মেডিটেশন নিয়ে বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের হাজার হাজার গবেষণা আছে সেটা নিয়ে পড়ুন আগে।
namaz tai muslimder jonno meditation
@@errortime-f9q অবশ্যই। কিন্তু নামাজ পড়ে আপনি মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন না। এর জন্যে আপনার কাউন্সেলিং লাগবে, মেডিসিন লাগবে। বহু নামাজি, রোজাদার দেখেছি যারা মানসিক চাপে আত্মহত্যা করেছেন।
মাশাআল্লাহ হুজুর জন্য দোয়া করি এগিয়ে যান আপনি
আপনি একজন সম্মানিত ব্যক্তি। না জেনে কোয়ান্টামকে কুফুরি তকমা দেয়াটা আপনাকে মানায় না, দয়া করে কোয়ান্টাম সম্পর্কে ভালো করে জানুন, আমার মনে হয় আপনি নিজে কোয়ান্টাম মেথড করলে আপনার ধারণা পাল্টাবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যের আরও গভীরে প্রবেশ করার তউফিক দান করুন।
আপনার গায়ে লাগে কেন?
একদম সঠিক বলেছেন।কিছু মানুষ না বুঝেই কোয়ান্টাম মেথড নিয়ে নেগেটিভিটি ছড়ায়😢
@@morshedamin3476আপনার গায়ে লাগে কেন?
যে যতটুকু বুঝে সে অনুযায়ী বলে।
O alllah😓..thanks a lot hojor❤❤ami atto atto jaigai mind and brain relux r jonno meditation r kotha pore asee..pore vablam..atai tw hindo der kono akta bpr..ajk apnr ai vedeo na dkle ojantei islam birodhe akta baje kaje trust ane feltam..apnr poti onkk kitoggota..jajakhallah khairan🥰🥰🥰
Are nh apu meditation allowed.Onk boro mufti ra bolse ar etar arbi naam muraqaba❤
@@TahimTahima 🤔🤔
@@afrinsultana9819 humm
@@TahimTahimaApu bissas koren na asob, apnara ki vule gecen j ai meditation ta sob dhormer lok kore, r amder nobiji bidhormira ja ja korto ta sob somoy avoid krto so amdr o kora ucit tai na bolen
@@hazratbelal9172 To amader nobi 40 bosor hera guhai ki korsilo?
Pleases হুজুর বিস্তারিত পড়ে, জেনে আমাদের বলুন।
যোগব্যায়াম ও মেডিটেশন আলাদা দুটি জিনিস, আমারা আপনার কাছ থেকে জানার অপেক্ষায় রইলাম ।
অবশ্যই যোগব্যায়াম ও মেডিটেশন আলাদা দুটি জিনিস । এই উপমহাদেশে অলি-আউলিয়ারা ইসলাম প্রচার করেছেন। অলি-আউলিয়াদের জীবন-যাপনেও ধ্যান (মেডিটেশন) এর প্রভাব দেখা যায়। রাসূল স. হেরা গুহায় ধ্যান করেছিলেন। আর ধ্যানাবস্থায়তেই উনার উপর ওহী নাজেল হতো। রাসূল (স.) এর এই শিক্ষা এক জাতের উলামা-আলেমরা (?) সাধারণ জনগনের কাছে গোপন রাখে। যাদেরকে ইসলামের ইতিহাস ওহাবী, খারেজি সহ আরও অনেক জানা অজানা নাম দিয়েছে। এর উপর দিয়ে মুসলমান সাজে আর এদের ভিতরে থাকে সাধারণ মানুষদেরকে ভয় দেখিয়ে নিজেদের নিয়ন্ত্রনে রাখা।
ভাই মেডিটেশন র সাথে শয়তান র সম্পর্ক আছে... ইসলাম এই ধরনের মেডিটেশন সাপোর্ট করে নাহ.. মেডিটেশন 2 প্রকার
1 গাইডেড মেডিটেশন
2 নন গাইডেড যেমন যোগ ব্যায়াম
গাইডেড মেডিশন হলো একজন কিছু বলবে তার দিকে নিশ্চুপে ধান করা যেমন জামাতে নামায পড়া এইটা ই গাইডেড মেডিটেশন এইটা করতে পারেন....
আর নন গাইডেড মেডিটেশন ইসলাম এ নিষোজ্ঞা কারণ এইসব ব্রেইন শান্ত থাকে র soytan আপনাকে যেকোনো কিছু ব্রেইন এ ঢুকিয়ে দিতে পারে ... এইটা soytan র কাজ তাই এইসব করলে ফল তারাতারি পাওয়া যায়
যোগ এর দুটি ধাপ।হঠযোগ আর রাজযোগ। যোগব্যায়াম হঠযোগ এর মধ্যে পড়ে আর মেডিটেশন রাজযোগের একটি ধাপ।
যোগব্যায়ামের ইংরেজী হচ্ছে মেডিটেশন
@@MdAfazuddin-fk5pz যোগব্যায়ামের ইংরেজী Yoga🤣
বড় বড় গবেষণায় আছে মেডিটেশন করার উপকারের কথা সো সবার করা উচিত....
নামাজ পড়া এক প্রকার মেডিটেশন
you are right
মেডিটেশন অন্য ধর্ম থেকে এসেছে। ইসলামে মেডিটেশনের স্থান নেই।
Nope
@@morshedamin3476সনাতন ধর্মের থেকে❤❤
রাইট
আপনি আগে মেডিটেশন আর যোগব্যায়ামের পার্থক্য জেনে নিন তারপর এই বিষয়ে আলোচনা করবেন
Keno aponar khub kharap lagche
@@farhanasultana8372 না জেনে এসব বয়ান করছে যে সেটাই খারাপ লাগছে
Yoga is a kind of (physical) ritual for meditation practiced in Hinduism . So yoga is
not approved by Abrahamic religion
but meditation is encouraged.
আসসালামুয়ালাইকুম মাওলানা সাহেব আপনি বলছেন মেডিটেশন ইসলামের সাথে কোন সম্পর্ক নেই তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় কি করতেন। তিনি তো সেখানে ধ্যান করতেন। আপনি কি সেটা জানেন না?
"রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করতেন " এটা বাংলাদেশে প্রচলিত মিথ্যা কথা।
হযরত,আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুন,,,, আমিন,,,
কেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম দীর্ঘ 23 বছর মেডিটেশন বা ধ্যান করেন নাই
Oita meditation na vai.....
কারন তিনি সালাত আদায় করেছিলেন
কোরানে মেডিটেশন নাই,কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোথায় লেখা আছে। বলবেন কি।
তরিকার লোক ❤️
কুরআনে লেখা আজে
Shoytan
Quran poro nai
Surah baqarar first 5 ta ayat porlei bujhba are er por porte thakba tafsir taahole shob ayat peye jaabe
আকিমুস সালাত, ওয়াতুজ জাকাত: তোমারা নামাজ কায়েম করো আর জাকাত দাও- সূরা বাকারা আয়াত ৫
আসসালামু আলাইকুম
ধ্যন তো আমাদের রাসূল (স) ও করেছেন হেরা গুহায় তাহলে তো ইসলামের সাথে ধ্যনের সম্পর্ক আছে হুজুর
ঠিক বলেছেন,,,,,
কিন্তুু ইসলাম অনুযায়ী পৃথিবীর মানুষ ২ ভাগে বিভক্ত,,,,
১। কাফির
২। মুসলিম
প্রশ্ন হলো কাফিরদের কোন আবিষ্কৃত নিয়ম মানা যাবে না,,,,,
যেমন,,,, ইহুদি নাসারাদের আবিষ্কৃত ঔষধ আপনি সেবন করতে পারবেন না,,,,,,,, (ইমানদার হলে)
এই তো বলে ইসলাম ।
সঠিক
ঠিক
তিনি তাফাক্কুর করেছেন যা শায়েখ ইতিমধ্যে বর্ণনা দিয়েছেন।
নবি সাঃ এর ধ্যানের সাথে এই নতুন আবিষ্কৃত মেডিটেশন এর তুলনা করা গাদ্দারি এবং ধোঁকাবাজি।
Hujor khob important bisoi janar chilo. Ami apnar Sathe sob Kichu jante chai
আপনারা হুজুরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন ছোট করতেছেন আমি কিন্তু এখনো বলেনি যে মেডিটেশন করা জায়েজ নেই উনি শুধু বলেছে এই বিষয়ে উনারা ভালো করে দেখে বলবে এতটুকু জানে ইসলামের সাথে সম্পর্ক নেই শুধু এতটুকুই বলেছি
কুরআনের অর্থ মাতৃভাষায় বেশি বেশি করে বুঝতে চেষ্টা করুন তাহলেই বুঝবেন মেডিটেশন কি জিনিস
হুজুর!মেডিটেশন শব্দের অর্থ জানেন?একটু ভাল করে মনোযোগের সাথে মেটিডেটশন বিষয়টা পর্যালোচনা করে দেখবেন?
Ami jani ki bolben bolen
একেই বলে অল্প বিদ্যা ভয়ংকরী
আপনি ইচ্ছাকৃতভাবে ভুল কথা বলতে চাচ্ছেন।
মেডিটেশন শব্দের অর্থ হচ্ছে মনকে স্থির করার জন্য সব ক্ষতিকারক চিন্তা মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে একটা সুস্হ জীবন খুঁজে নেওয়া এর সঙ্গে ধর্মের সম্পর্ক কোথায়?
প্রতি বছর কী কী কাজে যাকাত ফান্ডের কত টাকা ব্যয় করা হচ্ছে এবং ফান্ডে প্রতি বছর কী পরিমান টাকা অবশিষ্ট থাকছে তা কি আপনার জানতে চাওয়া উচিত নয়? যদিও তারা আয়ের একটা হিসাব দেয় সদস্যদের, কিন্তু আজ পর্যন্ত তারা বিভিন্ন খাতে তাদের বাৎসরিক ব্যয় ও অবশিষ্ট অর্থের তথ্য প্রকাশ করেনি। সদস্যরা অডিট রিপোর্ট চোখেও দেখেনি। অথচ বাংলাদেশের এমনও দাতব্য প্রতিষ্ঠান আছে যারা তাদের অডিট রিপোর্ট নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে থাকে নিয়মিত। কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান জ্যোতিষী মহাজাতক নিজের নামে বান্দরবানে হাজার হাজার একর জমি কিনেছেন দানের টাকায়। অন্য দাতব্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তারা জনসম্মুখে জমির দলিলও প্রদর্শন করে থাকে। কিন্তু এক্ষেত্রেও মহাজাতক চোরের মত ঘাপটি মেরে আছেন।
কোয়ান্টাম যাকাত ফান্ড অর্থ জমা দিলে যাকাত আদায় হয় না। শরীয়তের বিধান অনুযায়ী, যাকাত ফান্ড শুধু মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য। অথচ, কোয়ান্টাম অমুসলিমদের যাকাত প্রদানের মাধ্যমে যাকাতকে সাধারণ দানে পরিণত করে দিয়েছে। ফলে, আপনার যাকাত আদায় হচ্ছে না। যাকাতের টাকায় কেনা গরু লালন-পালনের পর বিক্রি করে কোয়ান্টামের নিকট যাকাতের টাকা ফেরত দিয়ে দিতে হয়। আবার, গাভীর বাচ্চা বড় হলে সেটা বিক্রির টাকাও কোয়ান্টাম ফাউন্ডেশন সমানভাবে ভাগ করে নেয়। অর্থাৎ, যাকাতের টাকায় মুনাফা করে জ্যোতিষী মহাজাতক। ফলে, যাদের যাকাত দেয়ার সাজানো ভিডিও প্রচার করা হয়, তাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। তাদের ক্যামেরার সামনে ইচ্ছের বিরুদ্ধে ইতিবাচক কথা বলিয়ে নেয়া হয়। ফলে, আপনার যাকাত আদায় হয় না।
আপনার যাকাতের প্রথম হকদার হল আপনার গরীব আত্মীয়-স্বজন ও প্রতিবেশী। কিন্তু মহাজাতক এটা আপনাকে বলবেন না। তিনি বলবেন সব টাকা কোয়ান্টামে দিতে। আপনি খেয়াল করলে দেখবেন, কোরআন, হাদিস এবং অন্যান্য ধর্ম গ্রন্থগুলোর দান সম্পর্কিত সমস্ত কথাকে তিনি একজায়গায় জমা করে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবাইকে একসাথে লুট করে থাকেন।
মহান আল্লাহ পবিত্র কুরআনের যেখানেই সালাত কায়েম করার কথা বলেছেন সেখানেই যাকাত আদায়ের কথা বলেছেন। অথচ, মহাজাতক নামাজের ক্ষেত্রে উদাসীন। এমনকি, তাঁর অনুসারীদের নামাজের ব্যাপারেও তিনি মাথা ঘামান না। তিনি শুধু খোঁজ নেন তাঁর অনুসারীরা নিয়মিত মেডিটেশন করে কিনা এবং মাটির ব্যাংক ও যাকাত ফান্ডে অর্থ দেন কিনা।
But meditation ye omm koa jayes asen ki
আপনার সাথে একমত হতে পারলাম না। আগে জেনে তারপর উত্তর দেওয়া উচিত। হেরা গুহায় তাহলে হযরত মুহাম্মদ (সাঃ) কি করেছেন?
ইসলামিক নিয়মে করেছিলেন কিন্তু এখন বর্তমানে হিন্দুদের মতো প্রানায়াম এইসব ব্যায়াম করে
আসসালামুয়ালাইকুম হুজুর একটা কথা ছিল কথাটা হলো ব্যায়াম করার সময় গান-বাজনা ছেড়ে ব্যায়াম করা কি জায়েজ আছে এই কথাটা অবশ্যই আমাকে একটু জানাবেন
তুমি রাখলে হবে। আর কারো দিকে না তাকিয়ে তোমার দিকে তাকাও যে তুমি কী যানো।
Apnar hadis valo lage but meditation niye ja bollen ta kicho e hoy ni.age janen,shunen then bolen.akhane jar jar dhormo thik moto mon theke atta theke palon er kotha bola hoy.kono kofori akhane nai r akhane quran er meaning shoho shob bujhano hoy.akhane kharap ki pelen
রাসুলুল্লাহ সাঃ মোরাকাবার বা ধ্যনের মাধ্যমেই তো কোরআন আনলেন।আপনি বিষয় টি হয়ত যানেন না
ভুল কথা
মেডিটেশন করার চিন্তা করছিলাম তাই ইসলাম কি বলে এ সম্পর্কে সেটা জানার চেষ্টা করলাম/ আর করবো না
মেডিটেশনের সাথে ইসলামের কোন বিরুদ্ধ নেই
বরং ধ্যান বা মোরাকাবা ইসলামের জান ।
সঠিক
আমিও একমত
@@AXOanime369 tnx
@@isratjahantonny4707 tnx
চাকরির লিখিত পরীক্ষা ভালো রেজাল্ট পাওয়া যাবে দোয়া আসে কি?
আমার একটা প্রশ্ন হুজুর। মেডিটেশন তো মনের চিন্তা থেকেই করা হয়। মেডিটেশন ছাড়াও তো মানুষ ইমানদার ব্যক্তিও নানান চিন্তা ভাবনা করে থাকে। তাহলে মেডিটেশন নাজায়েজ কেন?
Meditation er uppkaritai bole dey namaz pora prottek manuser jonno kotota guruttopurno.....
Hmmm
akhane j sob muslim vai o bonera hujur ar kota k mullayon kortecen na wrong boltecen tader k sohoj vasay akta kota bole rakhi,, ai j meditation ata sob dhormer lok a kore, r apnara niscoy ata janen j amder prio nobi sob smy bidhormi der kora kaj system avoid krto, tai amdr o ucit, amder jnno namaj a boro meditation ❤
ব্যায়াম করা হারাম হলে চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকাও হারাম, হুজুর আপনার গেয়ানের সীমাবদ্ধতা আছে, নামাজ একপ্রকার যোগব্যায়াম নয়কি
আসসালামু আলাইকুম৷ আপনার ওয়াজ গুলো ভাল লাগে।।কিন্তু যেটা যানেন না বাহ যে বিষয় knowledge নাই সে বিষয় রিচার্জ না করে কথা বলবেন না।। আগে জানুন মেডিটেশন কি তারপর এটা নিয়ে ভিডিও করবেন।।।ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম
overthinking কিভাবে বন্ধ করা যায়
Meditate
Meditation করা নির্ভর করে আপনি কোন ধরনের চিন্তা করছেন। পড়াশোনা করতে চান তার আগে মেডিটেশন করুন।মনকে শান্ত করুন। পজিটিভ থাকার জন্য মেডিটেশন করা হয় । এখানে ধর্ম টানার কিছু দেখি না আমি । নামাজ পড়া এক প্রকার মেডিটেশন। কুরআন পড়া এক প্রকার মেডিটেশন।
পৃথিবীর সব সুন্দর নিয়ম গুলো ইসলামে নিষেধ,
নিতান্তই একচোখা ও হীন উদ্দেশ্যপ্রণোদিত একটা পর্যবেক্ষণ।
Apni tahole namazke niye 1bar alochona korun .... please
Taholei bujte parben ..... islam ki ?
সহমত
আসলে পৃথিবীর সব সুন্দর গুলা ইসলামে প্রতিষ্ঠিত ভাবে স্বীকৃতিপ্রাপ্তএটা নিয়ে অনেকে একপাক্ষিক আলোচনা এবং মন্তব্য করে থাকে
Islamer sahaj o saral path (siratul mustakim) Saytan pujarir kace onek kothin mone hoy. R eisob Saytan pujarir chokhe o mone seal kore dewa hoyece jate tara r pappunyo bichar korte pare na, sudhu prithibite oshanti o bisrinkhola sristi korbei
আপনি না জেনে না বুঝে মন্তব্য করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি মেডিটেশন এর সাথে ইসলামের কোন সাংঘর্ষিক বিষয় নাই।
তাই নাকি কাঠ মোল্লা
@@iftigamer13 পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, বোকাচোদা ছাগল 🐐
@@iftigamer13 কি ভাবে হলো বুঝলাম না ।
@@iftigamer13😂😂😂😂😂😂 apni beshi janen Mone hosse 😂😂
আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন
Meditation মানে চিন্তা করা নয়। ধ্যান হলো নিজের জীবন কে জানার এক পদ্ধতি। কোন চিন্তা নয় কোন ভাবনা নয় শুধু নিজের জীবন কিভাবে চলছে তার উপর নজর দেওয়া হলো ধ্যান এটার ওনেক উপকার নিজের জীবনকে কল্যানের জন্য প্রতেকটা মানুষের করা উচিত
Hindo naki tumi
@@koliza3924কলেজা বাজা
নবী রাসুল ধ্যান করেই আল্লাহ্ কে পেয়েছেন।এই সমস্ত হুজুররা কুয়ার ব্যাঙ।
তাহলে আপনার বাবা মনে হয় ব্যাঙ এর বাচ্ছা?😂
মহানবি (সা) বলেছেন ১ ঘন্টার ধ্যান ৭০ বছরের নফল ইবাদতের সমান।😊
রেফারেন্স উল্লেখ করুন ভাই
নবি কারিম ( সা.) এই ধ্যানের কথা বলেননি,বরং তিনি নামাজের কথা বলেছেন
আচ্ছা আমি জানতে চাই মেডিটেশন করলে কি কোন গুনাহ হতে পারে যেহেতু এটি ইসলামের সাথে কোন সম্পর্ক নেই তাই কি গুনাহ হবে কি হবে না এই সম্পর্কে বললে শাইখ আমার একটু সুবিধা হত যে মেডিটেশন করলে গুনাহ হবে কি হবে না
Gunah hobe na,, Allahr rosul SM.hera huhay meditation korechilen,Quran nazil er somoy.
@@jnfnadira8959right. Eti korle salateo monojug rakha jay.. onk upokar o ase.
এই লোক ইসলাম সম্পর্কে খুব বেশি ধারনা রাখে না!
@@MojahidHossain-r5v আপনি আমার কাছে বসেন আমি আপনাকে জানাবো আমি কতটুকু জানি!
সব আপনার পীরেরা জানে
@@gazikohinurislam3543 অবশ্যই একজন কামেল পীর ইসলাম সম্পর্কে অনেক ধারণা রাখেন!
এমনি এমনি তো হুজুর হয়ে গেছে তাই না
Apnr moto vondora jne?
হুজুর আসসালামু আলাইকুম। মোরাকাবা কি?
ইসলামে মোরাকাবা সম্পর্কে কি বলা হয়েছে?
মোরাকাবা কতটুকু জায়েজ?
এই বিষয় সম্পর্কে ডিটেইলস ভিডিও দিলে উপকৃত হইতাম।
Vai apnar aro ganer ovab ekhono achei,to vai apni nobijir heraguha dhan to apnar janai nai apnake beadob bole choto korbo na.apni khub dor dia akjon hakkani alem valo kono alia madrashay vorti hoy jan.Taholei apni koborer ajab theke mukti paben.Vai apni chilchila bojhen to vaaai.
😢😮
Apnr kotha agree krte parlm na Shb e tho dorkar koi Ami tho kri r o Allah er kase jassi Ami obossho meditation shomoy think kri Amr rober kase jawar upay gulo
অতীতে লেখাপড়া বিষয়ক একটি ভুল সিদ্ধান্তের কারণে আমার পরিবার আমাকে প্রচন্ড মানসিক কষ্টে রাখেন। আমি কোনোমতেই শান্তি পাচ্ছি না। বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছি কিন্তু পারি নাই। এমতাবস্থায় আমি কি করতে পারি
একজন জ্ঞ্যানী লোকের সাথে আলোচনা করুন।
আসো পালিয়ে বিয়ে করি
সুরা আর রহমান শুনবেন মানসিক শান্তি পাবেন।গভীর ভাবে নামাজ পড়ুন শান্তি পাবেন।
কোয়ান্টামের সাথে বিদ্যানন্দের সাদৃশ্যতাঃ
সাম্প্রতিক সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাহাড়ে জমি কেনার সাথে কোয়ান্টামের সাদৃশ্যতা নিয়ে ইতিমধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন। আমি আর জমির বিষয় আলাপ করছি না। আমি আলাপ করতে চাই অন্য বিষয়।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের মত শত শত স্বেচ্ছাসেবী এনজিও বাংলাদেশে সেবামূলক কাজ করেন। কিন্তু কোয়ান্টাম ছাড়া কোন ফাউন্ডেশনই নিজেদের আত্মপ্রচারের কৌশল অবলম্বন করেন না, কেন সেটা পরে বলছি। বিদ্যানন্দ ফাউন্ডেশন এক টাকার আহার কর্মসূচীকে হাইলাইটস করে আলোচনায় এসেছে। বিভিন্ন বিশেষজ্ঞরা ইতিমধ্যে এর রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে এনেছেন। অর্থ্যাৎ স্বেচ্ছাসেবী কর্মসূচীর আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের একটা উদ্দেশ্য বা মনোবাসনা দেখা যাচ্ছে।
অন্যদিকে কোয়ান্টাম ফাউন্ডেশন লামার স্কুলকে হাইলাইটস করার চেষ্টা করেন। আমার মনে প্রায়ই প্রশ্ন জেগেছে যে, লামার কসমো স্কুল কি একটি স্পোর্টস স্কুল? আপনি লক্ষ্য করলে দেখবেন- কোয়ান্টাম কসমো স্কুলের খেলাধুলাকেই বারবার হাইলাইট করার চেষ্টা করে ফাউন্ডেশন। কিন্তু কেন? এর প্রধানতম কারণ যেটা আমার কাছে মনে হচ্ছে, তা হলো রাতারাতি প্রচারের বা বিজ্ঞাপনের একটা কার্যকরী কৌশল। আপনি কসমো স্কুলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্যের তেমন কোন সংবাদ পাবেন না। যা পাবেন তা অতি নগন্য। অর্থ্যাৎ উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য কোন সাফল্য নেই। ফলে কোয়ান্টাম ফাউন্ডেশন রাতারাতি বিজ্ঞাপনের কৌশল হিসাবে খেলাধুলাকে সামনে নিয়ে এসেছে।
মানুষের দানের টাকায় পরিচালিত হয় এই স্কুল। মানুষ কি খেলোয়াড় বানানোর জন্য টাকা দেয়? নাকি দেশ ও জাতির কল্যাণে আলোকিত নাগরিরিক গড়ার উদ্দেশ্যে টাকা দেয়?
কোয়ান্টাম ফাউন্ডেশন এসব খেলোয়াড় তৈরীর পেছনে শত শত কোটি টাকা ব্যায় করেন। বিদেশ থেকে কোচ এনে এসব খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশ্ন হলো- দানের টাকায় খেলোয়াড় তৈরী করা নৈতিকভাবে কতটা বৈধ ও গ্রহণযোগ্য। মানুষ তো দান করেন সৎ উদ্দেশ্যে ইয়াতিমদের কল্যাণের জন্য। এই টাকা কি বিনোদনের জন্য খরচ করা জায়েজ? কিংবা গ্রহণযোগ্য? কখনোই নয়।
কিন্তু কোয়ান্টাম কেন এসব করছে? এর উত্তর হলো বিদ্যানন্দের মত তারাও নিজেদের হাইলাইস করে আড়ালে অন্য উদ্দেশ্য হাসিল করতে চায়। বিদ্যানন্দ হয়ত রাজনৈতিক উদ্দেশ্যে করছে। আর কোয়ান্টাম করছে টাকা কামানোর ধান্দা হিসাবে।কোয়ান্টাম কোর্সে এসব মুখরোচক ভিডিও দেখিয়ে কোয়ান্টাম সদস্যদের আবেগাপ্লুত করে পকেট কাটা সহজ হয়।
তাছাড়া আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করেন, তাহলে দেখবেন এসব অপচয়ের মাধ্যমে সৃষ্টির সেবা হওয়ার নুন্যতম কোন সম্ভাবনা তো নাই বরং গুনাহের ভাগিদার হওয়ার সম্ভাবনা শতভাগ।
মানুষের দানের টাকায় সাংষ্কৃতিক অনুষ্ঠান কনসার্ট এসব কি মানুষের পরকালীন কল্যানের উছিলা হতে পারে নাকি ধ্বংসের উছিলা হতে পারে? পাঠক মন্ডলী আপনারাই বিচার করুন।
অল্পবিদ্যা খুব ভয়ংকর।
বেনামি বদনামী,সিডাক খাইছেন!
মুসলিম রা সবথেকে ভালো মেডিটেসনকারী কার পাঁচ বার নামাজ দোয়া জিকির
এই জন্য সারা দুনিয়ায় মুসলমানের খুব উন্নতি তাইনা????
@@ferraryboy7898 Uni ki ei kota bolsen? 2 line beshi bujen naki?
@@asad_chowdhury_18 মেডিটেশন না করে কি বাল ছিড়লেন
@@ferraryboy7898eta kiyamah time so ekon muslim er poton hobei age akheri jamana niye poren tarpore comment koirej
@@Only2Account apni poren,pore ultaia felen.
হুজুর আরো পড়াশোনা করেন
Ami shobshomoi oshustho thaki Tai chacchilam meditation Korte . Meditation kora ki Islam e jayej hobe Jodi shudhu Allah k nie chinta kora hoi ? Eta hinduder udvabito kintu Amra to onek treatment e nei jegula kina bidhormider abishkrito tahole meditation ke shaokhra keno haram bole Jodi ei shomoi shudhu Allah k nie chinta kora hoi ? Jante chai please...
এক সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো উপাসনা ইসলামে নিষেধ। ধ্যান নিষেধ হবে কেন ? আমাদের মন প্রতিনিয়ত কোন না কোন বিষয়ে ছুটে চলেছে। মনকে এক বিষয়ে একাগ্র করলেই আল্লাহ চটে যাবেন, এটা বাজে কথা নয় ?
ফতোয়া একটা দিয়ে দিলেই হবে না; ভালো করে জেনে বুঝে দিতে হবে হুজুর।
Tai tao shobar namaze upokar pabe mone Shanti kom abong nai r hay prothom er por meditation ki bolechhen janina janaben.
হজুর আপনি আগে মেডিটেশন সম্বন্ধে জানুন তারপরে বয়ান করুন। আপনার তো মেডিটেশন সম্বন্ধে কোন ধারণাই নেই। এটা এক ধরনের শরীরচর্চা ।
আপনার মধ্যে মেডিটেশন/ধ্যান সম্পর্কে জ্ঞানের অভাব রয়েছে। আগে নিজে জানুন,তারপর অন্যকে বলুন
হুজুর বলছে মেডিটেশন করা জায়েজ ততে কোয়ান্টামে যেভাবে করায় সেইটা জায়েজ বা
তাহলে হযরত মোহাম্মদ (স) হেরা গোহায় কী করতেন?
মহিলারা কি ভাবে মোরাকাবা করবে এই বিষয়ে যদি বলতেন।
তাহলে আমি উপকৃত হতে পারতাম।
জদি মেডিটেসনে আল্লাহ তায়ালার জিকির করা হয়
ধন্যবাদ
@@Mdmiraj-di6cq সুন্দর
তাহলে ঠিক আছে
আমাদের নবী (সা:) হেরা গুহাতে তাহলে কি করছিলেন? শায়েখ?
নামাজই হল একমাএ প্রশান্তির মাধ্যম ❤
মহানবি স: কি হেরা পর্বতের গুহায় ধ্যান করেন নাই?
মাশাআল্লাহ সুন্দর আলোচনা করেছেন
Meditation ache....Allah r saron e Meditation...Nabi ji o kore chilen..but akhon j sob Meditation hochche...agulo vul...
মেডিটেশনে বসে ওম ওম করা গুনাহ র কাজ ব্রেইন সাফ রাখা গুনাহ না।
মেডিটেশন সম্পর্কে আপনার কোন ধারণা নাই। মেডিটেশনের সঙ্গে কোন ধর্মের কোন সম্পর্ক নাই।
উনিতো বলেছেন মেডিটেশনের সাথে ইসলামের সম্পর্ক নেই।কথা ভালোভাবে শুনে অতঃপর মন্তব্য করুন
@@kaosargamer7736 আপনিও ভালোভাবে আমার মন্তব্যটা পড়েন। আমি বলেছি, কোন ধর্মের সঙ্গেই মেডিটেশনের সম্পর্ক নাই। মেডিটেশন ও ধর্ম সম্পূর্ণ আলাদা জিনিস। জেনে শুনে বুঝে এবং চর্চা করে বলছি। না জেনে চুপ থাকা ভালো। কিন্তু উল্টোপাল্টা বলে মানুষকে বিভ্রান্ত করা খুবই খারাপ।
@@FilmDiaryofShajahanShamim hmmm
ইসলাম ধর্ম টা কি আপনাদের বাবার দেওয়া ধর্ম পেয়েছেন নাকি?? যে যেটা পারছেন সেটা বলতেছেন?
আমাদের নবী 15 বছর হেরাগুহায় কি করেছিল???
subliminal কী হারাম?
অল্প বিদ্যা ভয়ংকর
আপনি ঠিক বলেছেন
আপনার জ্ঞানের অভাব ধ্যান সম্পর্কে আপনার কোন জ্ঞান নেই। স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্কে গভীর ভাবে ভাবার কথা পবিত্র কুরআন এ আছে। গভীর ভাবে ভাবনার জগতে যাওয়ার জন্য শরীর এবং মন কে সান্ত অবস্থায় নিয়ে যেতে হয় যার আর এক নাম মনোযোগ। মনোযোগ ছাড়া নতুন কিছু উপলব্ধি করা সম্ভব নয়।
সব কিছুর উত্তর সংক্ষেপে দিলে হয় না!
কি ভাবে দিবে এরা তো ইমান চোর
You are wrong..….......Islam a moraqaba ja shetai English a mediteti
মেডিটেশন করলে ইসলাম ধর্ম থেকে কেনো বের হবে? ইসলাম, ইসলাম এর জায়গায়, মেডিটেশন, মেডিটেশন এর জায়গায়। বরং প্রত্যেক মানুষেরই মেডিটেশন করা দরকার। ওসিডি, ডিপ্রেশন এসব থেকে বের হতে মেডিটেশন খুবই দরকার।
মেডিটেশন অন্য ধর্ম থেকে এসেছে, ইসলাম থেকে না।
হযরত মোহাম্মদ (সা) হেরা গুহায় কি করতেন??
.handel
Jara namaz na pore ..... Tader meditation kora projon hote pare..... but je namaz pore tar meditation er ki projon ?
মাথায় কিছু নাই। কি বলবে!🤣
মেডিটেশন হলো ব্রেইনের ব্যাম
মেডিটেশন নাজায়েজ এটা কি ইসলামের কোনো পুস্তকে লেখা আছে।।।
Surah al emran 121
মেডিটেশন করা বা ভাবা আরও ছাওয়াবের কাজ
Vai ...doya kore nijer dhormoke valo kore janun ..... Tahole apni nijei sofolota dekhte paben.....
যদি মেডিটেসনে সূরা তিলাওয়াত শুনি তবে কি জায়েজ হবে,,
sukorer gosto bismillah bole khaile ki gosto jayej hobe , Vai.....???
মেডিটেশন হারাম
কিনা এটা জানেন?
মেডিটেশন মানে কি?
@@alorpoth9916
Nabi karim sa: nijeo dhen korten. Ete namaje monojug o shad bare. Kivabe dhen ba meditation korle haram hoye jabe seta apni ullekh korenni. Maximum e apnar uttor emn opurno hoy. Amra jara apnader mukher kothay kaaj kori tader ki upay hobe Jodi emn opurno uttor pai ? Asole meditation islame jayej ebong Valo. But bortomane j vabe onekei meditation kore ta haram...