আমার এই ভিডিওটিতে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয়ায় দুই বার সরিয়ে নিতে হয়েছে। বার বার আপলোড করার জন্য আমি দু:খিত। ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে ব্যাপারে সজাগ থাকবো।
@@SalahuddinSumon vai apnar theke reply konodin vabini. ami apnar sob video dekhechi. apni khub vlo akta topics niye kaj koren jeta ami onno karo kache paini. Love from Bagerhat ❤ Somoy thakle bagerhat aisen. Bagerhat e onek historical place ache. Apni bagerhat er historical place niye vlog korle khushi hobo. Thanks Vai ❤❤
আলহামদুলিল্লাহ আমি মুর্শিদাবাদের ছেলে.. যিনি সুমন কে সাপোর্ট করছিলেন আজিজুল উনার বাংলা বলা টা একদম আমাদের মুর্শিদাবাদের মতো.. টানাটানা.. এক কোথায় দারুন ভিডিও..
দেখে মনে হলো মানুষ গুলো খুবই সরল। যেন তারা দুনিয়ার কোন ঘোরপ্যাঁচ বোঝেনা। জীবন কারো কাছে ছোট। কারো কাছ বড়। কারো কাছে আনন্দের। কারো কাছে বেদনার। ধন্যবাদ। সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। "কোলকাতা থেকে"
আপনি যে সাংবাদিক তা জেনে ভাল লাগল।আপনার ব্লগ আরো অনেক ব্লগার দের থেকে স্বতন্ত্র। তা ছাড়া আবহ সংগীত খুবই সুন্দর হয়েছে।আমি কলকাতার বাসিন্দা।অনুষ্ঠানটা দেখে এক দৌড়ে কাঁটা তারের বেড়া ভেঙে একাত্ম হাতে চাইছে মন।
দাদা আপনার আবেগ তাড়িত কথা আমাকে ব্যাথিত করেছে। কিন্তু সমস্যা হচ্ছে, বাংলাদেশ ভারত পাকিস্তান এই সকল দেশেই ধর্মীয় বিভাজন মাথা চাড়া দিয়ে উটেছে। তাই মানুষের আবেগ এর মূল্য নেই।
সুমন ভাই আমি ভারতের পশ্চিম বঙ্গের বাসিন্দা। আপনার প্রতিবেদনে বাংলাদেশের গ্রাম বাংলা কে যেভাবে তুলে ধরেছেন তা হৃদয় ছুঁয়ে যায়। গ্রামের মানুষের কতটা ভালো বাসা পেলে আর ওদেরকে কতটা ভালবাসলে ওদের মনের কাছাকাছি পৌঁছানো যায় আপনার ভিডিওতে সেটাই প্রস্ফুটিত হয়েছে। সেই জন্যই আপনাকে আমার একান্ত নিজের মানুষ বলে মনে হয়। আপনাকে আমাদের পশ্চিম বাংলার গ্রামীণ জীবনের মানুষের সুখ দু'খ নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য অনুরোধ জানাই
দাদা আপনার উপস্থাপনা খুব সুন্দর। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। দুই বাংলার প্রান্তিক মানুষের দুঃখ কষ্ট একই। এর যেন কোনো শেষ নেই। কিন্তু নিঃসম্বল মানুষগুলোর হৃদয় খুব বড়। এ বাংলা আমার খুব পরিচিত , একান্ত আপন। আপনার ও ওখানকার মানুষের জন্য অনেক শুভকামনা রইল।
সুমন ভাইকে অনুরোধ, আরেকবার এসে আজিজুল ভাই এর বাড়িতে থাকবেন এবং আমাদের তা দেখার সুযোগ করে দিবেন,,, কত সহজ সরল ভাল মানুষ আমার প্রানের রাজশাহীর মানুষ গুলো♥♥ অবিরাম ভালবাসা,
খুব ভালো একটা অনুভুতি হলো ভাই ওই মানুষগুলোর দুঃখে দুঃখিত কিন্তু ওদের সরল্যে মন মুগ্ধ হলো। মানুষ কতইনা দুঃখ কষ্টে জীবন যাপন করে শহরে বসে আমরা কিছুই টের পাই না। কতইনা মানুষের বিচিত্র জীবন 🙏🙏 আমি কলকাতা শহরের লোক কিন্তু ওদের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা ❤️❤️
চরখানপুরের মানুষ কঠোর পরিশ্রম করে জীবন সংগ্রামে ঠিকে রয়েছে। তাদের এই আশা নিরাশার দোলাচলে চলছে জীবনের তরী । সালাউদ্দিন সুমন ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি চমৎকার ভাবে সমাজের সাধারণ মানুষের জীবন যাপন তুলে ধরেছেন। হবিগঞ্জ জেলা সদর থেকে দেখছি।❤❤❤❤❤❤❤❤❤
আপনার ভিডিও গুগো যথেষ্ট তথ্যবহুল ও বাস্তব জীবন ঘেষা, অপেক্ষায় থাকি ভিডিও আপলোডের, আর আসা মাত্রই এক বসায় দেখে শেষ করে ফেলি! সবার ভালোবাসা আর ভালোলাগায় এগিয়ে চলুন❤
সত্যি ভাই আমি খুবই মর্মাহত,দৃশ্য গুলো দেখে খুব কষ্ট পেয়েছি। আল্লাহ পাক সবাইকে সুস্থ সবল সবাইকে নদী ভাংচুর হতে রক্ষা করুক আমীন। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে মায়াবী কন্ঠে দৃশ্য গুলো তুলে ধরার জন্য।
মাত্র কয়েকটি বাড়ি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার নিকট দাবি রাখছি এই নদী ভাংগা অসহায়, সহজ সরল মানুষগুলো কে খাস জমিতে বসবাসের ব্যবস্থা করতে, দোয়া করি তারা-ও ভালো থাকুক আমিন।
বর্তমান যুগে মানুষ এতটা কষ্টের মাঝে জীবন যাপন করে আমার জানাছিলো না। আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারলাম,,, আমি টাঙ্গাইল থেকে দেখছি। এই মানুষ গুলা খুব সহজ সরল।ধন্যবাদ সুমন ভাই।
হয়তো এই সহজ সরল মানুষ গুলোকে আর্থিক ভাবে সহায় করতে পারবোনা। তবে এই সব মানুষের দুঃখ কষ্ট দেখে, চকের একফুটা জল ছাড়া আর কিছুই দিতে পারলামনা। হে খোদা, সবাইকে তুমি ভালো রেখো।
ভাই দয়া করে আপনি আর কোনো ভিডিও বানাবেন না প্লিজ??? 🙏🙏🙏 কেন না আপনি এতো সুন্দর সুন্দর জায়গায় যান কতো সুন্দর বিশ্লেষণ আপনার এককথায় অসাধারণ ..... এসব দেখে লোভ সামলাতে পারিনা মন ছুটে চলে যেতে যায় আপনার মত ঘুরতে ।।। ধন্যবাদ ভাই আমাদের সামনে এতো সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার জন্য 👏👏👏 আপনার সব ভিডিও আমি বারবার দেখি আমার কাছে আপনি দেশের সেরা বেস্ট ব্লগার love you
আমি পশ্চিম বঙ্গের বাসিন্দা, আমি এই এলাকা গুলো ম্যাপে দেখতে দেখতে খুব আগ্রহ ছিল জায়গা গুলোর সম্পর্কে বিস্তারিত জানার। আজ আপনার এই প্রচেস্টার জন্য অনেক কিছু জানতে পারলাম।
অসমৰ প্ৰধান সমস্যা হ'ল মহাবাহু ব্ৰহ্মপুত্ৰ নদী আৰু ইয়াৰ উপনদী সমূহ আৰু বাংলাদেশৰ প্ৰধান সমস্যা হ'ল মহাবাহু পদ্মা নদী 😭😭 অনেক কষ্টসাধ্য জীৱন নদীপৰীয়া মানুহৰ ,,,,এই কষ্টসাধ্য জীৱন চহৰৰ মানুহে বুজি নাপায় 😭😭😭 so love from Assam ❤️❤️❤️
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আসলে আমাদের যাবার মতো সময হয়না, আপনার ভিডিওটা দেখে মানুষের কষ্ট গুলো বুঝতে পারলাম যা আমাদের দেশে না জানি কত লোক কত কষ্টে আছে আল্লাহতালা আমাদের দেশটাকে দরিদ্র মুক্ত করুক
I am from West Bengal ( Hooghly).I am very much impressed as well as sad to see the troublesome life of the inhabitants of this Char khanpur village. I pray to God to keep them good and to provide them courage to bear all kinds of calamities.
ভাইজান আপনার উপস্থাপনা দেখলে মুগ্ধ হয়ে যায় ধন্যবাদ আপনাকে ভাই সৌদি আরব থেকে, পাড়ের লোক গুলো দেখে খুবই কষ্ট লাগছে আললাহ্ তুমি তাদের কে হেফাজত করুন আমিন।
ভিডিওটা দেখে চোখের জল ধরে রাখতে পারলাম না ।সুমন ভাই আপনি বাকি যে দুটো চরের কথা বললেন সেখানকার ভিডিও চাই। প্লিজ আপনি আমার কথাটা রাখবেন ভারতবর্ষের মালদা থেকে বলছি।
ভাই আমি আপনার সঙ্গে কথা বলতে চাই একবার আপনার সবগুলো ভিডিও আমি দেখি শেষ করে দিয়েছি আপনার ভিডিও না দেখলে আমাকে ভালই লাগেনা ডাউনলোড করে একই ভিডিও বারবার দেখতে হচ্ছে প্লিজ আরও ভিডিও দেন
সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও প্রামান্যচিত্রগুলো সত্যিই মনোমুগ্ধকর। মনটা ভরে যায়, যেন সব কিছু ভুলে হারিয়ে যাই তার এই প্রামান্যচিত্রের গভীরে। অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে।।❤❤❤❤
সুমন ভাই আপনার vdo গুলি আমি দেখি বাংলাদেশ কে চিনতে পারছি আমি বাঁকুড়া জেলার মানুষ মামার বাড়ি ছিল মায়মন্সিংহ তাই বাংলাদেশ সম্পর্কে জানতে ভালো লাগে আপনার পুরান স্থাপনা বিষয়ক ভিডিও গুলি খুব ভালো আমাদের জেলার বিষ্ণুপুরে আছ পঞ্চদশ শতকের স্থাপনা এই শহর মন্দির নগরী নামে বিখ্যাত
সালাউদ্দিন ভাই আমি সৌদি প্রবাসী আমার দেশের বাড়ী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আমি আপনার অনেক ভিডিও দেখেছি।এতে আমার জন্মভুমি বাংলাদেশের অনেক জায়গা এবং জায়গার ইতিহাঁস সম্পর্কে জেনেছি।আমার খুব ভালো লেগেছে।আপনাকে অনেক ধন্যবাদ।
Suddenly I saw this video. It's an excellent video reporting from ground. Now I decided to see all the videos uploaded by you. We also need reporters like you. From Assam, India.
সালাউদ্দীন সুমন ভাইয়ের ভিডিও গুলো দেখে খুব ভালো লাগে। সেই শ্রীলঙ্কার আদম পাহাড়ের ভিডিও থেকে ভারত সহ সকল ভিডিও এবং সকল উপস্থাপন অসাধারণ ভাই। আজ আমি আপনার ভিডিও দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম চরখানপুরে সেই আজিজুল ভাইয়ে সাথে আপনার অনেক গুলো ভিডিও দেখেছি কিন্তু আজ সব কিছু দেখলাম কিভাবে আজিজুল ভাইয়ের সাথে আপনার এতোটা ভালোবাসা জন্মালো সেই ৩১ সে আগষ্ট ২০২০ সাল থেকেই আজিজুল ভাইয়ের প্রতি ভালোবাসা অবিরাম অন্তহীন হয়ে আছে। ❤️❤️👍👍
Vai, ei video ta 3rd time upload dilen. Video te ki problem ?
আমার এই ভিডিওটিতে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয়ায় দুই বার সরিয়ে নিতে হয়েছে। বার বার আপলোড করার জন্য আমি দু:খিত। ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে ব্যাপারে সজাগ থাকবো।
@@SalahuddinSumon vai apnar theke reply konodin vabini. ami apnar sob video dekhechi. apni khub vlo akta topics niye kaj koren jeta ami onno karo kache paini.
Love from Bagerhat ❤
Somoy thakle bagerhat aisen. Bagerhat e onek historical place ache.
Apni bagerhat er historical place niye vlog korle khushi hobo.
Thanks Vai ❤❤
Sumon vai mone mone jta vabchilam tai holo.
@@SalahuddinSumon thik ache kono problem nai...
@@SalahuddinSumon g GH abld maybe he was
এই ভিডিও এর মাধ্যমে আজিজুল ভাই এর সাথে আপনার প্রথম দেখা। তার পর থেকে কি ধারণা ভালোবাসা এক বন্দন তৈরি হয়েছে। যেন একটা মনের প্রশান্তি।
ভাই এই ভিডিও টাই খুজতেছিলাম আলহামদুলিল্লাহ পেয়ে গেছি
❤❤
সুমন ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি আমার খুব দুঃ লাগছে মানুষ গুলো খুব কষ্ট হয় আল্লাহ তায়ালা ভালো রাখুন
Thank u ,
I am form India
আলহামদুলিল্লাহ আমি মুর্শিদাবাদের ছেলে.. যিনি সুমন কে সাপোর্ট করছিলেন আজিজুল উনার বাংলা বলা টা একদম আমাদের মুর্শিদাবাদের মতো.. টানাটানা.. এক কোথায় দারুন ভিডিও..
Apna onak baggoban,
Rajshahi & Murshidabad pasapasi...e jonno vasa onkta same...
সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুখ দুঃখ তুলে ধরছেন।
♥️
ভাই একটা কথা না বললেই না, আপনার সব ভিডিও দেখি সুধু মাত্র আপনার অসাধারন উপস্থাপনার জন্য। দারুন বলেন ভাই আপনি। ধন্যবাদ। আপনার উন্নতি কামনা করছি।
দেখে মনে হলো মানুষ গুলো খুবই সরল। যেন তারা দুনিয়ার কোন ঘোরপ্যাঁচ বোঝেনা। জীবন কারো কাছে ছোট। কারো কাছ বড়। কারো কাছে আনন্দের। কারো কাছে বেদনার। ধন্যবাদ। সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন।
"কোলকাতা থেকে"
খুবি ভালো লেগেছে এক কথায় অসাম আর মানুষের কষ্টযে কতটা হতে পারে তা দেখলাম আল্লাহ এই গরিব মানুষের কষ্ট দুর করেদেন আমিন
আপনি যে সাংবাদিক তা জেনে ভাল লাগল।আপনার ব্লগ আরো অনেক ব্লগার দের থেকে স্বতন্ত্র। তা ছাড়া আবহ সংগীত খুবই সুন্দর হয়েছে।আমি কলকাতার বাসিন্দা।অনুষ্ঠানটা দেখে এক দৌড়ে কাঁটা তারের বেড়া ভেঙে একাত্ম হাতে চাইছে মন।
দাদা
আপনার আবেগ তাড়িত কথা আমাকে ব্যাথিত করেছে।
কিন্তু সমস্যা হচ্ছে, বাংলাদেশ ভারত পাকিস্তান এই সকল দেশেই ধর্মীয় বিভাজন মাথা চাড়া দিয়ে উটেছে।
তাই মানুষের আবেগ এর মূল্য নেই।
যাক দাদা আপনাকে কোরা এর বাহিরে এখানেও পেলাম।
Reza Karim Bhai thik bolacea. Ata rajnoitik sorojontro chara kicui noy
Tar age dhormo poriborton korun nato kafir ra besi din bache na muslim deshe.
🙋🙋🙋🙋
আমি প্রায় কেঁদে ফেলেছিলাম। হে আল্লাহ ! তুমি তাদের সমস্ত কষ্ট সরিয়ে দিয়ে সূখ সমৃদ্ধি দান করুন।।
কিছু বলার ভাষা নাই আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখো আল্লাহ করিম
সুমন ভাই আমি ভারতের পশ্চিম বঙ্গের বাসিন্দা। আপনার প্রতিবেদনে বাংলাদেশের গ্রাম বাংলা কে যেভাবে তুলে ধরেছেন তা হৃদয় ছুঁয়ে যায়। গ্রামের মানুষের কতটা ভালো বাসা পেলে আর ওদেরকে কতটা ভালবাসলে ওদের মনের কাছাকাছি পৌঁছানো যায় আপনার ভিডিওতে সেটাই প্রস্ফুটিত হয়েছে। সেই জন্যই আপনাকে আমার একান্ত নিজের মানুষ বলে মনে হয়। আপনাকে আমাদের পশ্চিম বাংলার গ্রামীণ জীবনের মানুষের সুখ দু'খ নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য অনুরোধ জানাই
দাদা আপনার উপস্থাপনা খুব সুন্দর। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। দুই বাংলার প্রান্তিক মানুষের দুঃখ কষ্ট একই। এর যেন কোনো শেষ নেই। কিন্তু নিঃসম্বল মানুষগুলোর হৃদয় খুব বড়। এ বাংলা আমার খুব পরিচিত , একান্ত আপন।
আপনার ও ওখানকার মানুষের জন্য অনেক শুভকামনা রইল।
Khub bhalo laglo.
@@tarakdas8325 go
Quick question 1
À
ধন্যবাদ ভাই
eeqdeetuol
নদীভাঙ্গা প্রান্তিক জনগোষ্ঠীর বিরহ গাঁথা তুলে ধরায় সুমন ভাইকে ধন্যবাদ। সরকারের পাশাপাশি বেসরকারি ব্যাক্তিদের নজর দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রহিল।
ধন্যবাদ সুমন ভাই, এমন প্রতিবেদনের জন্য, আল্লাহ এই গ্রাম বাসীদের সহায় হোন। এই মানুষ গুলো অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করে।
মহান সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার শুকরিয়া করি,,, তাদের জীবনের চাইতে আমাদের জীবন শতছন্দের ও সুখের,,,
আমার আর সজ্জ হলোনা কাঁদতে কাদতে আমি ক্লান্ত হয়ে পরলাম এই দুখি মানুষদের দেখে। আল্লাহ আমরা কত অসহায়।
দাদা আপনি অনেক জায়গায় গিয়েছেন, অনেক ভিডিও আমাদের উপহার দিয়েছেন , আপনি দিনাজপুরে কান্তজিউ মন্দিরের একটা ভিডিও উপহার দিবেন
মনটা বেদনায় ভরে গেল।আসুননা আমরা সবাই ঐ মানুষ গুলার পাশে দারাই
ভাই এইসব বিডিও দেখলে অনেক কষ্ট লাগে নদী ভাঙন অনেক কষ্টের জীবন আল্লাহ্ তুমি হেফাজত করো তাদের যারা এই পরিস্থিতিতে আছে
বাংলার মেধাবী সন্তান সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সৌজন্যে আমরা ঘরে বসে বাংলাদেশটাকে ঘুরে দেখার সুযোগ পাচ্ছি।
আমরা যারা নৌ ভ্রমণের মাধ্যমে বাৎসরিক বনভোজন করি, তারা এসব এলাকায় যেয়ে আমাদের আনন্দকে তাদের আনন্দের সাথে মিলিয়ে নিতে পারি।
আমি একজন ভারতীয়। দাদা আপনার ভিডিও গুলো সত্যি খুব ভালো। যতখন দেখি ততখন সপনে ডূবে jai
মাইয়া মানুষরে দাদা বলেন এটা কি
দাদা,বাংলাদেশে আশার দাওয়াত রইল।
দাদা কালকেই তো এই ভিডিও টা দেখলাম । ,, ভালো লাগে আপনার উপস্থাপনা তাই বার বার দেখি । Love you from ,, murshidabad ,, India ,
Dada aponar number ta diban?
Sumon daa Ami Kolkata thake bol6e apner sob vedio dekhi khub sundor lage
নদী ভাংা মানুশের কস্ট গুলো বড়ই বেদনার, আল্লাহ তাদের সহায় হোন
দাদা ভিডিও টি ভালো লাগলো আমি ভারত থেকে দেখছিলাম , মানুষের কষ্ট দেখে চোখে জল অসলো 😢😢
সুমন ভাইকে অনুরোধ, আরেকবার এসে আজিজুল ভাই এর বাড়িতে থাকবেন এবং আমাদের তা দেখার সুযোগ করে দিবেন,,, কত সহজ সরল ভাল মানুষ আমার প্রানের রাজশাহীর মানুষ গুলো♥♥ অবিরাম ভালবাসা,
ভাই, আমাদের শুধু রোহিংগাদের সহযোগিতার করি। কিন্তু পাশাপাশি এসব চর বাসির সহযোগিতা করা উচিৎ।
You are not helping ruhinga people look world help for ruhinga people so respect humans
ঠিকিই বলেছেন ভাই
@@sweetrahman5631 l
L
Right
খুব ভালো একটা অনুভুতি হলো ভাই ওই মানুষগুলোর দুঃখে দুঃখিত কিন্তু ওদের সরল্যে মন মুগ্ধ হলো। মানুষ কতইনা দুঃখ কষ্টে জীবন যাপন করে শহরে বসে আমরা কিছুই টের পাই না। কতইনা মানুষের বিচিত্র জীবন 🙏🙏 আমি কলকাতা শহরের লোক কিন্তু ওদের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা ❤️❤️
চর খান পুর দেখে অনেক ভালো লাগল, নদী ভাংগা মানুষ গুলোকে দেখে খুবই কষ্ট পেলাম, আল্লহ তাদের সহায় হোক। আজিজ ভাই এর আতিয়কতা দেখে মুগ্ধ হলাম।
সত্যিই খুব কস্টময় জীবন যাপন 😭, আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে ❤️❤️🙏
Bhai tomar bari kothy amio tapas Amar name tapas sagarpara murshidabad e bari amar
Ami to Murshidabad er Kandi theke dekhchi video ta
@@food_status-p7j আমার jiaganj বাড়ি
লোচনপুর চিনো?
নদীর এক কুল ভাঙে আরেক কুল গরে। এই তো জীবন
চরখানপুরের মানুষ কঠোর পরিশ্রম করে জীবন সংগ্রামে ঠিকে রয়েছে। তাদের এই আশা নিরাশার দোলাচলে চলছে জীবনের তরী । সালাউদ্দিন সুমন ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি চমৎকার ভাবে সমাজের সাধারণ মানুষের জীবন যাপন তুলে ধরেছেন। হবিগঞ্জ জেলা সদর থেকে দেখছি।❤❤❤❤❤❤❤❤❤
আল্লাহ একমাত্র তুমিই পারো এই চরবাসী মানুষ গুলোর দুঃখ কষ্ট দূর করতে,,,,এক কথায় বলতে গেলে আপনার সকল ভিডিও গুলোই অসাধারণ হয়,,,, carry on
কি বলবো বলার কোনো ভাষা নেই আল্লাহ সবাইকে হেফাজত করুক
ভাই ছোট বেলা হতেই, ঢাকায় বাস করি,কিন্তুু গ্রামেরএই সবুজ শ্যামল দৃশ্য দেখে ব্যাকুল হয়ে যাই আমি,দারুণ ভিডিও গুলো আপনার সুমন ভাই। জাহিদ জুরাইন, কদমতলী,ঢাকা।
এই ভিডিও টি দেখার আগে আমি নিজেকে খুব ই অকৃতজ্ঞ ভাবছিলাম মহান আল্লাহর কাছে কিন্ত সত্যি মহান আল্লাহ আমাদের সকলকে খুব ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ
আপনার ভিডিও গুগো যথেষ্ট তথ্যবহুল ও বাস্তব জীবন ঘেষা, অপেক্ষায় থাকি ভিডিও আপলোডের, আর আসা মাত্রই এক বসায় দেখে শেষ করে ফেলি! সবার ভালোবাসা আর ভালোলাগায় এগিয়ে চলুন❤
সত্যি ভাই আমি খুবই মর্মাহত,দৃশ্য গুলো দেখে খুব কষ্ট পেয়েছি। আল্লাহ পাক সবাইকে সুস্থ সবল সবাইকে নদী ভাংচুর হতে রক্ষা করুক আমীন। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে মায়াবী কন্ঠে দৃশ্য গুলো তুলে ধরার জন্য।
আসলে আমাদের মানুষের মধ্যে যত ভেদাভেদ জাগা জমি নিয়ে পশু পাখির মধ্যে কোন ভেদাভেদ নাই তারাই প্রকৃত স্বাধীন😰💖
ধন্যবাদ আপনাকে এমন একটা রিপোর্ট করার জন্য। খুব ভালো লাগলো
ভারত থেকে বলছি ভগবান আপনাদের মঙ্গল করুন
প্রথমবার আজিজুল ভাইকে এই ভিডিও তেই দেখতে পাই। ❤️
মাত্র কয়েকটি বাড়ি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার নিকট দাবি রাখছি এই নদী ভাংগা অসহায়, সহজ সরল মানুষগুলো কে খাস জমিতে বসবাসের ব্যবস্থা করতে, দোয়া করি তারা-ও ভালো থাকুক আমিন।
বর্তমান যুগে মানুষ এতটা কষ্টের মাঝে জীবন যাপন করে আমার জানাছিলো না। আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারলাম,,, আমি টাঙ্গাইল থেকে দেখছি। এই মানুষ গুলা খুব সহজ সরল।ধন্যবাদ সুমন ভাই।
সালাউদ্দিন সুমন ভাই বাংলাদেশের গ্রাম ঘুরে সুন্দর নিদর্শনগুলো ভিডিও করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
খোব ভালো লাগলো আর খোব কষ্ট লাগলো
সুমন দা আপনার কথা বলার মধ্যে একটা ভালো জিনিষ খুঁজে পাই । খুব ভালো লাগে আপনার কথা বলার ধরন টা
আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি, আলহামদুলিল্লাহ,,,,,
কি করে ৩৩ টা মিনিট নিয়ে নিলেন,,খুব ভালো লাগলো,, আপনার উপস্থাপনা খুব ভালো লাগে ,,, সালাম নেবেন ,,, ভারত থেকে দেখছি।
India ar Bangladesh er khomotashali manusher uchit eder jonyo sthayi thakar babostha kore dea. 😭😭😭🙏🇮🇳🌏 Jai Hind Jai Bangladesh
অসাধারণ 💐🙏💐💐💐💐,আমি মুর্শিদাবাদ থেকে 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ভাই আমি ভারত থেকে আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে। আমার নাম মুসা করিম। আমার বাড়ি WEST BENGAL. জেলা নদীয়া বাড়ি আমার।
হয়তো এই সহজ সরল মানুষ গুলোকে আর্থিক ভাবে সহায় করতে পারবোনা। তবে এই সব মানুষের দুঃখ কষ্ট দেখে, চকের একফুটা জল ছাড়া আর কিছুই দিতে পারলামনা। হে খোদা, সবাইকে তুমি ভালো রেখো।
আমাদের বাড়িও ১২ বার ভাংগা হয়েছে এই একই নদীর কারনে। 😭😭😭😭 এখনো ভয়ে থাকি। বাবা মা পরিবার কে নিয়ে অনেক চিন্তায় থাকি।
ধন্যবাদ সুমন সাহেব। বাংলার মাটি ও মানুষ এবং প্রত্নতাত্ত্বিক বিষয় আমাদের কাছে তুলে ধরার জন্য। আপনার প্রতি শুভ কামনা রইল।
ভাই দয়া করে আপনি আর কোনো ভিডিও বানাবেন না প্লিজ??? 🙏🙏🙏
কেন না আপনি এতো সুন্দর সুন্দর জায়গায় যান কতো সুন্দর বিশ্লেষণ আপনার এককথায় অসাধারণ
..... এসব দেখে লোভ সামলাতে পারিনা মন ছুটে চলে যেতে যায় আপনার মত ঘুরতে
।।। ধন্যবাদ ভাই আমাদের সামনে এতো সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার জন্য 👏👏👏 আপনার সব ভিডিও আমি বারবার দেখি
আমার কাছে আপনি দেশের সেরা বেস্ট ব্লগার love you
Thx bhai❤️
Apner theke reply peye jibon ta dhonno hoye gelo
Apner tour partner hote chai
আমি পশ্চিম বঙ্গের বাসিন্দা, আমি এই এলাকা গুলো ম্যাপে দেখতে দেখতে খুব আগ্রহ ছিল জায়গা গুলোর সম্পর্কে বিস্তারিত জানার। আজ আপনার এই প্রচেস্টার জন্য অনেক কিছু জানতে পারলাম।
আলহামদুলিল্লাহ.. মুখের কোনো ভাঁসা নাই আমার আল্লাহ তুমি মহান😢♥️🤲🤲
সুমন ভাই আমি ভারত থেকে তোমার ভিডিও দেখি। তুমি ভাল সাহিত্যিক ও বটে। অসাধারণ শব্দ চয়ন।
অসাধারণ ভিডিও প্রতিবেদন। আপনার জন্য নিরন্তর শুভ কামনা রইল।
দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাদের আর নদী ভাগন না দেয়
এটা প্রথম ভিডিও চর খান পুরের আমি সব গুলো ভিডিও দেখছি বার বার দেখি ভালো লাগে চরখান পুরের আজিজুল ভাইয়ের ভিডিও গুলো ধ্যনবাদ সবাকে
অসমৰ প্ৰধান সমস্যা হ'ল মহাবাহু ব্ৰহ্মপুত্ৰ নদী আৰু ইয়াৰ উপনদী সমূহ আৰু বাংলাদেশৰ প্ৰধান সমস্যা হ'ল মহাবাহু পদ্মা নদী 😭😭 অনেক কষ্টসাধ্য জীৱন নদীপৰীয়া মানুহৰ ,,,,এই কষ্টসাধ্য জীৱন চহৰৰ মানুহে বুজি নাপায় 😭😭😭 so love from Assam ❤️❤️❤️
আসুন আমরা কথা বলার শুরুতে সালামে প্রচলোন করি একটা সুন্নত জিন্দা করি, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
السلام عليكم ورحمة الله
শাশ্বত গ্রামীন জীবনের চেয়ে সুখের ঠিকানা আর কোথাও নেই।
এখানে নাগরিক সুবিধা না থাকলেও আছে জীবনের ছন্দ।
খুব সুন্দর একটি ভিডিও পরিবেশন করেছেন খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আমার বাড়ি মুশিদাবাদ
এই সীমান্তরেখা ঐ পৃথিবীর মাঝে যুদ্ধের সৃস্টি করে।কেন এই সীমান্ত আমরা তো সবাই মানুষ কেন এই ভেদাভেদ।আল্লাহ্ সবাই কে সঠিক বুঝ বুঝার তৈফিক দান করুন🖤
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আসলে আমাদের যাবার মতো সময হয়না, আপনার ভিডিওটা দেখে মানুষের কষ্ট গুলো বুঝতে পারলাম যা আমাদের দেশে না জানি কত লোক কত কষ্টে আছে আল্লাহতালা আমাদের দেশটাকে দরিদ্র মুক্ত করুক
Sudu matro SUMON baiyer Video Hower jonno Rat 1.30am(Indian) bose Dekhci...
ধন্যবাদ সুমন ভাই আপনি অনেক কষ্ট করে উপস্থাপন করলেন চরখান পুরের মানুষের সুখ দুঃখ।
সুমন ভাই ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেটি নিয়ে একটি ভিডিও বানালে ভালো হয়।
তাহলে আজিজুল ভাই এই ভিডিওতে পরিচয় হয়েছে। ধন্যবাদ
I am from West Bengal ( Hooghly).I am very much impressed as well as sad to see the troublesome life of the inhabitants of this Char khanpur village. I pray to God to keep them good and to provide them courage to bear all kinds of calamities.
সত্যি অনেক কষ্ট করে ওরা
শেষ পর্যন্ত আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না
Love from india.
আপনার বিডিও গুলো আমার মনের চাওয়ার মতোন,অনেক ভালো লাগে,মানুষ গুলোর জন্য কষ্টো লাগলো,আল্লাহ যেনো তাদেরকে রক্ষা করেন।
ভাইজান আপনার উপস্থাপনা দেখলে মুগ্ধ হয়ে যায় ধন্যবাদ আপনাকে ভাই সৌদি আরব থেকে, পাড়ের লোক গুলো দেখে খুবই কষ্ট লাগছে আললাহ্ তুমি তাদের কে হেফাজত করুন আমিন।
ভিডিওটা দেখে চোখের জল ধরে রাখতে পারলাম না ।সুমন ভাই আপনি বাকি যে দুটো চরের কথা বললেন সেখানকার ভিডিও চাই। প্লিজ আপনি আমার কথাটা রাখবেন ভারতবর্ষের মালদা থেকে বলছি।
চেষ্টা করবো অবশ্যই।
ভাই আমি আপনার সঙ্গে কথা বলতে চাই একবার আপনার সবগুলো ভিডিও আমি দেখি শেষ করে দিয়েছি আপনার ভিডিও না দেখলে আমাকে ভালই লাগেনা ডাউনলোড করে একই ভিডিও বারবার দেখতে হচ্ছে প্লিজ আরও ভিডিও দেন
কিভাবে একবার কথা বলতে পারব আপনার সঙ্গে প্লিজ একবার বলুন। ফেসবুক?
এক কথায় অসাধারণ ভিডিও... অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দার একটা ভিডিও উপহার দেয়ার জন্য...
আমাদের রাজশাহী ❤
আলহামদুলিল্লাহ এদের থেকে আমরা কত ভালো আছি,আল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ❤️
খুব ভালো লেগেছে😍
আপনার ডকুমেন্টারি ভিডিওগুলো অসাধারণ 😍
সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও প্রামান্যচিত্রগুলো সত্যিই মনোমুগ্ধকর। মনটা ভরে যায়, যেন সব কিছু ভুলে হারিয়ে যাই তার এই প্রামান্যচিত্রের গভীরে।
অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে।।❤❤❤❤
Darun, 🇮🇳⚘🇧🇩
এক কথায় অসাধারণ, ভাইয়া এরকম আরো তথ্যবহুল ভিডিও চাই
সুমন ভাই আপনার vdo গুলি আমি দেখি বাংলাদেশ কে চিনতে পারছি আমি বাঁকুড়া জেলার মানুষ মামার বাড়ি ছিল মায়মন্সিংহ তাই বাংলাদেশ সম্পর্কে জানতে ভালো লাগে আপনার পুরান স্থাপনা বিষয়ক ভিডিও গুলি খুব ভালো আমাদের জেলার বিষ্ণুপুরে আছ পঞ্চদশ শতকের স্থাপনা এই শহর মন্দির নগরী নামে বিখ্যাত
সালাউদ্দিন ভাই আমি সৌদি প্রবাসী আমার দেশের বাড়ী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আমি আপনার অনেক ভিডিও দেখেছি।এতে আমার জন্মভুমি বাংলাদেশের অনেক জায়গা এবং জায়গার ইতিহাঁস সম্পর্কে জেনেছি।আমার খুব ভালো লেগেছে।আপনাকে অনেক ধন্যবাদ।
সত্তিই অনেক লেগেছে মনে সুমন ভাই
এমপি সাহেব গন কি করে তারা জানি না
😥😥😥😥😥
প্রিয় সুমন ভাই, আপনার ভিডিও গুলো আমি প্রায় সবগুলোই দেখি। কী আর বলব। একটার চেয়ে একটা অসাধারণ। আপনার উপস্থাপনা খুবই সাবলীল। এককথায় অসাধারণ।
অসাধারণ একটি ভিডিও
নমস্কার ভাইয়া আমি কলকাতা থাকে বলছিল। আপনার এই প্রতিবেদন গুলি আমার খুব ভালো। বাংলাদেশের সঙ্গে আমার একটা খুবই আন্তরিক টার্ন আছে।
Darun laglo vai 💚💚💚.... from india....
আবহসংগীত ও উপস্থাপনা অসাধারণ।
Suddenly I saw this video. It's an excellent video reporting from ground. Now I decided to see all the videos uploaded by you. We also need reporters like you. From Assam, India.
মাশা"আল্লাহ
সালাউদ্দিন সুমন ভাইয়ের
কন্ঠ টা অসাধারণ
সরকারের নজরে এগুলো পড়ে না বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা থাকবো যদি এই নদীভাঙ্গন মেরামত করেন
খুব সুন্দর ভাবে দেখলাম আর আনন্দ ওপোভোগ করলাম
Very nice your presentation.👍 I love Bangladesh and my origin is Boreshal also.
সালাউদ্দীন সুমন ভাইয়ের ভিডিও গুলো দেখে খুব ভালো লাগে। সেই শ্রীলঙ্কার আদম পাহাড়ের ভিডিও থেকে ভারত সহ সকল ভিডিও এবং সকল উপস্থাপন অসাধারণ ভাই। আজ আমি আপনার ভিডিও দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম চরখানপুরে সেই আজিজুল ভাইয়ে সাথে আপনার অনেক গুলো ভিডিও দেখেছি কিন্তু আজ সব কিছু দেখলাম কিভাবে আজিজুল ভাইয়ের সাথে আপনার এতোটা ভালোবাসা জন্মালো সেই ৩১ সে আগষ্ট ২০২০ সাল থেকেই আজিজুল ভাইয়ের প্রতি ভালোবাসা অবিরাম অন্তহীন হয়ে আছে। ❤️❤️👍👍
ভাই খানপুরের লাস্টের কালোমহিলাটা কান্নাকরছে আমার কলিজার বিতরগিয়া বেতালাগছে তারসাতে মেয়েটা আমার মেয়ের মতন চেয়েরা খোব খারাব লাগছে
k8
সুমন ভিডিও টা খুবই আমার মনকে নারা দিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানুষের কষ্ট কি জিনিস তা তাদের চোখের পানি বলে দেই।
Salauddin ভাই আমার খুব দুঃখ হই আমি মালদা থেকে বলছিলাম
ভিডিও টা দেখে খুব ভালো লাগলো। কারণ বাংলাদেশের এই গ্রাম গুলো আমাদের গ্রাম থেকে দেখা যায় ।
From - India, Murshidabad