Shibaji babu, nomoskar. Ami o Bardhaman e thaki. Apnara je dhan ta gobindabhog bolchen seta pure noy, apni hoy to janen na. Amader Bardhaman er dakshin part e jemon syamsundar er ei dike je gobindabhog chas hoy seta Cross breed. Ar chash er karon holo high yield. Ar amader burdwan 1 block e kichu jaigai pawa jai original gobindabhog ja ekhane 'khas' name porichito. Ei pure gobindabhog er yield khub kom hoy jemon 1 bigha te only 400 to 500 kg. Ar ei dhan er ja aroma, na nile bojhano jabe na. Je jomi te ei dhan chas hoy tar 30 feet distance theke dhan er aroma pawa jai. Ar ei dhan besir bhag lok nijer khawar jonno chas kore. Tai apnader original gobindabhog pawa sokto. I'm a big fan of you and prithwi babu. Jodi jantam apnara burdwan aschen tahole apnader sathe dekha kortam. Next kono din jodi asen ektu inform korben please, apnader ke original gobindabhog chal dobo.
অসাধারণ শিবাজী দা আমার বাংলার একটা অত্যন্ত বর্ধিষ্ণু জেলাকে আপনার ভিডিওর মাধ্যমে বিশ্বের দরবারে পৌঁছে দিলেন আপনি পৃথিবী জিৎ দা ভালো থাকবেন আর ভিডিও পাবো নাকি ছুটির পরে আবার।
বর্ধমানেশ্বর শিবমন্দিরটা মিস করে গেছেন, যাইহোক আমাদের গর্বের বর্ধমান নিয়ে আপনার এই ব্লগটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা, আমি এক্সপ্লোরার শিবাজীর সব ভিডিও দেখি।
দাদা বর্ধমান নিয়ে এতো সুন্দর ব্লগ দেখে খুব ভাল লাগল। আমি বর্ধমানের হলেও কর্মসূত্রে ও বিবাহসূত্রে কলকাতায় থাকি। তাই বর্ধমান খুব মিস করি। তাই আপনাদের এতো সুন্দর ভিডিও মন ভরে গেল।
শিবাজীদা এবং পৃথ্বীদা, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের প্রানের শহর বর্ধমানকে এত সুন্দরভাবে বিশ্বের সামনে উপস্থাপন করার জন্যে...বর্ধমান আমার জন্মস্থান...এই শহরেই আমার বেড়ে ওঠা...শৈশব, কৈশোর এবং যৌবনের শুরুর কয়েকটি বছর মিলিয়ে মোট ২২ বছর এই শহরে কাটিয়েছি...আজও যখন বর্ধমান যাই, মনের মধ্যে এক অদ্ভুত সতেজতা, প্রাণোচ্ছলতা অনুভব করি...
আমার বাড়ি sodepur H B town এ.....আমি sodepur high school থেকে HS pass out.....বর্তমানে Burdwan Govt Dental College এ পড়ছি.....বহুদিন দিন ধরেই আপনার চ্যানেল follow করছি.....দারুণ enjoy করি আপনার video❤.....কিন্তু আপনি আসবেন জানতাম না.....আগে থেকে জানতে পারলে খুব ভালো হতো দেখা করা যেতো
Khub khub khub e bhalo video diye cho dada bardhaman k niye.., er age ato sundor bhabe keu Mone hoi na video diyeche.. r sob sese bole rakhi ami akjon bardhaman basi 😊🙏🏻
অসাধারণ লাগলো দাদা । কিন্তু মিস হয়ে গেলো বেশ কিছু ভালো ভালো জায়গা, যেমন - বর্ধমানেশ্বর, কঙ্কালেশ্বরী কলি বাড়ি, নবাব বাড়ি, আর অবশ্যই চন্না গ্রাম যা 108 শিব মন্দির থেকে খুবই কাছে, বলা হয় এই গ্রামে অনেক বড় বড় বিপ্লবীরা গোপন বৈঠক করতেন,নেতাজি থেকে ভকত সিং একসময় সবাই এসেছেন এই গ্রামে । যা নিয়ে "কুণাল বস" তার "I am bose" you tube চ্যানেলে বিস্তারিত Vlog বানিয়েছেন।।। Burdwan কে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য শিবাজী দা এবং পৃথিজিৎ দা কে অসংখ্য ধন্যবাদ , ভালো থাকবেন এবং আরো নতুন নতুন ভিডিও বানাবেন।
আপনাদের সাথে দেখা করার ইচ্ছে অনেক দিনের, বর্ধমানে আমার কলেজ, ক’বছর আগে হুগলীর সবুজ দ্বীপে এসেছিলেন, কাছেই আমার বাড়ি। আশাকরছি, কোনোদিন হয়তো দেখা হয়ে যাবে।। ভালো থাকবেন, শুভেচ্ছা সহ!
আমার ভালবাসার শহর, আমার শহর ❤️. পরের বার বাবা বর্ধমানেশ্বর, মা কংকালেশ্বরী, সোনার কালী বাড়ি, সাধক কমলাকান্ত কালী বাড়ি, রায় গুনাকর ভরত চন্দ্র রচিত বিদ্যা সুন্দর কাব্যে উল্লেখিত বিদ্যা সুন্দর কালী বাড়ি. এ ছাড়াও আমার জেলা বর্ধমান ইতিহাসের ভান্ডার.
এই ভিডিওতে গ্রাম বাংলার ইতিহাস পুনর্মোচন করলেন সাথে নতুন একটি মহিলা কণ্ঠের সাথেও পরিচিত হলাম। খুব ভালো লাগল গ্রাম বাংলাকে আপনার চোখ দিয়ে দেখতে । আপনাকে একবার সোনারপুর রাজপুরের উপর ভিডিও করার অনুরোধ জানাই। এখানকার দর্শিনীয় স্থান খাওয়া দাওয়া ও ইতিহাস আপনার ব্লগে তুলে ধরার আন্তরিক অনুরোধ জানাই। খুব ভালো থাকবেন । পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
যদিও বর্ধমান খুব চেনা জায়গা। বহুবার গিয়েছি। আর বর্ধমান মেইন লাইনে মগরায় আমার বাসস্থান। সঙ্গে সিতাভোগ আর মিহিদানা তো আছেই। তবুও তোমার এই উপস্থাপনা মনে গেঁথে রইলো। ভালো থেকো।
ami bardhaman theke...ebong apnader video amar khub valo lage o somosto video dekhe thaki........all the best............ei bhabe somosto explore kore jan
বর্ধমানের সৌদামিনীর জিআই মিহিদানা, সীতা ভোগের কথা নতুন জানলাম। একদিন স্বাদ নিয়ে দেখতে হবে। বসুমতীর চালকল যে বর্ধমানে, সেটা জানা ছিল না। এমনকি তুলাইপাঞ্জি চাল ওরা তৈরি করে, সেটা জেনেও অবাক হয়েছি।
অনেক ধন্যবাদ আমার দাদা বাড়ি ( ঠাকুর দা) পূর্ব বর্ধমান জেলায় কাঁঠাল গাছি গ্রামে। বসুমতী চালের আরসালানের বিরিয়ানির অতুলনীয়। ধান, নানা রকমের মিষ্টির দোকানের নাম জানা ইত্যাদি। সব মিলিয়ে খুব ভালো লেগেছে। বরিশাল ঘুরে এলাম আর আপনার কথা ভাবছিলাম অনেক ধন্যবাদ ও শুভকামনা। 😊😊
নতুন পেলাম একজন মহিলা কণ্ঠ, ভালো লাগলো, একটু অন্যরকম ও হলো, আর লাস্ট এ পৃথ্বী দা যেটা বলে থাকেন সেই টা এই ভিডিও তে নেই, এটা নতুন কিনা জানিনা তবে মনে হলো তাই বললাম
যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন, তাদের কাছে জানতে চাইছি, এই ভিডিওতে নতুন কি কি পেলেন? জানাবেন। অপেক্ষায় থাকব।
@@explorershibaji ইতিহাস আর বর্ধমান এর নতুন রূপ ♥️ খুব ভালো লাগলো। 26 dec থেকে সোদপুর এ থাকলে একবার দেখা করার ইচ্ছা থাকলো । মেরী ক্রিসমাস ♥️
Dada kobe eschile??
Jantei parlam na amr burdwan e bari
Ami tmdr video niyomito dekhi
Khb miss korlam tmdr..
Editing এ তো বিপ্লব ঘটিয়ে দিয়েছেন ❤
Video editing, voice over, into অনেক টা আলাদা
Shibaji babu, nomoskar. Ami o Bardhaman e thaki. Apnara je dhan ta gobindabhog bolchen seta pure noy, apni hoy to janen na. Amader Bardhaman er dakshin part e jemon syamsundar er ei dike je gobindabhog chas hoy seta Cross breed. Ar chash er karon holo high yield. Ar amader burdwan 1 block e kichu jaigai pawa jai original gobindabhog ja ekhane 'khas' name porichito. Ei pure gobindabhog er yield khub kom hoy jemon 1 bigha te only 400 to 500 kg. Ar ei dhan er ja aroma, na nile bojhano jabe na. Je jomi te ei dhan chas hoy tar 30 feet distance theke dhan er aroma pawa jai. Ar ei dhan besir bhag lok nijer khawar jonno chas kore. Tai apnader original gobindabhog pawa sokto.
I'm a big fan of you and prithwi babu. Jodi jantam apnara burdwan aschen tahole apnader sathe dekha kortam. Next kono din jodi asen ektu inform korben please, apnader ke original gobindabhog chal dobo.
অসাধারণ শিবাজী দা আমার বাংলার একটা অত্যন্ত বর্ধিষ্ণু জেলাকে আপনার ভিডিওর মাধ্যমে বিশ্বের দরবারে পৌঁছে দিলেন আপনি পৃথিবী জিৎ দা ভালো থাকবেন আর ভিডিও পাবো নাকি ছুটির পরে আবার।
খুব সুন্দর, মন ভালো করা ভিডিও। এরকম ভিডিও মাঝে মাঝে আসুক।
বর্ধমানেশ্বর শিবমন্দিরটা মিস করে গেছেন, যাইহোক আমাদের গর্বের বর্ধমান নিয়ে আপনার এই ব্লগটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা, আমি এক্সপ্লোরার শিবাজীর সব ভিডিও দেখি।
As a resident of Shyamsundar, Bardhaman.... Thanks & proud for this vedio.
Eto kache eto sundor dekhar jayga ,khub bhalo laglo
বড়ো বড়ো সিরিজের মাঝে এই ধরনের ছোটো লোকাল জায়গা র ভিডিও খুবই উপভোগ্য। ❤❤
মহিলা কন্ঠে র ভয়েস ওভার। নতুন 👌👌 6:25
অসাধারণ ভিডিও! বর্ধমানের ঐতিহাসিক স্থানগুলো এত সুন্দর করে তুলে ধরেছেন। আপনার ভিডিও দেখে সত্যিই উৎসাহিত হলাম। ধন্যবাদ শিবাজী দা! 🚩
দুর্দান্ত লাগলো এবার ভাবছি আপনাদের এইটা দেখে আমরা বর্ধমান যাব
একদম অন্য স্বাদের অজানা তথ্য পেয়ে খুব ভালো লাগলো।
দুর্দান্ত লাগল দাদা, গর্বিত হলাম বর্ধমানবাসী হিসেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুব ভালো লাগলো আজকের এই বর্ধমান ভ্রমণ তার সঙ্গে সীতাভোগ আর মিহিদানা সত্যিই অসাধারণ ভালো থাকবেন ❤❤❤
Khub valo laglo dada . Bordhomane sundor misti lossy khub valo laglo
দাদা বর্ধমান নিয়ে এতো সুন্দর ব্লগ দেখে খুব ভাল লাগল। আমি বর্ধমানের হলেও কর্মসূত্রে ও বিবাহসূত্রে কলকাতায় থাকি। তাই বর্ধমান খুব মিস করি। তাই আপনাদের এতো সুন্দর ভিডিও মন ভরে গেল।
শিবাজীদা এবং পৃথ্বীদা, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের প্রানের শহর বর্ধমানকে এত সুন্দরভাবে বিশ্বের সামনে উপস্থাপন করার জন্যে...বর্ধমান আমার জন্মস্থান...এই শহরেই আমার বেড়ে ওঠা...শৈশব, কৈশোর এবং যৌবনের শুরুর কয়েকটি বছর মিলিয়ে মোট ২২ বছর এই শহরে কাটিয়েছি...আজও যখন বর্ধমান যাই, মনের মধ্যে এক অদ্ভুত সতেজতা, প্রাণোচ্ছলতা অনুভব করি...
খুবই ভালো লাগলো এই বর্ধমান পর্বটি।
ভালো লাগলো। এরোম একদিনের ট্যুর গুলো দেখতে ভালো লাগে। আর আপনার উপস্থাপনা অনবদ্য।
chal toiri r process ta darun. dekahnor jonno osonkho dhnyobad!!!
ধন্যবাদ আপনাদের দুজনকে আমার প্রাণের শহর র বর্ধমান এ আসার জন্য।
বর্ধমান ট্রিপ বুড়ি ছোঁয়া হয়ে গেলো। অনেক কিছু মিস করে গেলেন।
একদম।
Barddhaman er mishti o lassi dekhe khub bhalo laglo. Rice processing unit dekheo besh laglo
আমার বাড়ি sodepur H B town এ.....আমি sodepur high school থেকে HS pass out.....বর্তমানে Burdwan Govt Dental College এ পড়ছি.....বহুদিন দিন ধরেই আপনার চ্যানেল follow করছি.....দারুণ enjoy করি আপনার video❤.....কিন্তু আপনি আসবেন জানতাম না.....আগে থেকে জানতে পারলে খুব ভালো হতো দেখা করা যেতো
খুব ভালো লাগলো বর্ধমানের ভিডিও এত মিষ্টি আর খাবেন না বয়স হচ্ছে তো 😊😊 দাদা এবার একটা সম্পূর্ণ ট্রেন জার্নি এর ভিডিও চাই
অপূর্ব অনবদ্য খুব সুন্দর লাগলো বর্ধমান খুব সুন্দর শিব মন্দির দারুন দারুন দারুন।
Local place niye kora video er mdhey, eta one of the best video. Puro informative. Aah, mon vore gelo dada. R editing ta to kno ktha hobena.
সব মিলিয়ে অসাধারণ হয়েছে দাদা। আর ভিডিও এডিটিং এ অনেকটা পরিবর্তন এসেছে। সত্যি অসাধারণ লাগলো দাদা
Ami Bardhaman onek bar geyeche dekheche kintu Tomar choke deye sob jano ono rokam lagle. Darun laglo
Thank you for coming in our District ❤
Video...r thumbnail dekhei cmt kore dilam....video dekha complete kore porer cmt ta krbo😅
খুব ভালো লাগলো আমার এক দিন বর্ধমান ঘুরে দেখার ইচ্ছা আছে।
বর্ধমান ভ্রমনের vidéo টা দারুন । মিষ্টি তো দাদা সেই লাগল খেতে পারলে খুব ভাল লাগত । কিন্তু কবে NewYork থেকে যাবো কবে মিষ্টি খাবো ।
Amar town Bardhamaan (Burdwan), dekha korar sujog khub miss korlam. ❤
বর্ধমান আমাদের শহর।
ধন্যবাদ শিবাজী বাবু এবং টিমকে।
হুম যা বলেছেন বর্ধমান আমাদের শহর
দুর্দান্ত লাগলো ভীষণ নিস্টালজিক লাগলো❤ তোমার পুরোনো ভিডিও গুলোর মতো। আর এডিটিং টা অসাধারণ হয়েছে অনবদ্য 👏👏🌷
Khub khub khub e bhalo video diye cho dada bardhaman k niye.., er age ato sundor bhabe keu Mone hoi na video diyeche.. r sob sese bole rakhi ami akjon bardhaman basi 😊🙏🏻
Darun laglo. Onek kichu jante parlam
My Origin district.I felt very proud when I saw your video. As usual your video is excellent. Thanks.
খুবই ভালো লাগলো ব্লগ আপনাদের জন্য আমরা অনেক জায়গা দেখতে পারি ভালো থাকবেন
East & North Sikkim Tour করে আসলাম, খুব ভালো লাগলো
খুব ভালো লাগলো ❤ আমার বাড়ি বর্ধমানে
আমিও আপনাদের চোখে বর্ধমান শহর ঘুরে এলাম। ধন্যবাদ দাদা ভালো থাকবেন ।🙏
আমি বর্ধমান বিশ্ব বিদ্যালয়ের ছাত্রি ছিলাম। পুরোনো স্মৃতি ফিরে পেলাম।খুব ভালো লাগছে।
শিবাজী দা পৃথ্বীজিৎ দা আমি বর্ধমান থেকেই দেখছি, বর্ধমানের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, ভালো থাকবেন আপনারা।
শিবাজি দার ভিডিও দেখে মনে হয় দাদা একজন ইতিহাস এর অধ্যাপক। বিভিন্ন মিস্টি বাইরে বর্ধমান জেলায় অনেক কিছু আছে, আপনার ভিডিও দেখে বুঝতে পারলাম।
অসাধারণ ভাই আপনার সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩👍
অসাধারণ লাগলো দাদা । কিন্তু মিস হয়ে গেলো বেশ কিছু ভালো ভালো জায়গা, যেমন - বর্ধমানেশ্বর, কঙ্কালেশ্বরী কলি বাড়ি, নবাব বাড়ি, আর অবশ্যই চন্না গ্রাম যা 108 শিব মন্দির থেকে খুবই কাছে, বলা হয় এই গ্রামে অনেক বড় বড় বিপ্লবীরা গোপন বৈঠক করতেন,নেতাজি থেকে ভকত সিং একসময় সবাই এসেছেন এই গ্রামে । যা নিয়ে "কুণাল বস" তার "I am bose" you tube চ্যানেলে বিস্তারিত Vlog বানিয়েছেন।।। Burdwan কে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য শিবাজী দা এবং পৃথিজিৎ দা কে অসংখ্য ধন্যবাদ , ভালো থাকবেন এবং আরো নতুন নতুন ভিডিও বানাবেন।
আপনাদের সাথে দেখা করার ইচ্ছে অনেক দিনের, বর্ধমানে আমার কলেজ, ক’বছর আগে হুগলীর সবুজ দ্বীপে এসেছিলেন, কাছেই আমার বাড়ি। আশাকরছি, কোনোদিন হয়তো দেখা হয়ে যাবে।।
ভালো থাকবেন, শুভেচ্ছা সহ!
অপেক্ষায় ছিলাম ভিডিও পেয়ে গেলাম। ধন্যবাদ দাদা।
Good Morning,
ছোট্ট একটি আরজি ছিলো দাদা তোমার কনো একটি ভিডিও তে আমার নামটা একবার বলবে তবে নিজেকে ধন্য মনে করবো।
আমার ভালবাসার শহর, আমার শহর ❤️. পরের বার বাবা বর্ধমানেশ্বর, মা কংকালেশ্বরী, সোনার কালী বাড়ি, সাধক কমলাকান্ত কালী বাড়ি, রায় গুনাকর ভরত চন্দ্র রচিত বিদ্যা সুন্দর কাব্যে উল্লেখিত বিদ্যা সুন্দর কালী বাড়ি. এ ছাড়াও আমার জেলা বর্ধমান ইতিহাসের ভান্ডার.
Aapnader dui bandhur samparka chirakaal emni jeno thake r aapnader offbeat himachal vlog khub bhalo legechhe
Khub bhalo laglo. Ami jantam na tomra asbe. Tomar sathe dekha hoechilo E. Rly. HQ, Kolkata jekhane amar service.
Amar hometown..Thank you for visiting my beloved city..
দাদা এতো ধরনের মিষ্টি খাবার দেখাছেন খুব লোভ হচ্ছে।তবেআপনাদের সবকিছু দৃস্টি নন্দন ওঅনবদ্য
বর্ধমান জেলার প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে ❤️🙏
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤
👌💐 খুব ভালো লাগলো
বর্ধমানের সীতাভোগ , মিহিদানা সত্যি দারুন 🤤🤤আমি তো বর্ধমান গেলে মিস করি না।
আমাদের প্রাণের শহর বর্ধমান❤, thank you dada
আমার বাড়ি বর্ধমানের KUSUMGRAM
খুব ভালো লাগছে দেখে ❤❤❤❤❤
অভিনন্দন বর্ধমান থেকে❤
ek kothai darun laglo!
Chaler kerkhana dekhe khub valo laglo
এই ভিডিওতে গ্রাম বাংলার ইতিহাস পুনর্মোচন করলেন সাথে নতুন একটি মহিলা কণ্ঠের সাথেও পরিচিত হলাম। খুব ভালো লাগল গ্রাম বাংলাকে আপনার চোখ দিয়ে দেখতে । আপনাকে একবার সোনারপুর রাজপুরের উপর ভিডিও করার অনুরোধ জানাই। এখানকার দর্শিনীয় স্থান খাওয়া দাওয়া ও ইতিহাস আপনার ব্লগে তুলে ধরার আন্তরিক অনুরোধ জানাই।
খুব ভালো থাকবেন । পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
নিজের রাজ্যের এই দারুন এপিসোড দেখানোর জন্য কুর্ণিশ জানাই আপনাদের I
Khub bhalo, aj apnar sathe dekha holo khub bhalo laglo, eaibhabei ghurte thakben, bhalo thakben, r eai video te rice er byapar ta natun pelam.
আমার বাড়ি বর্ধমানের Jougram খুব ভালো লাগছে দেখে ❤❤❤❤❤
যদিও বর্ধমান খুব চেনা জায়গা। বহুবার গিয়েছি। আর বর্ধমান মেইন লাইনে মগরায় আমার বাসস্থান। সঙ্গে সিতাভোগ আর মিহিদানা তো আছেই। তবুও তোমার এই উপস্থাপনা মনে গেঁথে রইলো। ভালো থেকো।
Asadharon khub bhalo laglo 👌👌👍👍👍💕💕💕
ভালো লাগলো আপনার ভিডিওটি। তবে বর্ধমানের একটা বিশেষ আকর্ষণ তার বিভিন্ন দিঘীগুলো। সেগুলোকেও ভিডিওতে তুলে ধরলে আর ভালো হতো।
Aie to dada abar banglae feere ele jeo❤
Darun laglo sir apnar video dekhe!. Ami burdwan e thaktam 2022 obdhi..apnar video dekhe khub nostalgic feel korlm
❤❤
Onek valobasa Burdwan theke❤❤❤❤
Amar shahore Explorer ! 🙏🙏 Exploring kromobardhaman😊
Video er intro part ta ekdom cinemae moto ar ekta naari kontho pelam - especially ei naari kontho ta prothom shunlam tomader vlog e mama❤
Darun laglo video khana ❤❤❤❤❤🎉🎉🎉
ami bardhaman theke...ebong apnader video amar khub valo lage o somosto video dekhe thaki........all the best............ei bhabe somosto explore kore jan
Prithvijiter words niye khela khub bhalo lage ex- kromobordhoman
লস্যি টা চরম ছিল।❤❤
Apnader sob explore ami dekhi
Excellent ❤🎉 presentation
Kramo Bardhoman
Asadharon laglo Sunte
বর্ধমানের সৌদামিনীর জিআই মিহিদানা, সীতা ভোগের কথা নতুন জানলাম। একদিন স্বাদ নিয়ে দেখতে হবে।
বসুমতীর চালকল যে বর্ধমানে, সেটা জানা ছিল না। এমনকি তুলাইপাঞ্জি চাল ওরা তৈরি করে, সেটা জেনেও অবাক হয়েছি।
অনেক ধন্যবাদ আমার দাদা বাড়ি ( ঠাকুর দা) পূর্ব বর্ধমান জেলায় কাঁঠাল গাছি গ্রামে। বসুমতী চালের আরসালানের বিরিয়ানির অতুলনীয়। ধান, নানা রকমের মিষ্টির দোকানের নাম জানা ইত্যাদি। সব মিলিয়ে খুব ভালো লেগেছে। বরিশাল ঘুরে এলাম আর আপনার কথা ভাবছিলাম অনেক ধন্যবাদ ও শুভকামনা। 😊😊
Dada Amar bari Burdwan a. Thank you dada amader Burdwan k eto sundor kre explore krar jonno ❤❤
বর্ধমান স্টেশন থেকে চারটে স্টেশন দূরে চাঁচাই এ আমার বাড়ি ♥️🔥
দাদা বাড়ির এত কাছ থেকে ঘুরে গেলেন আগে জানলে দেখা করতাম, খুব ভালো লাগলো ভিডিও টা
Shibaji daapnader ak diner bardhaman brahman khub enjoy korlam..apnara valo thakben.
I Love Burdwan City ♥️🔥
Valo thakben dujone❤❤
Amar songe dekha hoyechilo dada, photo o tulechilam.❤😊
Kochuri alurdom dekhei khetey ichchhe korchhe! 😀
নতুন পেলাম একজন মহিলা কণ্ঠ, ভালো লাগলো, একটু অন্যরকম ও হলো, আর লাস্ট এ পৃথ্বী দা যেটা বলে থাকেন সেই টা এই ভিডিও তে নেই, এটা নতুন কিনা জানিনা তবে মনে হলো তাই বললাম
Onnotomo priyo sohor, amr boro pisir bari, uni aj nei pry 1 year ...kintu tr smriti brbr tane ei apurbo sohore....Burdwan is love ❤️
Dzukou valley, Nagaland..akbar 🙂❤️
আরো জেলা ভ্রমণ চাই🎉
খুব ভালো লাগলো ।
সবচেয়ে ভালো লেগেছে ইদানিং প্রায় সব জায়গাতেই ….. দেখি ।কি জানি পৃথ্থি দা কি কোন যাদু টোনা শুরু করলো নাকি ।
আপনারা একদিনের জন্য রাণাঘাটের পড়ে বীরনগর এ আসতে পারেন। কারণ বীরনগর অনেক পুরনো ছোট শহর। অনেক মন্দির আছে। যা আপনাদের ভালো লাগবে।
এরকোম আরো ভিডিও চাই, খুব ভাল লাগলো
Dada onek dhonnobad amar sohor ke explore korar jonno. ❤
Dada ekbar malda asen...amra wait kore aa6i apner jnno
Apnar video sob gulo darun ❤❤