আপনি যেমন মাটির মানুষ, আজিজুল ভাই তেমনি এক মাটির মানুষ,, আজিজুল ভাই রৌদ্রের মাঝে ঘাটে আপনার জন্য অপেক্ষা করা আবার যাওয়ার সময় ঘাট পর্যন্ত এগিয়ে দেওয়া সাথে ছেলেকে ছাতা দিয়ে সাথে পাঠিয়ে দেওয়া,,ভাত খাওয়ার সময় আপনার প্লেটে খাবার দেওয়া, খাওয়ার পর মোষের দুধ দিলেন খাওয়া জন্য,, ঝড়ের সময় আজিজুল ভাইয়ের মা বৃষ্টিতে ভিজে আপনার খোঁজ নেওয়া আপনি কি চলে গেছেন কি না,,আসলে এরাই মাটির মানুষ,, সুমন ভাই আপনি বলছিলেন আজিজুল ভাইকে জমি কিনে দিবেন,, শুনে অনেক ভালো লাগলো,, আপনার ছন্দময় কথার সাথে আজিজুল ভাইয়ের আথ্যিতীয়তা সবমিলিয়ে দারুন উপভোগ করলাম,, গাজীপুর থেকে 🇧🇩🇧🇩
আমি আপনাকে চিনি না। কিন্তু আপনার বর্ণনা অসম্ভব ভালো লাগে। বিশেষ করে বাংলাদেশের গ্ৰামের চিত্র আলাদা আনন্দ দেয় মনে। পদ্মার ভিডিওগুলো অসম্ভব দুঃসাহসী পূর্ণ।
আজকে ৫ বছর কোরিয়াতে আছি আপনার ভিডিও গুলো দেখলে দেশের কথা মনে পড়ে যায়, মন চায় এখনি ছুটে যায়🇧🇩 অনেক ভালো লাগে আপনার ভিডিও বিশেষ করে গ্রামের ভিডিও গুলো, আরো এমন গ্রামের ভিডিও দেখতে চাই,আপনার জন্য শুভকামনা সব সময় 💝
একজনকে নিজ দায়িত্বে জমি কিনে দেওয়ার জন্য ছুটে যাওয়া সত্যি মানবতার সর্বচ্চো বহিঃপ্রকাশ। এমন সোনার ছেলে বাংলা মায়ের গর্ব। আপনার এমন উদারতার কথা মনে গাঁথা হয়ে থাকবে বহুদিন। ভালোবাসা নিবেন প্রিয় "সুমন ভাই" 💞
সত্যিই অসাধারণ ❤️ অপূর্ব সুন্দর গ্রাম বাংলার জীবন যাত্রা! তাই তো কবি বলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর 🥰 মনোমুগ্ধকর দৃশ্য জানিনা গ্রাম আমায় কেন এতো টানে তাইতো সবসময়ই নিজ জন্মভূমি গ্রামের পিছুটান ছেড়ে একমুহূর্তে জন্যও অন্য কোথাও গিয়ে থাকতে পারি না,,,,! I love my village & love you Salauddin Sumon vai ❣️🤍🍁
আমি পৃথিবীর অন্যতম আধুনিক শহর,জার্মানীর ডুসেলডর্ফে থাকি। এখানের সব মেকি জিনিসপত্রের ভীড়ে কেবলই আফসোস হয় কেন আমি এরকম গ্রামে জন্মালাম না। আহারে আমার সোনার দেশ
@@adolfhitler7gy মানুষ সবসময়ই আফসোস নিয়েই বাচে। তবে আমার আর ওয়েস্টার্ন দেশ ভালো লাগে না। কোথাও শান্তি পাই না। সুইজারল্যান্ড গেলেও বিরক্ত লাগে। একটু মাছ ভাজা, পালং শাক একটু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করে। পৃথিবীর সবচে বিশ্রি খাবার বার্গার আর পিজ্জা ই থাকে কপালে😥
আপনার এসব কথা শুধু দু চার লাইনের আবেগ মাএ। এর বাস্তবে কোন অস্তিত্ব নেই। ঐ ঝাঁ চকচকে জায়গার লোভ আপনাদের আমৃত্যু কাম্য । সুযোগ থাকলেও ঐখান থেকে বের হয়ে আসতে চাইবেন না। তাই এই সব আবেগ তাড়িত কথা গুলো বলা মানে আমাদের দেশের এই মানুষ গুলোকে উপহাস করা । মনে কষ্ট পেয়ে থাকলে 🙏🙏🙏 ক্ষমা চাইছি।
এই দৃশ্যগুলা এখন আর মনে পড়ে না ছোটবেলার খুব মনে পড়তো মোটা চালের ভাত ভাতের মাড় দিয়ে কলই শাক মিশ্রিত সুস্বাদু খাবার এখন আর পাই না কালের বিবর্তনে সবকিছু হারিয়ে গেছে এই দৃশ্য গুলো দেখে সে হারিয়ে যাওয়া দিনগুলো মনে পড়ে যায় ধন্যবাদ
আপনার ভিডিও দেখলে মনে হয় গ্রাম বাংলার অপরূপ দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে ওঠে সত্যিই আপনি একজন অসাধারণ ব্যক্তি, কারণ হতদরিদ্র আজিজুল ভাইয়ের খোঁজ নিয়মিত রাখেন।আপনার ভিডিও না দেখলে রাতে ঘুম হয় না। আপনার ভিডিওতে গ্রাম বাংলার এক রোমাঞ্চকর মূহুর্ত্তের সাক্ষী সকলেই হয়।
সতিই এরা অনেক সরল সাধারণ জীবন-যাপন করেন। আপনার প্রতিটা ভিডিও আমি দেখি। আপনার ভিডিও উপস্থাপন ও বলার ভঙ্গিমায় সত্যিই মধুর কণ্ঠ আছে। আপনার কথায় আপনি মায়াবী ভাষা ব্যাবহার করেন। আমি একজন গ্রামের ছেলে। গ্রাম মানেই আলাদা রকমের আনন্দ। গ্রাম মানেই প্রকৃতির অপরূপ রূপের সাথে সাক্ষাৎ করা। আমার বাড়ি মুর্শিদাবাদ।আমার ইচ্ছা বাংলাদেশ বেড়াতে যাবো। কিভাবে যাবো একটু বলবেন।
সুবহানাল্লাহ অনেক সুন্দর একটি গ্রাম এবং গ্রামের মানুষের চলাফেরা খাওয়া-দাওয়া উঠা বসা সবকিছু মিলিয়ে আমার অনেক ভালো লাগে এই গ্রামে ঘুরতে আমি অনেক ভালবাসি
সুমন ভাই। আমি বগুড়ার ছেলে। বাংলার গ্রামাঞ্চলে মানুষের মন কতখানি বড় আর অতিথি পরায়ন তারা আপনার ভিডিও গুলা না দেখলে বোঝার উপায় নাই৷ খাবার দেখে জিভে জল চলে আসে বার বার৷ এটাই আমার বাংলাদেশ ❤️
💚💛💙গ্রাম বাংলার মাটি ও মানুষের সাথে অকৃত্রিম ভাবে নিজেকে বিলিয়ে দিয়ে দরদ, মমতা, মায়ায় জড়িয়ে এই অসাধারণ ব্লগ গুলো উপহার দিয়ে চলেছেন আমাদের প্রিয় সালাহউদ্দিন সুমন ভাই। আবারও আপনার জন্য অনেক ভালোবাসা রইল। 🧡❤️🧡
আমি পশ্চিম বঙ্গে থাকি, মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর ব্যাস্ততা আর কৃত্রিম উন্নয়ন ছেড়ে । চর খান পুরের মত একটা বিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ভয় স্থানে চলে যাই।
কী আর বলব। ভাষায় প্রকাশ করতে পারছি না। এতটাই ভাল লাগতেছে ভিডিওটা। দেখতেছি আর দেখতেই আছি। দারুণ।।।। ওফফফফফ্ কী যে মাটির মানুষ আজিজুল ভাই।।। অনেক ভাল একজন মানুষ। সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও গুলো একটার চেয়ে একটা অসাধারণ। বিশেষ করে চরখানপুরের ভিডিও গুলো একেবারেই আলাদা। খুবই ভালো লাগে।
বড় ভালো লাগে চরের মানুষের জীবন কাহিনী দেখতে।আমি মুগ্ধ হয়ে দেখি। অনেক অনেক মায়া ও ভালবাসা রইল এই সহজ সরল মানুন গুলোর জন্য। সুমন ভাইয়ের নিজের জীবনের ঝুকি নিয়ে এমন উপস্থাপনা কি যে ভালো লাগে কি আর বলব।
সুমন ভাইয়ের প্রতি রইল সাত আসমান ভালবাসা, আপনার মাধ্যমে গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি যত দেখি ততই মুগ্ধ হয় , এরকম বিডিও আপনার মাধ্যমে আরো বেশী আশা করি ।
চরখানপুরের ভিডিও আমার খুব ভালো লাগে , কখন যে সময় কেটে যায় বুঝতেই পারিনা , ওখানকার মানুষ জন ও পরিবেশের দৃশ্য আমায় মুগ্ধ করে , ওখানকার আজিজুল ভায়ের সাথে মাছ ধরার ভিডিও চাই ।। thank you I am Indian
সুমন ভাই আপনার ভিডিও যত দেখি ততই ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত তাড়াতাড়ি আরেকটি ভিডিও আপলোড করার জন্য আর চরখানপুর মানুষের জন্য রইল দোয়া এবং ভালোবাসা
আছছালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। খুব ভালো লাগল চর এলাকার জীবন জীবিকা। আর আপনার প্রতি আতিতিয়্যোতা দেখে মুগ্ধ হলাম। আসলেই আজিজুল ভাইয়ের প্রতি আপনার আর আপনার প্রতি আজিজুল ভাইয়ের একটা ভীষণ মায়া অনুভব করলাম দেখে মনে হল একটা আত্মার আত্মীয়ত্বা যেন আপনারা দুই প্রাণে আছে। যেখানেই যান আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভাল থাকুন।
আমি খাই ভাই, আপনি খান!
আহা কি আপ্যায়ন, কত সরল মনা মানুষ
এই মানুষ গুলো ভালো থাকুক ♥️
আমার মতো আর কার কার সবচেয়ে বেশী মন চাই চরখানপুর নিয়ে ভিডিও দেখতে? অনেক ভালোবেসে ফেলেছি এই গ্রাম ও গ্রামের মানুষগুলোকে। ভারত থেকে ভালোবাসা নেবেন 🇮🇳🖤
Apni Muslim na hindu
@@shornatamim4821 Alhamdulillah Muslim🥰
Amar o khub valo laga
@@kulsumabibi1660 good
okhane ki kono hindu thake thakle janaben!
আপনি যেমন মাটির মানুষ, আজিজুল ভাই তেমনি এক মাটির মানুষ,, আজিজুল ভাই রৌদ্রের মাঝে ঘাটে আপনার জন্য অপেক্ষা করা আবার যাওয়ার সময় ঘাট পর্যন্ত এগিয়ে দেওয়া সাথে ছেলেকে ছাতা দিয়ে সাথে পাঠিয়ে দেওয়া,,ভাত খাওয়ার সময় আপনার প্লেটে খাবার দেওয়া, খাওয়ার পর মোষের দুধ দিলেন খাওয়া জন্য,, ঝড়ের সময় আজিজুল ভাইয়ের মা বৃষ্টিতে ভিজে আপনার খোঁজ নেওয়া আপনি কি চলে গেছেন কি না,,আসলে এরাই মাটির মানুষ,, সুমন ভাই আপনি বলছিলেন আজিজুল ভাইকে জমি কিনে দিবেন,, শুনে অনেক ভালো লাগলো,, আপনার ছন্দময় কথার সাথে আজিজুল ভাইয়ের আথ্যিতীয়তা সবমিলিয়ে দারুন উপভোগ করলাম,, গাজীপুর থেকে 🇧🇩🇧🇩
রাইট
ughokhbnhyggyyhvmmmmhgvbklotsxvbnlkysxvbbnvccvbmmmncxzzdfvguuutddsxvvnfhoppooppppppojjjhyggghhhgdsszZzcbnnmmmbvvvffooyewrvnkmnvcxcfbnmklkkyddgjouttrrtyuiogoihiooooopppppppppooookkkkkjgddfgyiuiiiiijhhhgfyyyyyuoppknnpppoijiiipo
ami gazipur theke sunchi❤❤
আমি। যশোর থেকে দেখলাম❤❤❤❤
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
আমি আপনাকে চিনি না। কিন্তু আপনার বর্ণনা অসম্ভব ভালো লাগে। বিশেষ করে বাংলাদেশের গ্ৰামের চিত্র আলাদা আনন্দ দেয় মনে। পদ্মার ভিডিওগুলো অসম্ভব দুঃসাহসী পূর্ণ।
গ্রামের মানুষ গুলা গরিব হলেও মনটা অনেক বড়। 💕💕💕
মাশাআল্লাহ। নদীর মাছ, আলুভর্তা ও সাথে ডাল। সেই রকম।ভাই বাম হাত দিয়ে পানি খাওয়া নিষেধ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে আদবের সাথে খেতে হয়।
আসলেই গ্রামের মানুষের মন অনেক কোমল,আজিজুল ভাইয়ের মায়ের খোজ নেওয়াটা খুব ভাল লেগেছে,নেই অহংকার ঠিক যেন গ্রামের মুক্ত বাতাসের মতই পরিস্কার
আজেবাজে কনটেন্ট এর ভিড়ে আপনার মাটি আর মানুষ নিয়ে প্রাণ ছুঁয়ে যাওয়া এরকম ভিডিও গুলো মন কেড়ে নেয় ।ধন্যবাদ @salauddinsumon ভাই ।
চরখানপুরের পর্ব গুলোতে কেমন যেন একটা মায়া লেগে থাকে ❤❤❤❤❤❤
Ami ai char khan pur Dia 1987 saley India Giacilam
Right
Yes vi
sala uddin sumon bhai, pl address the district of charkhanpur
@@dinislamdin6466 আপনাদের মত লোকদের কারণেই দেশেল বদনাম হয়।
শহরের দালান বিল্ডিং থেকে এই গ্রাম গঞ্জের প্রকৃতিটা অনেক অনেক ভালো
প্রবাস থেকে এমন ভিডিও দেখলে সত্যি দেশের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাই
ধন্যবাদ সুমন ভাই❣️
অনেক ভালোবাসা❤️💕❤️
@@SalahuddinSumon ভাই আপনার জন্য অনেক ভালোবাসা রইলো❣️
ধন্যবাদ ভাই রিপ্লাই দেয়ার জন্য✌️💖
সুমন ভাইয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন,, আল্লাহ পাক যেনো সুমন ভাইয়াকে নেক হায়াত দান করেন,,,,,
শেষের দিকের ভিডিও দেখে আমার হাতের পশম দাঁড়িয়ে গেছে।সত্যিই চরের মানুষের জীবন কত ঝুঁকিপূর্ণ।
এমন দৃশ্য দেখিনা আজ বহু বছর। এতো সরল মাখা মানুষ গুলো দেখলেই অন্য রকম অনুভব হয়।আপনার জন্য দোয়া রইলো। এতো সুন্দর ভিডিও দেওয়া জন্য।
Nice video!thank you for sharing this
সুমন ভাই আপনার হোয়াটস অ্যাপ নম্বর টা দেবেন।ও মোবাইল নাম্বার টা দেবেন প্লীজ
আজকে ৫ বছর কোরিয়াতে আছি আপনার ভিডিও গুলো দেখলে দেশের কথা মনে পড়ে যায়, মন চায় এখনি ছুটে যায়🇧🇩
অনেক ভালো লাগে আপনার ভিডিও বিশেষ করে গ্রামের ভিডিও গুলো, আরো এমন গ্রামের ভিডিও দেখতে চাই,আপনার জন্য শুভকামনা সব সময় 💝
খুব সুন্দর ভিডিও সুমন দা এইরকম গ্রাম বাংলার ভিডিও দেখতে চাই আরও গ্রামের ভিডিও করবে প্লিজ সুমন দা
Omg Ki dew re bhai padma nodi te…sotti Oshadaron video bhai apni banan always ❤❤❤
বেশি বেশি এই ধরনের ভিডিও দিবেন ,গরীর দুখি মানুষের জীবন যাপন তুলে ধরবেন ,দেখতে অনেক ভালো লাগে ,
চরখাঁনপুর এর প্রতিটি ভিডিও আমার ভালো লাগে। আজিজুল হক ভাইয়ের পরিবার এর প্রতি দোয়া ও ভালোবাসা রইল।
আপনার মানবিক মুখ উন্মত্তা পদ্মার স্রোতে ঝুঁকি পূর্ণ যাত্রা সত্যিই হৃদয় স্পর্শি। ধন্যবাদ।
❤️💕❤️
@@SalahuddinSumon আপনার আর আজিজুল চাচার সম্পর্ক আমার ভীষণ ভাবে মুগ্ধ করেছে। চরখানপুরের সব ভিডিও গুলো দেখলাম ❤।
একজনকে নিজ দায়িত্বে জমি কিনে দেওয়ার জন্য ছুটে যাওয়া সত্যি মানবতার সর্বচ্চো বহিঃপ্রকাশ। এমন সোনার ছেলে বাংলা মায়ের গর্ব। আপনার এমন উদারতার কথা মনে গাঁথা হয়ে থাকবে বহুদিন।
ভালোবাসা নিবেন প্রিয় "সুমন ভাই" 💞
চরখানপুরের ভিডিও দেখলে কেমন যেন কল্পনার জগতে হারিয়ে যাই.এ যেন অন্যরকম এক ভালোবাসা❤❤
চর খানপুরের ভিডিও গুলোতে প্রাচীন বাংলার ঐতিহ্য ফুটে উঠেছে। অনেক অনেক ধন্যবাদ ভাই এই ভিডিও গুলো শেয়ার করার জন্য।
সুন্দর করে সাজিয়ে বলে জানিয়েছেন কথা আমি শুনে মুগ্ধ
আমার ছোট চাচীর বাড়ি রাজশাহীতে।যেতে মন চায়। যদিও চাচী আজ বেঁচে নেই। আল্লাহ পাক উনার সকল গুনাহ মাফ করে দাও এবং তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।
সত্যিই অসাধারণ ❤️ অপূর্ব সুন্দর গ্রাম বাংলার জীবন যাত্রা! তাই তো কবি বলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর 🥰 মনোমুগ্ধকর দৃশ্য জানিনা গ্রাম আমায় কেন এতো টানে তাইতো সবসময়ই নিজ জন্মভূমি গ্রামের পিছুটান ছেড়ে একমুহূর্তে জন্যও অন্য কোথাও গিয়ে থাকতে পারি না,,,,! I love my village & love you Salauddin Sumon vai ❣️🤍🍁
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
চরখানপুরের ব্লগ গুলো এতো ভালোলাগে যা বলার ভাইরে,, মন চায় সব সময় আজিজুল ভাইকে দেখি, খুব ভালো লাগে তাদের,, আবার তাড়াতাড়ি চরখানপুরের ব্লগ চাই
একটি জোৎস্নাময় রাত কতোটা মোহনীয় হতে পারে এসব গ্রামে ভেবেই লোভ হচ্ছে❤️
😢😢😢😢
প্রতিটি কথাই আবেগপূর্ণ, এগিয়ে যান সালাউদ্দিন সুমন ভাই
আজিজুল ভাই কে আল্লাহ অনেক বছর বাচিয়ে রাখুক সুমন ভাই আজিজুল ভাই এর খোঁজ রাখবেন সবসময়
আজিজুল ভাই অনেক বালো
চরের মানুষ কি দারণ! কত সহজ সরল। দেখে বেশ ভালো লাগলো
আপনার ভিডিও গুলো সময় পেলে দেখি।অনেক ভালো লাগে ভাই।
আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে । আজিজুল ভাই অনেক ভালো মনের মানুশ আজিজুল ভাইএর পাশে থাইকেন ভাই
আমি পৃথিবীর অন্যতম আধুনিক শহর,জার্মানীর ডুসেলডর্ফে থাকি। এখানের সব মেকি জিনিসপত্রের ভীড়ে কেবলই আফসোস হয় কেন আমি এরকম গ্রামে জন্মালাম না। আহারে আমার সোনার দেশ
আপনার অবস্থানে যাওয়ার জন্যও অনেক আফসোস করে।
এটাই জীবনের বৈচিত্র্য।
@@adolfhitler7gy মানুষ সবসময়ই আফসোস নিয়েই বাচে। তবে আমার আর ওয়েস্টার্ন দেশ ভালো লাগে না। কোথাও শান্তি পাই না। সুইজারল্যান্ড গেলেও বিরক্ত লাগে। একটু মাছ ভাজা, পালং শাক একটু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করে। পৃথিবীর সবচে বিশ্রি খাবার বার্গার আর পিজ্জা ই থাকে কপালে😥
BEry Nice Country 💋💋💋💋💋💋💋💋💋t🥰🥰💖💖💖১০০%
@@go_europeআল্লাহ্ আপনার মঙ্গল করুন। এছাড়া কি আর বলবো
আপনার এসব কথা শুধু দু চার লাইনের আবেগ মাএ। এর বাস্তবে কোন অস্তিত্ব নেই। ঐ ঝাঁ চকচকে জায়গার লোভ আপনাদের আমৃত্যু কাম্য । সুযোগ থাকলেও ঐখান থেকে বের হয়ে আসতে চাইবেন না। তাই এই সব আবেগ তাড়িত কথা গুলো বলা মানে আমাদের দেশের এই মানুষ গুলোকে উপহাস করা । মনে কষ্ট পেয়ে থাকলে 🙏🙏🙏 ক্ষমা চাইছি।
আজিজুল ভাইয়ের বাসা ও গ্রাম দেখে আমি যেন মুগ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি চার খানপুরের ভিডিও বানাবে সুমন দা
গ্রামীণ জীবন যাপন, খাবার ও প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম। খুব ভালো লাগলো ভাই। আপনার উপস্থাপন অনেক ভালো লাগে...
এই দৃশ্যগুলা এখন আর মনে পড়ে না ছোটবেলার খুব মনে পড়তো মোটা চালের ভাত ভাতের মাড় দিয়ে কলই শাক মিশ্রিত সুস্বাদু খাবার এখন আর পাই না কালের বিবর্তনে সবকিছু হারিয়ে গেছে এই দৃশ্য গুলো দেখে সে হারিয়ে যাওয়া দিনগুলো মনে পড়ে যায় ধন্যবাদ
এই অভূতপূর্ব দৃশ্যগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে! আমাদের প্রজন্মগুলোর কাছে অকল্পনীয় রূপকথার গল্পে পরিনত হবে। ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই। ❤️❤️❤️
খুবই চমৎকার হয়েছে ভাইয়া এই চরখানপুরের ভিডিও আরো দেখতে চাই
অপূর্ব ছিল গ্রাম বাংলার এই রূপ যেন মনে হচ্ছিল হাতে আঁকা কোন সিনারি এক কথায় অসাধারণ লাগলো এই এপিসোডটা ততটাই ভয়ংকর ছিল পদ্মা নদীর ঢেউ ভালো থাকবেন দাদা
আপনার সবকটি ভিডিও দেখার পর মন ভরে যায় কি সুন্দর সুন্দর ভিডিও দেন আপনি 🤲🤲🤲🤲
দাদা, আমরা বাড়িতে বসে দেখি, আনন্দ উপভোগ করি, কিন্তু আপনাদের পরিশ্রম কল্পনার বাইরে। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সুস্থ কামনা করি।
দেবব্রত বেরা।
প্রতাপদীঘি, পূর্ব মেদিনীপুর।
পশ্চিমবঙ্গ , ভারত।
আপনার ভিডিও দেখলে মনে হয় গ্রাম বাংলার অপরূপ দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে ওঠে সত্যিই আপনি একজন অসাধারণ ব্যক্তি, কারণ হতদরিদ্র আজিজুল ভাইয়ের খোঁজ নিয়মিত রাখেন।আপনার ভিডিও না দেখলে রাতে ঘুম হয় না। আপনার ভিডিওতে গ্রাম বাংলার এক রোমাঞ্চকর মূহুর্ত্তের সাক্ষী সকলেই হয়।
সতিই এরা অনেক সরল সাধারণ জীবন-যাপন করেন। আপনার প্রতিটা ভিডিও আমি দেখি। আপনার ভিডিও উপস্থাপন ও বলার ভঙ্গিমায় সত্যিই মধুর কণ্ঠ আছে। আপনার কথায় আপনি মায়াবী ভাষা ব্যাবহার করেন। আমি একজন গ্রামের ছেলে। গ্রাম মানেই আলাদা রকমের আনন্দ। গ্রাম মানেই প্রকৃতির অপরূপ রূপের সাথে সাক্ষাৎ করা। আমার বাড়ি মুর্শিদাবাদ।আমার ইচ্ছা বাংলাদেশ বেড়াতে যাবো। কিভাবে যাবো একটু বলবেন।
ভাইয়া আমি নেপাল থেকেই আপনার সব ভিডিও গুলো দেখি। খুবই ভালো লাগে
ক্যামন যত্ন নিয়া খাওয়াচ্ছে বড়ভাই ছোটো ভাইকে।🥰
ভালোবাসা তো এমনি।এখনো বাংলাদেশে কিছুটা গ্রামীন আবহ রয়েছে দেখে ভালো লাগলো।
সুমন ভাই ভিডিও দেবার জন্য অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
সুবহানাল্লাহ অনেক সুন্দর একটি গ্রাম এবং গ্রামের মানুষের চলাফেরা খাওয়া-দাওয়া উঠা বসা সবকিছু মিলিয়ে আমার অনেক ভালো লাগে এই গ্রামে ঘুরতে আমি অনেক ভালবাসি
ভাইজান কি আছে আপনার ভিডিওতে জানিনা? যতই দেখি ততই মুগ্ধ হচ্ছি,আর একটার পর একটা এফিসোড দেখছি,মন চাচ্ছে হারিয়ে যাই প্রকৃতির মাঝে,প্রকৃতি যেন আমাকে টানচে তার আপন মনে।
সত্যি বলতে আমার খুব হিংসে হচ্ছে...
এমন একটা গ্রামে বসবাস করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতাম❤️❤️
সত্যি দাদা আপনার ভিডিওগুলো দেখে মন প্রাণ ছুঁয়ে যায়। মনে হয় যেন তামিলনাড়ু থেকে এক্ষুনি ছুটে চলে যাই চর খানপুরে।
যত দেখি ততই ভালো লাগে
অসাধারণ "
অপেক্ষা রইলাম চরখানপুরের দৃশ্য আবার দেখার জন্য,সুমন ভাই সবগুলো পর্বই খুবই ভালো লেগেছে,
সুমন ভাই। আমি বগুড়ার ছেলে। বাংলার গ্রামাঞ্চলে মানুষের মন কতখানি বড় আর অতিথি পরায়ন তারা আপনার ভিডিও গুলা না দেখলে বোঝার উপায় নাই৷ খাবার দেখে জিভে জল চলে আসে বার বার৷
এটাই আমার বাংলাদেশ ❤️
অসাধারণ একটি খাওয়া দাওয়া। অনেক ভালোবাসা রইলো ইন্ডিয়া কোলকাতা থেকে ।
💚💛💙গ্রাম বাংলার মাটি ও মানুষের সাথে অকৃত্রিম ভাবে নিজেকে বিলিয়ে দিয়ে দরদ, মমতা, মায়ায় জড়িয়ে এই অসাধারণ ব্লগ গুলো উপহার দিয়ে চলেছেন আমাদের প্রিয় সালাহউদ্দিন সুমন ভাই। আবারও আপনার জন্য অনেক ভালোবাসা রইল। 🧡❤️🧡
স্মৃতির মণিকোঠায় নাড়া দিয়ে গেল আজকের আপনার এই ভিডিওটি, অসাধারণ..!
ভাই পদ্মা, যমুনাসহ সব নদীতেই অনেক চর আছে। সেসকল চরের মানুষের জীবন, প্রকৃতি তুলে ধরার জন্য অনুরোধ করছি।এগুলো দেখতে খুব ভালো লাগে
খাওয়ার উপাদান গুলো ছোট হলেও স্বাদ কিন্তু অনেক।আমিও খাইছি।
প্রাকৃতিক সৌন্দর্য যেন আপনার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে
চরখানপুরের অ্যাডভেঞ্চার দারুণ। এবার যমুনা পাড়ের অ্যাডভেঞ্চার দেখতে চাই।
চর খানপুরে সব পর্বগুলো আমার দেখা ❤️
খুব ভালো
সুমন ভাই আপনার যত অনুষ্ঠান দেখি ততই আরো দেখার ইচ্ছে জাগে। মহান আল্লাহ আপনার নেক হায়াত দান করুন আমিন
আমি পশ্চিম বঙ্গে থাকি, মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর ব্যাস্ততা আর কৃত্রিম উন্নয়ন ছেড়ে । চর খান পুরের মত একটা বিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ভয় স্থানে চলে যাই।
সত্যি ই অসাধারণ মনের মানুষ আজিজুল ভাই সহ পুরো পরিবারের
আহা কি অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি🍀🍀
কী আর বলব। ভাষায় প্রকাশ করতে পারছি না। এতটাই ভাল লাগতেছে ভিডিওটা। দেখতেছি আর দেখতেই আছি। দারুণ।।।। ওফফফফফ্ কী যে মাটির মানুষ আজিজুল ভাই।।। অনেক ভাল একজন মানুষ। সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও গুলো একটার চেয়ে একটা অসাধারণ। বিশেষ করে চরখানপুরের ভিডিও গুলো একেবারেই আলাদা। খুবই ভালো লাগে।
যাই হোক ভালোয় ভালোয় যে পাড়ে উঠতে পেরেছেন তাতে শান্তি পেলাম। আমার তো দমবন্ধ হয়ে গেছিল!
অনেক শুভেচ্ছা রইল সুমন ভাই, এগিয়ে চলুন।
বড় ভালো লাগে চরের মানুষের জীবন কাহিনী দেখতে।আমি মুগ্ধ হয়ে দেখি। অনেক অনেক মায়া ও ভালবাসা রইল এই সহজ সরল মানুন গুলোর জন্য। সুমন ভাইয়ের নিজের জীবনের ঝুকি নিয়ে এমন উপস্থাপনা কি যে ভালো লাগে কি আর বলব।
প্রকৃত সুখি মানুষ উনারাই,,, দেখেই শান্তি লাগছে।
অসাধারণ অসম্ভব সুন্দর ভিডিও দেখে মন ভরে গেল ভাই। আপনার ভিডিও গুলো দেখলে মনটাই ভালো হয়ে যায় 💖❤️❤️❤️
অসাধারণ উপস্থাপনা ভাই
চরখানপুর তথা সুমন ভাইয়ের ভিডিও মানেই গ্রাম বাংলা মানুষ মাটি সত্যি ই অসাধারণ।। মন জুাড়িয়ে যায়।।
আলহামদুলিল্লাহ গ্রামের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে ❤️❤️❤️
উফ্, জলের অবস্থা দেখে ভয়ে বুক কেঁপে উঠছিল। সাঁতার জানিনা তো। আপনার এই ব্লগ দুটি আমার মনে গেঁথে থাকবে 🍁
ছবির মতো সুন্দর চরখানপুর সাথে আজিজুল ভাইয়ের বাড়িটি। সবসময়ই অপেক্ষা করি কখন চরখানপুরের নতুন বিডিও আসবে। যতো দেখি আরো দেখতে মন চায়।
সুমন ভাইয়ের প্রতি রইল সাত আসমান ভালবাসা, আপনার মাধ্যমে গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি যত দেখি ততই মুগ্ধ হয় , এরকম বিডিও আপনার মাধ্যমে আরো বেশী আশা করি ।
এত সুন্দর খাবার খাওয়া দেখে জিভে জল চলে আসছে ভাই
Valobasha roilo vai apnar proti
আমি আপনার একরাত্রি কাটানোর এবং সেই চরখানপুর রাতের দৃশ্য দেখতে খুবি ইচ্ছুক,,, অপেক্ষায় আছি
আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি ওই চরখানপুর আমার মন কেড়ে নিয়েছে ওই গ্রামের প্রকৃতি সত্যিই সুন্দর
বেড়াতে আসেন
শিশুদের অানন্দ দেখে অনেক ভাল লাগলো। অসাধারণ ভিডিও
আমি সিংগাপুরে থাকি দেশে গেলে আজিজুল ভাইয়ের বাসায় ভেড়াতে যাব,চরের মানুষের জীবন আমার খুব ভাল লাগে
চরখানপুরের ভিডিও আমার খুব ভালো লাগে , কখন যে সময় কেটে যায় বুঝতেই পারিনা , ওখানকার মানুষ জন ও পরিবেশের দৃশ্য আমায় মুগ্ধ করে , ওখানকার আজিজুল ভায়ের সাথে মাছ ধরার ভিডিও চাই ।। thank you I am Indian
জিবন এইভাবেই চলে যায়, ভালো থাকুক ভালো মানুষ গুলা।💝
আপনার ব্লগ অনেক ভালো লাগে,,, দেশের ইতিহাসের ঐতিজ্য দরে তুলেন,,,আরো ভালো ভালো ভিডিও পাবো আশা করি
সুমন ভাই আপনার ভিডিও যত দেখি ততই ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত তাড়াতাড়ি আরেকটি ভিডিও আপলোড করার জন্য আর চরখানপুর মানুষের জন্য রইল দোয়া এবং ভালোবাসা
অনেক ধন্যবাদ❤️
প্রবাস থেকে আপনার এই ভিডিও গুলো উপভোগ করতেছি আলহামদুলিল্লাহ
দারুন, ত্রিপুরা থেকে
মজার ব্যাপার হলো, আমার বাচ্চাদের সুমন সাহেবের এরকম প্রকৃতি দৃশ্যায়ন, cartoon এর চেয়েও বেশি পছন্দ। ঝালকাঠি জেলা থেকে। ধন্যবাদ।
পূজো তে আসছি বাংলাদেশে দাদা !! ❤️ ভারত থেকে ভালোবাসা নিও দাদা
Wormingly welcome.
চট্টগ্রামের পূজায় আসবেন।
অমৃত খেলেন সুমনভাই।আপনার পদচারণে চরখানপুর তথা রাজশাহী ধন্য 👌❤️❤️
সত্যি সুমন ভাই আপনার বিডিও টা দেখে ছোটবেলার সৃতি গুলা মনে পড়ে যায়,,,💝💝💝thank you Sumon vai....❤️❤️❤️
দারুন লাগলো, এরকম ভিডিও দেখলে মন ভরে যায় ❤️❤️❤️
কি সুন্দর আমাদের গ্রাম বাংলা সত্যি চোখ জুড়িয়ে যায়
আছছালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। খুব ভালো লাগল চর এলাকার জীবন জীবিকা। আর আপনার প্রতি আতিতিয়্যোতা দেখে মুগ্ধ হলাম। আসলেই আজিজুল ভাইয়ের প্রতি আপনার আর আপনার প্রতি আজিজুল ভাইয়ের একটা ভীষণ মায়া অনুভব করলাম দেখে মনে হল একটা আত্মার আত্মীয়ত্বা যেন আপনারা দুই প্রাণে আছে। যেখানেই যান আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভাল থাকুন।
সুমন ভাই
চরখানপুরের সবগুলো পর্বই দেখলাম খুবই ভালো লাগে গ্রামীণ জীবন। কিন্তু যখন দেখি ভালো শিক্ষা আর সুচিকিৎসার অভাব তখনই মনটা খারাপ হয়ে যায় 😥
সুমন ভাইয়ের ভিডিও মানে অসম্ভব সুন্দর! মনে প্রশান্তি
ভিডিও দেখতে দেখতে কেমন জানি হারিয়ে গেলাম সেই গ্রামের মায়ায়.. ❤️ সুমন ভাই সব সময় ভালো থাকবেন।
সত্যি এই চরের মাটির মানুষ তত দেখি ততই ভালো লাগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ
গ্রামের মানুষ খুবই সহজ সরল ও অতিথি পরায়ন।। ধন্যবাদ আজিজুল ভাই❤️ ভালোবাসা ও দোয়া রইলো