আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ, সুন্দর করে বুঝিয়ে উত্তর দেওয়ার জন্য। তবে কথা হলো আমার খতিয়ানটির উপরে বড় করে হোল্ডিং নং লেখা নাই। আইডি আমার নামে এবং খতিয়ানেও আমার নাম রয়েছে, সাথে ভাই -বোনদের নামও আছে। আবারও একটি সুন্দর পরামর্শ প্রত্যাশা করি।
বর্তমান অবস্থাঃ আবেদনপত্র গ্রহণ (খসড়া খতিয়ানসহ) যার কাছে বর্তমানে আছেঃ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এখন আমাকে কি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফোন বা মেসেজ দিবে??
প্রিয় ভাই, ইউনিয়ন কিংবা উপজেলা ভূমি অফিসের কেউ যদি টাকার জন্য আপনার খারিজ নিয়ে তালবাহানা করে তবে প্রথমে আপনি এসিল্যান্ডকে জানাবেন। এসিল্যান্ড সমাধান না করলে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কিংবা জেলা প্রশাসকের নিকট অভিযোগ করবেন। এছাড়াও আপনি ১৬১২২- হটলাইনে কল করেও অভিযোগ জানাতে পারবেন। এখন বড় সুবিধা হচ্ছে ভুমি অফিসের যে কেউ যদি হয়রানিমূলকভাবে খারিজ বাতিল করে সেটা অনলাইনে সংরক্ষিত থাকে। আপনি অভিযোগ করলে উর্ধ্বতন কর্তৃপক্ষ সহজেই হয়রানির প্রমাণ পেয়ে যাবে। আপনারা অভিযোগ করেন না বলেই কেউ কেউ হয়রানি করতে সাহস পায়।
আসসালামু আলাইকুম 2019 সালের পুর্বের খারিজ খতিয়ান দিয়ে অনলাইনে খাজনা আদায়ের আবেদন করলাম কিন্তু ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খারিজ খতিয়ান অনলাইন করে দেয়নি এবং খাজনা আবেদন বাতিল করে দিয়েছেন। এ ক্ষেত্রে করনীয় কি?
প্রিয় ভাই, সব জায়গায় ভালো-মন্দ মানুষ আছে। ভূমি সংক্রান্ত সেবা নির্বিঘ্নে পাওয়া আপনার নাগরিক অধিকার। কোথাও হয়রানির শিকার হলে উপরে অভিযোগ করুন, এতে আপনিসহ আরও অনেক ভূমি মালিক উপকৃত হবে।
সাধারণত নামজারি খতিয়ানে খতিয়ান নম্বরের সাথে হোল্ডিং নম্বর লেখা থাকে। এখন যেহেতু হিসাব নম্বর লেখা আছে সম্ভবত ওই ভূমি অফিসের দায়িত্বরতরা একটু স্টাইল করতে গিয়ে এটি করেছে । আমার জ্ঞানমতে এটি হোল্ডিং নম্বর হবে ।
আপনার খারিজ যদি অনুমোদিত না হয়ে থাকে তাহলে এসিল্যান্ড কিংবা এসিল্যান্ড অফিসের নামজারি সহকারীর সাথে যোগাযোগ করুন। অবশ্য নামজারি অনুমোদন হলেও ভুল সংশোধন করা যায়।
আসসালামু আলাইকুম। খাজনার জন্য আমি নিবন্ধন করে সব তথ্য দিয়ে অরিজিনাল খারিজ খতিয়ান আপলোড দিয়েছি। হোল্ডিং নং না দিয়ে বাতিল লিখেছে। কারণের ঘরে লিখেছে - নামের মিল নাই। অথচ চেক দিয়ে দেখেছি সব ঠিক আছে। সমাধানমূলক পরামর্শ দেয়ার অনুরোধ রইলো।
ওয়ালাইকুমুস সালাম। আপনি যে খারিজ খতিয়ান আপলোড দিয়েছেন সেই খারিজ খতিয়ানটি কি ইউনিয়ন ভূমি অফিস হতে হোল্ডিং খোলা হয়েছিল? হোল্ডিং খোলা থাকলে খারিজ খতিয়ানের উপরের দিকে দেখবেন বড় করে হোল্ডিং নং কথাটি লেখা রয়েছে। “নামের মিল নেই“- এ কথাটির ব্যাখ্যা। আপিন যে আইডি দিয়ে নিব্ন্ধন করেছেন সেই আইডির নাম এবং খারিজ খতিয়ানের মালিকের নাম যদি একই হয় তাহলে নামের মিল নেই কথাটি বলার সুযোগ নেই। খারিজ খতিয়ানে হোল্ডিং নম্বর, আপনার আইডির নাম এবং খারিজ খতিয়ানের মালিকের নাম যদি একই থাকে তাহলে পুনরায় খতিয়ান সংযুক্ত (খতিয়ান নম্বরের সাথে হোল্ডিং নম্বরও দিবেন) করুন। এবার যদি অনুমোদন না দেয় তাহলে এসিল্যান্ড/ইউএনও এর নিকট অভিযোগ জানাবেন।
স্যার, আমার একটি ডিজিটাল দোকান আছে সেখান থেকে খাজনা ও ইনামজারির আবেদন করে থাকি কিন্তু খাজনার জন্য আবেদন করলে দেখা যায় আমি কোন হোল্ডিং নাম্বার পাই না, এখন আমি কি কোন দ্রুত খাজনা দেওয়ার কোন উপায় আছে থাকলে জানাবেন।
প্রিয় ভাই, অনলাইনে যে কোনও খাজনা পরিধশাধ করতে গেলে সেই খতিয়ান/হোল্ডিংটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক অনুমোদ থাকতে হবে। আপনি নাগরিক নিবন্ধনের পর ওই ভূমি মালিককে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ফোন করে তার হোল্ডিং খতিয়ান অনুমোদনের জন্য অনুরোধ করতে বলবেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অনুমোদন দিলে সাথে সাথেই খাজনা পরিশোধ করতে পারবেন। অনেক হোল্ডিং স্বাভাবিকভাবেই অনুমোদন করা আছে, আপনি নিব্ন্ধন ছাড়াই সরাসরি অনলাইনে খাজনা প্রদান সংক্রান্ত আমার ভিডিওটি দেখলে আরও উপকৃত হবেন।
@@gausul_azam স্যার, আমি যাদের আবেদন করি তারা হোল্ডিং নম্বর নিয়ে আসে কিন্তু তারা অনলাইনে অনুমোদন করে না, তারা বলে তাদের পরিচিত একটি দোকান আছে সেখান থেকে আবেদন করতে এবং তারা সঙ্গে সঙ্গে খাজনা পরিশোধ করে, এই রকম কোন সুযোগ সুবিধা আমি পাবো কি না তাই জানার জন্য বলছি।
স্যার, আমার নামজারির শুনানি হয়ে গেছে ১৫ দিন হইছে। এখনো কোনো আপডেট দেই নাই। কানুনগো প্রতিবেদন দিয়েছে। এখন সহকারী কমিশনার এর কাছে। বর্তমান অবস্থা দেখাচ্ছে। কানুনগো এর প্রতিবেদন ও শুনানির জন্য আদেশ।কিন্তু এই দুইটাই আমার হয়েছে। শুনানি হয়েছে। প্রতিবেদন দিয়েছে। ১৫ দিন হ্য়ে গেছে। মঞ্জুর এর কোনো আপডেট আসছে এখনো
সুধী, আরএস রেকর্ড প্রকাশিত হওয়ার পর আপনার ক্রয়কৃত জমির আরএস খতিয়ান হতে খাজনা পরিশোধ করে আরএস রেকর্ড হতে মালিকানার ধারাবাহিকতা রক্ষা করতে প্রয়োজনীয় কাগজ সংযুক্ত করে আবেদন করুন। আরও জানতে নিচের লিংকে ক্লিক করে আমার খারিজ সংক্রান্ত ভিডিওটি দেখুন। th-cam.com/video/dNZVnCBeQxk/w-d-xo.html
অনলাইনে খাজনা পরিশোধ করলে সাথে সাথে একটি সাময়িক রসিদ পাওয়া যায়। মূল রসিদ সংগহের জন্য ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে। হোল্ডিং অনুমোদনে কেউ হয়রানি করলে এসিল্যান্ড/ইউএনও এর নিকট অভিযোগ করতে পারেন।
আপনার আবেদনটি না-মঞ্জুর হওয়ার ৩০ দিনের মধ্যে এসিল্যান্ডের নিকট পুনবিবেচনার জন্য রিভিউ করতে পারেন। তবে বাস্তবতা হলো এসিল্যান্ডরা রিভিউ এর ঝামেলায় যেতে চায় না, আপনাকে নতুন করে আবেদন করার জন্য অনুরোধ করতে পারে। কিন্ত বিধি মোতাবেক আপনি রিভিউ এর জন্য আবেদন করতে পারেন।
বাতিল হওয়ার সম্ভাবনা বেশি , তবে নিয়ম অনুযায়ী বাতিলের আগে এসিল্যান্ড আপনাকে শুনানির জন্য ডাকবে। এই ভিডিওটি দেখুন, অকারণে আপনার খারিজ বাতিল করলে প্রতিকারের উপায় জানতে পারবেন্ লিংক- th-cam.com/video/qiSkKm-7DnY/w-d-xo.html
ভাই, আমার আজকে মেসেজ এসেছে যে নাম জারি আবেদন নং এত কেস নং এত। প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়েছে। ভাই আমি কিভাবে বুঝব যে খারিজে প্রবলেম হচ্ছে?
আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হলাম।
ধন্যবাদ
আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছি। এমন সর্তকতা মূলক ভিডিও জন্য অসংখ্য ধন্যবাদ ❤
ধন্যবাদ
সুন্দর একটা তথ্য দিলেন। আপনাকে ধন্যবাদ।
ভাউয়া অসংখ্য ধন্যবাদ। ভাইয়া মোবাইল থেকে দেখার উপায়টা যদি ভিডিও আপলোড করেন তাহলে উপকৃত হতাম।
আপনার মোবাইলটি ডেস্কটপ সাইট সিলেক্ট করলে ল্যাপটপের মত ব্যবহার করতে পারবেন।
vai nam jarir nothe ki bave on laine pabo vai akta vedio den plase ami Dubai theke vishnu bolce
নামজারি নথি তো আপনি পাবেন না। এটি অফিসিয়াল ডকুমেন্টস।
Darun khobor
thanks
হ্যাঁ ভাই আমার শুনানির ডেট পড়েছে ভূমি অফিস থেকে প্রতিবেদন প্রেরণ করেছে অথচ খসড়া খতিয়ান দেয়নি তার কারণ কি একটু বলবেন দয়া করে
কোন সমস্যা থাকার কারণে খসড়া খতিয়ান না দিয়ে আপনার প্রতিবেদন দেয়া হয়েছে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করলে কারণটা জানতে পারবেন
Amadr union office thake positive report dise but khashra khotian dayni.sunani +kanungo positive report dise.Ai khotian ki hobe?
খসরা খতিয়ান যদি না দিয়ে থাকে তাহলে তো সেটা নেগেটিভ রিপোর্ট বুজায়
আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ, সুন্দর করে বুঝিয়ে উত্তর দেওয়ার জন্য। তবে কথা হলো আমার খতিয়ানটির উপরে বড় করে হোল্ডিং নং লেখা নাই। আইডি আমার নামে এবং খতিয়ানেও আমার নাম রয়েছে, সাথে ভাই -বোনদের নামও আছে। আবারও একটি সুন্দর পরামর্শ প্রত্যাশা করি।
আপনি যে খারিজ খতিয়ানটির কথা বলেছেন সেটা কি অনুমোদিত খারিজ খতিয়ান? না কি খসড়া খারিজ খতিয়ান?
আমার একটা আবেদনে খসড়া খতিয়ান এবং প্রতিবেদন দুইটাই করছে। খতিয়ান ঠিক আছে। এখানে কি কি সমস্যা হইতে পারে?
আপনার কোন পেপার্সের ঘাটতি আছে সেটা শুনানির পরে জমা দিলেই হবে
ইউনিয়ন ভূমি অফিস থেকে নামজারির জন্য প্রস্তাব দিলে জানবো কিভাবে বা বুঝবো কিভাবে যে প্রস্তাব দিয়েছেন?
নিচে খসড়া খতিয়ানে প্রস্তুত টিক দেয়া থাকবে
ভাই আমার দুই মৌজায় বা দুই থানায় জমি নাম জারী করব নাম জারী কি 2টা করব না 1টা করলে হবে
২ টা করতে হবে
বর্তমান অবস্থাঃ আবেদনপত্র গ্রহণ (খসড়া খতিয়ানসহ)
যার কাছে বর্তমানে আছেঃ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
এখন আমাকে কি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফোন বা মেসেজ দিবে??
না
স্যার
আপনার সাথে যোগাযোগ করব কিভাবে
আমার জরুরীভাবে একটু কথা বলা প্রয়োজন।
চ্যানেল আবাউট-এ মোবাইল নম্বর দেয়া আছে।
ফ্ল্যাটের কিভাবে নামজারি করবো?
ডকুমেন্টস কি কি লাগবে জানাবেন প্লিজ?
যেই দলিল মূলে ফ্ল্যাট কিনেছেন সেই দলিল খতিয়ান আর খাজনা রশিদ
ভাই আমি নামজারির আবেদন করছি এখন অনলাইনে দেখছি সার্ভেয়ার কর্তৃক প্রতিবেদন প্রদান এই লেখাটা দেখাচ্ছি এটি হলো সর্বশেষ অবস্থা এখন আমার করণীয়
শুনানির দিনে এসিল্যান্ড এর কাছে যাবেন
কাগজপত্র সঠিক থাকার আছে,তবু ইউনিয়ন ভূমি অফিস নায়েব অনুমোদন দিচ্ছে না,, এখন করনীয় কি???
এসিল্যান্ড বা এডিসি/ রেভিনিউ এর কাছে অভিযোগ করুন
ধন্যবাদ ♥️
@@gausul_azam ধন্যবাদ 💕
দালাল বা টাকা ছাড়া আবেদন করলে সেটা বাতিল করে দেয় ইউনিয়ন এবং উপজেলা থেকে,এক্ষেএে কি করা যায়,কার মাধ্যমে এসব দুর্নীতি প্রতিকার করা যায় স্যার
প্রিয় ভাই, ইউনিয়ন কিংবা উপজেলা ভূমি অফিসের কেউ যদি টাকার জন্য আপনার খারিজ নিয়ে তালবাহানা করে তবে প্রথমে আপনি এসিল্যান্ডকে জানাবেন। এসিল্যান্ড সমাধান না করলে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কিংবা জেলা প্রশাসকের নিকট অভিযোগ করবেন। এছাড়াও আপনি ১৬১২২- হটলাইনে কল করেও অভিযোগ জানাতে পারবেন। এখন বড় সুবিধা হচ্ছে ভুমি অফিসের যে কেউ যদি হয়রানিমূলকভাবে খারিজ বাতিল করে সেটা অনলাইনে সংরক্ষিত থাকে। আপনি অভিযোগ করলে উর্ধ্বতন কর্তৃপক্ষ সহজেই হয়রানির প্রমাণ পেয়ে যাবে। আপনারা অভিযোগ করেন না বলেই কেউ কেউ হয়রানি করতে সাহস পায়।
@@gausul_azam ধন্যবাদ স্যার
আবেদন ফরম ইউনিয়ন ভূমি অফিসে পড়ে আছে প্রায় 2মাস যাবৎ, কোন অগ্রগতি দেখছি?
তাহলে কতদিন পর অভিযোগ করতে হবে?
আমার ই নামজারির ইউনিয়ন ভুমি সহকারির নিকট একমাস পড়ে আছে কোন সমস্যা না কি
Apnr namjari ki hoise?
Pdf kore kivabe notun form puron korbo aktu dekhaben
নতুন ফরমে ডকুমেন্টস সংযুক্তির ক্ষেত্রে প্রত্যেকটা ডকুমেন্টস আলাদা আলাদা পিডিএফ হবে। ২ টা দলিল হলে ২টা পিডিএফ, ৩ টা খতিয়ান হলে ৩টা পিডিএফ
জমির মালিকরা উপকৃত হবে
আমার জমির পরিমাণ কম এসেছে। আমি এখন কি করতে পারি?
আপনি এসিল্যান্ড এর সাথে যোগাযোগ করুন।
ভাই আমি নতুন জমি কিনেছি এখন নামজারি করতে দিয়েছি আগের মালিকের অনেক টাকা খাজনা বাকি এখন কি সবটাকা আমাকে পরিশোদ করতে হবে না কি জানাবেন
প্রিয় ভাই, জমি রেজিস্ট্রির সময় হালসনের খাজনার রসিদ লাগে। আপনার কাছে সেই রসিদ নেই। যদি খাজনা বকেয়া রেখে রেজিস্ট্রি করেন তাহলে সেটা আপনার ওপর বর্তাবে।
আছে কিন্তু সেটা ইউনিয়ন অফিস বলে জাল ই নামজারি করতে দিয়েছি আমি জতটুকু জায়গা কিনেছি সেটুকুর খাজনা কি দেওয়া যাবে না
আসসালামু আলাইকুম 2019 সালের পুর্বের খারিজ খতিয়ান দিয়ে অনলাইনে খাজনা আদায়ের আবেদন করলাম কিন্তু ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খারিজ খতিয়ান অনলাইন করে দেয়নি এবং খাজনা আবেদন বাতিল করে দিয়েছেন। এ ক্ষেত্রে করনীয় কি?
আপনার মৌজায় আরো কোনো রেকর্ড পাবলিস্ট হয়েছে ০১৮২০১৬০০০১
আপনার সাথে একটু কথা বলতে চাই
ফোন- ০১৮২০১৬০০০১
Vumi office er loker kotha bolar somoy nei tar upor kisu janbo kivabe...tobe amader ac land khub valo
প্রিয় ভাই, সব জায়গায় ভালো-মন্দ মানুষ আছে। ভূমি সংক্রান্ত সেবা নির্বিঘ্নে পাওয়া আপনার নাগরিক অধিকার। কোথাও হয়রানির শিকার হলে উপরে অভিযোগ করুন, এতে আপনিসহ আরও অনেক ভূমি মালিক উপকৃত হবে।
@@gausul_azam dhonnobad...apnar sob news ami dekhi...
ভাই আমি আবেদন ট্রাকিং এ দেখি ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা এর নিকট আছে একমাসের মত এর কারন কি
আপনি ফোনে একবার ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এরপরও যদি না ছাড়ে তাহেল এসিল্যান্ড/ইউএনও এর নিকট অভিযোগ করতে পারেন।
১ম আদেশে কি ফোনে এস এম এস আসে
১ম আদেশে এসএমএস আসে। এসিল্যান্ড যখন একটি আবেদন কেস নম্বর দিয়ে তদন্তের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট পাঠায় সেটাকে ১ম আদেশ বলে
ভূমি সার্ভেয়ার ও এসিলেন্ড কি এক??
আলাদা
স্যার আমি অনলাইনে ই নামজারি আবেদন করার সময় গ্রহিতা তিন জন এর জায়গায় এক জন এর তথ্য দিয়েই সাবমিট করে ফেলি এখন আমার করণীয় কী
নতুন করে আবেদন করুন
আমার নামজারি খতিয়ান নং ২৬৬ কিন্তু আরেকটা হিসাব নং ২৬৪ ত্রখন ত্রই হিসাব নংটা কি হোল্ডিং নং না অন্যকিছু?
সাধারণত নামজারি খতিয়ানে খতিয়ান নম্বরের সাথে হোল্ডিং নম্বর লেখা থাকে। এখন যেহেতু হিসাব নম্বর লেখা আছে সম্ভবত ওই ভূমি অফিসের দায়িত্বরতরা একটু স্টাইল করতে গিয়ে এটি করেছে । আমার জ্ঞানমতে এটি হোল্ডিং নম্বর হবে ।
আমার খারিজ খতিয়ানের দাগ নাম্বার এর এগেনস্টে ভুল আছে এখন কি করি
আপনার খারিজ যদি অনুমোদিত না হয়ে থাকে তাহলে এসিল্যান্ড কিংবা এসিল্যান্ড অফিসের নামজারি সহকারীর সাথে যোগাযোগ করুন। অবশ্য নামজারি অনুমোদন হলেও ভুল সংশোধন করা যায়।
আসসালামু আলাইকুম। খাজনার জন্য আমি নিবন্ধন করে সব তথ্য দিয়ে অরিজিনাল খারিজ খতিয়ান আপলোড দিয়েছি। হোল্ডিং নং না দিয়ে বাতিল লিখেছে। কারণের ঘরে লিখেছে - নামের মিল নাই। অথচ চেক দিয়ে দেখেছি সব ঠিক আছে। সমাধানমূলক পরামর্শ দেয়ার অনুরোধ রইলো।
ওয়ালাইকুমুস সালাম। আপনি যে খারিজ খতিয়ান আপলোড দিয়েছেন সেই খারিজ খতিয়ানটি কি ইউনিয়ন ভূমি অফিস হতে হোল্ডিং খোলা হয়েছিল? হোল্ডিং খোলা থাকলে খারিজ খতিয়ানের উপরের দিকে দেখবেন বড় করে হোল্ডিং নং কথাটি লেখা রয়েছে। “নামের মিল নেই“- এ কথাটির ব্যাখ্যা। আপিন যে আইডি দিয়ে নিব্ন্ধন করেছেন সেই আইডির নাম এবং খারিজ খতিয়ানের মালিকের নাম যদি একই হয় তাহলে নামের মিল নেই কথাটি বলার সুযোগ নেই। খারিজ খতিয়ানে হোল্ডিং নম্বর, আপনার আইডির নাম এবং খারিজ খতিয়ানের মালিকের নাম যদি একই থাকে তাহলে পুনরায় খতিয়ান সংযুক্ত (খতিয়ান নম্বরের সাথে হোল্ডিং নম্বরও দিবেন) করুন। এবার যদি অনুমোদন না দেয় তাহলে এসিল্যান্ড/ইউএনও এর নিকট অভিযোগ জানাবেন।
খসড়া খতিয়ান প্রস্তুত না করলে আবেদন কি বাতিল হবে?
হ্যা
অনলাইনে ডিসিঅার কাটব কি ভাবে?
প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখুন সহজেই ডিসিআর কাটতে পারবেন। লিংক-- th-cam.com/video/Ib-dRxtAH7w/w-d-xo.html
স্যার, আমার একটি ডিজিটাল দোকান আছে সেখান থেকে খাজনা ও ইনামজারির আবেদন করে থাকি কিন্তু খাজনার জন্য আবেদন করলে দেখা যায় আমি কোন হোল্ডিং নাম্বার পাই না, এখন আমি কি কোন দ্রুত খাজনা দেওয়ার কোন উপায় আছে থাকলে জানাবেন।
প্রিয় ভাই, অনলাইনে যে কোনও খাজনা পরিধশাধ করতে গেলে সেই খতিয়ান/হোল্ডিংটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক অনুমোদ থাকতে হবে। আপনি নাগরিক নিবন্ধনের পর ওই ভূমি মালিককে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ফোন করে তার হোল্ডিং খতিয়ান অনুমোদনের জন্য অনুরোধ করতে বলবেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অনুমোদন দিলে সাথে সাথেই খাজনা পরিশোধ করতে পারবেন। অনেক হোল্ডিং স্বাভাবিকভাবেই অনুমোদন করা আছে, আপনি নিব্ন্ধন ছাড়াই সরাসরি অনলাইনে খাজনা প্রদান সংক্রান্ত আমার ভিডিওটি দেখলে আরও উপকৃত হবেন।
@@gausul_azam স্যার, আমি যাদের আবেদন করি তারা হোল্ডিং নম্বর নিয়ে আসে কিন্তু তারা অনলাইনে অনুমোদন করে না, তারা বলে তাদের পরিচিত একটি দোকান আছে সেখান থেকে আবেদন করতে এবং তারা সঙ্গে সঙ্গে খাজনা পরিশোধ করে, এই রকম কোন সুযোগ সুবিধা আমি পাবো কি না তাই জানার জন্য বলছি।
আমি এক শতক জায়গা বিক্রি করছি কিন্তু উক্ত ক্রেতা তার নামে খারিজ করে নাই তাহলে আমি আমার অংশের খাজনা পরিশোধ করতে করনীয় কি?
খসড়া খতিয়ানে কোনও ভুল থাকলে কার সাথে যোগাযোগ করবো?
আপনি এসিল্যান্ড এর সাথে যোগাযোগ করুন
স্যার, আমার নামজারির শুনানি হয়ে গেছে ১৫ দিন হইছে। এখনো কোনো আপডেট দেই নাই। কানুনগো প্রতিবেদন দিয়েছে। এখন সহকারী কমিশনার এর কাছে। বর্তমান অবস্থা দেখাচ্ছে। কানুনগো এর প্রতিবেদন ও শুনানির জন্য আদেশ।কিন্তু এই দুইটাই আমার হয়েছে। শুনানি হয়েছে। প্রতিবেদন দিয়েছে। ১৫ দিন হ্য়ে গেছে। মঞ্জুর এর কোনো আপডেট আসছে এখনো
ওখানে এসিল্যান্ডের দায়িত্ব কি ইউএনও পালন করছে?
ভাই নাম জারি আবেদন করে হলে কেস নং পরে গেলে আরকি বাকি থাকে
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক খসড়া খতিয়ান প্রস্তুতের পরে সার্ভেয়র ও কানুনগো কর্তৃক যাচাই এবং এসিল্যান্ড কর্তৃক অনুমোদন।
'সার্ভেয়ার কর্তৃক প্রতিবেদন পেরন'। আমার নামজারি আবেদনের এই ঘরে ঠিক মার্ক করা আছে।এতে কি কোন সমস্যা বুঝানো হয়েছে?
না
এসিল্যান্ডের সই সিলসহ এবং ভূমি অফিসের নায়েবের সই সিলসহ আরও কয়েকজনের সই সাথে ডিসিআার সহ অনুমোদিত খতিয়ান।
দর্শক কি বোঝাতে চেয়েছেন। আপনার খারিজ তো অনুমোদন হয়ে গেছে। এখন ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে হোল্ডিং খুলে নেন।
এসি ল্যান্ড কর্তৃক চূড়ান্ত খারিজ খতিয়ানের দাগ নম্বর সংশোধনের উপায় কি?
আপনি এসিল্যান্ড অফিসের সংশ্লিষ্ট নামজারি সহকারীর সাথে যোগাযোগ করুন। চূড়ান্ত অনুমোদনের পরও ভুল সংশোধন করা যায়। চিন্তার কিছু নেই।
SA খারিজ থেকে RS খারিজ কিভাবে করতে হয়?
সুধী, আরএস রেকর্ড প্রকাশিত হওয়ার পর আপনার ক্রয়কৃত জমির আরএস খতিয়ান হতে খাজনা পরিশোধ করে আরএস রেকর্ড হতে মালিকানার ধারাবাহিকতা রক্ষা করতে প্রয়োজনীয় কাগজ সংযুক্ত করে আবেদন করুন। আরও জানতে নিচের লিংকে ক্লিক করে আমার খারিজ সংক্রান্ত ভিডিওটি দেখুন।
th-cam.com/video/dNZVnCBeQxk/w-d-xo.html
আবেদন নাম্বার না থাকলে কি করব
ভুমি অফিসে যোগাযোগ করে আবেদন নাম্বার সংগ্রহ করুন
আমার নামজারি আবেদন ইউনিয়ন ভূমি অফিসার তদন্ত নেওয়ার পর বলছে ঠিক আছে তারপরও আবেদন নামঞ্জুর হয়েছে কেন জানাবেন।
আবেদন না-মঞ্জুরের কারণ আপনার মোবাইলে ম্যাসেজ পাঠানোর কথা। না পাঠালে ট্রাকিং করে জানতে পারবেন।
আমি ত সরা সরি খাজনা দিছি।কিন্তু চেক আছে না দাখিলাতে।কিভাবে চেক আনব।স্যার ত নিজের দোখান ছাড়া হোল্ডিং অনুমোদন দেয় না।
অনলাইনে খাজনা পরিশোধ করলে সাথে সাথে একটি সাময়িক রসিদ পাওয়া যায়। মূল রসিদ সংগহের জন্য ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে। হোল্ডিং অনুমোদনে কেউ হয়রানি করলে এসিল্যান্ড/ইউএনও এর নিকট অভিযোগ করতে পারেন।
নামজারি না-মঞ্জুর হলে কী ৭০ টাকা দিয়ে পুনরায় আবেদন করব?
নাকি আগের আবেদন রিভাউ করা যাবে?'
আপনার আবেদনটি না-মঞ্জুর হওয়ার ৩০ দিনের মধ্যে এসিল্যান্ডের নিকট পুনবিবেচনার জন্য রিভিউ করতে পারেন। তবে বাস্তবতা হলো এসিল্যান্ডরা রিভিউ এর ঝামেলায় যেতে চায় না, আপনাকে নতুন করে আবেদন করার জন্য অনুরোধ করতে পারে। কিন্ত বিধি মোতাবেক আপনি রিভিউ এর জন্য আবেদন করতে পারেন।
খসড়া খতিয়ান না করে ইউনিয়ন ভূমি অফিস প্রতিবেদন পাঠায় দিছে। এখুন কি আমার নামজারী আবেদন বাতিল হয়ে যাবে
বাতিল হওয়ার সম্ভাবনা বেশি , তবে নিয়ম অনুযায়ী বাতিলের আগে এসিল্যান্ড আপনাকে শুনানির জন্য ডাকবে। এই ভিডিওটি দেখুন, অকারণে আপনার খারিজ বাতিল করলে প্রতিকারের উপায় জানতে পারবেন্ লিংক- th-cam.com/video/qiSkKm-7DnY/w-d-xo.html
স্যার , প্রথম আদেশ বা কেস নাম্বার পড়েছে এবং ইউনিয়ন ভূমি অফিসে প্রেরন করেছেন।
(খসড়া খতিয়ান ব্যতীত) এইটা ধারা কি বুঝিয়েছে??
আপনি আবেদন ট্রাকিং করলে আবেদনটি কার নিকট (প্রাপক) দেখায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা না সহকারী কমিশনার (ভূমি)?
আমারটা দেখায় ইউনিয়ন সহকারি কর্মকর্তা ভূমি এর মানি কি জানাবেন
@@moznumia7261 bojlm na
আমার দাদার নামে জমি কিন্তু উনি মৃত্যু বরন করেছেন আমার বাবা জমি জমা বুঝে না
আমি নাতি হয়ে কি ভাবে আবেদন করবো
আপনার বাবার নামে আপনি আবেদন করে দেন।
ভাই,
আমার আজকে মেসেজ এসেছে যে নাম জারি আবেদন নং এত কেস নং এত। প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়েছে। ভাই আমি কিভাবে বুঝব যে খারিজে প্রবলেম হচ্ছে?
কয়দিন পর ট্রাকিং করে দেখবেন খসড়া খতিয়ান দেখায় না প্রতিবেদন দেখায়। প্রতিবেদন দিলে প্রবলেম।
আমি খুঁজে পাইনি
প্রিয় ভাই, আপনার খারিজের আবেদন নং, আইডি নং এবং মোবাইল নম্বর পাঠিয়ে দেন আমি দেখছি।
আবেন নাম্বার কোথায় পাবো
সুধী, আপনি যখন নামারির জন্য অনলাইনে আবেদন করবেন সাথে সাথে একটি আবেদন নম্বর পাবেন।
আপনার মোবাইল নাম্বার চাই দিতে চান না কেন
01820160001
আপনার একটা কন্ট্রাক্ট নাম্বার দেন
বাংলার ভূমি ফেসবুক পেজে যে কোনও সমস্যার জন্য ডকুমেন্টসসহ প্রেরণ করে পরামর্শ নিতে পারবেন।
পেজের লিংক --: facebook.com/lakuazam
যদ আপনার নাম্বার দেন তাহলে কিছু কথা আছে বলব
01820160001