হুদুর রাজা কে মহিষাসুর ভাবার মতো ভুল কাজ করবেন না, পুরাণের অসুর , আপনাদের আদিবাসিদের অসুর রাজ এক নন, পুরাণের অসুর এবং সুর অর্থাৎ দেবতা রা একই গোষ্ঠীভুক্ত ছিলেন, ঝামেলা শুরু হয় অমৃতের ভাগ নিয়ে। মা দুর্গা , দুর্গ নামক অসুরকে বধ করেন, প্রমাণ করতে পারবেন কি দুর্গ আর হুদুর রাজা এক ?
To tell the truth, I have spoken only about the ancestors. I never conspire to destroy the history of any particular person, but keep trying to uncover their history.
I support you, it is historic fact, but today it has been deferred by Aryan people. I not going briefly, but you telling absolutely facts & original history of Aadivasi. Thank you.
Neither DurgaPuja nor Hudur-Durga Pooja should be banned. Both are myths and if cebrating myths bring happiness to some people, then who are we to stop them? Only intolerance towards diverse individualism should be banned, it's against nature
মহিষাসুর আর হুদূর দুর্গা এক নয় কখনো। আদিবাসী ভাষায় যেমন মুন্ডা কোল ভূমিজ এরকম শব্দ আছে সেরকম ই অসুর শব্দ টাও আছে । সেটা আদিবাসী দের ই একটা ভাগ যেমন সাঁওতাল। অন্যদিকে সংস্কৃত ই যে অসুর এর কথা বলা আছে তোর মানে আলাদা। যেমন উর্দু ভাষায় দাদা বা দাদাজি মানে ঠাকুরদা কিন্তু বাংলায় দাদা মানে বড়ো ভাই।দুটো ভাষায় একই উচ্চারনের শব্দ থাকতেই পারে কিন্তু তাদের মানে একে হবে তার কোনো মানে নেই। দুটো শব্দের মধ্যে যোগসূত্র তৈরী করেই সব গন্ডগোল পাকানো হচ্ছে। যেমন হুদূর দুর্গা আর দুর্গার মধ্যে মিল থাকার জন্য যোগসূত্র তৈরী হচ্ছে। ব্রহ্মার বংশধর কশ্যপ মুনির দুই স্ত্রী ছিলেন। দিতি আর অদিতি। অদিতির ছেলে রা হলেন সুর বা দেবতা আর দিতির ছেলে রা হলেন অসুর । অসুর মানেই অশুভ সেটা ঋগবেদে বলা নেই। দেবতা ও অসুর এক্ই পিতার সন্তান । তাহলে দেবতারা যদি ব্রাহ্মণ হয় তবে অসুর ও ব্রাহ্মণ ই হবে। সেই কারণেই দুর্গা পুজোয় অসুর কেও পুজো করা হয় তাকেও পৈতে পড়ানো হয়। আর অসুর যদি অনার্য হত তাহলে তারা কখনোই ব্রহ্মা বিষ্ণু শিব বা কোনো দেবতার উপাসনা করতেন না। মহিষাসুর তপস্যা করেই ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন। রাবন শিবের উপাসক ছিলেন মা দুর্গার ও ভক্ত ছিলেন। রাবন পুত্র ইন্দ্রজিৎ অগ্নি দেবের পূজা করতো। সোনার লঙ্কা নগরীর কুলদেবী ছিলেন লক্ষী। তাছাড়া পুরানে আরো অনেক অসুরের কথা আছে যারা ব্রহ্মা বা অন্য দেবতাদের সন্তুষ্ট করেই বর লাভ করছিলো । অনার্য রা নিজের সুবিধার জন্য কখনোই হিন্দু দেবতা বা ত্রিদেবের পুজো করতে যাবেন না। এগুলোই প্রমান করে যে অসুর রা অনার্য নয় । একজন লেখক যখন কোনো কাহিনী লেখেন তখন অনেক সময় তিনি নিজের পছন্দের মানুষ দের কে অনুসরণ করেই নায়ক নায়িকার চরিত্র রচনা করেন আবার নিজের অপছন্দের ব্যাক্তির আদলেই গল্পের ভিলেনের চরিত্র নির্মাণ করেন। তার মানে এটা নয় যে তিনি নিজের অপছন্দের মানুষ কে অপমান করার জন্যই ই গল্প লিখছেন। এটা শুধু তার চরিত্র কল্পনা। সেভাবেই দেখা যেতে পারে যে, আর্য জাতির মানুষ ভারতে এসে আর্য ও অনার্য দুটি জাতি খুঁজে পাই। তাই আর্য দের আদলে দেবতাদের সৃষ্টি করা হয় আবার অনার্য দের আদলে অসুর দের সৃষ্টি করা হয়। কিন্তু কখনোই অনার্য দের কে ছোট করার জন্য কাহিনী তৈরী করা হয়নি। হুদূর দুর্গা একজন ন্যায় পরায়ণ নারী দরদী রাজা ছিলেন। তার সাথে মহিষের কোনো সম্পর্ক নেই।কিন্তু মা দুর্গা কখন ও মহিষমর্দিনী আবার কখনো মহিষাসুরমর্দিনী । অর্থাৎ সব সময় তার পায়ে মহিষের স্থান ছিলো। তাই দুজন এক নয়। অন্যদিকে মহিষাসুর নারীদের সম্মান করতো না আর সে জোর করে স্বর্গ দখল করে। তাহলে কেনই বা আপনারা আপনাদের মহান রাজার সাথে মহিষাসুরের তুলনা করে তাকে ছোট করে নিজেরা কষ্ট পাচ্ছেন? দুটি ভাষায় অসুর শব্দের আলাদা আলাদা মানে আছে। সেটা বুঝুন। আপনাদের অসুর আর আমাদের অসুর এক নয় । এটা শুধু মাত্র রাজনৈতিক ঐক্য তৈরির জন্য দুর্গা এই অসুরের কাহিনী কে বিকৃত করে সাধারণ মানুষের মগজ ধোলাই করা হচ্ছে। আপনারা আপনাদের বিশ্বাস নিয়ে থাকুন আমাদের নিজেদের বিশ্বাস নিয়ে থাকতে দিন। আপনাদের আর আমাদের অসুর যে এক নয় সেটা ভেবে দেখুন। তাহলেই সব ভুল ধারণা দূর হবে
আর্যদের সিন্ধু ঘাঁটি সভ্যতাই থাকতো যা পাকিস্তান ও আফগানিস্তান ও কিছুটা পাঞ্জাবের অংশ জুড়ে। যত তাঁদের জনসংখ্যা বাড়তে থাকে তার বর্তমান ভারতে প্রবেশ করার চেষ্টা করে। তখন অনার্য তথা বর্তমানে জনজাতি সাথে লড়াই হয় তার মহিষাসুর যে জনজাতির রাজা তাকে পুরুষ দিয়ে হারাতে না পেরে মহিলা দিয়ে ষড়যন্ত্র করে হারানো হয় আর আজ অখণ্ড ভারতের অধিকাংশ জায়গা হিন্দুরা কব্জা করে শক্তি পিঠ বানিয়ে। আর মহিলা সম্মানের কথা হিন্দুদের কথা বলো না বর্তমানে RGKR এর ঘটনা মনে করে হিন্দুরা কতটা সন্মান দেয় আর কতটা মহিলা সুরক্ষা দেয়। একবার জনজাতি সমাজের মহিলার সাথে তেমন হোক যদি আইন না থাকতো এইরকম লোক আর জীবিত থাকতো না। হিন্দুরা এই কর্মফল ভুগছে অতীতে জনজাতির সাথে যা করেছো কিছু দশক ধরে তোমাদের সাথে ঘটছে মুসলমানদের দ্বারা জায়গা থেকে মূর্তি পূজা ভাঙা থেকে থেকে হিন্দুদের মহিলা কিছু তারা ছাড়ে না।এটাই সত্য আর এটাই কর্মফল দাদা। অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন।
সিন্ধঘাঁটি সভ্যতার এলাকা ছাড়া। পাঞ্জাবের পর পুরো দক্ষিনাত্য থেকে চট্টগ্রাম অবধি কাদের জায়গা এটা হিন্দুদের না মুসলমানদের এটা জনজাতিদের জায়গা আর এখন জনজাতিরা জঙ্গলে ও পাহাড়ে কোন প্রকার বেঁচে আছে। তোমরা কেমন বর্বর ছিলে তার প্রমান।
Assur are Assyrians in English. They still live in Iraq.Asurs are Assyrians, they live in Iraq. Asur Bani Pal was the King of Babylon. Asur Mazda was the God for the Zoroastrians. In Rig Veda, it is written that Asur and Sur are both created by Brahman. Ancient Aryans went out of India at about 6000 BC to Iran, Iraq, Syria, Armenia, then to the Ural Mountain valleys. These Bahujans should be expelled from India as they are against Sanatana Dharma like Jogen Mandal who joined the Muslim League and because of him Jessore, Barisal, Khulna, went inside East Pakistan.
ভারতের ঝাড়খণ্ডের খেরওয়াল সাঁওতাল ও অসুর নামক আদিবাসী সম্প্রদায়ের মতে, হুদুর দুর্গা ছিলেন তাদের সহস্র বছরের পুরনো পূর্বপুরুষ, চাইচাম্পা নামক গ্রামের রাজা। তিনি অত্যন্ত বলশালী ও ক্ষমতাধর রাজা ছিলেন। আর্যরা ভারতে আসার পর কোনমতেই তাকে পরাজিত করতে পারছিল না। তখন তারা বিভিন্নভাবে রাজাকে মারার উপায় ভাবতে লাগল। তারা জানতে পারল রাজা অত্যন্ত নারীবৎসল এবং তাদের সমাজেও নারীদের অত্যন্ত উঁচু চোখে দেখা হয়। তাই আর্যগণ রাজাকে হত্যা করার জন্য গুপ্তচর হিসেবে এক গৌরবর্ণের রূপবতী নারীকে পাঠাল, কোন কোন বর্ণনামতে, উক্ত নারী গণিকা পেশাবৃত্তির সঙ্গে জড়িত ছিল। আর্যগণ রাজার কাছে উক্ত নারীকে বিয়ে করার প্রস্তাব দিল এবং রাজাও নারীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাবে রাজি হলেন। বিয়ের পর সাতদিন রাজা উক্ত নারীর সাথে রাত্রি যাপন করেন এবং সপ্তম দিনে উক্ত নারী রাজাকে হত্যা করে। রাজার মৃত্যুর খবর শুনে আর্যগণ রাজ্য দখলের উদ্দেশ্যে রাজ্যে আক্রমণ করে এবং রাজ্যের পুরুষগণ তাদের ধর্মগুরুর পরামর্শ অনুসারে সরস্বতী নদীতে স্নান করে নারীদের বেশ ধারণ করে দাসাই নৃত্য করতে করতে রাজ্য থেকে পালিয়ে যায়। উক্ত ঘটনার নারীকেই আর্যগণ বা হিন্দুগণ দেবী দুর্গা হিসেবে এবং রাজাকে মহিষাসুর হিসেবে অতিরঞ্জিত করে বর্ণনা করে তাদের ধর্মগ্রন্থে উল্লেখ করেছে বলে সাঁওতালগণ দাবি করে থাকে, এবং তাদের আরও দাবি তাদের রাজা হুদুর দুর্গার নামই উক্ত নারীর নাম হিসেবে ভুলভাবে বর্ণিত হয়েছে। দুর্গাপূজার সময় তারা দুর্গাকে পূজা না করে মহিষাসুর পূজা করে থাকে এবং নারীদের বেশ ধরে পথে পথে দাসাই নৃত্য করে শোক পালন করে থাকে।[১১][১২][১৩] আর অনেকের দাবিমতে, উক্ত নারী গণিকা হওয়ার কারণে হিন্দুগণ দুর্গা পূজায় দুর্গার প্রতিমা তৈরি করতে গোমুত্র, গঙ্গাজল, গোবরের সঙ্গে গণিকালয়ের (পতিতালয়ের) মাটি ব্যবহার করে।
Today Kurmi are demanding to count them as Tribal, I know who are Mahato in Chota Nagpur. The Santal are the prior maternal men of Mahato @ Kundbi. . Thanks.
Swadhinotar por theke ST /SC der kendrio sorkar Kota system die sochhol kore higher castder sikhkhito chhele meyera goragori khachhe.Apni aro mathay tulchhen apni ki SC/ST?
Durgabandana karuk bangalira, kintu ak adibasi ke apoman kore nai. Akjan asur ke asuvo dekhiye tar murti ak adibasi manusher mukher aboyob baniye adibasider nai ba apoman karlo. kaoke baro dekhate giye aar ajanke choto karar adhikar ki ache? tabe apnake dhanybad. parasuno karar icheta gagonor janya.
মণ্ডপে যাকে হত্যা করেন দেবী সে একজন অপরাধী। যে একজন ধর্ষণকারী ব্যাক্তি।এটাই তার একমাত্র পরিচয় যে হিন্দু দেবী দের ধর্ষনের অভিযোগে মা দুর্গা যাকে মৃত্যুদণ্ড দেন
@@singhraisoren3157 কিছু মনে করবেন না আপনাদের সমাজে এই রেপিস্ট এর বীজ বপন হচ্ছে প্রতি মুহূর্তেই ,একজন অপরাধী যে দশ হাজার টা তৎকালীন সময়ে র মহিলা দের ধর্ষণ করে তাদের খুন করেছিলো তাকে "হুদুর দুর্গা " নাম দিয়ে পূজা করা হয় !!! একটা ক্রিমিনাল কে শহীদ বলছে কিছু লোক!!! এটা আইনী ভাবে বন্ধ হওয়া উচিৎ ।
@@suriyacreation8240 যে দেবী একজন সাধারণ মানুষের দ্বারা ধর্ষিতা হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারেন না তাকে কিনা আপনারা পুজো করছেন তিনি আপনাদের রক্ষা করবেন বলে?😅😅😅
Hudur durga amader ancestor. O sadharan purush chilo na. Or sathe keo parto na. Or guru chilo sukol choren kintu aryora sukol ke shuklacharya name poribartan korle. Aryorar ottachar deken hudur durga ke rakshos bole sambodhan kore che . Aryo ra emon chalaki lok oder kichuy chilo na sudhu matro lok ke loker kache mara korao ar oder jagay raj koro. Sundor nari jar naam Parbati oi to oder chilo na, oke to hudur durga bodh korar jonno portigyan diye chilo je oke(hudur) merte parle tomake amader bansho upor bonsho poojo debe. Judi amader ancestorer ei kotha mittha to ami aj ke aryo jatiy ekhon kar jotota bonsho achhe oder ke ami jigans karte chai ki keno durga ma bole or murti banano samoy beshyakhana (randikhanar) mati ene banay ? Ei mati anar karone ekhon kar juge beshyader sathe onek kes mukordoma huyeche, kintu court kachahari te to oder bonsho bosheche bichar ki hobe, kon dhare hobe. Tar jonno ami somosto adivasi bonsho ke bolte chichi ki Durga Puja mane amder biroktoloker pujo. Ei jaga te amader bonsho loker jawa uchit noi. From:- Purbi Santal Pargana, Jharkhand
Ami proman korte pari Durga Puja te beshyalayer mati keno lage...r beshyalayer mati ke keno Pabitra mone kora hoi ..kin2 promanito hor por toke sobar samne khyoma chaite hobe thik???
Egulo bamponthi der toiri kora golpo.... amra sobai tribal origin...Tribal mane pichhiye pora jono jaati noy...tribal mane kono gosthi somuho... arjyo kono jaati noy.. arjyo kothar ortho gyani guni ...
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 sonaton dhormo k ses korar nikkristo joghon sorojontro.😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
।কেউ মানুক আর না মানুক কিন্তু এটাই সত্য হুদুড় দুর্গা আদিবাসীদের দুর্দান্ত প্রতাপশালী রাজা ছিলেন।ধন্যবাদ দাদা এটা তুলে ধরার জন্য।
হুদুড় দুর্গা মানে মহিষাসুর ?
L
His kingdom was in the campus of JNU in New Delhi.
LOL 🤣🤣🤣🤣
@@biluroy2666 l pl UV on no
Adi napai katha dada
সত্য কাহিনী তুলে ধরা জন্য আপনাকে অনেক ধন্যবাদ।❤❤❤❤
bhaag
অনেক অনেক ধন্যবাদ দাদা সাঁওতালদের হুদুড় দুরগা ইতিহাস তুলে ধরার জন্য।
এটা কি? দূরগা না দূর্গা |
Santalder songe asurer kono somporko nei..ki6u faltu lok manus k misguide kor6e..
সাঁওতাল রা অসুর নন, অসুর রা , সাঁওতাল, শবর দের মতো আদিবাসি ।
এটা সাঁওতালদের ইতিহাস না। আর একটু পড়াশুনা করুন।
ধন্যবাদ তুলে ধরার জন্য।
অনেক ধন্যবাদ দাদা সত্য কথা বলার জন্য
তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ
বাকস্বাধীনতা আছে বলেই যা ইচ্ছে বলা বা করা যায় না, এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া দরকার
করে দেখা আর তোর ঠিকানাটা ছেড়ে যা এখানে আর শুদ্র লোকের এইসব চর্চা করার অধিকার নেয়।পড়াশোনা করে আই তোর পূর্বপুরুষরা কি করেছে।
Right video
আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পূর্বপুরুষদের বলতে শুনেছি বিজয়া না পার হলে ঠাকরণ দেখতে নেই খেয়ে ফেলবে, আমার প্রশ্ন এই ভয়ের কারন কি ?
দাদা আপনার ব্যাখ্যা তথ্য পূর্ণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
You are right and nice presentation thank you
Khub bhalo laglo dada
আসল সত্য আদিবাসী মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর কতদিন ব্রামণের দাসত্ব থাকব।
হুদুর রাজা কে মহিষাসুর ভাবার মতো ভুল কাজ করবেন না, পুরাণের অসুর , আপনাদের আদিবাসিদের অসুর রাজ এক নন, পুরাণের অসুর এবং সুর অর্থাৎ দেবতা রা একই গোষ্ঠীভুক্ত ছিলেন, ঝামেলা শুরু হয় অমৃতের ভাগ নিয়ে। মা দুর্গা , দুর্গ নামক অসুরকে বধ করেন, প্রমাণ করতে পারবেন কি দুর্গ আর হুদুর রাজা এক ?
I agree with this historically, accurate information by you. I thanks for this video.🙏🙏🙏
To tell the truth, I have spoken only about the ancestors. I never conspire to destroy the history of any particular person, but keep trying to uncover their history.
Good for discussion
Khub valo laglo
খুব ভালো লাগলো ধন্যবাদ দাদা
অনেক ধন্যবাদ
I support you, it is historic fact, but today it has been deferred by Aryan people.
I not going briefly, but you telling absolutely facts & original history of Aadivasi. Thank you.
Asurs are Adivasis and All Adivasis are not Asurs, so do not mix and generalize.
তথ্য পূর্ণ ভিডিও , সবার জানা উচিৎ I
খুব সুন্দর
Informative documentary. ❤️
Very good sir
যা হোক একটা হুজুগ তুললেই হল।
খুব সুন্দর বিশ্লেষণ করেছেন।
দাদা অনেক অনেক ধন্যবাদ,
Neither DurgaPuja nor Hudur-Durga Pooja should be banned. Both are myths and if cebrating myths bring happiness to some people, then who are we to stop them? Only intolerance towards diverse individualism should be banned, it's against nature
Thanks for your sound speech.
ধারুন সত্যি কাহিনী ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
👍👍👍👍👍
দূর্গা কটা ,মা দূর্গা দেবী দুর্গার, Sree দূর্গা, দূর্গা, হু দুড় দূর্গা এরা সবাই এক , আলাদা কিছু জানতে ইচ্ছে করে,
অসাধারণ
Very nice video 😢
Aasur ka puja nahi karte hai ham maa durga hi Mera maa hai 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺👍
Durga to cheler nam go😅😅😅
খুব সুন্দর।
Thanks 🙏 dada ❤
Sothik tothher jonno dhonyobad🙏🙏🙏
ধন্যবাদ 🙏
Shree Durga Puja To Kompokshe 500 Bachchor Banala Deshe Hochche...Shree Chaitanya r praya Somosamoik Grontha Durgabhokti Taronginite Oe Pujar Bijar Niyam Kanun Paoa Yay...Bharater pray Sob Rajye e Naboratri Utsab Hoy Dubar.Akbar Chandra Ashwin e Ar Akbar Chandra Choitra Te..Markonda Puraner Antar Gata Amsha Niye Shree Chandi Grontha Oe Naboratri r Samay Noy Din Dhore Path Hoy.. Oe Anusthane Noy Ratri udyapan Jonya Oe Anusthan Ke Bola Hoy Nabaratri..Sekhane Maha Shakti MahaMaya r Kotha Achche..Mahishasur Bodh..Shree Durga. Shree Chamunda Shree Kaali Probhriti Debi Shaktir Kahini. Sekhane e Bishod Bibaran Achche...Yara Agrohi Tara Pore Nite Paren...Kaje e Durga Puja r Sathe Engrej Der Konorokome e Sonyog Nai.Ye.Kono Mithya Apoprochar Sokeler Pokshe e Anisthakar...Apnader Tathya purna Bibaraner Jonya Janai Dhonyabad.
Sorry 2 Line e Bangla Deshe O 4th Line e Pujar Niyam Kanun Porben.
Thik 👌
মহিষাসুর আর হুদূর দুর্গা এক নয় কখনো। আদিবাসী ভাষায় যেমন মুন্ডা কোল ভূমিজ এরকম শব্দ আছে সেরকম ই অসুর শব্দ টাও আছে । সেটা আদিবাসী দের ই একটা ভাগ যেমন সাঁওতাল। অন্যদিকে সংস্কৃত ই যে অসুর এর কথা বলা আছে তোর মানে আলাদা। যেমন উর্দু ভাষায় দাদা বা দাদাজি মানে ঠাকুরদা কিন্তু বাংলায় দাদা মানে বড়ো ভাই।দুটো ভাষায় একই উচ্চারনের শব্দ থাকতেই পারে কিন্তু তাদের মানে একে হবে তার কোনো মানে নেই। দুটো শব্দের মধ্যে যোগসূত্র তৈরী করেই সব গন্ডগোল পাকানো হচ্ছে। যেমন হুদূর দুর্গা আর দুর্গার মধ্যে মিল থাকার জন্য যোগসূত্র তৈরী হচ্ছে। ব্রহ্মার বংশধর কশ্যপ মুনির দুই স্ত্রী ছিলেন। দিতি আর অদিতি। অদিতির ছেলে রা হলেন সুর বা দেবতা আর দিতির ছেলে রা হলেন অসুর । অসুর মানেই অশুভ সেটা ঋগবেদে বলা নেই। দেবতা ও অসুর এক্ই পিতার সন্তান । তাহলে দেবতারা যদি ব্রাহ্মণ হয় তবে অসুর ও ব্রাহ্মণ ই হবে। সেই কারণেই দুর্গা পুজোয় অসুর কেও পুজো করা হয় তাকেও পৈতে পড়ানো হয়। আর অসুর যদি অনার্য হত তাহলে তারা কখনোই ব্রহ্মা বিষ্ণু শিব বা কোনো দেবতার উপাসনা করতেন না। মহিষাসুর তপস্যা করেই ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন। রাবন শিবের উপাসক ছিলেন মা দুর্গার ও ভক্ত ছিলেন। রাবন পুত্র ইন্দ্রজিৎ অগ্নি দেবের পূজা করতো। সোনার লঙ্কা নগরীর কুলদেবী ছিলেন লক্ষী। তাছাড়া পুরানে আরো অনেক অসুরের কথা আছে যারা ব্রহ্মা বা অন্য দেবতাদের সন্তুষ্ট করেই বর লাভ করছিলো । অনার্য রা নিজের সুবিধার জন্য কখনোই হিন্দু দেবতা বা ত্রিদেবের পুজো করতে যাবেন না। এগুলোই প্রমান করে যে অসুর রা অনার্য নয় । একজন লেখক যখন কোনো কাহিনী লেখেন তখন অনেক সময় তিনি নিজের পছন্দের মানুষ দের কে অনুসরণ করেই নায়ক নায়িকার চরিত্র রচনা করেন আবার নিজের অপছন্দের ব্যাক্তির আদলেই গল্পের ভিলেনের চরিত্র নির্মাণ করেন। তার মানে এটা নয় যে তিনি নিজের অপছন্দের মানুষ কে অপমান করার জন্যই ই গল্প লিখছেন। এটা শুধু তার চরিত্র কল্পনা। সেভাবেই দেখা যেতে পারে যে, আর্য জাতির মানুষ ভারতে এসে আর্য ও অনার্য দুটি জাতি খুঁজে পাই। তাই আর্য দের আদলে দেবতাদের সৃষ্টি করা হয় আবার অনার্য দের আদলে অসুর দের সৃষ্টি করা হয়। কিন্তু কখনোই অনার্য দের কে ছোট করার জন্য কাহিনী তৈরী করা হয়নি। হুদূর দুর্গা একজন ন্যায় পরায়ণ নারী দরদী রাজা ছিলেন। তার সাথে মহিষের কোনো সম্পর্ক নেই।কিন্তু মা দুর্গা কখন ও মহিষমর্দিনী আবার কখনো মহিষাসুরমর্দিনী । অর্থাৎ সব সময় তার পায়ে মহিষের স্থান ছিলো। তাই দুজন এক নয়। অন্যদিকে মহিষাসুর নারীদের সম্মান করতো না আর সে জোর করে স্বর্গ দখল করে। তাহলে কেনই বা আপনারা আপনাদের মহান রাজার সাথে মহিষাসুরের তুলনা করে তাকে ছোট করে নিজেরা কষ্ট পাচ্ছেন? দুটি ভাষায় অসুর শব্দের আলাদা আলাদা মানে আছে। সেটা বুঝুন। আপনাদের অসুর আর আমাদের অসুর এক নয় । এটা শুধু মাত্র রাজনৈতিক ঐক্য তৈরির জন্য দুর্গা এই অসুরের কাহিনী কে বিকৃত করে সাধারণ মানুষের মগজ ধোলাই করা হচ্ছে। আপনারা আপনাদের বিশ্বাস নিয়ে থাকুন আমাদের নিজেদের বিশ্বাস নিয়ে থাকতে দিন। আপনাদের আর আমাদের অসুর যে এক নয় সেটা ভেবে দেখুন। তাহলেই সব ভুল ধারণা দূর হবে
একদম সঠিক, শবরদের মঘ্যে দুর্গা পুজার প্রচলন আছে । অষ্টমীর দিন মারাং বুরুর সঙ্গে মা দুর্গার পুজা শবর পুরোহিতরা তাঁদের নিজস্ব প্রথায় করেন।
Reasonable & great explanation... Thanks. This false narrative must be countered.
Hudur Durga ke lupto korchh keno keno tumra?ki chay tomader.
আর্যদের সিন্ধু ঘাঁটি সভ্যতাই থাকতো যা পাকিস্তান ও আফগানিস্তান ও কিছুটা পাঞ্জাবের অংশ জুড়ে। যত তাঁদের জনসংখ্যা বাড়তে থাকে তার বর্তমান ভারতে প্রবেশ করার চেষ্টা করে। তখন অনার্য তথা বর্তমানে জনজাতি সাথে লড়াই হয় তার মহিষাসুর যে জনজাতির রাজা তাকে পুরুষ দিয়ে হারাতে না পেরে মহিলা দিয়ে ষড়যন্ত্র করে হারানো হয় আর আজ অখণ্ড ভারতের অধিকাংশ জায়গা হিন্দুরা কব্জা করে শক্তি পিঠ বানিয়ে। আর মহিলা সম্মানের কথা হিন্দুদের কথা বলো না বর্তমানে RGKR এর ঘটনা মনে করে হিন্দুরা কতটা সন্মান দেয় আর কতটা মহিলা সুরক্ষা দেয়। একবার জনজাতি সমাজের মহিলার সাথে তেমন হোক যদি আইন না থাকতো এইরকম লোক আর জীবিত থাকতো না। হিন্দুরা এই কর্মফল ভুগছে অতীতে জনজাতির সাথে যা করেছো কিছু দশক ধরে তোমাদের সাথে ঘটছে মুসলমানদের দ্বারা জায়গা থেকে মূর্তি পূজা ভাঙা থেকে থেকে হিন্দুদের মহিলা কিছু তারা ছাড়ে না।এটাই সত্য আর এটাই কর্মফল দাদা। অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন।
সিন্ধঘাঁটি সভ্যতার এলাকা ছাড়া। পাঞ্জাবের পর পুরো দক্ষিনাত্য থেকে চট্টগ্রাম অবধি কাদের জায়গা এটা হিন্দুদের না মুসলমানদের এটা জনজাতিদের জায়গা আর এখন জনজাতিরা জঙ্গলে ও পাহাড়ে কোন প্রকার বেঁচে আছে। তোমরা কেমন বর্বর ছিলে তার প্রমান।
কি একটা অবস্হা এই আদিবাসীদের😅
Thanks dada
Durga Debir apaman kora hochhe
Durga to Vai cheler nam Durga name maye ache naki😅😅😅
Sudhu Hudur durga niye somalochona korle toh hobe na Durgar adi itihas ta ki....? kotha theke durga kothata chole elo....?
Thik bole cho
Thank you very much for your video.
All the right
Very nice presentation which may be true.
Hudur Durga santal adibasir deyta hoy Joi Hudur Durga 🙏🙏🙏🏹🏹🏹🌳
Hudur Durga🙏🙏🙏💗💗💗💞💞💞
Hudur durga mane mohisashur ?
@@singhraisoren3157 yes
Ok.
👍👍👍
Assur are Assyrians in English. They still live in Iraq.Asurs are Assyrians, they live in Iraq. Asur Bani Pal was the King of Babylon. Asur Mazda was the God for the Zoroastrians.
In Rig Veda, it is written that Asur and Sur are both created by Brahman.
Ancient Aryans went out of India at about 6000 BC to Iran, Iraq, Syria, Armenia, then to the Ural Mountain valleys.
These Bahujans should be expelled from India as they are against Sanatana Dharma like Jogen Mandal who joined the Muslim League and because of him Jessore, Barisal, Khulna, went inside East Pakistan.
লোক ক্ষ্যাপানোর চক্রান্ত করে গল্প কথা বানানো হয়েছে ।হিন্দু ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অনেক দিন ধরেই ।
Thank you
মা দূর্গা নিজেই আদি ও অন্ত তার সম্পর্কে এসব কথা একমাত্র অসূর ই বলতে পারে
th-cam.com/video/TNzVB1aAw_Y/w-d-xo.html debir Adesh ma Durga pujito hon ghote Sonali bhowmick are barir pujo
Chondiram purer otijagroto Durga Puja jekhane Baba mohadev o ma Durga Biraj kore ray barir th-cam.com/video/pMm4r8ywUrA/w-d-xo.html
Birbhum amodpurer otijagroto Durga Puja dey barir jekhane austomir din Mayer payer chap dekha jay th-cam.com/video/ManP4sNLneQ/w-d-xo.html
ভারতের ঝাড়খণ্ডের খেরওয়াল সাঁওতাল ও অসুর নামক আদিবাসী সম্প্রদায়ের মতে, হুদুর দুর্গা ছিলেন তাদের সহস্র বছরের পুরনো পূর্বপুরুষ, চাইচাম্পা নামক গ্রামের রাজা। তিনি অত্যন্ত বলশালী ও ক্ষমতাধর রাজা ছিলেন। আর্যরা ভারতে আসার পর কোনমতেই তাকে পরাজিত করতে পারছিল না। তখন তারা বিভিন্নভাবে রাজাকে মারার উপায় ভাবতে লাগল। তারা জানতে পারল রাজা অত্যন্ত নারীবৎসল এবং তাদের সমাজেও নারীদের অত্যন্ত উঁচু চোখে দেখা হয়। তাই আর্যগণ রাজাকে হত্যা করার জন্য গুপ্তচর হিসেবে এক গৌরবর্ণের রূপবতী নারীকে পাঠাল, কোন কোন বর্ণনামতে, উক্ত নারী গণিকা পেশাবৃত্তির সঙ্গে জড়িত ছিল। আর্যগণ রাজার কাছে উক্ত নারীকে বিয়ে করার প্রস্তাব দিল এবং রাজাও নারীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাবে রাজি হলেন। বিয়ের পর সাতদিন রাজা উক্ত নারীর সাথে রাত্রি যাপন করেন এবং সপ্তম দিনে উক্ত নারী রাজাকে হত্যা করে। রাজার মৃত্যুর খবর শুনে আর্যগণ রাজ্য দখলের উদ্দেশ্যে রাজ্যে আক্রমণ করে এবং রাজ্যের পুরুষগণ তাদের ধর্মগুরুর পরামর্শ অনুসারে সরস্বতী নদীতে স্নান করে নারীদের বেশ ধারণ করে দাসাই নৃত্য করতে করতে রাজ্য থেকে পালিয়ে যায়। উক্ত ঘটনার নারীকেই আর্যগণ বা হিন্দুগণ দেবী দুর্গা হিসেবে এবং রাজাকে মহিষাসুর হিসেবে অতিরঞ্জিত করে বর্ণনা করে তাদের ধর্মগ্রন্থে উল্লেখ করেছে বলে সাঁওতালগণ দাবি করে থাকে, এবং তাদের আরও দাবি তাদের রাজা হুদুর দুর্গার নামই উক্ত নারীর নাম হিসেবে ভুলভাবে বর্ণিত হয়েছে। দুর্গাপূজার সময় তারা দুর্গাকে পূজা না করে মহিষাসুর পূজা করে থাকে এবং নারীদের বেশ ধরে পথে পথে দাসাই নৃত্য করে শোক পালন করে থাকে।[১১][১২][১৩] আর অনেকের দাবিমতে, উক্ত নারী গণিকা হওয়ার কারণে হিন্দুগণ দুর্গা পূজায় দুর্গার প্রতিমা তৈরি করতে গোমুত্র, গঙ্গাজল, গোবরের সঙ্গে গণিকালয়ের (পতিতালয়ের) মাটি ব্যবহার করে।
ইতিহাসকে বিকৃত করলে চলবে না সত্য একদিন সবাই জানতে পারবে
Thank you sir
Hudur durga will ride Sarbaruus okey( three tiger like head in one body) so beware Bengalis😂😂😂😂😅
Very good information
Salute you 🥺
Nice
Ok by International Matua Society (IMSOC,)
Supar bro
pura puri ekdom thik bolechen
Nice👍
Hudur Durga
r joy hok .......
🙏🙏🙏🙏🙏🙏
Today Kurmi are demanding to count them as Tribal, I know who are Mahato in Chota Nagpur. The Santal are the prior maternal men of Mahato @ Kundbi. . Thanks.
Fine .
So nice
Thank you 😊 😊😭😭😭
আহা সোনাগো আমার , খুব কষ্ট হচ্ছে না বলো! কি করবে বলো!!!
Vitthihin kotha. Bangladesh
Swadhinotar por theke ST /SC der kendrio sorkar Kota system die sochhol kore higher castder sikhkhito chhele meyera goragori khachhe.Apni aro mathay tulchhen apni ki SC/ST?
Mohisasur Karnatakay jonmechen, etai kothon. Hudur Durga r sathe Mohisasur er kono mil thakar kotha noy
Durgabandana karuk bangalira, kintu ak adibasi ke apoman kore nai. Akjan asur ke asuvo dekhiye tar murti ak adibasi manusher mukher aboyob baniye adibasider nai ba apoman karlo. kaoke baro dekhate giye aar ajanke choto karar adhikar ki ache? tabe apnake dhanybad. parasuno karar icheta gagonor janya.
Apnar tathya anusare devi durga ek jon patita ai jonnya ki durga pujai basyalayer mati lage l????????????????
Na
Apnar totho suthik, ar aktu gobesona chaliye jan.
Plz elaborate about Hudud durga kisku and Mahi sasur(mostly calling him as Mahesh Murmu)...???
🤔
Your experience salute🙏
Dasai mane jano na...faltu post tumar
Eta satti kotha
Sobtai sanaton dhormo ka vangar sarojantro.
These are all rubbish. These are made by some students of JNU.
Bhul bhal information dewa hoche amader...ja parchen bole dichen...
বিতর্কীত তো হিন্দু সম্প্রদায়ের মানুষরা শুরু করেছে তার শেষ করবো আমরা আদিবাসীরা
😂😂😂 mahishasur er pujari murkho der ke ke bujano
নিল নিলভার রং এর মহিসিশুর হালকা কালো আর মানুষের মতো সে হুদূরদুরগো
So called Hindus are old immigrants where as Muslims are new immigrants. So who are Hindus and who are Muslims of this county.
আমি একজন মুসলিম জানার জন্য দেখলাম আমি সত্যই ভাগ্যবান মুসলিম হয়ে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
এটি একটি সম্পূর্ণ বেআইনি বানানো গল্প
আপনারা তো সব জানতা।
আরে রেপিস্ট দের হিরো সাজানো হচ্ছে এর দ্বারা ।
BRAMMON DER TARA KORE HOTTA KORO
@@nafishabegum7007chup ☪️huslim tui tor abbur sathe halala kor ja
Kalponik Purangulo ki ayini. 😂
সহমত।
Matha kharap hoye gelo apnar video dekhe😅
Ata hamar hudur Durga
Sir, দুর্গা কে এবং হুদুর দুর্গা কে?
আর মন্ডপে দুর্গা মা যাকে হত্যা করেন উনার নাম টা কী?
মণ্ডপে যাকে হত্যা করেন দেবী সে একজন অপরাধী। যে একজন ধর্ষণকারী ব্যাক্তি।এটাই তার একমাত্র পরিচয় যে হিন্দু দেবী দের ধর্ষনের অভিযোগে মা দুর্গা যাকে মৃত্যুদণ্ড দেন
@@suriyacreation8240 ekdom thik kotha bolechen
@@singhraisoren3157
কিছু মনে করবেন না আপনাদের সমাজে এই রেপিস্ট এর বীজ বপন হচ্ছে প্রতি মুহূর্তেই ,একজন অপরাধী যে দশ হাজার টা তৎকালীন সময়ে র মহিলা দের ধর্ষণ করে তাদের খুন করেছিলো তাকে "হুদুর দুর্গা " নাম দিয়ে পূজা করা হয় !!!
একটা ক্রিমিনাল কে শহীদ বলছে কিছু লোক!!! এটা আইনী ভাবে বন্ধ হওয়া উচিৎ ।
@@suriyacreation8240 যে দেবী একজন সাধারণ মানুষের দ্বারা ধর্ষিতা হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারেন না তাকে কিনা আপনারা পুজো করছেন তিনি আপনাদের রক্ষা করবেন বলে?😅😅😅
@@logicmama4686
কি বলতে চান আপনি!!??, কে ধর্ষিতা???হ্যা!!! আর কে সাধারণ মানুষ??? ঝেড়ে বলুন কি বলতে চান
মহামূর্খ
Apni vul bolchen. Sothik janen na
Hudur durga amader ancestor. O sadharan purush chilo na. Or sathe keo parto na. Or guru chilo sukol choren kintu aryora sukol ke shuklacharya name poribartan korle. Aryorar ottachar deken hudur durga ke rakshos bole sambodhan kore che . Aryo ra emon chalaki lok oder kichuy chilo na sudhu matro lok ke loker kache mara korao ar oder jagay raj koro. Sundor nari jar naam Parbati oi to oder chilo na, oke to hudur durga bodh korar jonno portigyan diye chilo je oke(hudur) merte parle tomake amader bansho upor bonsho poojo debe. Judi amader ancestorer ei kotha mittha to ami aj ke aryo jatiy ekhon kar jotota bonsho achhe oder ke ami jigans karte chai ki keno durga ma bole or murti banano samoy beshyakhana (randikhanar) mati ene banay ? Ei mati anar karone ekhon kar juge beshyader sathe onek kes mukordoma huyeche, kintu court kachahari te to oder bonsho bosheche bichar ki hobe, kon dhare hobe. Tar jonno ami somosto adivasi bonsho ke bolte chichi ki Durga Puja mane amder biroktoloker pujo. Ei jaga te amader bonsho loker jawa uchit noi.
From:-
Purbi Santal Pargana, Jharkhand
Austomir din Mayer hater astro kepe othe Durga purer amarai ,roypara are royburi Durga Puja th-cam.com/video/wQrx9spVK6M/w-d-xo.html
Chondiram purer otijagroto Durga Puja jekhane Baba mohadev o ma Durga Biraj kore ray barir th-cam.com/video/pMm4r8ywUrA/w-d-xo.html
Ami proman korte pari Durga Puja te beshyalayer mati keno lage...r beshyalayer mati ke keno Pabitra mone kora hoi ..kin2 promanito hor por toke sobar samne khyoma chaite hobe thik???
Ki ja ta bokche, na jene, na pore video korte chole ashe .
Our tribalcommunity is mahisasur bongsadhar. They our old adibasinder call adibasi.
Egulo bamponthi der toiri kora golpo.... amra sobai tribal origin...Tribal mane pichhiye pora jono jaati noy...tribal mane kono gosthi somuho... arjyo kono jaati noy.. arjyo kothar ortho gyani guni ...
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 sonaton dhormo k ses korar nikkristo joghon sorojontro.😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Ses korcho tomra amder dhormo ke amder culture ke
হুদুড়দুরগা,অনারজঃ,রাজা,
🙏🙏🙏🙏🙏🙏