কিবরীয়া ভাই আমি কলকাতা থেকে আপনার সব অনুষ্ঠান এর ভীষণ ভক্ত। আপনার মত মানুষ যে কোন দেশের গর্ব। পরমত্মা আপনাকে অশেষ আশীর্বাদ করবেন এমন মানবিক কাজের জন্য।
কিবরিয়া ভাই সালাম নিবেন । আপনার সব গুলি অনুষ্ঠান আমি দেখেছি অনুষ্ঠানের মাঝে আজান সুনতে, কি মধুর কন্ঠ আলহামদুলিল্লাহ। ভাই ওনাকে একদিন আপনার অনুষ্ঠানে নিয়ে আসেন না।ভাই টাকে ও দেখি তার মধুর কন্ঠের আজান টা ও সরাসরি সুনি।আমি ভাই ইতালির রোম থেকে,আমার নাম মোক্তার রহমান মাকতুল বাড়ি নারায়নগঞ্জ দেওভোগ।ভালো থাকবেন ভাই। আল্লাহ হাফেজ।
আলহামদুলিল্লাহ ❤️ আলহামদুলিল্লাহ 💖 আমার কাছে মনে হয় অতিথিগন কিবরিয়া ভাইয়ের স্টুডিওতে প্রবেশ করা আর অপারেশন থিয়েটারে প্রবেশ করা প্রায় একই রকম।মনের ভিতর অন্য ধরনের ভয় কাজ করে।
দুই পরিবার এসেবরণ করলেন এটিও কম কথা নয়। পরিবারের সাথে যোগাযোগ হল এটি আনন্দের। ধন্যবাদ আপন ঠিকানা ওসহ যোদ্ধাের,এমন কাজ করার সউযোগ যদি পেতাম আল্লাহর ইচ্ছায়,খুশি হতাম
জানু বেগম জীবনের কিছু অপ্রাপ্তি, কিছু দুঃখ কিছু কষ্ট থেকে এ সিদ্ধান্ত নিয়েছে যেটা সারা জীবন তার মেয়ে ভোগ করতেছে, আলহামদুলিল্লাহ শেষ বিকেলে হলেও রক্তের কারো সঙ্গে দেখা হয়েছে, " কথায় আছে নদীতে বাঁধ দিয়ে পানি ঠেকানো যায় কিন্তু রক্ত একবার ছুট দিলে সেই রক্ত কে আর কোন বাঁধ দিয়ে ঠেকানো যায়না। ভালো থাকুক এই সুন্দর সম্পর্কের মানুষগুলো।💗🌼💗
সূচনা পর্বের প্রতিটি কথায় যুক্তি আছে আপনি আগে ভেবে কাজ করেন যারা প্রশ্ন তুলছেন তারা আগে না ভেবে পরে ভাবেন এটাই হল আপনার আর তাদের মধ্যে পার্থক্য যদি তাদের আপনার মতো চিন্তাধারা থাকত তা হলে তারা আপনার চেয়ারে থাকত মিডিয়ার পিছে থাকত না পিছে বসে বহু জ্ঞান দেয়া জায় ঐ চেয়ারে বসে উপস্থাপনা করা চারটেখানি কথা নয়, আল্লাহ্ সবাই কে নেক বুদ্ধি দান করুন আমীন। ভাইয়া আপনি হাজারটা ভাল কাজ করুন আলহামদুলিল্লাহ কিন্তু সামান্য ভূল করুন খোটা মারা এবং আঙুল তুলার লোকের অভাব পাবেন না কারন কিছু মানুষ ভালোটার থেকে সামান্য ভূলটাকে বেশি দেখেন বুঝিয়ে বলবে না কটুবাক্য ছুঁড়ে দিবে অনেক সময় দোষ না করেও দোসির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে দ্বিধাবোধ করেন না আফসোস এরা এমন কেন!!
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার ভিডিও গুলো দেখি আর কান্না করি, মা বাবা দুইজন মারা গেছে আপনার অনুষ্ঠান গুলো দেখে চোখের পানি টলমল করে, আপনার অনুষ্ঠানে জন্য সব সময় দোয়া করি
আলহামদুলিল্লাহ,,শেষটা যেনো সুন্দর হয়,,আপন ঠিকানার সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা,,ইনশাআল্লাহ আর একটি মাত্র আপডেট এর মাধ্যমেই আমরা পৌঁছে যাবো ডাবল সেঞ্চুরিতে,,সেই মহেন্দ্রক্ষন এর অপেক্ষায়,,
আকলিমা আপার বাবার পরিবারের কথা সুনে কলিজা কেঁপে ওঠে গেছে আর ওনার চাচাতো ভাই এত বালো বাসা আমাকে খুব আনন্দ সবার জন্য দুয়া রইলো এগিয়ে জান কিবরিয়া ভাই আর আপনার প্রথম কথা গুলো খুবই গুরুত্বপূর্ণ জে জা বাবে বাবুক আর জে জা বলে বলুক আপনার কাজ আপনি এগিয়ে জান এমন একজন ভিডিও না দেখলে কুনু জায় আসে মা
আলহামদুলিল্লাহ আরো একটু সফল করব সবচাইতে বেশি মুগ্ধ হলাম বাবা মা না থাকা সত্ত্বেও নিকট আত্মীয়রা যে আন্তরিকতার বহিঃপ্রকাশ করেছেন যেভাবে সবাই এসেছেন এটাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা রক্তের প্রতি রক্তের টান এই বন্ধন আমৃত্যু পর্যন্ত অটুট থাকুক দোয়া রইল সকলের প্রতি, আপন ঠিকানা র সকল টিম্বারদের জন্য দোয়া এবং শুভকামনা।
আসসালামু আলাইকুম। কিবরিয়া ভাই ও টিম মেম্বারদের জন্য দোয়া ও শুভ কামনা। কিবরিয়া ভাই আপনি আপনার জায়গা থেকে যা যা বলা প্রয়োজন তা ই বলবেন। কে কি মন্তব্য করলো তাতে কিচ্ছু যায় আসে না। আপনাদের এই মহৎ কাজকে সাধুবাদ জানাই।
وعلیکم السلام ورحمة الله وبركاته মাশাআল্লাহ যে ছিলো অসহায় যাকে মানুষ বিভিন্ন আজেবাজে কথা বলেছে, আল্লাহ কি না করতে পারেন, আজকে সেই অসহায় এর পক্ষে উভয় পক্ষই এসেছেন রক্তের টানে আলহামদুলিললাহ খুবই খুশি হলাম আজকে ভিডিওর উপর। আলহামদুলিললাহ আলহামদুলিললাহ ইন শা আল্লাহ খুবই দ্রুত 200 তম পর্ব দেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ ভাই কিবরিয়া সাহেব কে সহ সকল সদস্য কে ।
আলহামদুলিল্লাহ অনেক দিন পর নতুন আপডেট ভিত্তি ও পেলাম মনের শান্তি চোখের শান্তি দেখার শান্তি সত্যি কথা বলতে আমি মনে মনে ভাবি আমাদের যশোর অথবা ঝিনাইদহ জেলার মানুষ কেনো হারায় নি আমার হাত দিয়ে একটা ভালো হতো নয়তো আমি হারিয়ে যেতাম তাও হতো আমি আসতাম কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠানে আকলিমা আপার জন্য দূআ করি উনি যেন তার পরিবার নিয়ে ভালো থাকে
কিবরীয়া ভাই আমি কলকাতা থেকে আপনার সব অনুষ্ঠান এর ভীষণ ভক্ত। আপনার মত মানুষ যে কোন দেশের গর্ব। পরমত্মা আপনাকে অশেষ আশীর্বাদ করবেন এমন মানবিক কাজের জন্য।
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান আল্লাহ পাক সকলের হেফাজত করুন আমিন
আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম, যে সময় যে ভাবে উপস্থাপন করা দরকার সেই রকম করবেন অসুবিধা নাই, ভালো কাজে বহু রকম প্রশ্ন আসবে তা কানে নিবেন না.
কিবরিয়া ভাই সালাম নিবেন । আপনার সব গুলি অনুষ্ঠান আমি দেখেছি অনুষ্ঠানের মাঝে আজান সুনতে, কি মধুর কন্ঠ আলহামদুলিল্লাহ। ভাই ওনাকে একদিন আপনার অনুষ্ঠানে নিয়ে আসেন না।ভাই টাকে ও দেখি তার মধুর কন্ঠের আজান টা ও সরাসরি সুনি।আমি ভাই ইতালির রোম থেকে,আমার নাম মোক্তার রহমান মাকতুল বাড়ি নারায়নগঞ্জ দেওভোগ।ভালো থাকবেন ভাই। আল্লাহ হাফেজ।
আলহামদুলিল্লাহ। সারাজীবন তাদের সম্পর্ক অটুট থাকুক এই দোয়া রইলো।
কত বিচিত্র মানুষের জীবন। কত কষ্ট মানুষের মধ্যে লুকিয়ে থাকে
আলহামদুলিল্লাহ আরেকটি সফল আপডেট দেখার সৌভাগ্য হলো। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আপন ঠিকানার সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
আলহামদুলিল্লাহ সামনের দিনগুলো যাতে সবাই মিলে মিশে থাকতে পারে এই দোয়া করি
আলহামদুলিল্লাহ!
অনেক ভালো লাগলো।
যার লাগি এতো আয়োজন,
অভিমানেই হারিয়ে গেছে সেই প্রিয়জন।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ❤️
আলহামদুলিল্লাহ 💖
আমার কাছে মনে হয় অতিথিগন কিবরিয়া ভাইয়ের স্টুডিওতে প্রবেশ করা আর অপারেশন থিয়েটারে প্রবেশ করা প্রায় একই রকম।মনের ভিতর অন্য ধরনের ভয় কাজ করে।
আলহামদুলিল্লাহ, সামনের দিনগুলো যেন সবাই মিলে মিশে থাকতে পারে এই দোয়া করি, এবং আপন ঠিকানা সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল।
আলহামদুলিল্লাহ শুভকামনা রইলো বোনটির জন্য যাতে ভালো কিছু হয়।
দুই পরিবার এসেবরণ করলেন এটিও কম কথা নয়। পরিবারের সাথে যোগাযোগ হল এটি আনন্দের। ধন্যবাদ আপন ঠিকানা ওসহ যোদ্ধাের,এমন কাজ করার সউযোগ যদি পেতাম আল্লাহর ইচ্ছায়,খুশি হতাম
আলহামদুলিল্লাহ আসলে অনেক বেদোনাদায়ক আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিন। ভাই আজান সমস্যা নয় এটা ইসলামের ধনি, আল্লাহ সবাইকে বুঝার তাওফিক দান করুক আমিন
সব থেকে খুশি হলাম আকলিমা আপুর পরিবার ওনাকে একসেপ্ট করছে,,আলহামদুলিল্লাহ
আল্লাহ সকলকে সহীহ্ সালামতে রাখুন 🤲🤲
আলহামদুলিল্লাহ আখলীমা ফিরে গেল পরিবার কাছে 😢😭❤️❤️
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি সবাই হেফাজতে রাখুন আমিন
আলহামদুলিল্লাহ ।
ইয়া আল্লাহ্ আপনি এই টিমের সবাইকে উত্তম জাঝা দান করুন ।আমিন
আলহামদুলিল্লাহ, অবশেষে ২৬ বছর পর আরেকটি বোন তার আপন ঠিকানায় ফিরে গেলো।
আলহামদুলিল্লাহ।
সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
প্রতিটা পর্ব এমনভাবে উপস্থাপন হয় চোখের পানি অটোমেটিক গড়িয়ে পড়ে
জানু বেগম জীবনের কিছু অপ্রাপ্তি, কিছু দুঃখ কিছু কষ্ট থেকে এ সিদ্ধান্ত নিয়েছে যেটা সারা জীবন তার মেয়ে ভোগ করতেছে, আলহামদুলিল্লাহ শেষ বিকেলে হলেও রক্তের কারো সঙ্গে দেখা হয়েছে, " কথায় আছে নদীতে বাঁধ দিয়ে পানি ঠেকানো যায় কিন্তু রক্ত একবার ছুট দিলে সেই রক্ত কে আর কোন বাঁধ দিয়ে ঠেকানো যায়না। ভালো থাকুক এই সুন্দর সম্পর্কের মানুষগুলো।💗🌼💗
মহিলা আপন চাচাকে দেখে কিন্তু কেঁদে দিল এটাই রক্তের টান।
সে এক ফিরে পাওয়ার অসাধারন অনুভুতি। ❤️❤️❤️❤️❤️❤️ মা খালার একদম কপি নাকের দিকে তাকান।
আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগলো সবার আন্তরিকতা দেখে।
আলহামদুলিল্লাহ আল্লাহ্ যেন সবাইকে হেফাজত করে।
আমিন
@@MyWorld-hp5bv nice
Alhamdulillah
আলহামদুলিল্লাহ আল্লাহর শোকর
আলহামদুলিল্লাহ মহান মালিকের দয়াতে তুমি পেয়ে গেছো আপন ঠিকানা
আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যে সকল পরিবার হারা মানুষ গুলো পরিবারে ফিরিয়াছে আল্লাহ যেন সকল কেই ভালো রাখে এবং হেফাজতে রাখে আমিন
আলহামদুলিল্লাহ্
আশা করছি এই বোনটির মত আরো অনেক মানুষ যারা কিবরিয়া ভাইয়ের কাছে পরিবার খুঁজতে এসেছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল
আলহামদুলিল্লাহ।
আগে যাই ঘটে থাকুক, বেঁচে থাকা মানুষগুলো ভালো থাকুক। জয় হৌক রক্তের বাঁধনের।
কিবরিয়া ভাইয়ের যুক্তি ১০০% রাইট।
আলহামদুলিল্লাহ ভাই দোয়া রইলো সবাইর জন্য আমিন চুমা আমিন দেখা শুরু করলাম ভাই
আলহামদুলিল্লাহ আপন ঠিকানার ২০০ জন লোক তার গৃহে চলে গেছে 🤲 মহান রবের কাছে লাহ্ম লাহ্ম শুকরিয়া
এই ধারাবাহিকতা অভ্বহত থাকুক এই দোয়াই করি আমিন 🤲
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সবাইকে সঠিক বুঝ দান করুন, হেফাজত করুন
তোর ইসলাম ইসলাম করা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। ভাগ সারা মাদ্রাসার জারজ
মাশাল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা আমীন
মামা ভাগ্নীর চেহারা পুরোপুরি মিল আছে।
আপডেট পর্ব দেখার পর কান্না ধরে রাখতে পারিনি
আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো সেষ সময়ে কান্না চলে আসলো।
আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ হাজারো শুকরিয়া
Alhamdulillah.আল্লাহ্ চাহেতো সবই সম্ভব,সত্যি হারিয়ে যাওয়া প্রতিটি ঘটনা কলিজায় আঘাত করে।আমরা প্রবাসীরা অপেক্ষায় থাকি কখন কিবরিয়া ভাই বেসিক ভিডিও নিয়ে আসেন ❤💖
আলহামদুলিল্লাহ,,, 💖💖💖 আল্লাহ কবুল করুন,,,,
পরিবার খুঁজে পেলো এটাই অনেক বেশি ধন্যবাদ সবাইকে
সূচনা পর্বের প্রতিটি কথায় যুক্তি আছে আপনি আগে ভেবে কাজ করেন যারা প্রশ্ন তুলছেন তারা আগে না ভেবে পরে ভাবেন এটাই হল আপনার আর তাদের মধ্যে পার্থক্য যদি তাদের আপনার মতো চিন্তাধারা থাকত তা হলে তারা আপনার চেয়ারে থাকত মিডিয়ার পিছে থাকত না পিছে বসে বহু জ্ঞান দেয়া জায় ঐ চেয়ারে বসে উপস্থাপনা করা চারটেখানি কথা নয়, আল্লাহ্ সবাই কে নেক বুদ্ধি দান করুন আমীন। ভাইয়া আপনি হাজারটা ভাল কাজ করুন আলহামদুলিল্লাহ কিন্তু সামান্য ভূল করুন খোটা মারা এবং আঙুল তুলার লোকের অভাব পাবেন না কারন কিছু মানুষ ভালোটার থেকে সামান্য ভূলটাকে বেশি দেখেন বুঝিয়ে বলবে না কটুবাক্য ছুঁড়ে দিবে অনেক সময় দোষ না করেও দোসির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে দ্বিধাবোধ করেন না আফসোস এরা এমন কেন!!
সিনেমাকেও হার মানায় এ-সব গল্প। আলহামদুলিল্লাহ।
Baiya apnar kotha gulu sune valo laglo onek valo
আপডেট ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ কিবরিয়া ভাইকে
রক্ত রক্তের কথা বলে রক্তের বাঁধন না থাকলে কেউ এগিয়ে আসেনা
আলহামদুলিল্লাহ কিছু সমস্যার সমাধান হলো
অসাধারণ একটা আপডেট ভিডিও খুবই ভালো লেগেছে, আপন ঠিকানার সকল সম্মানিত সৈনিক ভাইদের আমার আন্তরিক সুবেচ্ছা ভালবাসা রইল।
❤আপন ঠিকানা মানে মানুষের উপকার করতে পারে সব সময় আল্লাহ্ সর্ব শক্তিমান ❤❤❤❤❤
আল্লাহ ভরসা বেসিক ভিডিও দেখে খুব ভালো লাগছে অনেক দিন পরে দোয়া রইলো সবার জন্য
আলহামদুলিল্লাহ.... সবাইকে হেফাজত করুন
নিজের মতো চালায় জান আপনি দোয়া রইল আপনার জন্য এগিয়ে জাও 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
মাশাআল্লাহ আপনার ইস্টুডিওর পাশের মসজিদের আযান টা অনেক অনেক শুন্দর লাগছে।। পরিবার টার জন্য শুভ কামনা ধন্যবাদ ভাই 🇮🇹🇧🇩🇮🇹
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া এই ভোনটি তাহার হারিয়ে যাওয়া পরিবার খুঁজে পাওয়া যায় দোয়া করি আল্লাহ যেন সবাই কে শুকে শান্তি তে রাখুন আমিন।
ভোন নয়রে ভাই, বোন,,,
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার ভিডিও গুলো দেখি আর কান্না করি, মা বাবা দুইজন মারা গেছে আপনার অনুষ্ঠান গুলো দেখে চোখের পানি টলমল করে, আপনার অনুষ্ঠানে জন্য সব সময় দোয়া করি
আর জি কিবরিয়া ভাই আপনি যে সব কথা বলেছেন সবটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন
আলহামদুলিল্লাহ,,শেষটা যেনো সুন্দর হয়,,আপন ঠিকানার সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা,,ইনশাআল্লাহ আর একটি মাত্র আপডেট এর মাধ্যমেই আমরা পৌঁছে যাবো ডাবল সেঞ্চুরিতে,,সেই মহেন্দ্রক্ষন এর অপেক্ষায়,,
রাইট
ইনশাআল্লাহ
Alhamdulillah
আকলিমা আপার বাবার পরিবারের কথা সুনে কলিজা কেঁপে ওঠে গেছে আর ওনার চাচাতো ভাই এত বালো বাসা আমাকে খুব আনন্দ সবার জন্য দুয়া রইলো এগিয়ে জান কিবরিয়া ভাই আর আপনার প্রথম কথা গুলো খুবই গুরুত্বপূর্ণ জে জা বাবে বাবুক আর জে জা বলে বলুক আপনার কাজ আপনি এগিয়ে জান এমন একজন ভিডিও না দেখলে কুনু জায় আসে মা
পৃথিবী তে এখনো অনেক ভালো মানুষ আছে আপন ঠিকানা দেখলে বুঝা যাই
আলহামদুলিল্লাহ আল্লাহ সবার ভালো করুক
আল্লাহ তাআলা আমাদের আপন ঠিকানার সব টিম মেম্বারদের ভলো এই কামনা করে দেখা শুরু করলাম। আমিন।
আলহামদুলিল্লাহ।
শুকরিয়া মহান রবের নিকট 🤲
Alhamdulillah Alhamdulillah 🤲🤲
আলহামদুলিল্লাহ আরেকটা পরিবার খুঁজে পেল কিবরিয়া ভাইজান আল্লাহ জন্য হেদায়েত দান করুন আমীন
আসসালামু আলাইকুম ভাইয়া আমি মনে করছি আপনি ১০০% রাইট।
আমি হলে এটাই করতাম
অনেক দিন যাবৎ আপডেট ভিডিওর অপেক্ষায় ছিলাম।
ভাতিজীর প্রতি চাচার উদারতা প্রশংসনীয় ❤️❤️❤️
সহমত
আলহামদুলিল্লাহ আরো একটু সফল করব সবচাইতে বেশি মুগ্ধ হলাম বাবা মা না থাকা সত্ত্বেও নিকট আত্মীয়রা যে আন্তরিকতার বহিঃপ্রকাশ করেছেন যেভাবে সবাই এসেছেন এটাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা রক্তের প্রতি রক্তের টান এই বন্ধন আমৃত্যু পর্যন্ত অটুট থাকুক দোয়া রইল সকলের প্রতি, আপন ঠিকানা র সকল টিম্বারদের জন্য দোয়া এবং শুভকামনা।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ ওনাদেরকে নেক হায়াত ধান করুক আমিন
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হেফাজত করুন
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ কিবরিয়া ভাইকে ও ধন্যবাদ সবাইকে
আলহামদুলিল্লাহ ।অনেক ভালো লাগলো, আকলিমা আপু পরিবার ফিরে পাওয়াতে। ধন্যবাদ ।
আলহামদুলিল্লাহ্.... আকলিমা আপু তার পরিবারের কাছে ফিরতে পারলেন...
আসসালামু আলাইকুম। কিবরিয়া ভাই ও টিম মেম্বারদের জন্য দোয়া ও শুভ কামনা। কিবরিয়া ভাই আপনি আপনার জায়গা থেকে যা যা বলা প্রয়োজন তা ই বলবেন। কে কি মন্তব্য করলো তাতে কিচ্ছু যায় আসে না। আপনাদের এই মহৎ কাজকে সাধুবাদ জানাই।
Alhamdulillah, Let’s all thank Allah swt
For a good ending.
আলহামদুলিল্লাহ কিবরিয়া ভাই আপনার জন্য আপনার টিম সহ আপনাদের সবার জন্য শুভকামনা রহিলো
وعلیکم السلام ورحمة الله وبركاته
মাশাআল্লাহ যে ছিলো অসহায় যাকে মানুষ বিভিন্ন আজেবাজে কথা বলেছে, আল্লাহ কি না করতে পারেন, আজকে সেই অসহায় এর পক্ষে উভয় পক্ষই এসেছেন রক্তের টানে আলহামদুলিললাহ
খুবই খুশি হলাম আজকে ভিডিওর উপর।
আলহামদুলিললাহ আলহামদুলিললাহ
ইন শা আল্লাহ খুবই দ্রুত 200 তম পর্ব দেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ ভাই কিবরিয়া সাহেব কে সহ সকল সদস্য কে ।
আলহামদুলিল্লাহ সকলের জন্য দোয়া
ওয়াআলাইকুমুস্সালাম ওয়া রাহমাতুল্লাহ্ ৷
আলহামদুলিল্লাহ্, আলহামদুলিল্লাহ্, আলহামদুলিল্লাহ্ ৷৷
আকলিমা ভালো থাকুক তার পরিবারের সাথে ৷
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য।
আলহামদুলিল্লাহ, আকলিমা তার হারিয়ে যাওয়া পরিবারকে ফিরিয়ে পেল তার জন্য কিবরিয়া ভাই কে এবং ওনার সাথে যারা সহযোগিতা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ।
দুটো পরিবার কে আললা ভালো করুক, তাঁরা ভালো
খুশিতে নাকি হাসে।আর আপন ঠিকানা দেখার সময় সবাই খুশিতে কাঁদে।
আলহামদুলিল্লাহ অনেক দিন পর নতুন আপডেট ভিত্তি ও পেলাম মনের শান্তি চোখের শান্তি দেখার শান্তি সত্যি কথা বলতে আমি মনে মনে ভাবি আমাদের যশোর অথবা ঝিনাইদহ জেলার মানুষ কেনো হারায় নি আমার হাত দিয়ে একটা ভালো হতো নয়তো আমি হারিয়ে যেতাম তাও হতো আমি আসতাম কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠানে আকলিমা আপার জন্য দূআ করি উনি যেন তার পরিবার নিয়ে ভালো থাকে
মাসা আল্লাহ অনেক ভালো লেগেছে খুব সুন্দর
ভাইয়া ২০০ পর্ব দিন সুন্দর করে আপনার রুমটা ডেকরেশন করবেন। দোয়া করি খুব ভালো থাকবেন।
হারিয়ে যাওয়া খুজে পেলো পরিবার।ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ ❣️
আলহামদুলিল্লাহ,,
জাজাকাল্লাহ খায়ের
আলহামদুলিল্লাহ্
কোন জটিলতা ছাড়াই আকলিমার পরিবার সনাক্ত হল।
চাচা,খালা ও মামার সাথে ফেইসের যথেষ্ট মিল আছে।
আলহামদুলিল্লাহ দেখা শুরু করলাম আশাকরি ভাল কিছু হবে
আল্লাহ সর্ব শক্তিমান❤️
Alhamdulillah kibria bhai. O shadaron update. Thank you soooooooomuch
অনেক অনেক আর্শীবাদ ও শুভ কামনা রইলো বাঁকি-টা জীবনের জন্য ❣️
আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুন দোয়া করি হারানো ভাই ও বোনেরা সবাই যেনো আপন পরিবার ঠিকানা মিলিয়ে দাও আল্লাহ পাক আমিন
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ চাচা আপনি অনেক মহান একজন মানুষ ভালো মনের মানুষ
Vaia asole apni apnara jaygay tik asen
Onner kothay kan diben na.sobaito erokom hoy na.nana manush nana mot.tobe apnara kaj apnara moto korei chaliye Jan.jajakallah.
Alhamdulillah onno rokom moments kubbi valo laglo shobike osonko donno bad assalamualaikum
একটি শিকড় হারা মানুষ যখন তার শিকড়ের সন্ধান পাই তখন এরচেয়ে আনন্দ কি হতে পারে, আলহামদুলিল্লাহ।
মাশা-আল্লাহ।
❤️❤️❤️❤️
আলহামদুলিল্লাহ্ । আল্লাহ্ যাদের মিলায়ে দিয়েছেন তাদেরকে নিয়ে সামনের সময়গুলো ভালো কাটবে দোয়া করি।
আপনাৰ বাড়ি কোথাই
Many many thanks all members