আপনার সাথে আমি একমত , মনটা ভরে গেলো মিলনমেলা টা দেখে । আমার মনের অজান্তে চোখের পানি গড়িয়ে পড়ছে , অনেক ভালো লাগলো দেখে । দোয়া করি আল্লাহ আপনাদের এই উত্তম কাজের প্রতিবাদ দুনিয়া ও আখেরাতে দুই জাহানে দেন , সবসময় শুভ কামনা রইল ।
২০০তম সফল পর্বের জন্য আপন ঠিকানার সকল টিম মেম্বারেদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আল্লাহ সারা জীবন আপনাদের এভাবে ভালো কাজ করার তৌফিক দান করুক। আমিন।।
সরকারি উকিল ধরে এদের সম্পত্তি ফিরে পেতে বিনে পয়সায় মামলা করলে অবশ্যই সব সম্পত্তি ফিরে পাবে । বর্তমানের আইনে সম্পত্তির মালিক সম্পত্তি ফিরে পাবেই । পাবে ।
২০০ ২০০ পর্বের মিলন ছিল মহামিলন এত সদস্য আমি এর আগে কখনো দেখিনি কোন পর্বের মধ্যে। আমি দোয়া করি আল্লাহ যেন এই অনুষ্ঠানের মাধ্যমে কেয়ামতের আগ পর্যন্ত যত হারানো ভাই বোন তার আপন কুটির ফিরে পান
সফলতার ২০০ পর্বের অভিনন্দন ও শুভেচ্ছা রইলো আপন ঠিকানার পুরো টিমকে!! ভাল ও সম্পূর্ণ সুস্থ থাকুক আপন ঠিকানার পুরো টিম! যাদের অক্লান্ত পরিশ্রমে আজ ২০০ পরিবার ফিরে পেয়েছে তাদের আপন ঠিকানা।
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা তোমার তুলনা শুধুই তুমি। দয়া করে এই টিমকে তুমি কবুল কর। দুইশত হারিয়ে যাওয়া মানুষের জন্য তাদের যে প্রচেষ্টা তার সবটুকুই তুমি কবুল কর।
সংখ্যা যতো বাড়ছে দায়িত্বও ততো বাড়ছে। আপন ঠিকানার সকল সোলজার বা টিম মেম্বারদের জন্য দোয়া করি যাতে করে নির্ভুল ও ঝামেলা মুক্ত ভাবে এভাবেই আরো অনেক দূর যেতে পারে ও সেই সাথে সকল টিম মেম্বারদের জানাই ২০০ সফল পর্বের অভিনন্দন ❤️❤️
ডবল সেঞ্চুরি এমন জাকঁঝমক পুর্ণ হলো বলার কোন ভাষা নেই অসাধারন অসাধারণ অসাধারণ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ অনেক কান্না করার পরে এতো শান্তি লাগলো প্রাণে শীতল ভাব এসেছে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 200 নম্বর পরিবারে ফিরে গেলেন পরিবারের সবাইকে দেখে মনে অনেক খুশি লাগলো, সবার জন্য শুভকামনা রইল। কিবরিয়া ভার জন্য অসংখ্য ধন্যবাদ, এসপেশালি ধন্যবাদ। আল্লাহর রহমত বরকত দিয়ে ভরে দিক এই অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।
সকল প্রশংসা এক-মাত্র আল্লাহর, 🤲 আজকে Lost and found & apan thikanar ২০০ তম সফলতা অবশ্যই এই দিন টা আমাদের জন্য অনেক খুশির দিন, আপন ঠিকানার মাধ্যমে আমার নিজ প্রিয় ফেনী জেলার অনেক মানুষ কয়েক যুগ পর খুজে পেয়েছে তার আপন ঠিকানা, ফেনী ফেনী বাসীর পক্ষ থেকে স্টুডিও অব ক্রিটিভ আর্টস আপন ঠিকানার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, 🙏 সেই-সাথে আপন ঠিকানার সকল যোদ্ধাদের জন্য রইলো অনেক দোয়া ও শুভকামনা, ❣️🙏
তুহিন ভাই আপনাকে ধন্যবাদ দিব না। শুধু এই দোয়া করি মহান আল্লাহ তায়ালা আপনাকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করুক এবং সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক। আর সিলেট বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা রহিল।
আমি সাক্ষী থাকলাম ২০০ তম এপিসোডের দর্শক হিসাবে.... আপনার অনুষ্ঠান ১০০০ তম এপিসোড হোক দোয়া করি...... অনেক অনেক শুকরিয়া মালিকের দরবারে তিনি যেন এইভাবেই আপনাদেরকে মহৎ কাজের তৌফিক দান করেন...... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏
আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ২০০জন ফিরে পেলো তার আপন ঠিকানা। দোয়া করি আপন ঠিকানার প্রতিটি সদস্যদের জন্য যে যেখানে থাকুক সুস্থ থাকুক। আর এভাবেই তাদের নিঃস্বার্থ ভাবে কাজ করার তৌফিক দান করুক মহান আল্লাহ তায়ালা। আমিন আর কিবরিয়া ভাইয়ের প্রতি রইল দোয়া ও শুভকামনা।
আলহামদুলিল্লাহ। সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ২০০তম আবডেট মানে ২০০ পরিবার একত্রিত করা। অভিনন্দন কিবরিয়া ভাই আপনাকে। সেই সাথে আপন ঠিকানার পরিবারের সবাইর জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো। সামনে ৩০০তম আপডেট খুব তারাতারি সফল হবে ইনশাআল্লাহ।
আজ আমাদের সিলেটের মেয়ে ২৬০ তম পর্বের ছকিনার পরিবারে ফিরার মাধ্যমে ২০০ তম পর্ব পূর্ণ হল, আলহামদুলিল্লাহ । আপন ঠিকানার সংশ্লিষ্ট সবাইকে আমরা সিলেট বাসীর পক্ষ থেকে অভিনন্দন ।
আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের প্রথম পর্ব থেকে মোটামুটি সকল পর্ব দেখেছি এবং প্রতিটা পর্ব দেখে নিজের আবেগ ধরে রাখতে পারিনি, আজ এই অনুষ্ঠানের ২০০ তম সফল পর্ব তাও আবার আমাদের সিলেটের একজন হারিয়েযাওয়া বোনের পরিবারের ফিরা দিয়ে পূর্ণ হলো, একজন সিলেটি হিসেবে এই অনুষ্ঠানের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে গেলো, ধন্যবাদ কিবরিয়া ভাই সহ সকল টিম মেম্বারদের, সবাই ভালো থাকবেন কোব ভালো।
কিবরিয়া ভাই ,সকিনার ভিডিও প্রচার করে , আজ আমাকে অঝোরে কাঁদালেন। বোন সকিনার পিতা একজন হাফেজ ছিলেন । সেকারণে মহান আল্লাহ তাআলার রহমতের হাত ছিল এই এতিম সন্তান গুলোর মাথার ওপর। আল্লাহ এদের সুখে শান্তিতে রাখুক। আমীন।
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো দোয়া রইলো আল্লাহ জেনো সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবসময় ধন্যবাদ কিবরিয়া ভাই কে এবং তার পুরো টিমের জন্য দোয়া রইলো ( ইতিহাস হয়ে থাকবে ২০০ তম পর্ব ) আল্লাহ হাফেজ
আলহামদুলিল্লাহ আজ ২০০ তম পর্ব সফল হলো ধন্যবাদ দিয়ে ছোটো করবোনা শুধু আমি দোয়া করি আপন ঠিকানা অনুষ্ঠানের পরিচালক আর জে কিবরিয়া সরকার সেই সাথে আপন ঠিকানার টিম মেম্বারদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল জাজাকাল্লাহ খাইরান
অসাধারন মিলন দেখলাম আললাহতালা সব কিছুর মালিক কতবড় পরিবার এই আপুটার মাশআললাহ এত মানুষ আগে আর দেনি কিবরিয়া ভাই ২০০ নামবার এপিসোড আর রিলেটিপ ও আয়ছে ২০০ এর মতো আলহাদুলিললাহ
ভাই আল্লাহ আপনার নেক হায়াত দান করুন,,,, বিপদ আপদ থেকে রক্ষা করেন সুস্থ সুন্দর ভাবে যেন জীবন যাপন করার তৌফিক দেন এবং এভাবে গরীর অসহায় মানুষের পাশে ধারান,,,আই স্যালুট ভাই🙋♂️🙋♂️🙋♂️
আমি কলকাতা থেকে ধন্যবাদ জানাই আম্বিয়া খাতুনের বড় মেয়ে অত্যন্ত মায়াবী খাওয়ার জন্য অনেক চোখের পানি ফেলেছেন আল্লাহ আপনাকে কবুল করুক আজকে চোখের পানি বুক ভরিয়ে দিয়েছে। পরিবারের সকলেই একসঙ্গে আল্লাহ থাকার তৌফিক দান করেন।
আজ ২০০ অতিথি পরিবারে ফিরে গেলেন। অনেক অনেক শুভেচ্ছা রইল কলকাতা থেকে।
দাদা তোমাকে ধন্যবাদ।
আপুর জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।
ALHAMDULILLAH
SBAIR JONN DOOA KORI
ধন্যবাদ
ভাইয়া আপুনিকে ধন্যবাদ কলকাতা থেকে শুরু জন্য দোয়া রহিল আমিন
বড় বোনের বড় মেয়ে যেভাবে খালার জন্য আবেগ প্রকাশ পেলো, সত্যিই সেই ভাব আজ কালের দিনগুলোতে খুব দেখা যায় না। অসাধারণ পরিবার।
যেমন কান্না করলাম তেমনি আনন্দ ও পেলাম, কিবরিয়া ভাই আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক অনেক অনেক দোয়া রইলো।
আপনার সাথে আমি একমত , মনটা ভরে গেলো মিলনমেলা টা দেখে । আমার মনের অজান্তে চোখের পানি গড়িয়ে পড়ছে , অনেক ভালো লাগলো দেখে । দোয়া করি আল্লাহ আপনাদের এই উত্তম কাজের প্রতিবাদ দুনিয়া ও আখেরাতে দুই জাহানে দেন , সবসময় শুভ কামনা রইল ।
আলহামদুলিল্লাহ টিমের সবাই কে আল্লাহ নেক হায়াত দান করুন আমীন
আলহামদুলিল্লাহ, আজকের সফলতা একটু অন্য রকম লাগছে, বোনকে ফিরে পেতে সবাই চলে আসছে, সত্যিই অসাধারণ, সেন্চরী ডাবল, ডাবলের মতই লাগছে কিবরিয়া ভাইয়ের ছোট রুমে তিল ধরার জায়গা ছিলো না, এসবই আল্লাহর ইচ্ছে, শুকরিয়া আল্লাহর দরবারে। এভাবেই এগিয়ে যাক আপন ঠিকানা, আপন ঠিকানা আপন ঠিকানার মতই থাক। সংক্লিষ্ঠ সবার জন্য সালাম মোবারক,।
আলহামদুলিল্লাহ্ ২০০ জন পরিবারকে ফেরানোর জন্য অনেক শুভকামনা।
ইনশাআল্লাহ
২০০ তম ভিডিও শেষ হলো খুব সুন্দর একটা আনন্দ পূর্ণ মিলনের মাধ্যমে।
আলহামদুলিল্লাহ।
কাতার থেকে।
দুইশত পর্ব উপলক্ষ্যে বরিশাল বাসির পক্ষ থেকে অভিনন্দন।
ALHAMDULILLAH
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
২০০তম পর্ব টা স্বরণীয় হয়ে থাকলো। বাকী জীবন টা যেনো সুখে শান্তিতে কাটাতে পারে সেই দোয়া এবং শুভকামনা রইলো।
যাদের সন্তান, ভাই বোন হারিয়ে গেছে, তারা অধির আগ্রহে পথ চেয়ে বসে আছে। আশাকরি ইনশাআল্লাহ দ্রুত পরিবারে ফিরে যেতে পারবে।
আলহামদুলিল্লাহ
ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ।
অপূর্ব মিলনমেলায় আমরা পৌঁছে গেলাম ২০০ পর্বে,আলহামদুলিল্লাহ
এ পর্বে কিন্তু আমাদেরকে ও মিষ্টি খাওয়ানো উচিত ছিলো 😊😊
আজ কিবরিয়া ভাইয়ের পুরো টিম অনেক অনেক খুশী কারন ২০০ জন নীড় হারা ভাই বোনকে উনাদের নীড়ে ফিরাতে পেরেছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য
মায়ের পর যদি মায়ের মতন আদর করে সেটা হইলো বড় বোন💝💖💖💝💝💝
আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই ভাবে সবাই কে তার পরিবারে ফিরিয়ে দেয়
আলহামদুলিল্লাহ । আপন ঠিকানার সকল টিম মেম্বরদের অভিনন্দন। ২০০ শত নির হারা মানুষকে পরিবারে ফিরানোর জন্য। বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই কিবরিয়া ভাইকে । আল্লাহ আপনাদের কে নেক হায়াত দান করুক। আমিন
২০০তম সফল পর্বের জন্য আপন ঠিকানার সকল টিম মেম্বারেদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আল্লাহ সারা জীবন আপনাদের এভাবে ভালো কাজ করার তৌফিক দান করুক। আমিন।।
সরকারি উকিল ধরে এদের সম্পত্তি ফিরে পেতে বিনে পয়সায় মামলা করলে অবশ্যই সব সম্পত্তি ফিরে পাবে । বর্তমানের আইনে সম্পত্তির মালিক সম্পত্তি ফিরে পাবেই ।
পাবে ।
আলহামদুলিল্লাহ,২০০ জন পরিবারকে ফেরানোর জ অনেক অনেক ধন্যবাদও শুভকামনা
আলহামদুলিল্লাহ,,, ,,। আপন ঠিকানার কলাকৌশলীদের মাধ্যমে ২০০ নীর হারা পাখি আপন ঘরে ফিরে গেলেন। ধন্যবাদ সকল ভাই, বোনদের।
২০০ ২০০ পর্বের মিলন ছিল মহামিলন এত সদস্য আমি এর আগে কখনো দেখিনি কোন পর্বের মধ্যে। আমি দোয়া করি আল্লাহ যেন এই অনুষ্ঠানের মাধ্যমে কেয়ামতের আগ পর্যন্ত যত হারানো ভাই বোন তার আপন কুটির ফিরে পান
lost & found এবং আপন ঠিকানার মাধ্যমে ২০০ জন অতিথি ফিরে গেল আপন পরিবারে। ধন্যবাদ কিবরিয়া ভাই। শুকরিয়া মহান রাব্বুল আলামিনের জন্য।
আজ কিবরিয়া ভায়ের চেহারায় দেখলাম অন্য রকমের কান্নার হাসি । শুভকামনা রইল আপন ঠিকানার দুই শত নীরহারা পাখি আপন ঠিকানায় ফিরে গেল। আল্লাহর কাছে শুকরিয়া জানায়।
আলহামদুলিল্লাহ। ২০০ জন নিজ পরিবারে ফিরে গেলেন।সবার জন্য দোয়া রইলো। আললাহ ভালো করুক সবাইকে। ফী আমানিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে।
Amin
আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহ সবই পারেন সকল পৃসংসা আল্লাহর জন্য।
আলহামদুলিল্লাহ সবার চেহারার সাথে অদ্ভুত মিল ছকিনা আপুর সাথে মাশা-আল্লাহ
সফলতার ২০০ পর্বের অভিনন্দন ও শুভেচ্ছা রইলো আপন ঠিকানার পুরো টিমকে!! ভাল ও সম্পূর্ণ সুস্থ থাকুক আপন ঠিকানার পুরো টিম! যাদের অক্লান্ত পরিশ্রমে আজ ২০০ পরিবার ফিরে পেয়েছে তাদের আপন ঠিকানা।
আল্লাহ সবাইকে কবুল করুন
কাঁদতে কাঁদতে মনে হয় আমার চোখের পানি শেষ হয়ে যাবে। আল্লাহ্ যেন সকলকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দেন আমিন।।
আলহামদুলিল্লাহ,,,,, আসলে অনেক বড় একটা ফ্যামালি।
আলহামদুলিল্লাহ 🥺🥺
আল্লাহ আপন ঠিকানার সব ভাই বোনদের মনের ইচ্ছা পুরন করুন 🤲🤲
আলহামদুলিল্লাহ্
অনেক ধন্যবাদ আপন ঠিকানা কে
সখিনা ওনি আমাদের গ্রামের একজন
ছোটবেলা থেকে ওরা চারবোন এর অনেক গল্প শুনেছি মা বাবার কাছ থেকে
আলহামদুলিল্লাহ,, এই মহেন্দ্রক্ষন এর অপেক্ষায় ছিলাম অনেকদিন,,ভালোবাসার আপন ঠিকানা ভালোলাগার আপন ঠিকানা,, ধন্যবাদ কিবরিয়া ভাই ও সংশ্লিষ্ট সকলকে,, আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন,,
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা তোমার তুলনা শুধুই তুমি। দয়া করে এই টিমকে তুমি কবুল কর। দুইশত হারিয়ে যাওয়া মানুষের জন্য তাদের যে প্রচেষ্টা তার সবটুকুই তুমি কবুল কর।
আলহামদুলিল্লাহ,আল্লাহু আকবার,মহান আল্লাহ পাক যেন তুহিন ভাইকে দ্রুত সুস্থতা দান করেন,এই বোন যেন বাকী জীবন পরিবারের সহিত সুখে শান্তিতে থাকেন,প্রিয় কিবরিয়া ভাই এবং আপন টিকানার টিম মেম্বার সবার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করি আমীন আমীন❤️❤️❤️❤️
সংখ্যা যতো বাড়ছে দায়িত্বও ততো বাড়ছে। আপন ঠিকানার সকল সোলজার বা টিম মেম্বারদের জন্য দোয়া করি যাতে করে নির্ভুল ও ঝামেলা মুক্ত ভাবে এভাবেই আরো অনেক দূর যেতে পারে ও সেই সাথে সকল টিম মেম্বারদের জানাই ২০০ সফল পর্বের অভিনন্দন ❤️❤️
আলহামদুলিল্লাহ
সাববাস বাংলার অহংকার কিবরিয়া ভাই আপনি । এই মহত কাজের বিনিময়ে আললাহ তায়ালা যেনো আপনাকে সাহাবাদের মর্যাদা দান করেন। আমিন।
ডবল সেঞ্চুরি এমন জাকঁঝমক পুর্ণ হলো বলার কোন ভাষা নেই অসাধারন অসাধারণ অসাধারণ
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ অনেক কান্না করার পরে এতো শান্তি লাগলো প্রাণে শীতল ভাব এসেছে।
শুকরান।
আপন ঠিকানাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং দূ'আ রইলো, সকল টীম সদস্যদেরকে।
খুব সুন্দর একটা ভিডিওর মাধ্যম দিয়ে আপন ঠিকানা এবং লষ্ট এন্ড ফাউন্ড মিলে ডাবল সেঞ্চুরি করে ফেলল।
আলহামদুলিল্লাহ।
২০০ তম আপডেট সফল হওয়ায়
আপন ঠিকানার সকল টিম মেম্বারদের
কে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা ।
আলহামদুলিল্লাহ বলার কোন ভাষা নেই অনেক ভালো লাগলো।
আলহামদুলিল্লাহ, আশা করি আরো অনেক অতিথি তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে সেই কামনা রইলো।
আলহামদুলিল্লাহ। কিবরিয়া ভাই আপনার এ জিবনে আর কিছু লাগবে না।অনেক দোয়া ও শুভকামনা রইল বড়ো ভাই।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 200 নম্বর পরিবারে ফিরে গেলেন পরিবারের সবাইকে দেখে মনে অনেক খুশি লাগলো, সবার জন্য শুভকামনা রইল। কিবরিয়া ভার জন্য অসংখ্য ধন্যবাদ, এসপেশালি ধন্যবাদ। আল্লাহর রহমত বরকত দিয়ে ভরে দিক এই অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।
আহা কত ভাল একটা মানুষ কিবরিয়া ভাই।মহান আল্লাহ্ আপনাকে হায়াতে তৈয়বা দান করুন।আমিন,,,,
আলহামদুলিল্লাহ শুভকামনা রইলো এই বোনটির জন্য।
ওয়াও অসাধারণ এরকম এপিসোড দেখলে হৃদয়টা অটোমেটিকলি শীতল হয়ে যায় অসাধারণ
আলহামদুলিল্লাহ্ আল্লাহর কাছে দোয়া করি সবাই মিলে মিশে থাকে
আল্লাহ চাইলে সবি সম্ভব জাজাকাল্লাহ খাইরান
অনেক অনেক দোয়া এই ফ্যামিটার জন্য
ভালোবাসার আরেক নাম প্রিয় আরজে কিবরিয়া ভাই
আলহামদুলিল্লাহ। অসাধারণ অনুভুতি। সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো।
আলহামদুলিল্লাহ খুব ভালো একটি আপডেট অপুর্ব দৃশ্য আলহামদুলিল্লাহ
সকল প্রশংসা এক-মাত্র আল্লাহর, 🤲
আজকে Lost and found & apan thikanar ২০০ তম সফলতা
অবশ্যই এই দিন টা আমাদের জন্য অনেক খুশির দিন,
আপন ঠিকানার মাধ্যমে আমার নিজ প্রিয় ফেনী জেলার অনেক মানুষ কয়েক যুগ পর খুজে পেয়েছে তার আপন ঠিকানা,
ফেনী ফেনী বাসীর পক্ষ থেকে স্টুডিও অব ক্রিটিভ আর্টস আপন ঠিকানার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, 🙏
সেই-সাথে আপন ঠিকানার সকল যোদ্ধাদের জন্য রইলো অনেক দোয়া ও শুভকামনা, ❣️🙏
তুহিন ভাই আপনাকে ধন্যবাদ দিব না। শুধু এই দোয়া করি মহান আল্লাহ তায়ালা আপনাকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করুক এবং সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক। আর সিলেট বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা রহিল।
@@hussainahmed6087 ❣️❣️❣️❣️
ALHAMDULILLAH
AMAR BADIO
FENI
DOOA KORI SBAIR JONNO
@@nayemkarim157 ❣️❣️
ধন্যবাদ ভাই আপনাকে ভাই কানে কি হয়েছে
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
এত সামান্য তথ্য অনুযায়ী খুঁজে পাওয়া। আল্লাহ জাজা দান করুন।
আলহামদুলিল্লাহ এই বোনের বাকি জীবনের জন্য শুভকামনা রইল ❤️ ❤️
আজকের পর্ব দেখে রাম সন্নাসির একটা কথা মনে পড়লো "যত হাসি তত কান্না"
সবাই এত আন্তরিক, অনেক ভালো একটা পরিবার। সত্যি মনটা ভরে গেলো।
আল্লাহ পৃথিবীর সকল ভাই বোনদের মা বাবাকে খেদমত করার তৌফিক দান করুক।আমিন 💓💓💓💓💓💓
Amin yea rabbol alamin 🤲🤲🤲
আমিন
@@kakhalida3066 ll
,,
আলহামদুলিল্লাহ! কি সুন্দর দৃশ্য ❤️
মূহুর্তের মধ্যেই 'একজন' থেকে কত্ত বড় একটা ফ্যামিলি পেয়ে গেলেন❤️
আমি সাক্ষী থাকলাম ২০০ তম এপিসোডের দর্শক হিসাবে.... আপনার অনুষ্ঠান ১০০০ তম এপিসোড হোক দোয়া করি...... অনেক অনেক শুকরিয়া মালিকের দরবারে তিনি যেন এইভাবেই আপনাদেরকে মহৎ কাজের তৌফিক দান করেন...... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏
আরেজে কিবরিয়া আপনার পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ প্রিয়
অনেক অনেক দোয়া শুভ কামনা ভালোবাসা রইলো আপন ঠিকানার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য
আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ২০০জন ফিরে পেলো তার আপন ঠিকানা। দোয়া করি আপন ঠিকানার প্রতিটি সদস্যদের জন্য যে যেখানে থাকুক সুস্থ থাকুক। আর এভাবেই তাদের নিঃস্বার্থ ভাবে কাজ করার তৌফিক দান করুক মহান আল্লাহ তায়ালা। আমিন
আর কিবরিয়া ভাইয়ের প্রতি রইল দোয়া ও শুভকামনা।
আলহামদুলিল্লাহ। সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
২০০তম আবডেট মানে ২০০ পরিবার একত্রিত করা। অভিনন্দন কিবরিয়া ভাই আপনাকে।
সেই সাথে আপন ঠিকানার পরিবারের সবাইর জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো।
সামনে ৩০০তম আপডেট খুব তারাতারি সফল হবে ইনশাআল্লাহ।
ALHAMDULILLAH
300 HOYE JABE
INSA ALLAH
DOOA KORI
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখা শুরু করলাম,
ডাবল সেঞ্চুরির মাইল ফলক আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান আল্লাহর দরবারে। সর্বোপরি আপন ঠিকানায় সংশ্লিষ্ট সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালবাসা 🌹❤️
আলহামদুলিল্লাহ ।সবার আন্তরিকতা দেখে খুবই ভাল লাগল। ধন্যবাদ।
আমারো মনটা ভরে গেলো ভাইয়া দুয়াকরি সবাই বেচে থাকো👐👐👐👐👐💋💋💋💋💋💋💋👌👌👌👌💋💋💋💋👍👍👍👍👍🎋🎋🎋💘💘💘💘💘💞💞💞💋💋💋💋💋
সফলতায় এগিয়ে যাক
আপন ঠিকানা
পরিবারে ফিরে যাক
যত সব চেনা অচেনা
বিশ্বের বিস্ময় তুমি
আপন ঠিকানা।
সফলতায় ২০০তে
এ যে আনন্দের বন্যা
আলহামদুলিল্লাহ!আজ আপন ঠিকানা আরো একটি অসাধারণ আপডেটের মাধ্যমে তার দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করলো এবং দর্শকদের হৃদয় ফ্রেমে জায়গায় করে নিলো।
যত পর্ব দেখিছি এতো মানুষ কোনো পর্বে দেখি নাই। আলহামদুলিল্লাহ্
Right.........
আলহামদুলিল্লাহ,, অনেক স্মরণীয় হয়ে থাকবে ২০০ তম আপডেট। 💖💖
আজ আমাদের সিলেটের মেয়ে ২৬০ তম পর্বের ছকিনার পরিবারে ফিরার মাধ্যমে ২০০ তম পর্ব পূর্ণ হল, আলহামদুলিল্লাহ ।
আপন ঠিকানার সংশ্লিষ্ট সবাইকে আমরা সিলেট বাসীর পক্ষ থেকে অভিনন্দন ।
আমিও সিলেটি অভিনন্দন রইল
শুকরিয়া
আলহামদুলিল্লাহ আমাদের সিলেটি অতিথির মাধ্যমে ২০০ টি পর্ব সফল হলো
আলহামদুলিল্লাহ
এই অনুষ্ঠানের প্রথম পর্ব থেকে মোটামুটি সকল পর্ব দেখেছি এবং প্রতিটা পর্ব দেখে নিজের আবেগ ধরে রাখতে পারিনি, আজ এই অনুষ্ঠানের ২০০ তম সফল পর্ব তাও আবার আমাদের সিলেটের একজন হারিয়েযাওয়া বোনের পরিবারের ফিরা দিয়ে পূর্ণ হলো, একজন সিলেটি হিসেবে এই অনুষ্ঠানের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে গেলো, ধন্যবাদ কিবরিয়া ভাই সহ সকল টিম মেম্বারদের, সবাই ভালো থাকবেন কোব ভালো।
আলহামদুলিল্লাহ্ দোয়া রইল সবার জন্য
আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহু খাইরান
আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বোনটি কে অনেক বড় পরিবার দান করেছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া।
কাঁদতে -কাঁদতে মাথা ব্যাথা হয়ে গেলো।
তারপরও আলহামদুলিল্লাহ।
অনেক শুভকামনা সবার জন্য।
কিবরিয়া ভাই ,সকিনার ভিডিও প্রচার করে , আজ আমাকে অঝোরে কাঁদালেন। বোন সকিনার পিতা একজন হাফেজ ছিলেন । সেকারণে মহান আল্লাহ তাআলার রহমতের হাত ছিল এই এতিম সন্তান গুলোর মাথার ওপর। আল্লাহ এদের সুখে শান্তিতে রাখুক। আমীন।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ২০০আরেকটা বোন পরিবার ফিরে পেয়েছি 💕💕💕💕
আলহামদুলিল্লাহ এত বড় পরিবার অনুষ্ঠান দেখার মত আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি।
আলহামদুলিল্লাহ 200 তম পরিবারে ফিরে যাওয়া সবাইকে শুভেচ্ছা রইল দুয়া ভালোবাসি
আলহামদুলিল্লাহ কলিজা ঠান্ডা হয়ে গেছে ২০০ নাম্বার সঁপল
আলহামদুলিল্লাহ 200জন পরিবার ফিরে পেলো আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো দোয়া রইলো আল্লাহ জেনো সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবসময় ধন্যবাদ কিবরিয়া ভাই কে এবং তার পুরো টিমের জন্য দোয়া রইলো ( ইতিহাস হয়ে থাকবে ২০০ তম পর্ব ) আল্লাহ হাফেজ
মঙ্গল করুক সবার দুনিয়া ও আখিরাত
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ কিবরিয়া ভাই
কিবরিয়া ভাই 200 পর্ব ঠিকই স্মরণীয় হয়ে রইল
মাসা আল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তাআলা তার হারানো পরিবারকে ফিরিয়ে দিয়েছেন
কিবরিয়া ভাইয়ের সকল টীম মেম্বারদের জন্য দোয়া রইল আমিন
আলহামদুলিল্লাহ এইবোনটাও ফিরেগেলো তার আপনঠিকানাই
আলহামদুলিল্লাহ আজ ২০০ তম পর্ব সফল হলো ধন্যবাদ দিয়ে ছোটো করবোনা শুধু আমি দোয়া করি আপন ঠিকানা অনুষ্ঠানের পরিচালক আর জে কিবরিয়া সরকার সেই সাথে আপন ঠিকানার টিম মেম্বারদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল
জাজাকাল্লাহ খাইরান
অসাধারণ অসাধারণ কেমনে জানি চোখের পানি চলে আসছে। আল্লাহ সবার সহায়ক হোক। অসহায় মানুষ গুলো যেন পরিবার পিরে পায়
আপন ঠিকানার ২০০তম সফল পর্বে আমরা সিলেটবাসী যুক্ত ছিলাম।
কৃতজ্ঞতা টিম আপন ঠিকানা।♥
আলহামদুলিল্লাহ। আল্লাহ আপন ঠিকানার সাথে জড়িত সকলকে হায়াতে তৈয়বা দান করুন। আমীন
হাজার বছর চলতে থাক, আমাদের সকলের প্রিয় আপন ঠিকানা অনুষ্ঠান। ২০০ হারানো পরিবার নীজের শিকরে ফিরতে পারছে, আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্নবাদ।
আলহামদুলিল্লাহ। অসাধারণ আজকের পর্বটা। সবার জন্য দোয়া আর শুভকামনা।
❤️ আলহামদুলিল্লাহ ❤️
আপন ঠিকানার ২০০তম সফল পর্বের জন্য আপন ঠিকানার সকল টিম মেম্বার ও দর্শক সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
আলহামদুলিল্লাহ আজ ২০০ তম পবে জন্য অপেক্ষা করছিলাম
আলহামদুলিল্লাহ আপন ঠিকানার 200 তম এথ ভাল লাগছে তাহা বাসায় প্রকাশা করার মতো নয়
অসাধারন মিলন দেখলাম আললাহতালা সব কিছুর মালিক কতবড় পরিবার এই আপুটার মাশআললাহ এত মানুষ আগে আর দেনি কিবরিয়া ভাই ২০০ নামবার এপিসোড আর রিলেটিপ ও আয়ছে ২০০ এর মতো আলহাদুলিললাহ
ভাই আল্লাহ আপনার নেক হায়াত দান করুন,,,, বিপদ আপদ থেকে রক্ষা করেন সুস্থ সুন্দর ভাবে যেন জীবন যাপন করার তৌফিক দেন এবং এভাবে গরীর অসহায় মানুষের পাশে ধারান,,,আই স্যালুট ভাই🙋♂️🙋♂️🙋♂️
আমি কলকাতা থেকে ধন্যবাদ জানাই আম্বিয়া খাতুনের বড় মেয়ে অত্যন্ত মায়াবী খাওয়ার জন্য অনেক চোখের পানি ফেলেছেন আল্লাহ আপনাকে কবুল করুক আজকে চোখের পানি বুক ভরিয়ে দিয়েছে। পরিবারের সকলেই একসঙ্গে আল্লাহ থাকার তৌফিক দান করেন।
Double century করার জন্য ক্রিয়েটিভ আর্টস লিমিটেড কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ, সেই সঙ্গে আগামী দিনের সাফল্য কামনা করছি।