প্রেমে দুঃখ পাওয়া ভালো, স্বেচ্ছায় যদি না দাও ধরা ধরতে যাবো না শুকনো রুমাল চোখের জলে ভেজা, ফেরত চাবো না। আমার যে রাত গেছে ঘুমহীন- বৃথা তার হিসেব করা। জয়ী হবার সম্ভাবনা সত্ত্বেও স্বেচ্ছা পরাজয় স্বীকারের নামই ভালোবাসা। নিজেকে দেই রাজদন্ড যদিও বলবে সবাই ভন্ড তবু অপবাদ তুলে নিতে মাথায় পাই না ভয়। রঙিন চশমায় নয়, জীবনকে চেয়েছি দেখতে সাদামাটা চক্ষু দিয়ে। পেয়েছি তার বিনিময়ে পদে পদে পদাঘাত, কাটা গাঁয়ে নুনের ছিটা। প্রেমের পথে হোঁচট খেয়ে দেখিনি তো কাউকে হাসতে... বলতে পারি অবলীলায়- ভালোবেসে যে ঠকেছে, সে জয়ী হতে চায় ঘৃণায়। আমিই কেবল ঠকে ঠকে শিখেছি ভালোবাসতে। *** কবিতা : ভালোবেসে যে ঠকেছে কবি : আকিব শিকদার কাব্যগ্রন্থ : দেশদ্রোহীর অগ্নিদগ্ধ মুখ, ২০১৫ # আবৃত্তি করে দেওয়ার অনুরোধ রইলো।
অসাধারন কবিতা আর অসাধারন আবৃত্তি।
❤❤ অসাধারণ কন্ঠের কারুকার্য, দুর্দান্ত আবৃত্তি, ভালোবাসা রেখে গেলাম দাদা ❤❤❤
Nice .thanks .
Very. Nice thanks .
Very good recitation 🌹🙏🌹
Very nice recitation 💚❤️💚
প্রেমে দুঃখ পাওয়া ভালো, স্বেচ্ছায় যদি না দাও ধরা
ধরতে যাবো না
শুকনো রুমাল চোখের জলে ভেজা, ফেরত চাবো না।
আমার যে রাত গেছে ঘুমহীন- বৃথা তার হিসেব করা।
জয়ী হবার সম্ভাবনা সত্ত্বেও স্বেচ্ছা পরাজয়
স্বীকারের নামই ভালোবাসা। নিজেকে দেই রাজদন্ড
যদিও বলবে সবাই ভন্ড
তবু অপবাদ তুলে নিতে মাথায় পাই না ভয়।
রঙিন চশমায় নয়, জীবনকে চেয়েছি দেখতে সাদামাটা
চক্ষু দিয়ে।
পেয়েছি তার বিনিময়ে
পদে পদে পদাঘাত, কাটা গাঁয়ে নুনের ছিটা।
প্রেমের পথে হোঁচট খেয়ে দেখিনি তো কাউকে হাসতে...
বলতে পারি অবলীলায়-
ভালোবেসে যে ঠকেছে, সে জয়ী হতে চায় ঘৃণায়।
আমিই কেবল ঠকে ঠকে শিখেছি ভালোবাসতে।
***
কবিতা : ভালোবেসে যে ঠকেছে
কবি : আকিব শিকদার
কাব্যগ্রন্থ : দেশদ্রোহীর অগ্নিদগ্ধ মুখ, ২০১৫
# আবৃত্তি করে দেওয়ার অনুরোধ রইলো।
❤
এক দম ভাল হয়নি আবৃত্তি টা
ভাই আপনে কবিতা বুঝেন না,
এই কবিতার আবেগ ধরতে পারেন নি, আবৃত্তিশিল্পী। ভালো লাগেনি।