কানাইসোর পাহাড় পূজো ও আদিবাসী মেলা । এক দিনের বেড়ানো । Kanaishwar Hill (pahar puja) | Kanaisor Pahar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #kanaisorpahar #Kanaishwarhill #kanaisorpaharpuja #Jhargram #belpahari
    কানাইসোর পাহাড় পূজো ও আদিবাসী মেলা । এক দিনের বেড়ানো । Kanaisor Pahar Puja and Tribal Fair | Kanaishwar Hill (pahar puja)
    পাহাড় দেবতা। তাকে তুষ্ট করলে হবে ভালো বৃষ্টি। ফসলে ভরে উঠবে মাঠ। শস্য শ্যামল হবে ধরণী। তারই হাত ধরে সুখ আসবে, সমৃদ্ধ হবে বসতি। এমনই বিশ্বাস বংশপরম্পরায় বইছে ফল্গুধারার মতো। আর সেই বিশ্বাসেই আদিবাসী মানুষজনের মধ্যে পাহাড় পুজোর রেওয়াজ বছরের পর বছর ধরে। গোটা আষাঢ় মাস ধরে পালা করে পুজো পায় নানা পাহাড়। আষাঢ় এলেই মেতে ওঠেন বেলপাহাড়ি ও ঝাড়খণ্ড সীমানার আদিবাসীরা। আষাঢ় মাসের তৃতীয় শনিবার পুজো করা হয় বেলপাহাড়ি ও চাকুলিয়া সীমানার কানাইসোর পাহাড়কে। রবিবারই কানাইসোর পাহাড়ে শেষ হল দুদিনের উৎসব।
    কানাইসোর পাহাড়ে পুজোর দায়িত্ব থাকে আদিবাসী মাল সম্প্রদায়ের উপর। তাঁরাই এই পুজোয় পুরোহিতের দায়িত্ব কাঁধে তুলে নেন। পুজোয় মেতে ওঠেন বেলপাহাড়ি ও চাকুলিয়ার বিভিন্ন গ্রামের মানুষ।
    আমরা চারজন এই বিশেষ পূজো দেখতেই হাজির হয়েছিলাম কানাইসোর পাহাড়ে ।
    কিভাবে যাবেন কানাইসোর পাহাড়ে ?
    হাওড়া থেকে ট্রেনে ধরে ঝারগ্রাম অথবা চাকুলিয়া ষ্টেশন । তারপর ছোটো গাড়ি বা অটো করে কানাইসোর পাহাড় । ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে এই পাহাড়ের দূরত্ব প্রায় ৯ কিমি। চাকুলিয়া রেলস্টেশন থেকে এই পাহাড়ের দূরত্ব প্রায় ১১ কিমি।
    কোথায় থাকবেন ?
    ঝারগ্রামে বা বেলপাহাড়ি থাকার জন্য হোটেল বা হোমস্টে পেয়ে যাবেন । এছারা চাকুলিয়া ষ্টেশনের কাছে কয়েকটি সাধারণ মানের হোটেল পেয়ে যাবেন ।
    Google Location :
    goo.gl/maps/xv...
    If you like my work, you may consider donating, your donation will be used to upgrade my gadgets and also to meet the travel expenses. Thank you so much!
    My UPI ID : business.natureswomb@oksbi
    Watch our videos:
    Weekend Tour : bit.ly/40mTkyu
    One Day Tour : bit.ly/3JZTYwv
    Bihar : bit.ly/40KvPjl
    Sikkim : bit.ly/3ZacCpZ
    Uttarakhand : bit.ly/40q75wy
    Odisha : bit.ly/42BszZ1
    My Equipments:
    My Action Camera : amzn.to/411j2ZL
    My 2nd Camera : amzn.to/3ztYa1w
    My Drone : amzn.to/3K9ITIb
    Tripod: amzn.to/3nJir0s
    Mic 1: amzn.to/3zw2kpF
    Mic 2: amzn.to/3U97qBK
    Mic 3: amzn.to/3UawpED
    External drive SSD: amzn.to/3K86qcp
    Memory Card for GoPro: amzn.to/3KxmjdL
    Memory Card for Drone : amzn.to/3KxmjdL
    My Desktop for editing: amzn.to/4332lPs
    My sunglass: amzn.to/3zw6TQP
    Follow me on instagram : / natureswomb2017
    My Facebook Page : / natureswombpalash
    For business inquiries : business.natureswomb@gmail.com

ความคิดเห็น • 553

  • @prasantachakrabarty8531
    @prasantachakrabarty8531 ปีที่แล้ว +6

    সাধারনের মাঝেও অসাধারন ।
    "দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
    ঘর হতে শুধু দূই পা ফেলিয়া...." ।

  • @anasristimithu8263
    @anasristimithu8263 11 หลายเดือนก่อน +6

    পাহাড়ের উপর থেকে চারপাশের দৃশ্য আমাকে মুগ্ধ করলো

  • @manjudebi4745
    @manjudebi4745 7 หลายเดือนก่อน +4

    এরা প্রধানত প্রকৃতি প্রেমি দেখে খুব ভালো লেগেছে, আপনাকে ধন্যবাদ।

  • @CharanMandi-b2q
    @CharanMandi-b2q 6 หลายเดือนก่อน +1

    Khub valo laglo videota thank you

  • @biswaruph
    @biswaruph ปีที่แล้ว +1

    একদম অন্যরকমের অভিজ্ঞতা হোল। দারুণ।

  • @bijonchakraborty4468
    @bijonchakraborty4468 ปีที่แล้ว +5

    পাহাড় পূজো আর আদিবাসী মেলা র ভিডিও দেখে সত্যি মনে অনেক আনন্দ এজন্য অবশ্য অবশ্য ধন্যবাদ

  • @ForestLoverPinaki
    @ForestLoverPinaki ปีที่แล้ว +2

    durdanto ....apnar vlog ...khub khub bhalo ...onnorakom .....

  • @namitamazumdar152
    @namitamazumdar152 10 หลายเดือนก่อน +1

    একেবারে অন্য জগতের সংবাদ পেলাম। ,,, ধন্যবাদ 🌹

  • @abhijitroy4838
    @abhijitroy4838 ปีที่แล้ว +4

    প্রথমবার দেখলাম পাহাড় পুজো। খুব ভালো লাগলো

  • @ASTIKGHOSH-ee6ch
    @ASTIKGHOSH-ee6ch 5 หลายเดือนก่อน

    এরা প্রধানত প্রকৃতি প্রেমি দেখে খুব ভালো লেগেছে, আপনাকে ধন্যবাদ

  • @sonalichatterjee3491
    @sonalichatterjee3491 ปีที่แล้ว +4

    যেন মনে হলো কোন তথ্য চিত্র দেখছি, কি সুন্দর উপস্থাপনা।

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +3

      অনেক অনেক ধন্যবাদ ।♥️🙏

  • @keyaganguly46
    @keyaganguly46 ปีที่แล้ว +1

    অনবদ্য। একদম আদিম প্রকৃতির সঙ্গে মেলামেশা। নতুন এক বিষয়। শ্রদ্ধা জানাই এই অনুষ্ঠানকে। অনেক ধন্যবাদ জানাই আপনাদের। এক নতুন দুনিয়াকে চেনালেন। ভালো থাকবেন সবাই। এরপর পারিজাতদাকে ও নিয়েছে আসবেন। ঘুরতে থাকবেন। অনেক শুভকামনা রইলো।

  • @basudevnandi98
    @basudevnandi98 ปีที่แล้ว +1

    Adbhut pranobontoh ekti utsab.

  • @kunalsarkar5382
    @kunalsarkar5382 ปีที่แล้ว +1

    Khub bhalo hoache

  • @somnathpal2109
    @somnathpal2109 ปีที่แล้ว +1

    Ati uttam

  • @indranilbagchi2157
    @indranilbagchi2157 ปีที่แล้ว +4

    🌳🌴🌳 প্রিয় পলাশ বাবু, আপনি সত্যিই একজন খাঁটি প্রকৃতিপ্রেমিক 🏵️ আপনার চোখ দিয়ে আমরা দেখলাম এক অপরূপ সুন্দর জঙ্গলে-পাহাড়ি প্রকৃতিকে, আপনার মন দিয়ে আমরা অনুভব করলাম এক অপূর্ব আদিবাসী জীবনচর্যাকে, তাদের ধার্মিক উৎসব পালনকে 🌳🌳 আজকের এই নিদারুণ সভ্যতার সংকটে বেঁচে থাকুক এই আদিম প্রকৃতি মা, বেঁচে থাকুক তাঁর সন্তানেরা আর বেঁচে থাকুক আপনার এই প্রকৃতি-পিয়াসী মন 💖 ভালো থাকবেন আপনি 🏵️🌿

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +2

      আপনিও খুব ভালো থাকুন ।♥️🙏

  • @firhimenterprise8455
    @firhimenterprise8455 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো ভিডিওটি।

  • @sanatchakraborty2359
    @sanatchakraborty2359 ปีที่แล้ว +1

    Apurbo ❤

  • @Paeapaeasuku
    @Paeapaeasuku ปีที่แล้ว +1

    Ektai sabdo darun..,......

  • @2702sudipta
    @2702sudipta ปีที่แล้ว +6

    KHUB SUNDDOR MON CHUYE GELO ....ONEK ONEK VALO THANKBEN ....AND HAAN MISS YOU PARIJAAT DA

  • @LETSSTARTARUP
    @LETSSTARTARUP ปีที่แล้ว +4

    মন টা জুড়ালো ❤ ❤ কি অপূর্ব এই ভিডিও

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +4

      অনেক অনেক ভালোবাসা নিও ভাই ।♥️♥️

  • @purnaghosh5298
    @purnaghosh5298 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo

  • @abhijitsadhukhan7945
    @abhijitsadhukhan7945 ปีที่แล้ว +1

    Kub sundor uposthapona.❤

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +1

      Thank you Brother . ♥️

  • @CultureHeritage-SS
    @CultureHeritage-SS ปีที่แล้ว

    Apnake firte dekhe darun laglo dada!

  • @pintupal6625
    @pintupal6625 ปีที่แล้ว +2

    মন ভরে গেল। শুধু পারিজাত দা কে মিস করলাম। জয় কানাইশোর বাবার জয়। ❤️❤️❤️❤️

  • @tridibghosh3615
    @tridibghosh3615 ปีที่แล้ว +2

    Onek din por abar. Bhalo laglo...

  • @sarbanichakraborty4565
    @sarbanichakraborty4565 ปีที่แล้ว +1

    সমৃদ্ধ হলাম।

  • @ritachatterjee217
    @ritachatterjee217 ปีที่แล้ว +3

    দারুন একটা উৎসবের খোঁজ দিলেন, অনেক অনেক ধন্যবাদ।

  • @atanudharchowdhury3371
    @atanudharchowdhury3371 ปีที่แล้ว +2

    হৃদয় দিয়ে অনুভব করলাম 👌👍❤️🙏

  • @kaushikchatterjee9137
    @kaushikchatterjee9137 ปีที่แล้ว +2

    Apnar video te kanaishore paharer apurbo drishya dhora poreche...aro jeta chamotkar o obak kora bapar chokhe poreche...seta holo tree fossils or billion yrs ago.That we say petrified tree.jeta pahar e othar pothe lokkho kora gache.Ei tree fossils or petrified tree ami purulia teo dekhechi...👍🏼👍🏼👍🏼Darun laglo osonkhya dhanyabad.

  • @Rajupaul88
    @Rajupaul88 ปีที่แล้ว +2

    খুব সুন্দর লাগলো ভিডিওটি

  • @sugitDass
    @sugitDass 4 หลายเดือนก่อน

    খুব ভালো হরেকৃষ্ণ ❤❤❤

  • @artofmusic1765
    @artofmusic1765 ปีที่แล้ว +2

    Darun laglo❤

  • @golperjhimlitola
    @golperjhimlitola ปีที่แล้ว +7

    এমন সুন্দর প্রকৃতি বন্দনায় মন ভরে উঠলো কানায় কানায়.. অসামান্য উপস্থাপনা 🌿

  • @samirkumarmitra7461
    @samirkumarmitra7461 ปีที่แล้ว +2

    বেশ অন্যরকম, ভালো লাগলো। কিছুক্ষণ হারিয়ে গেলাম। ভালো থাকবেন।

  • @pranabanandachattaraj4588
    @pranabanandachattaraj4588 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো ভাই ধন্যবাদ আপনাকে ❤️❤️🙏❤️🙏🙏

  • @devashispalodhydevashispal4095
    @devashispalodhydevashispal4095 ปีที่แล้ว +1

    Khub sundar

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 ปีที่แล้ว +1

    paharer opor theke charpasher asdharon drishyo

  • @manickdutta1694
    @manickdutta1694 ปีที่แล้ว +2

    খুব খুব ভাল লাগল দাদা কানাইসোর পাহার।

  • @sukdebbhattacharyya8985
    @sukdebbhattacharyya8985 ปีที่แล้ว

    Asadharon laglo.. Dhonyobad

  • @swatipal986
    @swatipal986 ปีที่แล้ว

    Satyi onnorokom.darun laglo.

  • @alokebandyopadhyay6048
    @alokebandyopadhyay6048 ปีที่แล้ว +2

    মরুতীর্থ হিংলাজের পথের কথা মনে হলো। সুন্দর।।

  • @avikmajumder7034
    @avikmajumder7034 ปีที่แล้ว +7

    প্রায় ২ মাস পর পলাশ দার মন ভালো করে দেওয়া ভিডিও। এককথায় দুর্দান্ত। আদিবাসী জীবনের কালচার এত সুন্দরভাবে আপনি উপস্থাপন করলেন। খুব ভালো লাগলো পাহাড়কে দেবতা জ্ঞানে পুজো। ❤❤ (বেলঘরিয়া, কল-৫৬ থেকে বলছি)

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +3

      অনেক অনেক ধন্যবাদ ।♥️

    • @ranachatterjee7514
      @ranachatterjee7514 ปีที่แล้ว +2

      অনেক দিন পর video দেখলাম। আদিবাসীদের পাহাড়পুজা, সত্যিই মন ভরে গেল।

  • @sandipanpurkait2535
    @sandipanpurkait2535 ปีที่แล้ว

    Khub sohoj sorol uposthapona..sundor..

  • @somnathde1717
    @somnathde1717 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো

  • @JyotinmoyJodder
    @JyotinmoyJodder 7 หลายเดือนก่อน +1

    Lovely Lovely video
    Thanku

  • @lohitbarandeb
    @lohitbarandeb ปีที่แล้ว

    osadharon laglo. ei jaiga gulo tei to jete ichchhe kore bar bar.

  • @amitavaroy8965
    @amitavaroy8965 ปีที่แล้ว +2

    অপূর্ব সুন্দর একটি পোস্ট। নতুন অভিজ্ঞতা। খুব ভালো লাগলো।দু দিনের একটি পোস্ট পেলে ভালো হতো। ধন্যবাদ

  • @saurabhsarkar5342
    @saurabhsarkar5342 10 หลายเดือนก่อน

    বাঃ, খুবই সুন্দর এবং সাবলীল উপস্থাপনা। একদম অজানা এবং off beat destination.
    অভিনন্দন রইল।
    👌👌👌🙏🙏🙏

  • @BUKKACHATTERJEE
    @BUKKACHATTERJEE ปีที่แล้ว

    Khub valo legeche, dhonnobad

  • @susantabanerjee5369
    @susantabanerjee5369 ปีที่แล้ว

    খুব ভালো লাগল । সুন্দর পরিবেশন । ধন্যবাদ ভাই ।

  • @poulamichakraborty007
    @poulamichakraborty007 ปีที่แล้ว +5

    ভিডিও টা সত্যি একদমই অন্য রকম অনুভুতি হলো। প্রকৃতিকে যে এমন ভাবে পুজো করা হয়, সেই ধারণাই ছিল না। শ্রী কৃষ্ণ যেমন পুজো করেছিলেন গোবর্ধন পর্বত কে, তেমনই কানাইসোর পাহাড় পুজো। বেশ ভালো লাগলো। আর বৃষ্টির মধ্যে পাহাড়ে ট্রেকিং এর মুহূর্ত টা সব থেকে রোমাঞ্চকর ছিলো। এই রকম আরও অনেক,নাম না জানা স্থানের ভিডিও দেখার অপেক্ষায় রইলাম।

  • @arun.akdbkp
    @arun.akdbkp ปีที่แล้ว +2

    দারুন দারুন লাগলো দাদা এই একদম অজানা তথ্যসমৃদ্ধ ভিডিও টা দেখে। হাঘরের মতো গিললাম পুরো ভিডিও টা। ভালো থাকবেন।

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏♥️♥️♥️

    • @arun.akdbkp
      @arun.akdbkp ปีที่แล้ว +1

      @@NaturesWomb 🙏😊

  • @kakalidas9689
    @kakalidas9689 ปีที่แล้ว

    Ekdom anyo rokom vedio.
    Khub valo laglo.

  • @bishnubhanudutta3925
    @bishnubhanudutta3925 ปีที่แล้ว

    আমারতো দারুন ভাল লাগল,ভাল লাগার মতই একটা উপস্থাপনা,

  • @tamalikagupta6795
    @tamalikagupta6795 ปีที่แล้ว +1

    খুব,ভিষন ভাল লাগল।ইচ্ছা আছে সোমবার ১০/৭/২৩ য়ে যাওয়ার।

  • @pradipsen4496
    @pradipsen4496 ปีที่แล้ว +1

    অসাধারণ একটি ছবি

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +1

      নমস্কার নেবেন ।🙏

  • @niladrisengupta430
    @niladrisengupta430 ปีที่แล้ว

    darun palash da khub bhalo laglo

  • @anami7079
    @anami7079 ปีที่แล้ว

    Kub valo laglo nuton dhoroner akta mela dekhe
    ❤❤

  • @KaliramMurmu-ve2pn
    @KaliramMurmu-ve2pn 10 หลายเดือนก่อน

    সত্যিই অসাধারণ, আপনার দারুন উপস্থাপনা । দারুন পাহাড়ি দৃশ্য।

  • @saikatdhara9437
    @saikatdhara9437 ปีที่แล้ว +1

    Good presentation and narration.

  • @storyoflens3388
    @storyoflens3388 ปีที่แล้ว

    Unique video. Valo laglo. 👍

  • @rumaballav2688
    @rumaballav2688 ปีที่แล้ว +2

    একেবারেই অন্যরকম ছবি,মেলা,ভক্তি,ঐতিহ্য। সব মিলিয়ে অন্য অনুভূতি।আমাদের মত শিক্ষিত শহুরে মানুষের কাছে হয়তো কানাইশোর তত উল্লেখযোগ্য ভ্রমণ নয়। কিন্তু এর আবেগ অপরিসীম।আনন্দ অনুভূতি আবেগ কোন শিক্ষা মানে না।এখানে সেটাই ধরা পড়েছে। রবীন্দ্রনাথ বা জীবনানন্দের মত ছোট ছোট জিনিসে,উৎসবে আনন্দ খুঁজে নেওয়া। দেখছিলাম ভিড়ের আড়াল দিয়ে মানুষের অতি উৎসাহে পাহাড়ে ওঠা।আপন ভক্তির ছন্দে চলেছে সব।তার মধ্যে আপনারা যেন ভক্তির উৎস সন্ধানে চলেছেন।বৃষ্টি আসতে বেশি ভালো লাগছিল।আর মনে পড়ল ছোটবেলায় দেখা গাড়োয়ালের কার্তিকস্বামীর দর্শনে পাহাড় ভাঙা। অসাধারণ লেগেছে পাহাড়ের মাথায় গল্পের সাথে ওই পরিবেশে আবেগ উজাড় করে দিয়েছেন।এখানেই যদি ভিডিও শেষ হতো ,ক্ষতি ছিল না।ভীষণ ভালো লাগল এই আন্তরিক কানাইশোর।ইচ্ছে র ইল শীতে যাবার।হয় তো মেলার উন্মাদনা থাকবে না।তাতে কি,কানাইশোর তো থাকবে!!🎉🎉

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +2

      যাক, আমার এই ভিডিও কিছুক্ষনের জন্য হলেও আপনাকে স্মৃতির পটে ফিরিয়ে নিয়ে গিয়েছিল । খুব ভালো থাকুন আর এই ভাবেই সঙ্গে থাকুন ।🙏

  • @nirmalyaonwheels5525
    @nirmalyaonwheels5525 ปีที่แล้ว

    দারুণ লাগলো 👌👌👌👌

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা । ♥️🙏

  • @SagenBhai-2110
    @SagenBhai-2110 7 หลายเดือนก่อน +1

    Khoub sundar🎉🎉

  • @AparajitaGanguly-g4q
    @AparajitaGanguly-g4q 6 หลายเดือนก่อน

    Apnar video ta 1st class laglo👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @mausumibanerjee1613
    @mausumibanerjee1613 ปีที่แล้ว

    Khuuub valo laglo dekhe as usual👍👌♥️

  • @tapasshaw3132
    @tapasshaw3132 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো,ধন্যবাদ🙏😊

  • @anshumanmajumder4187
    @anshumanmajumder4187 ปีที่แล้ว +1

    Osadharon laglo, onnorokom ekta vlog...Parijat da khub miss korlam..Palashda hip hip hurray!!

  • @siddharthabose4668
    @siddharthabose4668 ปีที่แล้ว +2

    খুব অভুতপূর্ব লাগলো এই আদিবাসিদের কানাইসোর পাহাড় পুজো। এই প্রথম এই অভিজ্ঞতা সঞ্চয় করলাম। আসাধারণ লাগলো এই ভিডিওটা এই রকম আরো ভিডিও দেখতে চাই। আনন্দে এবং ভালো থাকবেন।🙏🙏

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +3

      ধন্যবাদ । আপনিও খুব ভালো থাকুন ।♥️🙏

  • @mausumibanerjee1613
    @mausumibanerjee1613 ปีที่แล้ว +1

    Ek kathai ashadharon!❤

  • @supriyobiswas
    @supriyobiswas ปีที่แล้ว +1

    Fantastic !!!

  • @DSP9696
    @DSP9696 ปีที่แล้ว +1

    darun hoyeche 👍👍

  • @sarkarnd9377
    @sarkarnd9377 ปีที่แล้ว +1

    💗💗👌 Excellent Dada

  • @surawin7986
    @surawin7986 ปีที่แล้ว +1

    আমি একজন ছাত্র। আপনার ভিডিও আমি অনেক দিন থেকে দেখি। চাকুরি জীবনের পাশাপাশি যেমন আপনি বিভিন্ন জায়গা ঘুরে বিভিন্ন জায়গার সংস্কৃতি তুলে ধরেন, এবং মানুষ কে বুঝিয়ে দেন যে শুধু টাকা জমালে ভালো থাকা যায় না। জীবনটাকে জীবনের মতন করে উপভোগ করতে, সমস্ত ধরনের অঞ্চলের সংস্কৃতি,মানুষ, ভাষা, পোশাক আশাক, দেখার যে একটা অনুভূতি। সত্যি খুবই অসাধারণ। আমি আপনাকে দেখে অনুপ্রাণিত, ইচ্ছা আছে পরবর্তী চাকুরী জীবনে আপনার মতন জীবনটাকে উপভোগ করে। ধন্যবাদ ভালো থাকবেন 🙏

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +1

      অগ্রিম শুভেচ্ছা রইল ।♥️

  • @arupkoyal790
    @arupkoyal790 ปีที่แล้ว

    Khub sundor uposthapona. Ochena jaygar knoj. Bhison bohali.

  • @swapankumarbarik2918
    @swapankumarbarik2918 ปีที่แล้ว

    সাধারণ গ্রাম্য মেলা উপলক্ষে খুব কষ্ট এবং উৎসাহ নিয়ে সুন্দর দৃশ্য উপহার দিলে ।

    • @tapankumarghatak3097
      @tapankumarghatak3097 ปีที่แล้ว

      নতুন অভিজ্ঞতা পাওয়া যায় গ্রামীণ মেলাতে

  • @sankarmukherjee270
    @sankarmukherjee270 ปีที่แล้ว

    Khub Sundar informative video

  • @saikhmanjur963
    @saikhmanjur963 ปีที่แล้ว

    Dada darun laglo e ek onnorokom obhiggota

  • @tapashalder342
    @tapashalder342 ปีที่แล้ว

    অসাধারণ লাগল। অন্য রকম উপস্থাপনার ছোঁয়া পেলাম। এধরনের আরো ভিডিও চাই। দাদা ভালো থাকবেন।

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว

      আপনিও খুব ভালো থাকুন ।♥️

  • @bablubaidya3499
    @bablubaidya3499 ปีที่แล้ว +3

    রাধে রাধে ❤️🙏 "মনটা আমার কেমন কেমন করে!" সত্যি, মনোমুগ্ধকর! সার্থক আপনার *Nature s Womb* আজ নোটিফিকেশন পাওয়া মাত্র চলে এলাম। শ্রীরাধা মাধবের কৃপায় সবাই খুব ভালো থাকবেন, এই প্রার্থনা করি 🙏🌷💕

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +3

      রাধে রাধে । 🙏🙏♥️♥️

    • @bablubaidya3499
      @bablubaidya3499 ปีที่แล้ว +1

      @@NaturesWomb রাধে রাধে ❤️🙏 খুব মিস করি.......... ভালো থাকবেন সবাই 🙏

  • @sbroy1977
    @sbroy1977 ปีที่แล้ว

    darun legeche tahnk you akdom alada prokritir sad pelam

  • @shafinahmed6782
    @shafinahmed6782 ปีที่แล้ว +5

    খুব ভাল লেগেছে, বাংলাদেশ থেকে। পারিচাঁদ দাদাকে সত্যিই মিস করেছি ❤

    • @sudipbiswas1445
      @sudipbiswas1445 ปีที่แล้ว +2

      পারিজাত দাদা

  • @s4somnath
    @s4somnath ปีที่แล้ว +3

    অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ❤❤❤❤❤❤❤

  • @sowridashchakraborty6864
    @sowridashchakraborty6864 ปีที่แล้ว +2

    Dada, darun...... darun 💯 valo laglo,emon Sundar prakitik poribeshe emon Sundar MELA dekhe khuv2 valo laglo,ato sundor vidio r jonno Upnake onek2 dhyanny bad,🙏❤️❤️❤️❤️❤️🙏

  • @OmNamahShivay53
    @OmNamahShivay53 ปีที่แล้ว +1

    Darun. 👍

  • @Tarnoy2007
    @Tarnoy2007 ปีที่แล้ว +1

    সুন্দর লাগলো।

  • @DebasisSengupta-pz8hj
    @DebasisSengupta-pz8hj ปีที่แล้ว

    অসাধারণ। আর কিছু বলার ভাষা নেই

  • @sajalnandi3411
    @sajalnandi3411 ปีที่แล้ว

    Khub sundor dada

  • @AshimKar-n3x
    @AshimKar-n3x 7 หลายเดือนก่อน +1

    Khub sundor

  • @1111tanu
    @1111tanu ปีที่แล้ว +2

    পলাশ কি অসাধারণ উপস্থাপনা। প্রকৃতি ভালোবাসা র তাকে প্রাণে মনে বিশেষ স্থান দেওয়া কি সেটা আপনার তৈরি ভিডিও গুলো দেখলেই বোঝা যায়। আজ মনে হচ্ছিলো আপনি প্রকৃত অর্থে কানাইসোর অঞ্চলের ভূমিপুত্র। একেবারেই মাটির কাছাকাছি আপনার বাস। অপূর্ব। এমনি অসাধারণ হয়েও সাধারণ থাকুন।

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +3

      ধন্যবাদ জানাই ।♥️🙏

  • @bidyutchatterjee5817
    @bidyutchatterjee5817 ปีที่แล้ว

    Valo laglo video ta. Emon mela dekhar majai alada. R ekdin halt hole valo hoto .

  • @MarcusAurelius15
    @MarcusAurelius15 ปีที่แล้ว

    Apurboooo👌👌👍

  • @jayasreedas952
    @jayasreedas952 ปีที่แล้ว

    অনেক ‌দিন পর সুন্দর একটি ভিডিও দিয়ে‌‌‌ আপনার উপস্থিতি জানান দিলেন ।কানাইসোর পাহাড় যাবার রাস্তা টি অসাধারণ লাগলো সত্যি এরকম পাহাড় পূজো আমি কোন দিন দেখিনি চারিদিক সবুজ ‌আর পাহাড়ের বৃষ্টি এক অন্য অনুভূতি‌‌ জাগায় ।মাথায় টুপি দেখে গুপী গায়েন বাঘা বাইনের‌কথা মনে পড়ে গেল।সুস্থ ‌ও ভালো থাকবেন অনেক ধন্যবাদ ।

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว

      আপনিও খুব ভালো থাকুন ।🙏♥️

  • @tuhinmukherjree5496
    @tuhinmukherjree5496 ปีที่แล้ว +1

    Beautiful presentation❤❤❤❤👏

  • @tanajidasgupta4094
    @tanajidasgupta4094 ปีที่แล้ว +2

    অপুর্ব। মন প্রান ভরে গেল। ❤❤❤

  • @allanimalfemeli6200
    @allanimalfemeli6200 ปีที่แล้ว

    আমিও গিয়েছিলাম অপুর্ব অনুভূতি।🥰😍

  • @abhijitbiswas6187
    @abhijitbiswas6187 ปีที่แล้ว +1

    দাদা এক কথায় অসাধারণ

  • @amlanmitra9620
    @amlanmitra9620 ปีที่แล้ว +4

    অপূর্ব অভিজ্ঞতা পলাশ ভাই।তোমার ভিডিওতে যে আন্তরিকতা,সরলতা,মাটির গন্ধ পাই তা আর কোথাও পাই না আজকাল। খুব ভালো থেকো আর ভালো রেখো এভাবেই।

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +2

      ধন্যবাদ । আপনিও খুব ভালো থাকুন ।♥️🙏

  • @UjjwalPachhal
    @UjjwalPachhal ปีที่แล้ว

    Darun Laglo. 👍