Offbeat tour from Kolkata Bangla,Tapoban Valmiki Ashram, Weekend Tour from Kolkata

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #valmiki #ramayan #tapoban #offbeatourfromkolkatabangla
    Google Travel Route : goo.gl/maps/ng...
    Show some love to Pranab Traveller / @pranabtravellers7270
    Guest house Booking no : Pranab Mahato ( Mobile no. 96419 37200)
    কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর । যখন শুনলাম যে আমাদের মহাকাব্য রামায়ণে উল্লেখিত সেই মহর্ষি বাল্মীকির আশ্রম, সেই তপোবন, আমাদেরই রাজ্যেই আছে, প্রথমে বিশ্বাস করতে পারিনি ! তাও আবার হয় নাকি? কোথায় উত্তরপ্রদেশের সেই অযোধ্যা আর কোথায় এই আমাদের রাজ্যে সুবর্ণরেখা নদীর তীরে ঝাড়গ্রাম জেলার ওড়িশা লাগোয়া গ্রাম নয়াগ্রাম । তবে, ব্যাপার টা শোনার পর থেকে মনটা সেখানে যাবার জন্য উসখুস করেছিল, ছুঁয়ে দেখতে ইচ্ছে করছিল সেই তপোবনকে, একটা ছোট্ট নৌকা নিয়ে ভেসে পরতে ইচ্ছে করছিল সুবর্ণরেখার নদীর বুকে আর নিজের চোখে দেখতে ইচ্ছে করছিল শাল, পেয়াল ও মহুলে ঘেরা গ্রাম নয়াগ্রামকে ।
    এই ভিডিও তে দেখে নিতে পারে এই তপোবনকে । যেখানে মহর্ষি রচনা করেছিলেন রামায়ণ , যেখানে জন্ম হয়ে লব ও কুশের । বিশ্বাস করুন আর নাই করুন নদীর ধারে জঙ্গলের মধ্যে এই আশ্রম দেখতে ভালো ভালো লাগবে । কোলকাতা থেকে এই জায়গা একদিনে বা সপ্তাহ শেষে ঘুরে আসতে পারেন ।

ความคิดเห็น • 203

  • @amlanmitra9620
    @amlanmitra9620 ปีที่แล้ว +23

    পলাশ ভাই, এমন লুকানো সোনার খনি আমাদের উপহার দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ। এ তোমার পক্ষেই সম্ভব।এত সুন্দর সরল আড়ম্বরহীন ভালোবাসায় প্রকৃতির সাথে আমাদের মিলিয়ে দিতে তুমি তুমিই পারো।

  • @PeduBud
    @PeduBud ปีที่แล้ว +17

    As a Local,wanna add 2 interesting points :)
    1.JangalKanya Setu/ BhasraGhat Bridge as known to us is the LONGEST River bridge of Bengal spanning at a stretch of around 1.47 kms
    2. প্রতি বছর মকর সংক্রান্তির দিন তপোবনে একটা মেলা বসে।স্থানীয় বাসিন্দারা সকালে সুবর্ণরেখা/ডুলুং নদীতে মকর ডুব দিয়ে ওই মেলায় যায়, আর ফেরার পথে ওই পবিত্র তিলক মাটি নিয়ে আসে বাসায়।জনমানবহীন এই নির্জন আশ্রম সেদিন ভক্ত সমাগমে লোকারণ্য হয়ে উঠে।আর সেদিন সন্ধ্যায় নদীর ঘাটে টুসু প্রতিমার বিসর্জন বেশ ধুমধাম সহকারে আয়োজন করা হয়।।
    ...... তাহলে আর ভাবনার কী আছে🤔 একবার সময় বার করে ঘুরেই আসুন না আমাদের এই পান্ডববর্জিত রাজ্যের এক দুর্লভ পৌরাণিক স্থল।

  • @shantanuchakravarty8648
    @shantanuchakravarty8648 ปีที่แล้ว +3

    এক নিশ্বাসে দেখলাম। এতো ভাবাই যায় না। আমাদের পশ্চিমবঙ্গে কত কিছুই না আছে।
    আর হোটেল/রেস্তোরা যত কম হয় ততই মঙ্গল।
    বেসিকই ঠিক আছে।
    আপনাকে ও প্রণব মাহাতো বাবুকে অনেক ধন্যবাদ জানাই আর পারিজাত বাবু তো রসিক, ওনাকে hats off।

  • @sjitbanerjee8041
    @sjitbanerjee8041 ปีที่แล้ว +3

    Dada khub khub sundar laglo,
    Darun jayega.
    Aboshyoi apnar uposthapana akta alada matra diyeche.
    Sab sese boli Parijat Dar uposthiti ekta alada matra ene diyeche.
    Durdanto.

  • @laltumaity3142
    @laltumaity3142 ปีที่แล้ว +2

    Palash dar ei matir songge mise jayata amader khubi hridoy chuye jai anek subhechha

  • @bidyutsanal5889
    @bidyutsanal5889 ปีที่แล้ว +2

    Khub sundar video.Apner proti ta tour programme ami dekhi.Pariparsik paribes bes bhalo.

  • @railbuddy8372
    @railbuddy8372 ปีที่แล้ว +1

    amazing jaiga dada...gr8 presentation...vdo ta khub e bhalo laglo...greetings from kolkata

  • @sukumarsamanta5739
    @sukumarsamanta5739 ปีที่แล้ว +1

    Ei rokam ati sadharon blog khujchilam jkhane khub kom khroche ati sadharon vabe sadhana manuser sate mise beranota kora jay. Amarto khub valo llaglo. Ei vabey apni chalia jan. Thanks to you.

  • @HelloIndiaBangla
    @HelloIndiaBangla ปีที่แล้ว +3

    অসাধারণ লাগলো । প্রকৃতিকে এতো সুন্দর আর মনোগ্রাহী করে তুলে ধরার জাদু কাঠি মনে হয় এক মাত্র Nature's Womb এর কাছেই আছে। ভোরে ট্রেন যাত্রা দিয়ে শুরু- তারপরে নৌকা বিহার -এ সব কিছু নিয়ে একটা চিত্তাকর্ষক প্রতিবেদন হয়েছে। ❤🧡💛💚💙💜🤎

  • @kausanimukherjee7705
    @kausanimukherjee7705 2 หลายเดือนก่อน

    অপূর্ব। মুগ্ধ হয়ে গেলাম। আর আপনার বর্ণনা করার ক্ষমতার তুলনা নেই।

  • @sukantamitra4132
    @sukantamitra4132 ปีที่แล้ว +3

    Khub sundor, sada mata athacho darun valo laglo.

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 ปีที่แล้ว +7

    খুব সুন্দর লাগলো। সুবর্ণরেখাতে নৌকা ভ্রমণ, ব্রিজ দিয়ে হেঁটে চলা ফাটাফাটি। তপোবনের ইতিহাস জানতে পেরে খুব ভাল লাগল। ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @gorachanddas7396
    @gorachanddas7396 ปีที่แล้ว +3

    Offbeat jaygagulo tumi darun khuja paw palash , khub bhalo laglo tomar ay block -ta !

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 ปีที่แล้ว +13

    সেদিনের সব স্মৃতি আবারো চোখের সামনে ভেসে উঠলো। আপনার কাছ থেকে অনেক কিছুই জানতে ও শিখতে পারলাম। সব চেয়ে সুন্দর ঐ দিন একসাথে ঘোরাঘুরি, থাকা, খাওয়া, দারুন এক অভিজ্ঞতা... খুব সুন্দর সাজানো গোছানো ভিডিও টা। এক কথায় অসাধারণ - অনবদ্য, মন ছুঁয়ে যাওয়ার মতো। (Nature Womb)... জিন্দাবাদ 🙏🙏🙏
    th-cam.com/video/CHujN0QHezI/w-d-xo.html
    (Pranab Traveller's)

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +1

      সত্যিই ভাই, তোমার উপস্থিতি তে দিন দুটো ভালোই কেটেছিল । আবার যাবো ।♥️♥️

    • @pranabtravellers7270
      @pranabtravellers7270 ปีที่แล้ว +1

      @@NaturesWomb অনেক অনেক ধন্যবাদ পলাশদা 🙏🙏🙏

  • @abhijitchakraborty416
    @abhijitchakraborty416 ปีที่แล้ว +2

    আপনার এই video টা খুব সুন্দর, প্রণব বাবু আপনাকে help করেছে কিন্তু আমরা গেলে কি করে ব্যাবস্থা হবে কে help করবে।

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +1

      প্রণব সবাইকেই help করবে ।

  • @bajrang3971
    @bajrang3971 ปีที่แล้ว +2

    Darun Dada khub bhalo volg🙏❤️🙏 Thank you, kono Book b TH-cam dekhi ni. Aaj pojunto jantam na, again Thank you 🙏❤️🙏 Jay Jagannath 🙏❤️🙏

  • @FluteMithu
    @FluteMithu ปีที่แล้ว +2

    জঙ্গল আমার খুব প্রিয়। সুবর্নরেখা নদী পুরুলিয়ায় দেখেছি। ওখানটায় সরু। এখানে দারুন লাগলো। আর জঙ্গল আর রাস্তা অসাধারণ। তিলক মাটির ঢিপি নতুন পাওনা। অসাধারণ 👌👌। বেলপাহাড়ির ফ্লেভার পেলাম কিছুটা। তাই আরো ভালো লাগলো। পারিজাতদার উপস্থিতি ভিডিওকে আরো প্রানবন্ত করে তোলে।

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว +1

      এডিট করার সময় আপনার কথা ভাবছিলাম, একটা ভালো বাঁশির সুর দরকার পড়েছিল ।

    • @FluteMithu
      @FluteMithu ปีที่แล้ว

      @@NaturesWomb 😊🙏

  • @soumenroy360
    @soumenroy360 ปีที่แล้ว +3

    দাদা আপনি tour program করুন। আপনার সাথে বেড়ালে মনে হবে প্রকৃতির কোলে সব সময় আছি।

  • @journeywithapurba
    @journeywithapurba ปีที่แล้ว +1

    Ato sundor, real, natural drishyo tule dhoren bolei Polash Da unique. Atota prokritir chhoa khub kom jon dite parben. Great dada. Waiting for your next blog.

  • @ilaroy1170
    @ilaroy1170 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo video ta parer video er asai roilam

  • @kajaldas1021
    @kajaldas1021 ปีที่แล้ว +1

    Dada apnar blog dekte khub bhalo lagche apnar kotha bolar style khub bhalo lagche.apnar poti ta blog dekbo

  • @PeduBud
    @PeduBud ปีที่แล้ว +4

    আমার মাতৃভূমি জঙ্গলমহলে স্বাগতম পলাশদা ও পারিজাতবাবু❤️

  • @loveon143
    @loveon143 ปีที่แล้ว +3

    পলাশ দা ও পারিজাত দা কে আমার অনেক অনেক প্রণাম ভালোবাসা 💓🙏💖দুর্দান্ত হয়েছে ভিডিও 👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @chiranjibdas4658
    @chiranjibdas4658 ปีที่แล้ว +2

    Oh:darun laglo palashda,barano mane amra jani digha,puri,Darjeeling othoba rajasthan,kintu apner vdo gulo amer dirstibhonghi tai bodle dieche,bararno mane to adhake Dhaka ajana ke jana,a sincere thanks to you,barate thakun r karun jeta apner heridoy chai,we are with you.

  • @asiskumarghosal2358
    @asiskumarghosal2358 ปีที่แล้ว +1

    পারিজাত দা র আনন্দ মাখানো হাঁসিমুখ টা দেখে খুবই ভালো লাগলো উনি কি তিলক মাটি একটু সঙ্গে করে এনেছেন ? আর বাল্মীকি মুনির কাছে কি প্রার্থনা করলেন জানতে পারলে ভালো হতো (সেটা পার্থিব না অপার্থিব )

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว

      সবটাই অপার্থিব ছিল ।😂🤣

  • @santanubhattacharjee1966
    @santanubhattacharjee1966 ปีที่แล้ว +2

    অসাধারণ
    খুব সুন্দর লাগল
    Excellent Excellent Excellent
    Parijat কাকুর প্রার্থনাতেই বাস খারাপ হয়েছিল
    মনে হয়

  • @avikmajumder7034
    @avikmajumder7034 ปีที่แล้ว +3

    পশ্চিমবঙ্গের অজানা জায়গার কাহিনী আমাদের অনেকেরই অজানা। একমাত্র আপনিই পারেন সেই অজ্ঞাত জায়গার সন্ধান করতে। 💓💓❤️❤️ from Belgharia.

  • @PadminiBiswas
    @PadminiBiswas ปีที่แล้ว +1

    Thik bolechhen, local manush der shonge mishley onek bhalo lagey. Ami jokhon Kenya te chhilam tokhon erokom mishtam local der shonge ebong onek kichhu jantey perechhi odesher onek tribe er byapare. Adivasi family ti ke bhalo laglo. Parijat babu catnap niye tarpor khel dekhan. Pranab er bola kahini gulo khub interesting. Khub bhalo laglo video.

    • @NaturesWomb
      @NaturesWomb  ปีที่แล้ว

      একদম ঠিক বলেছেন ।♥️🙏

  • @barunkumardholey6679
    @barunkumardholey6679 ปีที่แล้ว +3

    খুব ভাল লাগল তপবন , বিশেষ করে তিলক মাতির ঐ সার্কিটটা দারুন লাগল দাদা।

  • @dipankarchoudhury5718
    @dipankarchoudhury5718 ปีที่แล้ว +1

    Apnader shob videoguloi heart touching with Positive energy✌✌👍👍🌹🌹💓💓

  • @kallolmukherjee1900
    @kallolmukherjee1900 ปีที่แล้ว

    তুমি খুব 'down to earth', তাই তোমার ব্লগ এত ভালো লাগে। ভালো থেকো । অপেক্ষায় থাকবো।

  • @jayantachatterjee6682
    @jayantachatterjee6682 ปีที่แล้ว +2

    Thanks for hunting the unknown

  • @somakanjilal7057
    @somakanjilal7057 ปีที่แล้ว +2

    আমাদের এই বাংলার চেনা - অচেনা - অল্প চেনা জায়গার সন্ধান চালিয়ে যান আর এভাবেই আমাদের মুগ্ধ ও আনন্দিত করুন। 👍🙏

  • @gautampradhan1516
    @gautampradhan1516 ปีที่แล้ว +3

    পলাশ দা খুব ভালো লাগলো।

  • @chandanmaity
    @chandanmaity ปีที่แล้ว

    Parijat da apnar sob video te ekta alada matra ene day. Parijat da k dekhlei amar mon ta kmn khushi khushi hoye othe

  • @samirkumarmitra7461
    @samirkumarmitra7461 ปีที่แล้ว

    দেখলাম এক মনে আগ্রহ সহকারে ঠিক যেমন ভাবে আপনার সমস্ত ভিডিও দেখে থাকি, বেশ ভালো লাগলো।
    ভালো থাকবেন পলাশ বাবু। ।

  • @ajitbanerjee-qo8ri
    @ajitbanerjee-qo8ri หลายเดือนก่อน

    কেমন লাগলো বলার অপেক্ষা রাখে না প্রতিবারই ভালো লাগে এবারও খুবই ভালো লেগেছে

  • @AnandaBhattacharya
    @AnandaBhattacharya ปีที่แล้ว +2

    নতুন তথ্য......

  • @dipsankarmukherjee573
    @dipsankarmukherjee573 ปีที่แล้ว +1

    Sabar bhagya ki apnar moto,
    Riday chailei sabai parena
    Exclnt video

  • @joysaha2506
    @joysaha2506 ปีที่แล้ว +1

    Subarna dekha river meets bay of bengal near orissa border and digha, buri balam river meets bay of bengal near chandpur balasore

  • @souravsikder157
    @souravsikder157 ปีที่แล้ว +4

    দুই বৃক্ষ বেরিয়ে পড়লো রামায়ণের তপোবনের উদ্দেশ্যে 🙏

  • @benugopalbasu4968
    @benugopalbasu4968 ปีที่แล้ว +1

    খুব সুন্দর লাগলো অসাধারণ উপস্থাপনা করলেন ।আপনার পক্ষ্মেই এটা সম্ভব নুতন নুতন রেড়ানোর জায়গা সেই সাথে সোনার খনি উপহার ধন্যবাদ

  • @dhimansarkarcenex
    @dhimansarkarcenex ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো পলাশদা, আর সেই ভালো লাগা নিয়ে পরের ভিডিও এর অপেক্ষা করছি

  • @chelemanush6185
    @chelemanush6185 ปีที่แล้ว +1

    আপনার ভিডিওতে একটা অদ্ভুত মন ছুয়ে যাওয়ার উপাদান থাকে। ধন্যবাদ।

  • @nilimamahanty7969
    @nilimamahanty7969 ปีที่แล้ว +2

    Apoorva Sundar jaiga amader barir Khub Kache Kintu kokhono jayni vary sad 😔

  • @loveon143
    @loveon143 ปีที่แล้ว +2

    এমনি ভিডিও আরো চাই এমনি ঐতিহাসিক জায়গায় যাওয়ার অভিজ্ঞতা ই আলাদা 👌👌👌👍

  • @bivassaha6754
    @bivassaha6754 ปีที่แล้ว +5

    gari nea gale ki kore jabo ?

    • @PeduBud
      @PeduBud ปีที่แล้ว +5

      At first reach Kharagpur by road or rail.From there it's a 40 km journey for around 1.5hrs>>Head towards Keshiary>>Then via kultikari arrive at Rohini Bus Stand>>From there Rameshwar temple is somehow around 22km away.Put your holyfoot there in the temple premises n Tapovan ashram by crossing bridge over Dulung & SubarnaRekha river amidst dense & vast green forest while enjoying amazing natural landscape n simple rural lifestyle😊
      Hopefully my little input will smoothen your upcoming journey a lot 🙏

  • @tanmoyghosh9759
    @tanmoyghosh9759 ปีที่แล้ว

    khub e sundar apni j sab vedio guo dekhan prai sabguloi kichuta manuser chokher arale kintu asadharan

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 ปีที่แล้ว +1

    darun train jatra, asadharon dupashe aronyok poribeshe abrito pother shobha, asadharon Subarnorekha nodite nouka bhromon, apurbo Tapoboner poribesh o jaler dharati

  • @anantamukherjee9788
    @anantamukherjee9788 ปีที่แล้ว +2

    Kub valo

  • @sutirthosingha8203
    @sutirthosingha8203 ปีที่แล้ว +2

    কয়েক হপ্তা আগেই ঘুরে এলাম৷ একদম শান্ত জায়গা৷ বুদ্ধ পূর্ণিমায় বড় উৎসব হয়৷

  • @sandhyachakraborty574
    @sandhyachakraborty574 ปีที่แล้ว +1

    Darun apnar ei video.durdanto ei jaiga ta

  • @badalghosh9642
    @badalghosh9642 ปีที่แล้ว +1

    Very good presentation

  • @ashimsikder8617
    @ashimsikder8617 ปีที่แล้ว +1

    যাবই যাব.....
    বাস খারাপ হলে যে কেউ এত খুশী হতে পারে প্রথম দেখলাম....
    খুব উত্তেজিত , এই শনিবারই প্ল্যান করছি...

    • @pranabtravellers7270
      @pranabtravellers7270 ปีที่แล้ว +1

      স্বাগতম জানাই আমাদের অরন্য সুন্দরী ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে।
      (Pranab Traveller's)

  • @tutundas7185
    @tutundas7185 ปีที่แล้ว +1

    Darun laglo Dada video ta.pranab dar upasthaapana oh bhalo chilo.

    • @pranabtravellers7270
      @pranabtravellers7270 ปีที่แล้ว +1

      ধন্যবাদ দাদা ❤️
      (Pranab Traveller's)

  • @ritikhossain3411
    @ritikhossain3411 ปีที่แล้ว +2

    Thank you BROTHER

  • @politicaldoctrineandmuchmo8012
    @politicaldoctrineandmuchmo8012 ปีที่แล้ว +2

    দারুণ। অসাধারণ স্থান। অসাধারণ উপস্থাপনা।

  • @destination6537
    @destination6537 ปีที่แล้ว +1

    Palash da sotti darun laglo

  • @meandmyson902
    @meandmyson902 ปีที่แล้ว +2

    দাদা অসাধারণ লাগলো খুব সুন্দর জায়গা ভীষণ সুন্দর লাগলো👌👌

  • @rideexplore5971
    @rideexplore5971 ปีที่แล้ว +2

    Darun.

  • @samudaydebnath7565
    @samudaydebnath7565 ปีที่แล้ว +1

    দাদা আপনার সৌজন্যে আজ আমরা চার বন্ধু,প্রণব মাহাতো ওনার সাথে যোগাযোগ করে তপোবন ও আশেপাশের অনেক জায়গা ঘুরে বেড়াচ্ছি।।।
    আপনাকে ও আপনাদের পুরো টিম কে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।🙏

    • @pranabtravellers7270
      @pranabtravellers7270 ปีที่แล้ว +1

      অনেক অনেক ধন্যবাদ সমুদয়দা, সেদিন সবাই আমরা দারুন ভাবে ঘুরেছিলাম নয়াগ্রাম। আবারো দেখা হবে 👍 ভালো থাকবেন সবাই।

  • @sanatchakraborty2359
    @sanatchakraborty2359 ปีที่แล้ว +1

    Very nice place Thanks 👍

  • @manodipdas6499
    @manodipdas6499 ปีที่แล้ว +1

    পলাশদা সত্যি আপনি সোনার খনি

  • @sandipchatterjee6067
    @sandipchatterjee6067 ปีที่แล้ว +1

    palash da osadharon

  • @paromitasarkarsikdar9046
    @paromitasarkarsikdar9046 ปีที่แล้ว +2

    Kharagpur (The mini India) e apnader swagoto 😊😊

  • @biswanathmustafi8451
    @biswanathmustafi8451 ปีที่แล้ว +1

    অসাধারণ লাগল। নমস্কার

  • @abhijitsadhukhan7945
    @abhijitsadhukhan7945 ปีที่แล้ว +2

    Palash Da ami to ebar lota kambol nie cholei jabo vabchi...

  • @mojarraja3328
    @mojarraja3328 ปีที่แล้ว +2

    Thanks for New updates

  • @pritammukhopadhyay2591
    @pritammukhopadhyay2591 ปีที่แล้ว +1

    দারুন একটা ভিডিও দেখলাম। এমন offbeat destination খুঁজে বের করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য পলাশ দা আপনাকে ধন্যবাদ জানাই। সহজ, সরলভাবে বিষয়বস্তুর বিস্তার দর্শক হিসাবে আমাদের উপরি পাওনা। ভালো থাকবেন। 🙏🏽

  • @rajenterprise1895
    @rajenterprise1895 ปีที่แล้ว +2

    জয় শ্রী মন। খুব খুব সুন্দর।

  • @debabrataseal4945
    @debabrataseal4945 ปีที่แล้ว

    Amader hriday eirokhom blog e chae. Anek dhanyabad.

  • @mithunbasu8702
    @mithunbasu8702 ปีที่แล้ว +1

    দারুণ লাগলো তপোবন।💕💕

  • @biplabchakraborty1205
    @biplabchakraborty1205 ปีที่แล้ว +2

    Osadharon video👍👍👍

  • @shubhrasaha835
    @shubhrasaha835 ปีที่แล้ว +1

    Awesome
    Thanks

  • @BengaliExplorerKoushik
    @BengaliExplorerKoushik ปีที่แล้ว +1

    দারুণ ভিডিও উপহার দিলেন ৷

  • @insan6764
    @insan6764 9 หลายเดือนก่อน

    পলাশ দা & পাড়িজাত ❤❤❤❤ এই tour plan darun kartei hobe

  • @maniladam2944
    @maniladam2944 ปีที่แล้ว

    Khub sundor laglow, thanks for sharing me 🌄🙏

  • @neworganicgardeningtips8422
    @neworganicgardeningtips8422 ปีที่แล้ว +1

    Darun laglo Dada.

  • @jay699
    @jay699 ปีที่แล้ว

    খুব সুন্দর একটা ভিডিও দিলেন দারুন জায়গা ❤👍

  • @MegaFufu123
    @MegaFufu123 ปีที่แล้ว

    আপনি খুব সৌভগ্যবান। কতো ঘুরতে পারেন, পারিজাত দার মতো এমন একজন বন্ধু পেয়েছেন।

  • @srikantodas6973
    @srikantodas6973 ปีที่แล้ว

    আপনি ভালো থাকবেন কারণ আপনার চোখ দিয়ে জগৎ দেখছি যেতে পারি না পারি।

  • @sdbappasd2680
    @sdbappasd2680 ปีที่แล้ว +1

    Apni dada halogen batir moto jalen kintu fata fati post dan, thank you, keep it up.

  • @indraniandfamily_71
    @indraniandfamily_71 ปีที่แล้ว +1

    Darun Dada darun.....💚💚💚💚

  • @s4somnath
    @s4somnath ปีที่แล้ว +1

    সত্যিই বেশ ভালো লাগলো নতুন জায়গা। 👍👍👍👍👍

  • @tanmoybiswasvlogs1516
    @tanmoybiswasvlogs1516 ปีที่แล้ว

    আপনার সন্দেশ খাওয়া দেখে জিভে জল চলে এল

  • @surajitset5742
    @surajitset5742 ปีที่แล้ว +1

    Kano jani na apnar video dekhe shanti anuvab kori ami, thank you very much.

  • @WonderfulSubrata
    @WonderfulSubrata ปีที่แล้ว +2

    অসাধারণ দাদা

  • @banichakraborty5469
    @banichakraborty5469 ปีที่แล้ว +1

    Valo laglo

  • @dipalisenroy7623
    @dipalisenroy7623 ปีที่แล้ว

    Khub bhalo laglo.Shantir jaeyga.🙏

  • @soumenroy360
    @soumenroy360 ปีที่แล้ว +1

    রামেশ্বর অতিথি নিবাস টা অফ rout travel এর রঞ্জন দাস এর channel থেকে আগেই দেখেছি। ঠিক আছে।

  • @01souravbanerjee
    @01souravbanerjee ปีที่แล้ว +1

    Original nature lovers.

  • @ratuldas6972
    @ratuldas6972 ปีที่แล้ว +1

    Thank you for providing us such a nice journey...

  • @syedmosharof7685
    @syedmosharof7685 ปีที่แล้ว

    ভালো লাগলো ধন্যবাদ

  • @LETSSTARTARUP
    @LETSSTARTARUP ปีที่แล้ว +2

    সেরা লাগলো ❤️💕

  • @soudrikghosh92
    @soudrikghosh92 ปีที่แล้ว +1

    Amar sonar Bangla ami tomai bhalo basi.

  • @asitsaha8185
    @asitsaha8185 ปีที่แล้ว +2

    Beautiful exploration, unique scenarios 👍👍👍

  • @kakalidas9689
    @kakalidas9689 ปีที่แล้ว +1

    Khub shanto snigdha jayga.
    Valo laglo.

  • @TapadarAgt
    @TapadarAgt ปีที่แล้ว +3

    মানস চক্ষে দারুন ঘুরছি আপনাদের সঙ্গে👌

  • @kakaliguha9292
    @kakaliguha9292 ปีที่แล้ว

    ধন্যবাদ খুব ভালো লাগলো।সত্যি জায়গাটা দেখতে ইচ্ছে করছে।

  • @journeywithabhijit
    @journeywithabhijit ปีที่แล้ว +1

    দারুন দাদা