Jailkhanar Chithi | Borabor Shohortoli | Shohortoli | Official Audio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Subscribe for Shohortoli, bit.ly/Subscri...
    Download/Stream "Borabor Shohortoli" Here
    melabel.lnk.to...
    Bangladeshi listeners Download/Listen here
    GP Music: bit.ly/BoraborS...
    BL Vibe: bit.ly/BoraborS...
    Robi/Airtel Splash: bit.ly/BoraborS...
    Indian listeners Download/Listen here
    melabel.lnk.to...
    শিরোনামঃ জেলখানার চিঠি (খোলা চিঠি-২)
    ব্যান্ডঃ শহরতলী
    গীতিকবিতাঃ তপন মাহমুদ
    সুরঃ মিশু
    মূল কবিতাঃ জেলখানার চিঠি (নাজিম হিকমাত)
    অ্যালবামঃ বরাবর শহরতলী
    কত দু:খ কত কষ্ট মিলে আছে নিরবতা
    স্বাধীনতা
    অথবা সেই চোখে ছিলো মুক্তির গান,
    আজন্ম আশ্বাসের ধারা,
    প্লাবিত ভালোবাসায় পাগলপারা;
    “চরমপত্রের” টান-টান উত্তেজনার বান।
    … চোখে চোখ রেখে যুদ্ধে যাবো,
    সেই বাঁধনের মতো খাঁমচে ধরবো;
    অধিকার….
    একাত্ম হও, তোমাতেই ফিরবো;
    একাত্ম হও, তোমাতেই ফিরবো।
    প্রিয়তমা আমার
    তেমার শেষ চিঠিতে
    তুমি লিখেছ ;
    মাথা আমার ব্যথায় টন্ টন্ করছে
    দিশেহারা আমার হৃদয়।
    তুমি লিখেছ ;
    যদি ওরা তোমাকে ফাঁসী দেয়
    তোমাকে যদি হারাই
    আমি বাঁচব না।
    তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার
    আমার স্মৃতি কালো ধোঁয়ার মত হাওয়ায় মিলিয়ে যাবে
    তুমি বেঁচে থাকবে, আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী,
    বিংশ শতাব্দীতে
    মানুষের শোকের আয়ূ
    বড় জোর এক বছর।
    মৃত্যু……
    দড়ির এক প্রান্তে দোদুল্যমান শবদেহ
    আমার কাম্য নয় সেই মৃত্যু।
    কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো
    জল্লাদের লোমশ হাত
    যদি আমার গলায়
    ফাঁসির দড়ি পড়ায়
    নাজিমের নীল চোখে
    ওরা বৃথাই খুঁজে ফিরবে
    ভয়।
    অন্তিম ঊষার অস্ফুট আলোয়
    আমি দেখব আমার বন্ধুদের,তোমাকে দেখব
    আমার সঙ্গে কবরে যাবে
    শুধু আমার
    এক অসমাপ্ত গানের বেদনা।
    বধু আমার
    তুমি আমার কোমলপ্রাণ মৌমাছি
    চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি।
    কেন যে তোমাকে আমি লিখতে গেলাম
    ওরা আমাকে ফাঁসি দিতে চায়
    বিচার সবে মাত্র শুরু হয়েছে
    আর মানুষের মুন্ডুটা তো বোঁটার ফুল নয়
    ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে ।
    ভুলে যেও না
    স্বামী যার জেলখানায়
    তার মনে যেন সব সময় ফুর্তি থাকে
    বাতাস আসে, বাতাস যায়
    চেরির একই ডাল একই ঝড়ে
    দুবার দোলে না।
    গাছে গাছে পাখির কাকলি
    পাখাগুলো উড়তে চায়।
    জানলা বন্ধ
    টান মেরে খুলতে হবে।
    আমি তোমাকে চাই ;তোমার মত রমনীয় হোক জীবন
    আমার বন্ধু,আমার প্রিয়তমার মত
    নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে
    উজ্জল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে
    তুমি যেন মৃন্ময়ী বসন্ত,আমার প্রিয়তমা
    আমি তোমর দিকে তাকিয়ে।
    মাটিতে পিঠ রেখে দেখি আকাশকে
    তুমি যেন মধুমাস,তুমি আকাশ
    আমি তোমাকে দেখছি প্রিয়তমা।
    রাত্রির অন্ধকারে,গ্রামদেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন
    আমি স্পর্শ করছি সেই আগুন
    নক্ষত্রের নিচে অগ্নিকুন্ডের মত জ্বালা তুমি
    আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি।
    আমি আছি মানুষের মাঝখানে,ভালবাসি মানুষকে
    ভালবাসি আন্দোলন,
    ভালবাসি চিন্তা করতে,
    আমার সংগ্রামকে আমি ভালবাসি
    আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসীন
    প্রিয়তমা বধু আমার
    আমি তোমাকে ভালবাসি।
    স্বপ্নাতুর চোখে আবেগ আর আন্দোলন,
    মিলে-মিশে একাকার।
    সমুদ্রগভীর জনতার দাবী, কন্ঠের সন্তরণ;
    চিত্‍কারে মেশে হাহাকার।
    রাত এখন ন’টা
    ঘন্টা বেজে গেছে গুমটিতে
    সেলের দরোজা তালা বন্ধ হবে এক্ষুনি।
    বেঁচে থাকায় অনেক আশা,প্রিয়তমা
    তোমাকে ভালবাসার মতই একাগ্র বেঁচে থাকা।
    কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম
    মাথা উঁচু করে
    ধুসর চোখে তুমি আছো আমার দিকে তাকিয়ে
    কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মত ঘড়ির টিক্ টিক্ টিক্ টিক্ আওয়াজ
    বাতাসে গুন্ গুন্ করছে মহাকাল
    আমার ক্যানারীর লাল খাঁচায়
    গানের একটি কলি,
    লাঙ্গল-চষা ভূঁইতে
    মাটির বুক ফুঁড়ে উদগত অঙ্কুরের দুরন্ত কলরব
    আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার
    তোমার আদ্র ওষ্ঠাধর কম্পমান
    কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না।
    আগামীর আমরা বর্তমানে আছি,
    সূর্যের একটা দিন আলোর হাতছানি।
    সুন্দরতম সূচনায় শেকলের মতো হাতে হাত;
    একাগ্র চাওয়ায়, ভোর হবে কালো রাত…..
    যে সমুদ্র সব থেকে সুন্দর
    তা আজও আমরা দেখিনি।
    সব থেকে সুন্দর শিশু
    আজও বেড়ে ওঠে নি
    আমাদের সব থেকে সুন্দর দিনগুলো
    আজও আমরা পাইনি।
    মধুরতম যে-কথা আমি বলতে চাই।
    সে কথা আজও আমি বলি নি।
    কিন্তু আমি জেলে যাবার পর
    আগের চেয়ে ঢের উজ্জ্বল হয়েছে দিন।
    আর অন্ধকারের কিনার থেকে
    ফুটপাথে ভারী হাতের ভর দিয়ে
    অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ।
    আমি জেলে যাবার পর
    সূর্যকে গুণে গুণে দশ-বার প্রদক্ষিণ করেছে পৃথিবী
    আর আমি বারংবার সেই একই কথা বলছি
    জেলখানায় কাটানো দশটা বছরে
    যা লিখেছি
    সব সব তাদেরই জন্যে
    যারা মাটির পিঁপড়ের মত
    সমুদ্রের মাছের মত
    আকাশের পাখির মত অগনিত,
    যারা ভীরু, যারা বীর
    যারা নিরক্ষর,
    যারা শিক্ষিত
    যারা শিশুর মত সরল
    যারা ধবংস করে
    যারা সৃষ্টি করে
    কেবল তাদেরই জীবনকথা মুখর আমার গানে।
    আর যা কিছু
    ধরো, আমার জেলের দশটা বছর
    শুধুমাত্র কথার কথা
    ************************
    যে কোনো শিল্প সংস্কৃতি সচল রাখতে গেলে শিল্পী দের আর্থিক ভাবে সন্মানিত করা একটা অতি প্রাচীন চলমান প্রথা, শিল্পী দের আর্থিক ভাবে সন্মানিত করা বিজ্ঞ শ্রোতা কূলের একটা নৈতিক দায়িত্বের বাহিরে কিছু নয়। এতে শিল্পীরা শুধু সন্মানিত-ই নয় বরং উৎসাহিত হয়ে আরও ভালো গান উপহার দিতে অনুপ্রাণিত ও বাধিত হয়।
    সেই দৃষ্টি কোন থেকে আপনারাও আপনাদের সামর্থ্য ও সাধ্যের জায়গা থেকে আমাদের শিল্প কর্ম গুলোকে আর্থিক ভাবে সন্মানিত করার অনুরোধ জানাচ্ছি । আপনার প্রদেয় অর্থের সংখ্যা আমাদের কাছে সন্মানের মানদণ্ডে কখনোই বিবেচ্য বিষয় নয় বরং আপনার সামান্য বা অসামান্য যে কোনো সংখ্যাই আমাদের কাছে সমান ভাবে গ্রহণ যোগ্য ।
    টাকা প্রদানের মাধ্যম বিকাশ (ব্যক্তিগত হিসাব)
    বিকাশ নাম্বার ঃ ০১৬৮৮৩৮৭৮৭৭
    *************************
    Follow Shohortoli:
    Facebook: / shohortoliband
    TH-cam: bit.ly/Subscri...
    Spotify: spoti.fi/2Tc9ed1
    Apple Music: apple.co/2Tk2sle

ความคิดเห็น • 829

  • @Shohortoli
    @Shohortoli  7 หลายเดือนก่อน +30

    With 400k views, "জেলখানার চিঠি" stays as the fan favourite song of Shohortoli. Thank you so much everyone, we couldn't have done this without your support! 🖤

  • @avoidniloy
    @avoidniloy 4 ปีที่แล้ว +255

    ধৈর্য ছাড়া এই গান শোনার সামর্থ কারোই নেই
    এই গান যেমন মাস্টারপিস ✌ তেমনি এই গানটার শ্রোতাগণ গুলাও মাস্টারপিস 😍😍
    অসাধারন আবৃত্তি আর লিরিক্স তো অসাধারণ 😍😍

  • @mc7ovin
    @mc7ovin 5 ปีที่แล้ว +188

    কত দু:খ কত কষ্ট মিলে আছে নিরবতা,
    স্বাধীনতা...
    অথবা সেই চোখে ছিলো মুক্তির গান,
    আজন্ম আশ্বাসের ধারা,
    প্লাবিত ভালোবাসায় পাগলপারা
    'চরমপত্রের' টান-টান উত্তেজনার বান
    চোখে চোখ রেখে যুদ্ধে যাবো,
    সেই বাঁধনের মতো খাঁমচে ধরবো,
    অধিকার…
    একাত্ম হও, তোমাতেই ফিরবো...
    প্রিয়তমা আমার
    তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ
    মাথা আমার ব্যথায় টন্ টন্ করছেঃ
    দিশেহারা আমার হৃদয়।
    তুমি লিখেছঃ
    ওরা যদি তোমাকে ফাঁসী দেয়
    যদি তোমাকে হারাই আমি বাঁচব না।
    তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার
    আমার স্মৃতি কালো ধোঁয়ার মত হাওয়ায় মিলিয়ে যাবে
    তুমি বেঁচে থাকবে, আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী,
    বিংশ শতাব্দীতে
    মানুষের শোকের আয়ূ
    বড় জোর এক বছর।
    মৃত্যু…
    দড়ির এক প্রান্তে দোদুল্যমান শবদেহ, আমার কাম্য নয় সেই মৃত্যু।
    তবু প্রিয়তমা আমার, তুমি জেনো
    জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়
    নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়।
    অন্তিম ঊষার অস্ফুট আলোয়
    আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব
    আমার সঙ্গে কবরে যাবে
    শুধুমাত্র এক অসমাপ্ত গানের বেদনা।
    বধু আমার তুমি আমার কোমলপ্রাণ মৌমাছি
    চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি।
    কেন যে তোমাকে লিখতে গেলাম
    ওরা আমাকে ফাঁসি দিতে চায়
    বিচার সবে মাত্র শুরু হয়েছে
    আর মানুষের মুন্ডুটা তো বোঁটার ফুল নয়
    ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে।
    ভুলে যেও না
    স্বামী যার জেলখানায় তার মনে যেন সব সময় ফুর্তি থাকে
    বাতাস আসে, বাতাস যায়
    চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না।
    গাছে গাছে পাখির কাকলি, পাখাগুলো উড়তে চায়।
    জানলা বন্ধ টান মেরে খুলতে হবে।
    আমি তোমাকে চাই, তোমার মতই রমনীয় হোক জীবন
    আমার বন্ধু, আমার প্রিয়তমার মত
    নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে
    উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে
    তুমি যেন মৃন্ময়ী বসন্ত, আমার প্রিয়তমা
    আমি তোমার দিকে তাকিয়ে
    মাটিতে পিঠ রেখে দেখি আকাশকে
    তুমি মধুমাস, তুমি আকাশ
    আমি তোমাকে দেখছি প্রিয়তমা।
    রাত্রির অন্ধকারে, গ্রামদেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন
    আমি স্পর্শ করছি সেই আগুন
    নক্ষত্রের নিচে অগ্নিকুন্ডের মত জ্বালা তুমি
    আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি।
    আমি আছি মানুষের মাঝখানে, ভালবাসি মানুষকে
    ভালবাসি আন্দোলন, ভালবাসি চিন্তা করতে,
    আমার সংগ্রামকে আমি ভালবাসি
    আমার সংগ্রামের অন্তঃস্থলের মানুষের আসনে তুমি আসীন
    প্রিয়তমা বধু আমার, আমি তোমাকে ভালবাসি..."
    স্বপ্নাতুর চোখে আবেগ আর আন্দোলন,
    মিলে-মিশে একাকার...
    সমুদ্রগভীর জনতার দাবী - কন্ঠের সন্তরণ,
    চিৎকারে মেশে হাহাকার...
    "রাত এখন নটা, ঘন্টা বেজে গেছে গুমটিতে
    সেলের দরোজা - তালা বন্ধ হবে এক্ষুনি।
    বেঁচে থাকায় অনেক আশা, প্রিয়তমা
    তোমাকে ভালবাসার মতই একাগ্র এ বেঁচে থাকা...
    কাল রাতে তোমাকে স্বপ্নে দেখলাম
    মাথা উঁচু করে ধুসর চোখে তুমি চেয়ে আছো আমার দিকে তাকিয়ে
    কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মত ঘড়ির টিক্ টিক্ টিক্ টিক্ আওয়াজ
    বাতাসে গুন্ গুন্ করছে মহাকাল
    আমার ক্যানারীর লাল একটি খাঁচায়
    গানের একটি কলি,
    লাঙ্গল-চষা ভূঁইত মাটির বুক ফুঁড়ে উদগত অঙ্কুরের দুরন্ত কলরব
    আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার
    তোমার আর্দ্র ওষ্ঠাধর কম্পমান
    কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না..."
    আগামীর আমরা বর্তমানে আছি,
    সূর্যের একটা দিন আলোর হাতছানি...
    সুন্দরতম সূচনায় শেকলের মতো হাতে হাত,
    একাগ্র চাওয়ায়, ভোর হবে কালো রাত…
    "যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি।
    সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠে নি
    আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি।
    মধুরতম যে-কথা আমি তোমাকে বলতে চাই।
    সে কথা আজও আমি বলি নি।
    কিন্তু আমি জেলে যাবার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন।
    আর অন্ধকারের কিনার থেকে
    ফুটপাথে ভারী হাতে তারা অর্ধেক উঠে দাঁড়িয়েছে
    আমি জেলে যাবার পর সূর্যকে দশ-বার প্রদক্ষিণ করেছে পৃথিবী
    আর আমি বারংবার সেই একই কথা বলছি
    জেলখানায় কাটানো দশটা বছরে
    যা লিখেছি সব তাদেরই জন্যে...
    যারা মাটির পিঁপড়ের মত
    সমুদ্রের মাছের মত
    আকাশের পাখির মত অগনিত,
    যারা ভীরু,
    যারা বীর
    যারা নিরক্ষর,
    যারা শিক্ষিত
    যারা শিশুর মত সরল
    যারা ধবংস করে
    যারা সৃষ্টি করে
    কেবল তাদেরই জীবনবৃত্যান্ত মুখর আমার গানে।
    আর যা কিছু ধরো, আমার জেলের দশটা বছর-
    শুধুমাত্র কথার কথা..."
    ভোর হবে কালো রাত..
    Love and respect from #Khulna

    • @isratjahan3846
      @isratjahan3846 4 ปีที่แล้ว +2

      💙💙

    • @sahidulalshovon2051
      @sahidulalshovon2051 4 ปีที่แล้ว +1

      Hasan Sohan ভাইজান,আপনাকে অনেক ধন্যবাদ।আমার ভালোবাসা নিবেন।

    • @PALLABMAHMOOD
      @PALLABMAHMOOD 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/KGGiK0T78b4/w-d-xo.html

    • @asifahmed1941
      @asifahmed1941 3 ปีที่แล้ว

      Tx

    • @shanik0285
      @shanik0285 3 ปีที่แล้ว

      ❤️❤️

  • @saminzaman9918
    @saminzaman9918 5 ปีที่แล้ว +78

    বছর দেড়েক আগে আমি প্রথম শহরতলী (দেশমাতার কাছে চিঠি) শুনি! শোনার পরপর আমার মধ্যে কয়েক আলোকবর্ষ পরিমান বিস্ময় এর পাশাপাশি যেই আবেগটা কাজ করেছিল সেটা হচ্ছে কিছুটা খারাপ লাগা! কারণ এত চমৎকার একটা ব্যান্ড/জনরা আমার কানে কত পরে এসেছে। আর আমার আশেপাশের কত অল্প মানুষজন এটা শোনে! আমার সেইম ফিলিংস কাজ করেছিল মেঘদলের ক্ষত্রেও!
    'জেলখানার চিঠি' শোনার আগে আমি কখনো চিন্তাও করিনি যে কবিতার সাথে এত সুন্দর এক্সপেরিমেন্ট করা যায় এবং তা এতো সুন্দরও হয়! গালিব আজিম ভাইয়ের এত সুন্দর আবৃত্তি আমাকে জাস্ট বিগলিত করে দিয়েছে। আর সাথে এত চমৎকার কীবোর্ড পিচগুলো,অসামান্য গায়কী, এডিশনাল লিরিক্স, এত সুন্দর কমপিজিশন! আহা!
    নাজিম হিকমত মূলত টার্কিশ কবি। উনার এত সুন্দর কবিতাটা বাংলায় অনুবাদ করেছেন কবি সুভাব মুখোপাধ্যায়। এবং এটা বলতেই হবে যে একটি বিদেশি ভাষার কবিতাকে সুভাষ মুখোপাধ্যায় এত নিখুঁত সুন্দর ভাবে অনুবাদ করেছেন তা অতুলনীয়! অনুবাদে তাঁর ভাষার ব্যবহার মাশাল্লাহ রীতিমতো মুগ্ধ করে দিয়েছে আমাকে!
    শহরতলীর জন্য শুভকামনা 😀

    • @Shohortoli
      @Shohortoli  5 ปีที่แล้ว +6

      অসংখ্য ধন্যবাদ সামিন জামান। আপনার লেখা পড়ে অনুপ্রানিত।

    • @redwanahmad9494
      @redwanahmad9494 5 ปีที่แล้ว

      অসাধারণ তাদের মিউজি & কম্পোজিশন। অনবদ্য 💗

    • @imamulmottakin7578
      @imamulmottakin7578 4 ปีที่แล้ว +3

      বিশ্বসাহিত্য পাঠচক্রে নাজিম হিকমতের কবিতা পড়েছিলাম কিন্তু তার আগে শহরতলীর এ গানটা শুনেছিলাম। তখন বুঝতে পারিনি যে, এটা হিকমতের কবিতা। সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদ মারাত্মক রকম ভাল।
      আবৃত্তিকারের কন্ঠ যেন পুরোনো না হয়, এত সুন্দর আবৃত্তি করেন। "শহরতলী" যে ধরনের গান করেন, সেসবের শ্রোতা বাংলাদেশে এখনো তৈরি হয়নি, সময় লাগবে তবে হবে।
      শহরতলীর জন্য শুভকামনা

  • @Shohortoli
    @Shohortoli  4 ปีที่แล้ว +399

    যে কোনো শিল্প সংস্কৃতি সচল রাখতে গেলে শিল্পী দের আর্থিক ভাবে সন্মানিত করা একটা অতি প্রাচীন চলমান প্রথা, শিল্পী দের আর্থিক ভাবে সন্মানিত করা বিজ্ঞ শ্রোতা কূলের একটা নৈতিক দায়িত্বের বাহিরে কিছু নয়। এতে শিল্পীরা শুধু সন্মানিত-ই নয় বরং উৎসাহিত হয়ে আরও ভালো গান উপহার দিতে অনুপ্রাণিত ও বাধিত হয়।
    সেই দৃষ্টি কোন থেকে আপনারাও আপনাদের সামর্থ্য ও সাধ্যের জায়গা থেকে আমাদের শিল্প কর্ম গুলোকে আর্থিক ভাবে সন্মানিত করার অনুরোধ জানাচ্ছি । আপনার প্রদেয় অর্থের সংখ্যা আমাদের কাছে সন্মানের মানদণ্ডে কখনোই বিবেচ্য বিষয় নয় বরং আপনার সামান্য বা অসামান্য যে কোনো সংখ্যাই আমাদের কাছে সমান ভাবে গ্রহণ যোগ্য ।
    টাকা প্রদানের মাধ্যম বিকাশ (ব্যক্তিগত হিসাব)
    বিকাশ নাম্বার ঃ ০১৬৮৮৩৮৭৮৭৭

    • @jahanaraislam5669
      @jahanaraislam5669 4 ปีที่แล้ว +25

      ইনশাআল্লাহ সামনের মাসে টিউশনির টাকা পেয়ে পাঠাব❣️

    • @zoraizsami5756
      @zoraizsami5756 3 ปีที่แล้ว +17

      আমার যখন অনেক টাকা হবে,তখন আমি আপনাদেরকে সম্মানি দিতে চাই। শুধু মাত্র আরেকটি 'জেলখানার চিঠি ' জন্য, এমন গান হয় না। মনে রেখবেন আমি অবশ্যই আপনাদের সম্মানি দিব।

    • @milkbabaopgamingyt1283
      @milkbabaopgamingyt1283 3 ปีที่แล้ว +6

      ভাইয়া

    • @joypaul5890
      @joypaul5890 3 ปีที่แล้ว +7

      বেশি না ভাই খুব সামান্য একটু সন্মানি দিতে পারলাম🥰🥰🥰
      #একটাই চাওয়া এমন আর একটা মাষ্টার পিস গান চাই ভাই🥰🥰

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว +10

      It means a lot brother. Love ❤️.

  • @vampirehunter9299
    @vampirehunter9299 3 ปีที่แล้ว +37

    এই গানটা মহাকাব্যিক ইতিহাস হয়ে থাকবে। উফফ লাস্টের গিটার সলোটা এত্ত জোশ কেন। পুরা শরীররে কাটা দিয়ে উঠছে। কমেন্টসটা করে গেলাম এমন একটা অসাধারণ গানের নিচে। রুচিশীল মানুষ গুলা যেন গানটা শুনতে আসলে দেখতে পায়। অগনীত ভালবাসা রইল শহরতলী আপনাদের প্রতি❤️❤️

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว

      ❤️❤️🙏🙏...
      অসংখ্য ধন্যবাদ।। ভালোবাসা রইল।

    • @hajjasbintaj4518
      @hajjasbintaj4518 2 ปีที่แล้ว +1

      লাস্টের গিটার সলোটা আশি বছরের বৃদ্ধকেও দাড়াতে বাধ্য করবে ভাই

  • @ferdoushizaman2640
    @ferdoushizaman2640 4 ปีที่แล้ว +41

    এই গান টা একটা প্রতিবাদ, নাজিম হিকমাত একজন যোদ্ধা. তার কবিতা কে এভাবে আমাদের কে দেওয়ার জন্য ধন্যবাদ শহরতলি

    • @Shohortoli
      @Shohortoli  4 ปีที่แล้ว +3

      Dhonnobaad apnak... Gaan ta valo lagle share kore niben apnar friend er kaache

    • @ishraquetarafder6299
      @ishraquetarafder6299 4 ปีที่แล้ว +1

      ফেরদৌসী জামান,আপনার কমেন্টের মাধ্যমে নাজিম হিকমাত কি চিনতে পারলাম।আসলে ওনার সম্পর্কে আমি জানতাম না।আজকে জানলাম।অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি🥰

  • @s.m.rafiaakter7837
    @s.m.rafiaakter7837 4 ปีที่แล้ว +40

    এই ব্যান্ডের গান প্রথম শুনেছিলাম কোন এক টিভি শোতে। তখন থেকেই শহরতলীর ভক্ত আমি। আর নাজিম হিকমতের কবিতা নিয়ে তৈরি এই গানটি তো প্রশংসারও ঊর্ধ্বে । আমার মনে হয় শহরতলী বাংলাদেশের সবচেয়ে আন্ডাররেটেড ব্যান্ড

  • @বাংলাভাষা-ঠ২র
    @বাংলাভাষা-ঠ২র 2 ปีที่แล้ว +43

    হাজার বছরে যে দুই একটা বাংলা গান জন্মায়, তার মধ্যে নিঃসন্দেহে "জেলখানার চিঠি" অনন্য হয়ে থাকবে।
    ভালোবাসি, শহরতলী।

  • @fazlerabbi4316
    @fazlerabbi4316 4 ปีที่แล้ว +415

    যারা কমেন্ট পড়ছেন তাদের বলি, "আপনার মিউজিক টেস্ট অনেক ভালো!"

  • @sultanapriya6811
    @sultanapriya6811 4 ปีที่แล้ว +35

    একদিন বুড়ো হবো। বুড়ো মানুষের অনুভূতি কেমন তা এখন জানিনা। কিন্তু মনে হচ্ছে তখনও গায়ে এভাবেই কাঁটা দিবে। গানটা তখনও পুরনো হবে না

    • @PALLABMAHMOOD
      @PALLABMAHMOOD 4 ปีที่แล้ว

      th-cam.com/video/KGGiK0T78b4/w-d-xo.html

    • @theblue3060
      @theblue3060 3 ปีที่แล้ว +2

      ভীষণ সত্যি কথাগুলো...

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว +1

      ওয়াও!! শহরতলীর ভালোবাসা নিবেন @sultana priya 💚💚

    • @PALLABMAHMOOD
      @PALLABMAHMOOD 3 ปีที่แล้ว

      th-cam.com/video/KGGiK0T78b4/w-d-xo.html

    • @ziaulhasan3239
      @ziaulhasan3239 3 ปีที่แล้ว

      Thik

  • @ashrafanam8305
    @ashrafanam8305 2 หลายเดือนก่อน +11

    July-2024 & this song hits hard

    • @oxm4396
      @oxm4396 2 หลายเดือนก่อน

      Shorire lom dariya jay

  • @ashritanu7866
    @ashritanu7866 4 ปีที่แล้ว +30

    একাত্ম হও, তোমাতেই ফিরবো
    একাত্ম হও, তোমাতেই ফিরবো
    একাত্ম হও, তোমাতেই ফিরবো🙂

    • @PALLABMAHMOOD
      @PALLABMAHMOOD 3 ปีที่แล้ว

      th-cam.com/video/KGGiK0T78b4/w-d-xo.html

  • @shahedmahmud3540
    @shahedmahmud3540 4 ปีที่แล้ว +33

    বিংশ শতাব্দীর শেষে এই গান টা তীব্র আকারে প্রকাশ পাবে।
    এগিয়ে যাও শহরতলী।
    তোমার সাফল্য কাম্য।
    সবে তো শুরু।
    বিংশ শতাব্দীর শেষ মাতাবে গানটি🖤

    • @সীমান্তসাহা
      @সীমান্তসাহা 11 หลายเดือนก่อน

      অলরেডি একবিংশ শতাব্দী চলতেছে রে ভাই😅

  • @mdrathik
    @mdrathik 4 ปีที่แล้ว +14

    ২০২০ - এখনো শুনে যাচ্ছি । কি আছে এই শহরতলী তে ? চিন্তা চেতনা'র কতটা শীর্ষে গেলে এই লিরিক, সুর , কবিতা মাথায় আসে । বাংলার বুকে এমন শহরতলী ,বার বার মাটির প্রেমে ফেলে দেয় । কি যেন একটা আছে ......

    • @Shohortoli
      @Shohortoli  4 ปีที่แล้ว +1

      আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ❤❤

    • @jguha6517
      @jguha6517 ปีที่แล้ว +1

      Lyrics শহরতলির নয়. কবি নাজিম hikmat এর এই অপূর্ব কবিতা কে বহু আগেই উৎপল দত্ত অমর করেছেন. অবিলম্বে hikmat এর কাছে ঋণ স্বীকার করা উচিত.

    • @atikkabirsalman5152
      @atikkabirsalman5152 2 หลายเดือนก่อน +1

      @@Shohortoli deser pokke song naki bipokka ???????

  • @F.Fermion
    @F.Fermion หลายเดือนก่อน +1

    Thanks Sohortoli, When i was far far away from my beloved one in this recent protest with student. When cops are looking for me! I was just reviewing -
    কিন্তু আমি জেলে যাবার পর
    আগের চেয়ে ঢের উজ্জ্বল হয়েছে দিন।
    আর অন্ধকারের কিনার থেকে
    ফুটপাথে ভারী হাতের ভর দিয়ে
    অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ।
    আমি জেলে যাবার পর
    সূর্যকে গুণে গুণে দশ-বার প্রদক্ষিণ করেছে পৃথিবী
    আর আমি বারংবার সেই একই কথা বলছি
    জেলখানায় কাটানো দশটা বছরে
    যা লিখেছি
    সব সব তাদেরই জন্যে
    যারা মাটির পিঁপড়ের মত
    সমুদ্রের মাছের মত
    আকাশের পাখির মত অগনিত,
    যারা ভীরু, যারা বীর
    যারা নিরক্ষর,
    যারা শিক্ষিত
    যারা শিশুর মত সরল
    যারা ধবংস করে
    যারা সৃষ্টি করে
    কেবল তাদেরই জীবনকথা মুখর আমার গানে।
    আর যা কিছু
    ধরো, আমার জেলের দশটা বছর
    শুধুমাত্র কথার কথা
    Man you guys are just something else. In this independent Bengal i just feeling goosebumps to reminiscing my old days into DU building, dead body on my lap, the faded memories with my love. And also with 'আমি আছি মানুষের মাঝখানে,ভালবাসি মানুষকে
    ভালবাসি আন্দোলন,
    ভালবাসি চিন্তা করতে,
    আমার সংগ্রামকে আমি ভালবাসি
    আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসীন
    প্রিয়তমা বধু আমার
    আমি তোমাকে ভালবাসি।'

  • @reshmehassan6298
    @reshmehassan6298 ปีที่แล้ว +4

    এক মুহূর্তে হারিয়ে গেছি সেই অতীতে,আমাদের মুক্তিযুদ্ধে,আগুনের মতোই ভয়ানক আবৃত্তি।অসাধারণ শহরতলি🔥🔥🔥

    • @parvejevan4244
      @parvejevan4244 ปีที่แล้ว +1

      ধন্যবাদ এতো সুন্দর গানটা শোনানোর জন্য 🥰🙏

    • @reshmehassan6298
      @reshmehassan6298 ปีที่แล้ว

      @@parvejevan4244 wlcm...

    • @parvejevan4244
      @parvejevan4244 ปีที่แล้ว

      ☺️🥰

  • @ahnafzunayet
    @ahnafzunayet 2 ปีที่แล้ว +2

    মৃত্যু...
    দড়ির এক প্রান্তে দোদুল্যমান শবদেহ
    আমার কাম্য নয় সেই মৃত্যু....
    গানটা শুনে কল্পনাতে জেলখানায় আবদ্ধ হয়ে গিয়েছিলাম ৯:২৩ সেকেন্ড।
    বড্ড দেরি হয়ে গেলো শুনতে তবুও কৃতজ্ঞ শহরতলী'র কাছে।

  • @jahedulhasanpranta568
    @jahedulhasanpranta568 2 ปีที่แล้ว +3

    বিংশ শতাব্দী তে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর!
    বাইরে মাইনাস টেম্পারেচার। বরফ জমা রাত। সারাদিনের ক্লান্তি শেষে রুমের লাইটটা বন্ধ করে কানে হেডফোন গুজে চোখ বন্ধ করে শুধু অবাক হয়ে শুনে গেলাম। বেচে থাকায় অনেক আশা! আহা! প্রতিটা শব্দ, প্রতিটা লাইন... মাইন্ড ব্লোয়িং! ভালোবাসা সাড়ে নয় হাজার মাইল দূর থেকে।
    ডা. হাসান
    কানেকটিকাট, ইউএসএ

    • @Shohortoli
      @Shohortoli  2 ปีที่แล้ว

      ধন্যবাদ।।। সাথে থাকার জন্যে

  • @MithunDas-wn1fg
    @MithunDas-wn1fg 3 ปีที่แล้ว +5

    এইসব গানে ভিউ কম থাকাই ভালো, মানসম্মত গানে ভিউ কম ই হয়, এই গানটাই তার প্রমান।
    ভালোবাসা অবিরাম 🖤

  • @kabirhumayin9826
    @kabirhumayin9826 3 ปีที่แล้ว +7

    Najim hikmat এর jail khanar চিঠি অনেকের আবৃত্তি তে শুনেছি । কিন্ত শহরতলির এই ভার্সন টি যেন হৃদয়কে অতিক্রম করে গেল।

  • @safayatsawon
    @safayatsawon 2 หลายเดือนก่อน +2

    আজ ৩ আগস্ট ২০২৪ ।
    এই গানের প্রতিটি কথা আজ মনে হচ্ছে সত্যি ।
    "সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি"

  • @sakib_wants_to_know
    @sakib_wants_to_know 4 ปีที่แล้ว +2

    এত অসাধারণ গান আর গীতিকবিতা অথচ ভিউ এত কম হয় দেখে আমারই অভিমান হয়। অবশ্য এরকম মানসম্মত গান কখনো হারাবে না। কোন এক সময় হুট করেই মানুষের কাছে ব্যাপকহারে পৌছানো শুরু করবে। এতটুকু বিশ্বাস আছে।

    • @Shohortoli
      @Shohortoli  4 ปีที่แล้ว +1

      সবাই যদি শেয়ার করি,বন্ধুদের শুনাই,শহরতলী সম্পর্কে জানাতে থাকি,আমরা একসাথে এগিয়ে যেতে পারব। ❤❤

  • @aftabmahmud7453
    @aftabmahmud7453 3 ปีที่แล้ว +2

    সুখ, দুংখ, ত্যাগ ভালোবাসা মিলে মিশে কাটানো সম্ভব হয়েছে একই মন মানুষিকতা ও আল্লাহ রহমতের কারণে।
    আল্লাহ আমাদের সবাইকে নেক হেদায়েত দান করুন। আমিন! যে থাকার আজীবন থেকেই যাবে,ভালোবাসা সুন্দর! ❤️

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว

      ভালোবাসা ❤️🥰

  • @polashbd10
    @polashbd10 5 ปีที่แล้ว +4

    ২০১১-২০১২ খাগড়াছড়ি তে আপনাদের প্রথম দেখা... মিশু ভাই, গালিব ভাই... আমার লাইফে সব চেয়ে বেশি শোনা এই এপিক গান.....
    এখনো শুনি আর শরীরের প্রতিটা লোম দাড়িয়ে যায়।
    গালিব ভাই আপনাকে মিস করি, আপনার কবিতা আবৃতি কে অনেক মিস করি। ভালো থাকবেন

    • @PALLABMAHMOOD
      @PALLABMAHMOOD 4 ปีที่แล้ว

      th-cam.com/video/KGGiK0T78b4/w-d-xo.html

  • @thinktank190
    @thinktank190 3 ปีที่แล้ว +3

    "সার্বজনীন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে" তপন মাহমুদ ভাইয়ের আবৃত্তি শুনেছিলাম ব্যন্ড বিউজিক ফ্যানক্লাবের একটা ফেজবুক পেজ থেকে তারপর থেকে অনেকবার শুনেছি আর মনে হয় সম্মোহিত হয়ে গেছি বারবার শুনছি।

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว

      ভালোবাসা @RIPON ISLAM RASEL ❤️❤️

  • @nawshadmunna4451
    @nawshadmunna4451 ปีที่แล้ว +2

    অনবদ্য আবৃত্তি। সাবলীল, সুন্দর, মধুময় গায়কী। গান আসবে যাবে। কিন্তু এটাকে টপকাতে পারবেনা। মাস্টারপিস।
    ভালোবাসি শহরতলী ❣️

  • @toolate8274
    @toolate8274 3 ปีที่แล้ว +3

    আমি আছি মানুষের মাঝখানে
    ভালোবাসি মানুষকে
    ভালোবাসি শহরতলীকে❤️❤️❤️

  • @musfikurrahmanaishwarjaw2759
    @musfikurrahmanaishwarjaw2759 3 ปีที่แล้ว +5

    কোনো প্রেমিক যদি তার প্রেমিকা কে উদ্দেশ্য করে এমন একখানা 'চিঠি' লিখে, প্রেমিকার চোখে জল আসবেই... 🖤

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว +2

      ধন্যবাদ এই সুন্দর মন্তব্যের জন্য। সাথে থাকুন ❤️❤️।।

  • @shafeentaaz6738
    @shafeentaaz6738 2 ปีที่แล้ว +2

    এটি একটি গান নয় এটি একটি মহাকাব্য।।। যার অর্থ সবাই বুঝবেনা!
    এগিয়ে যাও শহরতলী,তোমাদের পাশে ছিলাম,আছি,থাকব❤️❤️

  • @shikhon2865
    @shikhon2865 3 ปีที่แล้ว +1

    চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির ভাইয়ের শেয়ার করা প্রস্হান গানটি দিয়ে শুরু করেছি শহরতলীকে শোনা।তারপর থেকে ভালবাসা বেড়েই
    চলেছে
    বেঁচে থাকার অনুপ্রেরণা প্রিয় শহরতলী কেন যে আরও ৫ বছর আগে তোমার সাথে পরিচয় হল না।
    আফসোস।

  • @irfan_shikder
    @irfan_shikder 2 ปีที่แล้ว +7

    শহরতলীর ১৭ বছর পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা। এইরকম মাস্টারপিস আরো চাই। ❤️

    • @Shohortoli
      @Shohortoli  2 ปีที่แล้ว +1

      অনেক অনেক ভালোবাসা ❤️।

  • @ashikrehman5761
    @ashikrehman5761 3 ปีที่แล้ว +2

    ছোট দুইটা কথা রেখে যাচ্ছি,, হয়তে পৃথিবীতে আমি থাকবো না,তবে বেঁচে থাকবে এই মাস্টারপিছ,বেঁচে থাকবে এই অমিয় বাণী।
    শহরতলী আমাতে শুধু তুমিই সেরা।
    কারো সাথে তুলনা করে ছোট করতে চাই না।
    এই অন্তিমকাল যেনো তোমাতেই কাটে।

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว +1

      ভালোবাসা অবিরাম ❤️।

  • @Nafiz.
    @Nafiz. 3 ปีที่แล้ว +6

    আসলেও একটা মাস্টারপিস🥰🥰
    ভালোবাসা অভিরাম শহরতলী 🥰🥰

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว +1

      ভালোবাসা নিরন্তর ❤️।

  • @jabeduddin2587
    @jabeduddin2587 3 ปีที่แล้ว +1

    কিছু গান আছে হাজারবার শুনলেও কখনো পুরানো হয় না, এই গান ঠিক সেইসব গানের মধ্যে পরে। নিজের কাছে অবাক লাগে এতো বড় কবিতা আর গান কি করে আমার মুখস্থ হয়ে গেল যে ছেলে কখনো ভাল করে একটা প্রশ্নের উত্তর মুখস্থ করতে পারতো না। ভালোবাসা নিরন্তর প্রিয় শহরতলী। কখনো হারিয়ে যেও না প্লিজ। 🙏❤️

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว +1

      ভালোবাসা প্রিয় @jabed uddin ভাই ❤️❤️।।
      শহরতলী আপনাদের ভালোবাসায় চির ঋণি।
      পাশে চাই সবসময় ❤️❤️।।

  • @soumik9876
    @soumik9876 4 ปีที่แล้ว +14

    বেশিরভাগ মানুষের ভাল রুচির অভাবে জেলখানার চিঠির মতো অসাধারণ অনেক গানে নগণ্য সংখ্যক সাড়া থাকে,কিন্তু আরেকদিক দিয়ে চিন্তা করলে এরকম মাস্টারপিস কম্পোজিশনের জন্য কোনো সংখ্যক ভিউই ন্যায্য নয় ❤

    • @Shohortoli
      @Shohortoli  4 ปีที่แล้ว

      Gaan ta share korun apnar bandhuder majhe.. Tahole shohortoli r gaan manush er kache powchabe

    • @soumik9876
      @soumik9876 4 ปีที่แล้ว

      @@Shohortoli অবশ্যই ❤

  • @shanik0285
    @shanik0285 3 ปีที่แล้ว +2

    এটি শুধু গানই না একটা মহাকাব্য।
    মুগ্ধ হয়ে বারবার শুনছি গানটা।
    মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়ার যোগ্য এই গানটা। 🥰🥰

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว +1

      Thanks dear. Stay with us. ❤️

  • @darkraven4632
    @darkraven4632 4 ปีที่แล้ว +21

    "বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোড় এক বছর" 😭

  • @Nov_rain_
    @Nov_rain_ 2 หลายเดือนก่อน +1

    আবার শুনতে আসলাম। ভোর হবে কালো রাত!🤝

  • @sumiyaakter3471
    @sumiyaakter3471 ปีที่แล้ว +1

    একটা বিশেষ মানুষের সাজেস্টে গানটা শুনেছিলাম, গানের রুচি তার বরাবরই ভালো। এখনো মাঝে মাঝে শুনি এমন কিছুই স্মৃতি হয়ে থাকুক🙂

  • @protiva5183
    @protiva5183 3 ปีที่แล้ว +4

    এত ভালো গান কিভাবে হয় জানা নেই আমার,, পরপর দুই বার শুনলাম,, এত তাড়াতাড়ি শেষ কেনো হয়ে যাচ্ছে গানটা । আর কবিতা আবৃতির প্রশংসা করার কোনো ভাষা আমার জানা নেই❤❤❤

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว +1

      অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা নিবেন ❤️।

    • @mahmuduzzaman8293
      @mahmuduzzaman8293 3 ปีที่แล้ว +1

      আপনার মতোই এখানে সকল শ্রোতা'ই রুচিশীলতার উচ্চ পর্যায়ে। প্রশংসা করি আপনাদের। কেননা আপনাদের জন্যই স্বার্থকতা পাই , আর বেঁচে থাকে এসব গান💖 🌸💖

    • @protiva5183
      @protiva5183 3 ปีที่แล้ว

      @@mahmuduzzaman8293 😍😍😍

    • @nahidaniva6246
      @nahidaniva6246 2 ปีที่แล้ว +1

      Protiva আপনার গানের টেস্ট ঠিক আপনার মতোই সুন্দর।
      আপনি এবং আপনার গানের টেস্ট আজীবন এমন সুন্দর থাকুক।
      ভালোবাসা নিবেন 💜

    • @protiva5183
      @protiva5183 2 ปีที่แล้ว

      @@nahidaniva6246 ❤

  • @emraansheik2631
    @emraansheik2631 3 ปีที่แล้ว +11

    গানটা শুনেছি আর আমার চোখ গড়িয়ে পানি পরে নি এমনটা কখনো হয়নি💖

  • @RomanuzzamanTanim
    @RomanuzzamanTanim 3 ปีที่แล้ว +12

    অদ্ভুত এক সৃষ্টি 'শহরতলী'!

  • @kafismokie
    @kafismokie 4 ปีที่แล้ว +4

    সেই প্রথম থেকে আজো অবদি শুনি, নিয়মিত শুনি। শহরতলী তুমি বেঁচে থাকো। 🙂🖤🖤

  • @dinislamahamed1506
    @dinislamahamed1506 หลายเดือนก่อน +1

    অনেক বছর ধরে শুনছি এই গান টা
    মন খারাপ হলেই চলে আসি শুনতে কত হাজার বার শুনছি হিসাব নেই

  • @sirajaldin
    @sirajaldin 2 ปีที่แล้ว +1

    আকুল আকুতি আর মুক্তির আকাঙ্খা সব মিলিয়ে এক অসাধারণ গান। শুধু গান বললে ভূল হবে। যতোই শুনি ততোই ভালো লাগে। ভালোবাসা নিবেন শহরতলি ❤️❤️❤️।

  • @dfzxyt6706
    @dfzxyt6706 4 หลายเดือนก่อน

    এই প্রথম কোন গান শুনে চোখে জল এসে পড়ল.. এক কথায় অসাধারণ একটি গীতিকাব্য .. 🤍

  • @sejanshahriar8001
    @sejanshahriar8001 2 ปีที่แล้ว +4

    আমাদের বন্ধুমহলের একটা মতামত, 'শহরতলী'র কোনো অসুন্দর গান নেই❤️

  • @rupokAhmed780
    @rupokAhmed780 ปีที่แล้ว +1

    একটা গানের সাথে সাথে কত প্রযুক্তির পরিবর্তন হলো।সম্ভবত ২০১০/১১ এর দিকে গানটা শুনি।ভালোভাবে গানটা শোনার জন্য ২০০টাকা আম্মার থেকে নিয়ে একটা হেডফোন কিনে আনি।রাতে শিহরিত হয় গানটা অনবরত চললো।আজ ২০২২ এর দ্বারপ্রান্তে এসে হেডফোনের ইভুলিউশন(Evolution) নিয়ে ভাবতে ভাবতে এটাই মনে আসলো,গানটা যেনো চির তরুণ,আমি তরুণ থেকে বুড়ো হয়ে গেলাম😁রেখে গেলাম কমেন্ট টা আমার সন্তানের জন্য,আমার সন্তান আবেগতাড়িতভাবে এভাবেই শুনোক নাজিম হিকমাতের কবিতা।আর ঠিক তার সেই তরুণ বাবার মতো শিহরিত হোক❤️❤️❤️

  • @koishiksharma9822
    @koishiksharma9822 หลายเดือนก่อน

    প্রতিদিন নিয়ম করে শহরতলীর গান শুনতে হয়, এই কেমন নেশা?? প্রতিদিনই গীতি কবিতার নেশায় মাতোয়ারা, এমন নেশাই যে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই 💝 অদ্ভুত এই নেশার প্রেমে পড়তে চাই বারংবার, শহরতলীর ভিড়ে হারিয়ে যেতে চাই, সূরের খাঁচায় বন্দি থাকতে চাই অনন্তকাল পর্যন্ত লিখতে চাই জেলখানার চিঠি,

  • @blackworldofficial2017
    @blackworldofficial2017 4 ปีที่แล้ว +19

    37K একদিন 370M+ এ পরিনত হবে।
    তবে গানের বিচার ভিউয়ারস্ সংখা দিয়া করা যায় না। বাংলা ব্যান্ড সঙ্গীতকে অনেক ভালোবাসি। ❤

  • @tamimturag9044
    @tamimturag9044 ปีที่แล้ว +1

    গতকাল ও ক্যাফেলাইটিক্স এ পুরো কনসার্টে এই গানে সবচেয়ে বেশি ইঞ্জয় করেছি💙💚

  • @piyalroy3339
    @piyalroy3339 หลายเดือนก่อน +1

    নিস্তব্ধ নির্বিশেষে নির্বিকার 🖤

  • @ullashbhaiya26
    @ullashbhaiya26 4 ปีที่แล้ว +5

    Amar dekha banglar prothom katare thakar Moto akta band shohortoli🙂Allah akdin shothik morjada dibei inshallah ❤️ valobashi Vai❤️

  • @md.esteaquealam3352
    @md.esteaquealam3352 3 ปีที่แล้ว +1

    আমি আসলে কবিতা প্রেমী না। কবিতা আমায় খুব একটা টানে না। তবে কলেজ লাইফে প্রথম 'শহরতলী' ব্যান্ডের 'জেলখানার চিঠি' শোনার পর কবিতার প্রতি আলাদা ভাললাগা তৈরি হয়। সারাদিন শুনতাম জেলখানার চিঠি। অল্প কয়েকদিনেই মুখস্থ করে ফেলি 'নাজিম হিকমত' এর 'জেলখানার চিঠি'। এখনোও মাঝেমাঝে আবৃত্তি করে নিজেই নিজেকে শোনাই।
    শহরতলী ব্যান্ড অসাধারণ। গানের কথা,সুর,সেই সাথে কবিতার মিশ্রণ শহরতলীর গানগুলাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে।
    শহরতলী ব্যান্ডের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা। ❤️

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว

      Thanks a lot dear. Much love ❤️.

  • @JuddhojahajOfficial
    @JuddhojahajOfficial ปีที่แล้ว

    গানটা প্রথমবার যখন শুনলাম, প্রথমেই গিটার distortion দিয়ে শুরু করার পরেই যেভাবে violin ব্যাবহার করা হয়েছে, সেটাই একদম অন্যরকম। ওরকম আগে কোনো গানে দেখিনি। তারপর এতো বড়ো একটা কবিতা যে সঠিকভাবে একটা গানে উপস্থাপন করা যায়, রক মিউজিকে এটা প্রথমবার দেখা।
    তার ওপর 'অথবা' শব্দ দিয়ে গান শুরু। এধরনের লিরিক্স খুব একটা শোনা যায় না। গান টার থেকে অনেককিছু শেখার আছে। খুব ভালো গান।

  • @galaxypranto
    @galaxypranto หลายเดือนก่อน

    কিছু গান সার্চ করে শুনাই ভালো। নিজের রুচির প্রতি সম্মান বেড়ে যায়...!!❤️‍🩹🥀

  • @TanvirAhmed-zu6ip
    @TanvirAhmed-zu6ip 2 ปีที่แล้ว +1

    নাজিম হিকমতের কবিতা আর গালিব ভাইয়ের আবৃত্তি..যতোবার শুনি, একেবারে কলিজায় গিয়ে লাগে।

  • @taherulislam2244
    @taherulislam2244 2 ปีที่แล้ว +2

    শহরতলী রিদয়ে থাকবে...

  • @mdsohagahmed11
    @mdsohagahmed11 3 ปีที่แล้ว +6

    যারা শহরতলীর ফ্যান সবাই সেরা😍
    তাদের চয়েজ সেরা!❤️

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ। ভালোবাসা নিবেন ভাই।
      বেশি বেশি শেয়ার চাই। 💚💚

  • @farzanayesmin231
    @farzanayesmin231 2 ปีที่แล้ว +2

    আমার পছন্দের কবিতা নতুন স্পর্শ পেলো।শুভকামনা নিরন্তর ❤️

  • @mohammadsamiul3763
    @mohammadsamiul3763 2 ปีที่แล้ว +2

    বাতাসে সীসার বাসা বুকে তাই
    বুলেট ঠাসা, হ্যা আমিই শহরতলী 🤟
    স্লোগানের ভাষা...

  • @AmirHamza-gt2jf
    @AmirHamza-gt2jf หลายเดือนก่อน

    ৯ মিনিট এর গান অথচ কোন বিরক্তির চাপ নেই ❤
    ভালোবাসি তোমাদের শহরতলী, ভালোবাসি তোমাদের চিন্তাধারা 🙏🏻

  • @PintuDas-cw4lo
    @PintuDas-cw4lo ปีที่แล้ว +1

    প্রিয় শহরতলী ভালোবাসা নিও।
    এছাড়া মনের ভাষা বুঝাতে পারছি না।
    ❤️❤️

  • @ArnobKantiPaul__
    @ArnobKantiPaul__ หลายเดือนก่อน

    apnara great. eto sundar shilpo amader upohar debar jonno osesh kritoggota🖤

  • @grislyrazin90s
    @grislyrazin90s 8 หลายเดือนก่อน

    গানটা শহরতলীর অদ্ভুত এক সৃষ্টি!কথাগুলো সেরা,জেলখানার চিঠি এমন একটি গান যেটি বারবার শুনলে বিরক্তি আসেনা❤😊

  • @payekadnan
    @payekadnan 7 หลายเดือนก่อน

    ভালোবাসা মানেই কিহ শুধুমাত্র বোকা হয়ে ধোঁকা খেয়ে যাওয়া? 🎭
    ❣️ প্রিতু 💔

  • @estiyakahmed9577
    @estiyakahmed9577 2 ปีที่แล้ว +1

    সত্যিই এমন অসাধারণ পরিবেশনা খুঁজে পাওয়া দুষ্কর🖤🖤

  • @ricksanchez8603
    @ricksanchez8603 4 ปีที่แล้ว +1

    বছর কয়েক আগে গানটি শুনি প্রথম। কবিতার সংমিশ্রণে এমন সব রক গান উপহার দেয়ার জন্যে ধন্যবাদ শহরতলী কে। আপনাদের প্রত্যেকটা গান একেকটা মাস্টারপিস। ভালো জিনিস সবাই নিতে পারে না। একদিন বুঝবে সবাই আপনাদের গানের আসল মানে। শুভকামনা রইলো ❤

    • @Shohortoli
      @Shohortoli  4 ปีที่แล้ว +1

      শহরতলীর ভালোবাসা।আমাদের নতুন গান "উপছায়া' আসছে অক্টোবর ০১, ২০২০, আশাকরি নিরাশ হবে না আমাদের স্রোতারা। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, শেয়ার করুন বেশি বেশি।

    • @ricksanchez8603
      @ricksanchez8603 4 ปีที่แล้ว

      @@Shohortoli Always ❤❤

  • @SumonAhmed-gt1ux
    @SumonAhmed-gt1ux 3 ปีที่แล้ว +3

    প্রিয় ব্যান্ড শহরতলী
    আপনাদের গানগুলো অসম্ভব ভালো লেগেছে ধন্যবাদ এগিয়ে জাউ অনেক দুর শুভ কামনা করি🥰🥰🥰💕💕💞

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ ভাই, ভালোবাসা, ❤️।

  • @minhajulislammoon2988
    @minhajulislammoon2988 ปีที่แล้ว +3

    আবৃত্তি ও রক দুই ধরনের অনুভূতি
    ❤️ শহরতলী ❤️

    • @Shohortoli
      @Shohortoli  ปีที่แล้ว +1

      ধন্যবাদ ❤️❤️। শেয়ার করলে খুশি হবো...

  • @AsmaShumi-l9s
    @AsmaShumi-l9s 2 หลายเดือนก่อน

    Gan ta akn ar somoy ar satha kub drkr.. Tai aj 35th july abar aslam suna njra aktu jagiya nita tnx shohotoli band " ami sohotoli" 🇧🇩🇧🇩🇧🇩

  • @sakibahmed8072
    @sakibahmed8072 3 ปีที่แล้ว +2

    ধন্যবাদ শহরতলী♥এ গানের মাধ্যমে নাজিম হিকমতকে চিনতে পারলাম।।গানটাও অসাধারন

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว +1

      ভালোবাসা অবিরাম।। পাশে চাই সবসময়।। ❤️❤️

  • @MdKutubUddinaybeg
    @MdKutubUddinaybeg 4 หลายเดือนก่อน

    কেন জানি হৃদয় ভেদ করে আমার ভেতর প্রবেশ করেছে আমি জানিও নাহ একেবারে অজান্তেই আপনার প্রতিটি কথা😮😢

  • @shikhon2865
    @shikhon2865 3 ปีที่แล้ว +2

    ভাবনায় রহিয়াছে সুন্দর গদ্য
    অননদ্য তাই মুগ্ধ
    একরাশ ভালবাসা রইল
    শহরতলী🖤

  • @jannatuljemy3694
    @jannatuljemy3694 2 ปีที่แล้ว

    বাংলাদেশের সবচেয়ে আন্ডাররেটেড ব্যান্ড শহরতলী। আমি আরও আগে কেন শহরতলী খুঁজে পেলাম না

    • @Shohortoli
      @Shohortoli  2 ปีที่แล้ว

      Dhonnobaad... Onekdin por holeo sathe achen... Share korben

  • @rashidtazware9197
    @rashidtazware9197 3 ปีที่แล้ว +1

    সব শেষ ভেবে হার মেনে নিয়েছিলাম , প্রিয়তমা বধু আমার আমাকেই ভুল বুঝল যদিও ভুল টা আমারই ছিল । কিন্তু তুমি চলে যাওনি বরং লুকিয়ে আমার পাশে আছো। কিন্তু , আমার সব কিছু বন্ধ হয়ে গেল। সব সুযোগ আমি হারালাম আবার । কিন্তু হয়ত আজকে তুমি আমাকে ভুল বুঝে একা করে দিয়ে চলে গেছো । আস্তে আস্তে প্রকৃতির সাথে সংগ্রাম করতে করতে ক্লান্ত হয়ে গেলে আগের মতো তুমি কাছে না থাকলেও তুমি আমার ছায়া হয়ে রয়ে গেছো আর তা আমাকে মনে করিয়ে দেয় আমার সময় অসময়ের গানের বন্ধু শহরতলি। ধন্যবাদ শহরতলি আমাকে সাহস দেয়ার জন্য ।
    ভোর হবে কালো রাত ... আজ আমি ভিরু আজ আমি সংগ্রামি কিন্তু আজও হেরে যাইনি আর যাবও না ইনশাআল্লাহ

  • @debashishkar6075
    @debashishkar6075 3 ปีที่แล้ว +1

    কবিতাটি আগেই শুনেছিলাম। ২০০৬-০৭ সালের দিকে, ইন্টারমিডিয়েটে পড়ার সময়। পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাদের কখনো কবিতা শুনতে দেখিনি তাদের থেকেই এই গানটির সন্ধান পাই। সেটাও ২০১০-১১ সালের কথা। কতদিন যে শক্তি নিয়েছি গানটা থেকে। ক্রমশ ভুলতে বসেছি সব। আজ হঠাৎ গানটা আরেকবার শুনতে গিয়ে সেই দিনগুলোতে ফিরে গেলাম....

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว

      ভালোবাসা নিবেন ভাই। ❤️
      সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

  • @tariqulislamkawshol5045
    @tariqulislamkawshol5045 3 ปีที่แล้ว +3

    এত সুন্দর একটা সৃষ্টি এতদিন অজানা ছিল😥

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว

      এই তো জানা হয়ে গেলো 😊।।
      শেয়ার দিয়ে সাথে থাকুন, ❤️

  • @hasib199
    @hasib199 ปีที่แล้ว

    জেলখানার চিঠিতে রয়েছে অর্থহীন জাগ্রত হওয়া অনুভূতি, আমি নিজেকে খুজে পাই এ-ই গানে

  • @nirobsarker2987
    @nirobsarker2987 ปีที่แล้ว +1

    যখন কৈশোর ও যৌবনে এই গানটা শুনেছিলাম, তখন হয়ত এই গানের লিরিক্সের ভারত্ব অত ভালো ভাবে বুঝতে পারতাম না। তবে এখন যখনি এই গান শুনি গায়ের লোম দাড়িয়ে যায়।

  • @Emosi.official
    @Emosi.official 3 ปีที่แล้ว +1

    সেই ভোরে ছাদে উঠেছি এক কাপ চা নিয়ে। চা শেষ, কিন্তু গানটি বার বার ই চলছে। চোখে চোখ রেখে যুদ্ধে যাবো..

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว

      ভালোবাসা অবিরাম ❤️।

  • @davidshuvo5438
    @davidshuvo5438 ปีที่แล้ว

    এক অজানা ভালোবাসা কাজ করে এই গানের প্রতি। কোন বিশেষণে বিশেষায়িত করবো, খুঁজে পাচ্ছি না।

  • @আরিয়ানইভু
    @আরিয়ানইভু 8 หลายเดือนก่อน +6

    20024 সালে যারা শুনছেন, তাদের বলছি ভাই আপনার রুচি অনেক ভালো🤍

  • @al-aminfahim6722
    @al-aminfahim6722 ปีที่แล้ว +1

    এতো সুন্দর একটা গান এতোদিন পরে শুনলাম। আহা

  • @diptamodak7393
    @diptamodak7393 4 ปีที่แล้ว +2

    মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম।প্রিয় গানের একটি।

  • @nayeemakon9937
    @nayeemakon9937 2 หลายเดือนก่อน +1

    পুরো ৯ মিনিট ২৩ সেকেন্ড গায়ে কাটা দেয়া ছিল।
    এ কি ছিল ভাই?? 💥

  • @hkrana5647
    @hkrana5647 ปีที่แล้ว

    জীবনের প্রথম কোন আবৃত্তি শুনে এতো আবেগ তারিত হলাম,,,অসাধারন।

  • @Zisan011
    @Zisan011 3 ปีที่แล้ว +2

    ৯ মিনিট ২৪ সেকেন্ড,, পুরাই আগুন!🔥❤

  • @BMLBD
    @BMLBD 2 ปีที่แล้ว

    বাসের পিছনের সিটে বসে শহরতলী শুনছি, ফিলিংসটা এমন যে একটা জেলখানা আবদ্ধ জীবনের কদছেই প্রিয়তমার শেষ চিঠি এসে সবে মাত্র পৌঁছেছে, আমি গাড়ীর জানালাটাকে জেলখানার সেল ভেবে বাইরেই তাকিয়ে থাকি প্রিয়তমা আমার,
    love you shohorotoli🤟

  • @aminulislam-404
    @aminulislam-404 2 ปีที่แล้ว +1

    একটি অসাধারণ সৃষ্টি ❣️
    বরাবর ভালোবাসি শহরতলী।

  • @suradtalukder2117
    @suradtalukder2117 3 ปีที่แล้ว +5

    পুরনো হবে না কোন দিন গান টি♥️

  • @mdabubokor6207
    @mdabubokor6207 ปีที่แล้ว

    আজকেই প্রথম শুনছি,অবশ্যই পছন্দের তালিকার অন্যতম হয়ে থাকবে এটা।

  • @rafikulhasanhridoy
    @rafikulhasanhridoy 3 ปีที่แล้ว +2

    2021 সালের ৮ই মার্চ মাসের এই রাতে লিখে গেলাম,
    এই মাস্টারপিজ গান আজন্মকালের মাস্টারপিস ই থাকবে।

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว

      আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের কাছ থেকে এ ধরনের মন্তব্য পাওয়া সত্যি ই শিল্পী হিসেবে আমাদের জন্য অনেক বড় কিছু। শহরতলীর সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিয়। ❤️❤️

  • @saim6515
    @saim6515 3 ปีที่แล้ว +1

    আমরা যারা আপনাদের ভক্ত তাদের পক্ষ থেকে একটা আবেদন, এই ধারার শিল্প ধরে রাখতে হবে। এই নিরুপম শিল্পের যথার্থ মূল্য মানুষ একদিন ঠিকই দিতে শিখবে।❤️❤️❤️❤️

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว

      ইনশা আল্লাহ। আপনাদের সাথে নিয়ে বহুদুর যেতে চায় শহরতলী। ❤️

  • @rezaulislam543
    @rezaulislam543 2 หลายเดือนก่อน

    সেই ২০১০ সাল থেকে শুনছি,,,তখন ইউনিভার্সিটির ছাএ ছিলাম,,,,,,,কত স্মৃতি এই গানকে ঘিরে,,,,এখন ২০২৪ এখনও পছন্দের শীর্ষে,,,,,,শহরতলী তোমাদের আবৃতি শিহরিত করে আমায়

  • @asyo5812
    @asyo5812 2 ปีที่แล้ว +3

    এই গান টার কমেন্ট বক্সে আসলে রুচিশীল মানুষের নমুনা সংগ্রহ করা যায়।#Neha

  • @naiem777
    @naiem777 3 ปีที่แล้ว +2

    মনে পড়ে ,, 2009-2010 সাল হবে তখন হয়ত.. মনিপুর স্কুলে পড়তাম.. তখন শুনতাম এই গান।। ভাইদের সাথে অনেক কথা হত তখন.. কমার্স কলেজের সামনে তাদের সাথে প্রচারনার কাজে গিয়েছিলাম..ভাইদের খুব মনে পড়ে.. হয়ত এখন উনারা আমাকে আর চিনবে না।।!😔

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว

      Valobasha nirontor ❤️❤️.

  • @FfggTf-mv1lk
    @FfggTf-mv1lk 4 หลายเดือนก่อน

    ভাই randomy shuffle এ আজকে আবারো playlist এটা আসতেই আমি আর সাহস পেলাম না অন্য গানে যাওয়ার। Repeat mood এ চলতেই আছে Masterpiece 💎 টা। অমর এক সৃষ্টি 🔥🔥

  • @struggleoflife5573
    @struggleoflife5573 3 ปีที่แล้ว +1

    কি আর বলব, কি লিখব বলার ভাষা নেই ।যতই শুনি ততই লাগে ভালো , অসাধারণ ।

    • @Shohortoli
      @Shohortoli  3 ปีที่แล้ว

      ভালোবাসা অবিরাম ❤️❤️।