আমার প্রাণের 'পরে চলে গেল কে বসন্তের বাতাসটুকুর মতো। সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে-- ফুল ফুটিয়ে গেল শত শত। সে চলে গেল, বলে গেল না-- সে কোথায় গেল ফিরে এল না। সে যেতে যেতে চেয়ে গেল কী যেন গেয়ে গেল-- তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে-- মনে হল আঁখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর। সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর। কুসুমবনের উপর দিয়ে কী কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল। হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এলে রে-- কোথা দিয়ে কোথায় গেল সে॥
কি করে সম্ভব এতো সুন্দর গান গাইতে পারা।শ্রী রাধা ব্যানার্জীর পক্ষেই সম্ভব।ওহ অসাধারণ।গান তার মধ্যে একটা বিষাদ বার্তা সেটা বুঝিয়ে দিল শিল্পী।😂😂😂
Hriday chhue jay.many thanks
Excellent.
অসাধারণ
অনেক হৃদয় বিদারক
Asadharon 🙏❤
Khub shundor 🥀♥️
❤️ apurbo ❤️
অপূর্ব!!❤️❤️❤️❤️
My favorite song.Very touching
Asadharon 💞💞
Fantastic
গানটা শুনলে শরীর শিহরে উঠে🥲🥲
Really.
Hmm...apni bodhoy Swet patharer thala film er ganti shonenni ...😛😜
@Soma-o7j আমি স্বেত পাথরের থালা ছবির গান শুনেই এই গান দেখতে আসছিলাম ইউটিউবে। তাই অনেক ভালো লাগে ছবিতে গানটা অনেক বেশি মানিতেছে
Ganta sudhu sunbo kono kotha hobe na r sudhu anubhav korbo...
Superb 👌 👌
Sattii sundor
ধুনীয়া
খুব খুব সুন্দর
প্রাণের মধ্য দিয়ে মরমে পশিল গো।
❤❤❤
Excellent
আমার প্রাণের 'পরে চলে গেল কে বসন্তের বাতাসটুকুর মতো।
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে-- ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল, বলে গেল না-- সে কোথায় গেল ফিরে এল না।
সে যেতে যেতে চেয়ে গেল কী যেন গেয়ে গেল--
তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে।
সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে,
যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে--
মনে হল আঁখির কোণে আমায় যেন ডেকে গেছে সে।
আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে।
সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর।
সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর।
কুসুমবনের উপর দিয়ে কী কথা সে বলে গেল,
ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল।
হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এলে রে--
কোথা দিয়ে কোথায় গেল সে॥
Achhe...toto bhalo laglo na...asole onar gonre noy to... Tagore song gaite gyale spl shikhha dorkar... Misti gola na holeo hoy...😛😜
অসাধারণ
খুব সুন্দর