অনেক প্রয়োজনীয় তথ্য পেয়ে খুব ভালো লাগলো। CBSE board 11 & 12 Science or Engineering courses college n entrance exam n course fees related video pls.. খুব কাজে লাগবে।
দাদা, উপস্থাপন বেশ ভালো। ছাত্র রা যারা অন্য রাজ্য থেকে ওখানে গিয়েছে তারা কলেজে হোস্টেল ছাড়া অন্য কি ভাবে থাকা ও খাওয়া ব্যবস্থা করে একটু লিখবেন। খুব দরকার।
Bhai Bangalore is also like any other city in the world. Good around the rich areas, shit around the poor areas. It's same, NUC, LA, Dubai, Mumbai, Kolkata and Bangalore. Hyderabad some areas are 3rd world. Some areas are out of the world. I am not surprised.
দাদা আমি আপনার ভিডিও গুলির নিয়মিত দর্শক। বর্তমানে আমি ব্যাঙ্গালোরে আছি। এখানে ছোট দোকান বা কাউন্টার ভাড়া নিয়ে ব্যাবসা করতে চাই। সেগুলোর সন্ধান কিভাবে পাওয়া যায় সে বিষয়ে একটি ভিডিও বানালে ভালো হয়।
ব্যাঙ্গালোরে সব থেকে বড় সমস্যা এখন রুম ভাড়া । রুমের woner রা কোনো আইন মানে না যখন তখন এসে ১৫০০ -২০০০ ভাড়া বাড়িয়ে দিতে বলে।না দিলে বলে রুম ছেড়ে চলে যাও।রুম ছাড়ার টাইম ও দেইনা । পরিবার নিয়ে রাস্তায় এসে তারপর রুমে খোজ করতে হয় । আর advance এর না মোটা টাকা দিতে হয় পরে সেটা return দেই না । এর সমাধান কী?
আপনার সাথে কী এমন হয়েছে? কারণ এমন হবার কথা নয়। ব্যাঙ্গালোরে ১১ মাসের এগ্রিমেন্ট হয়। প্রতি বছর ৫% রেন্ট বাড়বে এমন এগ্রিমেন্ট থাকে। যে কোনো পক্ষ ১ মাসের নোটিশে ঘর ছাড়তে পারবে এমন লেখা থাকে। ফলে ১ মাস সময় দিয়ে যদি বলে উঠে যেতে হবে তবে এগ্রিমেন্ট অনুসারে ভুল নেই (ব্যাঙ্গালোরে মানবিক দিক খুঁজবেন না)। তবে ঝামেলা যে শুধু বাড়ি ওলা করে তা নয় , অনেক ভাড়াটিয়াও কম যায়না। কভিডের আগে আমার এক পরিচিত ঘর রেন্ট দিচ্ছিল। এক বাঙালিকে দিয়েছিল। ভাড়াটিয়া এত জ্বালাতন করল যে ফ্ল্যাটটা সে বিক্রিই করে দিল। তবে এখানে ঘর রেন্ট নেয়া যে এক বড় ঝামেলার সেটা আমি এখানে এসেই বুঝছিলাম। এখানে চাকরি কনফার্ম শুনে ব্যাঙ্গালোরে মাত্র ৫ মাস আসবার পর পিএফ তুলে ও কিছু ধার করে emi তে একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছিলাম। খুবই ঝুঁকির ছিল কারণ বেতনের অর্ধেক emi তে চলে যেত। আর emi ও রেন্ট দুটিই দেয়া সম্ভব নয় বলে রেডি টু মুভ ফ্ল্যাট নিয়েছিলাম। আজ বুঝি সিধান্ততা সঠিক ছিল।
আমি এখানে বহু বছর হলো আছি,প্রবাসী বাঙালি। এক কথায় রাস্তা অতি জঘন্য।।ভীষন খারাপ অবস্থা যা ভাবা যায় না। বিশেষ কিছু জায়গা হয়তো ভালো কিন্তু layout গুলোর ভেতরে গেলে বুঝতে পারবেন এটা কি নির্মম সত্যি,আমি Marathahalli Whitefirld area তে থাকি এবং আমাদের experiance ভীষন খারাপ।।even kichu main road এ তো Street light ও নেই 😭
It's very difficult to frame in video. However it is usually around 4-5 thousand. But mostly you need to come and search for that. It's very rare for such rooms they ads on mobile apps.
ভিডিওটা মনে হয় দেড় বছর আগের। ১২ হাজারে আজকাল পাবেন না। ভাড়া অনেক বেড়ে গিয়েছে। গেটেড কমিউনিটিতে হলে আজকাল ২২/২৫ এর নিচে পাবেন না। মাঝারি থেকে ভাল জায়গা হলে ২৫-৩০ হবেই ভাড়া। তবে advance নেয়া একটু কমেছে। আগে ১০ মাসের নিত কিন্তু আজকাল একটা amount নিচ্ছে কারণ ১০ মাসের নিলে amount অনেক হয়ে যায়। ২৫ ভাড়া হলে ১.৫ লাখ advance লাগতে পারে।
Hi sir, ami Kolkata theke Bangalore jachi. My office is in Shivaji nagar. So as a fresher female student ashe pashe thakar pg kirom rent e expect korte pari? Also, i want to cook for myself and amar bondhu o ache so we will be sharing a room and eta charao r kon jaygay shivaji nagar er ashe pashe thaka jete pare? Kindly share some information regarding this.
@@MuppanaHemanthKumar কিছু দিন বাদে ভিডিও আনব। আপাতত আমার মতামত ইনফোসিস কোম্পানির সিইও এর মতো wait and watch , এখানে যা চলছে সেটা না বুঝে বাড়ি কিনবার মতো সিদ্ধান্ত নেয়া ঠিক নয়। আমি দুটি কিনেছি আজকাল ভাবছি দ্বিতীয়টা কিনে ভুল করলাম কিনা। ব্যাঙ্গালোর এভাবে চললে এদের অবস্থা কলকাতা হতে বেশি সময় লাগবে না।
বাড়ি বা ফ্ল্যাট এর দাম গত এক দুই বছরে ভীষণ রকম বেড়ে গিয়েছে। তার সাথে ভাড়াও। যে ফ্ল্যাট ২০২০ এর শুরুতে ছিল ৩৫-৪০ এর মধ্যে সেটাই এখন ৫৫-৬০ এ চলছে। আর ভাড়া যেটা ছিল ১৬-১৮ সেটা ২২-২৫ বা আরো বেশি।
Nobroker, magic bricks, olx, এসব অ্যাপ এ খুঁজুন পেয়ে যাবেন। whitefield এ জলের সমস্যা আছে অনেক জায়গায়, জলের ব্যাপারটা একটু খোঁজ নিয়ে নেবেন। নইলে গরমে জলের অভাব বা বিল দুইই খুব চাপের হতে পারে।
আপনি bengali in bangalore গ্রুপে কী কাজ চাই সেটা বলে পোস্ট করুন , আশাকরি কিছু উত্তর পাবেন। আর পড়াশোনা বা কী কাজ চাই সেটা না বললে কেউই গাইড করতে পারবে না। দুই এখনই রেডি হয়ে biodata নিয়ে বেরিয়ে পড়ুন সারাদিন বিভিন্ন কোম্পানি, সেল্স এসব জায়গায় গিয়ে কথা বলুন। apna অ্যাপ ও আরেকটি app এর কথা বলেছিলাম ডেলিভারি jobs এর ভিডিওতে সেটা থেকে apply করুণ। আশাকরি ভালভাবে খুঁজলে এই সপ্তাহ শেষের আগে একটা কাজ পেয়ে যাবেন।
women clinic এ ৮০ ফিট রাস্তার পাশে ডাক্তার গীতা বাসাভারাজ এর কথা শুনে এই ভিডিওতে আসলাম, বাংলাদেশ থেকে আসলে বাচ্চা নেওয়ার জন্য ivf খরচ কত লাগতে পারে একটু জানাবেন দাদা 🙏
শুধু লিস নিয়ে বলবার মত বিশেষ কিছু নেই। এটা একপ্রকার কিনে নেবার মত। অনেকটা টাকা দিতে হয় কয়েক বছরের কনট্রাক্ট থাকে তার মধ্যে কোন রেন্ট দিতে লাগে না। মেয়াদ শেষ হলে জমা টাকা ফেরত পাওয়া যায় আর ঘর ছাড়তে হয়। বিষয়টা আমার মনে হয় রিস্কি। কারণ আমি যত জন স্থানীয়কে কোন ভাবে যা কিছু টাকা ধার দিয়েছি কেউ ফেরত দেয নি।
Kolkata theke Bangalore ki ki business kora jate pare.. please advise me. IT related kono service oriented business kora jai ki.. please reply me. Thanks. 🙏
আশেপাশে দেখলে ভাল করবেন। ব্যাঙ্গালোরে ট্রফিক এর জন্য বেশি যাতায়াত করা কঠিন। ব্যাঙ্গালোর প্রথম এলে কী করবেন তার পর একটা ভিডিও আছে ওটা দেখলে আপনার সুবিধা হবে।
দাদা যদি একটু কম্পিউটার সাইন্সের যেসব চাকরি পাওয়ার প্ল্যাটফর্ম আছে সেই গুলো নিয়ে যদি আলোচনা করেন যেমন j স্পাইডার q স্পাইডার, পংকজ সার একাডেমি ইত্যাদি।
কঠিন প্রশ্ন। মেয়েদের ১৮ এর নিচে বিয়ে করা বেআইনি। এই বিয়ে আইনি স্বীকৃতি দেয় না। ফলে এমন কাউকে ঘর ভাড়া দিলে ঘরের মালিক অসুবিধায় পড়তে পারে তাছাড়া রেন্ট দেবার পয়সা পাবে কোথায়? এখনও বিয়ে না করে থাকলে আমার উপদেশ হবে এখনই এমন কাজ করো না। আগে রোজগার করা শুরু করো কিছু পয়সা জমাও তারপর এসব ভেবো। ছেলেদের জন্য বয়স ২১ এর বেশি হতে হয়। যদি ছেলের বয়স ২১+ আর মেয়ে ১৮ এর কম তাহলে অনেকসময় বাজে ধরনের আইনি জটিলতা সৃষ্টি হতে পারে, এসব ক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এমন ভুল করলে (ছেলে ২১+, মেয়ে ১৮-) ছেলের জেল পর্যন্ত হতে পারে। ফলে সাবধান।
Dada ami individual house e thaki...owner rent agreement shurute dey ni. Akhin rent bariye diyeche, agreement dite chailo na..pan/adhaar dite chaiche na..onek bole akhon rent agreement koriyechi tao 700 taka nilo. Bolche 11 month rent agreement hobe r thakata 11 month mandatory ...amar adhaar card er photo copy o chaiche but oder ta diche na...ami ki korbo?
১ এগ্রিমেন্ট আবশ্যই। আর সেটার খরচ যে রেন্ট নিচ্ছে তার থেকে নিয়ে থাকে। ২. ১১ মাসের এগ্রিমেন্ট হয়। বলা থাকে সাধারণত ৫/৭% রেন্ট বাড়বে পরের টার্ম এ। তবে চাইলে যে কেউ এক মাসের বা দুই মাসের নোটিসে ঘর ছাড়তে পারে। সেক্ষেত্রে ১ মাসের টাকা কেটে নেবে রঙ করবার ও ঘর বাথরুম পরিষ্কার করবার জন্য। কোন এক্সট্রা ক্ষতি হলে সেটা আলাদা ভাবে নেবে। ৩. আপনার আধার কার্ড নেবে। ওনাদের PAN নম্বর আপনায় দেবে। এগ্রিমেন্ট এ উল্লেখ থাকবে। মাসে ৮.৫ হাজারের বেশি রেন্ট হলে ট্যাক্স ক্লেম করতে হলে আপনাকে বাড়ি ওলার PAN নম্বর দরকার হবে। ৪. পারলে সকল রেন্ট একাউন্ট ট্রান্সফার করবেন।
@@bhromonindia owner toh bolche pan debei na rent 10k, electric bill alada...bolche thakle thako r na thakle na... bangalore e ghor pawa o mushkil so agree korlam..
@@yourambika না দিলে আর কী করতে পারেন। অন্য জায়গায় যাওয়া যেতে পারে নইলে ওনার সাথে কিছুই করবার নেই। কিছু খচ্চর থাকে সব জায়গায়। তবে ইলেকট্রিক , জল, গ্যাস এগুলো আলাদা হয়।
Amar small company,,,,, budget is small,,,So commercial building e rent bear korte parbo na,,,,,in this case ki bhabe start korte parbo?? I am from Kolkata,,Pls guide
এখানে ফিজিক্যাল এর চেয়ে ভার্চুয়াল ব্যাবসা ভালই চলে। কি ধরনের ব্যাবসা সেটা দেখে সিদ্ধান্ত নিতে পারেন। এই ভিডিও এর সময় থেকে ঘর ভাড়া অনেকটা বেড়ে গিয়েছে। অন্তত ৪০-৫০%, যে ঘর আগে ১৫ হাজার ভাড়া ছিল সেটা এখন ২০/২২ হাজার। সেটা মাথায় রেখে প্ল্যান করবেন। একটা নতুন ভিডিও আনব নতুন আপডেট সহ।
আপনার ভিডিওতে ঘর ভাড়া নিয়ে আলোচনা শুনলাম আমি কোডিহালী এলাকায় আছি, সবকিছু নিয়ে ১১ হাজার ২রুম কিচেন এগারো মাস পর যদি রিনিউ করি কতটা বাড়তে পারে? ,যদিও বললেন ৫%। সবাই কি এটিই নেন?
এগ্রিমেন্ট অনুসারে বাড়ে। সাধারণত ৫% চায় তবে মাঝে মাঝে বাড়ায় না। কিন্তু এখন হয়ত বাড়াবে কারণ চারিদিকে ভাড়া বেশ বেড়েছে। গত এক বছরে কমবেশি ২০-৩০% ভাড়া বেড়েছে সব জায়গায়। এই বছর যদি ৫% বাড়ে তবে ঠিক আছে।
Amar new company office jonno 2BHK flat chaichilam,,,, individual building or floor hole hoye jabe,,,,,,but e rakam building e owner or local administration officer allow korbe?? Pls guide
একজন শুনলাম ৫০০০ টাকায় থাকে। একটাই রুম তার মধ্যে সব। দিনে একবার জল আসে , দিনে ৮ কলসি জল পায় তাতেই সব। বাথরুম কমন। এমন জায়গায় পাওয়া যেতে পারে। এমন সব জায়গায়ই থাকে।
এই রে আমি তো অনেক ভাড়ার কথা বলেছি, আপনি কোনটা বোঝাচ্ছেন বুঝি কি করে? যদি লাখে বলে থাকি তবে সেটা ডিপোজিট। অবশ্য ভিলার ভাড়া লাখেই হবে। সাধারণ ভাবে PG বাদে বাকি সব জায়গায় প্রায় ১০ মাসের ভাড়া ডিপোজিট চায়।
দাদা আপনার ভিডিও উপর ভিত্তি করে বাংলাদেশ হতে বেঙ্গালুরুর সেনজন মেডিকেল কলেজ এ লিভারের পাথর অপারেশন করাতে এসেছি কিন্তু আপনার ভিডিও তে নাম্বার পেয়ে বাড়ি ভারার জন্ন ফোন দিলে তারা ৭০০ টাকা ছারা ভারা দিবে না একটু সাহায়্য করবেস
সেন্ট জন এর কাছে অর্থাৎ নিমন্স এর একেবারে পাশে দুটি হোটেল দেখিয়েছি। ৪ নম্বর ভিডিওতে কম ভাড়ার হোটেল আছে, জায়গাটা বড় মসজিদের পাশে ওনাদের ঘর ভাড়া ৩৫০/৪০০ টাকার মধ্যে হওয়া উচিত। একবার ওখানে খোঁজ নিন। এরাও যদি এমন করে তবে জায়গাটা একটু একবার গিয়ে সরাসরি কথা বলুন, এমন হওয়া উচিত নয়। তবু যদি এমনই ভাড়া চায় তবে একটু কষ্ট হবে কিন্তু বলব Whitefield এর কাছে যে হোটেলগুলো দেখিয়েছি সেখানে খোঁজ নিন , ওখানে ৩০০ টাকার কাছে হোটেল পাবেন, এটা নিশ্চিত। Whitefield এ অনেক হোটেল। শুধু এই যা ওখানে থেকে অনেকটা দুর হবে সেন্ট জন। কি হল দোয়া করে জানাবেন।
ঠিক তো এটাতো ভুলেই গেছি। আসলে নতুন কেউ লিজ নেবে না, আর ভিডিওটা যারা নতুন আসবে তাদের জন্য ফলে খুব একটা অসুবিধা নেই। তবে বলতে পারলে ভাল হত, এই মিস টার জন্য কমপ্লিট information বলা যাবে না।
পিজি এর পরে। আমার ভাগ্নি একা একটা ঘর নিয়ে থাকে , সকালে ও রাতে খাবার দেয়। মাসে ১৩.৫ হাজার টাকা নেয়। দুই জন থাকলে সেটাই ৮ হাজার মতো। এভাবে পিজি এর কুয়ালিটি অনুসারে এই রেট হয়।
ভিডিও সংক্রান্ত যেকোনো প্রশ্ন ও মন্তব্য কমেন্টে জানানোর অনুরোধ রইল।
আমি আপনার এডভাইস চাইছি
@@pradipdutta7789 ami ekta reply korechi, kono specific question korle uttor dite subidha hoy.
জমি কেনা যায়?
@@bhromonindia
Is there any job opportunity for retired persons
Sottie dada ar critical samoye apnar vedio gulo amake khub khub upokrito korche... Apni akjon genuine person I must say... Thank you so much
Thank you a lot for such wonderful comments 🙏
অনেক প্রয়োজনীয় তথ্য পেয়ে খুব ভালো লাগলো। CBSE board 11 & 12 Science or Engineering courses college n entrance exam n course fees related video pls.. খুব কাজে লাগবে।
চেষ্টা করব যদি কিছু বানাতে পারি।
অনেক প্রয়োজনীয় তথ্য আপনার কাছ থেকে জানা গেল এবং খুবই ভালো লাগলো এবং প্রতিটি কথাই বাস্তবিক সত্য
ধন্যবাদ
Everything you told is correct, ye have been living in blr for 17years
দাদা, উপস্থাপন বেশ ভালো।
ছাত্র রা যারা অন্য রাজ্য থেকে ওখানে গিয়েছে তারা কলেজে হোস্টেল ছাড়া অন্য কি ভাবে থাকা ও খাওয়া ব্যবস্থা করে একটু লিখবেন। খুব দরকার।
হোস্টেল আর সেটা না হলে PG পেয়ে যাবে।
আমি ২০২৮ থেকে অবসর নিয়ে বেঙ্গালুরুতে থাকব মনস্থ করেছি। একটা 1bhk ভারা নেব।
Very nicely explained .....thank you...
poribeshona khub valo!
dekhe valo laglo bangalore er corporate kaj kora ekjon khati banglai video banachen!
ar khub e tothho-sommridhho video!
যেখানেই যাই আসলে বাঙালি তো, নিজের শিকড় ভুললে চলবে কি করে।
খুব ভালো বললেন অনেক কিছু জানা গেল ধন্যবাদ
Dhonnobad, apnara video theke bari Vara samporke jante parlam.
Khub valo info paoa gelo. Dhanyabad.
Video দেখবার জন্য ধন্যবাদ। Bangalore সম্পর্কে আরও জানতে চাইলে ব্যাঙ্গালোর বিষয়ক অন্য ভিডিওগুলো ও দেখতে পারেন।
I would like to suggest that you kindly make a short video that's more helpful to watch starting from the end.
Thank you will to make
স্যার আপনার কাছে থেকে অনেক তথ্য পাওয়া গেল
ধন্যবাদ। ব্যাঙ্গালোর প্লেলিস্ট থেকে ব্যাঙ্গালোরের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এখানে না এসেও একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে ভিডিওগুলি দেখলে।
Bhai Bangalore is also like any other city in the world. Good around the rich areas, shit around the poor areas. It's same, NUC, LA, Dubai, Mumbai, Kolkata and Bangalore. Hyderabad some areas are 3rd world. Some areas are out of the world. I am not surprised.
দাদা আমি আপনার ভিডিও গুলির নিয়মিত দর্শক। বর্তমানে আমি ব্যাঙ্গালোরে আছি। এখানে ছোট দোকান বা কাউন্টার ভাড়া নিয়ে ব্যাবসা করতে চাই। সেগুলোর সন্ধান কিভাবে পাওয়া যায় সে বিষয়ে একটি ভিডিও বানালে ভালো হয়।
Ai protom apnar video dekhchi khubi valo lagja
দাদা আপনার ভিডিও গুলো খুব ভালো লাগলো। কিন্তু আপনি যদি একদম সব থেকে কম দামে কোথায় ঘর ভাড়া পাওয়া যায় বলেন খুব ভালো হতো
চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন, চেষ্টা করছি একজনকে ধরে জানতে যে তারা কিভাবে চালায় এবং তার বাড়ি ভাড়া সংক্রান্ত তথ্য।
Excellent informative 👌
Thank you ☺️
Amake anek somoye 3-4 months okhane thakte hoy, horrible traffic. Jotodur jani, age holi ba diwali-te loke chuti-chata petona. Ekhon bodh hoy eta ektu palteche. Chamundi Hills-er legend holo sandhey pujo kore ar pichone phire takate nei, okhane debi naki roj ashen ashur nidhon korte.
আপনি বড় মলের কথা বলেছেন সঠিক ঠিকানা যদি আপনি একটু জানাবেন, খুব উপকার হয়,আমি ট্যাঙ্কার মোড় আছি
ব্যাঙ্গালোরে সব থেকে বড় সমস্যা এখন রুম ভাড়া । রুমের woner রা কোনো আইন মানে না যখন তখন এসে ১৫০০ -২০০০ ভাড়া বাড়িয়ে দিতে বলে।না দিলে বলে রুম ছেড়ে চলে যাও।রুম ছাড়ার টাইম ও দেইনা । পরিবার নিয়ে রাস্তায় এসে তারপর রুমে খোজ করতে হয় । আর advance এর না মোটা টাকা দিতে হয় পরে সেটা return দেই না । এর সমাধান কী?
আপনার সাথে কী এমন হয়েছে? কারণ এমন হবার কথা নয়। ব্যাঙ্গালোরে ১১ মাসের এগ্রিমেন্ট হয়। প্রতি বছর ৫% রেন্ট বাড়বে এমন এগ্রিমেন্ট থাকে। যে কোনো পক্ষ ১ মাসের নোটিশে ঘর ছাড়তে পারবে এমন লেখা থাকে। ফলে ১ মাস সময় দিয়ে যদি বলে উঠে যেতে হবে তবে এগ্রিমেন্ট অনুসারে ভুল নেই (ব্যাঙ্গালোরে মানবিক দিক খুঁজবেন না)। তবে ঝামেলা যে শুধু বাড়ি ওলা করে তা নয় , অনেক ভাড়াটিয়াও কম যায়না। কভিডের আগে আমার এক পরিচিত ঘর রেন্ট দিচ্ছিল। এক বাঙালিকে দিয়েছিল। ভাড়াটিয়া এত জ্বালাতন করল যে ফ্ল্যাটটা সে বিক্রিই করে দিল।
তবে এখানে ঘর রেন্ট নেয়া যে এক বড় ঝামেলার সেটা আমি এখানে এসেই বুঝছিলাম। এখানে চাকরি কনফার্ম শুনে ব্যাঙ্গালোরে মাত্র ৫ মাস আসবার পর পিএফ তুলে ও কিছু ধার করে emi তে একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছিলাম। খুবই ঝুঁকির ছিল কারণ বেতনের অর্ধেক emi তে চলে যেত। আর emi ও রেন্ট দুটিই দেয়া সম্ভব নয় বলে রেডি টু মুভ ফ্ল্যাট নিয়েছিলাম। আজ বুঝি সিধান্ততা সঠিক ছিল।
Marathahalli te kono pg theke j spiders koto dure aktu janaben please
আমি এখানে বহু বছর হলো আছি,প্রবাসী বাঙালি। এক কথায় রাস্তা অতি জঘন্য।।ভীষন খারাপ অবস্থা যা ভাবা যায় না। বিশেষ কিছু জায়গা হয়তো ভালো কিন্তু layout গুলোর ভেতরে গেলে বুঝতে পারবেন এটা কি নির্মম সত্যি,আমি Marathahalli Whitefirld area তে থাকি এবং আমাদের experiance ভীষন খারাপ।।even kichu main road এ তো Street light ও নেই 😭
ঠিক। এখন পশ্চিম বঙ্গে আছি, গ্রামে বাড়ি। কাট মানি এর জন্য হোক বা যাই হোক রাস্তা এই গ্রামেও ভাল।
Ki koro didi tumi
Ki koro didi tumi
Hi
হোয়াইট ফিল্ড এ দু কামরার flat এর ভাড়া কেমন?
Please give information about accomodation for lower income group ( labour, house guard ) etc.
It's very difficult to frame in video. However it is usually around 4-5 thousand. But mostly you need to come and search for that. It's very rare for such rooms they ads on mobile apps.
Pls. Vijaynagar karnataka. Sambhadh bollee bhaloo hai. For 2BHK FLAT.
খুব ভালো
দাদা সেন্ট জন হসপিটালে চিকিৎসার জন্য যাচ্ছি ওখানকার ক্যামপাসের ভেতরে থাকলে রান্না করে খাওয়ার কি কোনো ব্যাবসথা আছে একটু যদি জানান খুব ভালো হয়।
Dada Bengaluru mainali kodapnali te room vara paya jabe
Cagimini office r near pg aktu janaben
December শেষে আবহাওয়া bangalore এ কি রকম জানালে উপকৃত হবো।
আশাকরি খুবই ভাল থাকবে। পরিষ্কার আকাশ, ১২-১৫ ডিগ্রি তাপমাত্রা, ঝলমলে দিন। দুই পাশের দুই সমুদ্র এ নিন্মচাপ না হলে এমন সুন্দর থাকা উচিত।
দাদা আপনি ফিজিওথেরাপিস্ট নিয়ে একটা প্রতিবেদন করুন এবং সেটা কিভাবে ব্যাঙ্গালোরে শিক্ষা পাওয়া যায় সে সম্পর্কে আলোকপাত করুন
Okay
Dada plus bazar e kirakam ghar bhara pawa jabe
Amra 03.04.2024
10 jon jachi
Amazon Blr7 e kajer jno.. Long time..
Mahasandra r samne kthy room pawa jabe dada..
Bari vara rate koto bolchen. Kintuadvance koto dite hobe seta bochen na.j mon sadhoron 2bhk varabollen 9000 to12000..kintu advance koto dite hobe bolben. Clear korun.🎉
ভিডিওটা মনে হয় দেড় বছর আগের। ১২ হাজারে আজকাল পাবেন না। ভাড়া অনেক বেড়ে গিয়েছে। গেটেড কমিউনিটিতে হলে আজকাল ২২/২৫ এর নিচে পাবেন না। মাঝারি থেকে ভাল জায়গা হলে ২৫-৩০ হবেই ভাড়া। তবে advance নেয়া একটু কমেছে। আগে ১০ মাসের নিত কিন্তু আজকাল একটা amount নিচ্ছে কারণ ১০ মাসের নিলে amount অনেক হয়ে যায়। ২৫ ভাড়া হলে ১.৫ লাখ advance লাগতে পারে।
Hi sir, ami Kolkata theke Bangalore jachi. My office is in Shivaji nagar. So as a fresher female student ashe pashe thakar pg kirom rent e expect korte pari? Also, i want to cook for myself and amar bondhu o ache so we will be sharing a room and eta charao r kon jaygay shivaji nagar er ashe pashe thaka jete pare? Kindly share some information regarding this.
Sir badi kinte gele ki korte hobe middle class er jonno
@@MuppanaHemanthKumar কিছু দিন বাদে ভিডিও আনব। আপাতত আমার মতামত ইনফোসিস কোম্পানির সিইও এর মতো wait and watch , এখানে যা চলছে সেটা না বুঝে বাড়ি কিনবার মতো সিদ্ধান্ত নেয়া ঠিক নয়। আমি দুটি কিনেছি আজকাল ভাবছি দ্বিতীয়টা কিনে ভুল করলাম কিনা। ব্যাঙ্গালোর এভাবে চললে এদের অবস্থা কলকাতা হতে বেশি সময় লাগবে না।
@@bhromonindia thank you sir
Dada amdr akta valo ghorer khoj din rent nbo 7k r modhey family niye jate valo vba thaka jaye .amr husband okhane job kore..pls aktu hlp krun dada
Ekhana bari ba flat kenar jonno starting kemon ney? Ei bisoya video banala oneka upokari hoba, barir varar ja dam..
বাড়ি বা ফ্ল্যাট এর দাম গত এক দুই বছরে ভীষণ রকম বেড়ে গিয়েছে। তার সাথে ভাড়াও। যে ফ্ল্যাট ২০২০ এর শুরুতে ছিল ৩৫-৪০ এর মধ্যে সেটাই এখন ৫৫-৬০ এ চলছে। আর ভাড়া যেটা ছিল ১৬-১৮ সেটা ২২-২৫ বা আরো বেশি।
Thanks
আমার July,2024 থেকে furnished ঘর দরকার। Whitefield area. কিভাবে সম্ভব জানালে উপকৃত হব।
Nobroker, magic bricks, olx, এসব অ্যাপ এ খুঁজুন পেয়ে যাবেন। whitefield এ জলের সমস্যা আছে অনেক জায়গায়, জলের ব্যাপারটা একটু খোঁজ নিয়ে নেবেন। নইলে গরমে জলের অভাব বা বিল দুইই খুব চাপের হতে পারে।
দাদা আমি খুব বিপদে আছি একটা কাজের সন্ধানে ব্যাঙ্গালরে এসছি এসে দেখি সেই কম্পানিতে ছেলে নিচ্ছেনা এখোন কাজ পাচ্ছিনা একটা কাজ দেখে দেন plzz🙏🙏🙏🙏🙏
আপনি bengali in bangalore গ্রুপে কী কাজ চাই সেটা বলে পোস্ট করুন , আশাকরি কিছু উত্তর পাবেন। আর পড়াশোনা বা কী কাজ চাই সেটা না বললে কেউই গাইড করতে পারবে না। দুই এখনই রেডি হয়ে biodata নিয়ে বেরিয়ে পড়ুন সারাদিন বিভিন্ন কোম্পানি, সেল্স এসব জায়গায় গিয়ে কথা বলুন। apna অ্যাপ ও আরেকটি app এর কথা বলেছিলাম ডেলিভারি jobs এর ভিডিওতে সেটা থেকে apply করুণ। আশাকরি ভালভাবে খুঁজলে এই সপ্তাহ শেষের আগে একটা কাজ পেয়ে যাবেন।
Dada ami prothom Bangalore a jachi sonar kaje ,okhane sonar kajer salary kato suru te aktu bolben jana thakle.
দাদা আমরা নারায়ন হসপিটাল এ যাবো কোথায় থাকতে হবে জানাবেন
women clinic এ ৮০ ফিট রাস্তার পাশে ডাক্তার গীতা বাসাভারাজ এর কথা শুনে এই ভিডিওতে আসলাম, বাংলাদেশ থেকে আসলে বাচ্চা নেওয়ার জন্য ivf খরচ কত লাগতে পারে একটু জানাবেন দাদা 🙏
দাদা আম নারায়ানা হাসপাতালে যাব দাদাল ছাড়া কি ভাবে সস্তা হোটেলে থাকতে পারবো।
Dada lease house niye ekta video plz upload korun
শুধু লিস নিয়ে বলবার মত বিশেষ কিছু নেই। এটা একপ্রকার কিনে নেবার মত। অনেকটা টাকা দিতে হয় কয়েক বছরের কনট্রাক্ট থাকে তার মধ্যে কোন রেন্ট দিতে লাগে না। মেয়াদ শেষ হলে জমা টাকা ফেরত পাওয়া যায় আর ঘর ছাড়তে হয়। বিষয়টা আমার মনে হয় রিস্কি। কারণ আমি যত জন স্থানীয়কে কোন ভাবে যা কিছু টাকা ধার দিয়েছি কেউ ফেরত দেয নি।
Doddaballapur , bank Circle romm lagbe Paya jabe ki ?
Kolkata theke Bangalore ki ki business kora jate pare.. please advise me. IT related kono service oriented business kora jai ki.. please reply me.
Thanks. 🙏
কডিগুডি এলাকায় অফিসে জয়েন করবে আমার পুত্র। জায়গাটি কেমন। ৩ ঘরের ফ্ল্যাট দরকার। কোথায় নিলে সুবিধা হবে?
whitefield স্টেশন এর পাশে। প্রচুর বাঙালি থাকে। ভাল জায়গা। অনেক ফ্ল্যাট পেয়ে যাবেন। মেট্রো আছে ওখানে ফলে যাতায়াতে সুবিধা হয়।
Bhai amr 4wheeler rakhar jaiga o chai
ভাল অ্যাপার্টমেন্ট এ অন্তত গাড়ি রাখবার জায়গা অবশ্যই থাকে।
@@bhromonindia apnar Jana sona ache
দাদা আমি এক বছর আগে diploma pass করেছি । ওখানে কি কাজ পাওয়া যাবে। Plz বলবেন দাদা ❤❤
Dada koramangal te room rent koto single man
J P NAGAR এ অফিস, কোন এলাকায় ঘর ভাড়া নিলে ভালো হবে জানাবেন প্লিজ। আগস্টে জয়েন করবো, আর প্রথমে কোথায় গিয়ে উঠলে ভালো হয় একটু বলবেন প্লিজ।
আশেপাশে দেখলে ভাল করবেন। ব্যাঙ্গালোরে ট্রফিক এর জন্য বেশি যাতায়াত করা কঠিন। ব্যাঙ্গালোর প্রথম এলে কী করবেন তার পর একটা ভিডিও আছে ওটা দেখলে আপনার সুবিধা হবে।
Indira Gandhi Institute of child health Bangalore er khub kache kom takar modhye ghor thakle plz janaben, ami Wednesday Bangalore jabo
সস্তায় থাকার জায়গা সংক্রান্ত ভিডিও গুলি দেখুন।
দাদা যদি একটু কম্পিউটার সাইন্সের যেসব চাকরি পাওয়ার প্ল্যাটফর্ম আছে সেই গুলো নিয়ে যদি আলোচনা করেন যেমন j স্পাইডার q স্পাইডার, পংকজ সার একাডেমি ইত্যাদি।
@techtalksuman / TechTalk with Suman আমার টেক চ্যানেল ফলো করুন। ওখানে শুধু IT এবং টেক নিয়ে কথা বলছি। ওখানে আসবে এমন নির্দিষ্ট ভাবে টেক এর বিষয়।
Eta thik ekhane rasta gulo khub kharap residential area gulo
Vote er jonno sab jaigai rasta thik ho66e
Ok sir
Dada Bengaluru te ki 18 year necha chala maya re bea Kora thakla jeta parbo 🙄 aktu bolben
কঠিন প্রশ্ন। মেয়েদের ১৮ এর নিচে বিয়ে করা বেআইনি। এই বিয়ে আইনি স্বীকৃতি দেয় না। ফলে এমন কাউকে ঘর ভাড়া দিলে ঘরের মালিক অসুবিধায় পড়তে পারে তাছাড়া রেন্ট দেবার পয়সা পাবে কোথায়? এখনও বিয়ে না করে থাকলে আমার উপদেশ হবে এখনই এমন কাজ করো না। আগে রোজগার করা শুরু করো কিছু পয়সা জমাও তারপর এসব ভেবো।
ছেলেদের জন্য বয়স ২১ এর বেশি হতে হয়। যদি ছেলের বয়স ২১+ আর মেয়ে ১৮ এর কম তাহলে অনেকসময় বাজে ধরনের আইনি জটিলতা সৃষ্টি হতে পারে, এসব ক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এমন ভুল করলে (ছেলে ২১+, মেয়ে ১৮-) ছেলের জেল পর্যন্ত হতে পারে। ফলে সাবধান।
Good vlog
Thank you
Christian University kacha rent ki rakam
দাদা Manipal হাসপাতাল a যাব .কোন জায়গায় থাকবো যদি একটু জানতেন 😶
মনিপাল এর পেছনের দিকে থাকবার কিছু জায়গা আছে আপনি ওখানের সিকিউরিট এর কাছে জিজ্ঞাসা করলে জানতে পারবেন।
Main road o bhalo noy,panathur road moteo bhalo noy,single way road akhon o till date.
এখন সব দিকে রাস্তার অবস্হা খুবই খারাপ।
Dada ami individual house e thaki...owner rent agreement shurute dey ni. Akhin rent bariye diyeche, agreement dite chailo na..pan/adhaar dite chaiche na..onek bole akhon rent agreement koriyechi tao 700 taka nilo. Bolche 11 month rent agreement hobe r thakata 11 month mandatory ...amar adhaar card er photo copy o chaiche but oder ta diche na...ami ki korbo?
১ এগ্রিমেন্ট আবশ্যই। আর সেটার খরচ যে রেন্ট নিচ্ছে তার থেকে নিয়ে থাকে।
২. ১১ মাসের এগ্রিমেন্ট হয়। বলা থাকে সাধারণত ৫/৭% রেন্ট বাড়বে পরের টার্ম এ। তবে চাইলে যে কেউ এক মাসের বা দুই মাসের নোটিসে ঘর ছাড়তে পারে। সেক্ষেত্রে ১ মাসের টাকা কেটে নেবে রঙ করবার ও ঘর বাথরুম পরিষ্কার করবার জন্য। কোন এক্সট্রা ক্ষতি হলে সেটা আলাদা ভাবে নেবে।
৩. আপনার আধার কার্ড নেবে। ওনাদের PAN নম্বর আপনায় দেবে। এগ্রিমেন্ট এ উল্লেখ থাকবে। মাসে ৮.৫ হাজারের বেশি রেন্ট হলে ট্যাক্স ক্লেম করতে হলে আপনাকে বাড়ি ওলার PAN নম্বর দরকার হবে।
৪. পারলে সকল রেন্ট একাউন্ট ট্রান্সফার করবেন।
@@bhromonindia owner toh bolche pan debei na rent 10k, electric bill alada...bolche thakle thako r na thakle na... bangalore e ghor pawa o mushkil so agree korlam..
Dekhi agreement ta peye apnake contact korbo...kivabe contact korbo dada..
@@yourambika না দিলে আর কী করতে পারেন। অন্য জায়গায় যাওয়া যেতে পারে নইলে ওনার সাথে কিছুই করবার নেই। কিছু খচ্চর থাকে সব জায়গায়। তবে ইলেকট্রিক , জল, গ্যাস এগুলো আলাদা হয়।
dada sorasori okhane ac fridge er kaj paoya jbe fresher hisabe 🙏
Amar small company,,,,, budget is small,,,So commercial building e rent bear korte parbo na,,,,,in this case ki bhabe start korte parbo?? I am from Kolkata,,Pls guide
এখানে ফিজিক্যাল এর চেয়ে ভার্চুয়াল ব্যাবসা ভালই চলে। কি ধরনের ব্যাবসা সেটা দেখে সিদ্ধান্ত নিতে পারেন।
এই ভিডিও এর সময় থেকে ঘর ভাড়া অনেকটা বেড়ে গিয়েছে। অন্তত ৪০-৫০%, যে ঘর আগে ১৫ হাজার ভাড়া ছিল সেটা এখন ২০/২২ হাজার। সেটা মাথায় রেখে প্ল্যান করবেন। একটা নতুন ভিডিও আনব নতুন আপডেট সহ।
সেন্ট জনস হসপিটাল থেকে কোথায় কাছে কম খরচে ঘর পাওয়া যাবে?
দাদা kindly একটু বলবেন, 6000 থেকে 7000 এর মধ্যে বাড়ি ভাড়া পাওয়া যাবে??
পাবেন হয়ত। খুঁজতে হবে।
@@bhromonindiaদাদা আমাকে একটু খোঁজ দেবেন প্লিজ
আপনার ভিডিওতে ঘর ভাড়া নিয়ে আলোচনা শুনলাম আমি কোডিহালী এলাকায় আছি, সবকিছু নিয়ে ১১ হাজার ২রুম কিচেন এগারো মাস পর যদি রিনিউ করি কতটা বাড়তে পারে? ,যদিও বললেন ৫%। সবাই কি এটিই নেন?
এগ্রিমেন্ট অনুসারে বাড়ে। সাধারণত ৫% চায় তবে মাঝে মাঝে বাড়ায় না। কিন্তু এখন হয়ত বাড়াবে কারণ চারিদিকে ভাড়া বেশ বেড়েছে। গত এক বছরে কমবেশি ২০-৩০% ভাড়া বেড়েছে সব জায়গায়। এই বছর যদি ৫% বাড়ে তবে ঠিক আছে।
Bagmane techpark er kache bari vara paowa jabe kindly janaben
বাগমানে টেক পার্ক আমার জানা চার টি আছে। কোনটির কথা বলছেন ?
Pet friendly flat ballendur , marathali te ki pabo.
ব্যাঙ্গালোর বহু মানুষ pet রাখেন , সব জায়গায় এমন ফ্ল্যাট পাবেন।
Amar new company office jonno 2BHK flat chaichilam,,,, individual building or floor hole hoye jabe,,,,,,but e rakam building e owner or local administration officer allow korbe?? Pls guide
Anek kichhu jante parlam
Gated community te ki koyekjon mile thakte pare
যদি আপনি ফ্ল্যাট কিনে নেন তবে তো আপনার উপর। আর যদি রেন্ট এ থাকেন তবে মালিক রাজি হলেই পারবেন।
12pas tara ki korte par be ..ata niye aktu bolun dada
ডেলিভারি jobs এর ভিডিওটা দেখুন একটা ধারণা হবে।
Apni kothai thaken benglare
CV Raman Nagar
ONE BEDROOM R KITCHEN FLAT ACHE OKHANE ? JODI THAKE TOBE KOTO VARA
পাওয়া যায় 1BHK বলে অ্যাপ এ search করুন
হোয়াইলট ফিল্ড এলাকায় তিন ডেসিমাল জমি কিনে বাড়ি করেছে চাইছি, সহযোগিতা করতে অনুরোধ করছি।
তৈরি বাড়ি থাকলে জানাবেন
ডেসিমাল কি ইউনিট আমার এমন কোনো ইউনিট জানা নেই!
Dada home nursing ee paisa kemon pawa jai
4-5 000takar maddhe roome vara kothy paoa jbe jana ace ki thakle location shere korben plizzzz
পাওয়া মুশকিল আছে। ৫ হাজারের কমে কোথাও শুনিনি। ৭০০০/৮০০০ মতো পড়েই যায়। একা এলে পিজি তে থাকুন ৫০০০-৬০০০ এ পেয়ে যাবেন খাওয়া সহ।
একজন শুনলাম ৫০০০ টাকায় থাকে। একটাই রুম তার মধ্যে সব। দিনে একবার জল আসে , দিনে ৮ কলসি জল পায় তাতেই সব। বাথরুম কমন। এমন জায়গায় পাওয়া যেতে পারে। এমন সব জায়গায়ই থাকে।
Bangalore er বাড়ি ভাড়া দেখে দেন সেই সব দালাল এর ph no কি ভাবে পাবো দাদা??
মোবাইল অ্যাপ এ magisbricks nobroker olx এসব অ্যাপ এ দেখুন।
দাদা আপনি যে ভাড়ার কথা বলছেন, সেটা কি Deposit নাকি মাসিক ভাড়া।
এই রে আমি তো অনেক ভাড়ার কথা বলেছি, আপনি কোনটা বোঝাচ্ছেন বুঝি কি করে?
যদি লাখে বলে থাকি তবে সেটা ডিপোজিট। অবশ্য ভিলার ভাড়া লাখেই হবে। সাধারণ ভাবে PG বাদে বাকি সব জায়গায় প্রায় ১০ মাসের ভাড়া ডিপোজিট চায়।
হ্যাঁ রাস্তা বেশীরভাগই খারাপ। আমিও দেখেছি।
Kalyan Nagar এর কাছাকাছি ঘর ভাড়া (2 bedroom) কীরকম একটু জানালে খুব উপকার হয়
গেটেড সোসাইট হলে ২০~২৫ বিল্ডার ফ্লোর হলে ১৫-২০
Dada amra Bangalore aschi. amader ekta choto Ghar vara khuje diben komer modhye .okhane Amar hasband kaj korte chai
Electrician
Marathalite within 10k ladies pg with meals bhalo nam koekti deben please
যদি এখানে আসেন অনায়াসে পেয়ে যাবেন। শয়ে শয়ে PG আছে মারাথালির আশেপাশে।
দাদা আমি নীমহেনসে যাবো, কম বাজেটে থাকার জাইগা একটু বলবেন , হসপিটালের কাছে পায়ে হাঁটা পথে
nimhans এর ভিডিওটা দয়া করে দেখুন উত্তর পেয়ে যাবেন। ভিডিও আমার চ্যানেলে হাসপাতাল প্লেলিস্ট এ রয়েছে।
Nimhans er kache shanti guest house ache khub kost noi
দাদা আপনার ভিডিও উপর ভিত্তি করে বাংলাদেশ হতে বেঙ্গালুরুর সেনজন মেডিকেল কলেজ এ লিভারের পাথর অপারেশন করাতে এসেছি কিন্তু আপনার ভিডিও তে নাম্বার পেয়ে বাড়ি ভারার জন্ন ফোন দিলে তারা ৭০০ টাকা ছারা ভারা দিবে না একটু সাহায়্য করবেস
সেন্ট জন এর কাছে অর্থাৎ নিমন্স এর একেবারে পাশে দুটি হোটেল দেখিয়েছি। ৪ নম্বর ভিডিওতে কম ভাড়ার হোটেল আছে, জায়গাটা বড় মসজিদের পাশে ওনাদের ঘর ভাড়া ৩৫০/৪০০ টাকার মধ্যে হওয়া উচিত। একবার ওখানে খোঁজ নিন।
এরাও যদি এমন করে তবে জায়গাটা একটু একবার গিয়ে সরাসরি কথা বলুন, এমন হওয়া উচিত নয়। তবু যদি এমনই ভাড়া চায় তবে একটু কষ্ট হবে কিন্তু বলব Whitefield এর কাছে যে হোটেলগুলো দেখিয়েছি সেখানে খোঁজ নিন , ওখানে ৩০০ টাকার কাছে হোটেল পাবেন, এটা নিশ্চিত। Whitefield এ অনেক হোটেল। শুধু এই যা ওখানে থেকে অনেকটা দুর হবে সেন্ট জন।
কি হল দোয়া করে জানাবেন।
Royal gest house ei ভিডিওতে দেখিয়েছি।
th-cam.com/video/viEIMOgkSZU/w-d-xo.htmlsi=gRE27xTJJbs3Fdyq
দাদা
সেন্ট জন্স হাসপাতালে কোষ্ঠকাঠিন্য/কোলোন প্রবলেম এর চিকিৎসা হয়?
হয়। রেন্ট এর ভিডিওতে st john এর প্রশ্ন !!!
দাদা, এটেন্ডেন্ট ছারা বেংালুরু আসলে সাই বাবা হাস্পাতালে কিভাবে চিকিৎসা নিব? please healp
Dada Viktoriya hospital kemon abong room vara kato
এখন বর্ষা শুরু হয়ে যাবার জন্য কিছু দিন দেরি হবে। তবে প্ল্যান আছে ভিডিও আনবার।
Hi good evening Dada lease holder Junno Kichu bole nato
ঠিক তো এটাতো ভুলেই গেছি। আসলে নতুন কেউ লিজ নেবে না, আর ভিডিওটা যারা নতুন আসবে তাদের জন্য ফলে খুব একটা অসুবিধা নেই। তবে বলতে পারলে ভাল হত, এই মিস টার জন্য কমপ্লিট information বলা যাবে না।
Bangalore J. P. Nagar Electronic city. Hassrsgatta ekta 2BHK motamuti flat price koto janaben
ইলেকট্রনিক সিটি তে বিল্ডার ফ্লোর দুই বেডরুম ১২-১৩ হাজারে শুরু হবে।
ভাই আপনার ভিডিও টা খুব ভালো লাগলো। তবে কলকাতায় যদি এ ধরনের ভাল চিকিৎসা থাকে তাহলে জানাবেন। উপকার হবে। ধন্যবাদ।
আমার সঠিক জানা নেই, তবে কলকাতায়ও অনেক হাসপাতাল রয়েছে।
Dada myeder p.g rentl ki rakam?
পিজি এর পরে। আমার ভাগ্নি একা একটা ঘর নিয়ে থাকে , সকালে ও রাতে খাবার দেয়। মাসে ১৩.৫ হাজার টাকা নেয়। দুই জন থাকলে সেটাই ৮ হাজার মতো। এভাবে পিজি এর কুয়ালিটি অনুসারে এই রেট হয়।
Ata din achhen dada akhono keno akta jayga kinchhen na.
কিনেছি। অনেকদিন আগেই। ভাড়া যা হয় আর যে রেটে বাড়ে সেটা দেখে ৮ বছর আগেই কিনে নিয়েছিলাম। এখন লোন এর EMI ভাড়া এর চেয়ে কম।
আমি বাংলাদেশ থেকে দেখছি, এখানে থেকে কি ভাবে যোগাযোগ করবো দাদা?
কোথায় যোগাযোগ করবেন?
আমি রিসেন্ট গিয়েছিলাম ।রাস্তা খুব খরাপ
দাদা আমি ভেলোর সম্পর্কে জানতে চাই প্লিজ জানাবেন
ok
ভাই কিডনি রোগির চিকিৎসা কোন হাসপাতাল হয়।
Sajjan Rao road side a onebad room chai