আপনার জন্য কোন শহর ভাল ? Bangalore or Kolkata which city is better | Bhromon India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 184

  • @Satadru-z9z
    @Satadru-z9z 9 หลายเดือนก่อน +7

    আমি আট বছর ব্যাঙ্গালোরে আছি । কোলকাতা অনেক পিছিয়ে ব্যাঙ্গালোরের থেকে । কোলকাতা underdeveloped শহর, প্রজেক্ট কম, সুযোগ কম, স্যালারি কম । কোলকাতায় থাকার থেকে বর্ধমানে নিজের বাড়ি থেকে WFH করা ভালো ।

    • @NagarajuNaga-st7iz
      @NagarajuNaga-st7iz 7 หลายเดือนก่อน

      Di😂😂😂

    • @swapnasworld1972
      @swapnasworld1972 2 หลายเดือนก่อน

      আমিও 10 বছর বেঙ্গালোরে আছি।সফটওয়্যার ইঞ্জিনিয়ার দের প্রজেক্টের জন্য চাকরি জীবন টা সারা পৃথিবীতে ঘুরতে হবে। কলকাতায় সেটেলমেন্ট আছে গ্রোথ নেই।কিন্তু ব্যাঙ্গালোরে গ্রোথ আছে।

    • @Satadru-z9z
      @Satadru-z9z หลายเดือนก่อน

      ​@@swapnasworld1972 ওই তো হাতে গোনা কয়েকটি কোম্পানি কলকাতাতে । সেটেলমেন্টের কিছুই নেই। কোম্পানি থেকে ছাঁটাই হয়ে গেলে বেকার হয়ে বসে থাকতে হবে। কলকাতা তো শিল্প তো নেই, ঘাটের মরা একটা শহর ।

  • @gprakshit7486
    @gprakshit7486 4 หลายเดือนก่อน +2

    Dada, khub valo analysis. As per my opinion Bangalore is far better than kolkata. Ekta jinish je kolkatar politics is very dirty ja apni Bangalore dekhben na. Thanks ❤

  • @harinarayandas9337
    @harinarayandas9337 9 หลายเดือนก่อน +2

    আমি বর্তমানে Bangalore 7 th phase বসবাস করছি। তাই আপনার প্রতিবেদন সত্যিই খুব সুন্দর।

    • @bhromonindia
      @bhromonindia  9 หลายเดือนก่อน

      ধন্যবাদ।

  • @tushighosh2712
    @tushighosh2712 9 หลายเดือนก่อน +9

    সাধে কি কলকাতা প্যাশন এর শহর? ১০ বছর হলো ব্যাঙ্গালোরে আছি যেহেতু হাসব্যান্ড এইখানে জব করে, কিন্তু weather ছাড়া আর কিছুই এইখানে ভালো লাগে না। কলকাতার মত এইখানে আকাশে বাতাসে সেই উন্মাদনা নেই, প্রেম নেই, হো হো করে হাসি নেই।কেমন যেনো রোবট এর মত জীবন। নিজের মাতৃভাষা বলে যা আরাম তা প্রতি মুহূর্তে উপলব্ধি করি।
    কলকাতায় হইহই করে জীবন কেটে যায় আর এইখানে কাটাতে হচ্ছে।
    খাবার দাবার , শিল্প সত্তা সবের ই পার্থক্য।

    • @Akash998-l6t
      @Akash998-l6t 6 หลายเดือนก่อน

      Yes ai jonnyo toh bangali ra ato gorib aar Delhi ncr ,Bangalore kokra paiswala..

    • @tushighosh2712
      @tushighosh2712 6 หลายเดือนก่อน

      @@Akash998-l6t সব কিছু টাকা পয়সা দিয়ে বিচার করলে হবে?

    • @saptarshi7587
      @saptarshi7587 6 หลายเดือนก่อน +1

      কোলকাতার মত মেয়েদের সাথে অসভ্যতা নেই। কোলকাতার মত চাকরিশূণ্যতা নেই। কোলকাতার মত অন্য কিছু খাওয়ায় না
      এখানে জলের সমস্যা আছে। জিনিসপত্রের দাম বেশি। কিন্তু এখানকার লোক অনেক ভালো
      কোলকাতা আসভ্যদের শহর

    • @tapasdey4035
      @tapasdey4035 6 หลายเดือนก่อน

      Kolkata te bangali kothai aacche
      Dhare kacche bangai

    • @tushighosh2712
      @tushighosh2712 6 หลายเดือนก่อน

      @@saptarshi7587 দেখুন সেইদিক থেকে ব্যাঙ্গালোরের সাথে কলকাতার তুলনা হয়না, ব্যাঙ্গালোর অনেক এগিয়ে।
      কিন্তু কলকাতা নিজের শহর, নিজের শিকড়, সেইগুলো উপেক্ষা করা যায় না।

  • @Rkrkmkj99
    @Rkrkmkj99 10 หลายเดือนก่อน +5

    Darun laglo amar Bangalore thakar expirience ache onak kichui thik

  • @swapnasworld1972
    @swapnasworld1972 2 หลายเดือนก่อน +1

    আপনার মত স্পষ্ট বাদী ব্লগার কে অসংখ্য ধন্যবাদ।আমি কিছুদিন আগে মহিশুর গিয়ে ছিলাম সেখানে স্থানীয় মানুষ বললো ব্যাঙ্গালোর বেঁচে আছে আইটির জন্য।আর কোন শিল্প নেই।

    • @bhromonindia
      @bhromonindia  2 หลายเดือนก่อน +1

      এই সত্যি কথাটা ব্যাঙ্গালোরের পুরনো মানুষরা মানতে চায় না।

    • @chemtube.org.
      @chemtube.org. 14 วันที่ผ่านมา

      Pharma. Biotechnology, Airspace Technology in all sector of Rnd is there in Banglore. Kolkata has no trace of that. Though I love to settle in Kolkata.

  • @tushardey392
    @tushardey392 10 หลายเดือนก่อน +8

    রাস্তাঘাটের কন্ডিশন আর স্ট্রিট লাইটের ব্যাপারে কলকাতা অনেক অনেক এগিয়ে

    • @NagarajuNaga-st7iz
      @NagarajuNaga-st7iz 6 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @swapnasworld1972
      @swapnasworld1972 2 หลายเดือนก่อน

      @@tushardey392 একটা কথা না বলে থাকতে পারলাম না।নদীর এপার কহে ছাড়িয়া নিঃস্বাস।10 বছর ছেলের সূত্রে ব্যাঙ্গালোরে আছি।তাই অকপটে বলবো কলকাতার মত শিল্পের প্রটেন্সিয়ালিটি ভারতবর্ষের কোন রাজ্যে নেই।কিছুদিন আগে মহিশুর গিয়েছিলাম ওখানকার 35 বছর বাস করা মানুষ বলছে ব্যাঙ্গালোরে আইটি ছাড়া কোন শিল্প নেই।ইভেন কৃষির পরিস্থিতিও তেমন নয়।বেশির ভাগ খাদ্য দ্রব্য কিনতে হয় অন্য রাজ্য থেকে।আর কিছুদিন পরে অবস্থা আরও শোচনীয় হবে।জলের কষ্টে ব্যাঙ্গালোর ভুগবে সাংঘাতিক ভাবে।আর আপনাদের মত যারা বলেন কলকাতায় কিছু নেই তাহলে কলকাতা ছেড়ে অন্য রাজ্যে চলে যান।কলকাতার যদি কিছুই না থাকতো বিরোধী রাজনৈতিক দল গুলো লম্ফ ঝম্ফ করছে কেন? এদের আসল উদ্দেশ্য পয়সা।মমতা প্রচুর টাকা চুরি করে আখের গোছাচ্ছে ওরা পারছে না। কলকাতা যদি একদম আর্থিক ভাবে দুর্বল হয়ে কেন্দ্র সরকার পশ্চিম বঙ্গ তথা কলকাতাকে হস্তগত করার জন্য এত মরিয়া চেষ্টা করছে কেন? আবার বলবো যারা মনে করছেন কলকাতায় কিছু নেই দয়া কলকাতা ছাড়ুন।বাইরের রাজ্যে কিংবা দেশে চলে যান।তবে সেখানে গিয়ে বিপদে পড়লে রাজ্য তথা দেশের কাছে আপনাদের বাঁচানোর জন্য আর্জি জানাবেন না।কলকাতায় যতটুকু খারাপ সেটা রাজনৈতিক দল গুলোর ঢেমনা গিরি। ওগুলো পাব্লিক যেদিন ব্যবস্থা করবে সেদিন আর সমস্যা থাকবে না।

  • @ssnn6937
    @ssnn6937 10 หลายเดือนก่อน +4

    দাদা। আমি তো কলকাতায় কোনো দিন থাকিনি। মানে, একদিন বা দুদিন থেকেছি। তার বেশী তো নয়। তাই বলতে পারব না। তবে আমি আগে ঝাড়খণ্ডের বাঙালি প্রধান শিল্পনগরী জামশেদপুরে আর ম্যাড্রাসে (চেন্নাই) থাকতাম। সেই অভিজ্ঞতায় বলতে পারি যে, জামশেদপুর নিঃসন্দেহে খুবই ভালো একটা জায়গা আর চেন্নাই এখন শিল্পে বেংগালুরুর চেয়েও উন্নত। কিন্তু বেংগালুরই এখন ভালো লাগে।

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      যে কোনো ছোট ও মাঝারি শহর বসবাসের জন্য ভাল।

  • @baishalibanik1765
    @baishalibanik1765 29 วันที่ผ่านมา +1

    Hi apni khub pariskar Katha balen Suman. Ami r amar family bahudin Bangalore e. Besh lagchhe apnar channel ta. Kothay thaken janar ichhe roilo. Sustho thakun.

    • @bhromonindia
      @bhromonindia  29 วันที่ผ่านมา

      Dhanyabad. Ami CV Raman Nagar e thaki.

  • @aesubhraaseal6036
    @aesubhraaseal6036 หลายเดือนก่อน

    Khub sundor video
    Apni ekdom sotti ta bolechen
    Ami ekhane nutun tai apnar video ama kubei help korche .....Thank you

  • @amitavdasgupta7688
    @amitavdasgupta7688 7 หลายเดือนก่อน +1

    You may compare also on 1. Education & 2. Health care between the two. Thanks

  • @kallolsasmal5002
    @kallolsasmal5002 10 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর তথ্যবহুল ভিডিও!

  • @MousumiMukherjee-g3s
    @MousumiMukherjee-g3s 9 หลายเดือนก่อน +1

    Excellent bhai, thank you!

  • @ashisbandyopadhyay6414
    @ashisbandyopadhyay6414 10 หลายเดือนก่อน +3

    আপনার প্রতিটি ভিডিও গুলো আমি ফলো করি, আপনার এত সুন্দর বিশ্লেষন আমি কিন্তু মুগ্ধ, আমি নিজে Bangalore এ treatment জন্য ছিলাম প্রায় 15 দিন, আমার কিন্তু Bangalore খুব ভালো লেগেছে, কিন্তু ভাষা সমস্যা, ফুড, জল আর সবচেয়ে বড়ো সমস্যা বাসস্থান। ভালো থাকবেন, ধন্যবাদ।

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน +1

      ধন্যবাদ

  • @bapikarmokar3664
    @bapikarmokar3664 10 หลายเดือนก่อน +1

    Khub valo( very nice)

  • @drswapankumarroy7892
    @drswapankumarroy7892 10 หลายเดือนก่อน +13

    বেঙ্গালুরু ভাল নয় যে তা নয়,ভাল। কিন্তু আনন্দ নগরী কোলকাতা আমার সবচেয়ে বেশী প্রিয়।

    • @ibusinessoutlook
      @ibusinessoutlook 10 หลายเดือนก่อน +1

      কোলকাতা, কোলকাতা, আমার শহর যতই বাইরে থাকি, নিজের শহর ভোলার নয়।

    • @anupammitra4791
      @anupammitra4791 10 หลายเดือนก่อน

      ইনি কলকাতার কিছু না জেনেই বকর বকর করেছেন।

    • @tapasdey4035
      @tapasdey4035 8 หลายเดือนก่อน

      Kolkata bhalo kintu meeting michil part bazi matha kharap kore dei.

    • @NagarajuNaga-st7iz
      @NagarajuNaga-st7iz 7 หลายเดือนก่อน

      Kolkata india dirty city Bengli people Banglore workings🤡

    • @saptarshi7587
      @saptarshi7587 6 หลายเดือนก่อน

      নষ্টামি কোলকাতা ছাড়া অন্য কোথাও করা যায় না। ভালো তো লাগবেই

  • @sudebeditboy7559
    @sudebeditboy7559 10 หลายเดือนก่อน +5

    Kolkata ❤

  • @rajarshisarkar3319
    @rajarshisarkar3319 10 หลายเดือนก่อน +2

    দাদা....ব্যাঙ্গালোরে পার্ট টাইম কাজের খোজ দিলে ভালো হয়। অফিসের পরে ঘরে বসে করা যাবে এমন কাজ।

  • @anupammitra4791
    @anupammitra4791 10 หลายเดือนก่อน +8

    একটু জোর হওয়া হলে কারেন্ট চলে যায়। খাবার জলের অপ্রতুলতা যেগুলো কলকাতায় নেই। আপনার কলকাতার বাড়ি কি কলকাতা আসল করপোরেশন এলাকায় নয়। তাহলে কলকাতা জানবেন না। কলকাতায় প্রতি এলাকায় পার্ক আছে আর ওই রকম পার্ক কোথায় ব্যাঙ্গালোর? কলকাতায় আমার বাড়ির কাছে টালা পার্ক সেরম ব্যাঙ্গালোর এ নেই। আর মাঠ থাকলেও ঘাস নেই, ন্যাড়া। বাঙালোরে ফুটপাথ নেই কলকাতায় প্রপরলি আছে যদিও হকার অধ্যুষিত। স্ট্রিট লাইট খুব বাজে। মাঝ রাতে ব্রিগেড রোড গিয়ে দেখুন ঘুটঘুটে। কারণ দোকান গুলো বন্ধ আর রাস্তায় আলো নেই। হ্যা, ভারতে কলকাতা আর মুম্বাই এই দুটো শহরে মিটার টাক্সি চলে ব্যাঙ্গালোরে কোনোদিন এই রকম ইন্টারন্যাশনালি গ্রহণ করা টাক্সি পরিবহন ওভাবে নেই। বাঙ্গলোরে প্রকাশ্যে ধূমপান আইন বিরুদ্ধ। প্রশাসন সেটা কড়া হাতে মানে। কলকাতায় প্রশাসন প্রশ্ন বিদ্ধ। কলকাতা সব সহুরে এবং ইতিহ্যের ব্যাপার গুলো খুব তাড়াতাড়ি বিসর্জন দিয়ে গঞ্জ হবার চেষ্টা করছে। কোনো আইন এনফোর্স হয় না কলকাতায়, সেটা প্রকাশ্যে সিগারেট, যেখানে সেখানে হকার হয়ে বসে পড়া, টাক্সি অটোর দৌরাত্ম বন্ধ সবেতে খাটে। কলকাতায় শৃঙ্খলা নেই আর সরকারও শৃঙ্খলা না এনে সব ঘেঁটে রাখতে চায়। সরকার চাইলে কলকাতা অনেক এগোতে পারে। আর একটা ব্যাঙ্গালোরে রোজ চোখে পড়ে, ব্যাঙ্গালোরে চারিদিকে রাবিশ, নোংরা অসমাপ্ত নির্মাণ, অধাখেছরা এসব আছে। কলকাতায় অন্তত নির্মাণগুলো ফিনিশিং করা। তারপর সাদা নীল রং। বাঙ্গালোরে অসমাপ্ত চারিদিকে, ফিনিশিং নেই। আর খাবার, ফিশ কবিরাজি, মোঘলাই পরোটা এসব ব্যাঙ্গালোর জানেনা। এরাতো রান্নার শৈল্পিক ব্যাপার এখনও ডিসকভারই করতে পারেনি।

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      দমদমে (জংশনে ) অনেকদিন থেকেছি , একটা মাঠ ছিল কিন্তু পার্ক নেই। যাও আছে সেটা হয় বিড়ি খোরের দখলে নইলে রোমিও জুলিয়েট খুব বাড়াবাড়ি করে। যেটা বাঙ্গালোর এ নেই। দক্ষিণ কলকাতা তুলনামূলক ভাবে ভাল। বাকি যা বলেছেন ঠিক। কলকাতায় বাড়ি ফ্ল্যাট সংক্রান্ত দুর্নীতি মনে হয় কম ফলে এমন আধা তৈরি বাড়ি কম। যাইহোক নিজের শহর সেটা সব সময়ই ভাল।

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน +2

      খাবার এটা পেট ভরতে খায়। বলা ভাল এরা বেঁচে থাকার জন্য আর খায় আমরা খাবার জন্য বাঁচি।

    • @anupammitra4791
      @anupammitra4791 10 หลายเดือนก่อน +1

      দমদম হয়তো প্রান্তিক জায়গা বা সাউথ দমদম মিউনিসিপ্যালিটি কিন্তু একটু এগিয়ে এলেই টালাপার্ক, পার্ক ও সুইমিং ক্লাব। আর একটু আগে দেশবন্ধু পার্ক একই সুবিধে। তারপর হেদুয়া, কলেজ স্কোয়ার সব পার্ক, দীঘি, সুইমিং ক্লাব সাধারণ মানুষের জন্য এসব ব্যাঙ্গালোরে কল্পনার বাইরে। শ্যামবাজার মেট্রো স্টেশন আর শোভাবাজার (সুটানটি) স্টেশন এর দূরত্ব 1km এর কম এর মধ্যেই দুটো পার্ক ফুটবল মাঠ সমেত। এগুলো খালি নর্থ কলকাতারই বললাম। হ্যা এখানেও sanky ট্যাঙ্ক এসব আছে রাজমহল ভিলাস এলাকায়। কলকাতার এই সব পার্ক 100 বছর বয়সের। Bangalore সবে শুরু করেছে। আমি কার্জন পার্ক মাথায় রেখে বলছি। কলকাতার ময়দান খুব সুন্দর ও সবুজ। আসলে কলকাতা প্রপার শহরের আদি বাসিন্দা কম দেখি সোশ্যাল মিডিয়াতে। অনেকে বলে বাড়ি কলকাতা, দেখে বা অ্যাকসেন্ট শুনে সন্দেহ হলে বুঝি রানাঘাট বা দত্তপুকুর। কলকাতার খাঁটি লোক না হলে কলকাতা পুরো ঠিক মতো জানেনা। কলকাতার মার্কেটিং কেউ করেনা কিন্তু ব্যাঙ্গালোরের মার্কেটিং ওখানে যাওয়া বাঙালিরাই করে।

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      @@anupammitra4791 কলকাতার এই সব পার্ক 100 বছর বয়সের - etai holo main difference Kolkata vs Bangalore. Please continue to watch my videos, your perception will change regarding Bangalore marketing.
      In my view, Kolkata would be one of the best cities in India but we lost the path.

    • @anupammitra4791
      @anupammitra4791 10 หลายเดือนก่อน

      ​​​​​​@@bhromonindia I stay in Bengaluru for many years in my own apartment but hailed from proper kolkata. Hence I have a better idea. Watched your vlog as time pass. I just mentioned few old parks of Kolkata but there are many new coming up also. You perhaps have no proper idea about real Kolkata because you did not stay here long. I expressed my opinion above and it speaks of both the cities good aspects as well as bad. Please consider others opinion who knows and don't feel jittery. Better do vlogs on a subject with proper knowledge. Half knowledge is dangerous.

  • @tuhinkhan5752
    @tuhinkhan5752 10 หลายเดือนก่อน +4

    ব্যাঙ্গালোরে খাওয়া এবং যাতায়াতের খরচ কলকাতার চেয়ে অনেক বেশি।

    • @diparoy3024
      @diparoy3024 10 หลายเดือนก่อน +1

      Ekdom thik bolechen

  • @manishmukherjee826
    @manishmukherjee826 10 หลายเดือนก่อน +2

    Good presentation

  • @dineshmahal4816
    @dineshmahal4816 3 หลายเดือนก่อน +1

    Bangalore is better right now

  • @rumelamitra8087
    @rumelamitra8087 10 หลายเดือนก่อน +1

    Ekta additional point ekhane add korbo. Ekhankar abohaowa khub professional. Work culture bhalo. Thik sports er point tar motoi ash pasher lokjon dekhe kaj korar motivation, energy ashe. Tobe keu jodi chakrir cheye songsar korte beshi agrahi hon, tar pokkhe shei atmosphere er dik theke Kolkata better

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน +1

      ঠিক বলেছেন। তবে চাকরির থেকে সংসার করতে আগ্রহী হলে ব্যাঙ্গালোর খারাপ কী ? এখানে কেউ তো করো পালেরসোনাল টাইম বা পার্সোনাল লাইফ এ মাঠ গলায় না।

    • @rumelamitra8087
      @rumelamitra8087 10 หลายเดือนก่อน +1

      @@bhromonindia Mondo noy. Ebong onek lok ekhane dirgho din dhore bhalo bhabe songsar korchhe. Katha ta ami discourage korar jonyo bolini. Tobe eta note korar bepar achhe j sobar biye ekrokom hoyna, shob biye te dujon er chemistry ekrokom hoyna. Live in relationship e thakte chaile, sheta te kom beshi socially accepted. Ekjon arekjon k dirghodin chine niye biye korleo somosya oto nao hote pare, kintu dhorun arranged marriage holo, biyer age ekjon arekjon k bishesh chenenna ebong dujoner khub ekta milchhe o na. Shekhetre Kolkata ta better hoteo pare. Bangalore e lokjon byasto, para ghure parar lokeder shonge katha bolben, bonding toiri korben shei atmosphere nei. In fact, tuktak kichhu discussion ja Kolkatay normal bhaba hoy sheta ekhane intrusion bhabe naowa hote pare. Ei j keu karur bishoye matha ghamayna, eta onnanno dik theke bhalo holeo, ei bepar ta onek shomoy ekta glue er kaj kore somporko tikiye rakhar, sheta apnar perspective bojhar dik thekei hok kimba loke ki bolbe shei karone relationship tikiye rakhai hok jeta Kolkata ba WB e paben kintu Bangalore e kom. Social circle ebong tader sathe meet howar frequency man to man very kore. Ei pointer gulo ashar age note kore neben. Shobar somosya hoyna thik e kintu karur somosya hole hoteo pare. Nijeder chemistry bujhe decision nite bolbo

  • @kanthiroybarua3827
    @kanthiroybarua3827 10 หลายเดือนก่อน +1

    Darun laglo 😊

  • @debashishbramha
    @debashishbramha 10 หลายเดือนก่อน +1

    Khub Bhalo,ekta jinis bolen na , North India haterated,Bengalis are treated as outsiders.

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      না এটা সবার ক্ষেত্রে ঠিক নয়। কিছু লোকের জন্য সবাইকে গাল দেয়া যায় না। যেমন ধরুন কালই দেখলাম বাংলাপক্ষ এক হিন্দি ভাষীকে কলকাতায় চমকাচ্ছে / থ্রেট দিচ্ছে , তাহলে কী বলবেন সব বাঙালি বাইরের লোকের সাথে এমন করে? যা ভিডিও কলকাতার ক্ষেত্রে দেখলাম ঠিক সেই ভিডিওই কলকাতায় দেখেছি। লিঙ্কটা পেলে কমেন্টে দিচ্ছি।

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      এই ভিডিওটা দেখুন আর ভাবুন তো এখানে যা হয়েছে তারচেয়ে কী একটুও আলাদা কিছু আছে ? তবে কী সকল বাঙালিকে এর জন্য এমনই বলবেন ?
      facebook.com/purbabardhaman.banglapokkho/videos/782952930530717/?mibextid=rS40aB7S9Ucbxw6v

  • @pareshghatakghatak7522
    @pareshghatakghatak7522 2 หลายเดือนก่อน

    After retirement which place for living?

    • @bhromonindia
      @bhromonindia  2 หลายเดือนก่อน

      without any question, Kolkata is better than Bangalore due to cost and traffic.

  • @surtan3642
    @surtan3642 2 หลายเดือนก่อน +1

    ব্যাঙ্গালোর থেকে কলকাতার লোক গুলো একটু সোজা সরল। সহজে টুপি পরানো যায়।

  • @SanjoyGanguly-i4r
    @SanjoyGanguly-i4r 5 หลายเดือนก่อน

    Namoskar, Amar nam Sanjoy Ganguly. Apnar video bes valo r informative. Ami bangalore a move korbo . Amar akti chele ache class 2 a pare. okhane ia next year 3 te vorti korbo. okhane private school gulo teo ki Kannada language compulsary. Ai information jodi apni dite paren tale khub subidhe hay.

    • @bhromonindia
      @bhromonindia  5 หลายเดือนก่อน

      ব্যাপারটা সঠিক বলা মুশকিল। কারণ এটাতে কিছুটা ধোঁয়াশা আছে। সরকারি আইন করেছিল কিন্তু কোর্ট কেস এ ঝুলে আছে। যদি সরকার জিতে যায় তবে ওটা আবার লাগু হবে। আমার জানা মতে ৩ ভাষা কানার নিতে হয় কিম্তু আবার কোথাও কোথায় শুনেছি ২ ভাষা বলছে। শুনেছি DPS এ দ্বিতীয় ভাষা কনড় দেয় এরা। আমার ছেলে মেয়ে শ্রী চৈতন্য স্কুলে পড়ে সেখানে কনড় ভাষা চাইলে তৃতীয় ভাষা নেয়া যায়। তবে আবার সংস্কৃত বা ইউরোপের ভাষা নেয়া যায়। স্থানীয়রা দ্বিতীয় ভাষা হিসাবে নেয় আমাদের ওখানের বাংলার মতো। যত দিন এই কোর্ট কেস চলবে এমন চলবে। তবে কিছু কিছু স্কুলকে নাকি কনড় ভাষা শেখানোর শর্ত হিসাবে লাইসেন্স দিচ্ছে। ফলে সব মিলে গোজামিল। তৃতীয় ভাষা ক্লাস ৮ পর্যন্ত থাকে।

  • @srabanighosh5255
    @srabanighosh5255 3 หลายเดือนก่อน

    রাজনীতি সন্মন্ধে ভালো হয়

  • @ajitroy4717
    @ajitroy4717 9 หลายเดือนก่อน

    Aapni bolchhen kolkata theke compare kore jadi bolen tahole kolkata sab samoy bhalo bola chhole.

  • @maloymaji6700
    @maloymaji6700 9 หลายเดือนก่อน

    দাদা আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে?

  • @sankarchatterjee1945
    @sankarchatterjee1945 10 หลายเดือนก่อน

    Good

  • @badalkantidutta5430
    @badalkantidutta5430 10 หลายเดือนก่อน +1

    Sir good

  • @parthapal333
    @parthapal333 2 หลายเดือนก่อน

    Khub valo laglo video ta. Ami 12 year bangalore e achhi tai bolte pari apnar sobkota point valid. Kichhu point ami add korte pari ..
    1) Bangalore e rented apartment er dam khub bere gechhe. Kolkatar 3x. 2bhk gated society ekhane 50k te start hoi.
    2) Public transport khub ekta kharap na. Bus service valo achhe. Tobe main road theke olite golite hete jete hoy. Tai apnar bari main road er kachhe hole kono problem nei. Auto er dam minimum 100 taka. Tobe cab jemon uber er dam Bangalore e kolkata r theke kom mone hoy as eta govt control kore hoito.
    3) Work culture ar work life balance bangalore e better. Office politics nei. Sobai ekhane talented ar tader behavior professional
    4) Quickcommerce, ecommerce ar sob app based service bangalore e better.
    Ar ekta point holo bangali hisabe kolkata r emotion ta thakbei - bangalore jotoi point pak

  • @cookiesabir
    @cookiesabir 10 หลายเดือนก่อน

    Dada spine surgery best kothai hobe

  • @HarashitMondal-vz6wk
    @HarashitMondal-vz6wk 8 หลายเดือนก่อน

    Kaku apni Bengaluru te ki job koren?

    • @bhromonindia
      @bhromonindia  8 หลายเดือนก่อน

      সফটওয়্যার কোম্পানিতে চাকরি

  • @yw941
    @yw941 6 หลายเดือนก่อน +1

    DADA APNAR POTIBEDANTA KHUB BHALO LAGLO. AMI BANGALORE THAKI GOTO 19 BOCHOR. AMARO BANGALORE THAKI. BANGALORE KINTU BUS SERVUCE KHUB BHALO. BMTC BUS SURVICE KHUBI BHALO LAGE. OKHANKAR CHIKITSA KHUBI BHALO. JARJONNEYE BANGALA THEKE PROCHUR PATIENT BANGLA BANGALORE JAE.
    AAR EKTA KOTHA RAJNITINI NIE KONO ROKOM KHUN HOENA. RASTAE KONORAKOM MEETING MICHIL HOENA. CHURI KI JINIS TARA JANENA. JAIHOK AMARTO BANGALORE KHUB BHALO LAGE. SEIJONNE AMI BARI BANIECHI.
    REGARDS
    KASHINATH DAS

    • @yw941
      @yw941 6 หลายเดือนก่อน

      DADA BANGALORE CHAKRI KHUB BESI SOMBHOBOA ACHE.
      REGARDS
      KASHINATH DAS

    • @bhromonindia
      @bhromonindia  6 หลายเดือนก่อน

      ধন্যবাদ এমন সুন্দর কমেন্টের জন্য। বাস সার্ভিস খারাপ বলতে বোঝাতে চেয়েছি এখানে বাস এর area কভারেজ কম। অবশ্য কিছুদিন আগে মেট্রো সার্ভিস এর কল্যাণে MF সিরিজ বাস আসায় অনেক নতুন জায়গা কভার করছে। তবু বলব এই বাস কভারেজ এর বিষয়ে প্লাস পাবলিক ট্রান্সপোর্ট এর দিক থেকে কলকাতা এগিয়ে।
      একটা প্রশ্ন জাস্ট জানবার ইচ্ছা আর নিজে এখনও পারিনি তাই, কানারা ভাষা রপ্ত করতে পেরেছেন? এখানে পার্মানেন্ট থাকলে হলে এটা খুবই প্রয়োজনীয় আর সেটাই এখনও পারিনি।

  • @indranighosh8670
    @indranighosh8670 10 หลายเดือนก่อน

    Marathali te ki park ba math achhe?

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน +1

      মারাথালি গ্রাম যদিও এখন ঘিঞ্জি শহর। সব জায়গার মতো পার্ক এখানেও থাকবে।

    • @MUSICISLIFESAM
      @MUSICISLIFESAM 10 หลายเดือนก่อน

      আছে পার্ক.... Munekollal lake search korle paben Google map e....

  • @buddhashil8991
    @buddhashil8991 5 หลายเดือนก่อน

    আপনার সঙ্গে কথা বলতে চাই

  • @furnitureoforest6416
    @furnitureoforest6416 10 หลายเดือนก่อน +3

    কোলকাতায় টোটো শিল্প লটারি শিল্প আছে...

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      লটারী ঠিক বলেছেন। লটারী পশ্চিমবঙ্গ ও কেরল এই দুই জায়গায় খুব চলে। আর অদ্ভুত এই দুই রাজ্যে একসময় বা এখনও বাম সরকার ছিল।

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      লটারী ঠিক বলেছেন। লটারী পশ্চিমবঙ্গ ও কেরল এই দুই জায়গায় খুব চলে। আর অদ্ভুত এই দুই রাজ্যে একসময় বা এখনও বাম সরকার আছে /ছিল।

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      লটারী ঠিক বলেছেন। লটারী পশ্চিমবঙ্গ ও কেরল এই দুই জায়গায় খুব চলে। আর অদ্ভুত এই দুই রাজ্যে একসময় বা এখনও বাম সরকার আছে /ছিল।

  • @arghyabhandari3194
    @arghyabhandari3194 9 หลายเดือนก่อน

    Dada Bangalore a jigani area te 30k te couple survive korte parbo

    • @bhromonindia
      @bhromonindia  9 หลายเดือนก่อน

      জ্ঞিগনী এলাকা একটু বাইরের দিকে তবে ক্রমেই ওই জায়গাও শহর হয়ে যাচ্ছে। ওই দিকে খরচ একটু কম কীভাবে থাকবেন তারপর খরচ নির্ভর করবে। আর আপনার পরিবারে বাচ্চা আছে কিনা সেটাও একটা বড় ব্যাপার। তবে ওই খরচে চালিয়ে নেয়া যায়। আপনি আমার একটা ভিডিও , ব্যাঙ্গালোর থাকতে কত টাকা লাগে এই ভিডিওটা দেখুন।

  • @pintuganguly6665
    @pintuganguly6665 10 หลายเดือนก่อน

    Aamar Bandhur mayer Harmon er problems Aache please Bangalore er best Endocrinologist er diteail janaben ❤🙏

  • @diparoy3024
    @diparoy3024 10 หลายเดือนก่อน +1

    Khub watter problem 😊

  • @mdsekbarkhan1296
    @mdsekbarkhan1296 10 หลายเดือนก่อน +5

    নাতিশীতোষ্ণ আবহাওয়া

  • @MUSICISLIFESAM
    @MUSICISLIFESAM 10 หลายเดือนก่อน +2

    অনেক কিছু ভেবে বলেছেন.....IT er মানুষ বোঝা যাচ্ছে analysis dekhe...😂 .....khali tax ta বাচাতে পারলেই আর চাপ ছিলোনা......Kolkata তে product company ঢুকলে হয় kota ঠিকঠাক....

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน +1

      😂 ঠিক বর্তমানে ওটাই কাজ

  • @sanjoybera2737
    @sanjoybera2737 10 หลายเดือนก่อน

    Dada amer mechanical diploma job on roll job ar khoj din na

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน +1

      ব্যাঙ্গালোরে IT এর বাইরে অন্য জব এর সুযোগ কম আর কিছু IT এত পয়সা দেয় যে বাকি সব লাইনের মানুষের সত্যি বলতে নাভিশ্বাস উঠে যায় এখানে এসে কাজ করে সংসার চালাতে। কিছুদিন বেশ কিছু কোম্পানি non IT অফিস খুলছে , যদি কিছু খোঁজ পাই জনাব।

    • @sanjoybera2737
      @sanjoybera2737 10 หลายเดือนก่อน

      @@bhromonindia ধন্যবাদ

  • @sudattachatterjee1195
    @sudattachatterjee1195 10 หลายเดือนก่อน

    Bangalore besh nongra bommesandra theke electronic City jete ki nongra r dhulo urche

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      ওদিকে অনেকদিন যায়নি। হতেও পারে কারণ এককাল যত ফ্ল্যাট বাড়ির ads আসে সব বলে বোমাসন্দ্র।

    • @AnkitBaranChakraborty
      @AnkitBaranChakraborty 3 หลายเดือนก่อน

      Bangalore moter upor Kolkata theke clean

  • @mottakinurrahmanwasek4096
    @mottakinurrahmanwasek4096 9 หลายเดือนก่อน +3

    কোলকাতা ই ভালো।

  • @abdulhamidshaikh4848
    @abdulhamidshaikh4848 10 หลายเดือนก่อน +1

    Aar Ekta Water transport Kolkata better,

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน +1

      এখানে জল কোথায় যে জলযান থাকবে ?

    • @abdulhamidshaikh4848
      @abdulhamidshaikh4848 10 หลายเดือนก่อน

      @@bhromonindia hnn Kolkata te Ganga acche tai

  • @mdjafaralam2287
    @mdjafaralam2287 8 หลายเดือนก่อน

    ভাই নমস্কার নিবেন।আমি বাংলাদেশ থেকে বলছি,আমি রাজিব গান্ধী চেস্ট হাসপাতালে জাইতে চাইছি, ওখানে বাংলা ভাষা জানে এই রকম লোক পাওয়া জাবে কিনা, আমি নারায়না হাসপাতালে গিয়েছিলাম,এই হাসপাতাল থেকে রাজিব গান্ধী কত দুর? জানাইলে উপকৃত হবো।আর যদি বাংলালী গাইড থাকে তাহলে তার নাম্বার টা দিবেন।

  • @gautamchattopadhyay1705
    @gautamchattopadhyay1705 10 หลายเดือนก่อน

    বেঙ্গালুরুতে যারা চাকুরী করছেন সব hire র চাকুরী।এককথায় ঠিকা চুক্তিভিত্তিক কর্মী।

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      সরকারি চাকরি বাদে সকল প্রকার চাকরি এক রকম তাই। কেউ দিনের ঠিকই, কেউ কয়েক মাস বা বছরের কেউ নির্দিষ্ট সময় বাদে।

  • @ncmajumdar
    @ncmajumdar 10 หลายเดือนก่อน

    Valo valo

  • @bapidutta598
    @bapidutta598 10 หลายเดือนก่อน

    দাদা আমি ব্যাঙ্গালোর যাব গান-বাজনা করতে কেমন হবে ভালো না খারাপ

    • @Rkrkmkj99
      @Rkrkmkj99 10 หลายเดือนก่อน

      Kharap

    • @bapidutta598
      @bapidutta598 10 หลายเดือนก่อน

      Ooooa6a Kano ak2 bolla vlo hoto dada

  • @j.rnachatterjee5877
    @j.rnachatterjee5877 10 หลายเดือนก่อน

    Kolkatay achen valo achen dur aoyaj suhana lagta hay

  • @Akash998-l6t
    @Akash998-l6t 6 หลายเดือนก่อน +1

    Jonmo kolkata holeo bolbo kolkata akdom vlo lagena ...sei level industry ,lok jon r culture , high ambition esob nei ...Hmm akta jinis aache aaj roll khabo ,kal momo khabo ..okhne manush khawa taake besi pradhanyo dei aar bangalore standard status ,money , high society priority

    • @bhromonindia
      @bhromonindia  6 หลายเดือนก่อน

      😂 শুধুই খাব আর খাব এটা সত্যি। খাবার শখ থাকলে কলকাতার কোনও তুলনা হবে না।

  • @sahilrana1807
    @sahilrana1807 10 หลายเดือนก่อน

    Bengaluru

  • @goutamaalee1957
    @goutamaalee1957 10 หลายเดือนก่อน +2

    😃

  • @subhauit
    @subhauit 10 หลายเดือนก่อน +2

    kintu bangalore racist hoye uthche din k din. yoga capital hoye eta sova dey na.

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      পরের ভিডিওতে বিষয়টা একটু বলব কিন্তু খুব বেশি বলা সম্ভব নয়। কেন এমন হচ্ছে সেটা আমার কী মনে হয় সেটা একটু জানাব।

  • @ikbaltarafdar7403
    @ikbaltarafdar7403 10 หลายเดือนก่อน +1

    Joga Jog Bebosthay, apni liklen, Bangalore Egiye (14:27), ota correction korun.

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน +1

      ঠিক ধরেছেন এটা আমার ভুল লেখা হয়েছে।

  • @enamenam7379
    @enamenam7379 10 หลายเดือนก่อน +1

    টাকা পকেটে থাকলে দুনিয়া ভাল । টাকা পকেটে না থাকলে নিজের বাড়ীর এলাকা ভাল লাগবে না ।

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      টাকা আয় তবে। অর্থাৎ ব্যাঙ্গালোর। তাহলে এর পরের ভিডিওটা দেখবেন।

  • @DineshKharia-hb7mx
    @DineshKharia-hb7mx 10 หลายเดือนก่อน +1

    Kolkata weather. kaj aro 2,3 problem ache amar mone hoy

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      একটু লিখুন আপনার কেন এমন মনে হয়

  • @alokebhowmick1792
    @alokebhowmick1792 6 หลายเดือนก่อน

    EKHON KOLKATTA SESH SUDHU POLITICS, R PNPC

  • @ronydey8826
    @ronydey8826 10 หลายเดือนก่อน +1

    Mumbai ছাড়া সব শহর ঠিক আছে। Mumbai is the worst place to live in

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      আমি তো শুনেছি মুম্বই সব চেয়ে ভাল শহর।

    • @ronydey8826
      @ronydey8826 10 หลายเดือนก่อน +1

      @@bhromonindia Mumbai te ami 3 yrs chilam, okhane 50% manush বস্তিতে থাকে, over overpriced room rent, ট্রেনের ভিড় দেখলে ভয় লেগে যাবে, কম ইনকাম গ্রুপের জন্য একদমই ভালো না, শুধু স্ট্রিট ফুড এর variation পাবেন। মাসে ১ লাখের নিচে kamale অবস্থা খারাপ হবে

    • @anitamajumder9508
      @anitamajumder9508 9 หลายเดือนก่อน

      ​@@ronydey8826 Jani Bhison Costly City ... Sadharon Manusher jonno noy

  • @madhabidey7576
    @madhabidey7576 9 หลายเดือนก่อน

    Kolkatar chaite bangalore koti gun bhalo

    • @bhromonindia
      @bhromonindia  9 หลายเดือนก่อน

      কাল হয়ত একটা ভিডিও দেবো একটু খেয়াল রাখবেন। হয়ত আবার ভাববেন।

  • @jinamondal6423
    @jinamondal6423 5 หลายเดือนก่อน

    Information bhul achhe. Kolkatar GDP Bangalore er GDP theke beshi. Bangalore er per capita GDP beshi Kolkatar theke.

    • @bhromonindia
      @bhromonindia  5 หลายเดือนก่อน

      Old information what you are saying, it was few years ago (4/5yrs) but not now.

    • @jinamondal6423
      @jinamondal6423 5 หลายเดือนก่อน

      @bhromonindia Bangalore's GDP is much less than Kolkata's.

    • @jinamondal6423
      @jinamondal6423 5 หลายเดือนก่อน

      Ami link to post korar cheshta korchhi but kora jachchhe na. Apni borong Google korun. Bangalore just IT er upore tike achhe but to be honest shudhu IT te desh chole na. Tai Bangalore er GDP jotheshto kom Kolkatar theke.

  • @debasismitra233
    @debasismitra233 10 หลายเดือนก่อน

    আর বাড়ির কাজের লোক (maid) ?

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      পাওয়া যায় কিনা ?

  • @krishkartickvlog8918
    @krishkartickvlog8918 10 หลายเดือนก่อน

    ❤🎉

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      তোমার জন্য কোন শহর ভাল?

  • @aviz9830
    @aviz9830 10 หลายเดือนก่อน +3

    Bangalore e openly cigarette khele police fine o kore.

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      ওটা পুরো দেশের নিয়ম। বাংলায় মানে না। সিকিমেও পুলিশ ধরে

  • @amTourer
    @amTourer 10 หลายเดือนก่อน

    Kolkatay youths der future norok tullo ekhn..(sorkari chakrir dik theke )🙂

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      সরকারি চাকরি আদেও আছে কিনা কী জানি। একেবারেই কম।

  • @moinaksengupta1373
    @moinaksengupta1373 10 หลายเดือนก่อน +2

    Kolkata is the place for middle class people.

  • @maladey7176
    @maladey7176 6 หลายเดือนก่อน

    Kolkata te pocketmar khub besi chor ye vara

  • @mrigankasarkar1772
    @mrigankasarkar1772 10 หลายเดือนก่อน +1

    Politics nice bolun

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน +2

      পলিটিক্স আর ব্যবসা নিয়ে বলব। ধন্যবাদ। আসলে এটা এমন একটা ব্যাপার যেটা বললে মারধোর খাবার চান্স থাকে। 😀

  • @bikashsarkar3781
    @bikashsarkar3781 10 หลายเดือนก่อน

    কলকাতা এগিয়ে ১.বাড়ী থেকে অনেক দুরে। এটা ঠিক বুঝলাম না।।

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน +1

      এটা বাঙালির জন্য কোনটা ভাল সেই দৃষ্টিভঙ্গি থেকে বলেছি।

  • @aviz9830
    @aviz9830 10 หลายเดือนก่อน

    Crime Bangalore e onek kom. Eta apni miss kore gachen

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน

      ১০ টা পয়েন্ট বলেছি , আরও অনেক বাকি

    • @subhauit
      @subhauit 10 หลายเดือนก่อน +2

      @@bhromonindia safest city in India kolkata

    • @anitamajumder9508
      @anitamajumder9508 9 หลายเดือนก่อน

      Bengaluru 5th safest city and Kolkata 1st 2nd Pune 3rd Hyderabad 4th Chennai

  • @indranilbhattacharjee9770
    @indranilbhattacharjee9770 6 หลายเดือนก่อน

    Kaj nei kolkatai.

  • @indranilbhattacharjee9770
    @indranilbhattacharjee9770 6 หลายเดือนก่อน

    Doper Sahar kolkata.

  • @ajitkumarshaw1291
    @ajitkumarshaw1291 หลายเดือนก่อน

    কলকাতা অনেক পিছিয়ে

  • @arundhatighosh7429
    @arundhatighosh7429 7 หลายเดือนก่อน

    Bangalira gutkha khay na

    • @bhromonindia
      @bhromonindia  7 หลายเดือนก่อน

      খেত না। এখন প্রচুর খায়।

  • @ashutoshdey9766
    @ashutoshdey9766 8 หลายเดือนก่อน

    কলকাতায় পিঠা শিল্প আছে , যা অন্য কোন শহরে পাওয়া যায় না

    • @bhromonindia
      @bhromonindia  8 หลายเดือนก่อน +1

      পিঠা, মিষ্টি কেও শিল্প হিসাবে করা যায় তবে সেটাও উন্নত করবার দরকার হয়। চকলেট বা আইসক্রিম তো এক প্রকার মিষ্টি সেটাও তো শিল্প।

  • @suvosarkar9136
    @suvosarkar9136 8 หลายเดือนก่อน +1

    Bengaluru best city. Kolkata city of slum 🤢🤢

  • @kamalextra9972
    @kamalextra9972 10 หลายเดือนก่อน

    হোটেলে গিয়ে বাসন মাজবো 😂বেতন কেমন আছে ব্যাঙ্গালোরে😢

    • @bhromonindia
      @bhromonindia  10 หลายเดือนก่อน +2

      মাঝারি থেকে বড় হোটেলে বাসন মাজার লোক রাখে না। ডিশ ওয়াশিং মেশিন কিনে নেয়। 😉

    • @kamalextra9972
      @kamalextra9972 10 หลายเดือนก่อน

      @@bhromonindia হায় ভগবান! একমাত্র কাজ করার স্বপ্ন টা ও শেষ হয়ে গেল☹️এবার তো লটারি কাটা ছাড়া উপায় নেই 🤓🤓

    • @Rkrkmkj99
      @Rkrkmkj99 10 หลายเดือนก่อน

      😊😅😂