আচ্চা ভাই অনেকে বলে চাদ নিচ থেকে দেড় ইন্চি কেটে চাদের রটে এস হুক লাগিয়ে নাকি ফ্যান হুক দেওয়া জায়। এটা কি সম্ভব। এতে করে কি চাদের কি কোন খতি হবে। দয়া করে বলবেন
ভাই e proxy করার সময় এক ধরনের আঠা ব্যবহার হয় যেখানে ডিল দিয়ে ছাদ ফুটো করে ,ফুটোর মধ্যে আঠা দিয়ে তারপর রড ডূকানো হয়।এখন রয়েল ভোল্ট ডুকানোর সময় যদি ফুটো মধ্যে ঐ আঠা ব্যবহার করি তারপর ভোল্ট দুইটা ডুকাই তাহলে সমস্যা হবে?
নাইছ,কাজটি কুব ভালো ও টেকশই হইছে
ধন্যবাদ।
অনেক সুন্দর কাজ ধন্যবাদ আমাদের শেখানোর জন্য
আপনাকে ও ধন্যবাদ।
Nice video🥰
Thank you so much..
রয়েল বোল্ট লাগানোর কয়েক মাস পরপর নাকি চেক দিতে হয় আমি তো ঘরে ফলস সিলিং করেছি এখন আমি কি ভাবে চেক দিব চেক কি দিতেই হবে
ভাই একটি ঘরের চাদের টেম্পারেচার কত বছর ভালো থাকে ?
ভাল রয়েল ভোল্ট এর কোন ব্রান্ড আছে?
এস এস এর গুলো ভালো।
আছ্চা ভাই রয়েল বোল্ট লাগানোর কয়ক বছর পর জদি কোন কারনে রয়েল বোল্ট খুলে জায় তখন পুরাতন চাদে কি আবার রয়েল বোল্ট পিটিন করা জাবে?
পুরাতন ছাদে। রয়েল বল্ট না লাগালেই ভালো।
আচ্চা ভাই অনেকে বলে চাদ নিচ থেকে দেড় ইন্চি কেটে চাদের রটে এস হুক লাগিয়ে নাকি ফ্যান হুক দেওয়া জায়। এটা কি সম্ভব। এতে করে কি চাদের কি কোন খতি হবে। দয়া করে বলবেন
ছাদের ঢালাই কমপ্লিট হওয়ার পর ছাত কাটা ঠিক না। কিন্তু ফ্যানের হোক সেফটির জন্য করা যেতে পারে। সেফটি ফার্স্ট।
এতে করে চাদের কোন খতি হবে কি
ভাই আমার ঘরে ফেন হোক ছিল না। এখন রয়েল বোল্ট দিয়ে লাগিয়ে পরে জাওয়ার ভয়ে অনেক টেনশনে আছি। জদি খোলে জায় তাহলে কি অন্য কোন ভাবে ফেন হোক লাগানো জাবে।
যদি ভয় মনে করেন। তবে ডাবল রয়েল বোর্ড ফ্যানের হোক লাগিয়ে নেন তাহলে রিক্সের আশঙ্কা কমে যাবে ইনশাল্লাহ।
ভাই ফ্যান চলতি অবস্থায় ফ্যানের ওজন কমে না বাড়ে বলবেন
নিঃসন্দেহে কমে। কারণ উপর থেকে বাতাস পাখার মাধ্যমে নিচের দিকে চাপ প্রয়োগ করে এবং বাতাসকে ছড়িয়ে দেয়।
আছ্চা আপনি ইন্জিনিয়ার।
এই হচ্ছি - সাধারণ ইলেকট্রিশিয়ান। কেমন।
ভাই রয়েল বোল্ট খুলে পড়ে জাওয়ার সম্ভাবনা আছে কি
ভাই ছাদের টেম্পার যতদিন থাকবে। ইনশাল্লাহ আশা করি রয়েল বোল্ট ছুটবেনা।
ডাবল নাট লাগালে মজবুত হতো
ok
ভাই e proxy করার সময় এক ধরনের আঠা ব্যবহার হয় যেখানে ডিল দিয়ে ছাদ ফুটো করে ,ফুটোর মধ্যে আঠা দিয়ে তারপর রড ডূকানো হয়।এখন রয়েল ভোল্ট ডুকানোর সময় যদি ফুটো মধ্যে ঐ আঠা ব্যবহার করি তারপর ভোল্ট দুইটা ডুকাই তাহলে সমস্যা হবে?
ব্যবহার করলে ভালো।