কুকুর বিড়াল দের জন্য এই যে একটা আলাদা করে ব্যবস্থা আছে এটা জেনে দারুণ ভাল লাগছে.. কোথাও তো ওদের কদর করে অন্তত... যদি আমাদের দেশেও এরকম একটা ব্যবস্থা থাকতো তাহলে বোধ হয় অনেক অবলাদের ই এতো কষ্ট পেয়ে চলে যেতে হতো না ।।
আমি আপনার নীরব দর্শক, ভীষণ ভালো লাগে আপনার এই দৈনন্দিন জীবন দেখতে... মানিক দার হাসিটা এত মিষ্টি আর এত সাপোর্ট করেন উনি খুব ভালো লাগে আপনাদের দাম্পত্য। আজকে আপনার একটা কথা মনে ছুঁয়ে গেল, রেজাল্টের দিন সন্তানদের কিছু না বলা... এতে সত্যি ওরা খুব মানসিক অশান্তিতে ভোগে। আজকের এই যুগে দাঁড়িয়ে যখন খারাপ পেরেন্টিং নিয়ে এত প্রশ্ন সেখানে আপনার এই শিক্ষাটা সত্যি অতুলনীয়। আপনি সত্যি একজন আদর্শ মা সঙ্গে একজন প্রকৃত মানুষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদিভাই।
ঠিক বলেছেন দিদিভাই এগোলেও ফাইন আর পেছলেও ফাইন। তবে কিন্তু এটা মানতেই হবে যে যেহেতু এতো ফাইনের চাপ আছে ওখানে তাই জন্যই কেউ ভুল গুলো করেনা। কিন্তু এমনই যদি কোন ফাইন ছাড়া কোন নিয়ম তৈরি করা হয় তবে তা কেউই মানবে না। 😊😊
Tomar vlog gulo khub sundor khub valo Lage. Rama o Meha ke onek valobasa. Didi tomar kotha sunte khub valo Lage tai tomar purono vlog notun vlog sob roj roj dekhi.
বাচ্চাদের উপর বেশী চাপ না দেওয়ায় উচিত। তাহলে ওরা নিজের থেকেই মনের দিক দিয়ে খুব সহজেই সব কিছু কেই মানিয়ে নিতে পারে । সবাই ভালো থাকবেন। রোজকার মতো ব্লগটা ভালো লাগলো।
দিদি মেহার পরীক্ষাল ফল দেখানোর জন্য খুব ভালো লাগলো মেহা তুমি অনেক বড়ো হয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠ তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমরা সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে
নেহাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ওদের দুই ভাই বোনের ইয়ারকি খুব ভালো লাগলো। সত্যি দিদি আপনি যেমন নেহাকে ঘগরা পরে স্কুলে যেতে না করলেন বা আপনারা দুজনে বিশেষ করে দাদা ওদের স্কুল ছুটির দিন ওদের আনতে গেলেন সেটা ওরা যখন বাবা এবং মা হবে তখন আপনাদের এই ঘটানাগুলো ওদের মনে পরবে আপনার বাবা যেমন আপনাকে বলেছেন ঠিক সেই রকম। মা এবং বাবাই তো প্রকৃত শিক্ষাগুরু। গুরুপূর্ণিমার আগাম শুভেচ্ছা রইলো,আনন্দে এবং হাশিখুশিতে থাকবেন।
আমার বাবা BSF এ চাকরি করতেন। তাই বছরের বেশির ভাগ সময় টা বাবা বাইরে বাইরে থাকতেন। যে কটা দিন বাড়ি ফিরতেন সে কটা দিন আমাকে স্কুলে আনতে যেতেন। আর সেই কটা দিন আমার খুশির শেষ থাকতো না। বাবা আজ পৃথিবীতে নেই। সেই দিন গুলো স্মৃতি হয়ে থেকে গেছে।
আমাদের দেশ অনেক ভালো ,,,অবশ্য সকালে এবং বিকেলে চায়ের দোকানে কিংবা পাড়ার মোড়ে একটা আড্ডা বসে সবার গল্প করার মত একটা বাসস্থান থাকে, সবার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ ঐক্য থাকে।।❤❤
Ekdom thik bolesen Foreign countries ghurte jai setai valo lage..Kintu permanent thakte gele plus Minus anek ase.Huge income hove kintu khorsa o anek .6 month ghorer vitor thaka .manush depression i vuge..1 week snow te valo lage . Daily routine e snow mutheo valo lage na.India is best for living..Yearly world r ek ek country ghurte jaoa anek valo
এই প্রশ্ন টি আমার ছিল অনেক অনেক ধন্যবাদ এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। আমাদের দেশে ও যদি অবলাদের জন্য এমন নিয়ম থাকতো অনেক অনেক আবলা অসময়ে প্রাণ হারাতে হতো না।
মহুয়া নিঃসন্দেহে বাংলার ঘরে ঘরে ছড়িয়ে থাকা সুপ্ত প্রতিভাদের একজন আর তাদের real life inspiration ❤️ So humble grounded soft spoken lady I'm counselor by profession আমিও প্রবাসী তবে দিল্লিবাসী 😃 these days bong ladies are super cool dignified, so happy to see because today's Bengalies are always underrated by non-bengali communities, Bengalies are talented & should rise more N more,I hardly get time to watch vlog but these days watching this channel almost regularly & loving the entire family, they know some magic.
ekhane Rastai jevabe cow cholachol kore ar rastai cow dung pore thake rasta diye hatai muskil. Tobe ei bisoye kichu bola jabe na karon Eta onekeri Maa hoi ek kothai go mata. Nijer make ma bole na goruke ma bole dake. Jemon BJP netara temon tar andhbhkt keo karo cheye kom na.
অনেক অনেক অভিনন্দন মেহা ও রামা কে। দুজনেই খুব খুব লক্ষ্মী বাচ্চা,রামা বাবা কি সুন্দর ক্লাস টিচার কে ক্লাস ক্লিনিং এ সাহায্য করেছে সোনা ছেলে, তাই তো ব্যাচ পেয়েছে! আর মেহা তো পড়াশুনোয় খুবই ভালো তাই রেজাল্ট ও ভালো করেছে! এতো ভালো লাগে আপনাদের ফলো করতে! আর সত্যি অনেক কিছুই হয়তো নেই আমাদের দেশে, তবুও ওই গানটা যে বড়ই সত্যি " ভায়ে মায়ে এতো স্নেহ, কোথায় গেলে পাবে কেহ"? আমরা তাই আমাদের মতো করে ভালো থাকি। সুন্দর ভ্লগ, ভালো লাগলো।
যখন আমেরিকার মতো একটা সিস্টেমের মধ্যে আসবে আমাদের দেশ তখন। কারণ আমার নিজের ইচ্ছে করে রাস্তা ঘাটের সব নোংরা তুলে পরিষ্কার করি কিন্তু করে কি করবো তারপর আমি সে গুলো কোথায় ফেলবো কোনো তো ব্যবস্থা নেই আমাদের দেশে যেটা আমেরিকাতে আসে।
আপনার প্রতিটা ভিডিওর এটাই বৈশিষ্ট্য আমাদের মনে হয় আমরা ফোনের এপার থেকে নয়, আপনার পাশে বসে সমস্ত কর্মকাণ্ড দেখছি, এতটাই জীবন্ত আপনার বর্ণনা । আর রামা ও মেহাকে অনেক অভিনন্দন ভালো রেজাল্ট করার জন্য😊😊
ম্যাডাম আপনি post video voice over টা কিভাবে করেন।।।এত সুন্দর আর নিখুঁত হয়।সত্যি দারুন লাগে।।আর আমার মা আপনার ভিডিও এত ভালোবাসে সারাদিন আপনার পুরোনো ভিডিওগুলো দেখে ।।এইভাবেই continue ভিডিও দিতে থাকবেন।।সত্যি আপনার ভিডিও অনেক মানুষের মুখে হাসি ফোটার কারণ,ভালো থাকার কারণ😊😊।
অনেকদিন ধরে মাথায় ঘুরছিল..প্রায় সব ইউটিউবারদের তো roast video আছে... নিশ্চয়ই আপনারও থাকবে ...তাই ইউটিউবে সার্চ করে দেখলাম প্রবাসে ঘরকন্যা রোস্ট ভিডিও কিন্তু খুব অবাক হলাম একটাও roast ভিডিও নেই... Hats off to you😊...
Bahhh khub sundor Daliya hoyeche, dekhtey o khub sundor lagche....vacation mane tomar khub pressure, eibar to r India asha hobe na, anyway valo theko sustha theko tumi r tomar paribar❤❤❤❤❤
Congrats Meha for the award and Rama for the monkey badge.He is a very good boy.He helped his class teacher in cleaning the classroom.And Meha is very good in studies.😘😘❤❤You cook very well Mahua di.All your recipes are mouth watering.😋😋❤❤
Apnar video gulo dakhte khub valo Lage anek kisu jante para jai. Kintu didi apni niramish kisu Indian ranna ba macher kisu ranna r video diean ata akta chotto abdar roilo .
এখানে কাঁচা লঙ্কার খুব দাম বেড়েছে এখন 40 টাকা 100 গ্রামের দাম, তাও আবার একটুও ঝাল নেই😢যে লঙ্কার দাম 7 টাকা 8 টাকা ছিল একশো গ্রামের দাম তার এত দাম বেড়েছে, আর পারা যাচ্ছে না (নদীয়া)
শুধু কি লঙ্কা টমেটো 150 টাকা kg, আদা 300 টাকা kg, জিরা 650 টাকা kg, সামান্য বরবটি পর্যন্ত 200 টাকা kg। এবার ভাবুন আমাদের মতো নিম্ন মধ্যবিত্তরা কিভাবে কি কিনবো র খাবো কী, দেখা তো যাচ্ছে রোজকার এর তুলনায় খরচ বেশি।
গত বছর এই গরমের ছুটিতে তুমি দেশে এসে মেহুর জন্মদিন পালন করেছিলে জয়পুরের বনলতায়,,সেই ভিডিও কিছুদিন আগে আবার দেখলাম। আবার কবে আসবে দেশে? যদিও দেখাসাক্ষাৎ হয় না, তবুও দেশে এলে মনে হয় তুমি কত কাছে আছো।
Dog der proti ai rokom niyom dekha khub valo laglo I am a pet lover amader Kolkata te oi rokom onek ke ghurte dekhi je khider jalai khaber khujte ami joto tuku pari khowber cesta kori but sobai ke to are dekte parbo na khub kosto Lage amader akhaneo jodi oi rokom rull thakto hoyto ato niriho prani okarone mara jeto na .love from Kolkata.
প্রশাসন যদি শক্ত হয় আর সেই দেশের নাগরিকদের মধ্যে সচেতনতাবোধ থাকে তাহলে সেই দেশ উন্নত হতে বাধ্য,আর এই ফাইন এর যথাযথ প্রয়োগ করে দেশের সমৃদ্ধি করা হলো খুব ভালো এক প্রক্রিয়া
Tomar vlog ato informative ,dekte bhalo lage, America te street dog niye je information dile jene khub bhalo laglo , amader parar Laloo khub adorer,or o good shelter ,daily food , vaccination shob ache
এত ফাইন আছে বলেই, ওখানকার মানুষ এত সচেতন। এই জন্যই চারিদিক এত পরিস্কার। বাবার ব্যস্ততার মাঝে বাবাকে একটু সময়ের জন্য পাওয়া অনেক আনন্দের ❤
Thik bolecho 👍
Ekdomi thik.... Kash amader desheo eii niyom ta thakto.... Tahole khub valo hoto...
ঠিক তাই।
একদম ঠিক
100% true.
কুকুর বিড়াল দের জন্য এই যে একটা আলাদা করে ব্যবস্থা আছে এটা জেনে দারুণ ভাল লাগছে.. কোথাও তো ওদের কদর করে অন্তত... যদি আমাদের দেশেও এরকম একটা ব্যবস্থা থাকতো তাহলে বোধ হয় অনেক অবলাদের ই এতো কষ্ট পেয়ে চলে যেতে হতো না ।।
আমি আপনার নীরব দর্শক, ভীষণ ভালো লাগে আপনার এই দৈনন্দিন জীবন দেখতে... মানিক দার হাসিটা এত মিষ্টি আর এত সাপোর্ট করেন উনি খুব ভালো লাগে আপনাদের দাম্পত্য। আজকে আপনার একটা কথা মনে ছুঁয়ে গেল, রেজাল্টের দিন সন্তানদের কিছু না বলা... এতে সত্যি ওরা খুব মানসিক অশান্তিতে ভোগে। আজকের এই যুগে দাঁড়িয়ে যখন খারাপ পেরেন্টিং নিয়ে এত প্রশ্ন সেখানে আপনার এই শিক্ষাটা সত্যি অতুলনীয়। আপনি সত্যি একজন আদর্শ মা সঙ্গে একজন প্রকৃত মানুষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদিভাই।
মৈনাক ওনার ছেলের নাম
ভীষণ ভালো মন্তব্য। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। আলাদা করে আমার আর কিছু বলার নেই।
@@binitasaha320 ha ami manik bolte giye mainak likhechi... Dhonnobad...
ভালোবাসার এই ছোটো ছোট মুহূর্তগুলো খুব দামী,ভারী আন্তরিক আর মন ছোঁয়া তোমার আলাপচারিতা,ভালো থেকো সবাই
পশু পাখি দের জন্য আমাদের দেশেও কিছু করা উচিত। খুব ভাল লাগল শুনে
তোমার এত। সুন্দর তোমাদের দেশের গল্পঃ শুনতে ভিষন মজা লাগে
বিদেশে থেকেও ভারতীয় সংস্কৃতিকে প্রাধান্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দিদিভাই❤❤
Amar poribara aso ami oo jabo
U
খুবই ভালো লাগলো ভিডিওটি রান্না গুলো দারুণ পারিবারিক গল্প অ তুলনীয় ভালো থেকো ভগবান তোমাদের মংগল করুন আরো উন্নতি করো।সুখী পরিবার ।এতো ভালো লাগে তোমাদের আনন্দে ভালোবাসা য় ভরা ছেলে মেয়ে বাবা মার সংসার টা দেখতে।এইভাবেই সারাজীবন যেনো তোমাদের কাটে এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে।শিক্ষায় দীক্ষায় ছেলে মেয়ে পরিপূর্ণ জীবন পাক।হরেকৃষ্ণ ।
ঠিক বলেছেন দিদিভাই এগোলেও ফাইন আর পেছলেও ফাইন। তবে কিন্তু এটা মানতেই হবে যে যেহেতু এতো ফাইনের চাপ আছে ওখানে তাই জন্যই কেউ ভুল গুলো করেনা। কিন্তু এমনই যদি কোন ফাইন ছাড়া কোন নিয়ম তৈরি করা হয় তবে তা কেউই মানবে না। 😊😊
Ekdom thik bolechen....eta khub darker
ও দেশের লোক বুঝে গেছে ফাইন বা কড়াকড়ি না থাকলে ভালো কথায় কেউ কাজ করবে না। পশুদের ওপর ভালবাসাটার কথাটা শুনে খুব ভালো লাগলো...
দিদি একদিন তোমাদের বিয়ের কাহিনীটি আমাদের সাথে ভাগ করো তাহলে খুব ভালো লাগবে❤
Tomar vlog gulo khub sundor khub valo Lage. Rama o Meha ke onek valobasa. Didi tomar kotha sunte khub valo Lage tai tomar purono vlog notun vlog sob roj roj dekhi.
বাচ্চাদের উপর বেশী চাপ না দেওয়ায় উচিত। তাহলে ওরা নিজের থেকেই মনের দিক দিয়ে খুব সহজেই সব কিছু কেই মানিয়ে নিতে পারে । সবাই ভালো থাকবেন। রোজকার মতো ব্লগটা ভালো লাগলো।
দিদি মেহার পরীক্ষাল ফল দেখানোর জন্য খুব ভালো লাগলো মেহা তুমি অনেক বড়ো হয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠ তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমরা সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে
নেহাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ওদের দুই ভাই বোনের ইয়ারকি খুব ভালো লাগলো। সত্যি দিদি আপনি যেমন নেহাকে ঘগরা পরে স্কুলে যেতে না করলেন বা আপনারা দুজনে বিশেষ করে দাদা ওদের স্কুল ছুটির দিন ওদের আনতে গেলেন সেটা ওরা যখন বাবা এবং মা হবে তখন আপনাদের এই ঘটানাগুলো ওদের মনে পরবে আপনার বাবা যেমন আপনাকে বলেছেন ঠিক সেই রকম। মা এবং বাবাই তো প্রকৃত শিক্ষাগুরু। গুরুপূর্ণিমার আগাম শুভেচ্ছা রইলো,আনন্দে এবং হাশিখুশিতে থাকবেন।
মেহার বলা ইংরেজি কথা গুলো বুঝতে না পারলেও কিন্তু শুনতে খুবই ভালো লাগলো👌
ও দেশে গিয়েও দাদা যে নিয়মিত পুজো করে এটা শুনে খুব ভালো লাগলো ...
তোমাদের নিজের ঘরের মানুষ মনে হয় আমার
অপূর্ব খুব ভালো লাগলো মিষ্টি মিষ্টি।
তোমার বিদেশে গিয়ে সংসারকে গুছিয়ে রাখা দেখে চোখ জুড়িয়ে যায়😌😌😌😌💖💖💖💖
সব সময়ই এতো ভাল লাগে ব্লগ গুলো শুধু অপেক্ষায় থাকি।
আমার বাবা BSF এ চাকরি করতেন। তাই বছরের বেশির ভাগ সময় টা বাবা বাইরে বাইরে থাকতেন। যে কটা দিন বাড়ি ফিরতেন সে কটা দিন আমাকে স্কুলে আনতে যেতেন। আর সেই কটা দিন আমার খুশির শেষ থাকতো না। বাবা আজ পৃথিবীতে নেই। সেই দিন গুলো স্মৃতি হয়ে থেকে গেছে।
তোমার vlog দেখার সময়। মনে হয় ভিডিও টা যেন শেষ না হয় 😊
ভিডিও টা খুব সুন্দর লাগল.মেলা আর রামকৃষ্ণ গরমের ছুটি enjoy কর.রাখার কথাবার্তা বেশ ভাল লাগে.
ভাল থেক সবাই
তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,মেহা,রামা কে অনেক আদর আর ভালবাসা জানাই।
ভাই বোনের দুষ্টুমিটা খুব সুন্দর ভালো লাগে
আমাদের দেশ অনেক ভালো ,,,অবশ্য সকালে এবং বিকেলে চায়ের দোকানে কিংবা পাড়ার মোড়ে একটা আড্ডা বসে সবার গল্প করার মত একটা বাসস্থান থাকে, সবার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ ঐক্য থাকে।।❤❤
আমাদের দেশ হাজার লক্ষ বছর পুরানো। জ্ঞান এখান থেকে তৈরি হয়ে সব পৃথিবী সেগুলো চুরি করে নিজেদের নামে চালিয়েছে
Amar poribara aso ami oo jabo
Ekdom thik bolesen
Foreign countries ghurte jai setai valo lage..Kintu permanent thakte gele plus Minus anek ase.Huge income hove kintu khorsa o anek .6 month ghorer vitor thaka .manush depression i vuge..1 week snow te valo lage . Daily routine e snow mutheo valo lage na.India is best for living..Yearly world r ek ek country ghurte jaoa anek valo
Thanks
@@user-mb9bv9my4x 9
Apnader sobai khub cute mainakda khub valo manush
এই প্রশ্ন টি আমার ছিল অনেক অনেক ধন্যবাদ এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। আমাদের দেশে ও যদি অবলাদের জন্য এমন নিয়ম থাকতো অনেক অনেক আবলা অসময়ে প্রাণ হারাতে হতো না।
Amar poribara aso ami oo jabo
মহুয়া নিঃসন্দেহে বাংলার ঘরে ঘরে ছড়িয়ে থাকা সুপ্ত প্রতিভাদের একজন আর তাদের real life inspiration ❤️
So humble grounded soft spoken lady
I'm counselor by profession আমিও প্রবাসী তবে দিল্লিবাসী 😃 these days bong ladies are super cool dignified, so happy to see because today's Bengalies are always underrated by non-bengali communities, Bengalies are talented & should rise more N more,I hardly get time to watch vlog but these days watching this channel almost regularly & loving the entire family, they know some magic.
সব প্রাণই সমান চোখে দেখে ওখানকার তাই এত সুন্দর সব কিছুই ❤
Chobir moto sundor sohor tomader dasa ato fine ache bolai to
Khub bhalo laglo vlogta.....khub enjoy korlam vlogta......khub sundor.....lots of love 😊❤❤to all of u.....😊❤❤
এগোলেও ফাইন, পিছুলেও ফাইন ডায়ে গেলেও, ফাইন বাঁয়ে গেলেও ফাইন দারুন লাগলো দিদি❤ love from India in Nadia district 🥰🥰🥰
Vlog ta khub sundor okhan kar niom sringkhola,r poribesh nia khub socheton ,poriskar vison sundor
আমেরিকায় ফাইনটা বেশি আছে বলেই দেশটা এত সুন্দর, রাস্তাঘাট পরিষ্কার , সবকিছুতেই একটা আলাদা সৌন্দর্য কাজ করে, আমাদের দেশে যেমন যে যার মতো ! 🤨
Exactly 💯
Ekdom
শুধু ফাইন বলে নয় ওখানে সুন্দর ব্যবস্থা আসে সরকারের যেটা আমাদের এখানে নেই😔
ekhane Rastai jevabe cow cholachol kore ar rastai cow dung pore thake rasta diye hatai muskil. Tobe ei bisoye kichu bola jabe na karon Eta onekeri Maa hoi ek kothai go mata. Nijer make ma bole na goruke ma bole dake. Jemon BJP netara temon tar andhbhkt keo karo cheye kom na.
অনেক অনেক অভিনন্দন মেহা ও রামা কে। দুজনেই খুব খুব লক্ষ্মী বাচ্চা,রামা বাবা কি সুন্দর ক্লাস টিচার কে ক্লাস ক্লিনিং এ সাহায্য করেছে সোনা ছেলে, তাই তো ব্যাচ পেয়েছে! আর মেহা তো পড়াশুনোয় খুবই ভালো তাই রেজাল্ট ও ভালো করেছে! এতো ভালো লাগে আপনাদের ফলো করতে! আর সত্যি অনেক কিছুই হয়তো নেই আমাদের দেশে, তবুও ওই গানটা যে বড়ই সত্যি " ভায়ে মায়ে এতো স্নেহ, কোথায় গেলে পাবে কেহ"? আমরা তাই আমাদের মতো করে ভালো থাকি। সুন্দর ভ্লগ, ভালো লাগলো।
নিজের দেশের আনন্দটাই আলাদা তবে আমরা যে কবে যত্র তত্র নোংরা ফেলার অভ্যাসটা ছাড়তে পারব তা জানিনা 😢। জয় হিন্দ 🇮🇳💝
যেদিন আমাদের দেশেও যত্রতত্র ময়লা ফেললে কড়া ফাইন এবং কড়া শাস্তি চালু হবে, সেদিন 🙏🙏🙏
Tik bolechen
@@a.chakraborty6024 yes tik bol3chen
যখন আমেরিকার মতো একটা সিস্টেমের মধ্যে আসবে আমাদের দেশ তখন।
কারণ আমার নিজের ইচ্ছে করে রাস্তা ঘাটের সব নোংরা তুলে পরিষ্কার করি কিন্তু করে কি করবো তারপর আমি সে গুলো কোথায় ফেলবো কোনো তো ব্যবস্থা নেই আমাদের দেশে যেটা আমেরিকাতে আসে।
Apnar husband figar dam cute ....apnar voice english bolar voice ❤❤❤❤❤❤so love
আপনার প্রতিটা ভিডিওর এটাই বৈশিষ্ট্য আমাদের মনে হয় আমরা ফোনের এপার থেকে নয়, আপনার পাশে বসে সমস্ত কর্মকাণ্ড দেখছি, এতটাই জীবন্ত আপনার বর্ণনা । আর রামা ও মেহাকে অনেক অভিনন্দন ভালো রেজাল্ট করার জন্য😊😊
Anek kichu tatthya janlam oi desher samparke. Khub valo laglo. Khub disciplined okhaner manush.
ম্যাডাম আপনি post video voice over টা কিভাবে করেন।।।এত সুন্দর আর নিখুঁত হয়।সত্যি দারুন লাগে।।আর আমার মা আপনার ভিডিও এত ভালোবাসে সারাদিন আপনার পুরোনো ভিডিওগুলো দেখে ।।এইভাবেই continue ভিডিও দিতে থাকবেন।।সত্যি আপনার ভিডিও অনেক মানুষের মুখে হাসি ফোটার কারণ,ভালো থাকার কারণ😊😊।
Khub valo lage tomar blog dekhte, tomar kotha bolar dhoron ta khub valo
দিদির তোমার ব্লগ এর নোটিফিকেশন মানেই মনটা ভালো হয়ে যাওয়া 🤗😌😌
তুমি বড়োই ভালো। খুব সহজ সরল সাধারণ মনের মানুষ। তবে তুমি সাধারণ হয়েও অসাধারণ। ভালো থেকো সুন্দর থেকো ও সুস্থ থেকো❤❤❤❤❤
Love your vlogs so much 💕
আরো নতুন নতুন ভিডিওর অপেক্ষা তে থাকবো, বর্ধমান থেকে অনেক অনেক ভালোবাসা
Fine ache bolei desh ta amader desher thrkee egiye gyache onekdur😊
ফাইন আছে বলেই ওখানে সবাই নিয়ম মেনে চলে না হলে কেউ মানতো না। Congratulations মেহা 🎉❤ তোমার ভালো performance এর জন্য।
অনেকদিন ধরে মাথায় ঘুরছিল..প্রায় সব ইউটিউবারদের তো roast video আছে... নিশ্চয়ই আপনারও থাকবে ...তাই ইউটিউবে সার্চ করে দেখলাম প্রবাসে ঘরকন্যা রোস্ট ভিডিও কিন্তু খুব অবাক হলাম একটাও roast ভিডিও নেই... Hats off to you😊...
দিদি তোমাদের ভারত খুব সুন্দর বাংলাদেশ থেকে দেকছি তোমার ভিডিও দিদি তুমি জেদিন তোমার ফেজবুকে জেদিন তোমার 1M হবে সেদেন খুব সুন্দর একটি ব্লগ বানাবা ❤🎉❤❤😊
S. Paul chowdhury, Didi tomar swachetonar kotha sune khub bhalo laglo
Congratulations Meha...n congratulations to Rama too for getting a helper batch❤
Not batch but badge!!
Khub valo laglo didi,apni o valo thakben ❣️❣️🇮🇳🇮🇳❣️❣️
কথাটিতে খুব মজা লাগলো.... দেশটাতে কিছু থাক আর না থাক প্রচুর ফাইন আছে....😂😂😂
Khub sundor ranna koren ..apni kathagulo dhore dhore bolen sunte khub valo laghe
গাছের গোড়া একটু খু্৺ড়ে তারপর জল দাও জল তাহলে জল থাকবে।
🌧🌧🌧🌧🌧
একদম তাই। তবে পুরো গোড়ায় নয় একটু পাশ দিয়ে গোল মতো করে খুড়ে জল দিলে জল গাছের গোড়ায় চলে যাবে।
👍
@@rumkikayal9414 hmm akdom...
Thik bolechen
Bahhh khub sundor Daliya hoyeche, dekhtey o khub sundor lagche....vacation mane tomar khub pressure, eibar to r India asha hobe na, anyway valo theko sustha theko tumi r tomar paribar❤❤❤❤❤
ভাই রামা কে অনেক মিষ্টি লাগছিলো।। ইচ্ছে করছিলো আদর করতে।।। তোমাদের সবাই কে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি ।।।।। West Bengal... Coochbehar... ❤❤❤
রোজ দেখি আপনাদের । ভালো লাগে তাই দেখি
Congrats Meha for the award and Rama for the monkey badge.He is a very good boy.He helped his class teacher in cleaning the classroom.And Meha is very good in studies.😘😘❤❤You cook very well Mahua di.All your recipes are mouth watering.😋😋❤❤
তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার ভিডিওটা দেখলে মন টা ভরে যায়।❤❤❤❤
দিদিভাই মাশরুম রান্না টা এক দিন আমাদের সঙ্গে share করবেন 😊❤
Apnar video gulo dakhte khub valo Lage anek kisu jante para jai. Kintu didi apni niramish kisu Indian ranna ba macher kisu ranna r video diean ata akta chotto abdar roilo .
দিদিভাই তোমরা এভাবেই ভালো থেকো ❤.....অনেক অনেক ভালোবাসা ❤ মন টা ভালো হয়ে যায় তোমাদের দেখলেই , মনে হয় যেন নিজের কেউ ❤
মহুয়া তোমার বাবার বাড়ির শিক্ষা ভীষণ ভাল। ভাল থেকো।
দিদি তুমি বিদেশে থেকেও যে এত সুন্দর ভাবে স্বদেশী নিয়ম গুলো পালন করো তা দেখে মন টা পুরো ভালো হয়ে যায়
thank you😊
আপনার তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে খুব ভালো লাগে।
এখানে কাঁচা লঙ্কার খুব দাম বেড়েছে এখন 40 টাকা 100 গ্রামের দাম, তাও আবার একটুও ঝাল নেই😢যে লঙ্কার দাম 7 টাকা 8 টাকা ছিল একশো গ্রামের দাম তার এত দাম বেড়েছে, আর পারা যাচ্ছে না (নদীয়া)
শুধু কি লঙ্কা টমেটো 150 টাকা kg, আদা 300 টাকা kg, জিরা 650 টাকা kg, সামান্য বরবটি পর্যন্ত 200 টাকা kg। এবার ভাবুন আমাদের মতো নিম্ন মধ্যবিত্তরা কিভাবে কি কিনবো র খাবো কী, দেখা তো যাচ্ছে রোজকার এর তুলনায় খরচ বেশি।
@@myself_sanchita7235 একদম ঠিক বলেছেন, আমাদের মতো মধ্যবিত্ত দের খুবই অসুবিধার মুখে পড়তে হচ্ছে এখন।
Congratulations mehu aro boro hou tumi God bless you my dear .didi blog ta khub e sundar
Congratulations Meha and Rama❤..
Enjoy your summer vacation. Hope we will enjoy with you❤
Ajj ami first comment korchi didivai khub khub valo lage tomar video gulo dekhte ❤
কথাগুলো এত সুন্দর গুছিয়ে বলেন যেনো মনে হয় গল্প শুনছি ☺️
গাছের গোড়া গুলো একটু গোল করে খুঁড়ে তারপর জল দেবেন তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। ❤️
Mehar kotha gulo khub sundor lage amar
আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন,😊
খুবই ভাল লাগল
thank you😊
গাছের গোড়ার মাটি একটু খুরপি দিয়ে খুড়ে জল দিন, গড়িয়ে যাবে না, টেনে নেবে
খুব ভালো লাগে তোমাদের পরিবার টা,মেহা আর রামা কে আমার অনেক ভালোবাসা দিও ❤❤❤
বাগানে কম্পোস্ট দিয়ে মালচিং করে দিন। ময়শ্চার ও ধরে রাখবে, গাছ নিজের পুষ্টি ও পেয়ে যাবে।
তোমার মুখে মেহার বাবা এই কথা টা শুনতে আমার খুব ভালো লাগে❤
গত বছর এই গরমের ছুটিতে তুমি দেশে এসে মেহুর জন্মদিন পালন করেছিলে জয়পুরের বনলতায়,,সেই ভিডিও কিছুদিন আগে আবার দেখলাম। আবার কবে আসবে দেশে? যদিও দেখাসাক্ষাৎ হয় না, তবুও দেশে এলে মনে হয় তুমি কত কাছে আছো।
Apnar aey kotha sone khob hasi pelo, okhane sob jaygay khali fine, agoleo fine, picholeyo fine, uppero fine, nicheo fine, khob valo laglo. 😄
Dog der proti ai rokom niyom dekha khub valo laglo I am a pet lover amader Kolkata te oi rokom onek ke ghurte dekhi je khider jalai khaber khujte ami joto tuku pari khowber cesta kori but sobai ke to are dekte parbo na khub kosto Lage amader akhaneo jodi oi rokom rull thakto hoyto ato niriho prani okarone mara jeto na .love from Kolkata.
Fine ta ache bolei sobai rule ta mene chole divai jar karone aspas ta eto clean...onk valo lage tomar blog onk onk valo basa tomake o tomar family k ❤
Khub valo laglo aunty.tomar parents er sikkha je khub valo seta tmr chele meye der manush korar dhoron dekhlei bojha jai❤
khub sundor.khub valo laglo.
ম্যাডাম আপনার ব্লগ গুলো আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে 👌👌👌.
Khub bhalo laglo blog ta.
তোমার ভিডিও লাস্ট 2 মাস থেকে দেখছি , খুব ভালো লাগে এখন
প্রশাসন যদি শক্ত হয় আর সেই দেশের নাগরিকদের মধ্যে সচেতনতাবোধ থাকে তাহলে সেই দেশ উন্নত হতে বাধ্য,আর এই ফাইন এর যথাযথ প্রয়োগ করে দেশের সমৃদ্ধি করা হলো খুব ভালো এক প্রক্রিয়া
Khub valo laglo... Ki sundor kore bolo 💚❤️🧡💛
Tomar vlog ato informative ,dekte bhalo lage, America te street dog niye je information dile jene khub bhalo laglo , amader parar Laloo khub adorer,or o good shelter ,daily food , vaccination shob ache
আনারস কৌটো টা বেশ সুন্দর।
সত্যি রামকৃষ্ণ এর কথা গুলি খুব সুন্দর লাগে ❤
"This is" aj khub khushi .... R Mehu ke ki sundor lagche, shirt ta khub sundor . Mohua apnar baba ekdom thik kotha bolechilen .... Mehu r Rama r sathe aapnader bondhuttyo purno somoorko sotti proshongshonio. Ei karonei Ora chirokaal aapnader somman korbe. Somman jinishta boro , choto sobar i prappyo . Khub bhalo thakben aapnara 😊😊
Oe deshtaye ato fine kore bole e ato porishkar rakhe manus fine deoar vaye e…
Khub bhalo hoyeche Meha sona r Rama baba..❤❤
খুব সুন্দর লাগলো
খুব সুন্দর অসাধারণ।
Ami o amar chele regular tomar vlog dekhi amar chele tomar vlog dekhte khub valo base
Mati khunre jol dao,dekhbe jol thakbe..valo laglo vlogta..vison misti lage tomar golar voice ta..valo theko sobbai ❤️❤️
খুব ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম
রামা খুবসুন্দর আমার খুব ভালো লাগে। 12:50