"মামনি" খুবই স্মার্ট একজন মানুষ। ওনাকে দেখে আমার মায়ের কথাই মনে পড়ছে।ঘরসংসার কাজ, সন্তানসন্ততিদের ফেলে আসলেই আমাদের মায়েদের কোথাও যাওয়া হয় না।সর্বদাই পিছুটান। কিন্তু উনি খুবই ভাগ্যবান একজন মানুষ।এত অসাধারণ ছেলেমেয়ে,জামাই,ছেলের বউ আছে তার। শুভকামনা আর ভালোবাসা সবার জন্য।ওনার যাত্রা নিরাপদ হোক।
কাকিমার মতো শ্বাশুড়ী প্রত্যেকটা মেয়ে পাক❤️☺️। পরিবারের সকল সদস্যের ব্যবহার ও মানসিকতা এতটা ভালো যে লাখে একটা হয়তো এমন পরিবার দেখা যায়। আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন😌।
কাকিমার অনেক সাহস আছে , সাথে উনি অনেক স্মার্ট একজন মহিলা, যে সুদূর বিদেশে একা একাই পাড়ি দেবার সাহস রাখেন। আমাকে সামান্য কলকাতায় একা কেউ যেতে বললে টেনশনে পড়ে যাব, সেখানে একা এতদূরে যাওয়া । Hat's off Kakima 🙏👍
এটাই বলে পারিবারিক শিক্ষা। মিতুন তুমি শ্বাশুড়ি মা খুব ভালো পেয়েছো যত্নে রেখো তাদের।এখন বুঝি মহুয়া দি এত সুন্দর কথা, নম্রতা,মিষ্টি সভাব তার বাড়ি থেকেই ।❤ খুব ভালো পরিবার দেখতেও ভালো লাগে।
জানো মিতুল, রাজার মুখে শেষে মা বলে ডাক টা শুনে মন টা কেমন করে উঠলো।নিজের মায়ের কথা মনে পড়ে গেল। যাই হোক কাকিমার সাবধানে যাক।আর তোমরা সবাই খুব ভালো থেকো।।❤❤❤❤আজ অনেক কথা বলে ফেললাম।
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান। মিতুন আমিও খুব অজানা উত্তেজনায়।আছি।তোমার মামনি একা আমেরিকা যাচ্ছে। ভাবছি আমরা তো বয়স হয়েছে বলে ইন্ডিয়ার কতো জায়গা না গিয়ে এড়িয়ে যাই।কিন্তু তোমার মামনির একা বিদেশ যাবার সাহস দেখে আমি অনেক ভরসা পেলাম।আসলে তোমার বাপি তো। পুলিশে কর্মরত ছিলেন।!তাই ওনার ঘ রো নী বলে কথা!স্মার্ট সেইসঙ্গে সাহসী।খুব ভালো লাগলো। উনি যেন সুস্থভাবে নিরাপদে পৌঁছে যান এই শুভ কামনা রইলো।এবার তোমার বড় দির। ব্লগ বেশি বেশি দেখব। তোমার ব্লগও দেখব।তুমি ও রাজা সবাইকে নিয়ে ভালো থেকো।,,,👌👌👌☘️🌷☘️🤔🤔👋👋😃😃
জানি কারোর বিশ্বাস হবেনা তাও আমি বলছি .....কাকিমা যখন বললো তুমি দু দিন বাপের বাড়িতেও যাবে নাহলে তাদের ও মন খারাপ হবে এটা শুনে আমার চোখ থেকে জল চলে এলো❤
@@aloktaghosh1567 না গো আবার কখনো কখনো দেখা যায় বৌমা ভালো শাশুড়ি জল্লাদ, আবার শাশুড়ি ভালো বৌমা জল্লাদ। আসলে কি বলতো মানুষের পেটে একটু বিদ্যা থাকতে হয় তাহলে শান্তি থাকে সংসারে।
খুব ভালো লাগছে মিতুন তুমি কতো সুন্দর করে কতো যত্ন করে মামুনিকে বিদেশের জন্য রওনা করে দিয়াসলে এয়ারপোর্টে। কাকিমার যাত্রা শুভহোক। তোমরা দুজনে সাবধানে থেকো আনন্দে থেকো ❤❤❤❤❤❤❤❤❤❤
মায়েরা মনে হয় এমনই হয়... আনন্দের মধ্যেও বিস্বাদের সুর মনের অগোচরে বেজে ওঠে... কত আনন্দ নিয়ে মেয়ের কাছে বিদেশে যাচ্ছে কিন্তু ঘরে যে স্বামী, ছেলে, বৌ মা কে রেখে যাচ্ছে... মন মানছে না... মা এই রকমই হয়... ভালো করে ঘুরে আসুন...
এরকম শাশুড়ি মা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুদিকে সামলানোর কথা বললেন।বিয়ের পর নিজের বাবা মা কে দেখার কথা কজন মা বলেন? এটা একটা বড় পাওনা। তুমিও খুব সুন্দর ভাবে দুদিকটাই সামলাতে পারবে ।ভালো থেকো আর সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা রইলো 🥰🥰🥰
Sobar prothom to happy journey kintu kakima tomar sasuri maa khub smart eka ato ta travel onek kothin taou desher biray travel ami holeou bhevachakka khaye Jatam. Jai hok valo kore pouchak uni. Dugga dugga. ❤
সত্যিই মাসিমার মনের জোর অনেক। এতটা রাস্তা একা যাওয়া সহজ কথা নয়। তবে একটা ব্যাপার ভালো লাগছে, এবার আমেরিকায় মাসিমাকে দেখতে পাবো, মহুয়াদির ব্লগে। ওনার যাত্রা শুভ হোক।
খুব ভালো লাগলো, ❤️ দিদি সবকিছু ই একটা আয়ত্ত র মধ্যে রেখে চলেন। ওনার সব ভালো গুলো সন্তান রা পেয়েছে, তুমি ও ওনার সান্নিধ্য পেয়েছো। ভালো থেকো সবাই কে নিয়ে ❤
❤❤❤❤❤আজ আমার শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ছে, আজকে প্রায় ২০বছর পূর্ণ হলো তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। তোমার মতো বৌ পাওয়া সৌভাগ্যের ব্যাপার, শাশুড়ি মায়ের থেকে আলাদা থাকতে হবে বলে মনে কষ্ট হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
তোমার সাথে তোমার শাশুড়ি মার সম্পর্ক টা দেখলে খুব ভালো লাগে । উনি কি সুন্দর বললেন দু দিন বাপের বাড়ি গিয়ে থেকে এসো নাহলে ওদের ও মন খারাপ হবে । খুব আনন্দে থাকো । তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে ❤।
মিতুনদি তোমার কথা গুলো খুব মিষ্টি গো,যতই ক্লান্ত থাকি না কেন মহুয়া দি আর তোমার vlog দেখলেই তোমাদের কথা আদর্শ নীতিবাদী চিন্তাভাবনা দেখে মন টা ভালো হয়ে ওঠে, সঙ্গে মামনির ভালোবাসা।
সত্যি তোমার মত বৌমা পাওয়া যেমন প্রতিটা শাশুড়ির ভাগ্যের ব্যাপার। ঠিক তেমনি মামনির মত শাশুড়ি পাওয়া প্রতিটা বৌমার কাছে ভাগ্যের ব্যাপার । খুব ভালো তোমরা।
সত্যি দিদিভাই তুমি আর মহুয়া দিদি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যারা মানুষের মনে ভালোবাসার জায়গা করে নিয়েছে,আর যেখানে অন্য কন্টেন্ট ক্রিয়েটার গুলো কন্টেন্ট এর নামে শুধুই কন্টেন্ট এর ধর্ষণ করে চলেছে। আর সেখানে তোমরা অনন্য একজন কন্টেন্ট ক্রিয়েটার।।❤❤
কাকিমার মনে সংশয় চোখে মুখে ঠিক টের পাওয়া যাচ্ছে। বয়ষ্ক মানুষ। তবুও মনের জোর সব চেয়ে বড়। ভগবান কোন সমস্যায় যেনো না পড়েন। দেখতে আমার মায়ের মতো মুখটা। আমি বাংলাদেশ থেকে তোমার আর বোন বড়দির ভিডিও সব সময় দেখি।
"মামনি" খুবই স্মার্ট একজন মানুষ।
ওনাকে দেখে আমার মায়ের
কথাই মনে পড়ছে।ঘরসংসার কাজ, সন্তানসন্ততিদের ফেলে আসলেই আমাদের মায়েদের কোথাও যাওয়া হয় না।সর্বদাই পিছুটান।
কিন্তু উনি খুবই ভাগ্যবান একজন মানুষ।এত অসাধারণ ছেলেমেয়ে,জামাই,ছেলের বউ আছে তার।
শুভকামনা আর ভালোবাসা সবার জন্য।ওনার যাত্রা নিরাপদ হোক।
উনি ভাগ্যবতী মা, তাই এরকম সব সন্তান সাথে জামাই , পুত্র বধূ সকলেই এত ভালো। আপনারা সকলে ভালো থাকুন।
Raja দার শেষে মা বলে ডাক টা তে বোঝা গেলো দাদা মা কে অনেক মিস করবে😊
হ্যাঁ ❤️
@@dipjyotighosh2221 হু
কাকিমার মতো শ্বাশুড়ী প্রত্যেকটা মেয়ে পাক❤️☺️। পরিবারের সকল সদস্যের ব্যবহার ও মানসিকতা এতটা ভালো যে লাখে একটা হয়তো এমন পরিবার দেখা যায়। আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন😌।
ধন্যবাদ, খুব ভালো লাগলো ❤️
যাবার আগে ছেলেকে স্নেহের চুম্বন দিলেন আর বললেন ভালো থেকো, মা টাটা শুনে আমার খুব কান্না পাচ্ছিলো।।
পুজোর সময় দুটো দিন বাপের বাড়ি কাটিয়ে এসো,তোমার শাশুড়ী মায়ের কথাটা এতো ভালো লাগলো,.... খুব ভালো থেকো মিতুল ❤
কাকিমার অনেক সাহস আছে , সাথে উনি অনেক স্মার্ট একজন মহিলা, যে সুদূর বিদেশে একা একাই পাড়ি দেবার সাহস রাখেন। আমাকে সামান্য কলকাতায় একা কেউ যেতে বললে টেনশনে পড়ে যাব, সেখানে একা এতদূরে যাওয়া । Hat's off Kakima 🙏👍
এটাই বলে পারিবারিক শিক্ষা। মিতুন তুমি শ্বাশুড়ি মা খুব ভালো পেয়েছো যত্নে রেখো তাদের।এখন বুঝি মহুয়া দি এত সুন্দর কথা, নম্রতা,মিষ্টি সভাব তার বাড়ি থেকেই ।❤ খুব ভালো পরিবার দেখতেও ভালো লাগে।
কাকিমা আপনার সংসারের প্রতিটা মানুষ এক একটি খাঁটি রত্ন ,সবই আপনার শিক্ষা, ভালোবাসা এবং ভালো কর্মের ফল। খুব ভালো থাকবেন সাবধানে যাবেন।
জানো মিতুল, রাজার মুখে শেষে মা বলে ডাক টা শুনে মন টা কেমন করে উঠলো।নিজের মায়ের কথা মনে পড়ে গেল। যাই হোক কাকিমার সাবধানে যাক।আর তোমরা সবাই খুব ভালো থেকো।।❤❤❤❤আজ অনেক কথা বলে ফেললাম।
Koto valo kakimaa apni boumaa ke baper bari jete bollen noile tader mon kharap hobe . sune khub valo laglo .hoito nijer meye sontan aa6e bole ai kostota bojen.
Khtha ta sotti sundor ❤
Akdomi....mey na thakle mey kosto bojha jai na..kintu nijerao to mey
@@AmritaMajumder-p7g eitai katha ।Mituner shasuri ma o khub bhalo ।r uni bhalo bolei bouma o bhalo hoyechhe ।
ধন্যবাদ, খুব ভালো লাগলো ❤️
আপনাকে দেখে জ্যেঠিমা ভীষণ ভালো লাগছে , এতদূরের পথ একাই যাবেন , আজকালের মেয়েদের কাছেও আপনার এই পদক্ষেপ অণুপ্রেরণা হয়ে রইল । প্রণাম নেবেন জ্যেঠিমা ।। ❤❤
উনি সত্যিই খুব সাহসী...একদম ঘরোয়া ভাবে থাকলেও মনের দিক থেকে খুব সাহসী এবং অনেক নারীর অনুপ্রেরণা
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান। মিতুন আমিও খুব অজানা উত্তেজনায়।আছি।তোমার মামনি একা আমেরিকা যাচ্ছে। ভাবছি আমরা তো বয়স হয়েছে বলে ইন্ডিয়ার কতো জায়গা না গিয়ে এড়িয়ে যাই।কিন্তু তোমার মামনির একা বিদেশ যাবার সাহস দেখে আমি অনেক ভরসা পেলাম।আসলে তোমার বাপি তো। পুলিশে কর্মরত ছিলেন।!তাই ওনার ঘ রো নী বলে কথা!স্মার্ট সেইসঙ্গে সাহসী।খুব ভালো লাগলো। উনি যেন সুস্থভাবে নিরাপদে পৌঁছে যান এই শুভ কামনা রইলো।এবার তোমার বড় দির। ব্লগ বেশি বেশি দেখব। তোমার ব্লগও দেখব।তুমি ও রাজা সবাইকে নিয়ে ভালো থেকো।,,,👌👌👌☘️🌷☘️🤔🤔👋👋😃😃
Etai akjon meyer independent hoar akta boro dik. Ei boyose aunty eka atodur travel korchen ato confidence niye. Khub bhalo❤
Koto sundor Masi maa koto valo vabe kotha gulo bolchen.koto valo sasuri maa peyeche mitul di ❤❤❤❤❤
Amara khub excited achi kakima k America te dekhar jonno😊
Akdom
Sotti❤
Sotti tai....
Yes ❤
Hmm
কাকীমা কী ভীষণ স্মার্ট! সুদূর বিদেশে এক একা চলে গেলেন। ❤❤
Arokom sasuri maa pawa vagger bepar sob meyer songsar kora onk sohoj hoye jai ai Arokom manush der sathe pawa❤
জানি কারোর বিশ্বাস হবেনা তাও আমি বলছি .....কাকিমা যখন বললো তুমি দু দিন বাপের বাড়িতেও যাবে নাহলে তাদের ও মন খারাপ হবে এটা শুনে আমার চোখ থেকে জল চলে এলো❤
Amar o...uni eto tai valo je uni tarakeswar er kaku kakima r kotha o vabchen eta ko jon vaben
Khub valo laglo ata sune
@@tuhina........7991 uni bhalo bolei bouma bhalo hoyechhe ।
@@AtanuMODAK0 hmm এমন শাশুড়ি কটা হয় বলো...আসলে শিক্ষিত হওয়ার এটাই প্রমাণ....উনাদের ফ্যামিলি খুব ভালো মন কেড়ে নেওয়ার মতন।
@@aloktaghosh1567 না গো আবার কখনো কখনো দেখা যায় বৌমা ভালো শাশুড়ি জল্লাদ, আবার শাশুড়ি ভালো বৌমা জল্লাদ। আসলে কি বলতো মানুষের পেটে একটু বিদ্যা থাকতে হয় তাহলে শান্তি থাকে সংসারে।
খুব ভালো লাগছে মিতুন তুমি কতো সুন্দর করে কতো যত্ন করে মামুনিকে বিদেশের জন্য রওনা করে দিয়াসলে এয়ারপোর্টে। কাকিমার যাত্রা শুভহোক। তোমরা দুজনে সাবধানে থেকো আনন্দে থেকো ❤❤❤❤❤❤❤❤❤❤
আপনাদের সম্পর্ক এতো মধুর দেখেই বোঝা যায় যে ভালো মানুষ, এবং আপনার মা,বাবাকেই আমি প্রণাম জানাই কারণ ভীষণ সুশিক্ষায় আপনাকে মানুষ করেছেন🙏
এরকম শাশুড়ি মা পাওয়া ভাগ্যের ব্যাপার ❤❤❤❤ তুমি ও খুব সুন্দর ❤❤❤
Mitun sotti tomar 😊katha gulo joto suni ato bhalo lage.. Aajkal kar may hoyeo ki sundor katha bolo.. So caring, upbringing j koto bhalo tomar katha shunlei bojha jai.. Khub khub bhalo thako.. R happy journey didi k.. Khub excited Mohua r vlog a dekhar jonyo
তোমার মামনিকে খুব ভালো লাগে, ঠিক আমার মা,র মতো,ভালো থাকুক পৃথিবীর সমস্ত মায়েরা।
এই বয়সে মাসিমার অনেক সাহস আছে❤একা একা পাড়ি দিলেন বিদেশে❤
Valo bouma hote gele vlo sasuri o hote hoy😊
মামণি আর দিদিভাইয়ের সম্পর্ক ঠিক এভাবেই সবসময়ই মধুর হয়ে থাকুক 💗💗
Koto vaggo valo hole ato valo sasuri paoa jay.. Kakimar kotha sune mon ta valo hoye gelo.. Vison valo manus uni. R bouma tao khub misti😊
Sotti mashi Moni khub e valo manush.. ❤❤ amon sashuri maa jeno sobar ghore ghore thake❤ tahole jibon onk shundor hoye jay..
খুব ভালো লাগল ভিডিওটা ! এইরকম আন্তরিক ভাবে শাশুড়ি মায়ের বিদেশ যাত্রায় see off করার জন্য ! এমন একজন মিষ্টি বৌমা সকলেরই কাম্য ।
Jethima prochondo smart r strong ❤ khub bhalo laglo dekhe, onar journey bhalo hok 🙏🏻
ভীষণ সুন্দর এক ভিডিও উপহার দিলে, মাগো! মনটা ভরে গেল সুখে। ভালো থেকো, সাবধানে থেকে তোমরা সবাই। তোমার ভাগ্যবতী মামণির আদর্শ পুত্রবধূ হয়ে ওঠার পরীক্ষায়---সাবল্যের সঙ্গে উত্তীর্ণ হও। ❤
মায়েরা মনে হয় এমনই হয়... আনন্দের মধ্যেও বিস্বাদের সুর মনের অগোচরে বেজে ওঠে... কত আনন্দ নিয়ে মেয়ের কাছে বিদেশে যাচ্ছে কিন্তু ঘরে যে স্বামী, ছেলে, বৌ মা কে রেখে যাচ্ছে... মন মানছে না... মা এই রকমই হয়... ভালো করে ঘুরে আসুন...
ধন্যবাদ, খুব ভালো লাগলো ❤️
@@mishtialap আমিও যে তোমার মামুনির মত একজন "মা", শাশুড়ী... তাই বোধায় অনুভূতি টা উপলব্ধি করার চেষ্টা করলাম....ভালো থেকো, সাবধানে থেকো 🥰
কাকিমা সত্যিই খুব স্মার্ট ❤❤❤❤
আমার ভাইঝিও গত সপ্তাহে একা একাই UK গেলো পড়াশোনার জন্য।
খুব সুন্দর করে কথাগুলো বললে। তোমার শাশ্বুড়ি মায়ের যাত্রা শুভ হউক আর তোমরা ও ভালো থেকো।
মহুয়া দির সাথে মামনির কথা বলার কত মিল ❤
Mitun tomar r Rajar pronam korar somoy amr jeno chokhe jol chole elo 😢ekei bole bodhhoi attik jog
Bhalo theko
কাকিমা এই বয়সে যে এত দূর যাচ্ছে দেখেই সত্যি অবাক হচ্ছি, ভালোও লাগছে। কাকিমা যেনো ভালো ভাবে পৌঁছে যায়।
অসাধারন ভালো লাগলো বৌমা আর শাশুড়িমার আন্তরিক মেলবন্ধন দেখে। অনেক অনেক ভালোবাসা রইলো তোমার ও তোমার পরিবারের জন্য।
নাতনীর আবদারের ভিডিওটা দেখেছিলাম। ভাল লাগল সত্যিই দিদা নাতনীর ডাকে সাড়া দিল। আমি বাংলাদেশ থেকে।
Sasuri bouma ar ato sundor bonding... Ki j valo lage dekhte.... Sob meader e atai swapno thake...
তোমাদের পরিবারের ভালো বাসা দেখে আমার ভালো বাসার অভাব খুঁজে পাই ।ভালো থেকো মিস্টি বন্ধু 💕
ভীষণ মিষ্টি একটা সম্পর্ক দুজনের এই ভাবে এই তোমরা সারা জীবন থেকে ❤❤
Tomar moto bouma jeno sober ghore hoy ,valo thako❤
@@mollychowdhury3958 oboshoi ।kintu janen amar mone hoy shasuri ke o age bhalo hote hobe।
Khub sundor bouma sasurir bonding 💖 dekhle mon valo heye jai ❤❤❤❤❤❤❤❤
এরকম শাশুড়ি মা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুদিকে সামলানোর কথা বললেন।বিয়ের পর নিজের বাবা মা কে দেখার কথা কজন মা বলেন? এটা একটা বড় পাওনা। তুমিও খুব সুন্দর ভাবে দুদিকটাই সামলাতে পারবে ।ভালো থেকো আর সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা রইলো 🥰🥰🥰
ধন্যবাদ, খুব ভালো লাগলো ❤️
Aunty e khub সাহসী।। নাহলে একা একা বিদেশ যাওয়া ভাবা যায় না😢😢
Sobar prothom to happy journey kintu kakima tomar sasuri maa khub smart eka ato ta travel onek kothin taou desher biray travel ami holeou bhevachakka khaye Jatam. Jai hok valo kore pouchak uni. Dugga dugga. ❤
Tomar moto bouma jano ghor a ghor a hoi❤ khub misti r valo moner manush tumi ❤ valo theko ❤
চোখের জলটা আর ধরে রাখতে পারলাম না খুব থেকো রামা মেহার থেকে বেশি আনন্দ আমার হচ্ছে
আনন্দের সাথে অজান্তেই চোখে জল চলে এসেছে, মামুনির।❤দেখে আমার মন ভারি হয়ে উঠেছে❤😭 আমার শাশুড়ি মাও খুব আদরের❤
Ki vlo sasuma uff❤ ar bouma o ki j vlo ❤❤
ধন্যবাদ, খুব ভালো লাগলো ❤️
তোমার ও তোমার মামনির bonding যেনো চিরকাল এমনই মিষ্টি মধুর থাকে! ❤❤
Ki sundar vabe bollen...tarakeswar a o jabi medinipur a o jabi❤❤❤❤❤
কয় তারিখ এর ব্লগ সেটা উল্লেখ করবেন? তাহলে আমাদের আরো ভালো লাগতো😊
সত্যিই মাসিমার মনের জোর অনেক। এতটা রাস্তা একা যাওয়া সহজ কথা নয়। তবে একটা ব্যাপার ভালো লাগছে, এবার আমেরিকায় মাসিমাকে দেখতে পাবো, মহুয়াদির ব্লগে। ওনার যাত্রা শুভ হোক।
sotti eto valo sasuri aj kal r
dheka jai na.u very very lucky, from birbhum,
Mamoni is very smart.Amaro khub anondo lagche
খুব ভালো লাগলো, ❤️ দিদি সবকিছু ই একটা আয়ত্ত র মধ্যে রেখে চলেন। ওনার সব ভালো গুলো সন্তান রা পেয়েছে, তুমি ও ওনার সান্নিধ্য পেয়েছো। ভালো থেকো সবাই কে নিয়ে ❤
❤❤❤❤❤আজ আমার শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ছে, আজকে প্রায় ২০বছর পূর্ণ হলো তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। তোমার মতো বৌ পাওয়া সৌভাগ্যের ব্যাপার, শাশুড়ি মায়ের থেকে আলাদা থাকতে হবে বলে মনে কষ্ট হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
মামণি আপনি ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন। আপনার যাএা শুভ হোক এবং সাবধানে যাবেন। মিতুল দিদি আপনি ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন। ❤❤❤❤❤❤
ওনার যাত্রা শুভ হোক। ওম নম শিবায়। আমরা সবাই সঙ্গে আছি চিন্তা করোনা। ❤
ধন্যবাদ, খুব ভালো লাগলো ❤️
তোমার সাথে তোমার শাশুড়ি মার সম্পর্ক টা দেখলে খুব ভালো লাগে । উনি কি সুন্দর বললেন দু দিন বাপের বাড়ি গিয়ে থেকে এসো নাহলে ওদের ও মন খারাপ হবে । খুব আনন্দে থাকো । তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে ❤।
একগাল হাসি নিয়ে দিদা চললো নাতি, নাতনি দের কাছে.... মহুয়া দি কত খুশি, মানিক দা সবাই খুশি... আমরাও খুশি
Koto shundor vabna gulo jer jnno manush gulo santi te ache❤️valo lage emn poriber emn chinta vabner manush gulo dekhle❤
খুব ভাগ্যবতী তুমি এত সুন্দর শশুরবাড়ি পেয়েছো
সত্যি শ্বাশুড়ী মা এতো এতো ভালো যে বলারঅপেক্ষা রাখেনা ,❤❤❤❤❤❤
খুব ভালো মেহুর আবদার দিদা ফেলতে পারলো না খুব মজা ❤️❤️❤️
মিতুলদি তোমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম। সব থেকে বেশি ভালো লাগছে আন্টি আমেরিকা যাচ্ছে। মহুয়াদির Vlog গুলো অনেক ভালো পাবো এবার থেকে। ❤❤❤❤
ধন্যবাদ, খুব ভালো লাগলো ❤️
সত্যিই আপনি খুব সাহসি যাক আনন্দের হোক আপনার যাত্রা
ভালো থাকবেন ❤❤❤❤
ওদিকে কাকিমার আসার আনোন্দ আর এদিকে যাওয়ার সব কিছু দেখতে খুব ভালো লাগছে😊😊
মিতুনদি তোমার কথা গুলো খুব মিষ্টি গো,যতই ক্লান্ত থাকি না কেন মহুয়া দি আর তোমার vlog দেখলেই তোমাদের কথা আদর্শ নীতিবাদী চিন্তাভাবনা দেখে মন টা ভালো হয়ে ওঠে, সঙ্গে মামনির ভালোবাসা।
খুব সুন্দর লাগলো তোমার শাশুড়ি মা খুব স্মার্ট। খুব ভালো থেকো ❤️❤️❤️
Koto valo sasu ma boumar jonno koto chinta.sabdhane jaben boumar bhalo hoyache
Mitun tumi khoob bhalo Tai tomar bor sasuri sosur nonod sobai ke bhalo peyecho❤❤
ধন্যবাদ, খুব ভালো লাগলো ❤️
Ay hocha sasuri.koto vago hola amon sasurima hoy.❤
Satti raja r ma bole deke othata sune mone hole ma k khub miss korbe jeno amr chele ama k daklo ❤
voice over naturally dewar chesta korun........onek besi artificial lagchhe......jemn baki video te kotha bolchhen oivabei bolun......setai valo lagbe
Ei dujner Collab ta khub valo lagche akhn... California thekeo khobor pacchi..edike ki hocche setao Jana jacche😅😅
Waoooo vlog gulo deke ki je bhalo lage .. kakima r mukhe ek gal hansi... ❤❤bhalo theko.. ebar mohua dir bolg gulo te kakima.... ❤❤
কি মিষ্টি মামুনি তোমার কি সুন্দর করে তোমাকে বুঝাচ্ছে ❤
You are very lucky to have a mother in law like her...she is really sweet...❤❤
সত্যি তোমার মত বৌমা পাওয়া যেমন প্রতিটা শাশুড়ির ভাগ্যের ব্যাপার। ঠিক তেমনি মামনির মত শাশুড়ি পাওয়া প্রতিটা বৌমার কাছে ভাগ্যের ব্যাপার । খুব ভালো তোমরা।
তোমার কথা গুলো শুনে খুব ভালো লাগলো ❤❤❤মিথুন সবসময় সবাই কে এভাবেই ভালোবাসবে ❤❤❤রাজা আর তুমি সুস্থ ও হাসিখুশি থেকো।
Really di tumio lucky❤eirkm sasurima peye6o😊jawar smy nije bolche mon kharap hole ghure asis babar barite🥰r 2mio nije sahos kore songsare daitto nile😌ei rkm understand love thakle sasuri bouma bonding valo tgakbe🤩 eivbe 2mra sobai hasikhusi theko r viewers sobar valo hok ei etai pray koro🙏💝
Tumi ar mamoni tomader bonding onek bhalo lagloo mamuni Aber akto rest nibee sobar sathee bhalo thekoo
সত্যি দিদিভাই তুমি আর মহুয়া দিদি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যারা মানুষের মনে ভালোবাসার জায়গা করে নিয়েছে,আর যেখানে অন্য কন্টেন্ট ক্রিয়েটার গুলো কন্টেন্ট এর নামে শুধুই কন্টেন্ট এর ধর্ষণ করে চলেছে। আর সেখানে তোমরা অনন্য একজন কন্টেন্ট ক্রিয়েটার।।❤❤
Mitun.. tomar kotha gulo khub mishti lagey shuntey....tomar Mamoni shotti khub i smart manush r confident o....kono tension nei eto dur ekla jabey boley .....
এমন শাশুড়ি মা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার
তোমার মত এ রকম মিষ্টি বৌ মা সবার ঘরে ঘরে হোক তুমি খুব ভালো থেকো মা
Emon jodi sob sasuri boumar bonding hoye tahole sotti khub bhalo hoye.. dekhe mon bhore jasche..
Happy & safe journey kakima..
Kakima r dress ta darun laglo, kon khan thek kinecho ektu janio Mitun😊
Jemon amaik sasuri ma temon i bouma. . . . . . khub khub valo theko bon. . . . . r khub khub sukhi hao. . . . . khub sundor o prokrito sikhay je tumi boro hoyecho ta tomar chinta dharay prokash pay. . . . .
Amar meye mahua der kachei thake San Francisco te. O jakhon jai ami airport e charte jai. Khub mon kharap hoi.
Eka eka America jachhe tomar sasuri maa ❤ khub smart lady.
খুব সুন্দর বন্ডিং শাশুড়ি বৌমার।।এরকমই থেকো।।বুঝতে পারি মিতুন বেশ ভালো স্বভাবের মেয়ে।।
Ai rokom sasuri vaggo kore pawa jai go didi .....onader jotno koro sob somoi....❤
খুব সুন্দর লাগছে দেখতে বোন আমি এিপুরা থেকে তোমার ভিডিও দেখি আমি খুব গরীব থাকার জায়গা নেই আমর পাশে রেখে ❤❤
কাকিমার মনে সংশয় চোখে মুখে ঠিক টের পাওয়া যাচ্ছে। বয়ষ্ক মানুষ। তবুও মনের জোর সব চেয়ে বড়। ভগবান কোন সমস্যায় যেনো না পড়েন। দেখতে আমার মায়ের মতো মুখটা। আমি বাংলাদেশ থেকে তোমার আর বোন বড়দির ভিডিও সব সময় দেখি।