লিঃ কোং এখনও চলছে কিন্তু ২০১৫ সালে জয়েন্ট স্টক থেকে রিজাইন দিয়েছে একজন, ২০০৮ সালে একাউন্ট ক্লোজ, ক্লোজ দেখিয়ে মামলা করেছে। মামলার তাং বসিয়েছে জুন ২০২৩ , যে কোং ছেরে চলে এসেছে তার মামলা হবে কি? দুইটা সাইনের অন্য একজন এখনও কোং চালাচ্ছে।
@@LawCell আমার বিরুদ্ধে একটি চেকের মামলা হয়েছে, এবং চার্জ গঠন হয়েছে। বাদী একটা লোন এগ্রিমেন্ট এর মাধ্যমে ২০১৬ সালে ৩ টি চেকের জামানত নিয়ে ধার দেয়। ভিন্ন ভিন্ন এমাউন্ট লেখা ছিল তারিখ বিহীন অবস্থায়। এর মাঝে ২ টি চেকের টাকা পরিশোধ হওয়ায় চেক দুইটি ফেরত দেন। তবে শেষের চেক টির এমাউন্ট অনেক বড় ছিল। সেই টাকা পরিশোধ হবার পরেও বাদী আমাকে চেক টি ফেরত দেয় নাই। তবে একটি প্রাপ্তি স্বীকার দলিলে সাইন করে নোটারী করে দেয়। নোটারী করার ৮ মাস পরে বাদী আমার বিরুদ্ধে মামলা করে। বাদী কোর্টে নোটারী করা লোন এগ্রিমেন্ট ও প্রাপ্তিস্বীকার দলিল অস্বীকার করেছে, আমার উকিল আপোষের ব্যাপারে চাপ দিচ্ছে। কিন্তু আমার সকল বৈধ ডকুমেন্টস আছে। এ অবস্থায় করনীয় কি?
স্যার, আমার নিজ হাতে লেখা আঠারো হাজার টাকার চেকে অন্য হাতে একলক্ষ আঠারো হাজার করে মামলা দিয়েছে। ব্যাংক লিখে দিয়েছে চেকের উপর লিখন করা হয়েছে । এই মামলার ফলাফল কি হবে।
অসাধারণ উপস্থাপনা খুব সুন্দর ভিডিও
ধন্যবাদ আপনাকে আপনার মুল্যবান মতামত প্রদানের জন্য
সরকারি ছুটির দিনে চেক ডিসঅনার করলে তা বৈধ হবে কি না তা জানার জন্য অনুরোধ রহিল ।
স্যার ডরমেন্ট একাউন্ট এর চেক ডিজঅনার মামলার হয়?
জি অবশ্যই হবে।
লিঃ কোং এখনও চলছে কিন্তু ২০১৫ সালে জয়েন্ট স্টক থেকে রিজাইন দিয়েছে একজন, ২০০৮ সালে একাউন্ট ক্লোজ, ক্লোজ দেখিয়ে মামলা করেছে। মামলার তাং বসিয়েছে জুন ২০২৩ , যে কোং ছেরে চলে এসেছে তার মামলা হবে কি? দুইটা সাইনের অন্য একজন এখনও কোং চালাচ্ছে।
মামলা করতে কোনো বাধা নেই তবে মামলায় সঠিক ভাবে প্রতিদন্দিতা করলে যে কম্পানি ছেড়ে চলে এসেছে তার কোন দায় থাকবে না উচ্চ আদালতের সিদ্ধান্ত মোতাবেক।
আমি প্রতারিত হচ্ছি কোনো টাকা নেয়নি তবুও চেক ডিজনার করেছে এখন কি করতে পারি
মামলায় প্রতিদ্বন্দ্বিতা করুন সম্পূর্ণ রূপে আশা করা যায় প্রতিকার পাবেন
কোয়াশমেনট চলাকালীন মামলা করা যাবে ?
করতে কোনো বাধা নেই তবে মামলা বিচারে চলে যাওয়ার পর আর উক্ত ডকুমেন্ট চ্যালেন্জ করার কোনো সুযোগ নেই। তাই এই মামলা করে তেমন একটা লাভ হবে না
স্যার,, আমি আপনার সহযোগিতা চাই।আমি চরম হয়রানি শিকার হয়েছি।
বিস্তারিত পরামর্শ পেতে হোয়াটসঅ্যাপ ০১৩০৭৯৩৯৭১৭ এ যোগাযোগ করুন। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।
@@LawCell
আমার বিরুদ্ধে একটি চেকের মামলা হয়েছে, এবং চার্জ গঠন হয়েছে।
বাদী একটা লোন এগ্রিমেন্ট এর মাধ্যমে ২০১৬ সালে ৩ টি চেকের জামানত নিয়ে ধার দেয়। ভিন্ন ভিন্ন এমাউন্ট লেখা ছিল তারিখ বিহীন অবস্থায়। এর মাঝে ২ টি চেকের টাকা পরিশোধ হওয়ায় চেক দুইটি ফেরত দেন। তবে শেষের চেক টির এমাউন্ট অনেক বড় ছিল। সেই টাকা পরিশোধ হবার পরেও বাদী আমাকে চেক টি ফেরত দেয় নাই। তবে একটি প্রাপ্তি স্বীকার দলিলে সাইন করে নোটারী করে দেয়। নোটারী করার ৮ মাস পরে বাদী আমার বিরুদ্ধে মামলা করে।
বাদী কোর্টে নোটারী করা লোন এগ্রিমেন্ট ও প্রাপ্তিস্বীকার দলিল অস্বীকার করেছে, আমার উকিল আপোষের ব্যাপারে চাপ দিচ্ছে। কিন্তু আমার সকল বৈধ ডকুমেন্টস আছে। এ অবস্থায় করনীয় কি?
স্যার, আমার নিজ হাতে লেখা আঠারো হাজার টাকার চেকে অন্য হাতে একলক্ষ আঠারো হাজার করে মামলা দিয়েছে। ব্যাংক লিখে দিয়েছে চেকের উপর লিখন করা হয়েছে । এই মামলার ফলাফল কি হবে।
বিস্তারিত জানতে কাগজপত্র গুলো ছবি তুলে পাঠান
স্যার, একটি whatsapp নাম্বার দেন।
বিস্তারিত পরামর্শ পেতে হোয়াটসঅ্যাপ ০১৩০৭৯৩৯৭১৭ এ যোগাযোগ করুন। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।