চেকের মামলায় কি সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করে? আজকের লাইভ, জানতে হলে দেখতে হবে । N.I Act 138(a)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 16

  • @SaifulIslam-p3c7g
    @SaifulIslam-p3c7g 4 หลายเดือนก่อน +1

    স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারন আপনি চেক ডিজঅনার মামলার ভুক্তভোগী জনসাধারণের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য আসলে কেউ চেক ডিজঅনার মামলার ভুক্তভোগী জনসাধারণের পক্ষে কেউ কথা বলে না।আপনি কিছু করতে পারেন আর না পারেন ভুক্তভোগী পক্ষে কথা বলেন সবসময়ই ধন্যবাদ আপনাকে

  • @MdMunjurulHapue
    @MdMunjurulHapue 4 หลายเดือนก่อน +2

    আদালতে দাদন ব্যবসায়ীদের চিন্হিত করলেও মামলা ট্রায়ালে গেলেও আদালত মামলা তাদের বিরুদ্ধে আমলে নেয় না।

  • @SaifulIslam-p3c7g
    @SaifulIslam-p3c7g 4 หลายเดือนก่อน +1

    স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারন আপনি চেক ডিজঅনার মামলার ভুক্তভোগী জনসাধারণের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য আসলে কেউ চেক ডিজঅনার মামলার বিবাদীর পক্ষে কথা বলে না। কিছু হোক বা না হোক আপনি সাধারণ মানুষের পক্ষে কথা বলেন।

    • @sohidulalislam3117
      @sohidulalislam3117 2 หลายเดือนก่อน

      স্যার শরিফ জর্দা কেমিক্যাল কোম্পানি অনেকব্যবসায়ী কোম্পানির এসার এর কাছ থেকে সাদা চেক নিয়ে মিথ্যা মামলা দিয়ে হারানি করতেছে কোম্পানির ঠিকানা টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা স্যার এই কোম্পানি অনেক মানুষের কাছ থেকে সাদা ব্যাংক চেক নিয়ে ব্যবসায়ী বা acer সাথে হরানিমিথ্যা অবিচার করতেছে এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি স্যার আপনি একটু দেখবেন ❤

  • @MdMunjurulHapue
    @MdMunjurulHapue 4 หลายเดือนก่อน +2

    স্যার দাদন ব্যাবসায়ীরা একের পর এক মিথ্যা মামলা দায়ের করে ষাচ্চে এগুল থেকে কিভাবে প্রতি কার পাব। এবং কিভাবে সরকার পর্যন্ত পৌওচাবো। আমরা আইনি প্রতি কার আদালতে পাচ্ছি না।

  • @Milonbusiness-t6k
    @Milonbusiness-t6k 4 หลายเดือนก่อน +3

    আমি একজন সুদ ব্যবসায়ীর কাছ থেকে ছয় লক্ষ বিশ হাজার টাকা নিয়েছিলাম প্রতি লাখে পাঁচ হাজার অর্থাৎ প্রতি মাসে চৌত্রিশ হাজার টাকা করে দিতাম এভাবে পাঁচ থেকে ছয় বছর তাকে দিয়েছি । অথচ সে আমাকে নয় লাখ ত্রিশ হাজার ও আমার স্ত্রীর নামে সাত লাখ পঞ্চাশ হাজার টাকার মামলা দিয়েছে। অথচ আমার স্ত্রী কিছু্ই জানে না। আমরা এখন বাড়ি ছেড়ে পালিয়ে আছি। এই মিথ্যা মামলা থেকে বাঁচতে চাই।

  • @SofiulAlam-q5k
    @SofiulAlam-q5k 3 หลายเดือนก่อน

    ভাইজান,আমরা কোন পথ দিয়ে সরকারের নিকট সঠিক ভাবে আবেদন জানাতে পারব সেই পথটা দেখিয়ে দেন।

  • @mdrahat7412
    @mdrahat7412 4 หลายเดือนก่อน +1

    স্যার আসসালামু আলাইকুম, ৫০% টাকা জমা দিয়ে আপিল এটা অমানবিক, ৫০% টাকা জমা দিতে না পেরে আজ লক্ষ লক্ষ মানুষ দিশেহারা, স্যার এই বিষয়ে আপনি একটি রিট করেন হাজার মানুষের দোয়া সাথে থাকবে আপনার, আল্লাহ চাহেতো এই কাজটি আপনার পরকালে নাজাতের উচিলা হতে পারে, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আমিন।

  • @sohidulalislam3117
    @sohidulalislam3117 2 หลายเดือนก่อน +1

    স্যার আমি এক জর্দা কোম্পানির সাথে ব্যবসা করেছি কোম্পানি আমার কাছ থেকে সাদা ব্যাংক চেক নিয়েছে কোম্পানির নাম হলো শরিফ জর্দা কেমিক্যাল কোম্পানি আমাকে মামলা দিয়েছে আমার কাছে টাকা পাবে ৪০ হাজার মামলা দিয়েছে ২ লাখ ৮০ হাজার মামলা করে আমাকে হারানি করতেছে জর্দা কোম্পানি আমি এখন কি করব

    • @LawCell
      @LawCell  2 หลายเดือนก่อน +1

      মামলাতে সঠিক ভাবে ডিফেন্স করেন

  • @AlamKhan-zv7zu
    @AlamKhan-zv7zu 4 หลายเดือนก่อน +1

    আসসালামুয়ালাইকুম স্যার আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আমি যার কাছে টাকা পাই বা যে আমাকে চেক প্রদান করেছে সে একজন নারী ওকে আমি যে মামলা করব কোন ঠিকানা হবে সেটা কি তার স্বামীর বাড়ি নাকি তার বাবার বাড়ি বা আমি যে উকিল নোটিশ প্রেরণ করবো এটা কোন ঠিকানায়

    • @LawCell
      @LawCell  4 หลายเดือนก่อน +1

      @@AlamKhan-zv7zu আপনার জানামতে ঐ ব্যাক্তি সর্বোশেষ যে স্থানে বসবাস করেছে ঐ ঠিকানায়

  • @ItemadHossain-s9f
    @ItemadHossain-s9f 4 หลายเดือนก่อน +1

    eta ak hoirani mulok mamla.lokkho lokkho vuktovogi

    • @LawCell
      @LawCell  4 หลายเดือนก่อน +1

      @@ItemadHossain-s9f অল্প সময়ের মধ্যেই আমরা একটা গ্রুপ খুলবো ইন শা আল্লাহ সবাইকে নিয়ে

    • @mdrahat7412
      @mdrahat7412 4 หลายเดือนก่อน

      ৫০%টাকা জমা দিয়ে আপিল এটা অমানবিক, স্যার হাজার হাজার মানুষ ৫০%টাকা না থাকার কারনে আজ দিশেহারা প্লিজ আপনি একটা রিট করেন লক্ষ মানুষের দোয়া থাকবে আপনার জন্য, আল্লাহ হয়ত আপনাকে এটার উচিলায় নাজাত দিবেন,