হাড়ের পরিবর্তন রোধ কি খাবেন, কি খাবেন না। হাড় ক্ষয় বলে কিছু নেই। Prof. Dr. M. Amjad Hossain

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • হাড়ের পরিবর্তন রোধ কি খাবেন, কি খাবেন না। হাড় ক্ষয় বলে কিছু নেই। Prof. Dr. M. Amjad Hossain
    #হাড়ক্ষয়#healthtips#Drmamjad
    ---------------------------------------------------------------
    অধিকাংশ মানুষই হাড়ের যত্ন নিয়ে খুব একটা চিন্তা করেন না। এমন কিছু খাবার আছে যে গুলি নিয়মিত খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। সেই সঙ্গে হাড়ও মজবুত হয়ে ওঠে। যেমন-
    ১. মজবুত হাড় পেতে নিয়মিত ব্রকলি খেতে পারেন।
    ২. টক জাতীয় ফল হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
    ৩. শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সয়াবিন খুবই উপকারী। নিয়মিত সয়াবিন খেলে হাড়ের স্বাস্থ্য উন্নত হবে।
    ৪. শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে নিয়মিত ঢেঁড়শ খেতে পারেন।
    ৫. কাঠ বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়।
    ৬. শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে তিলের বীজ খুবই উপকারী।
    কিছু খাবার দেহের হাড় ক্ষয়ের জন্য বিশেষভাবে দায়ী। সেই খাবারগুলো আপনার অজান্তেই আপনি খাচ্ছেন, এতে হাড় ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছে।
    তাই জেনে নিন- কোন খাবারগুলো দেহের হাড়ের ক্ষতি করছে-
    ১) অতিরিক্ত চিনিযুক্ত খাবার
    ২) অতিরিক্ত লবণ
    ৩) অতিরিক্ত ক্যাফেইন
    ৪) অ্যালকোহল
    --------------------------------------------------------------
    RELATED TAGS :হাড় ক্ষয়,হাঁড় ক্ষয়,হাঁড়,হাড় ক্ষয় রোগের চিকিৎসা,হাড় ক্ষয়,হাঁড়ের ক্ষয়,হাঁড়ের ক্ষয় রোধ,হাঁড়ের ক্ষয় রোগ,হাড় ক্ষয় রোগের লক্ষণ,হাড় ক্ষয় প্রতিরোধ,কিভাবে হাঁড়ের ক্ষয় রোধ করা যায়,কোমরের হাড় ক্ষয়,ক্ষয়,ক্ষয় রোগের লক্ষন,হাড় ক্ষয় রোগ,হাড় ক্ষয় প্রতিরোধ,হাড় ক্ষয়ের কারণ,হাড় ক্ষয়ের কারন,হাড় ক্ষয়ের ব্যথা,হাড় ক্ষয় বলে কিছু নেই,মেরুদন্ডের হাড় ক্ষয়,হাড় ক্ষয় হলে কী করবেন ?,হাড় ক্ষয়ের প্রকার,হাড় ক্ষয়ের লক্ষণ,পীঠের হাঁড়,হাড় ক্ষয়ের চিকিৎসা,bone loss,vertical bone loss,horizontal bone loss,zero bone loss,root bone loss,treat bone loss,dental bone loss,loss,percent bone loss,prevent bone loss,bone loss in the jaw,preventing bone loss,patterns of bone loss,percent root bone loss,zero bone loss concepts,dental implants with bone loss,how to prevent bone loss in teeth,pattern of bone loss in periodontitis,bone loss (disease or medical condition),how to prevent bone loss in teeth naturally.
    ---------------------------------------------------------------------
    Prof. Dr. M. Amjad Hossain
    Arthroplasty & Trauma Surgeon
    Chief Consultant
    Dept. of orthopedic surgery
    Lab aid Specialized Hospital
    Dhanmondi, Dhaka-1205.
    Former Professor & Head, Orthopedic Surgery, Dhaka Medical College, Dhaka
    Having graduated from Medicine in 1978, Prof. Dr. M. Amjad Hossain has pursued his career in the field of orthopedics and completed his MS from National Institute of Traumatology and Orthopedic Rehabilitation, University of Dhaka in 1986. Throughout life, he has relentlessly devoted his time and efforts to serve the orthopedic department of various institutions.
    With the growing concern of the world, he has started working on the treatment of osteoporosis for elderly population and devoted himself to establish arthroplasty surgery in Rheumatoid, Osteoporosis and Degenerative arthritis affecting and disabling patients. He had pursued specialized foreign fellowship in the field of Joint Replacement and had been trained extensively at various centre. Recently he has been trained in USA; Particularly with Prof. C.S Ranawat at Hospital for Special Surgery at Newyork, who is the designer & also famous Hip & Knee surgeon of the world. He has also trained himself in Re-constructive Hand & Trauma Surgery. He has been the author of many publications/articles published in different journals. He is the member of AAOS (American Association of Orthopedic Surgeons), SICOT, BJD and member of Asia Pacific arthroplasty society.
    Of particular note, he actively took part in the War of Liberation in 1971 and served for the treatment of war injured and disabled freedom fighters as an honorary adviser to Bangladesh Freedom Fighter Welfare Trust. His sense of social responsibilities has inspired him to build Amana Baki Residential Model School, under AB Foundation, Chirirbandar in Dinajpur. The performance of the school has already drawn the attention of all concerned in that region. With the co-operation of progressive sectors, he has dedicated his passions and thoughts under the shadow of AB foundation to usher the new hope in this underprivileged portion of our society.
    Lots of trainings on the update issues and experience exchange with the leading orthopedic fellows of many countries; notably, USA, Germany, Singapore, Australia and India has definitely added the edge of his professional excellence today, Professor Amjad Hossain is one of the leading opinion molders in the arena of Total Hip & Knee Arthroplasty in Bangladesh and is helping severely crippled patients relived from pain and live an active, independent and happy life.
    Life Member:
    1. Bangladesh Orthopedic Society.
    2. Society of Surgeon of Bangladesh.
    3. Bangladesh Rheumatology Society.
    4. Indian Orthopedic Association.
    5. Asia Pacific Orthopedic Association.
    Member:
    1. American Academy of Orthopedic Surgeon.
    2. British Trauma Society.
    3. AO Foundation.
    4. Rotarian Club of Dhaka Central.

ความคิดเห็น • 680

  • @md.al-amin8924
    @md.al-amin8924 ปีที่แล้ว +221

    স্যারকে আমার হাজার সালাম।আমার ছোট ভাই কে সব ডাক্তার বলছে অপারেশন লাগবে। কিন্তু স্যার কে যখন দেখালাম স্যার বলে ধূর বেটা কিছু হয়নি ওষুধ দিচ্ছি নিয়ম মেনে চল সব ঠিক হয়ে যাবে।আমি বললাম অন্য সব ডাক্তার তো বলতাছে যে অপারেশন লাগবে আপনি বলতাছেন লাগবে না, তখন আমজাদ স্যার বলে আমি বলতে পারতাম কিন্তু আমার এতো টাকার প্রয়োজন নেই আরো বলে যদি বেশি প্রয়োজন না হয় তাহলে MRI পর্যনত করতে দেয় না। একন আমার ভাই আলহামদুলিল্লাহ অপারেশন ছাড়াই ফুটবল খেলতে পারে। সমস্যা ছিল লিগামেন্ট ছিঁড়ে গেছিল।ব্যয়াম জিম সব করেছে, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে আমার চিন্তা লাগে এমন আমজাদ স্যার যদি না থাকে, তাহলে আমরা কোথায় যাবো। এরকম আমজাদ যদি সব জায়গাতে থাকতো তাহলে হয়তো গরীভরা সঠিক চিকিৎসা পায়তো।হাজার বছর বেঁচে থাকুক আমজাদ স্যার মহান আল্লাহ যেন।নেক হায়াত দান করে।

    • @mdfaisalahmed1352
      @mdfaisalahmed1352 ปีที่แล้ว +4

      উনি কোথায় বসে

    • @MdSaiful-b9v
      @MdSaiful-b9v ปีที่แล้ว

      Sir er office kothay vai bolben ,,

    • @rithikabir1865
      @rithikabir1865 ปีที่แล้ว +1

      sir kothai bosy,please bolen

    • @SNMoralStory-qy6hq
      @SNMoralStory-qy6hq ปีที่แล้ว +1

      নামবার দিন ওনার

    • @MDIsrafil-u5r
      @MDIsrafil-u5r ปีที่แล้ว +2

      ভাই আপনি স্যার কে কোথায় দেখিয়েছেন?

  • @jonakisworld
    @jonakisworld หลายเดือนก่อน +3

    স্যার আমার হাড় ক্ষয় কিন্তু আমি তো ইউরিক এসিড বেড়ে যাওয়ার ভয়ে বাদাম , বেশির ভাগ সবজি খেতে পারি না। কি করব ?

  • @mdanish-l2i
    @mdanish-l2i 9 หลายเดือนก่อน +4

    স্যার আপনার হসপিটাল কোথায়

  • @saifiqbal7658
    @saifiqbal7658 5 หลายเดือนก่อน +1

    স্যার আমার হাতের হাড় ভেঙে একটা হাড় দু টুকরো আরেকটা হাড় ভেঙে সামান্য অংশ লেগে আছে। অপারেশন করেছি জোরা লেগেছে। আমার বয়স ২৯। এখন আমি জিমে গিয়ে মাসল বানাচ্ছিলাম।সেক্ষেত্রে জিমে এসব ব্যায়াম কতদিন বন্ধ রাখতে হবে?

  • @MdSagor-fy8bv
    @MdSagor-fy8bv 8 หลายเดือนก่อน +2

    সার আপনার সেম্বার কোথায় আমি আপনার কাছে যাবো আমার কোমর মেরুদন্ড় বুকে ব্যাথা আমার অবস্থা অনেক খারাপ আমি একজন মা আমার দুইটা সন্তান আছে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনার চিকিৎসা আমি ভালো হবো😂😂😂

  • @jamunachakraborty8673
    @jamunachakraborty8673 2 ปีที่แล้ว +6

    EXCELLENT SIR THANK YOU SO MUCH SIR 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌

    • @ProfDrMAmjadHossain
      @ProfDrMAmjadHossain  2 ปีที่แล้ว +2

      Most welcome

    • @Mstsumi-j3c
      @Mstsumi-j3c 8 หลายเดือนก่อน

      স্যার আমার কোমর ব্যাথা আপনাকে দেখাবো অনেক ওষুধ খাচিছ কিন্তু কাজ হচেছ না আপনাকে কোথায় পাবো

  • @raimondal4492
    @raimondal4492 2 ปีที่แล้ว +1

    Ami 1st time pronam niban sir ... great 🙏🙏🙏🙏

  • @HxsVgx
    @HxsVgx 4 หลายเดือนก่อน +1

    এখন উনাকে পাওয়া জাবো কেউ বলতে পারবেন

  • @antormondol8048
    @antormondol8048 ปีที่แล้ว +1

    আমার বুকের বাম পাশে একটু উঁচু কেনো আমার বয়স ১৭ আমি কিছু বুঝতেছি না 😢😢

    • @MimKhan-xi5hx
      @MimKhan-xi5hx 4 หลายเดือนก่อน

      আপু ভয় পাওর কনো দরকার নাই এটা সব মেয়ে দের আছে

  • @ismat-official8035
    @ismat-official8035 2 ปีที่แล้ว +7

    স্যার আমার শরিল টা প্রচুর দূর্বল!
    আমার বয়স টা ও প্রায় ২২/২৩ কিন্তু সে তুলনায় আমার ওজন টা একেবারে কম ৪৮ কেজি। তো স্যার যদি পরামর্শ দিন যে শরিল দূর্বল ও ওজন কম হওয়া থেকে কি করে ভালো ফলাফল পাবো??

  • @dineshmandal8117
    @dineshmandal8117 2 ปีที่แล้ว +24

    খুব প্রয়োজনীয় আলোচনা ভাল লাগল।ভাল থাকবেন ডাক্তার বাবু।

  • @MunnaMu-c7m
    @MunnaMu-c7m 6 หลายเดือนก่อน +1

    স্যার আমার কমরের হার খয় হয়ে গেছে।।।।অনেক ডাক্তারের চিকিৎসা করছি।।। কিন্তু সুস্থ হয়নি।।।। আর কোনো কি চিকিৎসা আছে

  • @anowerpurnima7929
    @anowerpurnima7929 7 หลายเดือนก่อน +1

    কেই ডা:আমজাদ হোসেন সারের ফোন নাম্বার বা, ওনার চেম্বারে কয় টা থেকে কয় টা পযন্ত বসে কষ্ট করে কেউ যদি বলতেন, অনেক অনেক দরকার ছিলো

    • @hamidulzoy6898
      @hamidulzoy6898 6 หลายเดือนก่อน

      কিছুদিন আগে আমি স্যারের চেম্বারে গিয়েছি

  • @IsratJahan-mn2jm
    @IsratJahan-mn2jm ปีที่แล้ว +20

    মাশাআল্লাহ অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন

    • @alifarafatalamin5792
      @alifarafatalamin5792 4 หลายเดือนก่อน

      লেবেট এটা কোন জায়গা

  • @farhadislam3841
    @farhadislam3841 10 หลายเดือนก่อน +1

    মানুষ এর শরিলের মেইন রগ কাটে গেলে হাটা চলাচল করতে পারবে,,,,,,, রগ টা কটে যাওয়ার পড়ে পা চলাচল করতে পারে না,,, এটা কি ভালো হবে,,, পিলিশ একটু পরামর্শ চাচ্ছি পিলিশ কমেন্ট এর উও্র টা আশা করতেছি আমার এক ভাই এর পিলিশ একটু বলবেন

  • @TanzirRahman
    @TanzirRahman 2 ปีที่แล้ว +2

    আমার বয়স যদি ৬০ বছর হত, তাহলে খুব ভালো হত। বয়স কম ২৮, কিন্তু শরীরে ব্যথা এবং যন্ত্রণা। কোথাও যেতে ইচ্ছা করে না। কিছু করতে ভালো লাগে না। কোথাও গেলেই পায়ে যন্ত্রণা শুরু হয়।। বাড়িতে ফিরে ব্যথার যন্ত্রণা হয়।

    • @ProfDrMAmjadHossain
      @ProfDrMAmjadHossain  2 ปีที่แล้ว +1

      Professor Dr. M. Amjad Hossain
      Chief Consultant & Head
      Dept. of Orthopaedic Surgery
      Labaid Specialized Hospital, Dhaka.
      HOTLINE: 10606
      For appoinment call daily @11:00 am.

  • @mdkhirul978
    @mdkhirul978 2 ปีที่แล้ว +1

    So like you

  • @hrmuslimtv8884
    @hrmuslimtv8884 2 ปีที่แล้ว +1

    স্যার আজ আপনি কোথায় বসবেন আজ সন্ধা ৬:৪০ মিনিটে সিরিয়াল কেটেছি, দয়াকরে জানাবেন 🙏

  • @nuruddinsikder9212
    @nuruddinsikder9212 4 หลายเดือนก่อน

    Sir Amar husband r Dan payer har benge operation hoi rod r plate dey.....but operation r por infection hoye jai ,akta sokai ase abar onno dike hoye jacce infection akon sir ki kora jai?

  • @nasrinkhan1216
    @nasrinkhan1216 4 หลายเดือนก่อน +1

    Sir chamber kon hospital a

  • @kajinasrin1752
    @kajinasrin1752 2 ปีที่แล้ว +1

    স্যার আমার পিঠ ও আমার দুই হাতের দুই পাশে প্রচুর প্রচুর বেথা বিশেষ করে আমার পিঠের অস্মভব বেথা মনে হয় আমি এখনি মারা যাব মেডিসিন ডাঃ দেখাইছি ওনি এক্সরে সহ বিভিন্ন টেস্ট রিপোর্ট দেখে বললেন যে সবই নরমাল কিন্তু আমার বেথা কিছুতেই কমছে না।plz স্যার rply

  • @ebrahimmia7071
    @ebrahimmia7071 ปีที่แล้ว +6

    আসসালামু আলাইকুম স্যার আপনি অনেক অনেক সুন্দর করে বুঝিয়েছেন,, অনেক ধন্যবাদ স্যার আপনাকে,,,

  • @sheulinath1386
    @sheulinath1386 2 ปีที่แล้ว +1

    আমজাত ভাই আদাপ নিবেন আপনাকে আমার কিছু সমসার কথা বলি কিছু দিন আমার কোমরে ব্যাথা এক্স-রের করা পর ডক্টর বলছে আমার নাকি হাড় খয় হয়ে যাছে ডাক্তার coralcalD ব্যথা ওষুধ দিয়েছে এখনো ব্যথা করতেছে আমি এখন কি করণীয় স্যার

  • @ekhynuemarma4824
    @ekhynuemarma4824 ปีที่แล้ว +2

    স্যার আপনি চট্টগ্রাম ল্যাবএইডেও কি বসেন?

  • @jonakisworld
    @jonakisworld หลายเดือนก่อน

    Sir apnar appointment kivabe pabo ? Kothay bosen apni

  • @rbtonatoni6455
    @rbtonatoni6455 4 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম স্যার হার ক্ষয় হলে সেই হাড়কি আবার ফিরিয়ে আনা যায়?

  • @ashrafulislam-gd3gp
    @ashrafulislam-gd3gp ปีที่แล้ว

    স্যার আপনার মোবাইল নং দেওয়া জাবে।আর আপনার চেম্বার কোথায়।

  • @Habiburrahaman-z5w
    @Habiburrahaman-z5w ปีที่แล้ว

    আমজাদ স্যারের চেম্বার কোথায়?
    মোবাইল নম্বর কত?

  • @milonchow
    @milonchow 8 หลายเดือนก่อน

    আ‌মি প্রচুর খাই কিছুই মা‌নি না। সুস্হ‌্য আ‌ছ্রি। তবে প্রতি‌দিন ৮ কি‌লো দৌড়াই ব‌্যায়াম ক‌রি

  • @akhermondal5169
    @akhermondal5169 2 ปีที่แล้ว +3

    আসসালামু আলায়কুম। আমি ভারত থেকে comment করছি ডাক্তার বাবু। আ মার বয়স ৫৫

  • @ApnarVlog
    @ApnarVlog หลายเดือนก่อน

    স্যার কুইনের উপরে পেশির হাড় একেবারে ভেঙে গেলে জোড়া লাগে নাকি জোরা লাগে না জানাবেন দয়া করে

  • @JannatyAfrin-k8d
    @JannatyAfrin-k8d ปีที่แล้ว

    স্যার আপনার নাম্বার পেতে পারি?আমি আম্মুকে দেখাতে চাই আপনার কাছে। আম্মুর কোমরে অনেক ব্যথা। xre তে হার ক্ষয় এসেছে। আপনি সহায়তা করবেন প্লিজ আম্মুর চিকিৎসা তে। তাই নাম্বার টা আমার জরুরী।

  • @mdimran-nx5ys
    @mdimran-nx5ys 2 ปีที่แล้ว +2

    অনেক কাজ করার ফলে হাঁটুতে ব্যথা হয়। এ অবস্থায় কি করা উচিত?

  • @SalmanVai-wn2mq
    @SalmanVai-wn2mq 2 หลายเดือนก่อน

    Pls amak k,o onar address din,amar khub beshi proyojon,,pls,pls,pls,,,

  • @tasnimfariha7242
    @tasnimfariha7242 หลายเดือนก่อน

    Sir amr ammur হারে ব্যথা,calcium kome geche doctor dekheyechilm kaj hisssena,kindly help

  • @ChondekichukhhonsongeNilanjan
    @ChondekichukhhonsongeNilanjan 8 หลายเดือนก่อน

    Last year I had miniscule tear in my left knee...what should I do...many doctor advised me ..operation is d only solution...plz guide me sir

  • @delowarsohel7477
    @delowarsohel7477 6 หลายเดือนก่อน

    স্যার আমার পায়ের হাড় ভেঙে গেছে ও গোড়ালি মুচকে গেছে যে ১০/১২ হয়েছে ডাক্তার পরামর্শ নিয়ে একবার হাফ ও ফুল প্লাটার করছি,ডাক্তার আবার ৪২ দিন পর দেখা করতে বলছে,কিন্তুু স্যার ব্যাথা করে অনেক, ভয়ও পাচ্ছি,
    আপনার একটু পরামর্শ দরকার স্যার

  • @jahidanwarjamil9743
    @jahidanwarjamil9743 8 หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম। আমার ছেলের ৮ বছর। তার ডান হাত কব্জির উপরে দুটো হাড় ভেঙে গেছে এক মাস হয়ে গেছে এক্সরে করে দেখা গেল হাড় এখনো জোড়া লাগেনি। সবাই বলছেঅপারেশন করতে । কি করলে হাড় সোজা হয়ে জোড়া লাগবে। প্রথম প্লাস্টার করার পর এক্সরে করে দেখি হার সোজা হয়ে বসছে কিন্তু এখন দেখি হাড় সরে গেছে। এখন কি করবো

  • @monwarbarlaskar1793
    @monwarbarlaskar1793 6 หลายเดือนก่อน +1

    আমি একজন ভারতীয় কিন্তু বর্তমানে আমেরিকায় আছি,এখানকার অলস জীবন এবং খাদ্যাভাসে আমার মাংসপেশি এবং হাড় দুর্বল হয়ে গেছে ,তাই আপনার কাছে আমার আবেদন কিভাবে আমি পরিত্রাণ পাই,সালাম আলাইকুম

  • @lakiislam2997
    @lakiislam2997 7 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম আমার বয়স বিশ আমার কমরের হার ক্ষয় হয়ে গেছে

  • @ummehanisadia1212
    @ummehanisadia1212 4 หลายเดือนก่อน

    আমার মাজার হাড় দুইটা একসাথে জোড়া লেগে গেছে আমি কি করতে পরি আমার মাজা ব্যথা বেশি হচ্ছে একটু বলবেন প্লিজ

  • @jasimahmad6393
    @jasimahmad6393 2 ปีที่แล้ว +6

    স্যার, আজ পেলাম আপনার চ্যানেল, সাথে সাথে সাবসক্রাইব করে নিলাম,🥰👍❤️

    • @ProfDrMAmjadHossain
      @ProfDrMAmjadHossain  2 ปีที่แล้ว +2

      অনেক অনেক ধন্যবাদ

    • @onlinepathshala5511
      @onlinepathshala5511 2 ปีที่แล้ว

      @@ProfDrMAmjadHossain কোমড়ের হাড় প্রতিস্থাপন করতে কত টাকা খরচ হতে পারে??

  • @MdRanjuMiaMdRanjuMia-ok2mc
    @MdRanjuMiaMdRanjuMia-ok2mc 5 หลายเดือนก่อน

    স্যার আমার স্ত্রীর কুসকির বলের হার খয় গেছে বাটি সহ এটাকি অপারেশন করতে হবে

  • @subrotosarker4495
    @subrotosarker4495 หลายเดือนก่อน

    স্যার আমার কোমরের দুই পাশে হাঁড় বারছে অনেক ঔষধ খেয়েছি কোন উন্নতি হয়নি কি করতে পারি এখন স্যার ব্যথা কমছে না

  • @sukanyasdiary3638
    @sukanyasdiary3638 2 ปีที่แล้ว +4

    Inflammation থেকে রেহাই পাওয়ার জন্য কি করা যেতে পারে একটু বলবেন স্যার।

  • @MDShahin-ro3er
    @MDShahin-ro3er 11 หลายเดือนก่อน

    স্যর আমার পা ভাংচিল সেই থেকে আমার পারে চিকন হয়ে গেছে কি করব এখন

  • @moonmodhu2748
    @moonmodhu2748 5 หลายเดือนก่อน

    আমার মায়ের পরে গিয়ে রানের চিপার হার একটু ফাটের চিহ্ন পাওয়া গেছে। এখন কি করব অপারেশন করার কথা বলছে।এখন অপারেশন ছাড়া কি কোনো উপায় আছে?

  • @RuhulAmin-pr1fz
    @RuhulAmin-pr1fz 5 หลายเดือนก่อน

    স্যার অপরেশন করার পরে এখন হাটু ভাজ হচ্ছে না এখন আমার কি করনীয় কিভাবে হাটু ভাজ করা যাবে। দয়া করে জানাবেন স্যার

  • @বিনোদনেরঘর-ঠ৬স
    @বিনোদনেরঘর-ঠ৬স ปีที่แล้ว

    স্যার আসছালামুআলাইকুম আমার মায়ের কোমরে ব্যথা করে পা যিম দরে আসে আমি ঢাকা মেডিকেল নিওরোলজি বিভাগের অধ্যপক ডাঃ মোরশেদবাকি স্যারকে দেখাই পরে এক্সরেতে কোমরের হাড় খয় দরা পরে ক্যলসিয়াম ওষদ লিখছে তা খাওয়াইতেছি আমার বাড়ি লক্ষিপুর জেলায় ঢাকা শহর আমার অছেনা শহর আমিকি এ ওষদ গুলো খাওয়াবো নাকি আপনার কাছে আসবো স্যার প্লিজ একটু বলবেন

  • @nilmonijalui7500
    @nilmonijalui7500 2 ปีที่แล้ว +3

    Arthopades ms amjad husen sir are tipes valo laglo

  • @jesanovijj3974
    @jesanovijj3974 3 หลายเดือนก่อน

    সার আমার আম্মার নাকি হার ক্ষয় হয়েছে ডাক্তার বলেছে ডাক্তার যে ঔষধ দিয়েছে তাতে কোনো কাজ হয় না,, আপনার করবো কি ভাবে

  • @firojshek1319
    @firojshek1319 ปีที่แล้ว

    আমজাদ ডাক্তার নাম্বার প্লিস কেউ দেবেন দয়া করে

  • @DDDLLL2
    @DDDLLL2 26 วันที่ผ่านมา

    স্যার,
    রাত জাগার কারনে শরিরের বুকের হাড় ফাকা হয়ে গেছে।
    কিছু কিছু সময় ব্যাথা ও অনুভূতি হয়।
    এখন করনীয় কি?

  • @shikhamondal947
    @shikhamondal947 7 หลายเดือนก่อน

    Ami aj dekhlam sir. Amar akmatro putra MBBS final year but amar mone hoy o smoke kore.ki korbo sir?

  • @raselkhan-mf3ju
    @raselkhan-mf3ju วันที่ผ่านมา

    আমি একজন অসহায় গরীব মানুষ দয়া করে আমার কমেন্টের উত্তরটা দিবেন

  • @photobabul4000
    @photobabul4000 2 ปีที่แล้ว +31

    আমজাদ ভাই, সালাম নিবেন। বহুদিন পর আপনাকে ইউটিউবে দেখলাম নতুনরূপে, ভালো থাকবেন। সুপরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ।

    • @ProfDrMAmjadHossain
      @ProfDrMAmjadHossain  2 ปีที่แล้ว +2

      অনেক অনেক ধন্যবাদ

    • @aparnaroychowdhury4193
      @aparnaroychowdhury4193 2 ปีที่แล้ว +2

      Dr Amjad Hossain I respect you very much, I respect your explanation regarding bone and bone deformation in human body. I want to know when you will come in I ndia. I must meet you if you come in India. Please make us know your arrival with date. I am fond of you.

    • @aparnaroychowdhury4193
      @aparnaroychowdhury4193 2 ปีที่แล้ว +1

      Dr. Hossain you please come in Kolkata so that I can easily meet you

    • @ProfDrMAmjadHossain
      @ProfDrMAmjadHossain  2 ปีที่แล้ว

      @@aparnaroychowdhury4193 Thanks a lot.

    • @parveenbhuyan3296
      @parveenbhuyan3296 2 ปีที่แล้ว

      Qàà

  • @KhairulIslam-qb1oj
    @KhairulIslam-qb1oj 3 หลายเดือนก่อน

    আসলামুআলাইকুম সার আমার হাতের জয়েন্ট খুলে জায় আমি কি করমু

  • @anitadatta8745
    @anitadatta8745 3 หลายเดือนก่อน

    Aamake leafy vegetables khete baron koreche aami ki korbo?

  • @md.arshadbhuiyan7167
    @md.arshadbhuiyan7167 วันที่ผ่านมา

    এই ডাঃ সাহেবের কাছে আমার বড় ভাই কে নিয়ে গিয়েছিলাম। হতে পারে ওনি প্রফেসর ওনার ব্যবহার আর চিকিৎসা সেবা ভালো পাই না। পরবর্তীতে ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করে আল্লাহ রহমতে ভালো আছেন

  • @mdshadat6627
    @mdshadat6627 4 หลายเดือนก่อน

    স্যার আমার হাতের কব্জি চিকন হাত ও চিকন মোটা করার কোন মেডিসিন আছে কিনা

  • @malagupta9693
    @malagupta9693 2 ปีที่แล้ว +10

    খুব ভালো লাগলো শুনে।আমার পায়ে খুব ব‍্যাথা হাটতে অসুবিধা হয়।🙏🙏🙏

    • @TanzirRahman
      @TanzirRahman 2 ปีที่แล้ว

      আমার ডান পায়ের জয়েন্টে খুব ব্যথা। অশান্তি লাগে।

  • @onlinepathshala5511
    @onlinepathshala5511 2 ปีที่แล้ว +1

    কোমড়ের হাড় প্রতিস্থাপন করতে কত টাকা খরচ হয় দয়া করে বলবেন স্যার

    • @ProfDrMAmjadHossain
      @ProfDrMAmjadHossain  2 ปีที่แล้ว

      Professor Dr. M. Amjad Hossain
      Chief Consultant & Head
      Dept. of Orthopaedic Surgery
      Labaid Specialized Hospital, Dhaka.
      HOTLINE: 10606
      For appoinment call daily @11:00 am.

  • @ShamimHossain-k3i
    @ShamimHossain-k3i 7 หลายเดือนก่อน

    আমার বাবার কোমরের সমস্যা দয়াকরে স্যারের সাথে কথা বলার সুযোগ দিন

  • @robelabsar1687
    @robelabsar1687 2 หลายเดือนก่อน

    স্যার আপনার সাথে কথা বলা আমার খুব দরকার আমি কিভাবে আপনার সাথে কথা বলতে পারি,,

  • @anwarhossain5621
    @anwarhossain5621 2 ปีที่แล้ว +4

    অনেক সুন্দর

  • @solemanmannan
    @solemanmannan 10 หลายเดือนก่อน

    নামবার পাওয়া গেলে ভালো হইতো জোগাজোগ করতম

  • @abdullahshuvo4484
    @abdullahshuvo4484 ปีที่แล้ว

    আপনার চেম্বার কোথায়

  • @kallolnag2063
    @kallolnag2063 ปีที่แล้ว

    রোদে বসা বা চলাফেরা করা ও খুব দরকারি

  • @ChondekichukhhonsongeNilanjan
    @ChondekichukhhonsongeNilanjan 8 หลายเดือนก่อน

    By d way ..by profession I m yoga teacher

  • @mdabulkalamdxnoneworldonem9031
    @mdabulkalamdxnoneworldonem9031 2 ปีที่แล้ว +3

    স্যার মাশরুম কি হাড়ের উপকার করে?লাল রিসি মাশরুম

  • @JuiIslam-j8r
    @JuiIslam-j8r 15 วันที่ผ่านมา

    Amr boyos 20bosor..Komore onk betha 😢 doctor dekhaici bolce 3jaygay her khoy hoice ami ki korbo😭

  • @MdReyaz-iw3zw
    @MdReyaz-iw3zw 5 หลายเดือนก่อน

    স্যার আমার মায়ের কোমরের হার ফাক হয়ে গেছে এখন করণীয় কি?

  • @forhadmiah5482
    @forhadmiah5482 2 ปีที่แล้ว +1

    Sir amar kmore prochur betha....amar tinta sijar hyeche....byos...23 bchur....ami kmor nia kichu krte pari na...plzz sir ami apnar pramorsu chai.....plzzzzz

    • @ProfDrMAmjadHossain
      @ProfDrMAmjadHossain  2 ปีที่แล้ว

      Professor Dr. M. Amjad Hossain
      Chief Consultant & Head
      Dept. of Orthopaedic Surgery
      Labaid Specialized Hospital, Dhaka.
      HOTLINE: 10606
      For appoinment call daily @11:00 am.

  • @DhaniRoy-p3r
    @DhaniRoy-p3r 5 หลายเดือนก่อน

    স্যার আমাকে প্লিজ হেল্প করেন আপনার সাথে কেমন করে কন্টাক্ট করব

  • @MohammadBitullah
    @MohammadBitullah 10 หลายเดือนก่อน

    স্যার, আমার কোমড়ের ডান পাশের জয়েন্টের ক্ষয় হচ্ছে, প্রচন্ড ব্যাথা অনুভব করি যা কোমড় থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত যায়।
    টয়লেটে হাই কমোড ছাড়া বসতে পারি না, একজন ডক্টর বললো আমার অপারেশন লাগবে।
    এখন আমি কি করবো স্যার, আপনার কাছে পরামর্শ চাচ্ছি।

  • @raselkhan-mf3ju
    @raselkhan-mf3ju วันที่ผ่านมา

    স্যার আমার হার কালা হয়ে গিয়েছে এবং হাড় ভেঙে গিয়েছে এখন আমি কি করব

  • @akhermondal5169
    @akhermondal5169 2 ปีที่แล้ว +3

    আসসালামু আলায়কুম। আমি ভারত থেকে comment করলাম ডাক্তার বাবু
    আমার বয়স ৫৫ বছর ৭ মাস। আমার জম্মু হাড়ে খুব ব্যথা অনুভব হচ্ছে। যেকোনো জায়গায় কিছু সময় বসে থাকার পর উঠতে গেলে খুব লাগছে। এর চিকিৎসা করার পরামর্শ পেতে চাই। দয়া করে জানাবেন। আমার সুগার আচে।

    • @ProfDrMAmjadHossain
      @ProfDrMAmjadHossain  2 ปีที่แล้ว +2

      Professor Dr. M. Amjad Hossain
      Chief Consultant & Head
      Dept. of Orthopaedic Surgery
      Labaid Specialized Hospital, Dhaka.
      HOTLINE: 10606
      For appoinment call daily @11:00 am.

  • @JimVhoiayan
    @JimVhoiayan 4 หลายเดือนก่อน

    স্যার আমার হাঁটু ব্যথা আমি হাঁটতে পারি না।

  • @m.m.zahidulislam5330
    @m.m.zahidulislam5330 9 หลายเดือนก่อน

    স্যার আমি আপনার সাথে সরাসরি সাক্ষাৎকার চাই কি ভাবে সম্ভব আপনার সাথে যোগাযোগ এর

    • @ProfDrMAmjadHossain
      @ProfDrMAmjadHossain  9 หลายเดือนก่อน

      Professor Dr. M. Amjad Hossain
      Former Prof. & Head,Chief Consultant & Head
      Speciality
      MS (Ortho), AO Fellow (Germany)
      Hand Reconstruction (Madras)
      Trained in Hip & Knee Surgery (USA, India)
      Former Prof. & Head, Dept. of Orthopaedic Surgery
      Dhaka Medical College & Hospital
      Chief Consultant & Head
      Dept. of Orthopaedic Surgery
      Labaid Specialized Hospital, Dhaka
      Appointment: 10606

  • @indirahaldar5211
    @indirahaldar5211 6 วันที่ผ่านมา

    Sir amar gota sorir jontrona kora,khub chul utcha, vitamin d3 Kom

  • @skrobiul1616
    @skrobiul1616 3 หลายเดือนก่อน

    Ser ami apnake amar baccha ke dekhate chai ki vabe jabo please bolun ektu amar bacchar boyes 9 mas ekho gar soja hoy ni or har khub norom r oo khub durbol please ektu sapot koro😢

  • @shathivlog3747
    @shathivlog3747 2 ปีที่แล้ว +3

    স্যার আমার আম্মু বসলে উঠতে পারেনা,উঠলে বসতে পারেনা।দয়া করে পরামর্শ দেন।অনেক কষ্ট পাচ্ছে

    • @ProfDrMAmjadHossain
      @ProfDrMAmjadHossain  2 ปีที่แล้ว

      Professor Dr. M. Amjad Hossain
      Chief Consultant & Head
      Dept. of Orthopaedic Surgery
      Labaid Specialized Hospital, Dhaka.
      HOTLINE: 10606
      For appoinment call daily @11:00 am.

    • @ShamimaAkter-dm8lu
      @ShamimaAkter-dm8lu 2 ปีที่แล้ว

      @@ProfDrMAmjadHossain phon number.please.

  • @mahadiislamictv01
    @mahadiislamictv01 9 หลายเดือนก่อน +2

    আলহামদুলিল্লাহ এনি আমার অপারেশন করেসেন ♥️♥️

  • @hafsaakter9782
    @hafsaakter9782 ปีที่แล้ว +1

    স্যার মেরুদন্ডের হাড় যদি রগের ভিতরে ডুকে যায় তাহলে করনীয় কি। ইকটু যদি বলেন তাহলে অনেক উপকার

  • @KrishnaDas-v7i
    @KrishnaDas-v7i 3 หลายเดือนก่อน

    Sar amar bacha cijar kore hoye chilo tar par theke amar komor r meru Dando batha hache Dr dekhalam osad khachi r komorer photo Kollam amar har naki khay haye ge6e ki korbo bolun please sar

  • @NurHossen-u7c
    @NurHossen-u7c 9 หลายเดือนก่อน +4

    খুব ভালো কথা ধন্যবাদ আপনাকে ❤

  • @islamashraful8938
    @islamashraful8938 9 หลายเดือนก่อน

    sir asslamkum Salam আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো বা দেখা করবো আপনার নাম্বার দেওয়া যাবে

    • @ProfDrMAmjadHossain
      @ProfDrMAmjadHossain  9 หลายเดือนก่อน

      Professor Dr. M. Amjad Hossain
      Former Prof. & Head,Chief Consultant & Head
      Speciality
      MS (Ortho), AO Fellow (Germany)
      Hand Reconstruction (Madras)
      Trained in Hip & Knee Surgery (USA, India)
      Former Prof. & Head, Dept. of Orthopaedic Surgery
      Dhaka Medical College & Hospital
      Chief Consultant & Head
      Dept. of Orthopaedic Surgery
      Labaid Specialized Hospital, Dhaka
      Appointment: 10606

  • @NaeemMultimedia
    @NaeemMultimedia 11 วันที่ผ่านมา

    স্যার হাড় হ্ময় হলে কি ক্যান্সার হয়

  • @aniki13iphone
    @aniki13iphone ปีที่แล้ว

    Sir apner chembar koi , ami dekhabo apnake

  • @RafiqArtAndCraft
    @RafiqArtAndCraft 2 ปีที่แล้ว +6

    খুব সুন্দর তথ্য

  • @samitroycd.d.d.d.dd.d2470
    @samitroycd.d.d.d.dd.d2470 หลายเดือนก่อน

    apnake dekhate chaile kothai dekhsbo bari anek dure

  • @ArghaBiswas-977
    @ArghaBiswas-977 9 วันที่ผ่านมา

    Daktar babu amar 36 boyes amar bam pa khub betha hoy ,har khoye gece ,ki upay ace , osud sara, aktu bolben please

  • @mdmannanhasan4497
    @mdmannanhasan4497 2 ปีที่แล้ว +1

    স্যার সালাম আপনাকে আমার ছেলের বয়স ৭ বছর ৩-৪ মাস বয়স থেকেই পায়ের হাটু থেকে পায়ের গড়ালিতে প্রচন্ড ব্যাথা আমি নিউরোলজি ডা, এবঃ হোমিও ডা, দেখিয়েছিলাম কিন্তু উপকার পাচ্ছি না আপনার কাছে পরামর্শ চাই প্লিজ

  • @thborsha
    @thborsha 22 วันที่ผ่านมา

    Sar har bere gele ki opereson korata khub joruri na ki amnitei sare plz aktu bolen

  • @mdbitan-yf6di
    @mdbitan-yf6di หลายเดือนก่อน

    Sir amar kuturir khoi hoice doktor ofraso korte bolce ki kor bo bolen to pilis pilis

  • @firojshek1319
    @firojshek1319 ปีที่แล้ว

    Ami india thaka bolchi namber ta din amzad

  • @SamiaChowdhury-l2j
    @SamiaChowdhury-l2j 5 หลายเดือนก่อน

    কেউ কি বলতে পারবে এই ডাক্তার কোথায় বসে

  • @tanishsaifur4607
    @tanishsaifur4607 2 ปีที่แล้ว +1

    Plzzz ans diben, amr jokon rate gumate jai tik tokon amar payer harer vitor onek pain koree

    • @ProfDrMAmjadHossain
      @ProfDrMAmjadHossain  2 ปีที่แล้ว

      Professor Dr. M. Amjad Hossain
      MS (Ortho), AO Fellow (Germany)
      Hand Reconstruction (Madras)
      Trained in Hip & Knee Surgery (USA, India)
      Former Prof. & Head, Dept. of Orthopaedic Surgery
      Dhaka Medical College & Hospital
      Chief Consultant & Head
      Dept. of Orthopaedic Surgery
      Labaid Specialized Hospital, Dhaka.
      House- 06, Road-04, Dhanmondi, Dhaka 1205, Bangladesh.
      Hotline number for appointment :10606

  • @MirajMdmiraj-x1r
    @MirajMdmiraj-x1r 3 หลายเดือนก่อน

    স্যার আপনার সাথে জোগাজোগ কেমনে করমু

  • @mdripon0000
    @mdripon0000 6 หลายเดือนก่อน

    গরুর পায়া থেকে কি রকম ক্যালসিয়াম পেতে পারি