সিভিল সার্জনের কার্যালয়, জামালপুর, স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান, পরীক্ষার তারিখ ৩১মে ২০২৪

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
  • সিভিল সার্জনের কার্যালয়, জামালপুর, স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান, পরীক্ষার তারিখ ৩১মে ২০২৪
    Question Link: drive.google.c...
    সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503
    আমাদের Facebook Page: www.facebook.c...
    আমাদের Facebook Group : / 822928402412283
    আমাদের Facebook Page: www.facebook.c...
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
    সিভিল সার্জনের কার্যালয়, জামালপুর
    ১১-১৭ গ্রেডের নিয়োগ পরীক্ষা-২০১৪
    পদের নাম- স্বাস্থ্য সহকারী
    সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট, পূর্ণমান: ৮০। ডান পাশ্বের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক
    বাংলা- ২৫
    ১. শুদ্ধ বানান লিখুন: ক) মুমুর্ষ খ) স্বায়ত্তশাসন গ) পুংখানুপুংখ ঘ) উর্ধতন
    ক) মুমুর্ষ এর সঠিক বানান মুমূর্ষু
    খ) স্বায়ত্বশাসন এর সঠিক বানান স্বায়ত্তশাসন
    গ) পুংখানুপুংখ এর সঠিক বানান পুঙ্খানুপুঙ্খ
    ঘ) উর্ধতন এর সঠিক বানান উর্ধ্বতন
    ২. সন্ধি বিচ্ছেদ করুন: ক) উচ্চারণ খ) কুলটা গ) পাবক ঘ) নীরোগ
    ক) উচ্চারণ = উৎ+চারণ
    খ) কুলটা = কুল+অটা
    গ) পাবক = পৌ+অক
    ঘ) নীরোগ = নিঃ + রোগ
    ৩. এক কথায় প্রকাশ করুন-
    (ক) যা পূর্বে শোনা যায়নি = অশ্রুতপূর্ব
    (খ) গবাদি পশুর পাল = বাথান
    (গ) দীতে বিষ আছে যার = আশীবিষ
    (ঘ) সমুদ্রের ঢেউয়ের শব্দ = কল্লোল
    ৪. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন- (ক) বীণাপাণি (খ) সিংহপুরুষ (গ) ক্ষীণজীবী (ঘ) তেলে ভাজা
    ক) বীণাপাণি = বীণা পাণিতে যার = বহুব্রীহি সমাস
    খ) সিংহপুরুষ = পুরুষ সিংহের ন্যায় = উপমিত কর্মধারয় সমাস
    গ) ক্ষীণজীবী = ক্ষীণভাবে বাঁচে যে = উপপদ তৎপুরুষ সমাস
    ঘ) তেলে ভাজা = তেলে ভাজা = অলুক তৎপুরুষ সমাস
    ৫. রাইফেল রোটি আওরাত' উপন্যাসটি কে লিখেছেন?
    উত্তর: আনোয়ার পাশা
    ৬. হীরামালিনী কোন কাব্যের চরিত্র এবং উক্ত কাব্যটি কে লিলিখেছেন?
    উত্তর: অন্নদামঙ্গল কাব্য, লেখক: ভারতচন্দ্র রায়গুণাকর
    ৭. "হুতুম পেঁচা" কার নাম?
    উত্তর: কালীপ্রসন্ন সিংহ
    ৮. স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকের ভূমিকা লিখুন।
    ইংরেজী-২৫
    ৯. Write 5 (five) sentences about 'Smart Bangladesh'.
    Smart Bangladesh
    ১০. Fill in the gaps with appropriate preposition: -
    i) He has been ill----------Sunday last.
    Answer: since
    ii) Raju is senior ----------- Annana.
    Answer: to
    iii) He refers to me--------- the letter.
    Answer: for
    iv) I am looking-------a job.
    Answer: for
    ১১. Write down the correct spelling of the following words:
    i) Milennium (ii), Dilema (iii) Comitee (iv) Cofee
    Answer: i) Milennium Millennium
    (ii) Dilema Dilemma
    (iii) Comitee Committee
    (iv) Cofee Coffee
    ১২. Translate into English
    i) চলো বেড়াতে যাই।
    উত্তর: Lets go for a visit.
    ii) শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলো।
    উত্তর: The baby fell asleep crying.
    iii) তার ঠান্ডা লেগেছে।
    উত্তর: He has caught cold.
    iv) অতি লোভে তাঁতি।
    উত্তর: Grasp all, lose all.
    v) আমি লোকটিকে আসতে দেখলাম।
    উত্তর: I saw the man coming.
    ১৩. Make a sentence with the following words:
    (i) Dark Horse (অচেনা লোক) Alam is the dark horse in our locality.
    (ii) Blue Blood (আভিজাত্য): Mr. Amir has blue blood in his thinking.
    (iii) Sixth Sense (প্রজ্ঞা বা কোন জিনিস সর্ম্পকে আগাম ধারণা করার ক্ষমতা): Shafin has great sixth sense about politics.
    (iv) Black Sheep (কুলাঙ্গার): Masud is the black sheep of the family.
    ১৪. Write down the author of the following books: -
    ক) The Origin of Species
    Answer: Charles Darwin
    খ) War & Peace
    Answer: Leo Tolstoy
    গ) Hamlet
    Answer: William Shakespeare
    গণিত-১৫
    ১৫। একজন চাকরীজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বে বেতন কত টাকা ছিল? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উচ্চমান সহকারী-২০০১]
    ১৬। ৩০ জন লোক কোন কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পরে ১৫ জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ শেষ করতে পারবে? [স্বাস্থ্য মন্ত্রণালয়, অফিস সহকারী-২০১৯]
    ১৭. উৎপাদকে বিশ্লেষণ করুন- (ক) 〖4x〗^4+1 [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮]
    খ) 〖4x〗^2+5x-6
    সাধারণ জ্ঞান - ১৫
    ১৮. বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? এটি করে উৎক্ষেপণ করা হয় ?
    উত্তর: বঙ্গবন্ধু-১, ১১ মে (মার্কিন যুক্তরাষ্ট্রের সময়) বা ১২ মে (বাংলাদেশ সময়) ২০১৮ উৎক্ষেপণ করা হয়।
    ১৯.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ও কি কি?
    উত্তর: ৪ টি ক) ধারা-৯ : জাতীয়তাবাদ
    খ) ধারা- ১০ : সমাজতন্ত্র ও শোষণমুক্তি
    গ) ধারা - ১১ : গণতন্ত্র ও মানবধিকার
    ঘ) ধারা - ১২ : ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা
    ২০. চতুর্থ এস্টেট (Fourth Estate) শব্দটি দ্বারা কি বোঝায় ?
    উত্তর: প্রেস ও নিউজ মিডিয়া
    ২১. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল ? জামালপুর কত নম্বর সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডারের নাম কি ছিল ?
    উত্তর: ১১ টি, জামালপুর ১১ নং সেক্টর, সেক্টর কমান্ডার কর্ণেল তাহের এবং মেজর জিয়াউর রহমান
    ২২. প্রাথমিক স্বাস্থ্যসেবা বলতে কি বুঝেন ?
    উত্তর: প্রাথমিক স্বাস্থ্যসেবা (Primary Healthcare) স্থানীয় পর্যায়ে গণমানুষের জন্য সহজলভ্য ও মৌলিক চিকিৎসাসেবাই সাধারণভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা বলে পরিচিত।

ความคิดเห็น • 15

  • @NusratJahanNishi-i6d
    @NusratJahanNishi-i6d 6 วันที่ผ่านมา

    Rangpur er kbe hbe

  • @emdadulhaque7078
    @emdadulhaque7078 2 หลายเดือนก่อน +1

    Rajshahi Civil surgeon office exam kobe hote pare

  • @ShepaAkter-fd5it
    @ShepaAkter-fd5it หลายเดือนก่อน

    গাজীপুর জেলার পরীক্ষা কবে হবে?

  • @mstsundorikhatun5117
    @mstsundorikhatun5117 3 หลายเดือนก่อน +1

    Jhenaidah prorikka kobe

  • @ZillurRahman-q8t
    @ZillurRahman-q8t 3 หลายเดือนก่อน

    Vai amar suggestion lagve, Mymensingh civil sargon office e store keeper post eer Jonno, r koidin por exam

  • @NasirKhan-rd9si
    @NasirKhan-rd9si 3 หลายเดือนก่อน

    Moulvibazar jelar ajker prosner solution ta den sir

  • @MdArifHossain-o6m
    @MdArifHossain-o6m 2 หลายเดือนก่อน

    ❤❤❤🎉❤❤❤❤

  • @PoranMaxwell
    @PoranMaxwell 29 วันที่ผ่านมา

    Sir..Chandpur r Civil surgeon. R exam akhono hoy na..

  • @dailyjobnews-td7rb
    @dailyjobnews-td7rb 2 หลายเดือนก่อน

    এমসিকিউ আসে নাকি রিটেন

  • @rijonchando1382
    @rijonchando1382 3 หลายเดือนก่อน

    Sunamganj ar kobe ei exam ta hobe,ami eibar miss korechi exam dite

  • @sohelahmed-t3n
    @sohelahmed-t3n 3 หลายเดือนก่อน +1

    কত মার্ক ছিল পরিক্ষায়?

  • @mstrisha1515
    @mstrisha1515 3 หลายเดือนก่อน +1

    জামালপুর জেলা আবার কবে আবেদন শুরু হতে পারে আংকেল?

    • @harimondal8426
      @harimondal8426 3 หลายเดือนก่อน

      What uncle,Call him, sir,

    • @mstrisha1515
      @mstrisha1515 3 หลายเดือนก่อน

      @@harimondal8426 ওকে স্যার ধন্যবাদ।