স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ২০২৪

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 เม.ย. 2024
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ২০২৪
    জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ২০২৪
    Home Ministry Question Solution-2024
    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন সমাধান ২০২৪
    সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503
    আমাদের Facebook Page: profile.php?...
    আমাদের Facebook Group : / 822928402412283
    আমাদের Facebook Page: profile.php?...
    ০১। এক কথায় প্রকাশ করুন (৫×১ =৫)
    ক) যার দুই হাত সমানে চলে = সব্যসাচী
    খ) সর্বজন সম্বন্ধীয় = সার্বজনীন
    গ) দমন করা হয়েছে এমন =
    ঘ) গোপনে সংবাদ সংগ্রহকারী = গুপ্তচর
    ঙ) সমুদ্রের ঢেউয়ের শব্দ = কল্লোল
    ০২। অর্থসহ বাক্য রচনা করুন (৫×১ =৫)
    ক) চাঁদের হাট (প্রিয়জনের সমাগম): সবাই ইদের ছুটিতে শামীমের এখন চাঁদের হাট।
    খ) শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ): সামনে মাসে ১০০০ টাকা দিতেই হবে একদম শিরে সংক্রান্তি অবস্থা।
    গ) তামার বিষ (অর্থের কুপ্রভাব): তামার বিষে লেখাপড়া সব শেষ।
    ঘ) জোর-কপাল (সৌভাগ্য): জোর কপালের জন্য তার চাকুরী হয়েছে।
    ঙ) হাতির পাঁচ পা (অহংকার করা): চাকুরী পেয়ে তার হাতির পাঁচ পাঁ দেখা অবস্থা।
    ০৩। শুদ্ধ বানান লিখুন (৫x ৫)
    ক) শ্রদ্ধাঞ্জলী
    সঠিক বানান: শ্রদ্ধাঞ্জলি
    খ) শারিরিক
    সঠিক বানান: শারীরিক
    গ) ভৌগলিক
    সঠিক বানান: ভৌগোলিক
    ঘ) সমীচিন
    সঠিক বানান: সমীচীন
    ঙ) প্রতিবন্ধীতা
    সঠিক বানান: প্রতিবন্ধী
    ০৪। সঠিক উত্তর লিখুন (৫x১ =৫)
    ক) 'পায়ের আওয়াজ পাওয়া যায়'-কার লেখা?
    উত্তর: সৈয়দ শামসুল হক
    খ) 'কপোল' শব্দের অর্থ কি?
    উত্তর: গণ্ডদেশ বা গাল
    গ) কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কোথায়?
    উত্তর: কলকাতার কালিঘাট, তাঁর পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জ
    ঘ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দু'টি বইয়ের নাম লিখুন।
    উত্তর: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা
    ঙ) ‘রাশিয়ার চিঠি' ভ্রমণকাহিনী কার লেখা?
    উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
    ০৫। বাংলায় অনুবাদ করুন- (৫×১ =৫)
    ক) The National Mausoleum is located at Savar Upazila in Dhaka.
    উত্তর: জাতীয় স্মৃতিসৌধ ঢাকার সাভার উপজেলায় অবস্থিত।
    খ) What you have said is a white lie.
    উত্তর: তুমি যেটা বলেছ তা সামাণ্য মিথ্যা।
    গ) Self-reliance is dependency on thyself.
    উত্তর: স্বনির্ভরতা হলো নিজের উপর নির্ভরতা।
    ঘ) A bad worker quarrels with his/her tools.
    উত্তর: নাঁচতে না জানলে উঠান বাঁকা।
    ঙ) This rule will come into force from next month.
    উত্তর: আগামী মাসে বিধিটি কার্যকর হবে।
    06. Make sentence in English with each of the following phrases with Bangla meaning (৫×১=৫):
    a) Wear and tear (Depreciation): অবচয়:
    b) To boil the ocean (undertaking an impossible task)
    c) Bolt from the blue (something unexpected)
    d) Skim through (read fast-দ্রুত পড়া):
    e) Crocodile tears (false sorrow মায়াকন্না)
    07. Translate into English
    ক) কয়লা ধুইলে ময়লা যায় না।
    খ) দশটা বাজতে দশ মিনিট বাকি।
    গ) আজ খুব গরম, তাই না?
    ঘ) বই পড়লে আমাদের জ্ঞান বাড়ে।
    Answer: Reading books enriches our knowledge.
    ৫) সঙ্গীদের চেয়ে মধুর আর কিছুই নাই।
    Answer: Nothing is sweeter than companions.
    08. Write the correct spelling (5x1 =5)
    a) Comitee_b) litareture c) Diarhead) Exagarate e) embazlement.
    a) Committee
    b) Literature
    c) Diarrhoea
    d) Exaggerate
    e) Embezzlement
    09। Fill in the blanks (5x1 = 5)
    a) I don't hanker--------- money.
    b) Please try to be---------time for the examination.
    c) He was charged----------murder.
    d) He is very good-------making stories.
    e) The team is made up---------- eleven players.
    Answer: of
    10। Change the voice (5x1 = 5):
    a) Let me write the application.
    b) He is respected by all.
    c) He killed himself.
    d) Did he do the task?
    e) Nobody believes a liar.
    ১১। সংক্ষেপে উত্তর দিন-(৫×১ = ৫)
    (ক) ০.২৩ কে ৩৮.২৩ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
    সমাধান: ৮.৭৯২৯
    (খ) যদি কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১২% বৃদ্ধি পায়, তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
    (গ) বৃত্তের বৃহত্তম জ্যা কে কি বলে?
    উত্তর: ব্যাস
    (ঘ) ১২৫ এর ১২৫% কত?
    (ঙ) ১ মাইলে কত ইঞ্চি?
    উত্তর: ৬৩৬৩০ ইঞ্চি
    ১২। ৫০টি কলা ২২০ টাকায় বিক্রয় করায় ১০% লাভ হলো। ১০০টি কলার ক্রয়মূল্য কত ?
    ১৩। a=√3+√2 হলে a^3+3a+〖3a〗^(-1)+a^(-3) এর মান কত?
    ১৪। ২৫ জন শ্রমিক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ১০ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?
    ১৫। নিম্নোক্ত প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দিন-(২০x১ = ২০)
    (ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে 'বঙ্গবন্ধু' উপাধি লাভ করেন?
    (খ) বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
    (গ) BRICS এর পূর্ণরুপ কি?
    (ঘ) মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
    উত্তর: ক্যাপ্টেন এম মনসুর আলী
    (ঙ) Intranet কি?
    (চ) SWIFT কি?
    (ছ) প্রিন্টারের রেজুলেশন পরিমাপের একক কি?
    (জ) স্মার্ট বাংলাদেশের ভিত্তি কি কি?
    (ঝ) ছয় দফার প্রথম দফা কি?
    (ঞ) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
    (ট) কম্পিউটার keyboard এ কত প্রকার key থাকে?
    (ঠ) ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়?
    উত্তর: টেলিমেডিসিন
    (ড) MS Word এর Spell checker এর ফাংশন key কোনটি?
    (ঢ) কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি?
    (ণ) চ্যাট জিপিটি (ChatGPT) কী?
    (ত) ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা?
    (থ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি?
    দ) পার্লস অক্সিমিটার কি?
    ধ) ১ ন্যানোসেকেন্ড ১ সেকেন্ডের কতভাগ?
    ন) কবি কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন?

ความคิดเห็น • 57

  • @SabbirKhanVlog
    @SabbirKhanVlog 2 หลายเดือนก่อน +8

    ভূমি মন্ত্রণালয়ের পেশকারের কেমন প্রশ্ন হতে পারে?

    • @cksourav6937
      @cksourav6937 หลายเดือนก่อน +1

      আমি ও জানতে চাই

  • @ahmedrubel9579
    @ahmedrubel9579 หลายเดือนก่อน

    দারুণ সমাধান করেছেন

  • @user-ti8qe6xk9s
    @user-ti8qe6xk9s หลายเดือนก่อน

    দুর্দমনীয়

  • @MasudSikder-bu8xm
    @MasudSikder-bu8xm 2 หลายเดือนก่อน

    Thanks

  • @designertonmoy9764
    @designertonmoy9764 หลายเดือนก่อน

    ধন্যবাদ ❤️

  • @md.parvezhasanrashel4246
    @md.parvezhasanrashel4246 2 หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম স্যার
    ক্লাসের সাথে সমাধান পিডিএফ দিলে আরো অনেক বেশি উপকৃত হবো স্যার।

  • @abdulawalreaan
    @abdulawalreaan หลายเดือนก่อน

    Standard question 👌

  • @f.ifahad9136
    @f.ifahad9136 หลายเดือนก่อน

    আপনার ম্যাথগুলো খুবই কঠিন নিয়মে সলভ করেন।

  • @sajalbaral1621
    @sajalbaral1621 2 หลายเดือนก่อน +1

    অনেক অনেক ধন্যবাদ স্যার।

  • @asadnur3389
    @asadnur3389 หลายเดือนก่อน

    দমনীয়

  • @joytheyoutubers962
    @joytheyoutubers962 หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম ,গত 3-5-24 তারিখের অফিস সহায়ক এর সমাধান চাচ্ছি।

  • @SabbirKhanVlog
    @SabbirKhanVlog 2 หลายเดือนก่อน +1

    খাদ্য মন্ত্রণালয়ের প্রশ্ন এর সমাধান দেন।

  • @mklivebanglanews5279
    @mklivebanglanews5279 หลายเดือนก่อน

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহায়কের সমাধান দেন স‍্যার

  • @joytheyoutubers962
    @joytheyoutubers962 หลายเดือนก่อน

    জননিরাপত্তা বিভাগের অফিস সহায়ক পদের সমাধান চাচ্ছি।

  • @JamilHossainMiron
    @JamilHossainMiron 2 หลายเดือนก่อน +1

    সর্বজন সম্বন্ধীয়= সার্বজনীন নয় বরং সর্বজনীন..... আমি যতটুকু জানতাম।
    Please clarify....

  • @peacevlogs8254
    @peacevlogs8254 หลายเดือนก่อน

    কেজিডিসিএল এর রাজস্ব সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান দেন

  • @user-xk4ci2om1q
    @user-xk4ci2om1q 2 หลายเดือนก่อน

    ২৭ /০৪/২০২৪ তারিখ খাদ্য মন্ত্রানালয় এর গ্রেড -২০ এর অফিস সহায়ক পরীক্ষা গেছে।
    সেই question এর সমাধান টা দিলে খুব ভালো হয়

  • @TechTuneOnline
    @TechTuneOnline หลายเดือนก่อน

    জন নিরাপত্তা বিভাগ। অফিস সহকারী ৩ মে পরীক্ষার প্রশ্ন সমাধান দিবেন কি?

  • @snigdhastutisnigdhastuti6994
    @snigdhastutisnigdhastuti6994 หลายเดือนก่อน

    Khaddo montronaloi er question?? Sir den

  • @tstile3835
    @tstile3835 หลายเดือนก่อน

    ভাই এই পরীক্ষার ফলাফল কবে দিতে পারে

  • @raselm50671
    @raselm50671 2 หลายเดือนก่อน

    মৎস্য ও প্রাণী সম্পদের সমাধান চাই

  • @sumonraz4529
    @sumonraz4529 2 หลายเดือนก่อน +1

    স্যার, নারায়ণগঞ্জ সিভিল সার্জন এর প্রশ্ন সমাধান দিলে উপকৃত হবো।

    • @annabala113
      @annabala113 2 หลายเดือนก่อน

      উনি কোন স্যার না, উনি কোন ইংরেজি বাংলায় ব্যাখ্যা জানে না, কিছুই না, হুদাই

  • @kamrulhasanhasan6902
    @kamrulhasanhasan6902 หลายเดือนก่อน

    Ajke poribesh montronaloy er ta ki diben na sir

  • @user-id7hc6ey2r
    @user-id7hc6ey2r 2 หลายเดือนก่อน

    এই গুলো শুধু কি উওর লিখতে হবে নাকি খাতায় প্রশ্ন তুলতে হবে যদি একটু বলতেন

  • @syelarimu7150
    @syelarimu7150 หลายเดือนก่อน

    বরিশালে সিভিল সার্জনের পরিসংখ্যানবিদের প্রশ্ন কেমন হবে?

  • @mohammodarif6306
    @mohammodarif6306 2 หลายเดือนก่อน

    Vaiya Calculator neya ki allowed?

  • @gopaltele7941
    @gopaltele7941 2 หลายเดือนก่อน

    result day koto din a?

  • @mohammodarif6306
    @mohammodarif6306 2 หลายเดือนก่อน

    Vai 1 mile = 63360 inches

  • @SumelHPM-vb3bm
    @SumelHPM-vb3bm หลายเดือนก่อน

    ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর প্রশ্নের সমাধান দেখতে চাই

  • @user-hn3bq4wj5o
    @user-hn3bq4wj5o 27 วันที่ผ่านมา

    ইংরেজি 09 (b) on হবে।

  • @abdussubhan5861
    @abdussubhan5861 หลายเดือนก่อน

    বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে,,...

  • @abdussubhan5861
    @abdussubhan5861 หลายเดือนก่อน

    1 mile = 63360 inch

  • @anikdas3497
    @anikdas3497 2 หลายเดือนก่อน +1

    Ato onek besi hard korce. 16th gread ar question. Bcs question ar cheye easy

  • @md.sujanmia7773
    @md.sujanmia7773 หลายเดือนก่อน

    accha accha koren k

  • @jewelkhan731
    @jewelkhan731 2 หลายเดือนก่อน

    স্যার লিখিত পরীক্ষায় কি নেগেটিভ মার্কস থাকে ??

  • @jolontosubro9215
    @jolontosubro9215 หลายเดือนก่อน

    ৬ নং এর উওরে C এর বাংলা অনুবাদ টা ভুল হয়েছে একটু দেখবেন সেখানে "❤❤আমার"❤❤ হবেনা

  • @riduanhossen6379
    @riduanhossen6379 10 วันที่ผ่านมา

    Voice change e no. এভাবে লিখা যাবে
    A liar is believed by nobody

  • @rnnoorofficial7879
    @rnnoorofficial7879 หลายเดือนก่อน

    বৃত্তের বৃহত্তম জ্যা কে ব্যাস বলে।

  • @ayankabiraj
    @ayankabiraj 2 หลายเดือนก่อน

    Apnar boi theke akn common asche sir

    • @user-vr6wh1jx5t
      @user-vr6wh1jx5t 2 หลายเดือนก่อน

      অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক পদের স্যারের কোন কোন বই আছে আমাকে লিস্ট দেন

    • @ashrafali..23
      @ashrafali..23 2 หลายเดือนก่อน +1

      বই আছে তার

    • @user-vr6wh1jx5t
      @user-vr6wh1jx5t 2 หลายเดือนก่อน

      @@ashrafali..23 বইয়ের নাম বলতে পারবেন ভাই

    • @user-vr6wh1jx5t
      @user-vr6wh1jx5t 2 หลายเดือนก่อน

      @@ashrafali..23 অনেক উপকার হইত

    • @ashrafali..23
      @ashrafali..23 2 หลายเดือนก่อน

      @@user-vr6wh1jx5t vaii amio janty caycii boi acy kina sir er

  • @AshishBiswas-gr9tt
    @AshishBiswas-gr9tt หลายเดือนก่อน

    সমাধান চাই। নারায়নগঞ্জের স্বাস্থ্য সহকারী গনিত
    ১. পিতা ও মাতার গড় বয়স ৩৬।আবার পিতা মাতা ও পুত্রের গড় বয়স ৪৫। ১০ বছর পর পুত্রের বয়স কত হবে?
    ২.x-x/1 =√2 হলে, x by 3 - x/1 by 3 কত হবে?
    ৩.২টি সংখ্যার যোগফল ১০০ এবং বিয়োগ ফল ২০ হলে সংখ্যা ২ টি কত?
    ৪.শ্যামল কিছু কলম কিনেছিল, সে তার বোন কে ৩/১ অংশ দিল ভাইকে ২/১ অংশ দিল। এখন তার কাছে ৫ টি কলম থাকলে সে কয়টি কলম কিনেছিল?
    ৫. বার্ষিক ৮% সরল মুনাফায় ৬ বছরের মুনাফা আসল ১৩৬০০ টাকা হলে, আসল কত?
    এরকম ই ছিল সামথিং মিসটেক হতে পারে।

  • @mdsrsharif142
    @mdsrsharif142 หลายเดือนก่อน

    আপনার উত্তর ভুল,এক মাইল সমান কত ইঞ্চি?
    সঠিক উত্তর হবে ৬৩৩৬০

  • @md.ashekmamun8236
    @md.ashekmamun8236 2 หลายเดือนก่อน +1

    A white lie -ডাহা মিথ্যা

  • @user-ps6ql8xf5y
    @user-ps6ql8xf5y หลายเดือนก่อน

    ভাই white lie অর্থ -ডাহা মিথ্যা, সামান্য মিথ্যা নয়! ধন্যবাদ

    • @jobexammatebd8171
      @jobexammatebd8171  หลายเดือนก่อน +1

      White lie = a harmless or trivial lie, especially one told to avoid hurting someone's feelings.

  • @beastfan213
    @beastfan213 หลายเดือนก่อน

    Be in time

  • @Aman01776
    @Aman01776 หลายเดือนก่อน

    আপনাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাই