স্বল্প দামে 5G স্মার্টফোন কিনতে চান ? Want to buy a cheap 5G smartphone?
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- স্বল্প দামে 5G স্মার্টফোন কিনতে চান ? Want to buy a cheap 5G smartphone?
এবার দূর্দান্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে vivo T3 Lite 5G
কোথায় পাবেন এই অফার, আর কি কি থাকছে স্পেসিফিকেশন আসুন দেখে নেওয়া যাক!
যারা সস্তায় একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই পোস্টে একটি সুন্দর ফোনের অফার সম্পর্কে জানানো হল। জানিয়ে রাখি এই বছর জুনে vivo T3 Lite 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই ফোনটিতে 1,000 টাকার বেশি ছাড় দেওয়া হচ্ছে। এই ফোনটি কম দামের হলেও ভালো রেটিং পেয়েছে। তাই কম দামে ফোনটি একটি ভালো অপশন হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন ফোনের অফার, দাম, স্পেসিফিকেশন এবং সেলিং প্ল্যাটফর্ম ডিটেইলস সম্পর্কে।
ভারতীয় বাজারে Vivo T3 Lite ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছিল। বর্তমানে দুটি মডেলেই 1,000 টাকার ফ্ল্যাট এবং EMI এ 10 শতাংশ অর্থাৎ 1,250 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
ফোনের ভ্যানিলা মডেল 4GB RAM +128GB স্টোরেজ অপশন 9,499 টাকা দামে সেল করা হচ্ছে। তবে ফোনটি 10,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
টপ মডেল 6GB RAM +128GB স্টোরেজ অপশন 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে ফোনটি 10,499 টাকা দামে সেল করা হচ্ছে।
এই অফার প্রায় সমস্ত ব্যাঙ্ক এবং বিশেষ করে এক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের মাধ্যমে পাওয়া যাচ্ছে।
যেসব ইউজাররা নো কোস্ট EMI এর মাধ্যমে ফোনটি কিনতে চাইছেন, তাঁরা 3 মাসের সহজ কিস্তিতে ফোনটি কিনতে পারবেন।
এক্সচেঞ্জ অফার হিসেবে পুরনো ফোনে 7,150 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।
Vivo T3 Lite ফোনটি ভাইব্রেন্ট গ্রীন এবং ম্যাজেস্টিক ব্ল্যাক মতো কালার অপশনে সেল করা হচ্ছে।
কোথা থেকে কিনবেন vivo T3 Lite 5G?
উপরোক্ত সমস্ত অফার সহ শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে কিনতে পারবেন। অন্যদিকে এই ফোনটি কোম্পানির ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমেও সেল করা হচ্ছে। তবে এখানে আলাদা অফার সহ ফোনটি সেল করা হবে।
Vivo T3 Lite এর স্পেসিফিকেশন কি কি আসুন দেখে নেওয়া যাক!
ডিসপ্লে: Vivo T3 Lite 5G স্মার্টফোনে 1612 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির ডিসপ্লে সহ এলইডি প্যানেল, 90Hz রিফ্রেশ রেট এবং 840নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট সহ পেশ করা হয়েছে। এই প্রসেসরের মাধ্যমে গেমিং সহ অন্যান্য অপশনের দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
স্টোরেজ: Vivo T3 Lite 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছে। এতে 6GB পর্যন্ত RAM +128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে যা এক্সন্টেডেড ফিচারের মাধ্যমে 12GB পর্যন্ত RAM বাড়ানো যাবে।
ক্যামেরা: Vivo T3 Lite 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি Sony IMX852 ক্যামেরা লেন্স এবং 2 মেগাপিক্সেল অন্য লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: Vivo T3 Lite স্মার্টফোনে 15ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অপারেটিং সিস্টেম: অপারেটিং সিস্টেম হিসেবে Vivo T3 Lite স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 সহ কাজ করে।
Vivo T3 Lite স্মার্টফোনে ডুয়েল সিম 5G, 4G, ওয়াই-ফাই, জল এবং ধূলা থেকে সুরক্ষা করার জন্য IP64 রেটিং, ব্লুটুথ, ওয়াই-ফাই-এর মতো বিভিন্ন অপশন রয়েছে।
Vivo ❤❤❤