জীবন বদলে দেওয়া কিছু কথা | some Motivational Speeches That Teach You the Most - Dr Nilanjana Sanyal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @kabitaghosh912
    @kabitaghosh912 2 ปีที่แล้ว +17

    ম্যাডাম, আমি একজন মধ্যবিত্ত শিক্ষিতা মা , আমার দুই সন্তান,আজ আপনার কথা শুনে তাদের শিক্ষা দেওয়ার অনেক কিছু জানতে পারলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক প্রনাম

  • @jf..emu.2171
    @jf..emu.2171 3 ปีที่แล้ว +57

    আমি শুধু মুগ্ধ হয়ে চেয়ে থেকেছি,,কি অসাধারণ কথা বলেন তিনি,বিবেককে নাড়া দিয়েছে বারবার❤️❤️❤️

  • @sumaya5781
    @sumaya5781 ปีที่แล้ว +9

    আমি আমার পুরো জীবনে এতো সুন্দর কথা কখনো শুনি নি 🥰 এতো স্মাইলি এতো সুন্দর করে উনি কথা বলছেন তার মধ্যে একটা শব্দ অপ্রয়োজনীয় ছিল না 😊 মানুষ এতো সুন্দর করেও কথা বলতে পারে আমি আজ দেখলাম। আল্লাহ উনাকে অনেক দিন বাচিয়ে রাখুক এভাবে কথা বলার জন্য☺️☺️

  • @kajalmaji2635
    @kajalmaji2635 3 ปีที่แล้ว +52

    আপনাদের মতো মানুষ থাকলে কেউ খারাপ পথে যাওয়ার কথা ভাবতেই পারবে না.... অনেক কিছু শিখতে পারলাম... এতদিন অনেক হতাশায় ছিলাম...

  • @Suzoi_Razmallo
    @Suzoi_Razmallo 3 ปีที่แล้ว +22

    জানি না আর কতবার এই কথাগুলো শুনলে আমার মন টা ভরবে। সত্যিই বার বার শুনতে ইচ্ছে করে আপনার সব advice গুলোই। আর খুব ইচ্ছে আছে আপনার লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকার ❤️🙏🏻।

    • @asishkoley7104
      @asishkoley7104 2 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন আমি যখন demotivate হয়ে যাই তখন ai kotha gulo suni

  • @ziaur5566
    @ziaur5566 3 ปีที่แล้ว +243

    কথা এত সুন্দর হতে পারে !!!!
    কথা সুন্দর।
    মর্ম সুন্দর।
    অর্থ সুন্দর।
    শব্দ চয়ন,উচচরণ সুন্দর।
    আহা কি সুন্দর!!

    • @kobitarjhuli5183
      @kobitarjhuli5183 3 ปีที่แล้ว +5

      অসাধারণ লাগলো অনার ভাবনা ওনার কথা।

    • @ziaur5566
      @ziaur5566 3 ปีที่แล้ว +2

      Hum

    • @mitupust7217
      @mitupust7217 3 ปีที่แล้ว +1

      প্রতিটি কথাই যেন জীবনে সঠিক ভাবে বেঁচে থাকার প্রেরণা জাগায়.....মানুষ.. এত সুন্দর, সাবলীলভাবে কথা বলতে পারে..আমি মুগ্ধ হলাম!

    • @utpaldutta4988
      @utpaldutta4988 3 ปีที่แล้ว +1

      বিষণ্ণতার বিরুদ্ধে লড়াই আমার। কেউ সহযোগিতা করবেন।

    • @amaarrangamati569
      @amaarrangamati569 2 ปีที่แล้ว

      @@utpaldutta4988 আছেন আপনি

  • @deadline3926
    @deadline3926 3 ปีที่แล้ว +104

    আমার জীবনে শোনা শ্রেষ্ঠ বক্তৃতা।। যার প্রতিটা শব্দই মুল্যবান এবং হৃদয়কে স্পর্শ করে।।।
    অসংখ্য ধন্যবাদ professor Nilanjana madam কে।।💞

  • @nemaidas2922
    @nemaidas2922 3 ปีที่แล้ว +122

    বর্তমান সমাজিক অবস্থার উপর খুবই গুরত্বপূর্ন বক্তব্য, 🙏প্রণাম, আপনাকে 🙏

  • @JobayerJisan
    @JobayerJisan 3 ปีที่แล้ว +391

    প্রতিটি কথা আমার বিবেক কে জাগ্রত করেছে। আপনার জন্য অনেক ভালবাসা, শ্রদ্ধা আর শুভকামনা রইলো Dr Nilanjana Sanyal

  • @Sweet_pea_cupcake
    @Sweet_pea_cupcake 3 ปีที่แล้ว +20

    আমার বাবা আমাকে ছোট থেকে এই শিক্ষা দিয়ে গেছেন। আমার বাবার কথা আমার মনে পরে গেলো আজ। ম্যাম আপনার কথা গুলো আমার মনে গেথে গেছে। আজ কে আমি যা বা যেটুকু হয়েছি সব টাই আমার বাবার দান। আমি বাবাকে সম্মান করি এখনো।

  • @akashdutta6507
    @akashdutta6507 3 ปีที่แล้ว +30

    সত্যি কিছু বলার নেই কোনো ভাষায় পাচ্ছি না আমি শুধু একটাই কথা বলব ম্যাম আপনি ভালো থাকবেন আরো এগিয়ে যান 🙏🙏❤️❤️আমি আপনার ভিডিও ফার্স্ট দেখছি শুধু এইটুকুই মনে হচ্ছে আপনার থেকে অনেক কিছুই শেখার আছে ❤️❤️

  • @socialbite7747
    @socialbite7747 3 ปีที่แล้ว +50

    জীবনের 15 টা মিনিট কাজে লাগবে, আগামী জীবনে।।
    ধন্যবাদ মা😌

    • @ishikadas8974
      @ishikadas8974 2 ปีที่แล้ว

      Uni apnar Ma ?

    • @ishikadas8974
      @ishikadas8974 2 ปีที่แล้ว

      Ami onar sathe kotha bolar i6a acha but jni na ki kore

    • @socialbite7747
      @socialbite7747 2 ปีที่แล้ว +1

      জন্মদায়ী মা নন তবে মায়ের মতোই তো একজন ..
      ইচ্ছেটা প্রবল রাখুন, দেখা হবেই।।

    • @amitbera9706
      @amitbera9706 ปีที่แล้ว

      বাল চুদানি বক্তব্য, গরিবের
      যন্ত্রনা কেউ বুঝেনা

    • @ratnasadhukhan3585
      @ratnasadhukhan3585 ปีที่แล้ว

      দিদি র কথায় আমি মুগ্ধ। ওনার সাহায্য আমার খুব দরকার।তাই ওনার ফোন নম্বর যদি কেউ দেন খুব উপকৃত হবো।আমি অসুবিধার মধ্যে আছি

  • @smritikonaroy7774
    @smritikonaroy7774 3 ปีที่แล้ว +65

    আপনার কথা গুলো শুনতে শুনতে ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম ম্যাডাম।শ্রদ্ধা ও ভালোবাসা রইল আপনার জন্য।

  • @sreyachatterjee5377
    @sreyachatterjee5377 3 ปีที่แล้ว +1

    এতো সুন্দর করে গুছিয়ে কেও এতো সহজে স্বল্প সময়ে জীবন কে তুলে ধরতে পারে আপনাকে না দেখলে জানতে পারতাম না। আরো একটি জিনিস আমার খুব ভাল লাগলো। English যে সমাজ এর status symbol সেই সমাজ কে এতো নিপুণ বাংলা বক্তব্যে সমৃদ্ধ করতে পারার ক্ষমতা কে কুর্নিশ জানাই।

  • @MrRafiqtalukder
    @MrRafiqtalukder 3 ปีที่แล้ว +5

    এ আমি কি শুনলাম ডক্টর। আমি সুবিশাল হয়ে গেলাম আপনার সুমিষ্ট কথামালা শ্রবণ করে। না শুনলে অপূনাংগতা থকে যেত। আমার চিন্তার জগতে নাড়া পড়ল। আপনাকে ধন্যবাদ জানি, শ্রদ্ধা জানাই। রফিক তালুকাদার-বাংলাদেশ।

  • @KrishnaSinha-z8w
    @KrishnaSinha-z8w 2 หลายเดือนก่อน

    ভীষণ ভাল লাগল আপনার কথা।আপনার কথা শুনে অনেক কিছু জানতে পারলাম, আমার প্রনাম জানাই আপনাকে ,আপনার আশীর্বাদের হাত আমার মাথায় ওপর রাখবেন।ভীষণ শান্তি পেলাম আপনার আলোচনায়🙏🏻🙏🏻

  • @tahmidtuh6569
    @tahmidtuh6569 3 ปีที่แล้ว +8

    চোখ না ফিরিয়ে, মন না ঘুরিয়ে শোনার মত বক্তব্য।

  • @mdsarfuddin5942
    @mdsarfuddin5942 3 ปีที่แล้ว +1

    আগেও শুনেছি এই ভিডিওটি। এখনো সমানভাবে মোহিত করে আমাকে । কথাগুলো ভীষন, ভীষনভাবে দরকার সবার জীবনে সফল, বিফল সবাকার জন্য । ম্যাম আপনি দীর্ঘজীবী হন ও আমাদের মাঝে জ্ঞানগর্ভ বাণী বেশি বেশি করে দান করতে থাকুন দোয়া করে ।

  • @mdsaifuddinmondal5120
    @mdsaifuddinmondal5120 3 ปีที่แล้ว +21

    খুব ভালো লাগলো বক্তব্য গুলো।
    ম্যাডাম আপনার বক্তব্য গুলো মানুষ কে জাগ্রত করে তুলবে ।

  • @archana7446
    @archana7446 3 ปีที่แล้ว +2

    ধন্যবাদ, ম্যাম।
    আপনি কত উদার মনের... যা সত্যিই অতুলনীয়।
    আমাদের সকলকে আপনার মতো উদার এবং বোঝদার হতেই হবে তবেই পৃথিবীর উন্নতি নিশ্চিত। (আমার মতে)
    বড়ো একটা আশা রয়ে গেল ম্যাম, আপনার এই বিশেষ কথাগুলো শুনে যা মনে হয় না সম্ভব।
    আমি যদি আপনার সঙ্গে সরাসরি দেখা করার একটা সুযোগ পেতাম... তাহলে নিজেকে খুব গর্বিত এবং ভাগ্যবতী মনে করতাম।

  • @amenaakter.9518
    @amenaakter.9518 3 ปีที่แล้ว +5

    প্রতিটা জীবনের মানে করলে যা দাড়াবে,অর্থাৎ আমরা প্রত্যেকে আমাদের আপনজনদের যেভাবে দেখতে,পেতে চাই ; তার অনেকটাই উঠে এসেছে আপনার এই বক্তব্যে।
    স্বশ্রদ্ধ অভিবাদন আপনাকে।

  • @sulekhamandal1080
    @sulekhamandal1080 3 ปีที่แล้ว +1

    আপনি সকলের মা
    মা সন্তানের জন্য যা করেন সেটাই আপনি করেছেন আপনার সকল সন্তানের জন্য ‌। ধন্যবাদ দিতে চাই না । আপনার কথার
    অনু পরিমান ও যদি নিজের জীবনে
    কাজে বাস্তবায়িত করতে পারি সেটাই হবে আপনার প্রতি আমার স্রদ্ধা ভালোবাসা।
    খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার দীর্ঘ জীবন কামনা করি। এইভাবেই অমৃত বরষন করুন সকলের জন্য।
    প্রনাম

  • @runumukherjee997
    @runumukherjee997 3 ปีที่แล้ว +76

    বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শুনলাম, শুনে খুব ভালো লাগলো।

  • @sahidakhatun1869
    @sahidakhatun1869 3 ปีที่แล้ว +4

    প্রতিটি কথা আমার বিবেককে মুগ্ধ করেছে । আপনার জন্যে অনেক আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই ❤️

  • @malabanerjee8424
    @malabanerjee8424 3 ปีที่แล้ว +25

    সকল বয়সের, সকল ভাষা- ভাষীর, সকল সমাজের মানুষের অনুসরণ অনু রনণ করারযোগ্য এই বক্তব্য শুনে ধন্য হলাম।

  • @behindtheeyes9890
    @behindtheeyes9890 ปีที่แล้ว +1

    আপনার ভিডিওটি প্রকাশিত হওয়ার তিন বছর পর শুনলাম সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে খুব ভালো লাগছে।

  • @bijoyapaul8956
    @bijoyapaul8956 3 ปีที่แล้ว +31

    যতটুকু পেলাম অনেক পেলাম ।জীবনে চলার পথে অনেক জ্ঞান অর্জন দরকার তাই আর ও শুনবো।আমার নমস্কার রইল ।

    • @adibaislam7030
      @adibaislam7030 3 ปีที่แล้ว

      hamm nice unr sob kota gulu dada amr channel ta o aktu gure asben valo lagbe😍

  • @selinakhatun8120
    @selinakhatun8120 3 ปีที่แล้ว +2

    কি বলবো খুঁজে পাচ্ছি না ...life এ প্রথম এমন সুন্দর একটা মুহূর্ত খুঁজে পেলাম যেটা আমার জীবন কে অনকে টাই পাল্টে দিলো ..ভালো থাকেন সুস্থ থাকবেন ম্যাম ❤️

  • @subratasutradhar9378
    @subratasutradhar9378 3 ปีที่แล้ว +14

    শুধু বলবো আপনি ভালো থাকুন মেডাম । কোটি কোটি প্রণাম মেডাম । কৃতজ্ঞ চিরকাল থাকবো ‌।

  • @nargiskhanam9113
    @nargiskhanam9113 3 ปีที่แล้ว

    এত সুন্দর করে একজন মানুষ কথা বলেন কীভাবে? মুগ্ধ হয়ে শুনলাম!!! আপনার মত মানুষের বড়ই অভাব এখনকার সমাজে। আপনার জন্য অনেক শুভকামনা। অনেক ভালো থাকবেন।

  • @gamingispassion8379
    @gamingispassion8379 3 ปีที่แล้ว +36

    I am speechless.what a knowledgeable discussion for young generations.This is called moral education.

  • @tahminaakter6077
    @tahminaakter6077 ปีที่แล้ว +1

    এত সুন্দর কথা, শব্দ চয়ন,কথা বলার ধরন! যত বার শুনি শুধু শুনতে ইচ্ছে করে। মনে হয় আমার মনের কথাগুলোই বলেছেন।

  • @shreyahalder783
    @shreyahalder783 3 ปีที่แล้ว +7

    অসাধারন উপস্থাপনা। প্রতিটি কথায় হৃদয়স্পর্শী।❤️❤️🙏🙏

  • @dbanglaag7429
    @dbanglaag7429 3 ปีที่แล้ว +2

    প্রত্যেকটা কথা একেবারে সঠিক ভাবে বলেছেন। সত্যি প্রত্যেকটা মানুষের জীবনে কথাগুলো মেনে চলা উচিত। আমিও চেষ্টা করব আমিও মেনে চলি তবে আরো চেষ্টা করব আজকের পর থেকে।

  • @goutamsamanta785
    @goutamsamanta785 3 ปีที่แล้ว +4

    জীবন মানে কী?সুন্দর ভাবে প্রকাশ করেছেন। বর্তমান প্রজন্মের জন্য অসাধারণ। হৃদয়ের অন্তর স্থল থেকে রইল শ্রদ্ধা ও অকৃত্রিম ভালবাসা।

  • @cuteprincess1627
    @cuteprincess1627 3 ปีที่แล้ว +1

    সত্যি ম্যাম দারুন লাগলো।
    আমার এনার্জি চলে আসলো অনেক টা
    Thanks a lot 😌

  • @palashmitra5510
    @palashmitra5510 3 ปีที่แล้ว +9

    Wonderful learning Dr. Nilanjana Sanyal. Thank you for sharing your valuable inputs .. 🙏

  • @হৃদয়েরভাষা-ড২হ
    @হৃদয়েরভাষা-ড২হ 9 หลายเดือนก่อน +1

    পরবর্তী প্রজন্মকে সঠিক দিশা দেখানোর লক্ষ্যে আপনার প্রচেষ্টা পাথেয় হোক,,,, ঈশ্বর সকলের মঙ্গল করুন,,,,

  • @sandipabhattacharya6998
    @sandipabhattacharya6998 3 ปีที่แล้ว +3

    এত সুন্দর কথা বলার ভঙ্গি.... এত সুন্দর শব্দ চয়ন....এত সুন্দর গভীর কথা বলা.... আপনাকে প্রণাম...🙏🏼 আপনার সাথে কথা বললেই তো মন প্রশান্ত হয়ে যাবে...❤️

  • @YeasinMeea
    @YeasinMeea ปีที่แล้ว

    ধন্যবাদ ম্যম। আপনি দেশের সম্পদ পৃথিবীর ও সম্পদ। আমার জীবনে শোনা শেষ্ঠ লেকচার। সবাই এটা মানলে ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ এমন কি পৃথিবীর ও পরিবর্তন করা সম্ভব।

  • @dilipbhattacharyya1343
    @dilipbhattacharyya1343 4 ปีที่แล้ว +57

    If character is lost , everything is lost.
    Great salute to you mam.

  • @sujitbhadra246
    @sujitbhadra246 ปีที่แล้ว +1

    সত্যি কি সুন্দর ভাবে কথা বলেন, আজ অনেক কিছু শিখলাম। অনেক অনেক প্রমান আপনাকে।

  • @narayanpaul2171
    @narayanpaul2171 3 ปีที่แล้ว +4

    খুব ভালো লাগছে
    সকলের জন্য এই অনুভূতির শিক্ষা গ্রহণ করা উচিত।

  • @ritasaha8723
    @ritasaha8723 ปีที่แล้ว

    Apurba.....mon change hoy....resulting action o change hote thake....you are amazing Madam

  • @suparnadas6419
    @suparnadas6419 3 ปีที่แล้ว +22

    Great solution for today's generation, I'm suffering from previous day's, because of my son , I share with him this motivation speach .

  • @monatina4088
    @monatina4088 3 ปีที่แล้ว +2

    অসাধারণ... তুলনা হয়না
    Thankh you madam
    প্রণাম নেবেন ..... আপনি আমার জ্ঞান চক্ষু খুলে দিলেন

  • @updatnews1996
    @updatnews1996 3 ปีที่แล้ว +3

    আপনার কথার পজিটিভ গুলো আমার জীবন কে সফল করে তুলেছে।

  • @soumitamajumder2697
    @soumitamajumder2697 4 หลายเดือนก่อน

    আপনাকে শুনলে শুধু শুনতেই ইচ্ছে হয়। খুবই কৃতজ্ঞ যে আপনার বক্তব্য শুনতে পারছি জানতে পারছি

  • @mahmudulhasan7269
    @mahmudulhasan7269 2 ปีที่แล้ว +4

    প্রতিটি কথা খুবই মূল্যবান❣️❣️❣️

  • @misbapaial5277
    @misbapaial5277 3 ปีที่แล้ว +4

    Thanks for your motivational speech. Love from BANGLADESH🇧🇩🇧🇩🇧🇩

  • @bhanumatimodak3203
    @bhanumatimodak3203 2 ปีที่แล้ว +1

    শ্রদ্ধেয়া দিদি কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই এই কথা কোথাও কোনদিন শুনিনি । সত্যি জীবনটা বদলে গেল।কি যে উপহার দেব তার মূল্যায়ন করতে পারছিনা।

  • @jubayerjebul2881
    @jubayerjebul2881 2 ปีที่แล้ว +3

    আপনার পতিটা শব্দ অনেক মুল্যবান।

  • @kumkumbanerjee2618
    @kumkumbanerjee2618 3 ปีที่แล้ว

    দিদিভাই আপনার সব কথা আমি শুনি আমার ভীষন কাজ দিয়েছে,আমার বয়স হয়েছে,কিন্ত তবুও আমি আপনার কথায় অনুপ্রাণিত হই।আমার প্রণাম নেবেন সুস্থ ও ভাল থাকবেন।

  • @bozo8102
    @bozo8102 4 ปีที่แล้ว +4

    Bah ! Mon ta sotti chuye galo. Jibon ta ke notun kore dakhar alo pelam ♥️

  • @tasnimjahan1053
    @tasnimjahan1053 3 ปีที่แล้ว +2

    💚 খুব ভালো বাচনভঙ্গি, চমৎকার ভাবে সবকিছু তুলে ধরেছেন, ম্যাম 🙂 শ্রদ্ধা জানাই।

  • @jannatunnesaemu1019
    @jannatunnesaemu1019 3 ปีที่แล้ว +10

    অসাধারণ বক্তব্য,ধন্যবাদ ম্যাম❤️

  • @amdadulhaque2978
    @amdadulhaque2978 2 ปีที่แล้ว

    First time kuno video dekhe comment korlam. Unar kotha gulo khub important. Unar kotha gulo life a akre dore rakhte parle life ta diptimoy hobe.

  • @subas5224
    @subas5224 3 ปีที่แล้ว +29

    আজ জীবনের মানেটা বুঝলাম।ধন্যবাদ আপনাকে

  • @DLPPAnshumanBanerjee
    @DLPPAnshumanBanerjee 3 ปีที่แล้ว

    Eto sundor kotha bolar style hote pare, sune dekhe aj proman pelam. Erokom guidance pele, kharap manush onek kome jeto aj. Asadharan.

  • @sanchitamandal5218
    @sanchitamandal5218 ปีที่แล้ว +3

    এই 15 টা মিনিট যদি কেউ মন দিয়ে শোনে আর বিবেক দিয়ে বোঝে তবে ভবষ্যতে তার জীবন বদলাতে বাধ্য। ❤

  • @md.shafiqulislammd.shahin6123
    @md.shafiqulislammd.shahin6123 3 ปีที่แล้ว +2

    অসাধারণ.. প্রতিটি কথা অত্যন্ত মুল্যবান... আপনাকে অনেক অনেক ধন্যবাদ.. প্রতিটি কথায় মন ছুয়ে যায়...

  • @addawithgeography1713
    @addawithgeography1713 3 ปีที่แล้ว +38

    আগেও শুনেছি তাও ভিডিও সামনে এলো বলে এড়িয়ে যেতে পারলাম না। আবার পুরোটা শুনলাম।

  • @goutam4242
    @goutam4242 3 ปีที่แล้ว +1

    Sotti onek bhalo Laglo apner kotha .
    Kichu nijer vul bujte parlam .kichu sekhlam ..nijer dristivoggi bodle dilen Ma'am.🙏 Thank you ma'am.♥️

  • @samarendranathgiri4717
    @samarendranathgiri4717 3 ปีที่แล้ว +19

    Thank you for this moral discussion .

  • @অনন্যামন্ডল-ব৫খ
    @অনন্যামন্ডল-ব৫খ ปีที่แล้ว

    কী চমৎকার অভিব্যক্তি প্রকাশিত হোলো সুমধুর ধ্বনির ব্যঞ্জনায়!!
    প্রনাম মাতাজি

  • @all-timevoice9991
    @all-timevoice9991 3 ปีที่แล้ว +11

    It is heart touching motivational speech,thousands of salute to dear medam, go forward to inspire the peoples and can change his / her valuable life.

    • @rebamukherjee6655
      @rebamukherjee6655 3 ปีที่แล้ว +1

      Ato suner kore bujea dilen je asadharan jiboner ses porisimar britte nijeke niea jowai amader lakkho howa uchit .khub sunder.

  • @kajal231
    @kajal231 ปีที่แล้ว

    অনেকদিন আগে শুনেছিলাম আজ আবার হঠাত্ই পেয়ে গেলাম শুনলাম এত্ত সুন্দর কথা মন ভোরে যায়,সেভ কোরে রাখলাম। আরও বলুন ,প্রণাম জানাই।

  • @Its_me_akshita660
    @Its_me_akshita660 3 ปีที่แล้ว +7

    Heart touch kore galo kotha gulo🖤✨

  • @sayandeepsardar7144
    @sayandeepsardar7144 3 ปีที่แล้ว +1

    আপনার কথা একদম বাস্তব সত্য , মানুষ যদি ঠিক ভূল বিচার করে পথ চলতে শিখতো , জীবনের ভগবানের প্রতি বিশ্বাস থাকলে উন্নতি আসতে বাধ্য । ম‍্যাডাম আমি দূখিত এই কমেন্ট গুলো করেন সায়নদীপের মা কারন একাউন্ট ছেলে তাই ।

  • @asimmisra4892
    @asimmisra4892 3 ปีที่แล้ว +13

    Nowadays it's very important for new generation, Thanks ma'am,

  • @manasimajumdersinha9848
    @manasimajumdersinha9848 3 ปีที่แล้ว

    আহা!!! কতো সুন্দর করে বোঝালেন ম্যাম। প্রণাম আপনাকে।

  • @jagannathbiswas8478
    @jagannathbiswas8478 2 ปีที่แล้ว +74

    মা, তোমাকে অনেক অনেক কথা বলবো, যদি দেখা পাই পাঁ জড়িয়ে ধরে কাঁদবো। 🙏

    • @souravmukherjee498
      @souravmukherjee498 ปีที่แล้ว +2

      Apni khub sundar. misti kore
      Sekhalen sabaike

    • @cnn556
      @cnn556 ปีที่แล้ว

      🙏

  • @sabinatunnesa473
    @sabinatunnesa473 ปีที่แล้ว

    আপনার কথা যত বার শুনি আমি শুরু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি।
    ইশ্বর আপনাকে হাজার বছর বাচিয়ে রাখুন।এই প্রার্থনা করি🙏🙏🙏🙏

  • @zubaerkhan5963
    @zubaerkhan5963 3 ปีที่แล้ว +3

    💚 এগিয়ে যাক আগামী প্রজন্ম

  • @mdshadin4129
    @mdshadin4129 2 ปีที่แล้ว

    ম্যাম আপনার প্রতিটি কথার মধ্যে অসম্ভব উদ্দীপনার পাখা মেলে আছে।

  • @kusumbiswas1524
    @kusumbiswas1524 3 ปีที่แล้ว +3

    This is the most amazing motivation video for students and all others.
    🙏🙏🙏🙏
    Thank you so much mam and you are a successful person now.
    Everybody I say you that
    This video are not see you
    Everyone see this video.
    Truely this is the lige chenging story

  • @sagortv6586
    @sagortv6586 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ আপনাকে🌷🌷
    শ্রদ্ধা জানাই অঢেল।
    আপনার কথাগুলো বিবেককে জাগ্রত করেছে❤️❤️

  • @dilipsardar5796
    @dilipsardar5796 3 ปีที่แล้ว +8

    Pronam neben Maam, Thank you for your Goddess like speech.

  • @rockete-rikshaw273
    @rockete-rikshaw273 3 ปีที่แล้ว

    এতোও ভালো বলা যায়।!কি সুন্দর শব্দ ব্যবহার! যত শুনলাম ততই মুগ্ধ হলাম। জীবনের মূল্যবোধগুলোও যেনো নতুন মাত্রা পেলো। আপনার জন্য সশ্রদ্ধ প্রণাম।

  • @bishalbasak5392
    @bishalbasak5392 3 ปีที่แล้ว +3

    Ami jotobar kathagulo suni , Mon valo hoye Jai ☺️☺️

  • @ganeganesoumita
    @ganeganesoumita ปีที่แล้ว +1

    Madam pronam neben🙏🥺Apnar kotha gulo onek onek sahajyo korlo....🙏😌shikhlam onekta😌🙏🥺🙏

  • @sanjusarkar6683
    @sanjusarkar6683 3 ปีที่แล้ว +14

    ম্যাম,, প্রণাম নেবেন ❤️❤️❤️❤️

  • @sumitadas4615
    @sumitadas4615 3 ปีที่แล้ว

    Kichu bolar nei... Asadharon speech.. mon chhuye gelo ... amar pronam roilo ... khub valo thakben .

  • @AbdurRahim-hx7gf
    @AbdurRahim-hx7gf 3 ปีที่แล้ว +5

    Life changing speech ... Lots of love mam ❤️💓

    • @krishnenduadhikary3426
      @krishnenduadhikary3426 3 ปีที่แล้ว +1

      Khub sundor kotha gulo ..mon vore gelo🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @palashjashu5201
    @palashjashu5201 3 ปีที่แล้ว

    Mam apner katha gulo atotai monke chuye gelo mone hochhe akber jodi apner samna samni kotha bolar sujok petam to jiboner sorbo Srestho manuser satha poricoy hoto . R anek kichu jante partam ja amader jibone cholar pothe khub proyojon. Thank u mam. 🙏

  • @purnabratabag672
    @purnabratabag672 3 ปีที่แล้ว +4

    Thanks ma'am for your valuable speech, life changing speech🙏

  • @tapasdey8838
    @tapasdey8838 3 ปีที่แล้ว

    ম্যাডাম প্রত্যেকটি কথা খুবই মূল্যবান।প্রত্যেকটি মানুষ কে এই উপদেশ গুলি মেনে চলা উচিত।খুবই অনুপ্রাণিত হোলাম।আপনাকে অসংখ্য ধণ্যবাদ।আপনার কথা গুলি আমাদের কাছে বেদবাক্য র মত।

  • @avimunnodas923
    @avimunnodas923 3 ปีที่แล้ว +3

    হরে কৃষ্ণ
    অসাধারণ সুন্দর বক্তৃতা!
    মাতাজীর কথাগুলো বাস্তব জীবনে
    প্রয়োগ করা প্রত্যেকটি যুবক বা যুবতীর
    অতিব প্রয়োজন! 🙏🙏🙏

  • @arpitarpanchali
    @arpitarpanchali 3 ปีที่แล้ว

    আপনার কথাগুলো অসম্ভব সত্য কিন্তু বাস্তবে আমরা কজনই পারি এমন ভাবে ভাবতে,জীবনকে এই ভাবে চালনা করতে।সত্যি যদি আপনার মত মানুষের সান্নিধ্যে থাকতে পারতাম তাহলে হয়তো জীবনের সব সমস্যা থেকে মুক্ত হতে পারতাম।আপনাকে সশ্রদ্ধ প্রণাম 🙏🏻 ও অনেক ভালোবাসা জানাই

  • @sadhankumarroy2230
    @sadhankumarroy2230 3 ปีที่แล้ว +5

    You are just motherly.Your words are heaps helpful and full of inspiration. Regards

    • @KrishnaChakraborty-zq9mz
      @KrishnaChakraborty-zq9mz ปีที่แล้ว

      🙏🙏 madam aj gol park Ram Krishna mission e apnar kotha sunlam chokhe jol vore elo amader barite vison asanti apnar phone number ta ki pete pari

  • @s.m.shahalam5428
    @s.m.shahalam5428 ปีที่แล้ว +1

    অসাধারণ কথা বলেন তিনি, বিবেককে নাড়া দিয়েছে বারবার👌

  • @tawhidasinin6348
    @tawhidasinin6348 3 ปีที่แล้ว +111

    সহজে কোথাও কমেন্ট করি না , এতটাই ভালো লাগা ছিল প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না...

    • @redwanramim9473
      @redwanramim9473 3 ปีที่แล้ว +1

      Tumi sohoja comment koro na valo kota
      Akana ae kota lika vab dorar dorkar ke🙄🙄🙄🙄🙄

    • @stutisarkar5820
      @stutisarkar5820 3 ปีที่แล้ว

      Khub bhalo laglo

  • @provasarkar1811
    @provasarkar1811 3 ปีที่แล้ว

    Mam আমি প্রভা সরকার বোলপুরশান্তিনিকেতন থেকে বলছি , আমার প্রণাম গ্রহণ করুন 🙏, আপনার সব কথা গুলো আমার হৃদয় স্পর্শ করেছে, নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য উৎসাহ পেয়েছি, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। সত্যি যেন অমৃত বানী শুনলাম, সত্যি আমি ধন্য, এ ভাবেই আপনি আমাদের পাশে থাকুন 🙏🙏

  • @sumitaroy7803
    @sumitaroy7803 3 ปีที่แล้ว +5

    A huge regards to you and your saying MAA 🙏🏻🙏🏻

  • @রচয়িতা
    @রচয়িতা 3 ปีที่แล้ว

    কি অসাধারণ সুন্দর করে বললেন, কি বলবো বুঝতে পারছি না.... আপনি সুস্থ্য থাকুন ভালো থাকুন

  • @CHONCHOL655
    @CHONCHOL655 3 ปีที่แล้ว +13

    মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্য অনেক মূল্যবান কথা বলেছেন। অসাধারণ । অনেক অনেক ধন্যবাদ

    • @khagendranathbera
      @khagendranathbera 11 หลายเดือนก่อน

      Everýone knows what is right ànd what is wrong but none is ìnçlined to ďo the right

  • @Moumitapal196
    @Moumitapal196 ปีที่แล้ว

    আপনার কথা শুনে অনর্গল কেঁদে যাই আমি......আপনার সান্নিধ্য পেলে জীবন ধন্য হয়ে যেত...

  • @chandanhom4090
    @chandanhom4090 3 ปีที่แล้ว +3

    দিদি আমার সশ্রদ্ধ প্রনাম নিবেন।অনেক ভালো লাগলো।
    টাংগাইল, বাংলাদেশ।

  • @binaymajumder3278
    @binaymajumder3278 3 ปีที่แล้ว +1

    মনে হয়, ইচ্ছে করে বার বার আপনার কথাগুলো শ্রবণ করি , শুনি । শত শত প্রণাম ।।

  • @payeldutta9477
    @payeldutta9477 3 ปีที่แล้ว +3

    ম্যাম আপনাকে শত কোটি প্রণাম🙏🙏🙏🙏🙏🙏🙏।