বন্ধ কান খোলার উপায় | How to unclog ears | মাথা ঘোরার কারণ | Vertigo/Dizziness/Tinnitus Treatment
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- হাঁচি-সর্দি, কাশি, গলাব্যথা,ঠান্ডা লাগা থেকে অনেক সময় কানে তালা লাগার ঘটনা ঘটে। অনেকেই কানে তালা লাগার বিষয়টিকে হালকাভাবে নিয়ে থাকেন; কিন্তু এটি মোটেও তা নয়। কানে তালা লাগার এই অবস্থা দ্রুত মধ্যকর্ণে অর্থাৎ কানের পর্দার ভেতরের দিকে প্রদাহ বা ইনফেকশন সৃষ্টি করতে পারে। কানে তালা মানে কান বন্ধ হয়ে থাকা, কিছু না শোনা। যদিও বিষয়টি ঔষধের মাধ্যমে কমে যায়; তবে কানের এই সমস্যা একেবারে হালকা নয়। কানের পর্দা আমাদের কানকে বহি:কর্ণে ও মধ্যকর্ণে বিভক্ত করে।
কেন কানে তালা লাগে/বন্ধ হয়ে যায়? :
অডিটরি টিউব যা নাকের সাথে গলা ও কানের সংযোগ স্থাপন করে। অডিটরি টিউব মধ্যকর্ণ ও আবহাওয়ার বায়ুচাপের ভারসাম্য রক্ষা করে। কোন কারনে এই টিউব বন্ধ হয়ে গেলে/ঠিকমতো কাজ না করলে মধ্যকর্ণে পানি জমে প্রদাহ হতে পারে। সাধারণত হাঁচি, সর্দি, কাশির বা ঠান্ডা লাগার কারণে কানের সাথে নাক এবং গলার মধ্যে যোগাযোগ রক্ষাকারী টিউবটি আংশিক বা সম্পূর্ণভাবে সাময়িক বন্ধ থাকে। ফলে মধ্যকর্ণের সঙ্গে বাইরের পরিবেশের যোগাযোগে বিঘ্ন ঘটে। শ্বাসনালীর ওপরের অংশে জীবাণু সংক্রমণ বা প্রদাহ আপনার কানের সমস্যার কারণ হতে পারে। এ জন্য সর্দি ও সাইনোসাইটিস জটিল হওয়ার আগেই চিকিৎসা নিন। না হলে মধ্যকর্ণে প্রদাহ হয়ে ফুলে গিয়ে পানি জমতে পারে।
*কাদের এ সমস্যা হতে পারে? :
সাধারনত স্কুলগামী বাচ্চাদের এই সমস্যা বেশী দেখা গেলেও যেকোন বয়সের যে কেউ আক্রান্ত হতে পারেন। যে সকল বাচ্চাদের নাক ডাকার অভ্যাস আছে তাদের মধ্যকর্ণে পানি জমা হতে পারে। এ রোগের উল্লেখযোগ্য কারণ সমূহের মধ্যে রয়েছে :
১) ঘন ঘন উর্দ্ধশ্বাসনালীর সংক্রমন ; যেমন: সর্দি-কাশি-নাক বন্ধ।
২) প্রায়ই এলার্জি জনিত নাকের প্রদাহ/এলার্জিক রাইনাইটিস ;
৩) ক্রনিক টনসিলের ইনফেকশন;
৪) শিশুদের ক্ষেত্রে নাকের পিছনে এডিনয়েড নামক লসিকাগ্রন্থি বড় হয়ে যাওয়া;
৫) নাকের হাড় বাকা/ক্রনিক সাইনোসাইটিস এর সমস্যা;
৬) ভাইরাল ইনফেকশন।
৭)এছাড়া নাকের পিছনে ন্যাসোফ্যারিংস নামক স্থানে কোন টিউমার হলে।
*লক্ষণ কী/রোগী কী কী কষ্ট অনুভব করে?
১. মধ্যকর্ণে পানি জমা হয়ে প্রদাহ হলে সর্দি কাশির সঙ্গে হঠাৎ করে কান বন্ধ হয়ে যায়। অনেকে এক কানে তালি দেওয়া বলে অভিহিত করেন।
২. হঠাৎ করেই কানে বেশ ব্যথা মনে হয়।
৩. কানের মধ্যে ফড়ফড় করে এবং ভোঁ ভোঁ শব্দ হয় যাকে বলা হয় টিনিটাস ।
৪. কানে কম শোনা যায়।
৫. ইনফেকশন বেশি তীব্র হলে কানের পর্দা ফুটো হয়ে কান বেয়ে রক্ত মিশ্রিত পানির মত পড়ে কিংবা পুঁজ পড়ে।
এ রকম সমস্যা দেখা দিলে জটিলতার আগেই একজন নাক-কান-গলার চিকিৎসকের শরনাপন্ন হওয়া উচিত। চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে পারেন বর্তমানে কানের পর্দার অবস্থা কী রকম, পর্দা কী ফুটো হয়েছে, না হয়নি।
There are several techniques you can try to unclog or pop your ears:
1. Swallowing
When you swallow, your muscles automatically work to open the Eustachian tube. This tube connects the middle ear to the back of your nose.
Chewing gum or sucking on hard candy can also help activate this response.
2. Yawning
Yawning also helps open the Eustachian tube. If you can’t yawn on cue, try a fake yawn. Open your mouth as wide as it will go while breathing in and out. This may have the same result. Try “yawning” every few minutes until your ears pop.
3. Valsalva maneuver
Pinch your nostrils closed with your fingers. Try to keep your cheeks neutral, or pulled in, rather than puffed out. Next, blow air gently through your nostrils. This generates pressure in the back of the nose, which may help open the Eustachian tube.
4. Toynbee maneuver
For this technique, pinch your nostrils closed with your fingers while swallowing. Some researchTrusted Source indicates that the Toynbee maneuver is just as effective as the Valsalva maneuver, though results differ from person to person. You may want to try both to determine which method works best for you.
5. Applying a warm washcloth
Holding a warm washcloth or covered heating pad against the ear can help eliminate congestion and open the Eustachian tube. This method can also feel soothing. It may be most effective if you have clogged ears due to a cold, the flu, or allergies.
Thanks. 7 বছরের বন্ধ কান খুললো।
অবিশ্বাস্য। আলহামদুলিল্লাহ
😂
@@DrMdEhteshamKhaled আমার বাম কাঁন কয়েক বছর দরে বন্ধ আছে এখন আমি কি করবো
আমি কাঁনের কোনো ডক্টর দেখায়নি
প্লিজ উওর দিয়েন
🤣
আমার ডান কান
আসলে আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না,,আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল,, ❤❤❤
অনেক ধন্যবাদ ,জেনে খুশি হলাম
সাথে সাথেই ফল পেয়েছি আলহামদুলিল্লাহ্। আল্লাহ আপনার মঙ্গল করুন 🖤
আলহামদুলিল্লাহ। আমিন
😭 কোনটা ফলো করে ঠিক হলো? আমার তো হচ্ছে আজ চারদিন ধাপা ধরেছে
আমার যদি কানটা ঠিক হতো অনার উচিল্লায় যদি আল্লাহ আমার কান ঠিক করে দিতেন আমার কষ্টটা দর হতো খুব বকা শুনি কান বন্ধ হবার পর থেকে সবাই অবহেলা করে আমাকে
❤❤❤❤
ভিডিওটা দেখছিলাম আর কমেন্ট পড়ছিলাম আলহামদুলিল্লাহ সবার মত আমার সমস্যা সমাধান হয়ে গেছে ❤❤
আলহামদুলিল্লাহ
@dropin409আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিবেন।
বয়সের কারণ এ এমন হাড় বাড়তে পারে। আর সে থেকেই মাথা ঘোড়ায়।
ওশুধে কাজ না হলে surgery করার প্রয়োজন হতে পারে
স্যার আপনার ভিডিও দেখে ছয় দিন ধরে বন্ধ হয়ে থাকা কান খুলে গেছে। অনেক দুশ্চিন্তায় ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
দারুণ ব্যাপার। ধন্যবাদ
সার কি কি খাবার খাবো
কোনটা এপ্লাই করছিলেন?
সত্যি ভাই নাকি
@@paruldas4615 আপনার কানে কি সমস্য শব্দ হতো ভাই শো শো শব্দ হতো
1st kono youtube tutorial 100% successful holo জাজাকাল্লাহ খাইরান
আলহামদুলিল্লাহ,জেনে অনেক খুশি হলাম
Alhamdulillah vai amar wife er 1 mash dhore kan bondho apnar video dekhe 2 minute try korar porei thik hoye gese,allah pak apnar nek hayat dan koruk amin
আলহামদুলিল্লাহ ,জেনে অনেক ভাল লাগলো।
দোয়া রাখবেন। আমিন
আপনি খুবই ভালো ভাবে বুঝিয়েছেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আমিন
আমিন
খুবই উপক্রিত হলাম ভাই আপনাকে আল্লাহ নেক হায়াত ও বেশি বেশি মানুষের উপকার করার তৌফিক দান করুক।
আলহামদুলিল্লাহ ,আমিন
সত্যি স্যার ৫ মিনিট রাতে খাবার পেলাম না তাও একটু মারির দাত দিয়ে চিপানোর চেষ্টা করলাম ভালো হয়ে গেল
আলহামদুলিল্লাহ আপনার এই উপকার সত্যিই অবিশ্বরণীয়!!!!
আলহামদুলিল্লাহ ,শুকরিয়া আপনার এত সুন্দর মন্তব্য এর জন্য
❤ ভিডিওটি দেখার আগে ভয়ে ছিলাম।
৫ দিন থেকে বাম কান বন্ধ বন্ধ ভাব।
নানা রকম দুশ্চিন্তা মাথায় আসছিল, আলহামদুলিল্লাহ, ভিডিও টি দেখে শান্তি পেলাম। ❤
ভাই আমারও ৫ দিন থেকে বাম কান কম সুনিচ্ছি
@@Md.BadhonDewyan আমার তো এখন ঠিক হয়নি আপনার হয়েছে?
আলহামদুলিল্লাহ
মাশাল্লাহ, প্রকৃত মানুষের সন্ধান পেলাম❤️❤️
আলহামদুলিল্লাহ ,
ধন্যবাদ
Alhamdulillah আমি উপকার পেলাম মাত্র। May Allah bless you.
Alhamdulillah.জেনে খুশি হলাম
আলহামদুলিল্লাহ।
আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। গত চারদিন ধরে কানের এমন সমস্যায় ভুগিতেছিলাম। আপনার তিন নম্বর ব্যায়ামটা করেই এখন ভালো লাগছে। সমস্যা নেই। ধন্যবাদ ভাই।
আলহামদুলিল্লাহ
অনেক অনেক ধন্যবাদ জানাই স্যার আপনাকে। তিন দিন এক্সারসাইজের পর আপনার ফর্মুলা কাজ করেছে আলহামদুলিল্লাহ। 5 বছরের কষ্ট থেকে মুক্তি পেয়েছি। যখন কোন ডাক্তার দিয়ে কোন কিছু হচ্ছিল না। তখন হোমিওপ্যাথি ট্রাই করেছিলাম। আপনার দাওয়াত রইলো স্যার। মাওয়াতে ঘুরতে আসলে। আমাকে মেনশন দিয়েন। পাবলিক প্লেস না হলে হয়তো কন্টাক্ট টা শেয়ার করতাম। ভালো থাকবেন স্যার। আল্লাহ আপনাকে সুস্থ এবং মানুষের সেবায় আত্মনিয়োগ করার তৌফিক দান করুন❤❤
মাশাল্লাহ ,আলহামদুলিল্লাহ!
৫ বঁছর ধরে কস্ট করছেন,এত ডাক্তার দেখিয়েছেন, কাজ হচ্ছিল না। সেখানে ৩ দিন এর ব্যায়াম এই ভাল হয়ে গেল। অবিশ্বাস্য। সকল প্রশংসা আল্লাহ তায়া’লা র।
@@DrMdEhteshamKhaledসার আমার আট দিন ধরে ডান কানে শুনতে পাইনা মাথা ঘুরে সৌদি আরব তাকি কানের মধ্য চিকন শব্দ হয় অনেক বিরক্ত কর 😢😢
@@RashidMiah-gp3iw ইনফেকশন হতে পারে। সরাসরি একজন ডাক্তার কে দেখাবেন
@@DrMdEhteshamKhaled ওকে সার
@@RashidMiah-gp3iw জি
মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন।আমার বেশ কয়দিন ধরে কান বন্ধ ছিল।আলহামদুলিল্লাহ এখন ভিডিও তে দেখানো পদ্ধতি অবলম্বন করে ঠিক হয়ে গেছে
আলহামদুলিল্লাহ
আসসালামালাইকুম স্যার আমার বাম কান পাঁচ দিন ধরে বন্ধ ছিল কিন্তু আপনার এই ভিডিওটা দেখে আমি অনেক উপকৃত হলাম স্যার শুধু নাক ধরে দম বন্ধ করে রেখেছিলাম ২০ সেকেন্ডের মত তারপর কান দিয়ে বাতাস বের হল এবং খুলে গেল আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই পরামর্শ দেওয়ার জন্য আল্লাহ আপনাকে অনেক হায়াত দান করুক আমিন
আলহামদুলিল্লাহ... জেনে ভাল লাগল।
Alhamdullah.
Kivabe korechen vai?
পুরো ৩ দিন কান বন্ধ ছিল ভাই, সাজেশন্স অনেক উপকারী ছিল। ধন্যবাদ
ধন্যবাদ , জেনে ভাল লাগলো
@maya-youtube নিজ হাত দিয়ে নাক ধরে বন্ধ রাখুন, অত:পর নিঃশ্বাস ছাড়ার চেষ্টা করুন। ফলাফল পেয়ে যাবেন
আলহামদুলিল্লাহ আমার অনেকদিন ধরে কান বন্ধ ছিল ঠান্ডার জন্য, আজকে এই মাত্র ভিডিও টা চোখের সামনে পড়লো, সাথে সাথে রেজাল্ট পেলাম ধন্যবাদ আপনাকে
আলহামদুলিল্লাহ, জেনে ভাল লাগল
আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ধন্যবাদ ❤❤মাত্র ১ মিনিটে ভালো হয়ে গেছি অনেক টা
আলহামদুলিল্লাহ ,জেনে অনেক খুশি হলাম
আলহামদুলিল্লাহ খুবই ভালো বলেছেন আল্লাহ আপনার মঙ্গল কামনা মঙ্গল করুক আপনাকে নেক হায়ার দান করুন
আমিন।
Ame karo vedio te comment korina tobe ekhane comment na korley noi, Allahr osesh rohmote apnar dewa tips follow kore 3 diner plm slove holo, , Allah apnak nek hayat dan koruk amin ❤🤲
আলহামদুলিল্লাহ। ভাল জিনিস appreciate করা উচিত। আমরা তাহলে আরো বেশি উৎসাহিত হবো।
ধন্যবাদ কমেন্ট করার জন্য
আলহামদুলিল্লাহ সেরে গেছে। জাজাকাল্লাহ খাইরান 🥰🥰🥰🥰
আলহামদুলিল্লাহ ,জেনে অনেক খুশি হলাম
কয়দিনে ভালো হইছেন
আলহামদুলিল্লাহ ৩ বছর ৭ মাস বন্ধ কান আজ খুললো 🤲🤲আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ যেনো নেক হায়াত দান করেন.. 🤲🤲🤲
সত্যি অবিশ্বাস্য! সকল প্রশংসা আল্লাহ তায়া’লার!
Kon poddhoti use korchen?
Etodin e apnar ekbaro hih tola asey nai....hairey papi😂😂😂😂
ভাই আমাকে ও একটু সাহায্য করেন
@@ShafayethossenOntor এই ব্যায়াম গুলো চেষ্টা করে দেখুন
আল্লাহর রহমতে আপনার উপায়ে কান বন্ধ থেকে একটু টা শান্তি পেলাম।
আল্লাহ আপনাকে রহম করুক
আলহামদুলিল্লাহ,আমিন
আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক উপকার হয়ছে এই ভিডিও টা দেখে।আজ ৩দিন ধরে কষ্ট পাচ্ছিলাম
আলহামদুলিল্লাহ ,জেনে ভাল লাগল
আপনার কি মাথা ঘোড়ানো বা কানে ঝি ঝি শব্দ ছিল? দয়া করে জানাবেন, খুবই টেনশনে আছি আমি
@@DrMdEhteshamKhaled vaiya apnar Number dabin amake plz
@@RuhulAmin-id2tp facebook.com/drmdehteshamkhaled?mibextid=LQQJ4d
আমি ও😢@@browncat9128
আলহামদুলিল্লাহ আপনার বিডিওটি দেখে নাক বন্ধ করে দেওয়ার পর সাথে সাথে আমার কান খুলে গেছে। এবং সেটি বিডিওর মধ্যেই
আলহামদুলিল্লাহ ,,সত্যি অসাধারণ ব্যাপার
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সকালে ঘুম থেকে উঠে দেখি কান বন্ধ হয়ে গেছে আপনার ভিডিও দেখে খুবই উপকৃত হলাম🙏
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ডাক্তার আমাকে বলছিলেন আমার কান ডেমেজ হয়ে গেছে।হটাৎ আজকে আপনার ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আমি এখন কানে শুনতে পাই।
সত্যি অবিশ্বাস্য!
আলহামদুলিল্লাহ।
জেনে অনেক খুশি হলাম।
ওহ আমিও যদি শুনতে পেতাম
@@SomaAkter-uc3gl চিকিৎসা নিন আশা করি শুনতে পাবেন
@@DrMdEhteshamKhaled করতে করতে ব্যর্থ
আপনার জানা মতে কোন ওসুধ থাকলে বলেন স্যার
আলহামদুলিল্লাহ।
স্যার! আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আমি প্রায় ১ সপ্তাহ বাম কানে কম শুনছিলাম, আপনার ভিডিও টা দেখে নিয়মগুলো ট্রাই করলাম আলহামদুলিল্লাহ এখন আগের মত হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ ,জেনে অনেক ভাল লাগলো
Doya kore reply diben.. Amr kan off doctor dekhiyechi apnar dekhano beyam gulu korlam konotay kaj hschena@@DrMdEhteshamKhaled
ভাই সুন্দর একটা ভিডিও দিছেন, এই প্রথম কোনো ভিডিও দেখে শারীরিক সুস্থতা পেয়েছি। ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ,জেনে কভাল লাগলো
খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করেছেন স্যার। অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ
অনেক ধন্যবাদ ভাইয়া আমি 5 দিন যাবৎ কষ্ট করছিলাম ঠান্ডায় আমার কান বন্ধ ছিল কিন্তু এই ভিডিওটা দেখার পর কষ্ট থেকে মুক্তি পেয়েছি
ধন্যাবাদ , জেনে ভাল লাগল
কিবাবে😊
আমার যাচ্ছেনা
আপনি কোনটা করেছিলোন?
@@aronnatathai8705আপনার কান কি এখন ভালো হইছে?
ভাইয়া আপনার ভিডিও দেখে আমার মনে হচ্ছে যে আপনার এগুলোর মধ্যে সমাধান। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। এবং আরো ভিডিও নিয়ে আসুন
আলহামদুলিল্লাহ
আমিন
আলহামদুলিল্লাহ। স্যারের ফরমুলা অনুসরণ করে প্রায় ২ সপ্তাহ বন্ধ থাকা কান খুলে গেলো।
আলহামদুলিল্লাহ। জেনে ভাল লাগল
আপনার কি মাথা ঘোড়ানো বা কানে ঝি ঝি শব্দ ছিল? দয়া করে জানাবেন, খুবই টেনশনে আছি আমি, আমার ডান কানে কিছুই শুনি না, ঝি ঝি শব্দ হয়, আর মাথা ঘোড়ানো আছে
@@browncat9128 apni thik hoyechen
@@browncat9128তাইলে ভাই আপনে ডাক্তারের কাছে জান
@@browncat9128 আমার ও একই ভাই ৮ দিন যাবৎ ,, আপনি কি এর solution খুজে পেয়েছেন
ভিডিও দেখার সাথে সাথেই কাজ হয়ে গেছে❤️❤️❤️
ধন্যবাদ ।জেনে ভাল লাগল
কোন স্টেপ ফলো করে ঠিক হলো? 😭
Valsalva method 3 /4 mint korar por alhamdulillah tala khule gelo.
4 din por mukti pelam.
Allah apnake valo rakhuk
আলহামদুলিল্লাহ। আমিন
Alhamdulillah... Amr kan 4 din dhore bondho silo.Medicine niye o kaj hoyni. Apner vdo dekhe excercise korar por ehn kan khule gese..
আলহামদুলিল্লাহ ,ওশুধে কাজ না করলেও যে ভিডিও দেখে কাজ হলো ,সত্যি অসাধারন ব্যাপার
আলহামদুলিল্লাহ। আমার বন্ধ কান খুলে গেছে। আল্লাহর কাছে দোয়া করো আপনার জন্য vai
আলহামদুলিল্লাহ...জেনে ভাল লাগল
alhamdullilah kan ta khule gese ,ekhon ektu vlo sunte pai 🥹 allah apnake dirggodin bachiye rakhuk❤
আলহামদুলিল্লাহ। আমিন
আলহামদুলিল্লাহ কান খুলে গেছে।
শুকরিয়া মহান আল্লাহর দরবারে। 🕋
আলহামদুলিল্লাহ জেনে ভাল লাগল
আমার খুলছে না কি করবো প্লিজ বলেন
@@nusratmitu5393 কতদিন ধরে সমস্যা?
@@Lamia-Muntaha8o ১০ দিন ঠান্ডা লেগে কান যে বন্ধ হইছল আর খুলে না ডাঃ দেখাইলাম নাকে ড্রপ + মেডিসিন নিচ্ছি অনেক অস্থিরতা লাগতেছে কান বন্ধ বাজে একটা জিনিস কি করবো বুঝতেছিনা
@@nusratmitu5393 আমারও ঠান্ডা লেগে কান বন্ধ হয়ে গেছিলো আর কানে প্রচুর ব্যাথা ছিলো।
অসংখ্য ধন্যবাদ যে আপনি সবাই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন !
ধন্যবাদ
ডান কান হালকা বন্ধ হয়ে থাকে । হাই তুলে কিলিয়ার করি আবার বন্ধ হয়ে যায়। পট পট শব্দ করে । কি করব। দয়া করে উপকার টা করুন।
@@md.ahmedchowdhury5018 ঠাণ্ডা সর্দি থেকে এমনটা হয়েছে। আশা করি ঠিক হয়ে যাবে।
ছার আমার মাথা গুরায় এবং ডান কানে ভো ভো শব্দ করে এখন আমি কি করবো
আপনার এই পদ্ধতি আসলেই অনেক উপকারী
জি, ধন্যবাদ
আমি একটা জিনিস খেয়াল করলাম এই ডাক্তারের মধ্যে কোন অহংকার নেই সবাইকে রিপ্লাই করে
এজন্য এই ডঃ টাকে আমি সাবস্ক্রাইব করে দিলাম যেন ওনার আরো ভিডিও আমি সামনে পেতে পারি❤
আলহামদুলিল্লাহ। ধন্যবাদ
স্যার কয়দিন ধরে আমার কান বন্ধ হয়ে আছে একেবারে শুন্তাছি না ঠান্ডা লাগছে,এজন্য অনেক কস্ট পাচ্ছি মাথা কি যে করে এই টেনশনে, প্লিয স্যার হেল্প করেন
স্যার আমার কানের ভিতরে পানি গিয়াছে তার জন্য ড্রপ সাতে মেডিসিন খাইলাম এখন আমি এগুলো করলো কি কাজ হবে
আশা করি কাজ হবে।
স্যার আপনার ভিডিও গুলো দেখে করা মাএ রে আমার কানে শুনতে পারছি যা মেডিসিন খাইলো কাজ হয় না🤲🤲🤲🤲আপনার জন্য অলওয়েজ দোয়া থাকবেই ফ্রী আমানিল্লাহ
@@mdashik2343 আলহামদুলিল্লাহ,জেনে খুশি হলাম। ধন্যবাদ
সব সময় এই ভাবে পাশে পাবেন 🤚🤚🤚
@@mdashik2343 ধন্যবাদ
Alhamdulillah. Allahr osesh rohomot apnar technique kaje lagche.Alhamdulillah. ❤️
আলহামদুলিল্লাহ ,,জেনে অনেক খুশি হলাম
আলহামদুলিল্লাহ ভাই আপনার ভিডিওটি দেখার ৩ দিনের মাথায় আমি আজ প্রায় ৯০% সমস্যার সমাধান পেয়েছি। প্রায় দেড় মাস যাবৎ সমস্যায় ভূগতেছিলাম।
আলহামদুলিল্লাহ, জেনে ভাল লাগল
Valo hoyeche je apni ei video dekhenchen
@@applecareapplecare1757 yes
@@applecareapplecare1757 জি, একদম ঠিক
আপনার কি মাথা ঘোড়ানো বা কানে ঝি ঝি শব্দ ছিল? দয়া করে জানাবেন, খুবই টেনশনে আছি আমি
আমি ছোট বেলা থেকে এক কানে কম শুনতাম, কানে কোনো রকম শব্দ হতো না ও কানে কোনো এলার্জি চুলকানি রক্ত পড়া পুজ পড়া কিছুই ছিল না। শুধু কানে কানে দুর থেকে ধিরে ধিরে কেউ কথা বললে শুনতামনা হয়তো ৯০% শুনতাম আর ১০% শুনতাম না এটাই ছিল আমার সমস্যা। যখন আমার বয়স ১২ বছর হল তখন আমি প্রথম নিজ জেলায় অনেক ডাক্তার দেখিয়েছি। কোনো লাভ হলো না। আগের মতো রয়েছে। তারপর আবার পাঁচ বছর পর ঢাকায় ডাক্তার দেখিয়ে তাদের পরামর্শ অনুযায়ী একটা মেশিন দেয়। এরপর থেকে আমি মেশিন ব্যবহার করলাম, মেশিন টানা কয়েক মাস ব্যবহার করার পর আমার কানে চুলকানি সৃষ্টি হয় আর যখন চুলকানি সৃষ্টি হয় তখন এক টানা এক মাস বা পনেরো দিনের জন্য মেশিন ব্যবহার করতামনা। এভাবে এক বছর ব্যবহার করলাম আর এই এক বছরের ভিতরে দুই তিন মাস পর পর কানে অনেক ব্যথা হতো, আমার কানে কেন ব্যথা হতো কারণ এই মেশিন ব্যবহারে র জন্য কানে বেশি শব্দ ডুকে বলে ও কানের মেশিন লাগানো অবস্থায় কানের ভিতরে কোনো বাতাস ডুকে না ফলে আমার কানে এক পর্যায়ে অনেক চুলকানি সৃষ্টি হয় আর সেই সাথে সামান্য রক্ত পুজ ও পানি বেরিয়ে আসতো। তারপর হঠাৎ একদিন আমার এক কান বন্ধ হয়ে যায়। এরপর সাধারণত ফার্সিতে কিছু ঔষধ আনলাম তিন হলো কমেনি এরপর থেকে কানের ভিতরে অনেক শব্দ হওয়া শুরু করে সেই সাথে মাথায় ও আআম আআম করে। তারপর দুই মাস পর দেখি আরেক কান ও লক হয়ে গেছে অর্থাৎ দুই কান এখন লক হয়ে গেছে। এখন তো আরো কম শুনি হয়তো মাত্র ২৫% শুনি। অনেক ডাক্তার দেখিয়েছি আর কতো ডাক্তার ও চেন্জ করে ও ডাক্তার দেখাইলাম ও অনেক ঔষধ ও খেলাম কোনো লাভ হলো না, এখন সেই লক লাগার পর থেকে দুই বছর হয়ে গেছে এখন ও কানের লক খুলছে না।এখন মেশিন ব্যবহার করলে ও শুনা যায় না। আগে মশিন ছাড়াই খুব ভালোই ছিলাম। এখন খুব কষ্টে জীবন পার করতেছি। এখন আমি একটা কথা বলতে চাই যে সেই মেশিন ব্যবহার করে আমার কানটা একেবারেই নষ্ট করে দিল।কারণ আমার পাশের বাড়ির ও একজনের ছোট বেলায় আমার মতো কিছু সমস্যা ছিল তার বয়স বর্তমানে ৬৫+ হবে সে কখনো মেশিন ব্যবহার করেননি এখন ও আগের মতো মেশিন ছাড়াই শুনতে পায়।
তাই আমি সবাইকে সতর্কতা জানাচ্ছি যে যাদের কানে সামান্য সমস্যা তারা সব সময় মেশিন ব্যবহার করবেন না। দিনে বেশি হলে দুই ঘন্টা ব্যবহার করবেন। তা না হলে আমার মতো বিপদে পরবেন। এক কথায় মেশিন না ব্যবহার করাই ভালো
ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করবার জন্য।
এখন Hearing aids এর বিকল্প হিসেবে Cochlear implants করা হয়।
ভাইয়া আমিও মনে হয় ৩০% শুনি শুধু,,আবার অনেক সময় কথা শুনি তবে কথা গুলা বুঝিনা
কি করা যায়,,এভাবে তো জীবন চলতে পারেনা,,খুব সমস্যাতে আছি
@@MdTarek-yh2xf আপনি hearing aid ব্যবহার করতে পারেন।
@@DrMdEhteshamKhaledভাইয়া কক্লিয়ার ইমপ্লান্ট কি সেটা কি কানে সময় লাগাতে হয় নাকি হিয়ারিং এর মতো নাকি শ্রবণশক্তি বাড়ার পর খুলে দেয়া হয়
@@mdsajibahmedchymdsajibahme6506 এটা অপারেশন এর মাধ্যমে কানের ভিতর স্থাপন করা হয়।
Awesome sir
Ami onk kosto pacchilam
Apnar niyom flow korse
Allah apnar valo koruk ❤❤❤❤❤
আলহামদুলিল্লাহ। আমিন
আমার হঠাৎ ঠান্ডা লাগে আর ৪ দিন ধরে ডান কান বন্ধ।প্রথম দিন খুব ব্যাথা ছিল তাই ডক্টর দেখাইছি ডক্টরের টেবলেট খাওয়ার পর দিন ব্যাথা ভালো কিন্তু কান বন্ধ এর পর দিন থেকে কানে শো শো শব্দ আর কান বন্ধ মাঝেমধ্যে পটপট শব্দ।আর গরম পানি দ্বারা গরগর করনে খুব অল্প অল্প কফ আসে যা অনেক শক্ত আর খুবই হলুদ।তখন একটু কান ভালো লাগে পরে আবার শুরু হয়।
ঠান্ডা সর্দি থেকে এমনটা হতে পারে। কমে গেলে আশা করি এমনি ঠিক হয়ে যাবে।
এখন কি অবস্থা আপনার আপু? কান কি ভালো হইছে?
আমারও সেইম অবস্থা
আমারও😢
অনেক ধন্যবাদ স্যার এ কথা শুনে ভালো লাগলো
ধন্যবাদ
Khub valo lageche❤
ধন্যবাদ
স্যার কানের ভিতর হার্ডবিটের মতো শব্দ হয় এটার কি কোনো সমাধান আছে 😢😢
সরাসরি একজন ডাক্তার কে দেখাবেন।চিকিৎসা আছে
সেম
Same problem 😢
জাজাকাল্লাহ খাইরান
জাজাকাল্লাহ খাইরান
Omg thank you so so so so so much.....3 din dhore Kan bondho hoar jalai vugchilam ...aj apnar video dekhe amr Kan instantly khule gelo ....ki je Santi pelam .. thank you dada❤
আসলেই এটা খুবই বিরক্তিকর এবং কস্টের।
উপকার পেয়েছেন যেনে খুশি হলাম।
ধন্যবাদ
সত্যিই আলহামদুলিল্লাহ কাজ হয় 😊❤️
আলহামদুলিল্লাহ জেনে ভাল লাগল
@@DrMdEhteshamKhaled স্যার দয়া করে আপনার নাম্বার টা জদি একটু দিতেন, তাহলে একটা পরামর্শ জানার ছিলো।
@@TheYoungStar1 m.me/107273094362205
ভাই আমার তো খুলতেছে না 🙂
আলহামদুলিল্লাহ ভাইয়া,,আমি নাক বন্ধ করে পানি খেয়েছি এবং সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছি🥰
আলহামদুলিল্লাহ ,জেনে ভাল লাগল
Amio . Alhamdulillah. Thanks a lot
@@fahadmohiuddin5827 Thanks
@@DrMdEhteshamKhaled As'salamuailaikum ✨
pani kheye amr kaan ou thik hoye geche
@@foyyysaaal আলহামদুলিল্লাহ ,জেনে ভাল লাগলো
ধন্যবাদ আপনাকে আমি নিউইয়র্ক থেকে আপনার এই পদ্ধতিগুলো অবলম্বন করে কান খুলতে পারছি !
আলহামদুলিল্লাহ ,জেনে অনেক ভাল লাগলো।
ভাল থাকবেন
আজ থেকে চেষ্টা করছি ইনশাল্লাহ আপনার উছিলায় সবার মতো আমাকেও আল্লাহ ভাল করে দেবেন❤
ইনশাআল্লাহ
@@DrMdEhteshamKhaled assalamualaikum vaiya amar thanda lagachilo thanda thaka kalin obostay kane emon soninai first a 2ta chilo tarpor bam kanta ekhono thik hoini halka betha kore r dop dop sobdo kore kal theke r sobdo thamtei cacchena prai 20din hoye jabe bam kaner ekdom kom soni r. betha j kore 2 din dore sobdo hoitase 2din dore age ei prblm ta chilona
@@DrMdEhteshamKhaled r ami saudi arab achi kon dr. dekhabo ki krbo bujtechina 😢
@@arafatullah6381 আপনি সরাসরি একজন ভাল ENT specialist কে দেখাবেন
@@arafatullah6381 ইনফেকশন হয়ে থাকতে পারে।
ওশুধ প্রয়োজন
আমার ঠান্ডা লেগে কান বন্ধ হয়ে গিয়েছিল,,,৩ দিন পর ও ভালো হচ্ছিলোনা,,,অনেক অস্থির লাগতো,,আজ সকালে এই ভিডিও টা দেখে ঘন ঘন হাইম দিলাম,,আলহামদুলিল্লাহ আমার কান খুলে গেসে,,,দোয়া থাকলো আপনার জন্য
আলহামদুলিল্লাহ,জেনে ভাল লাগল
আপনার কি মাথা ঘোড়ানো বা কানে ঝি ঝি শব্দ ছিল? দয়া করে জানাবেন, খুবই টেনশনে আছি আমি, আমার ডান কানে কিছুই শুনি না, ঝি ঝি শব্দ হয়, আর মাথা ঘোড়ানো আছে
সত্যি ভালো কাজ করে আমার কান বন্ধ ছিল এখন খুলে গেছে 🎉❤😊 ভালো টিপস দেওয়ার জন্য ধন্যবাদ
আলহামদুলিল্লাহ
আল্লাহ আপনাকে হাজার হাজার বছর বাচিয়ে রাকুক আপনার ফরমুলায় আমার 4 দিনের বন্ধ কান খুলে গেছে আলহামদুলিল্লাহ
আল্লাহামদুলিল্লাহ।
আমিন
Alhamdulillah! Tried and got relief. Thank you so much. Keep up your good works.
Thanks... Glad to know it helped!
@@DrMdEhteshamKhaled স্যার আমার ডোক গিলালেই বা কোনো খাবার গিলেই কান বন্ধ হয়ে আসে এটা উপায়???
@@yeaomaymahi4389 ঠান্ডা সর্দির কারণে হয়ত কোন ব্লকেজ আছে । তাই এমনটা হচ্ছে
আলহামদুলিল্লাহ - ৭ দিন পরে এই সমস্যা থেকে সমাধান হলো। ঠান্ডা লেগে ডান কানে ৭ দিন ধরে কিছু শুনতে পেতাম না- এই ব্যয়াম করে উপকার পেলাম- ধন্যবাদ স্যার আপনাকে--
আলহামদুলিল্লাহ। ধন্যবাদ
ধন্যবাদ৷৷ 🥰🥰🥰🥰
কাজ হয়ে গেছে😍😍
শুনে ভাল লাগল উপকৃত হয়েছেন 😍
আল্লাহ আপনার ভালো করুক টানা চারদিন পর কান খুলতে পারলাম আপনার বুদ্ধিতে ❤
আলহামদুলিল্লাহ ,জেনে অনেক খুশি হলাম
আপু কোনটা স্টেপ টা করে খুললো? আমার তো খুলছে না
Dhonnobad vaiya... Last step ta try krar sate sate. Kan khule gece..
Alhamdullah
আলহামদুলিল্লাহ। জেনে ভাল লাগল
Most needed video for me.?Jazhakallahu khairan
জাজাকাল্লাহ!
ভিডিওটি দেখে ভেবেছিলাম হয়তো আপনার কৌশল কাজ করবে না, কিন্তু যখন চেষ্টা করলাম কয়েক বার আল্লাহর অশেষ রহমতে বন্ধ কান খুলে গেছে । আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক,সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন শা আল্লাহ।
আলহামদুলিল্লাহ ,জেনে অনেক খুশি হলাম
অসাধারণ আল্লাহ আপবাকে নেক হায়াৎ দান করুক এত ভালো কাজ করছে সাথে সাথে সমাধান হয়ে গেছে
আলহামদুলিল্লাহ। আমিন
আসসালামু আলাইকুম স্যার।আশা করি আল্লাহ রহমতে ভাল আছেন।স্যার আজকে সন্ধ্যায় হঠাত আঙুল দিয়ে ডান কান চুলকানোর পর থেকে আমার ডান কান ব্লক হয়ে গিয়েছে।ডান কানে খুবই কম শুনছি।এখনও ঠিক হচ্ছে নাহ।এর জন্য করণীয় কী স্যার?একটু বললে উপকৃত হতাম।
কানে জমে থাকা খৈল বা ময়লা চুল্কানোর কারণে ভিতরে ঢুকে এমনটা হতে পারে। আশা করি এমনি ঠিক হয়ে যাবে কয়েকদিন পর।
ঈডঢ
Vaiya kivabe thik hoichilo
I knew from my childhood .... if the ear is blocked due to a cold, air must be breathed through the blocked ear .. I had first 10 Years ago I did it like this myself...nobody around the house knew..Now I am 2 years old.
আপনার নাকের হাড় বাঁকা এবং Dust allergy থাকতে পারে. একজন ENT specialist এর পরামর্শ এ ওষুধ সেবন করলে আশা করি নিয়ন্ত্রনে থাকবে
আমার মনে হচ্ছে আমি সফল হতে যাচ্ছি। গতকাল থেকে আপনার দেয়া একটি এক্সারসাইজ আমার খুব ভালো লেগেছে সেটি আমি করার চেষ্টা করছি। খুব দ্রুতই একটি পজিটিভ ফিডব্যাক দেয়ার আশা রাখি দোয়া রাখবেন।
ইনশাআল্লাহ ভাল হয়ে যাবে
ভাইয়া অামার সর্দি লেগেছে। একারণে অামার বাম কান বন্দ হয়ে গেছে। অাপনি যে নিযম গুলো বলেছেন তা সবগুলো অামার জানা অাছে।সব কাজগুলো করেছি। কিন্তু ভালো হয়না। এখন কি করণীয়?জানালে ভাল হয়।
আপনি লেবু এবং মধু মিশিয়ে খেতে পারেন।
আদা,লবন গরম পানির গারগেল করতে পারেন। সাথে পানি বেশি করে খাবেন। এতে আশা করি ন্যাচারালি ঠান্ডা সরদি কমে যাবে। এবং ঠিক হয়ে যাবে।
এছাড়া আলারজি বা ঠান্ডার ওশুধ সেবনেও এটি কমাতে পারেন।
অসাধারণ....... ঠিক এই মাত্র আমি বুঝতে পারলাম টিনিটাস এর কারণ..... আমি কদিন সর্দি নিয়ে ভুগছি.... কানদুটো ঠিক ওই রকম হচ্ছিলো.... থ্যাংক ইউ.......
@@এসোঅংকশিখি-চ৫ট ধন্যবাদ জেনে ভাল লাগল
জাযাকাল্লাহু খাইরান❤
এই সমস্যায় দুদিন যাবত খুবই ভয়ে ছিলাম, আপনার কথা মত চেষ্টাই 2 মিনিটেই ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ,,জেনে খুব ভাল লাগলো
Konti dui minute try korechen? Doctor to onk gulor kotha bollen
আপনি সব গুলোই চেষ্টা করে দেখুন,একেক জনে ক্ষেত্রে একেকটা কাজ করে@@nusratmubinur3008
@@DrMdEhteshamKhaled sir kono drop ache kaner ai problem er jonno? Ami shob guloi korechi tao kan tobda chare ni
আপনি এসব ক্ষেত্রে সয়ারসরি একজন ENT specialist কে দেখিয়ে কান পরিক্ষার পর ওশুধ সেবন করবেন@@nusratmubinur3008
ধন্যবাদ ভাইয়া, এই বিষয় টা আলোচনা করার কারনে উপকার হয়েছে, কান খুলে গেছে
উপকার পেয়েছেন জেনে ভাল লাগল। ধন্যবাদ আপনাকেও !
Thank you so much 🥰❣️
Thanks
Sir আমাৰ পৰ্দা foro হয়েছে ফুট বল লেগেছে,,,এখন কানে বেথা মাথা ঘূৰাই,পুজ হয়েছে ,অনেক ঔষদ খেলাম solve hoytesena , কানেৰ problem a কি shorir কাপে?
ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ভিডিও দেখে এই গুলো করার পর ঠিক হয়ে গেছে। আল্লাহর কাছে শুকরিয়া।
আলহামদুলিল্লাহ ,জেনে অনেক খুশি হলাম
Excellent Doctor. Thanks a lot Sir.
thanks
আমার কানে জি জি শব্দ হয়
@@farukhossen4199 thik hoyeche vai amaro amon hoy ki korbo bujteci na
আলহামদুলিল্লাহ,,
আমার বন্ধ কান খুলে গেছে ,, ধন্যবাদ স্যার। ❤❤
আলহামদুলিল্লাহ ,জেনে অনেক খুশি হলাম
আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অনেক - অনেক শুকরিয়া আদায় করছি,🤲🤲🤲
আমার গত দুই দিন ধরে কান একটা ব্লগ হয়ে গেছিল,,
মনে মনে অনেক ভয়ে ছিলাম
যদি কিছু হয় 🤔🤔
আবার ভাবছি হয়তো সর্দি লেগেছে তাই হয়তো এমনটা হয়ছে,
আজকে আপনার এই ভিডিও টা দেখে এক হাতে নাক ধরে জুড়ে জুড়ে নিঃশ্বাস নিয়েছি,
আলহামদুলিল্লাহ
সাথে সাথে কানে ব্লগ খুলে গেছে 🤲🤲🤲💞
Alhamdulillah
অসংখ্য ধন্যবাদ স্যার
আমার মাঝে মধ্যেই ধান্ডা লাগলে কান বন্ধ থাকে,এবং মাথা ঘোরায়
আপনার ট্রিকস ফলো করে ২ মিনিটেই অনেকটা সুস্থ হলাম
আলহামদুলিল্লাহ,
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য
আলহামদুলিল্লাহ, জেনে খুশি হলাম
৩/৪ নাম্বার টা অনেক উপকারি৷ আমার কান বন্ধ ছিল প্রায় ১০ দিন।এখন ভালো লাগছে অনেক
ধন্যবাদ ,আপনার সুন্দর মতামত এর জন্য
Thanks video ta dekhe. Kaner block ta charlo. Jader block charche na tara nak mokh r jei kan valo sei kan bondo kore jore jore nishas ber korte chaite thaken. Tahole valo hote pare. Amar amon korei valo holo.
ধন্যবাদ আপনার মতামত এর জন্য
এতোক্ষণ এক বন্ধ ছিলো, এখন ২ কানই বন্ধ হয়ে গেছে,! ধন্যবাদ 🙂
ঠান্ডা সরদি নিয়ন্ত্রণ করুন ঠিক হয়ে যাবে আশা করি
🤣🤣🤣🤣
😆😆😆
😅😅😅
ঠান্ডা সর্দি সব ভালো হয়ে গেছে কিন্ত কান বন্ধ আর সারছেনা।সবকিছু নিয়ম ফলো করলাম এখন আরো বেশি সমস্যা টা বেড়ে গেছে
আলহামদুলিল্লাহ ভিডিও দেখে সাথে সাথে কাজ হয়েছে। অনেক ধন্যবাদ। একটা দিন অনেক কষ্ট হইছে কান নিয়া।
আলহ
Alhamdulilla ❤ Amar 3 diner problem 2 min video ta dakhei valo hoye gase
আলহামদুলিল্লাহ , দারুণ ব্যাপার
খুবই কার্যকর আপনার টিপস
সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছে
আলহামদুলিল্লাহ ,জেনে অনেক খুশি হলাম
Amr apnk khub valo lagche....apni khub valo bujate parn... Apnr kotha bolar dhoron amr khub valo lagche... So cute🤗💚
ধন্যবাদ।এভাবে কেউ বলেনি। শিক্ষকতা করলে হয়তো ভালো করতাম।🙂
@@DrMdEhteshamKhaled Amr kan khulte ache na... Apnr kotha moto onk try korte achi ami.. Kintu kan bondho hoye e ache😓
@@SuMuSuMu-qw8zm এসব ক্ষেত্রে সরাসরি একজন ডাক্তার কে দেখাবেন
আলহামদুলিল্লাহ , সবাই খুবই উপকার পেয়েছে❤
আলহামদুলিল্লাহ
Valsalve manuaver ta try krar sathe sathe clear hye gelo❤❤ thanku❤️
ধন্যবাদ ,জেনে অনেক ভাল লাগলো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমি উপকৃত হয়েছি ❤😊
আলহামদুলিল্লাহ
আমি কলকাতা থেকে শুনছি আপনার উপদেশ।খুব ভালো লাগলো।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন
Thank you thank you so ami 2 din dhore ayi problem vukchilam 😅😅 ar 1 minists modhe thki hoye geche ❤❤❤
আলহামদুলিল্লাহ ,জেনে ভাল লাগলো। দারুন ব্যাপার
মাসাআল্লাহ, তাবারকাল্লাহ, ফিয়ামানিল্লাহ, অসাধারণ আলোচনা, জাঝাকআল্লাহু খয়রন 🌹💐🌺❤️🥰💝🌺💐🌹
আলহামদুলিল্লাহ ,ধন্যবাদ
Alhamdulillah...apnar video dekhar por allah rahmat e 7 din por bondo kan thik oisa
আলহামদুলিল্লাহ ,জেনে অনেক খুশি হলাম
আলহামদুলিল্লাহ এত সুন্দর উপায় আমার খুব আরাম লাগছে আমি করলাম হঠাৎ আমার খুব শব্দ হয় এখন হচ্ছে না
আলহামদুলিল্লাহ
আমি আল্লাহপাকের কাছে দোয়া করি আপনি আরো বড় হন 😊😊
আল্লাহ হুম্মা আমিন
Thank you vai 3din holo kane
Sunte pachi na just apnar vedio dekhlam r nak bondho kore muke batas niye blow up korlam sathe sathe amar kan khule geche anek dhonnobad vai
আলহামদুলিল্লাহ ,জেনে অনেক ভাল লাগলো।
আপনার নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করি ❤
আমিন