তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা-শামসুর রাহমান-আবৃত্তি-শিমুল মুস্তাফা
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025
- তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
সাকিনা বিবির কপাল ভাঙলো,
সিঁথির সিঁদুর গেল হরিদাসীর।
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো
দানবের মত চিৎকার করতে করতে
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
ছাত্রাবাস বস্তি উজাড হলো। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।
তুমি আসবে ব’লে, ছাই হলো গ্রামের পর গ্রাম।
তুমি আসবে ব’লে, বিধ্বস্ত পাডায় প্রভূর বাস্তুভিটার
ভগ্নস্তূপে দাঁডিয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর।
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
অবুঝ শিশু হামাগুডি দিলো পিতামাতার লাশের উপর।
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?
স্বাধীনতা, তোমার জন্যে এক থুত্থুরে বুডো
উদাস দাওয়ায় ব’সে আছেন - তাঁর চোখের নিচে অপরাহ্ণের
দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নডছে চুল।
স্বাধীনতা, তোমার জন্যে
মোল্লাবাডির এক বিধবা দাঁডিয়ে আছে
নডবডে খুঁটি ধ’রে দগ্ধ ঘরের।
স্বাধীনতা, তোমার জন্যে
হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে
বসে আছে পথের ধারে।
তোমার জন্যে,
সগীর আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক,
কেষ্ট দাস, জেলেপাডার সবচেয়ে সাহসী লোকটা,
মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি,
গাজী গাজী ব’লে নৌকা চালায় উদ্দান ঝডে
রুস্তম শেখ, ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস
এখন পোকার দখলে
আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুডে বেডানো
সেই তেজী তরুণ যার পদভারে
একটি নতুন পৃথিবীর জন্ম হ’তে চলেছে -
সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা।
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত
ঘোষণার ধ্বনিপ্রতিধ্বনি তুলে,
মতুন নিশান উডিয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক
এই বাংলায়
তোমাকেই আসতে হবে, হে স্বাধীনতা। - บันเทิง
শিমুল মুস্তফা আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাই।কারণ আপনার কবিতা আবৃত্তি শুনে আমি কবিতা আবৃত্তি করে সেকেন্ড পুরুষকার পেয়েছি। তাই আপনাকে আমার অন্তর থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম।
❤
Ami first,second duitai hoyechi❤
স্বাধীনতা কখন দেখা হয়নি কিন্তু কবিতা শুনলে মনে হয় স্বাধীনতা আমিও দেখেছি।
' তুমি আসবে বলে স্বাধীনতা '' প্রিয় কবিতা অসাধারণ অসামান্য কাব্যকথা - এবং প্রিয় আবৃত্তিকার শিমুল মুস্তাফা - স্যালুট
th-cam.com/video/icIWtiSe9Ro/w-d-xo.html
কক❤❤
বাস্তবে সেই স্বাধীনতা কোনোদিন কখনো আসে নি, আসবে না।
wowsonice 😮
খুব সুন্দর কন্ঠ আপনার।মুগ্ধ করার মতো।ধন্যবাদ আপনাকে
স্যার আপনি আমার একজন প্রিয় মানুষ আপনার কন্ঠে কবিতা আবৃত্তি আমাকে মুগ্ধ করে বারবার, অনেক ভালোবাসি আপনাকে
কাঁদিয়ে দেবার একটি মতো কবিতা,স্যার
অপূর্ব আবৃত্তি পরিবেশনা। সুন্দর কন্ঠস্বর।
অনেক শুভেচ্ছা জানাই।🌹
এই বাংলায় তোমাকে
আসতেই হবে,
হে স্বাধীনতা! অসাধারণ লাগলো।
ং
th-cam.com/video/icIWtiSe9Ro/w-d-xo.html
খুব সুন্দর একটা কবিতা
অসাধারণ একটি কবিতা। সেই সাথে আবৃত্তি।
th-cam.com/video/icIWtiSe9Ro/w-d-xo.html
আপনার মতোন আর কেউ পারে না। awesome. 😯😯😯 Love and respect for my deep heart 💯💯❤️♥️❤️❤️
th-cam.com/video/icIWtiSe9Ro/w-d-xo.html
একদম মন জুরিযে যায়
অসাধারণ আবৃত্তি পরিবেশনা, স্যার 😍
অসাধারণ সুন্দর 👏👏👏
খুব সুন্দর হয়েছে আপনার বলা কবিতা আবৃত্তি
অসাধারণ ভাইয়া। এই কবিতাটি আবৃত্তি করে আমি কলেজে প্রথম হয়েছিলাম।
কিভাবে? আমাকে টিপস দেন। আমাকে একবার শোনাতে পারবেন? আমিও কলেজের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছি
Vaia plz amak akta tips dao Jano Ami school e First hoite pari .
অনন্য সৃষ্টি। অসাধারণ আবৃত্তি।
অসাধারন স্যার😢
অসাধারণ অসাধারণ অসাধারণ...
আপনার আবৃত্তি অনেক সুন্দর ❤❤❤❤
Kobtati abrity kore ami 1st hoyechi,,❤
Ame akjon class 9 arr student.. apnar ayy abreter Jonno amar onak Onak shahajjo housaa... Thank you ❤️❤️❤️
এত সুন্দর গম্ভীর কন্ঠস্বর যত বার শুনি,কবিতা ও কন্ঠ দুয়েরই প্রেমে পড়ে মুগ্ধ হই...
সামনে থেকে যদি কোনো দিন আপনার কবিতা শোনার সুযোগ পাই, হাত ছাড়া করবো না
অনবদ্য উপস্থাপন।
এত সুন্দর কবিতা আবৃত্তি, আসলে ১৯৭১ সালের দিনগুলো কেমন ছিল তা বোঝা 🪄যায়❤❤❤❤❤❤❤
Very beautiful poem 🥰🥰
Thanks a lot 👍
Your voice is a blessing of almighty ALLAH ❣️
কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি আবৃত্তি করনে
অসাধারন ভাই
অসাধারণ।
এটা আমার খুব৷ভালো লেগেছে
❤❤ভালোবাসা আমার দেশের জন্য❤️❤️
খুব সুন্দর হয়েছে স্যার।
চমৎকার একটি ভিডিও দেখালেন। খুব খুব ভালো লাগলো। সারাজীবন আপনার পাশে আছি। আশাকরি আপনিও এই দীর্ঘ চলার পথের আমার সঙ্গী হবেন।
Sundor hoise
প্রিয় কবিতা
বিজয়ের শুভেচ্ছা।
অসাধারণ ভয়েজ💗💗💗💗💗
অপূর্ব
Nice Sir..
Beautiful voice.
অসাধারণ লাগলো কবিতাটি 💕
❤❤❤❤
সুন্দর হয়েছে শিমুল মুস্তফা
-অনেক ভালোলাগে আপনার আবৃতি গুলো
কালকে আমিও এই কবিতাটি দিব সবাই দোয়া করবেন🤲🤲🤲
স্যার আবৃতি খুব সুন্দর হয়েছে
Hi
বিনম্র শ্রদ্ধা !!!
অকুণ্ঠ ভালোবাসা !!!
ধান্যবাদ স্যার😊😊😊😊😊
স্যলুট
অসাধারণ ❤️
খুব মিস করি স্যার এর মুখের এই কবিতা টি, আমি যখন দশম শ্রেণিতে পড়ি তখন আমাদের সন্মানিত অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম স্যার এই কবিতা টি রুমে পড়ে সুনাতেন, খুব মিস করি দিন গুলোকে 😭😭😭😭
চমৎকার শ্রুতিমধুর শব্দ ধ্বনি
Thank u so much 😁😁🥰🥰🇧🇩🇧🇩
ভালো 😊
অসাধারণ ভাই 🧡
দারুন দারুন
অসাধারন আবৃওি❤❤
অনেক ভালো হয়েছে
এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত,রক্তাক্ত সময় ?
বাতাসে লাশের গন্ধ ভাসে,,,🥺
nice❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍
অসাধারণ অসাধারণ আবৃত্তি স্যার।
Very nice voice and very well recited poem.one of my favourites.
Nice❤
Sir ami apner moto kobita kore 1st hoyechi.😊
বিনম্র শ্রদ্ধা। পঞ্চগড় জেলা হতে পুরোটা সময় আছি।
দারুন।
Excellent
Very nice.
I love it.... And you voice is so glamours...
দারুণ
অসাধারণ DHONYOBAD
মাশাআল্লাহ
Osadharon
স্বাধীনতার এক নাম শামসুর রহমান
বিনম্র শ্রদ্ধা অঞ্জলি কবি কে
Boss
শুভ কামনা রইল
আপনার কবিতার কন্ঠ খুব সুন্দর
Bal
Thanks
৷ গুড
আবৃত্তি শোনতে অনেক ভাল লাগে।
Darun
tanks sir❤️❤️
😲🥰🥰🥰
Excellent!
th-cam.com/video/icIWtiSe9Ro/w-d-xo.html
Nice your voice
Still we are waiting...
Very nice
😊😊😊😊😊😊
আমরা বুকের রক্ত দিয়ে কি পেয়েছি সে স্বাধীনতা? দু’লক্ষ মা,বোনের সম্ভম হারানোর হারানোর পর ও সে স্বাধীনতা?
th-cam.com/video/icIWtiSe9Ro/w-d-xo.html
This is a very good voice!
❤
🥰🥰🥰
আমি অন্য রকম । অন্য ছেলেদের মতো না। কেউ অপেক্ষা য় নেই জেনেও কেন কারোর অপেক্ষা র অপেক্ষায় থাকে মানুষ। plz come back VAM i am a serous.
😊😊😊
❤️💚
Sir sound kom hoia gasa.
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ~
🥰
অসাধারণ!
Nice voice