প্যারিসের চিঠি-লতিফুল ইসলাম শিবলী(Pariser Chithhi-Latiful Islam Shibli)আবৃত্তি-শিমুল মুস্তাফা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • প্রিয় আকাশি,
    গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি। খামের উপর নাম ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার হাতের লেখা, ঠিকানা পেলে কিভাবে লিখনি, কতদিন পর ঢাকার চিঠি, তাও তোমার হাতের লেখা, ভাবতে পারো আমার অবস্থা?
    গতকাল প্যারিসে ঝড়েছিল এ বছরের রেকর্ড ভাঙ্গা তুষারপাত। তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি এই প্রথম আমি অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ।
    তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ তুমি কষ্ট পেয়ে লিখেছো, রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে, উৎকট সোডিয়ামের সজ্জা, আমাদের প্রিয় রমনা রেস্তোরা এখন কালের সাক্ষী, শীতের বই মেলা পরিনত হয়েছে মিনাবাজারে, টি এস সি র চত্বর যেন উত্তপ্ত বৈরুত।
    বদলে যাওয়া কষ্টের অপর নাম স্মৃতি, এখন তাই নিয়ে বুঝি মেতে আছো, এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুদৃঢ় ইতিহাস বালির বাঁধের মত ভেসে গেল পুর্ব ইউরোপ নদীর পাড় ভাঙ্গার মত ভেঙ্গে গেল বার্লিন প্রাচীর ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে , ক্ষিদে পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাও … স্বাধীনতা মানেই যেন উদর পুর্তি
    তুমি লিখেছ “তোমাকে ভুলে গেছি কিনা?”
    প্রিয় আকাশি, আমি জেনে গেছি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা। স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এই সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটা কাটিয়েছি বোহেমিয়ানদের মত ঘুরে ঘুরে মাদ্রিদ থেকে হামবুর্গ, নিউক্যাসল্ নেপোলি থেকে প্রাগ বুখারেষ্ট মাসিডোনিয়া নর্থ সি থেকে মেডিটোরিয়ান কিংবা ব্ল্যাক সি। তবু বাঁচতে পারিনি স্মৃতি থেকে, ফ্রাঙ্কফুটের বই মেলায় নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে। সিসটাইন চ্যাপেলের “লাষ্ট জাজমেণ্টে”র মত মহান সৃষ্টি পিয়েতা’র সামনে দাঁড়িয়ে প্রথমেই মনে পড়েছে তোমাকে। সিসিলির কার্নিভেলে এথেন্সের কফি শপের জমজমাট কবিতা পাঠের আসরে, মনে পড়েছে তোমাকে । সুইজারল্যন্ডের লেকের কাছে স্বচ্চ জলে নিজের ছায়ার পাশে যাকে খুঁজেছি, সে তুমি। ভ্যাটিক্যানের প্রার্থনা সভা শেষে এক গ্রীক তরুনীকে বাংলায় কি বলেছিলাম জানো? বলেছিলাম- “তুমি আমার আকাশী হবে?” ভুলতে পারিনি তোমাকে, শত চেষ্টা করেও পারিনি।
    আর কেউ না জানুক অসংখ্য জিপসি রাত জানে সেই না ভুলতে পারার ইতিহাস।
    তুমি জানতে চেয়েছো প্যারিসের কথা- সত্যি বলতে কি- প্যারিস খুলে দিয়েছে আমার আত্নার চোখ সংগীত আর শিল্পের অভিন্ন সুর আমি শুধু প্যারিসেই শুনেছি। ক্লিয়নে কনসার্টে যতবার মোৎসার্ট কিংবা বিটোভেন শুনেছি ততবারই কেন যেন চিরদুঃখী পাগল ভিনসেন্ট ভ্যানগগের কথা মনে পড়েছে। সমস্ত প্যারিসের রাস্তায়, গ্যালারিতে, ফেষ্টিভেলে, খুঁজে ফিরেছি ভিনসেন্টের কষ্ট । তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো কেটেছে এই প্যারিসে। প্যারিসেই জিমের কবর। অগনিত শিল্পীর কষ্ট থেকে প্যারিস পেয়েছে সৌন্দর্য, কষ্টই প্যারিসের ঐশ্বর্য।
    আমাদের সুবর্ন সময়ের স্বপ্নের প্যারিসে আজ নিজেকে ভীষন একা মনে হয় এলোমালো পড়ে আছি শিল্প সাহিত্যের এই জাগ যজ্ঞে। তীব্র শীতের শ্বাসকষ্ট ভোগায় মাঝে মাঝে এইতো সেদিন আবারও বদলালাম চশমার কাঁচ। প্রতিনিয়ত হেরে যাচ্ছি, সময়ের কাছে, তুমি মনে রেখো পরিবর্তনের দমকা হাওয়ায় আমি বদলাইনি এতটুকু। বাইজেনটাইন সম্রাজ্ঞীর মত তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ। তুমি অনিন্দ্য সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে।
    তুমি ভালো থেকো

ความคิดเห็น • 75

  • @saqib350
    @saqib350 3 ปีที่แล้ว +11

    অসাধারণ।
    জেমস ভাইয়ের গাওয়া গান, শিবলি ভাইয়ের লেখা আর আপনার আবৃত্তি। অসাধারণ।

  • @Parimal_Chandra_Roy-Rana
    @Parimal_Chandra_Roy-Rana 5 หลายเดือนก่อน +1

    যতবার কবিতাটা সামনে আসে মনে পড়ে যায় পিরোজপুরের বিশেষ একজনকে।
    ভালো থাকুক সে....

  • @tatinilazbanti4564
    @tatinilazbanti4564 ปีที่แล้ว +2

    যতবার শুনি ততবারই নতুন করে আবার শুনতে ইচ্ছে করে।💙💙
    অসাধারণ!!💙💙

  • @mostakimielts
    @mostakimielts 2 หลายเดือนก่อน

    জেমস বসের প্রিয় আকাশী গানটি শুনেছিলাম পালাবে কোথায় অ্যালবামে। তারপরে এই কবিতার বইটি কিনে এনেছিল আমার খালাত ভাই। মনে হয় ৩০ বছর আগের কথা। এই গানটি এবং কবিতাটি শুনেই পুরো ইউরোপ ঘুরেছি। ধন্যবাদ শিবলি ভাই আপনাকে।

  • @NajmoonShirin
    @NajmoonShirin 7 หลายเดือนก่อน +2

    শিমুল মুস্তফা শিমুল মুস্তফাই, কোন তুলনা হয় না

  • @NazmulNahidStudio
    @NazmulNahidStudio 3 ปีที่แล้ว +15

    *আর কেউ না জানুক অসংখ্য জিপসি রাত জানে সেই না ভুলতে পারার ইতিহাস। অদ্ভুত সুন্দর .. মন ভরে গেল 💕*

  • @manikhassan839
    @manikhassan839 ปีที่แล้ว +4

    রাত ১২ টা, নির্জন পাহাড়ে গাড়ির সানরোফ খুলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে শুয়ে শুয়ে কবিতাটি শুনছি কোথায় হারিয়ে গেছি জানিনা -কানাডা

  • @KishorKumar-su2wf
    @KishorKumar-su2wf 11 หลายเดือนก่อน

    প্রতিদিন সকালে আপনার আবৃত্তি শুনে ঘুম ভাঙ্গে আমার আপনার আবৃত্তি অতুলনীয় আপনার জন্য শুভকামনা

  • @miltonshahalam9053
    @miltonshahalam9053 ปีที่แล้ว +2

    প্রিয় কবিতা,প্রিয় গীতিকবি,প্রিয় আবৃত্তিকার। অসাধারণ ❤

  • @সুহাসিনী-ণ৯গ
    @সুহাসিনী-ণ৯গ ปีที่แล้ว +1

    অসম্ভব ভালো লাগা

  • @sahityabhanjachowdhursahit1202
    @sahityabhanjachowdhursahit1202 3 ปีที่แล้ว +3

    বাইজেনটাইন সাম্রাজ্ঞীর মত, তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ,তুমি অনিন্দ্য সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে,তুমি ভাল থেকো।
    আহা!!এমন ভাবে পড়লেন যেন হৃদয় ছিড়ে কুটে গেল।❤️

  • @sktayeburrahman1204
    @sktayeburrahman1204 ปีที่แล้ว +1

    স্যার, আপনার আবৃত্তি আমার খুব প্রিয় ❤

  • @abdulkuddus5697
    @abdulkuddus5697 5 หลายเดือนก่อน

    দারুণ আবৃত্তি দাদা

  • @AsmaAkter-lk2vi
    @AsmaAkter-lk2vi ปีที่แล้ว +2

    স্মৃতি , হাসায় কাদাঁয় কিন্ত ভুলিয়ে দেয়না কিছুই...আমি ধন্য তার কবিতা আবৃত্তি শুনে , ভাল আর সুন্দর থাকুক আবৃত্তির মানুষ টা

  • @jabirabdullah1260
    @jabirabdullah1260 2 ปีที่แล้ว +1

    একরাশ মুগ্ধতা !

  • @abssumon5755
    @abssumon5755 2 ปีที่แล้ว +1

    দুর্দান্ত শ‌িমুল ভাই। অাপনি অদ্ব‌িতীয় অাবৃত্ত‌িশিল্পী।
    -এ ব‌িএস সুমন

  • @seikhmamun889
    @seikhmamun889 3 ปีที่แล้ว +4

    চমৎকার কথা ও আবৃত্তি।
    Under the wide & starry sky
    Dig my grave & let me die
    Glad did i live & gladly die
    And i laid me down with a will

  • @mdjahidakhtarkhan3388
    @mdjahidakhtarkhan3388 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @rahmatulla9429
    @rahmatulla9429 3 ปีที่แล้ว +3

    প্রিয় আকাশি,
    তোমার চিঠি আজ লিজেন্ডদের কন্ঠে হ্যাট্টিক করেছে।

    তুমি অনিন্দ্য সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে।
    তুমি ভালো থেকো।

  • @BanglaChrisiChannel
    @BanglaChrisiChannel ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @kabirirfan3425
    @kabirirfan3425 ปีที่แล้ว +1

    অসাধারণ ❤❤❤

  • @jinnathossin5998
    @jinnathossin5998 3 ปีที่แล้ว +1

    অসাধারণ কন্ঠ সালাম শিমুল মোস্তফা

  • @rezwanahussain5986
    @rezwanahussain5986 ปีที่แล้ว

    প্রক্তনের সাথে শিবলি স্যারের অনেক ভালোই সম্পর্ক ছিল উনার এই লেখনিকে অনেক ভালোলেগেছিল। আমাকে ঘিরেই প্রক্তনের এই লেখা কত ভালোবাসা আবেগ জড়িয়ে আছে এত ভালোবাসা আমাদের এক করে রাখতে পারলো না মনে পড়ে আজও আপনাকে।
    নীচে দিলাম এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু।
    প্রিয় আকাশী একবিংশ শতাব্দীর অবসাদমাখা সংকটময় পৃথিবীর নির্যাসে আমাদের প্রেম আর সংগ্রাম কত নিবিড় সহসায় বেড়ে ওঠে।
    বারুদ আর গোলাপের গন্ধ কি মধুর প্রিয় আকাশী
    সীমান্ত থেকে সীমান্ত কত ব্যারিকেড কাঁটাতার ছিঁড়ে তোমাকে পাওয়ার জন্য ছুটে চলা অহর্নিশ
    একটা শান্ত নদীর অববাহিকায় সেইন যেন আমার চোখে তুমি।
    প্রিয় আকাশী তোমাকে পাওয়ার জন্য টেমস-সুরমার তীরে কত খুঁজেছি তোমাকে;
    কত ব্যস্ত শহরের ফুটপাত ধরে
    ধানের শীষের শেষ বিকেলে
    অথচ হায় তখনও তুমি অধরা!
    আজ উপত্যকার বিপরীত প্রান্তে দাঁড়িয়ে প্রিয় আকাশী
    শুধু তোমার জন্য আমার প্রতিক্ষার শত শত রাত হাজার মাইল পথ অতিক্রম করে বেদুঈনের মত ছুটে চলেছি
    দুবাই থেকে মাস্কাট, তেহরান থেকে ইস্তাম্বুল,
    আলেকজান্দ্রিয়া থেকে এথেন্স,
    বেলগ্রেড জাগরিব ভেনিস,
    তখনও তুমি আমার মধ্য যৌবনে তোমাকে খুঁজে না পাওয়া আক্ষেপের নাম।
    জেনেভা আমস্টারডাম ব্রাসেলস,
    নাইসের কান ফেস্টিবাল উৎসব শেষে মোনাকো পর প্যারিসের পথে জানলাম তুমি মিশে আছো আমার মন মগজে আত্মায়।
    জীবন থেকে কত কিছু হারিয়ে গেছে প্রিয় আকাশী রাজপথ মিছিল কত প্রিয় মুখ
    শুধু বেদনার স্মৃতি আর পাশাপাশি তুমি কেবল সুখের সারথি প্রিয় আকাশী।
    কত দুঃখের পথ পাড়ি দিয়ে আজ নীড় গেড়েছি তোমার প্রিয় কবি'র স্মৃতি মাখা শহর প্যারিসে।
    আগের মত না আছে সংগ্রাম শুধু বেঁচে থাকার প্রবল এক আশা প্রিয় আকাশী!
    প্রিয় আকাশী তোমার মন খারাপ হলে তুমি আনমনে ছবি আঁকো ধূসর ছবি;
    ভালবাসার ছবিটা পরম যত্নে রেখেছি,
    লুভর মিউজিয়ামে মোনালিসার ছবি দেখে মৃদু হেসে বলেছি;
    তুমি মামুলি মোনালিসা!
    প্রিয় আকাশী তোমার অনিন্দ্য সুন্দর ছবি প্যারিসের পি এস জি গ্যালারীতে ফেস্টিভ্যালে পোষ্টার বিলবোর্ড দেয়ালিকা হয়ে থাকবে কাল থেকে কাল।
    প্রিয় আকাশী মনে পড়ে সেদিন বৃষ্টি স্নাত ভোর বাহিরে প্রচন্ড ঠান্ডা স্নো পড়ছে বৃষ্টির ঢংএ
    কাচের জানালায় ভেজা কুয়াশায় বোহেমিয়ান এপার্টমেন্টে আহ্লাদী কিছু মুগ্ধতা ছুঁয়ে যায়
    নববর্ষের তুমুল উৎসব শেষে সমস্ত প্যারিসের অলিতে গলিতে ভায়োলিনের সুরের মূর্ছনায়।
    সেদিন শরীর হৃদয় হাত হাতের আঙুল
    দু'টি পায়ের উপর দাঁড়িয়ে নিস্তেজ আমার পুরোটা দেহ
    শ্বাসরুদ্ধকর এক মুহুর্তে কণ্ঠনালী শুকিয়ে যেন কাঠ
    জিহ্বার আদ্রতায় ঠোঁটগুলো কোনমতে সতেজ ছিল,
    প্রিয় আকাশী সুদীর্ঘ প্রতিক্ষার পর ভালোবাসার পূর্ণগ্রাসে প্যারিসের ঐশ্বর্য্য কষ্ট'কে কত সহজে আপন করে নিলে।
    প্রিয় আকাশী অতঃপর কেবল তোমার জন্য প্রতিক্ষা আর প্রতিক্ষা মিলেমিশে সংসারের।
    ইউক্রেন রাশিয়া যুদ্ধ আর পাশাপাশি আমাদের অলিক স্বপ্ন!
    স্বাধীনতা কি এক আভিজাত্যের নাম প্রিয় আকাশী
    প্যালেস্টাইন ইউক্রেন স্বাধীনতার দেখো কত ভিন্নতা
    আমার চোখে পৃথিবী তার কঠিন সময় পার করছে প্রিয় আকাশী!
    আমি দেখি পারমাণবিকের আঘাতে বিদ্ধস্ত পৃথিবী দেশ মানুষ শহর নগর মফস্বল
    করুণ আর্তনাদে কেঁদে উঠে মানবতা
    ঝলসে যাবে পৃথিবীর ফুসফুস!
    প্রিয় আকাশী তবুও আজ এই বিষিয়ে ওঠা পৃথিবীর অন্তিম সময়টাতে স্বপ্ন দেখি আমাদের অনাগত সুন্দর দিন গুলির ।
    তোমার অভাবে আমার নিদারুণ সময় গুলো এক এক করে তোমাকে মাখিয়ে দেবো ভালবাসার পূর্ণতায়।
    তুমি সুখী হবে প্রিয় আকাশী।
    ‌প্যারিস।
    [নন্দিত গীতিকবি ও ঔপন্যাসিক শ্রদ্ধেয় লতিফুল ইসলাম শিবলী'র প্যারিসের চিঠি কবিতা অবলম্বনে]
    বই- সম্ভের ডানা

  • @Nigamananda9465
    @Nigamananda9465 ปีที่แล้ว

    উফঃ কি গলা। মনটা উথাল পাথাল হয়ে গেলো।

  • @jinnathossin5998
    @jinnathossin5998 ปีที่แล้ว +1

    অসাধারণ

  • @blossomingoffeelings
    @blossomingoffeelings ปีที่แล้ว +1

  • @rabibangla
    @rabibangla 3 ปีที่แล้ว +1

    চমৎকার উপস্থাপন করেছেন স্যার,
    নিরাপদ থাকুন সাথে নিয়ে পরিবার।

  • @BanglaChrisiChannel
    @BanglaChrisiChannel ปีที่แล้ว

    ভালোবাসা এমন জিনিস যা সারাজীবন ভূলা যায় না।

  • @শামীমআহম্মেদ-জ৫শ
    @শামীমআহম্মেদ-জ৫শ 3 ปีที่แล้ว +2

    শিমুল মোস্তফার আবৃত্তি শুনেই কবিতা বুঝতে শিখা।
    ভালোবাসা অবিরাম প্রিয় মানুষ। ❤️

  • @fakhrulambia1836
    @fakhrulambia1836 3 ปีที่แล้ว +1

    অসাধারণ। একরাশ মুগ্ধতা।

  • @dubaidiarysbymmm_shahed2557
    @dubaidiarysbymmm_shahed2557 3 ปีที่แล้ว +2

    লতিফুর ইসলাম শিবলী আর শিমুল মুস্তাফা
    দুই লিজেন্ড 💝

  • @rabeyarashidswapna7619
    @rabeyarashidswapna7619 3 ปีที่แล้ว +3

    "পরিবর্তনের দমকা হাওয়ায় আমি বদলাই নি এতটুকু" ❤️❤️

  • @labonnowentertainment972
    @labonnowentertainment972 3 ปีที่แล้ว +2

    চমৎকার আবৃত্তি

  • @nusratkamal4551
    @nusratkamal4551 2 ปีที่แล้ว +1

    অসাধারণ !!!

  • @jannatulpapia8002
    @jannatulpapia8002 3 ปีที่แล้ว +1

    আপনার আবৃত্তি বরাবরই আমার কাছে এক অদ্ভুত রকমের ভালো লাগার অনুভূতি ❤️❤️ যতো শুনি ততোই মুগ্ধ হই😇

  • @mixedtube6791
    @mixedtube6791 3 ปีที่แล้ว +3

    প্রিয় কবিতা, প্রিয় কবি, প্রিয় বাচিক শিল্পী 💙

  • @mohammedrobel5458
    @mohammedrobel5458 2 ปีที่แล้ว +1

    চমৎকার 👌

  • @moslemkabirarif9929
    @moslemkabirarif9929 ปีที่แล้ว

    শিবলী ভাই ❤
    শিমুল মোস্তফা 💚

  • @shawkiibnsafwan9900
    @shawkiibnsafwan9900 3 ปีที่แล้ว

    অসাধারণ একরাশ মুগ্ধতা

  • @khandokerasaduzzaman9317
    @khandokerasaduzzaman9317 3 ปีที่แล้ว

    অসাধারণ কবিতা ও আবৃতি

  • @sumaiajolly7981
    @sumaiajolly7981 3 ปีที่แล้ว +3

    বাহ ❤️

  • @chelebela90s
    @chelebela90s 3 ปีที่แล้ว +1

    প্রিয় আকাশী তুমি ভালো থেকো।

  • @samirasamad8976
    @samirasamad8976 3 ปีที่แล้ว +2

    মুগ্ধতা!

  • @এপিটাফ_এর_লেখা
    @এপিটাফ_এর_লেখা 3 ปีที่แล้ว

    হাজারবার শুনলেও মন ভরবেনা।

  • @labonnowentertainment972
    @labonnowentertainment972 3 ปีที่แล้ว +1

    অনিন্দ্য সুন্দর কবিতা♥

  • @royal3926
    @royal3926 3 ปีที่แล้ว +1

    অসাধারণ।

  • @shohelchowdhury205
    @shohelchowdhury205 3 ปีที่แล้ว

    What a feeling......hats of to you sir

  • @himaloykobi6093
    @himaloykobi6093 3 ปีที่แล้ว +1

    কবির প্রতিবিম্ব কষ্ট।♥️

  • @saindhab
    @saindhab 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো

  • @foyjianur6966
    @foyjianur6966 3 ปีที่แล้ว +1

    অসাধারণ 🦋

  • @mehedihasantonoy2331
    @mehedihasantonoy2331 3 ปีที่แล้ว

    ২০১৯ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়,ইফতেখার শ্রবাণ ভাইয়ের মাধ্যমে পরিচয় কবিতাটির সাথে।তারপরে যত শুনি,ততই ভালো লাগে।কখনও বিরক্ত লাগে না।❤❤❤

    • @miftahuljannat9116
      @miftahuljannat9116 2 ปีที่แล้ว

      3 বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি 😍

    • @mehedihasantonoy2331
      @mehedihasantonoy2331 2 ปีที่แล้ว

      @@miftahuljannat9116 উয়াউ।।
      চিনেন নাকি ভাইকে??

    • @miftahuljannat9116
      @miftahuljannat9116 2 ปีที่แล้ว

      হুম,,আজকেই ভাইয়া ক্লাসে বলছিল এই কবিতার ব্যাপারে

    • @mehedihasantonoy2331
      @mehedihasantonoy2331 2 ปีที่แล้ว

      @@miftahuljannat9116 এইচ এস সি ব্যাচ ১৯??

    • @miftahuljannat9116
      @miftahuljannat9116 2 ปีที่แล้ว

      Na..
      HSC 21

  • @mizanurrahman5811
    @mizanurrahman5811 3 ปีที่แล้ว

    Shibli vai is my always favourite

  • @ArifulIslam-mc7yu
    @ArifulIslam-mc7yu 8 หลายเดือนก่อน

    Under the wide and
    Starry sky
    Dig my grave and
    Let me lie..
    Glad did i live and
    Gladly die
    And i laid me down
    With a will.

  • @JesminRatnabd
    @JesminRatnabd 3 ปีที่แล้ว +3

    আসসালা মুয়ালাইকুম ভাইয়া ।
    আপনি কেমন আছেন???
    কবিতাটা অসাধারণ অসাধারণ লেগেছে 👌😊 ভাইয়া এতো সুন্দর কণ্ঠের জন্য কি করা উচিত???

  • @parthomallik5082
    @parthomallik5082 3 ปีที่แล้ว +1

    জীবনানন্দ দাশের 'নির্জন স্বাক্ষর' কবিতাটি আবৃত্তি করার অনুরোধ রইল।

  • @aliazman6053
    @aliazman6053 2 ปีที่แล้ว

    সব প্রিয় একসাথে। প্রিয় ওস্তাদ জাকির হুসেইন+রাকেশ চৌরাসিয়ার কন্সার্ট আবহ হিসেবে। প্রিয়জনকে ভুলে থাকার প্রত্যয়।

  • @jinnathossin5998
    @jinnathossin5998 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MeghBikelerDiary
    @MeghBikelerDiary 3 ปีที่แล้ว +1

    অনবদ্য 💓

  • @kazimotivation1054
    @kazimotivation1054 3 ปีที่แล้ว +2

    দারুণ!!

  • @mdasifahmed6318
    @mdasifahmed6318 3 ปีที่แล้ว +1

    valo ,,,, Hobei ,,, karon eta je aponar konto ,,,,, sir amar channel dekhe ektu gule asben

  • @aftabzaman896
    @aftabzaman896 3 ปีที่แล้ว

    নিষিদ্ধ জার্নাল কবিতাটি শুনতে চাই।

  • @abhjiitraju9149
    @abhjiitraju9149 3 ปีที่แล้ว +1

    অসাধারণ আবৃত্তি !!! কার লেখা কবিতা এটা ?

  • @raselmia6024
    @raselmia6024 ปีที่แล้ว

    Amar akta kobita ubbrete kore deban plz

  • @ziaurrahman9011
    @ziaurrahman9011 3 ปีที่แล้ว +1

    🌹

  • @ashrafahmed569
    @ashrafahmed569 ปีที่แล้ว

    ভাইয়া আমার মন খারাপ হলে আপনের আবৃওিগুলো শুনি অনেক ভালো লাগে বলে বুঝাতে পাড়ব না😢ভাইয়া আমি যদি একটা কবিতা লিখি আপনি আবৃওি করবেন? করলে খুশি হব😊

  • @shahadatkhandaker4431
    @shahadatkhandaker4431 3 ปีที่แล้ว

    Life i's

  • @mdkowsaruddin3866
    @mdkowsaruddin3866 2 ปีที่แล้ว

    টনি ডায়েচ

  • @jinnathossin5998
    @jinnathossin5998 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @AbAb-tb7fe
    @AbAb-tb7fe 3 ปีที่แล้ว

    অসাধারণ