দাগি বসন্তবৌরি পাখির ডাক | Lineated Barbet Bird Call | Basantabouri Pakhir Dak

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • দাগি বসন্তবৌরি পাখির ডাক | Lineated Barbet Bird Call | Basantabouri Pakhir Dak | Barbet Bird Voice | Barbet ki awaaz | Barbet Bird Song | Megalaima lineata
    / @wildindiamit
    PLEASE SUBSCRIBE👉 ‪@wildindiamit‬ 🙏
    OUR SECOND CHANNEL👉 ‪@banglavlog‬ ​
    বাংলার পাখি PLAYLIST :-
    • Playlist
    BIRDWATCHING DOCUMENTARY PLAYLIST :-
    • BIRDWATCHING DOCUMENTARY
    Lineated Barbet Bird | দাগি বসন্তবৌরি / বেঘবৌ পাখি | Documentary :- • Lineated Barbet Bird |...
    বসন্তের দূত বসন্তবৌরি পাখি | Coppersmith Barbet Bird | Documentary :- • বসন্তের দূত বসন্তবৌরি ...
    বসন্ত বৌরি পাখির ডাক | Blue Throated Barbet Bird Sound :- • বসন্ত বৌরি পাখির ডাক |...
    বড় বসন্তবৌরি পাখির ডাক | Lineated Barbet Sound :- • বড় বসন্তবৌরি পাখির ডাক...
    পাখিটার বাংলা নামঃ বেঘবৌ, ইংরেজি নামঃ লাইনিয়েটেড বারবেট (Lineated barbet), বৈজ্ঞানিক নামঃ Megalaima lineata | এদের আরেক নাম ‘গোরখুদ’।
    এ পাখি লম্বায় ২৭-২৮ সেন্টিমিটার। এদের পিঠ, ডানা থেকে লেজ পর্যন্ত ঘাড় সবুজ বর্ণ। মাথা, ঘাড়, বুকের শেষাংশ পর্যন্ত খাড়া বাদামি ডোরা, যা থেকে হলুদের আভা বের হয়। চোখ বড়। চোখের বলয় হলুদ। চঞ্চু মোটা মজবুত, ধারালো। চঞ্চুর গোড়ায় ক’টি খাড়া লোম রয়েছে। পা হলুদ।
    বেঘবৌ আমাদের দেশীয় পাখি। দেশের গ্রামে-গঞ্জে এমনকি শহরেও এদের দেখা যায়। ঢাকা শহরেও এ পাখির বিচরণ রয়েছে। তবে এরা বেশিরভাগই জোড়ায় জোড়ায় থাকে। এলাকাভেদে সাধারণত এক বা দু’জোড়ার বেশি থাকে না। পশ্চিমবঙ্গেও এদের দেখা যায়। এরা ‘বসন্ত বাউরি’ পাখির জ্ঞাতি ভাই।
    চেহারা-সুরতও অনেকটা তেমনই। আচার-আচরণেও মিল রয়েছে বেশ খানিকটা। ডাকে ‘ক্রুয়ো-ক্রুয়ো-ক্রুয়ো’ সুরে। অনেক দূর থেকে আওয়াজটা শোনা যায়। সুরটা শুনতে মন্দ লাগে না; আর্তনাদের মতো কানে বাজে। আমি প্রথম দেখেছি মুন্সীগঞ্জ জেলার নগর কসবা এলাকায় বছর দশেক আগে। পাখিটাকে প্রথম দেখায় বসন্ত বাউরি ভেবে ভুল করেছি। দেখেছি একটা মরা গাছের খোড়লের ভেতর। মাথাটা সামান্য বের করে রেখেছে। অনেকটাই সাপের মাথার মতো লেগেছে দেখতে। ভয়ও পেয়েছি সামান্য।
    ভয়ের কারণ ছিল ওর বড় বড় চোখ দুটি। খোড়লের ভেতর থেকে মাথাটা ঘুরিয়ে আগে চারপাশটা দেখে নিয়েছে সে। আশপাশ নিরাপদ মনে হতেই লাফিয়ে সামনের ডালে বসেছে। ওই পাখিটা বের হতেই পেছন দিয়ে অন্য পাখিটি খোড়লে ঢুকে পড়েছে। বুঝতে পেরেছি, ডিমে তা দিতেই পালা করে ওরা খোড়লে ঢুকেছে। তখনো যে ডিম ফোটেনি, তা নিশ্চিত হয়েছি দু’ঠোঁটের ফাঁকে খাবার জাতীয় কিছু না দেখে। শাবক থাকলে অবশ্য খাবার নিয়েই কোটরে প্রবেশ করতে হতো। ওদের সেদিন দীর্ঘক্ষণ লাগিয়েই পর্যবেক্ষণ করেছি। যতদূর দেখেছি ওরা উড়তে তেমন পারদর্শী নয়। ডানা ঝাপটে এক গাছ থেকে অন্য গাছে গেলেও মনে হচ্ছে বুঝি নিচে পড়ে যাচ্ছে। অথবা পড়তে পড়তে গিয়ে অন্য গাছের ডালে বসছে। আমি আড়ালে দাঁড়িয়ে দুর্লভ কিছু দৃশ্য ভিডিও করেছিÑযা পরে তথ্য-উপাত্ত সংগ্রহে কাজে দিতে পারে।
    পাখিটার বাংলা নামঃ বেঘবৌ, ইংরেজি নামঃ লাইনিয়েটেড বারবেট (Lineated barbet), বৈজ্ঞানিক নামঃ Megalaima lineata | এদের আরেক নাম ‘গোরখুদ’।
    প্রধান খাবারঃ যে কোনো ধরনের ছোট রসালো ফল। তবে আতা, কামরাঙ্গা, নুন ফলের প্রতি অসক্তি বেশি। খাদ্য সংকটে এদের টমেটো খেতেও দেখা যায়। সুযোগ পেলে বেঘবৌ খেজুরের রসেও ভাগ বসায়। প্রজনন সময় গ্রীষ্মকাল। এরা নিজেরাই মরা গাছের গায়ে খোড়ল বানিয়ে বাসা বাঁধে। অনেক সময় যৎসামান্য খড়কুটা খোড়লের ঢুকিয়ে বাসাটাকে আরামদায়ক করে নেয়। ডিম পাড়ে ২-৪টি। ডিম ফুটতে সময় লাগে ১৩-১৫দিন।
    Our Collaboration Email ID :- amitswildindia@gmail.com
    Welcome To Wild India TH-cam Channel.
    SUBSCRIBE, Like & Share Our Channel with your Family & Friends 🙏.
    একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ তথ্য সমেত পশু পাখির নাম বাংলায় প্রকাশ করা হয় |
    চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন |
    #wildindia #bird #birdvoice #birdringtone #birdsounds #birdsong #birdwatching #birds #indianbirds #indiananimals #birdsvideo #nature #documentary #wildlifechannel #birding #pakhirdak #birdsound #পাখি #pakhi #পাখিরডাক #birdphotography #wildlifephotography #wildlife #documentary #birdsinindia #wildindiabestmoments #lostinthewildernesswithus #barbet

ความคิดเห็น •