বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/ হিসাবরক্ষক পদের প্রশ্ন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/ হিসাবরক্ষক পদের প্রশ্ন সমাধান
    Question PDF Link: drive.google.c...
    বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী নিয়োগ প্রশ্ন সমাধান
    সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503
    আমাদের Facebook Page: www.facebook.c...
    আমাদের Facebook Group : / 822928402412283
    আমাদের Facebook Page: www.facebook.c...
    পদ: হিসাব রক্ষক (গ্রেড-১৬),
    পদ: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
    পূর্ণমান: ১০০ পরীক্ষার তারিখ- ২৯ নভেম্বর ২০২৪ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
    বাংলা-২৫
    ১. এক কথায় প্রকাশ করুনঃ ৪
    ক) জয় করার ইচ্ছা = জিগীষা
    খ) যে মেঘে প্রচুর বৃষ্টিপাত হয় = সংবর্ত
    গ) যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি
    ঘ) ধনুকের ধ্বনি = টঙ্কার
    ২) নিচের বাগধারাগুলোর সঠিক অর্থ প্রকাশ করুনঃ ৪
    ক) অগত্যা মধুসূদন (কোন উপায় না পেয়ে/ অনোন্যপায়/ নিমরাজি)
    খ) আকাশ ধরা (বৃষ্টি বন্ধ হওয়া)
    গ) কচু বনের কালাচাঁদ (অপদার্থ)
    ঘ) রাবণের চিতা (চিরঅশান্তি)
    ৩) সন্ধি বিচ্ছেদ করুনঃ ৪
    ক) উদ্যোগ = উৎ+যোগ
    খ) পরীক্ষা = পরি+ঈক্ষা
    গ) প্রত্যহ = প্রতি+অহ
    ঘ) অহংকার = অহম্+কার
    ৪) বিপরীত শব্দ লিখুনঃ ৫
    ক) আশু বিলম্ব
    খ) অবনত উন্নত
    গ) সন্ধি বিগ্রহ
    ঘ) বিনীত অবিনীত
    ঙ) স্নিগ্ধ রুক্ষ্ম
    ৫) উপসর্গকে ইংরেজি ব্যাকরণে কী বলে? খাঁটি বাংলা উপসর্গ কতগুলো? ২
    উত্তর: Prefix
    খাঁটি বাংলা উপসর্গ ২১ টি
    ৬) ভাব সম্প্রসারণ করুনঃ 'আপনি আচরি ধর্ম শিখাও অপরে।' ৬
    7) Fill in the blanks:
    a) The teacher feels affection-------every pupil.
    Answer: to
    b) He is devoid--------- common sense.
    Answer: to
    c) The ship is bound--------- England.
    Answer: for
    d) Keep yourself Aloof ---------bad company.
    Answer: from
    e) He has no control --------his brother.
    Answer: over
    8) Write the meaning in Bengali:
    a) By fits and starts (অনিয়মিত)
    b) At large (মুক্ত)
    c) Rank and file (পদমর্যাদা)
    d) To the contrary (অপরপক্ষে)
    e) Kith & Kin (আত্মীয় স্বজন)
    9) Write your joining letter to the Divisional Commissioner office mentioning your post.
    10) Write a paragraph on 'Human Rights'.
    11) Change the voice:
    a) Please keep quiet
    Answer: You are requested to keep quiet.
    b) He is going to open a shop
    Answer: A shop is going to be opened by him.
    c) Never tell a lie.
    Answer: Let not a lie ever be told.
    d) He is writing a letter.
    Answer: A letter is being written by him.
    e) Who opened the door?
    Answer: By whom was the door opened?
    গণিত-২৫
    ১২. একটি লঞ্চে ডেকের যাত্রীসংখ্যা কেবিনের যাত্রীসংখ্যার চারগুণ অপেক্ষা 2 জন বেশী। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে মোট যাত্রীসংখ্যা কত?
    ১৩. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সে.মি. ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সে.মি.। ঐ বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করুন।
    ১৪. সমাধান করুন। (x-a)/(a^2-b^2 )=(x-b)/(b^2-a^2 )
    ১৫. উৎপাদকে বিশ্লেষণ করুনঃ a^2-1+2b-b^2
    ১৬. একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকরি করেন। প্রতিবছর শেষে একটি নির্দিষ্ট বেতন পান। তার মাসিক বেতন 4 বছর পর 4500 টাকা ও 8 বছর পর 5000 টাকা হয়। তার চাকরি শুরুর বেতন ও বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করুন।
    সাধারণ জ্ঞান ও কম্পিউটার-২৫
    ১৭) জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ কত তারিখে শহীদ হন?
    উত্তর: ১৬ জুলাই ২০২৪
    ১৮) বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা কে?
    উত্তর: ড. আক্তার হামিদ খান
    ১৯) জাতীয় সংসদে 'কাস্টিং ভোট কে দেন?
    উত্তর: স্পীকার
    ২০) পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি?
    উত্তর: নীল নদ
    ২১) কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে?
    উত্তর: ২৫ বিঘা
    ২২) Knowledge is virtue কার উক্তি?
    উত্তর: সক্রেটিস
    ২৩) যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
    উত্তর: ইউরিয়া
    ২৪) জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?
    উত্তর: ৬
    ২৫) বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি কত সনে চালু হয়?
    উত্তর: ১ জানুয়ারি, ১৯৯১
    ২৬) ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
    উত্তর: প্যারিস শান্তি চুক্তি
    ২৭) বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকা সংখ্যা কয়টি?
    উত্তর: ৪
    ২৮) নর্দান লিমিট লাইন কোন দুটি দেশের বিরোধপূর্ণ স্থান?
    উত্তর: উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
    ২৯) বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
    উত্তর: ৩য়
    ৩০) গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?
    উত্তর: উত্তর আমেরিকা
    ৩১) NATO এর পূর্ণরূপ?
    উত্তর: North Atlantic Treaty Organization
    ৩২) VIRUS শব্দের পূর্ণ অভিব্যক্তি কি?
    উত্তর: Vital Information Resources Under Seize
    ৩৩) দুর্বল সিগন্যাল কে বর্ধিত করে টার্গেট কম্পিউটারে পাঠায় কি?
    উত্তর: সুইচ
    ৩৪) কম্পিউটারের ইনপুট ও আউটপুট এর জন্য কোন কোডটি সর্বাধিক ব্যবহৃত?
    উত্তর: American Standard Code for Information Interchange = ASCII Code
    ৩৫) এক কিলোবাইট সমান কত বাইট?
    উত্তর: 1024
    ৩৬) ব্যাংকের চেকের চেক নম্বর লেখা ও পড়া হয় কোন পদ্ধতিতে?
    উত্তর: MICR
    ৩৭) ইমেইল ঠিকানায় @-এর পরের অংশকে কি বলে?
    উত্তর: Domain Name
    ৩৮) সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটার কে কি বলা হয়?
    উত্তর: ওয়ার্কস্টেশন
    ৩৯) টুইটারের প্রতিষ্ঠাতা কে?
    উত্তর: জ্যাক ডর্সি
    ৪০) HTTP এর পূর্ণরূপ কি?
    উত্তর: Hypertext Transfer Protocol
    ৪১) অভ্র কিবোর্ড এর উদ্ভাবক কে?
    উত্তর: মেহেদী হাসান খান

ความคิดเห็น • 33

  • @jobexammatebd8171
    @jobexammatebd8171  2 หลายเดือนก่อน +4

    Correction: Devoid of অর্থ বর্জিত, Affection for হবে।

  • @mokbulhossain778
    @mokbulhossain778 2 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ স্যার, আজকের প্রশ্নগুলো অনেক কঠিন ছিলো. আপনার উত্তরগুলোর জানার পরে সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিলাম।
    স্যার, এই রকম ভিডিও নিয়মিত চাই।

    • @grabthetech2798
      @grabthetech2798 2 หลายเดือนก่อน

      Result kbe dite pare jnen ki?

  • @mdnajrulislam151
    @mdnajrulislam151 2 หลายเดือนก่อน

    ধন্যবাদ স্যার। এভাবেই আমাদের পাশে থাকবেন

  • @MdmonirMia-l5n
    @MdmonirMia-l5n 2 หลายเดือนก่อน +1

    thanks dear sir,
    Your video making skill excellent, clear,voice and presentation, overall you are our favorite.

  • @KAOSAR639
    @KAOSAR639 2 หลายเดือนก่อน

    স্যার আসসালামু আলাইকুম। স্যার জেলা জজ আদালত রাজশাহী জারী কারক পরীক্ষার পিপারেশন এর জন্য একটা ভিডিও দেন plz plz plz

  • @womensvlog3999
    @womensvlog3999 2 หลายเดือนก่อน

    ঢাকা সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী পদের প্রশ্নে টা দিন প্লিজ

  • @mdrayhanulislamroni342
    @mdrayhanulislamroni342 2 หลายเดือนก่อน

    tnx sir

  • @meherjabin1216
    @meherjabin1216 2 หลายเดือนก่อน

    1.affection for
    2.devoid of

  • @bishojitbiswas3183
    @bishojitbiswas3183 2 หลายเดือนก่อน +1

    thanks

  • @md.rayhankobir6497
    @md.rayhankobir6497 2 หลายเดือนก่อน

    Fabulous

  • @SumayaAkter-m4x
    @SumayaAkter-m4x 2 หลายเดือนก่อน +2

    Thank you Sir

  • @matinislam3322
    @matinislam3322 2 หลายเดือนก่อน

    dinajpur pollibiddut er metar reader kam messenger er exam questions ta deowa jabe ki?

  • @mosiurrahman6056
    @mosiurrahman6056 2 หลายเดือนก่อน

    ধন্যবাদ

  • @bikashchakma8230
    @bikashchakma8230 2 หลายเดือนก่อน

    Active voice = Never tell a lie.
    passive voice = Let never a lie be told এভাবে করলে কি গ্রামারে ভূল হবে?

  • @asiqurrahman3104
    @asiqurrahman3104 2 หลายเดือนก่อน

    Sir.❤

  • @jobexammatebd8171
    @jobexammatebd8171  2 หลายเดือนก่อน +1

    Devoid of

  • @arafathshuvo9997
    @arafathshuvo9997 2 หลายเดือนก่อน

    রেজাল্ট চেক করবে কিভাবে

  • @abdussalam5735
    @abdussalam5735 2 หลายเดือนก่อน +1

    Devoid of hbe

  • @bobitakhatun3613
    @bobitakhatun3613 2 หลายเดือนก่อน

    অফিস সহকারী er ans den plz

  • @AsiaBegum-zb2zq
    @AsiaBegum-zb2zq 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @grabthetech2798
    @grabthetech2798 2 หลายเดือนก่อน

    Result kbe dite pare?

  • @alpona5511
    @alpona5511 2 หลายเดือนก่อน

    স্যার স্বাস্থ্যসহকারী ঢাকা জেলার পরিক্ষা কবে?

    • @womensvlog3999
      @womensvlog3999 2 หลายเดือนก่อน

      ৬/১২/২৪ আজ অনুষ্ঠিত হয়েছে। আপনি কি পরীক্ষা দিয়েছেন। প্রশ্নটা দিলে উপকৃত হতাম

    • @alpona5511
      @alpona5511 2 หลายเดือนก่อน

      না তো আমিও প্রশ্ন খুজছি।

  • @iskcontv24rangpur
    @iskcontv24rangpur 2 หลายเดือนก่อน

    2 এর ক বানানটা ভুল করেছেন

  • @mehedeehasan1672
    @mehedeehasan1672 2 หลายเดือนก่อน

    From porsha, Naogaon
    29/11/2024

  • @KamalUddin-pc8bq
    @KamalUddin-pc8bq 2 หลายเดือนก่อน

    রেজাল্ট এর সিট টা কেউ শেয়ার করেন প্লিজ

  • @RobjnIslam
    @RobjnIslam 2 หลายเดือนก่อน

    Result Kobe diba

  • @MdNaeemHossain-kx2vs
    @MdNaeemHossain-kx2vs หลายเดือนก่อน

    ধন্যবাদ

  • @grabthetech2798
    @grabthetech2798 2 หลายเดือนก่อน +1

    Result kbe dite pare?