প্রথমেই আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই । আপনার বক্তব্য শুনলাম, অবশ্যই ভাল লাগল। আপনি আপনার সুবিধামত প্রতিবেদন করবেন এটাই শেষ কথা। আপনি সময় ২২ না ২০ মিনিট নিলেন এটা কোনো বিষয়ই নয় । আপনি প্রতিদিন এইভাবে আমাদের সঙ্গে থাকুন এটাই আসল কথা। অন্তত আমার কাছে সুমন চট্টোপাধ্যায় একটি নেশা। আপনি সুস্থ থাকুন এটাই চাই। ধন্যবাদ।
আমার কলেজ জীবন থেকে আপনার লেখা নিয়মিত পড়া, তখন থেকেই আপনার ফ্যান I আপনার ব্যক্তিগত জীবনের নানা ঘটনা , আপনার অভিজ্ঞতা ও আপনার অনুভূতির মিশ্রণে যে সব ভিডিও করেন সেগুলো অত্যন্ত বেশি ভালো লাগে এবং খুব মূল্যবানও বটে I আজকের প্রতিবেদনও তার ব্যতিক্রম নয় ; বরং অনেক অনেক বেশি ভালো লাগার I ধন্যবাদ দাদা ! শুভ নববর্ষ ! ভালো থাকুন !
নমস্কার আমি আপনার নিয়মিত শ্রোতা। আপনার এই বেশী সময় ধরে বুঝিয়ে বলাকেই বেশী পছন্দ করি। এবং এই ধীরে ধীরে বলছেন এটাই আপনি অন্যদের থেকে আলাদা। আপনি এমন ই থাকুন। নতুন বছরে ভালো থাকুন সুস্থ্য থাকুন।
আপনি একজন শিক্ষিত , নিজের পেশায় দক্ষ একজন মানুষ তাই আপনার কন্যা সেই গুণের অধিকারী হয়েছেন, আপনাকে এবং আপনার কন্যা ও পরিবারের এইরকম একটি গর্বের মুহূর্ত কে অবশ্যই কুর্নিশ ও শুভেচ্ছা জানাই। ❤❤🎉
যে যাই বলুক না কেন, সুমন দা, আমার কিন্তু আপনার প্রতিটি প্রতিবেদন খুব ভালো লাগে। আপনার মার্জিত ভাষা, ব্যক্ত করার ধরন, এবং দৃষ্টিকোণ আমার পছন্দ হয়। আমিও একটি খবরের কাগজে প্রুফ রিডার হিসেবে কাজ করতাম। তখন আপনি আনন্দবাজারে কর্মরত ছিলেন। একটা ক্লাস আপনি বজায় রেখেছেন আপনার ভিডিও গুলো তে। যেটার বর্তমানে বড়ই অভাব বোধ হয়।
অসাধারণ , আপনার প্রতিটি ভিডিও থেকে প্রতিমুহূর্তে শিক্ষণীয় বিষয় বস্তু পাওয়া যায় , আপনার শরীর সুস্থ থাকুক আপনার কলম আর প্রতিবেদন চলতে থাকুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে
আজ নতুন বছরে মন খুব ভারাক্রান্ত। দূর্গা পুজোয় আমাদের রাজ্যে আর জি কর ঘটনার জন্য উৎসব অনেক ম্লান ছিল। কিন্তু গতকাল রাতে যে ভয়ংকর উৎসব পালন করা হল তা আমাকে ব্যথইত করেছে। মেয়েটির পরিবারের কি এটাই পাওয়ার কথা ছিল???? 😢
আপনার প্রতিবেদনের আয়তন আমার কাছে অনায়াসে গ্রহণযোগ্য । আপনি এবং আমি এমনই একটা প্রজন্মের প্রতিনিধি , যে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে এতগুলো পরিবর্তন প্রত্যক্ষ করেছি। এই ব্যতিক্রমী ব্যাপারটা নিয়ে একটা প্রতিবেদন করুন। এটা আমার একান্ত অনুরোধ। আপনার কন্যা টুপুর কে অভিনন্দন জানাই।
Today's journalism is at rock bottom level. Please carry on with your creative presentation. We belong to the era Late Barun Sengupta, Late Gour Kishore Ghosh and C R Irani of The Statesman.
গ্রেট!! একদম লিখতে শুরু করুন আবার… আপনার লেখনী বড়ই মিস করি এখন। নতুন বছরে একটা অন্তত সুখবর । আর অনেক শুভেচ্ছা আপনার কন্যার জন্য… জিন কি আর বিফলে যায়! ভালো থাকুন এবং সর্বোপরি সুস্থ থাকুন।
আপনার কন্যা শ্রীমতী টুপুর চট্টোপাধ্যায় একজন রত্ন। তাঁকে জানাই ইংরাজী শুভ নববর্ষ 2025-এর অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনার মতো একজন গুণী পিতা-র সুযোগ্য কন্যা শ্রীমতি টুপুর চট্টোপাধ্যায়ের উত্তরোত্তর সাফল্য কামনা করি। নমস্কার জানাই আপনাকে। আপনার পুত্র-কে-ও অনেক অনেক শুভেচ্ছা।
সুমনবাবু নববর্ষের শুভেচ্ছা ! আপনার লেখার প্রতি যে প্রেম সেটাকে যথেষ্ট সম্মান জানিয়েই বলছি যে বর্তমানের পরিস্থিতিতে অধিকাংশ মানুষেরই পড়ার প্রতি আগ্রহ নেহাতই কম! তাই ইউ টিউব ভিডিওর মাধ্যমে যত মানুষের কাছে আপনি বক্তব্য পৌঁছে দিতে পারছেন সেটা লেখার মাধ্যমে কখনোই পারবেন না। আপনার রাজনৈতিক জ্ঞান ও দীর্ঘ অভিজ্ঞতা যেভাবে নির্ভয়ে উপস্থাপনা করেন সেটা খুবই প্রশংসনীয় ! চালিয়ে যান এইভাবেই আপনার থেকে যদি দু চারজন যুবক যুবতী একটু সাহস সংগ্রহ করতে পারে সেটাই হবে আপনার আমার মতো বয়স্কদের বড় প্রাপ্তি !
ইংরাজী নববর্ষের শুভেচ্ছা - আপনাকে ও আপনার উদ্যোগকে। আপনার থেকে বয়সে কিঞ্চিত ছোট হলেও এই নতুন জগতে আমিও ভ্যাবাচ্যাকা অবস্থায় থাকি - তাই আজ শ্রোতা থেকে সমব্যথী হয়ে উঠলাম। কন্যার সাফল্যে আপনার বিনীত উচ্ছ্বাস এই বয়সী আমাকেও ছুঁয়ে গেল ...
সুমনবাবু, অত্যন্ত খুশি হোলাম নুপুরের কৃতিত্বের কথা শুনে। ৭২+ বয়েসের বুড়ো আশীর্বাদ করছি ও অনেক এগিয়ে যাক আর বাবা মা আর দেশের মুখ উজ্জ্বল করুক 🙏 ১) সারদেশাই কে পছন্দ হোলো 😢 এরপর কি করণ থাপার নিয়ে গবেষণা করবেন?😂 ২) হ্যাঁ, ৭০/৮০ র দশকে যখন সিনেমা দেখতে আর পড়তে ভালোবাসতাম তখন পড়েছি ১০ মিনিট হচ্ছে শ্রোতা /দর্শকের মনোযোগ আকর্ষণ করার সময়। এটা নিয়ে নিশ্চয় রিসার্চ আছে আর মেনে চললে আপনার ভালো হবে। শুভ ইং ন. ব. 🎉
টুপুরের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সেইসঙ্গে সপরিবার তোমাকে ইংরেজি নববর্ষের শুভকামনা। ভালো থেকো। সুস্থ থেকো। একটা ছোট্ট সংশোধনী --- বাংলাস্ফিয়ার ব্লগের যে হোম পেজটা দেখালে, সেখানে একটা হেডিং চোখে পড়লো Treding Now, যেটা সম্ভবত Trending Now হবে। টাইপিং- এর ত্রুটি। ঠিক করে নিও।
দুর্দান্ত ✌ আপনার ব্লগ ফিরে আসছে। একটাই অনুযোগ রইলো, দর্শকদের আবেদনে সাড়া দিয়ে প্রতিবেদনকে ভাগ করতে চাইছেন ঠিক আছে কিন্তু খুব দ্রুত বলার চেষ্টা না করলেই ভালো। আপনার এই বেশ একটা মজলিশি আড্ডার মতো বলাটাই উপভোগ করি একদমই মেকি মনে হয়না। সিদ্ধান্ত আপনার। আপনার কন্যার জন্য রইলো অজস্র অভিনন্দন শুভেচ্ছা। বইটি অনলাইনে কোথায় পেতে পারি জানলে উপকৃত হব। খুব ভালো কাটুক 2025 আপনার সপরিবারে।
নতুন বছরের শুভেচ্ছা।Star Ananda থেকে আপনার ফ্যান। আপনি আপনার মত খবর পরিবেশন করে যাবেন। মেন মিডিয়া থেকে আপনার কথা অনেক বেশি গুরুত্ব আছে।ভালো থাকুন সুস্থ থাকুন।
প্রথমেই গর্বিত মা-বাবা কে আমার সশ্রদ্ধ অভিনন্দন জানাই। কৃতী কন্যাকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনি কোন্ বিষয় স্্ক্ষিপ্ত করবেন বা করবেন না তা সম্পূর্ণ ভাবে আপনার বিবেচনা। আপনার বিশদ আলোচনা বিষয়টিকে আরও প্রাঞ্জল ভাবে বুঝতে সাহায্য করে বলেই মনে হয়। নমস্কার নেবেন।
আমরা তো শোনার অভ্যেসের সময় বাড়ানোর চেষ্টা করতে পারি। তাতে অনেক গভীরভাবে বিষয়বস্তুর ধারণা পাওয়া সম্ভব। আর ধৈর্য্য ক্ষমতা বাড়ানোর একটা অনুশীলন হ'তে পারে
Play the video at 1.25X speed to save time and enjoy better sound quality!
Become a member of Banglasphere by clicking the 'Join' button!
প্রথমেই আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই । আপনার বক্তব্য শুনলাম, অবশ্যই ভাল লাগল। আপনি আপনার সুবিধামত প্রতিবেদন করবেন এটাই শেষ কথা। আপনি সময় ২২ না ২০ মিনিট নিলেন এটা কোনো বিষয়ই নয় । আপনি প্রতিদিন এইভাবে আমাদের সঙ্গে থাকুন এটাই আসল কথা। অন্তত আমার কাছে সুমন চট্টোপাধ্যায় একটি নেশা। আপনি সুস্থ থাকুন এটাই চাই। ধন্যবাদ।
আপনার এই অসাধারণ প্রাপ্তিতে আমিও খুশি। আপনার কন্যার মঙ্গল কামনা করি। সে আরও বড় হোক।
সত্যই অসাধারণ ! এই রকম উপহার খুব কম বাবা মায়ের ভাগ্যে জোটে । আপনার কন্যা আরও বড় হোক । দেশের মুখ উজ্জ্বল করুক । আপনিও ভালো থাকুন ।
আমার কলেজ জীবন থেকে আপনার লেখা নিয়মিত পড়া, তখন থেকেই আপনার ফ্যান I আপনার ব্যক্তিগত জীবনের নানা ঘটনা , আপনার অভিজ্ঞতা ও আপনার অনুভূতির মিশ্রণে যে সব ভিডিও করেন সেগুলো অত্যন্ত বেশি ভালো লাগে এবং খুব মূল্যবানও বটে I
আজকের প্রতিবেদনও তার ব্যতিক্রম নয় ; বরং অনেক অনেক বেশি ভালো লাগার I
ধন্যবাদ দাদা !
শুভ নববর্ষ ! ভালো থাকুন !
নমস্কার আমি আপনার নিয়মিত শ্রোতা। আপনার এই বেশী সময় ধরে বুঝিয়ে বলাকেই বেশী পছন্দ করি। এবং এই ধীরে ধীরে বলছেন এটাই আপনি অন্যদের থেকে আলাদা। আপনি এমন ই থাকুন। নতুন বছরে ভালো থাকুন সুস্থ্য থাকুন।
আপনি একজন শিক্ষিত , নিজের পেশায় দক্ষ একজন মানুষ তাই আপনার কন্যা সেই গুণের অধিকারী হয়েছেন, আপনাকে এবং আপনার কন্যা ও পরিবারের এইরকম একটি গর্বের মুহূর্ত কে অবশ্যই কুর্নিশ ও শুভেচ্ছা জানাই। ❤❤🎉
যে যাই বলুক না কেন, সুমন দা, আমার কিন্তু আপনার প্রতিটি প্রতিবেদন খুব ভালো লাগে। আপনার মার্জিত ভাষা, ব্যক্ত করার ধরন, এবং দৃষ্টিকোণ আমার পছন্দ হয়।
আমিও একটি খবরের কাগজে প্রুফ রিডার হিসেবে কাজ করতাম। তখন আপনি আনন্দবাজারে কর্মরত ছিলেন। একটা ক্লাস আপনি বজায় রেখেছেন আপনার ভিডিও গুলো তে। যেটার বর্তমানে বড়ই অভাব বোধ হয়।
ভাগ্যিস আপনি ইউটিউবার হয়েছেন তাই এত মূল্যবান বিষয় সম্বন্ধে সমৃদ্ধ হতে পারছি। একদিন ছুটি নিলে কেমন ফাঁকা লাগে।
খুব ভাল খবর দিলেন। আপনার কন্যার জন্য অনেক শুভেচ্ছা রইল।
বাঃ বাঃ, এত দারুন খবর। মেয়ে বাবার গুণ পেয়েছে। মেয়েকে অনেক আশীর্বাদ।বইটা পড়ার ইচ্ছে রইলো। নিশ্চই পড়বো।
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আপনার কন্যা এবং পুত্র দুজনেই সফলতার পথে এগিয়ে যাক নতুন বছরে।
দাদা,আপনি ঠিক জায়গাতেই আছেন।আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে।সাংবাদিকতার জগতে একজন আইকন।চালিয়ে যান।আপনার পরিবেশিত বিষয়ের গভীরতা কজন ইউটিউবারের আছে?
শুভ ইংরেজি নববর্ষ ২০২৫ সুমন বাবু।আমি আপনার অবৈতনিক প্রতিদিনের সাথী।
সপরিবারে সুস্থ থাকুন, আনন্দে থাকুন।
আমরা শিড়দাঁড়া আর আপনি হাঁটু সোজা রাখুন।
শুভেচ্ছান্তে
সৌমেন ঘোষ জলপাইগুড়ি
সত্যিই, বাবা মায়ের কাছে এর চেয়ে তৃপ্তির আর কিছু হতে পারে না, অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপনি অনন্য,বাঙলায় প্রতিবেদন এভাবে আর কেউ উপস্থাপন করতে পারেনা ।আপনাকে আমার বিনম্র প্রণাম ।
অসাধারণ , আপনার প্রতিটি ভিডিও থেকে প্রতিমুহূর্তে শিক্ষণীয় বিষয় বস্তু পাওয়া যায় , আপনার শরীর সুস্থ থাকুক আপনার কলম আর প্রতিবেদন চলতে থাকুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে
We are your fans...... congratulations for being a proud father....we are also proud of your daughter 🙏
Apnar ajker protibedan ti shune ami obhibhuto....apnar lekha ebong boktrita gulo shonar opekhhay roilam....onek onek shubhechha ar obhinandan janachhi. Bhalo thakben, sustho thakben, anande thakben....
দাদা , হ্যাপি নিউ ইয়ার , এই নতুন বছরে হাত খুলে ব্যাটিং করে যান 🙏🙏
আজ নতুন বছরে মন খুব ভারাক্রান্ত। দূর্গা পুজোয় আমাদের রাজ্যে আর জি কর ঘটনার জন্য উৎসব অনেক ম্লান ছিল। কিন্তু গতকাল রাতে যে ভয়ংকর উৎসব পালন করা হল তা আমাকে ব্যথইত করেছে। মেয়েটির পরিবারের কি এটাই পাওয়ার কথা ছিল???? 😢
Asadharan discussion ,khub bhalo laglo, dhanyabad , notun bachhare r subhakamana,
Congratulations Tupur Chattopadhyay! Khub khushi holam
আগামী ২০২৫ সালের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনার লেখা আমার অত্যন্ত ভালো লাগে। আপনি এগিয়ে চলুন। 🙏🙏🙏
আমি পুরোটাই শুনি। আমার অসুবিধা হয়না।
You are an unique and amazing youtuber. Topic selections are excellent.
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার পরিবারের সকলের জন্য। কন্যার জন্য রইলো অশেষ শুভকামনা। খুব ভালো থাকুন।
আসলে বলার মত কথা এবং বলার মত বাচন ভঙ্গি যাদের আছে, তাদের কথা শুনতে কারও সময়ের অভাব নেই। আপনি দাদাভাই বলুন, আপনি সময় পাওয়ার উপযুক্ত।
খুব ভালো লাগল আজকের উপস্থাপনা।
আপনার প্রতিবেদনের আয়তন আমার কাছে অনায়াসে গ্রহণযোগ্য । আপনি এবং আমি এমনই একটা প্রজন্মের প্রতিনিধি , যে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে এতগুলো পরিবর্তন প্রত্যক্ষ করেছি। এই ব্যতিক্রমী ব্যাপারটা নিয়ে একটা প্রতিবেদন করুন। এটা আমার একান্ত অনুরোধ। আপনার কন্যা টুপুর কে অভিনন্দন জানাই।
এখন যেটা চলছে সেটা ঠিক ই চলছে। আপনি আস্তে আস্তে এবং বিস্তারিত বলেন, তাই ২৫ মিনিট ঠিক ই আছে। সুন্দর লাগে।
ভারী সুন্দর বিশ্লেষণ। নতুন বছরে নতুন রূপে এগিয়ে যাওয়ার ইচ্ছে কে কুর্ণিশ জানাই। আন্তরিক শুভেচ্ছা জানালাম
ভাল থাকুন দা দা। আপনার কথা না শুনতে পেলে একদম ভাল লাগেনা।
Warm wishes to you
Today's journalism is at rock bottom level. Please carry on with your creative presentation. We belong to the era Late Barun Sengupta, Late Gour Kishore Ghosh and C R Irani of The Statesman.
অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা❤️🙏
Congratulations Suman babu...like father like daughter...Best Wishes to Nupur....and awaiting your new venture..Happy New Year
Good evening captain stay safe and physically sound.
Happy New year sir ❤❤❤ and congratulations to both you and your daughter for the book❤❤❤
দাদা ২৬-২৭ মিনিটের ভিডিও শুনতে খারাপ লাগে না। চালিয়ে জান...
আপনার প্রতিবেদনের শেষটা খুব ভালো লাগলো।আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইলো।❤❤
আপনাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই।🙏🙏🥰
গ্রেট!! একদম লিখতে শুরু করুন আবার… আপনার লেখনী বড়ই মিস করি এখন। নতুন বছরে একটা অন্তত সুখবর । আর অনেক শুভেচ্ছা আপনার কন্যার জন্য… জিন কি আর বিফলে যায়! ভালো থাকুন এবং সর্বোপরি সুস্থ থাকুন।
God bless your daughter 🙏🙏🙏🙏🙏
আপনার চাওয়া হোক এক টা সুন্দর, দুর্ণীতিমুক্ত পশ্চিমবঙ্গ দেখে যাওয়া এবং সেইমত জন সচেতনতা গঠন করা।
আপনার কন্যা শ্রীমতী টুপুর চট্টোপাধ্যায় একজন রত্ন। তাঁকে জানাই ইংরাজী শুভ নববর্ষ 2025-এর অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনার মতো একজন গুণী পিতা-র সুযোগ্য কন্যা শ্রীমতি টুপুর চট্টোপাধ্যায়ের উত্তরোত্তর সাফল্য কামনা করি। নমস্কার জানাই আপনাকে। আপনার পুত্র-কে-ও অনেক অনেক শুভেচ্ছা।
🎉অনেক সুভেচ্ছা জানাই🎉
Congratulations to your daughter. You are the proud parents and it is an awesome feeling....I know it.
শুভ নববর্ষ স্যার ।খুব ভালো থাকুন ।সুস্থ থাকুন ।
Salute to your doughter
নতুন বছরের শুভেচ্ছা জানাই। ভালো থাকুন,
নববর্ষের শুভেচ্ছা জানাই, সুমনদা।
সুমনবাবু নববর্ষের শুভেচ্ছা ! আপনার লেখার প্রতি যে প্রেম সেটাকে যথেষ্ট সম্মান জানিয়েই বলছি যে বর্তমানের পরিস্থিতিতে অধিকাংশ মানুষেরই পড়ার প্রতি আগ্রহ নেহাতই কম! তাই ইউ টিউব ভিডিওর মাধ্যমে যত মানুষের কাছে আপনি বক্তব্য পৌঁছে দিতে পারছেন সেটা লেখার মাধ্যমে কখনোই পারবেন না। আপনার রাজনৈতিক জ্ঞান ও দীর্ঘ অভিজ্ঞতা যেভাবে নির্ভয়ে উপস্থাপনা করেন সেটা খুবই প্রশংসনীয় ! চালিয়ে যান এইভাবেই আপনার থেকে যদি দু চারজন যুবক যুবতী একটু সাহস সংগ্রহ করতে পারে সেটাই হবে আপনার আমার মতো বয়স্কদের বড় প্রাপ্তি !
সার্বিকভাবে খুব ভালো লাগলো। 2025 এ আরো তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ উপহার পাবো এই আশা রাখি
শুভ নববর্ষ। প্রনাম নেবেন 🙏🏻
টুপুরের সাফল্যের জন্য অভিনন্দন 💐
ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনার সঙ্গে আমি একমত।
As a u tuber(content creator) I think sir u excellent. Like a open sword.
Bah Bah! khub bhalo laglo
আপনার কন্যা আপনার মতোই মেধা সম্পন্ন- আমরা গর্বিত- চেষ্টা করবো বইটি পড়ার
ইংরাজী নববর্ষের শুভেচ্ছা - আপনাকে ও আপনার উদ্যোগকে।
আপনার থেকে বয়সে কিঞ্চিত ছোট হলেও এই নতুন জগতে আমিও ভ্যাবাচ্যাকা অবস্থায় থাকি - তাই আজ শ্রোতা থেকে সমব্যথী হয়ে উঠলাম।
কন্যার সাফল্যে আপনার বিনীত উচ্ছ্বাস এই বয়সী আমাকেও ছুঁয়ে গেল ...
অনেক অনেক শুভেচ্ছা। সপরিবারে সুস্থ থাকুন, আমাদের সমৃদ্ধ করুন।
Apurbo......notun bochhorer subhechha neben....
সুমনবাবু, অত্যন্ত খুশি হোলাম নুপুরের কৃতিত্বের কথা শুনে। ৭২+ বয়েসের বুড়ো আশীর্বাদ করছি ও অনেক এগিয়ে যাক আর বাবা মা আর দেশের মুখ উজ্জ্বল করুক 🙏
১) সারদেশাই কে পছন্দ হোলো 😢 এরপর কি করণ থাপার নিয়ে গবেষণা করবেন?😂
২) হ্যাঁ, ৭০/৮০ র দশকে যখন সিনেমা দেখতে আর পড়তে ভালোবাসতাম তখন পড়েছি ১০ মিনিট হচ্ছে শ্রোতা /দর্শকের মনোযোগ আকর্ষণ করার সময়। এটা নিয়ে নিশ্চয় রিসার্চ আছে আর মেনে চললে আপনার ভালো হবে।
শুভ ইং ন. ব. 🎉
স্যার আপনাকে অনেক প্রণাম ।সত্যিই আপনি ধন্য।
খুব ভালো লাগলো
আপনার জন্য রইলো নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন, এটাই কাম্য। আর আপনার প্রতিবেদনের মধ্যে দিয়ে আমাদের সমৃদ্ধ করুন। নমস্কার জানবেন।
আপনার এই না মানাটা ঠিকই আছে স্যার। আমি আপনার সব ভিডিও শুরু থেকে শেষ দেখি। এটা বদলাবেন না।
নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা রইল 🙏
Bravo Tupur ❤
Last portion ta best ! Best wishes to you all for good health and happiness. Ami incidentally okhanei achi.. parle kinbo boi ta
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভালো থাকবেন ও সুস্থ থাকবেন
Darun Sumon Da. Tumi abar nijer style e phere aasecho. Aajker video ta ekebare jotharto. Khub vhalo theko
Right information, misinformation এবং disinformation তিনটেই মানুষ দ্রুত পাচ্ছে।
Congratulations for your achievements
আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আন্তরিক ভাবে।
Never stop sir.
as a father I can feel it,
God bless her ....
Best wishes 🎉
অভিনন্দন আপনাকে এবং আপনার কন্যাকে❤
অভিনন্দন জানাই ❤
ইংরেজি নতুন বছরের অনেক শুভকামনা আপনাকে সপরিবারে ও বাংলাস্ফীয়ারের উদ্যেশে। 🎉🎉
Thank you
Congratulations to you of
New years greetings
আপনাকেও শুভেচ্ছা
ভালো থাকুন দাদা। অনেক আনন্দ পাঠালাম আপনাকে।
নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা রইলো দাদা, ভালো থাকবেন।
Congratulations to Tupur Chatterjee!!!
Aar roj shondhyay aapnar video shonar agrohe, amar boi pora pray bondho hote cholechhe 😊
টুপুরের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সেইসঙ্গে সপরিবার তোমাকে ইংরেজি নববর্ষের শুভকামনা। ভালো থেকো। সুস্থ থেকো। একটা ছোট্ট সংশোধনী --- বাংলাস্ফিয়ার ব্লগের যে হোম পেজটা দেখালে, সেখানে একটা হেডিং চোখে পড়লো Treding Now, যেটা সম্ভবত Trending Now হবে। টাইপিং- এর ত্রুটি। ঠিক করে নিও।
দুর্দান্ত ✌
আপনার ব্লগ ফিরে আসছে।
একটাই অনুযোগ রইলো, দর্শকদের আবেদনে সাড়া দিয়ে প্রতিবেদনকে ভাগ করতে চাইছেন ঠিক আছে কিন্তু খুব দ্রুত বলার চেষ্টা না করলেই ভালো। আপনার এই বেশ একটা মজলিশি আড্ডার মতো বলাটাই উপভোগ করি একদমই মেকি মনে হয়না।
সিদ্ধান্ত আপনার।
আপনার কন্যার জন্য রইলো অজস্র অভিনন্দন শুভেচ্ছা।
বইটি অনলাইনে কোথায় পেতে পারি জানলে উপকৃত হব।
খুব ভালো কাটুক 2025 আপনার সপরিবারে।
দাদা, আপনি গ্রেট। আপনি অকপট বক্তা। আপনি কিংবদন্তি।
নতুন বছরের শুভেচ্ছা।Star Ananda থেকে আপনার ফ্যান। আপনি আপনার মত খবর পরিবেশন করে যাবেন। মেন মিডিয়া থেকে আপনার কথা অনেক বেশি গুরুত্ব আছে।ভালো থাকুন সুস্থ থাকুন।
Suman babu happy new year with best wishes. Bhalo thakun o bhalo thakben.
প্রথমেই গর্বিত মা-বাবা কে আমার সশ্রদ্ধ অভিনন্দন জানাই। কৃতী কন্যাকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনি কোন্ বিষয় স্্ক্ষিপ্ত করবেন বা করবেন না তা সম্পূর্ণ ভাবে আপনার বিবেচনা। আপনার বিশদ আলোচনা বিষয়টিকে আরও প্রাঞ্জল ভাবে বুঝতে সাহায্য করে বলেই মনে হয়। নমস্কার নেবেন।
আপনার মেয়ে আমারও মেয়ে।ওর কোন মেধা থেকে এই বই বেরিয়ে এলো এই অনুসন্ধান থাকবে আমারও। তবে বইটি আগে সংগ্রহ করতে চাই! সুমনদা।
আপনার ভিডিও আরো বেশি করে দেখতে চাই। হোক্ না বেশি, কিন্তু খুব ভালো লাগে।
কন্যার জন্য অনেক অনেক শুভেচ্ছা ❤❤
Congratulations to Tupur Chatterjee.
অজস্র অভিনন্দন গর্বিত বাবাকে।
আমরা তো শোনার অভ্যেসের সময় বাড়ানোর চেষ্টা করতে পারি। তাতে অনেক গভীরভাবে বিষয়বস্তুর ধারণা পাওয়া সম্ভব। আর ধৈর্য্য ক্ষমতা বাড়ানোর একটা অনুশীলন হ'তে পারে
সুমন্ দা আজ আপনি বোরিং 😁❤️
আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
Happy new year Sir , Apnar dirhgayou kamona kori 🎉🎉🎉🎉🎉🎉