এক কথায় সংসারটাকে সুখি করার জন্য এই কখাগুলো মেনে চললে সংসারে টাকা না থাকলে ও সুখের অভাব হবে না। খুব ভালো লাগলো ম্যাম এর কথা গুলো। ম্যাম এর জন্য অনেক দোয়া থাকলো।
চান্দা আপা আমাদের বাঙ্গালী জীবনের মধ্যে গভীরভাবে আসন গেড়ে বসা সমস্যাগুলো চিহ্নিত করেছেন ও ব্যাখ্যা করেছেন দারুনভাবে। আমাদের পিতা-মাতারা তাদের insecurity গুলো পরিনামে নিজের অজান্তে তুলে দেন তাদের সন্তানদের চরিত্রে। আর তারা ভাবতে থাকেন তাদের সন্তানরা এখন সব ভালো সমূহ produce করে ফেলবে! নেতিবাচক পরিবেশে বড় হয়ে উঠা আমাদের বাঙ্গালী পরিবারে সন্তানেরা আত্মবিশ্বাসহীনতা, সিদ্ধান্তহীনতা সহ নানাবিধ সমস্যায় পড়ে। এই পডকাষ্ট খানি সবাইকে আশার আলো দেখাবে বোধকরি। ধন্যবাদ ইয়াহিয়া ও চান্দা আপা কে।
Alhamdulilah amr maa n sasuri ami n amr husband egulo khub valo moto buji . Tai tara amader dongsare nak golay na and amraw choto khato kono prob hole never share with them
ছেলের বিয়ের পর শশুর বাড়ির লোকজন বউটার কাঁধে বাড়ির সব কাজ চাপিয়ে দেয়। বউ আসার আগে তাদের সংসার এতো দিন কি ভাবে চলতো? মনে হয় ছেলের বিয়ে দিয়ে কাজের লোক নিয়ে এসেছে। মনে হয় সব দায়িত্ব বউ টার।
সংসারের সব কাজ বউয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েও কি থেমে থাকে!!!!!!তারপর শুরু করে বউ এর দোষ ধরা 😅😅।এটা হয় নাই,ওটা হয় নাই,এটা পারে না,ওটা পারে না।একে বলে, তাকে বলে,বিচার, শালিস,নালিশ,।আর যদি বউ কিছু বলেই ফেলে তাহলে চোখের পানি,নাকের পানির তো আর শেষ নাই।।
যেকোনো দুঃখ কষ্ট চিন্তা দুর্দশা এবং অসম্ভব মনের আশা সম্ভব করতে হলে তাহাজ্জুদের কোন বিকল্প নেই। আমি আমার জীবনে তাহাজ্জুদের অলৌকিকতার অভিজ্ঞতা অনেকবার পেয়েছি। পাশাপাশি দরুদ ইস্তেগফার দোয়া ইউনুস
আমার দেখা বেস্ট পডকাস্ট মা শা আল্লাহ। ইয়াহিয়া ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই পডকাস্টগুলো বানানোর জন্য। আমি খেতে বসলেই আপনার পডকাস্ট ছেড়ে দিয়ে শুনতে থাকি আর খেতে থাকি।
আমি আমার কয়েকজন বন্ধু বান্ধবের সাথে, প্লাস পরিবারের সাথে যেমন আমার দুই বোন, আমার ওয়াইফের সাথে, ভিডিওটা শেয়ার করলাম।।। খুব সুন্দর চমৎকার কথা বলছেন যেটা ভবিষ্যতে কাজে দেবে।।। এবং ইয়াহিয়া ভাই খুবই সুন্দর ভাবে তার প্রশ্ন গুলো তুলে ধরেছেন গেস্টের কাছে।।। ❤
এরকম শাশুড়ি খুব কম কারণ শাশুড়িরা যদি কম শিক্ষিত হয় তাহলে তো হাজার বুঝালেও বুঝবে না,উল্টা বলবে আমাদের কি আর শাশুড়ি ছিলো না,আমরা যা সহ্য করছি এগুলা কয়জন করে এখন। তারা তাদের শাশুড়ির ফিরিস্তি তুলে ধরে। আল্লাহ রক্ষা করুক।
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা! আমি সেই ছোট থেকে এখন পর্যন্ত স্কিন কালার নিয়ে নানা ধরনের কথা শুনে শুনে জীবনটা শেষ! মাঝে মাঝে আমার এতো বেশি খারাপ লাগে যেটা কোন ভাষা দিয়ে প্রকাশ করা যায় না! শ্যামলা মেয়েদের জীবন অনেক বেশি কষ্টকর অনেক বেশি কঠিন! হাজার ভালো গুণাবলি থাকলেও মেয়েদের স্কিন কালার নিয়েই মানুষ তাকে জাজ করে বসে!😅
"Whenever I feel lost or overwhelmed, turning to intentional prayer, specifically Tahajjud, has been my way of realigning my purpose. There’s something almost miraculous about how these quiet moments of connection can transform confusion into clarity and despair into hope."
Erokom bou Allaah Swt ghore ghore deen. SubhaanAllaah Allaah hu Akbar amar shashuri amma oneeeeeek beshi valo cilo. Amar maa bolto ruma amar theke tar shashuri k beshi valobashe jodi maa k valobashi tao bolto.
Songsar e Shashuri ma der nak golanor beparta etota realistic chilo j nijer survive ta feel korchilam...but kivabe solution korbo seta khuje pachsi na....husband jodi Mamma's boy hoy its really tough. Only Allah can heal this situation....
Assalamualikum... Ami akta gor er boro bou.... Chanda anti k uddesso kore bolte cai....anti protom br apnr kota sonlm..... Ak kotai apnk hug korte iccha korlo..... Celer songsare space dewar discussion ta juat awosome laglo..... Apnr moto mentality jodi sob cele Meyer mayedr takto taholy kono family tai problem takto na.... Sob baba mara ba sosur sasudira jodi sun and moon hoye takto..... And cele Celer bou k space dito taholy kono family te pblm takto na.... Good job anty.... Carry on.... I m praying for u......
মাশআল্লাহ, কথা গুলো নিজের পরিবারে আর সমাজে অহরহ দেখছি। কথাশুনে তৃপ্তি হলোনা আরো শুনতে ইচ্ছে করছে ৩৬ মিনিটে কেন হলো আরো ১ ঘন্টা আলোচনা করা উচিত ছিল 🥺 আল্লাহ তায়ালা এই দৃষ্টিভঙ্গি সমাজে বোঝার তৌফিক দান করুন আমিন
"Whenever I feel overwhelmed, taking time out for intentional prayer and reflection has been my way of reconnecting with my purpose. I’ve personally found great value in a specific prayer called Tahajjud, which is about disconnecting from the chaos and focusing on my goals and my connection with the Creator. It helps me realign my priorities and find clarity during challenging times."
টিক আমার শাশুড়ী এই রকম তার কোনো ছেলের বউ তার সাথে থাকতে পারে না আন্টির একদম সত্যি কথা বলেছেন যে ছেলে আর ছেলের বউয়ের সংসারে সুখ সয্য করতে পারে না তাদের ছেলেদের বিয়ে না করানোই উচিত
এই পৃথিবীতে আমরা কেউ কোনোদিন পারফেক্ট হতে পারব না। প্রত্যেকটা মানুষের ভেতর ভাল মন্দ গুন্ থাকে। ভাল গুলোকে এপ্রিশিয়েট করা আর মন্দ গুলোকে দূর করার চেষ্টা করাটাই আমাদের কর্তব্য। ফ্লেক্সিবিলিটি ইম্পরট্যান্ট, যা আমাদের একটা ব্যালেন্স এর ভেতর আনতে পারে। আমাদের সোসাইটিতে অনেক ট্যাবু আছে যেগুলির কারণে অনেক পাবলিক লো ফিল করে, সেগুলো থেকে বের হতে বহু দূর যেতে হবে। কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাধবে কে ????
We always stop by saying "who will bell the cat "but we don't think we can take the first step. One have to start it and other will surely learn from that. Except some devils.
একদম সত্যি বলছন , হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে সম্মান করা উচিত, কিছু হাসবেন্ড ,ওয়াইফ আছে এরা পীর, পীর ওয়াইফের কোন হাজব্যান্ড হলে হাজবেন্ডের জীবন শেষ আবার ঠিক তেমনি, কোন হাজব্যান্ড যদি হয় পীর তার ওয়াইফের জীবন শেষ , এই ধরনের নারী বা পুরুষ কেউ যেন কারো ওয়াইফ বা হাসবেন্ড না হয়,,, এদেরকে হাজার ভক্তি করলেও এই ভক্তি নেওয়া শেষ হয় না, কি যে চাই বুঝিনা, এরা সম্মানত দূরের কথা কোন দায়িত্ব পালন করেনা করতে চায় না
পজেটিভ দিক তুলছেন মেডাম, নেগেটিভ সাইড ও তোলা উচিৎ। এমনও হাজবেন্ড হয়, যাকে অন্ধের মতো বিশ্বাস করেছে ওয়াইফ ১ বার নয় বহুবার তারপরও সে বদলায়নি। আবার ওয়াইফ বেচারী দিনরাত তার পরিবার এর সবার জন্য আন্তরিকভাবে খেটে শেষ হয়ে যাচ্ছে, তবুও সে তাকে কোনো সহযোগিতা তো করেইনা উপরন্তু আরও কেনো কিছু করতে হোতো, এটা ওভারে কেনো হোলো এভাবে করো। অথচ সংসারের কেনাকাটা, দেয়া, নেয়া, সবার ঠিক ঠাক Take care করা সব একাই সামলাচ্ছেন তবুও না পাচ্ছেন ধন্যবাদ, না পাচ্ছেন সহমর্মিতা, নমনীয় আচরণ, না বিন্দুমাত্র প্রশংসা। তার সেবাও ১৬ আনা পায়, কিন্তু বিনিময়ে বউকে ভালো কোনো আচরণ, সময়,সঙ্গ, নিজের ভুল স্বীকার পর্যন্ত করছেনা। নিজের ভুল সে চোখেই দেখেনা। এমন লোককে কি করণীয় জানাবেন। আমাদের সমাজে এরকম আরো বেশ কিছু লোক পার পেয়ে যাচ্ছে অহরহ।
During times of hardship, having a quiet moment of self-reflection and sincere prayer has been an anchor for me. There’s something powerful about being awake in the early hours, focusing on what truly matters and resetting my intentions. One practice I’ve adopted is waking up for a quiet prayer known as Tahajjud. It’s not just a religious act but a time to find inner strength and a renewed sense of direction when things seem unclear
ভাইয়া দয়া করে, বিয়ের পর যৌতুক নিয়ে এবং সামাজিক সংস্কৃতি যেমন: ঈদের সাজন আরো বিভিন্ন আচার অনুষ্ঠান । যেখানে একজন ভালো বউ আবার ভালো বউমা হওয়ার পরও সংসার টিকানো কষ্টকর হয়ে যায় এমনকি সংসার ভেঙ্গে যায়। ভাইয়া দয়া করে বিষয় গুলো নিয়ে একটা পডকাস্ট করবেন ।
আমার জন্য দোয়া করবেন আমি শাশরিকে নিয়ে কষ্টে আছি সংসারের সব কিছু শাশরির হাতে কিছু খাবো কাপড় কিনবো ঘুরতে যাবো বাবার বাড়ি বেরাতে যাবো সব শাশরির অনু মতি দিলে যেতে টারবো না দিলে না আমার কি প্রয়োজন তাও শাশরির কাছ থেকে চেয়ে নিতে হবে। একবার ভাবি থাকবোনা আর একবার ভাবি আমার সামি এখানে অসহায় মায়ের জন্য কিছু করতে পারেনা তাই সবর করছি জানিনা কত দিন থাকতে পারি আপু আপনার কথা গুলো শুনে আমার কান্না আসলো
সৃষ্টিকর্তার উপর আস্থা থাকতে হবে শুধু তাই নয় সৃষ্টিকর্তার গাইডলাইনও ফলো করতে হবে তাহলেই এই কথাগুলো বাস্তবে পরিলক্ষিত হবে। আল্লাহর উপর ভরসা রাখবো কিন্তু মানব হচ্ছে মানুষের গাইডলাইন সেটা হবে না
এক কথায় সংসারটাকে সুখি করার জন্য এই কখাগুলো মেনে চললে সংসারে টাকা না থাকলে ও সুখের অভাব হবে না। খুব ভালো লাগলো ম্যাম এর কথা গুলো। ম্যাম এর জন্য অনেক দোয়া থাকলো।
আপনার জন্য শুভকামনা।
Fraud fail kora HSC pass@@yahiaamin
চান্দা আপা আমাদের বাঙ্গালী জীবনের মধ্যে গভীরভাবে আসন গেড়ে বসা সমস্যাগুলো চিহ্নিত করেছেন ও ব্যাখ্যা করেছেন দারুনভাবে। আমাদের পিতা-মাতারা তাদের insecurity গুলো পরিনামে নিজের অজান্তে তুলে দেন তাদের সন্তানদের চরিত্রে। আর তারা ভাবতে থাকেন তাদের সন্তানরা এখন সব ভালো সমূহ produce করে ফেলবে! নেতিবাচক পরিবেশে বড় হয়ে উঠা আমাদের বাঙ্গালী পরিবারে সন্তানেরা আত্মবিশ্বাসহীনতা, সিদ্ধান্তহীনতা সহ নানাবিধ সমস্যায় পড়ে। এই পডকাষ্ট খানি সবাইকে আশার আলো দেখাবে বোধকরি। ধন্যবাদ ইয়াহিয়া ও চান্দা আপা কে।
Thanks for watching!
Amake onekei khota Dito age,but Ami Kono din o kawke opoman korinai.alhamdulilah
এইরকম ভাবতে পারা মায়েদেরকে সব সময়ের জন্য স্যালুট, অনেক ধন্যবাদ মা তোমাকে।
Thanks for watching!
Assalamualikum how I get your appointment
"রাসূল (সাঃ) বলেছেন, ভালো চিন্তা ও উত্তম ধারণা করাও ইবাদত” (মিশকাত:৪৮২৭)
❤
আপু যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মেনে চললে সংসারে খুবই মধুর সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ❤
Alhamdulilah amr maa n sasuri ami n amr husband egulo khub valo moto buji . Tai tara amader dongsare nak golay na and amraw choto khato kono prob hole never share with them
@@shuhailatabassum628 👍❤️🥰
@@shuhailatabassum628 👍👍👍
ছেলের বিয়ের পর শশুর বাড়ির লোকজন বউটার কাঁধে বাড়ির সব কাজ চাপিয়ে দেয়। বউ আসার আগে তাদের সংসার এতো দিন কি ভাবে চলতো? মনে হয় ছেলের বিয়ে দিয়ে কাজের লোক নিয়ে এসেছে। মনে হয় সব দায়িত্ব বউ টার।
Oneke to etau bole cheleke Biye koraisi ki ami nije ghorer kaj korar jonno.
বেশি বুঝলে যা হয়
@@mdsaidulislam4386 Ami beshi bujhi na. Ami shunsi tai bolechi
সংসারের সব কাজ বউয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েও কি থেমে থাকে!!!!!!তারপর শুরু করে বউ এর দোষ ধরা 😅😅।এটা হয় নাই,ওটা হয় নাই,এটা পারে না,ওটা পারে না।একে বলে, তাকে বলে,বিচার, শালিস,নালিশ,।আর যদি বউ কিছু বলেই ফেলে তাহলে চোখের পানি,নাকের পানির তো আর শেষ নাই।।
@@mdsaidulislam4386বুঝছি আপনিও ওই শাশুড়ীদের মতো নিকৃষ্ট মানসিকতার মানুষদের কাতারে পড়েন
অনেক অনেক ধন্যবাদ, এতো চমৎকার আলোচনা উপস্থাপনের জন্য। অনেক অনেক কিছু শিখার আছে আলোচনাটিতে।
এতো সুন্দর করে সত্য গুলো মনেহয় এর আগে কেউ বলেনি। অসাধারণ ❤
Thanks for watching!
অনেক গুরুত্বপূর্ণ আলোচনা প্রতিটি বিবাহিত মানুষের জন্য ❤️
ম্যাডাম খুব এনার্জেটিক।।।।খুব ভালো লাগল পডকাস্টটা👍👍
Thanks for watching!
Indeed
"প্রতিটি চ্যালেঞ্জ অলৌকিক পথে রূপ নেয়, যখন ইউনুস আ: দোয়া আমার শুরু। আর তাহাজ্জুদের নির্জন রাতগুলোর দোয়ায়, আল্লাহ প্রতিটি অসম্ভবকে সম্ভব করে দেন।"
যেকোনো দুঃখ কষ্ট চিন্তা দুর্দশা এবং অসম্ভব মনের আশা সম্ভব করতে হলে তাহাজ্জুদের কোন বিকল্প নেই। আমি আমার জীবনে তাহাজ্জুদের অলৌকিকতার অভিজ্ঞতা অনেকবার পেয়েছি। পাশাপাশি দরুদ ইস্তেগফার দোয়া ইউনুস
আমার দেখা বেস্ট পডকাস্ট মা শা আল্লাহ। ইয়াহিয়া ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই পডকাস্টগুলো বানানোর জন্য। আমি খেতে বসলেই আপনার পডকাস্ট ছেড়ে দিয়ে শুনতে থাকি আর খেতে থাকি।
আমি আমার কয়েকজন বন্ধু বান্ধবের সাথে, প্লাস পরিবারের সাথে যেমন আমার দুই বোন, আমার ওয়াইফের সাথে, ভিডিওটা শেয়ার করলাম।।। খুব সুন্দর চমৎকার কথা বলছেন যেটা ভবিষ্যতে কাজে দেবে।।। এবং ইয়াহিয়া ভাই খুবই সুন্দর ভাবে তার প্রশ্ন গুলো তুলে ধরেছেন গেস্টের কাছে।।। ❤
Thanks for watching!
আপনি ঠিক বলেছেন
ঐসব মায়ের ছেলে বিয়ে দেয়া উচিৎ না
তাদের আচলে রাখা উচিৎ
বিয়ে দিয়ে অন্য মেয়ের জীবন শেষ করে দেয়, 😭😭😭
এরকম শাশুড়ি খুব কম কারণ শাশুড়িরা যদি কম শিক্ষিত হয় তাহলে তো হাজার বুঝালেও বুঝবে না,উল্টা বলবে আমাদের কি আর শাশুড়ি ছিলো না,আমরা যা সহ্য করছি এগুলা কয়জন করে এখন। তারা তাদের শাশুড়ির ফিরিস্তি তুলে ধরে। আল্লাহ রক্ষা করুক।
আপনি শাশুড়ি হলে তখন আবার ঠিকই রিনা খান হয়ে যাবেন
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা! আমি সেই ছোট থেকে এখন পর্যন্ত স্কিন কালার নিয়ে নানা ধরনের কথা শুনে শুনে জীবনটা শেষ! মাঝে মাঝে আমার এতো বেশি খারাপ লাগে যেটা কোন ভাষা দিয়ে প্রকাশ করা যায় না! শ্যামলা মেয়েদের জীবন অনেক বেশি কষ্টকর অনেক বেশি কঠিন! হাজার ভালো গুণাবলি থাকলেও মেয়েদের স্কিন কালার নিয়েই মানুষ তাকে জাজ করে বসে!😅
বর্তমান যুগে ছেলেদেরকেও জাজ করে শুধু মেয়েদেরকে না
খুব অসাধারণ একজন মা এ মহিলা।
আলহামদুলিল্লাহ
ম্যামকে অনেক ধন্যবাদ ❤ আপনার এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আপনার মত মা ঘরে ঘরে হোক 🎉
I`m impressed with your precious discussion
আপুকে ধন্যবাদ, সমাজের বাস্তব চিত্র গুলো তুলেধরার জন্য ❤
Thanks for watching!
কথা সহজ।
বাট কাজ করা কঠিন।।
ভদ্র মহিলার কথাও ঠিক আছে।
এখন কথা হচ্ছে গ্রামের পরিবেশ আর সহরের পরিবেশ অনেক তফাত।
Right
@Papiyaislam340 আন্তরিক ধন্যবাদ
অত্যন্ত অত্যন্ত মূল্যবান একটা ভিডিও,, বিবাহিত ও অবিবাহিত সবার দেখা উচিত,, স্বামী স্ত্রী মিলে দেখলে সংসার এর সমস্যা সমাধান সম্ভব ❤❤❤❤
Thanks for watching!
এরকম বুঝ যদি পৃথিবীর সব বাবা মা বুঝতো তাহলে বাবা,মা,য়েদের আর বৃদ্যাশ্রমে যেতে হয়না।
সম্পর্ক টা হবে সুন্দর সম্পর্ক।
Thank you for your Opinion.
"Whenever I feel lost or overwhelmed, turning to intentional prayer, specifically Tahajjud, has been my way of realigning my purpose. There’s something almost miraculous about how these quiet moments of connection can transform confusion into clarity and despair into hope."
আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ী আমার মনের মতো।❤
Erokom bou Allaah Swt ghore ghore deen. SubhaanAllaah Allaah hu Akbar amar shashuri amma oneeeeeek beshi valo cilo. Amar maa bolto ruma amar theke tar shashuri k beshi valobashe jodi maa k valobashi tao bolto.
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা
ম্যাডামের প্রতিটি কথা অসাধারণ অতুলনীয় এবং বাস্তব কথা ❤
খুব সুন্দর, বাস্তব কথা বলেছেন। অনেক ধন্যবাদ।
Songsar e Shashuri ma der nak golanor beparta etota realistic chilo j nijer survive ta feel korchilam...but kivabe solution korbo seta khuje pachsi na....husband jodi Mamma's boy hoy its really tough.
Only Allah can heal this situation....
Best wishes for you.
পৃথিবীর উদাহরণটা সুন্দর❤
কথাগুলা খুব বাস্তববাদী লাগলো
মনে হচ্ছিল আমিই কথা কথা গুলো বলছি ❤জাজাকাল্লাহ খাইরান ❤আপু এবং ভাইয়া❤
জুয়া খেলা নিয়ে কিছু বলেন
ধন্যবাদ আপনাদের, এত সুন্দর আলোচনা করার জন্য
এক মাত্র ইসলাম এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। যদি কেউ সঠিকভাবে ইসলাম মানে তার কোন সমস্যা হওয়ার কথা না৷
Assalamualikum...
Ami akta gor er boro bou....
Chanda anti k uddesso kore bolte cai....anti protom br apnr kota sonlm..... Ak kotai apnk hug korte iccha korlo..... Celer songsare space dewar discussion ta juat awosome laglo..... Apnr moto mentality jodi sob cele Meyer mayedr takto taholy kono family tai problem takto na.... Sob baba mara ba sosur sasudira jodi sun and moon hoye takto..... And cele Celer bou k space dito taholy kono family te pblm takto na.... Good job anty.... Carry on.... I m praying for u......
সবাই এত সুন্দর করে বুঝলে দুনিয়াটা অনেক সুন্দর হত ।
মাশআল্লাহ, কথা গুলো নিজের পরিবারে আর সমাজে অহরহ দেখছি। কথাশুনে তৃপ্তি হলোনা আরো শুনতে ইচ্ছে করছে ৩৬ মিনিটে কেন হলো আরো ১ ঘন্টা আলোচনা করা উচিত ছিল 🥺
আল্লাহ তায়ালা এই দৃষ্টিভঙ্গি সমাজে বোঝার তৌফিক দান করুন আমিন
Thanks for watching!
Hi ❤
প্রতিটা মা বাবা যদি এত সুন্দর করে বুঝতো 💔💔
Thank you for your Opinion.
Sundor discussion valo legece ... specially chele meyer je discrimination eta khubii relate korte perechi ...
Thanks for watching!
চমৎকার.................. 𝗖𝗵𝗮𝗻𝗱𝗮 𝗠𝗲𝗵𝗷𝗮𝗯𝗲𝗲𝗻. আপনাদের দু জনকে অনেক শুভ কামনা।
বাটারের উদাহরণটা অনেক মজার ছিলো। ভালো লাগছে
Osadraron podcast দেখলাম ২ জনের জন্য দোয়াও ভালোবাসা রইলো
"Whenever I feel overwhelmed, taking time out for intentional prayer and reflection has been my way of reconnecting with my purpose. I’ve personally found great value in a specific prayer called Tahajjud, which is about disconnecting from the chaos and focusing on my goals and my connection with the Creator. It helps me realign my priorities and find clarity during challenging times."
❤
খুবই সুন্দর বাস্তবিক আলোচনা ❤❤❤❤❤
Seirokom ekta podcast. Onk sotto r valuable ❤❤❤
Thanks for watching!
Seriously, Best podcast ever ❤
Salute both of you guys 🤲
Thanks!
অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন অনেক অনেক ধন্যবাদ
Aunty ta onek Wise/Knowledgeable.
Thanks for watching!
Best akta Podcast chilo....tnq sir💝
unake niye ro video chaii☺
একেবারে এক সবাতেই পুরোপুরি জীবন নিয়ে মোটিভেশন পেয়ে গেলাম সবাই অসংখ্য ধন্যবাদ আপনাদের কে ❤❤
এই ভিডিওটা আমার মা-কে পাঠিয়েছি৷ আমার বিবাহিত জীবনের শুরুতেই যদি এমন একটা ভিডিও তাকে দেখাতে পারতাম, হয়তো আমার জীবনটা স্বাভাবিক হতো....
Ami ekhon pathabo,age nije purota shunlam r ki!
ভাই আমিও
Sober baba maa k patano uchit.... Amio Amr maa baa r sasudi k dekabo
আমার দেখা পরিবার কেন্দ্রিক অন্যতম একটি আলোচনা।
Thanks for watching!
টিক আমার শাশুড়ী এই রকম তার কোনো ছেলের বউ তার সাথে থাকতে পারে না আন্টির একদম সত্যি কথা বলেছেন যে ছেলে আর ছেলের বউয়ের সংসারে সুখ সয্য করতে পারে না তাদের ছেলেদের বিয়ে না করানোই উচিত
Amar shashuri chaito tar sele porokia koruk.
Right
Amar eki obostha Amar sasure eto kharap bebohar kore bole bujhte parbona
Right
এক কথায় দোষটা ঐ মায়ের না,,,,আপনাদের,,, আপনারা তাকে মন থেকে মা করে নিতে পারেন না,,,,
ঠিক কথা বলছে ভাইয়া আপু আমাআ শাশুড়ি এরকম
ইয়াহিয়া ভাই প্লিজ আরেকদিন অন্য কোন পডকাষ্টে ম্যাডামকে ইনভাইট করার অনুরোধ রইল❤
Thank you for your Opinion.
খুবই শিক্ষণীয় প্রতিটা কথায়। মনোযোগ দিয়ে শুনলাম।
Eto sundr kore kotha boleche uni❤ sob sasurir dekha uchit
Thanks for Watching!
ব্যারিস্টার রুমি ফারহানার,কোন আত্মীয় হয় না কি ম্যাডাম।
ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ।
আমিও এটা মনে মনে ভাবছি লাম উনি রুমিন ফারহানা র আতীয় নাকি গলার sound same.but once upon a time she acting B.t. v .
আন্টি কিন্তু জোশ।😉😉
বাস্তব কথা বলেছেন আপু
আসসালামুআলাইকুম আপু ভাইয়া আপনাদের টপিক টা আলোচনা খুবই ভালো লেগেছে ফিউচার কাজে লাগবে ইনশাআল্লাহ❤
এই মহিলার প্রতিটা বাক্য জীবন বদলে দেবার মতো।
Thanks for watching!
Ish sobar chinta vabna jodi emkn hoto
অসাধারণ আলোচনা, এই ধরনের কথাগুলো আরো বেশি প্রচার ও প্রসার হওয়া উচিত 🎉
Thanks for watching!
চমৎকার একটা আলোচনা।❤
Wonderful words....O wise woman with 100 percent maturity.Respect comes from the heart for these woman..
❤ I could relate each and everything...
Thanks for watching!
খুব সুন্দর কথাগুলো ভীষণ ভালো লাগলো❤❤
speechless just outstanding
Excellent discussion i've ever seen♥️
Excellent thx for bring her she is very energetic MashaAllah i like her faith about almighty InshaAllah I will be wait for next postcard
Thanks
গ্রামের বাবা-মা বেশি করে
এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া উচিত।
মনো হচ্ছে ফ্যামিলি নিয়ে সমালোচনার বৈঠক চোখের সামনে ভাসছে।
প্রতিটা বাক্য জীবন বদলে দেবার মতো
এই পৃথিবীতে আমরা কেউ কোনোদিন পারফেক্ট হতে পারব না। প্রত্যেকটা মানুষের ভেতর ভাল মন্দ গুন্ থাকে। ভাল গুলোকে এপ্রিশিয়েট করা আর মন্দ গুলোকে দূর করার চেষ্টা করাটাই আমাদের কর্তব্য। ফ্লেক্সিবিলিটি ইম্পরট্যান্ট, যা আমাদের একটা ব্যালেন্স এর ভেতর আনতে পারে। আমাদের সোসাইটিতে অনেক ট্যাবু আছে যেগুলির কারণে অনেক পাবলিক লো ফিল করে, সেগুলো থেকে বের হতে বহু দূর যেতে হবে। কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাধবে কে ????
We always stop by saying "who will bell the cat "but we don't think we can take the first step. One have to start it and other will surely learn from that.
Except some devils.
একদম সত্যি বলছন , হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে সম্মান করা উচিত, কিছু হাসবেন্ড ,ওয়াইফ আছে এরা পীর, পীর ওয়াইফের কোন হাজব্যান্ড হলে হাজবেন্ডের জীবন শেষ আবার ঠিক তেমনি, কোন হাজব্যান্ড যদি হয় পীর তার ওয়াইফের জীবন শেষ , এই ধরনের নারী বা পুরুষ কেউ যেন কারো ওয়াইফ বা হাসবেন্ড না হয়,,, এদেরকে হাজার ভক্তি করলেও এই ভক্তি নেওয়া শেষ হয় না, কি যে চাই বুঝিনা, এরা সম্মানত দূরের কথা কোন দায়িত্ব পালন করেনা করতে চায় না
পজেটিভ দিক তুলছেন মেডাম, নেগেটিভ সাইড ও তোলা উচিৎ। এমনও হাজবেন্ড হয়, যাকে অন্ধের মতো বিশ্বাস করেছে ওয়াইফ ১ বার নয় বহুবার তারপরও সে বদলায়নি। আবার ওয়াইফ বেচারী দিনরাত তার পরিবার এর সবার জন্য আন্তরিকভাবে খেটে শেষ হয়ে যাচ্ছে, তবুও সে তাকে কোনো সহযোগিতা তো করেইনা উপরন্তু আরও কেনো কিছু করতে হোতো, এটা ওভারে কেনো হোলো
এভাবে করো। অথচ সংসারের কেনাকাটা, দেয়া, নেয়া, সবার ঠিক ঠাক Take care করা সব একাই সামলাচ্ছেন তবুও না পাচ্ছেন ধন্যবাদ, না পাচ্ছেন সহমর্মিতা, নমনীয় আচরণ, না বিন্দুমাত্র প্রশংসা।
তার সেবাও ১৬ আনা পায়, কিন্তু বিনিময়ে
বউকে ভালো কোনো আচরণ, সময়,সঙ্গ,
নিজের ভুল স্বীকার পর্যন্ত করছেনা। নিজের ভুল সে চোখেই দেখেনা।
এমন লোককে কি করণীয় জানাবেন।
আমাদের সমাজে এরকম আরো বেশ কিছু লোক পার পেয়ে যাচ্ছে অহরহ।
মাশাল্লাহ অনেক সুন্দর উপস্থাপনা অনেক ধন্যবাদ
অনেক সময় দেখা যায় মুখে মধু অন্তরে বিষ। যিনি এত সুন্দর পরামর্শ দেন তিনিই ছেলের বউয়ের সাথে খারাপ আচরণ করেন। আল্লাহ, সবাইকে ভালো রাখুক। আমিন
Allah ei valo janen
@@lovelyafroz4657 হুম। আমরা বাহিরে থেকে অনেক কিছুই বুঝি না। মানুষ হলেন বহুরূপী
জেনে কথা বলার অনুরোধ থাকলো।
@@muhammadabulfoysal9550 এখানে কাউকে মেনশন করা হয়নি। জাস্ট বলা হয়েছে অনেক জেনে বুঝেই খারাপ আচরণ করে
asolai apu uni unar bow r satha khrap bebohar kore?
সেইম আমার মেন্টালিটির একজন মানুষ পেলাম। ভালো লাগলো !! ❤❤❤
During times of hardship, having a quiet moment of self-reflection and sincere prayer has been an anchor for me. There’s something powerful about being awake in the early hours, focusing on what truly matters and resetting my intentions. One practice I’ve adopted is waking up for a quiet prayer known as Tahajjud. It’s not just a religious act but a time to find inner strength and a renewed sense of direction when things seem unclear
Every couple and Every parents should watch this episode
Thanks for watching!
জাযাকাল্লাহ খাইরান
EXCELLENT SPEECH AND THANKS FOR PRESENTATION .
❤ impressive & insanely podcast. 🎉❤
Chandan madam k niey arekbar podcast chai ❤
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অনেক সুন্দর আলোচনা
কথা গুলো চমৎকার চিল এই বোনের আরবএরা কিন্তু এই বেপারে একটু উদার।
Apu khub sundor kotha bolechen ❤❤❤ onek sikkha paoya gelo❤❤
খুবই সুন্দর লেকচার।
আমাদের ইচ্ছা মতো জীবন সাজাতে না পারার কারন এখনো খুঁজে পাইনা,
কোন, দুষ্ট ছায়া আমাদের শান্তি কেড়ে নেয়!
আপা, আমি যদি রাজা হতাম একটা হীরার মুকুট আপনাকে উপহার দিতাম। খুবই মূল্যবান কথা ছিল।
Thanks for watching!
ভাইয়া দয়া করে, বিয়ের পর যৌতুক নিয়ে এবং সামাজিক সংস্কৃতি যেমন: ঈদের সাজন আরো বিভিন্ন আচার অনুষ্ঠান । যেখানে একজন ভালো বউ আবার ভালো বউমা হওয়ার পরও সংসার টিকানো কষ্টকর হয়ে যায় এমনকি সংসার ভেঙ্গে যায়। ভাইয়া দয়া করে বিষয় গুলো নিয়ে একটা পডকাস্ট করবেন ।
Thank you for your suggestion
পতিক টি কথা মূল বান অনেক অনেক ধ্যনবাদ আপু। ❤️❤️❤️❤️❤️
কেউ কাউকে প্রোটেক্ট করার এইসব করে না(বউ আর শাশুড়ির মধ্যে), দুইজনেই চাই ক্ষমতা তার হাতে থাক। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মতো।
🎉লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ 🌹🌹
সবসময় আমাদের পছন্দের জিনিসটি পেয়ে যাওয়ার নামই সফলতা নয়, অনেক সময় পছন্দের জিনিস হারিয়ে ফেলার বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নামও সফলতা!
কথা গুলো ভালো লাগলো।
আমার জন্য দোয়া করবেন আমি শাশরিকে নিয়ে কষ্টে আছি সংসারের সব কিছু শাশরির হাতে কিছু খাবো কাপড় কিনবো ঘুরতে যাবো বাবার বাড়ি বেরাতে যাবো সব শাশরির অনু মতি দিলে যেতে টারবো না দিলে না আমার কি প্রয়োজন তাও শাশরির কাছ থেকে চেয়ে নিতে হবে। একবার ভাবি থাকবোনা আর একবার ভাবি আমার সামি এখানে অসহায় মায়ের জন্য কিছু করতে পারেনা তাই সবর করছি জানিনা কত দিন থাকতে পারি আপু আপনার কথা গুলো শুনে আমার কান্না আসলো
Wishing you better days
That's why a good বাবা is needed....
মাশআল্লাহ, কথা গুলো নিজের পরিবারে আর সমাজে অহরহ দেখছি।
এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া উচিত।
Thanks for watching!
allah onake nek hayat dan korok,bastobota tule dhorar jonno
সৃষ্টিকর্তার উপর আস্থা থাকতে হবে শুধু তাই নয় সৃষ্টিকর্তার গাইডলাইনও ফলো করতে হবে তাহলেই এই কথাগুলো বাস্তবে পরিলক্ষিত হবে।
আল্লাহর উপর ভরসা রাখবো কিন্তু মানব হচ্ছে মানুষের গাইডলাইন সেটা হবে না
সহমত