আপনাদের কাছে দু'কলি গান শুনে মন ভরে না... হৃদয়স্পর্শী প্রত্যেকটি গান যদি পুরোটা করে শুনতে পারতাম, তবে আমার খুব ভালো লাগতো। আমি আপনাদের গুণমুগ্ধ শ্রোতা... ভালো থাকবেন 🙏
খুব সুন্দর হয়েছে। ইতিমধ্যে প্রচুর শেয়ার করলাম। হিন্দী গানের ওপর, বিশেষত হিন্দী সিনেমায়, নজরুলের রাগাশ্রয়ী গানের সমান্তরাল প্রভাব নিয়ে একটি প্রোগ্রাম চাই। যেমন রবীন্দ্রগান নিয়ে আপনারা ইতিমধ্যেই করেছেন।
"নয়ন ভরা জল, আঁচল ভরা ফুল " দিয়ে "কবি নজরুল " কে প্রণাম জানাই 🙏🙏আপনারা অতুলনীয় সংগীত পরিবেশন করেছেন। তবে আমার সৌভাগ্য যে কবিকে আমি চাক্ষুষ দেখেছি। তখন আমি খুব ছোট। ভালো থাকবেন।
@@azizunnaharshariff3177 ভাই তখন আমি "বেথুন স্কুলে " পড়ি।Class.5.।থাকি"টালায়"। কবির শরীর তখন ভাল ছিল না। চুপচাপ জানলার ধারে বসে থাকতেন। আমার পিশতুতো দাদা আমাকে দেখিয়েছিল কবিকে। বড় বড় চোখ, এক মাথা চুল অবশ্য সামনে টাক আর ফ্যাল ফ্যালে দৃষ্টি তে তাকানো। আমি কবিকে হাত জোড় করে প্রণাম করেছিলাম। কবি একটু হাঁসলেন। ওটাই আমার পরম সৌভাগ্য । সাল ১৯৫৯। এখন আমার বয়স ৭২। ভালো থাকবেন ভাই 💗🧡
অনেক তপস্যার পরে হয়তো এত সুন্দর গান গাওয়া যায়... ঈশ্বর অনেক যত্ন নিয়ে আপনার কণ্ঠে সুর ঢেলেছেন। অসাধারণ ...যতই বলবো ততই কম হবে । আপনার কণ্ঠে গান শুনলে সত্যিই অদ্ভুত শান্তি পাই। ভালো থাকবেন আপনারা...😊
আপনাদের গান মনোযোগ দিয়ে শুনি ও সবাইকে শোনাই.... এই video টিতে আপনারা 'মালকোষ' রাগ বলে "শ্মশানে জাগিছে শ্যামা" গানটি গাইলেন.... কিন্তু নজরুল ইসলামের বইতে এই গানটি 'কৌশি কানাড়া ' লেখা আছে। একটু দেখতে অনুরোধ করছি।
কাজী নজরুল ইসলামের লেখা ও তাঁর সৃষ্ট কালোজয়ী সুর মিলিয়ে নজরুল সংগীত,আর এই সংগীত ভান্ডার থেকে দারুন রেওয়াজি কন্ঠে কিছু আস্থায়ী শুনে চমৎকৃত হোলাম,ধন্যবাদ।
অপূর্ব! আর একটু descriptive করা যায় না! আবেদন রইলো। নজরুলের গীত আমাদের প্রাণের পুষ্টি দেয়, দৈব উপহার আমাদের জন্য। আপনারা দুজন খুব সুন্দর! আমাদের আর এক প্রাণের বন্ধু রবীন্দ্রনাথকে নিয়েও হোকনা! কৃতজ্ঞতা আর শুভ কামনা। 💚🧡
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ কি লেখব কি চাইব না চাইতেই যখন এতো পাই তখন আর চাওয়ার তেমন কিছু থাকে না তবে দাদা এই আশা করব যাতে এমন রাগের উপর ভিত করে আরো অনেক অনেক গান শুনতে পাই ❤️❤️❤️❤️❤️❤️
আমি তখন স্কুলে পড়ি।।।।সৌম্যজিৎ দাদা কে ডিডি বাংলা র এক অনুষ্ঠানে দেখেছিলাম। ।।সম্ভবত গান শুধু গান। ।।তবে থেকে তোমার ভক্ত। ।।। একটি বিশেষ অনুরোধ করছি আজকের গাওয়া নজরুল সাহেব এর এই গানগুলি সম্পূর্ণ অংশ যদি গাইতে খুব ভাল লাগত।।।। প্রসঙ্গত জানাই আমার ছোটবেলাটা নজরুল ইসলাম এর স্মৃতি বিজড়িত স্কুল সিয়ারশোল রাজ হাই স্কুল এ কাটাতে পেয়েছি।।।।তাই নজরুল সাহেব মনের বড় কাছের। ।।আর তোমার কণ্ঠে তাঁর গান মন কে বড় প্রশান্তি দেয়।।।। আমার মত এই ছোট্ট ভক্ত এর অনুরোধ টা একটু ভেবে দেখবে।।। নজরুল সাহেব এর গান সেভাবে গাওয়া হয় না তো ,তাই এই অনুরোধ রাখলাম। ।।
কির্তন ও দেশের সুন্দরতম গান একজন মানুষ ছাড়া পেতাম না, শ্রেষ্ঠতম কবিতা মানুষ, পাপ,। আমার নোবেল প্রাপ্ত কবি কাজি নজরুল ইসলাম, পূর্বে যদি না উঠিত রবি, আমি হতাম বিশ্ব কবি,। Iove him,
Nazrul is the gem who still is undiscovered from many perspectives. Nazrul has the presence in the form of the kuhelika, sometimes agnibina, or bidrohi or sometimes even "premer papiya" around us. Now tell me, on this vast earth, how many poets do have such charisma like Nazrul? You'll find fewest of greats who hv been like Nazrul. No one like Nazrul hv been amidst us for centuries, no one will be. Joy Nazrul, Nazrul Zindabad
আপনাদের রবীন্দ্র ও নজরুলের রাগাশ্রয়ী গানের উপর রাগরূপ ও সেই গানের উপস্থাপনা এক কথায় অনবদ্য সেই সঙ্গে অনুরোধ রইলো আমাদের গর্বের দ্বিজেন্দ্র,অতুল ও রজনীকান্তের গান নিয়ে অনুরূপ উপস্থানা করার ।
অপূর্ব পরিবেশনা সৌরেন্দ্র ও সৌম্যজিৎ! অভিনন্দন। শুধু শুরুতেই 'নজরুল সাহেব' কথাটা খট করে কানে লাগল। উনি নিজে এই সম্বোধনটা কতটা পছন্দ করতেন নিশ্চিত নই ...
আহা নজরুল! কিছু মুহূর্ত থাকেনা, যা কখনো বলে কিংবা লিখে প্রকাশ করা যায়না এখন ঠিক তেমনই বোধ করছি! রাগস্রষ্টার রাগ সঙ্গীতের এমন একটি সন্নিবেশিত রূপ দেবার জন্য তোমাদের কাছে আমার আভূমিনত প্রণাম দাদা!🙏🏻🥰
Nice compilation. Thank you for sharing. 'smashaane jaagichhe shyama' has such a prominent usage of Pancham. The raag mentioned ought to have been Kaushi / Kaushi Kanhra
অপূর্ব!...ছোটবেলা মনে পড়ে গেল। বাবা তাঁর জীবনের শেষ সময়ে প্রায় অন্ধ অবস্থায় এই গানগুলি গাইতেন বিশেষত লোডশেডিং হলে। খুব ভালো থাকবেন আপনারা। 🥰🥰🥰
আপনাদের কাছে দু'কলি গান শুনে মন ভরে না... হৃদয়স্পর্শী প্রত্যেকটি গান যদি পুরোটা করে শুনতে পারতাম, তবে আমার খুব ভালো লাগতো। আমি আপনাদের গুণমুগ্ধ শ্রোতা... ভালো থাকবেন 🙏
আরো বড় পরিসরে কাজী নজরুল ইসলামের গান শুনতে চাই 🙏🙏🙏🙏
খুব সুন্দর হয়েছে। ইতিমধ্যে প্রচুর শেয়ার করলাম। হিন্দী গানের ওপর, বিশেষত হিন্দী সিনেমায়, নজরুলের রাগাশ্রয়ী গানের সমান্তরাল প্রভাব নিয়ে একটি প্রোগ্রাম চাই। যেমন রবীন্দ্রগান নিয়ে আপনারা ইতিমধ্যেই করেছেন।
মসৌরীতে বসে কাজী সাহেবের গান, পরিবেশটা যে কি ভালো ভাবলেই শিহরণ লাগছে,দারুন👌👌👌👌👌👌 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
"নয়ন ভরা জল, আঁচল ভরা ফুল " দিয়ে "কবি নজরুল " কে প্রণাম জানাই 🙏🙏আপনারা অতুলনীয় সংগীত পরিবেশন করেছেন। তবে আমার সৌভাগ্য যে কবিকে আমি চাক্ষুষ দেখেছি। তখন আমি খুব ছোট। ভালো থাকবেন।
এই ধরণের ভিডিওগুলো খুব ভাল লাগে।
মেঘমেদুর বরষায় কি মাল্লার রাগের কিছু আছে?
Didi apni bhagyoboti. 🙏
Apnar dekha hoar story jantey chai....jodi shomoye hoye ekdin janaben....
@@azizunnaharshariff3177 ভাই তখন আমি "বেথুন স্কুলে " পড়ি।Class.5.।থাকি"টালায়"। কবির শরীর তখন ভাল ছিল না। চুপচাপ জানলার ধারে বসে থাকতেন। আমার পিশতুতো দাদা আমাকে দেখিয়েছিল কবিকে। বড় বড় চোখ, এক মাথা চুল অবশ্য সামনে টাক আর ফ্যাল ফ্যালে দৃষ্টি তে তাকানো। আমি কবিকে হাত জোড় করে প্রণাম করেছিলাম। কবি একটু হাঁসলেন। ওটাই আমার পরম সৌভাগ্য । সাল ১৯৫৯। এখন আমার বয়স ৭২। ভালো থাকবেন ভাই 💗🧡
অসাধারণ স্মরন কাজী সাহেব
কে.....সম্পূৰ্ণ গান না শুনলে অধরা থেকে যায় সৃষ্টি....... এই গান গুলোই সম্পূর্ণ শোনার ইচ্ছে রোইলো...... ভাল থাকবেন আপনারা...
অনেক তপস্যার পরে হয়তো এত সুন্দর গান গাওয়া যায়... ঈশ্বর অনেক যত্ন নিয়ে আপনার কণ্ঠে সুর ঢেলেছেন। অসাধারণ ...যতই বলবো ততই কম হবে । আপনার কণ্ঠে গান শুনলে সত্যিই অদ্ভুত শান্তি পাই। ভালো থাকবেন আপনারা...😊
অনেকদিন আগে ঋতুপর্ণ ঘোষ কে নিয়ে অনুষ্ঠান টি প্রথম মন কেড়েছিল আপনাদের ।31st May আসছে ,আজ ন'বছর উনি নেই।আপনাদের কাছে একটা স্মরণ আশা করছি।
নিশ্চয়ই হবে❤️
খুব ভালো লাগলো। জয় জয়ন্তী টা পুরো শুনতে পেলে ভালো লাগতো।
Aj may 31
আহারে। চোখ বুঁজে শুনছি আর একটা স্বর্গীয় তৃপ্তি লাভ করছি।🇧🇩
অসাধারণ চেষ্টা
0:21 RAAG PILU
1:08 RAAG TILANG
1:49 RAAG MAAND
2:24 RAAG MALKOSH
3:07 RAAG HAMEER
3:45 RAAG AHIR BHAIRAV
4:20 TILAK KAMOD
4:56 RAAG JAIJAINTI
5:42 RAAG CHAYANOIT
6:17 Conclusion
gan gular naam dite parben.... specially ei gaanta... PHUL GELE KATA KENO JAY NA
কাজী নজরুল ইসলাম এর শ্যামাসংগীত কয়েকটা নিয়ে একটা পরিবেশনা শুনতে চাই।
সৌম্যজিত স্যার এর কন্ঠের স্নিগ্ধতা টা... অন্য কারোর কন্ঠে পাওয়া দুর্লভ।।🥺🥺😭😭😭😭
কবির জন্মদিনে এই অপূর্ব রাগাশ্রয়ী সংগীতাঞ্জলী মন ভরে দিল !🙏💐💐👌👌
অপূর্ব, খুব ভালো থেকো,,তোমাদের জন্যে শুভ কামনা রইল
এক দুই লাইন শুনে মন ভরছে না।প্রতিট গান এতো সুন্দর। আপনাদের কাছে অনুরোধ রইলো নজরুল গীতি শোনার।
ভালো থাকবেন।
আহা এমন কবি নজরুলের শ্রদ্ধাঞ্জলী মন ছুঁয়ে গেল 🙏🙏🙏
আপনার কন্ঠে নজরুলগীতি শুনে মনে হচ্ছে কাজী সাহেব আপনার কন্ঠের জন্য রচনা করেছিলেন। ❤🎉❤
There is hardly any source where we can find the ragas behind these songs. This whole project, not just these nazrul geeti, is priceless.
That is a strange statement, if you know Hindustani classical, the raagas behing these are no brainers.
অসাধারণ হয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিনেও একটা এরকম গানের মালা সাজিয়ে দিলে বেশ ভালো লাগবে।
😂😂😂😂
@@ক্ষণিকাশুধুকবিতারজন্য আপনার একটা রোগ আছে ডাক্তার দেখান
আপনাদের গান মনোযোগ দিয়ে শুনি ও সবাইকে শোনাই.... এই video টিতে আপনারা 'মালকোষ' রাগ বলে "শ্মশানে জাগিছে শ্যামা" গানটি গাইলেন.... কিন্তু নজরুল ইসলামের বইতে এই গানটি 'কৌশি কানাড়া ' লেখা আছে। একটু দেখতে অনুরোধ করছি।
গানটি মালকোষ রাগে আধারিত নয়
এটা কৌশী কানাড়া।
আপনাদের অনেক ধন্যবাদ... 😊
This is not Malkauns . This song is based on Kausi Kanada.
@@narayantatachari4516 thanks a lot
ইউটিউবে আপনাদের খুঁজে পেয়েছি, এটা আমার ভাগ্য। মুগ্ধ হয়ে শুনি। কখনো নিরাশ হই না
কাজী নজরুল ইসলামের লেখা ও তাঁর সৃষ্ট কালোজয়ী সুর মিলিয়ে নজরুল সংগীত,আর এই সংগীত ভান্ডার থেকে দারুন রেওয়াজি কন্ঠে কিছু আস্থায়ী শুনে চমৎকৃত হোলাম,ধন্যবাদ।
Our beloved respected multi-talented bengali, beyond boundaries... A multi-talented person like Kaji saheb is / was/ will be rare.
Gaan apnader dhamani te mishe gechhe, sab rakamer gaan eto perfect gaoa, ma saraswati r ashirbaad... Khub bhalo thakun apnara.
অতৃপ্তি থেকে যায় । সম্পূর্ণ গান শোনার অপেক্ষায় থাকি।
অপূর্ব! আর একটু descriptive করা যায় না! আবেদন রইলো। নজরুলের গীত আমাদের প্রাণের পুষ্টি দেয়, দৈব উপহার আমাদের জন্য। আপনারা দুজন খুব সুন্দর!
আমাদের আর এক প্রাণের বন্ধু রবীন্দ্রনাথকে নিয়েও হোকনা! কৃতজ্ঞতা আর শুভ কামনা। 💚🧡
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
কি লেখব
কি চাইব
না চাইতেই যখন এতো পাই
তখন আর চাওয়ার তেমন কিছু থাকে না
তবে দাদা এই আশা করব যাতে এমন রাগের উপর ভিত করে আরো অনেক অনেক গান শুনতে পাই
❤️❤️❤️❤️❤️❤️
দারুন গেয়েছেন দাদা। আমার শোনা সেরা কন্ঠে নজরুল গীতি। বিশেষভাবে অনুরোধ করছি। আরো বড় পরিসরে কাজী নজরুল ইসলামের গান একটা প্লেলিস্ট তৈরি করুন।
Asadharan. Mon bhore gyalo. Subho Nazrul jayanti. Tomra bhalo theko.
একটা নজরুলগীতির এলবাম আশা করছি স্যার...❤
খুব সুন্দর লাগল নজরুল গীতি মন টা ভাল হয়ে গেল ❤❤👌
খুব ভালো লাগলো।"সুরে ও বাণীর মালা"__ও " আজ ও কাঁদে " গান দুটো যদি পুরো শুনতে পেতাম !
এই হলো, অনেকের মধ্যে এক আমাদের জাতীয় কবি নজরুল।
খুব ভালো লাগলো আপনাদের এই উপস্থাপনায, অপেক্ষা য় র ই লাম এই রকম রাগাশ্রয়ি গান শোনার জন্য 🙏🙏
নজরুলের সঙ্গীত পরিক্রমণ সুন্দর।
আহা হা ফুল গেলে কাঁটা কেনো যায় না। অপূর্ব পরিবেশন।
খুবই ভালো লাগলো এই রাগ প্রধান গানের অনুষ্ঠান । শুভেচ্ছা - শুভকামনা আর অভিনন্দন।
সব গানগুলো ই সম্পূর্ণ শুনতে চাই । এটা আমাদের আবদার
Amar o ek e motamot
বিদ্রোহী কবি কে সম্মান জানানোর অনবদ্য প্রয়াস......অসাধারণ
আমি তখন স্কুলে পড়ি।।।।সৌম্যজিৎ দাদা কে ডিডি বাংলা র এক অনুষ্ঠানে দেখেছিলাম। ।।সম্ভবত গান শুধু গান। ।।তবে থেকে তোমার ভক্ত। ।।।
একটি বিশেষ অনুরোধ করছি আজকের গাওয়া নজরুল সাহেব এর এই গানগুলি সম্পূর্ণ অংশ যদি গাইতে খুব ভাল লাগত।।।।
প্রসঙ্গত জানাই আমার ছোটবেলাটা নজরুল ইসলাম এর স্মৃতি বিজড়িত স্কুল সিয়ারশোল রাজ হাই স্কুল এ কাটাতে পেয়েছি।।।।তাই নজরুল সাহেব মনের বড় কাছের। ।।আর তোমার কণ্ঠে তাঁর গান মন কে বড় প্রশান্তি দেয়।।।।
আমার মত এই ছোট্ট ভক্ত এর অনুরোধ টা একটু ভেবে দেখবে।।।
নজরুল সাহেব এর গান সেভাবে গাওয়া হয় না তো ,তাই এই অনুরোধ রাখলাম। ।।
অসাধারণ লাগলো।নজরুল গীতি খুব খুব প্রিয়। মনে ভরলো না আরো চাই।
মুগ্ধ হয়ে শুধু শুনছি... কি অসাধারণ স্বর,কি অসাধারণ কথা❤️❤️❤️
কির্তন ও দেশের সুন্দরতম গান একজন মানুষ ছাড়া পেতাম না, শ্রেষ্ঠতম কবিতা মানুষ, পাপ,। আমার নোবেল প্রাপ্ত কবি কাজি নজরুল ইসলাম, পূর্বে যদি না উঠিত রবি, আমি হতাম বিশ্ব কবি,। Iove him,
ভীষণ ভালো গেয়েছেন অনেক শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।।।
This is Beautiful music and song dadavai..... Happy Nazrul jayanti in advance dadavai...... Tomra Khub Bhalo theko dadavai..... 🙏🙏🙏🙏🙏🎵🎵🎵🎵🎵
আহা কত সুন্দর পরিবেশন....রবীন্দ্র জয়ন্তীর শ্রদ্ধাঞ্জলির মতই অসাধারণ লাগল 🙏🙏💐💐
এই presentation টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম...অসাধারণ লাগলো দাদা...ধন্যবাদ আপনাদের..আপনারা ভালো থাকবেন...
পাহাড়ি পরিবেশে নজরুল স্মরণ...মনকেমন হয়ে গেল ভাললাগায় 🙏
কাজী সাহেব আমার রন্ধ্রে ছড়িয়ে আছেন 💕🙏
Quazi Nazrul Islam was way ahead of his time, a timeless Maestro.....
খুব ভালো লাগল আর একটা ইমন রাগের উপর অনেক গুলো গান সেটাও খুব ভালো লেগেছে, আর শুনতে চাই
গানগুলো,আলাদা আলাদা ভাবে পুরোটাই
শুনতে চাই।এতটুকুতে মন ভরেনা।
বাংলা গান বাংলার গান প্রানের গান। আরও অনেক নজরুল গীতি চাই। অনেক ভালো লেগেছে
Apnader 2 jon k daykhar khub ichaa roilo dada ami Goutam from Howrah
Aha apurbo gaan apurbo poribeshona mugdho holam 👌👌👌❤️
Nazrul is the gem who still is undiscovered from many perspectives. Nazrul has the presence in the form of the kuhelika, sometimes agnibina, or bidrohi or sometimes even "premer papiya" around us. Now tell me, on this vast earth, how many poets do have such charisma like Nazrul? You'll find fewest of greats who hv been like Nazrul. No one like Nazrul hv been amidst us for centuries, no one will be. Joy Nazrul, Nazrul Zindabad
Khub bhalo laglo nAzrul er erokom Haan upohar Dewar Jonny puloma
পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে... 💓
Osadharan laglo kazi saheb er prati apnader ei tribute
Tomra amaderke obhibhuto korey diyechho. Amra Kolkata ey 5 years chhilam. Koto memories.... ❤
সুরে ও বাণীর মালা, অরুণ কান্তি, মেঘ মেদুর বরষা এই তিনটি গানের special request roilo...... full rendition
I always keep saying that you both complement each other so beautifully that it seems a whole orchestra is there behind. Wonderfully done!!
আপনাদের রবীন্দ্র ও নজরুলের রাগাশ্রয়ী গানের উপর রাগরূপ ও সেই গানের উপস্থাপনা এক কথায় অনবদ্য সেই সঙ্গে অনুরোধ রইলো আমাদের গর্বের দ্বিজেন্দ্র,অতুল ও রজনীকান্তের গান নিয়ে অনুরূপ উপস্থানা করার ।
প্রতিটি গান মন ছুঁয়ে যায়। তবে পুরো গান শুনতে পারলে ভালো হোতো।
Excellent Programme. Beautiful songs.
Remarkable voice and music.
My Tribute to Kaji Nazrul Islam.
Thank you so much.
Many Thanks to TH-cam.
দারুন । তোমার গানের এই ব্যকরণের পাঠশালা আসল গান কে হার মানায়। শশ্মানে জাগিছে শ্যামা এটার একটা সোলো চাই।
Konta chere konta sunbo❤
Mind-blowing Presentation.
Outstanding Singing.
Aritra Das. X- Administrative Officer. India. Kolkata.
Sarmistha Das. ThankYou 🎉🎉
Apnara oshadharon abong apnader janai standing ovation!
অনেক অনেক সুন্দর শুভেচ্ছা ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন ভালোবাসা গ্রহণ করিবেন। আমিও কিছু রাগাশীরি গান পছন্দ করি ।
Swear to god, onekdin pore erom shanti pelam. Aro najrul geeti chai...
Tomader jugalbandi mon khushite bharie dilo.
Ki modhur moto mishti. Pronam neben apnara dujon amar.
এতো মিষ্টি কন্ঠস্বর আপনার।মন ভরে গেল। অনেক ভালোবাসা আর শ্রদ্ধা রইল,বাংলাদেশ থেকে।
মনটা ভরে গেল... আহা...
অপূর্ব সুন্দর! সব গুলো সম্পূর্ণ গান শুনতে চাই আপনাদের কাছে🙏
Atuku sune Mon vorlo Na ❤️❤️
Mon ta vore gelo 🥰🥰🥰🙏🙏🙏 .... gangulo purota sunte Pele valo lagto
আপনাদের কণ্ঠে সম্পূর্ণ নজরুল গীতি শোনার অনুরোধ রইল, এই সকল অবিনশ্বর সৃষ্টি সত্যি এক দু লাইনে মর্যাদা পায়না
অপূর্ব পরিবেশনা সৌরেন্দ্র ও সৌম্যজিৎ! অভিনন্দন। শুধু শুরুতেই 'নজরুল সাহেব' কথাটা খট করে কানে লাগল। উনি নিজে এই সম্বোধনটা কতটা পছন্দ করতেন নিশ্চিত নই ...
আমিও পিছনে টেনে শুনেছি..
অপূর্ব দারুণ ভীষণ সুন্দর.....
Apnara otulonio, apnader onek onek pronam 🙏❤ sangeet er proti amar pochondo ta apnara palte diyechhen...
প্রশান্তি অনুভূত হলো।। ভালো থাকবেন আপনারা ❤️❤️
Bheeshon bhalo laglo, thakurer ichhe hole konodin apnader shonge shakkhat hobe...oshesh dhonnobad
আরও শুনতে চাই। ভীষন ভালো লাগলো।
আহা আহারে কি অপূর্ব সুন্দর গান মন ভরে যায়।
আহা নজরুল! কিছু মুহূর্ত থাকেনা, যা কখনো বলে কিংবা লিখে প্রকাশ করা যায়না এখন ঠিক তেমনই বোধ করছি! রাগস্রষ্টার রাগ সঙ্গীতের এমন একটি সন্নিবেশিত রূপ দেবার জন্য তোমাদের কাছে আমার আভূমিনত প্রণাম দাদা!🙏🏻🥰
Apurbo apner gan Nazrul giti amar mon chuye gelo.👌
Nazrul Sangeet is always special ❤
apnar konthe ''shure o banir mala diye tumi ''' shompurno gan ti emon same musical arrangement ei shunte chai vishon vabe 😍😍😍
মসৌরীতে অনবদ্য সঙ্গীত চর্চা ...... সাম্য, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসা !!🙏🏻🌹💞🙏🏻🌹💞🙏🏻🌹💞🙏🏻
Apurbo 🙏, kintu Dada ami jantam Soshane jagiche shyama maa raag Kaushi, ar Uchatana mono gore royena holo raag Khamaj. Aktu ei query gulo clear koren bhalo hoto.
আহা! মন ভরে গেল।
Nice compilation. Thank you for sharing.
'smashaane jaagichhe shyama' has such a prominent usage of Pancham.
The raag mentioned ought to have been Kaushi / Kaushi Kanhra
Prodin er shurur energypack hoye geche jeno ei medley ta ❤❤❤❤❤
অসম্ভব মনোমুগ্ধকর কণ্ঠ৷
Khub valo lagche Dada.. sokal ta valo Hoya glo.
Aha Aha mon bhore gelo.
Osadharan,sob somoy nobin👌👌👌
khub khub khub sundor bhai, aro chai aro aro aro chai erokom , khub bhalo kaaj korcho bhai 🙏