স্যার উইলিয়ম জোনস্। William Jones | পাশ্চাত্য ভাষাতাত্ত্বিক । তুলনামূলক ভাষাবিজ্ঞান জনক |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • William Jones, উইলিয়ম জোনস্-কে কেন আধুনিক তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চার জনক বলা হয়? #bengali #vasatatta #grammar #bengaligrammar #wbchse #mcq #biography #history #historyofindia
    পাশ্চাত্য ভাষাতাত্ত্বিক :
    স্যার উইলিয়ম জোনস্ (১৭৪৬-১৭৯৪)
    বিভিন্ন পাশ্চাত্য ও প্রাচ্য ভাষার পণ্ডিত স্যার উইলিয়ম জোনস্। এদেশে তিনি বিশিষ্ট আইনজ্ঞরূপে এবং কলকাতা সুপ্রীম কোর্টের বিচারপতি হিসেবে পরিচিত। আবার তিনি সংস্কৃত, গ্রীক ও লাতিন ভাষার তুলনামূলক বিচার, অনুসন্ধানও করেন। এশিয়াটিক সোসাইটির পত্তন কাল থেকেই তাঁর সম্পর্ক সোসাইটির সঙ্গে জড়িয়ে যায়। এখানেই তিনি সংস্কৃত ভাষার সঙ্গে ইউরোপীয় ও ইরানীয় ভাষাগুলোর এক বংশোদ্ভূতহবার সম্ভাবনার কথা উল্লেখ করেন। এরই সূত্র ধরে পাশ্চাত্য তুলনামূলক ভাষাতত্ত্ব আলোচনার গোড়াপত্তন হয়। পরবর্তী কালে ভারতবর্ষের বিভিন্ন ভাষা অবলম্বন করে বহু পশ্চিমী ভাষাবিজ্ঞানী ভাষাতত্ত্ব চর্চার ক্ষেত্রে স্ব-স্ব অবদান রেখে গেছেন। বিশেষভাবে উল্লেখ্য জন বীমস্ প্রমুখ। বীমস্ সরাসরি বাংলা ভাষা ও বাংলা ব্যাকরণ চর্চায় মনোনিবেশ করেছিলেন। এক কথায় উইলিয়ম জোনসের প্রদর্শিত পথে প্রাচ্যে ও পাশ্চাত্যে তুলনামূলক ভাষাতত্ত্ব চর্চার বিচার-পরীক্ষা-নিরীক্ষার অগ্রগতি দেখা যায়। যার ফলে ঊনবিংশ শতাব্দীতে ভাষাবিজ্ঞানের চর্চার ক্ষেত্রে নবযুগের সূত্রপাত ঘটে। বস্তুত এ কারণেই উইলিয়ম জোনস্-কে আধুনিক তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চার জনক বলা হয়।

ความคิดเห็น •