"এ শহরে আমার কোনো বন্ধু নেই"• আবৃত্তি- আসাদুজ্জামান মানিক • Asadujjaman Manik

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 507

  • @TayefAlHujayfa
    @TayefAlHujayfa 8 หลายเดือนก่อน +7

    অসাধারণ উক্তি....😊এই শহরে আমার কোন বন্ধু নেই! অবশ্য এ নিয়ে আমার কোন আক্ষেপ, অনুযোগ,উৎকন্ঠা নেই...........।

    • @MostafaKamal-l4v
      @MostafaKamal-l4v 7 หลายเดือนก่อน +1

      হুম সত্যিই💝

  • @Abuhasan0fr
    @Abuhasan0fr 11 หลายเดือนก่อน +21

    যেন মনে হচ্ছে প্রতিটি কথা আমাকে নিয়ে লেখা কেন এতদিন মিস করলাম এত সুন্দর কবিতাটা ❤❤😢

    • @imasadujjaman
      @imasadujjaman  11 หลายเดือนก่อน +4

      আমাদের সাথে থাকুন আপনাদের এ কথাগুলোই আমাদের অনুপ্রেরণা।

  • @badboyriyaz967
    @badboyriyaz967 4 หลายเดือนก่อน +8

    এ শহরে আমার কোনো বন্ধু নেই!
    অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই।
    বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি, তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের।
    কেবল একরাশ ক্লান্তির!
    এ শহরে ক্লান্তি মুছবার মত আমার কোনো গামছা
    নেই।
    আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি।
    এ শহরে আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই।
    এ শহরে প্রত্যেকের মন একেকটা সাদা থান পরে আছে।
    বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত। এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা। আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে। যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত, হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মত অসহ্য জীপন যাপন,
    সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব?
    শীঘ্রই ছেড়ে যাব এ শহর।
    দূরে, অন্য কোনো শহরে গড়ব বসতি, তবে অত তাড়া নেই।
    ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম, তবু ভুল ট্রেনে চড়ব না।

  • @NusratJahan-wu5oy
    @NusratJahan-wu5oy ปีที่แล้ว +75

    বন্ধুত্ব কখনও হারায় না..
    হারিয়ে যায় সেই মানুষটি
    যে বন্ধুত্বের মূল্য দিতে পারেনা😢

    • @mdasaduzzamanasad7380
      @mdasaduzzamanasad7380 ปีที่แล้ว +1

      Rights

    • @SleepyClipperButterfly-hc3gl
      @SleepyClipperButterfly-hc3gl 7 หลายเดือนก่อน

      Be careful to judge your friends

    • @NusratJahan-wu5oy
      @NusratJahan-wu5oy 7 หลายเดือนก่อน +3

      @@SleepyClipperButterfly-hc3gl I am not judging them, I am bearing the pains they have given me. I have made mistaken choosing friends in my life. You wouldn't understand that if you weren't in my place

    • @mdthsagor4952
      @mdthsagor4952 7 หลายเดือนก่อน

      Us🤙​@@NusratJahan-wu5oy

    • @KobitarMela-
      @KobitarMela- 4 หลายเดือนก่อน

      🌹🌹🌹❤❤❤👍👍👍🙏🙏🙏

  • @mdjulfikar8208
    @mdjulfikar8208 8 หลายเดือนก่อน +9

    ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম তবুও ভুল ট্রেনে চরবো না
    আহা কি লাইন

  • @Imam629
    @Imam629 9 หลายเดือนก่อน +290

    যতটা লাইক দিবেন ততবার কবিতাটা শুনে যাব

    • @ashadulalam7199
      @ashadulalam7199 6 หลายเดือนก่อน +4

      Now 10k,aab suno😊

    • @milan9955-rbc
      @milan9955-rbc 5 หลายเดือนก่อน +1

      Aso aktu sune jaw 😊

    • @tanvirhosanrana9153
      @tanvirhosanrana9153 5 หลายเดือนก่อน

      ​@@ashadulalam7199😊😊😊😅😊😅😊😊😅😊😅😊😅😊😊😅😊😅😊😊😅😊😅😊😊😊😅😊😅😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😅😊😊😊😅😊😊😊😊😅😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😅😊😅😊😅😊😅😊😊😅😊😊😅😊😊😊😊😊😊😊😅😊😊😅😊😅😊😊😊😅😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😅😊😊😊😊😊😅😊😅😊😊😊😅😊😅😊😅😊😊😅😊😅😊😊😅😊😅😊😅😊😊😊

    • @shahinalomcu
      @shahinalomcu 4 หลายเดือนก่อน

      Aso

    • @jakirahmedofficial1888
      @jakirahmedofficial1888 4 หลายเดือนก่อน +2

      amra bissas korbo ki kore tumi abar jodi comment koro taile tikace

  • @AbidAyan-ls5iu
    @AbidAyan-ls5iu ปีที่แล้ว +71

    নিশ্চয়ই শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন! আল্লাহ এই জুম্মার দিনের উছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিন। __আমিনরাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আমার ওপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ কর। কারণ আমার উম্মতের দরুন জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সে ব্যক্তি কেয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। __(সহি আত-তারগিব ১৬৭৩)

    • @abdulshek7163
      @abdulshek7163 ปีที่แล้ว +1

      হাদিসটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

    • @Straight_spine-ok
      @Straight_spine-ok หลายเดือนก่อน

      ভাই তুই কি পাগলা আছিস?? কোথায় কি বলতে হয় এখনো শিখলিনা

    • @kamrulhasan5172
      @kamrulhasan5172 4 วันที่ผ่านมา

      Chagu khothakar

  • @NilimaRahman-w5e
    @NilimaRahman-w5e 9 หลายเดือนก่อน +6

    same ami o amar kuno bondu nei একাকিত্ব থাকাই ভালো। because I'm not alon because may Allah always with me❤ হাসবুন আল্লাহ ওয়া'লিমান ওয়াকিল❤❤

  • @ismots_creation
    @ismots_creation หลายเดือนก่อน +4

    কবিতা আমার কাছে আবেগ, অনেকেই কবিতা বুঝতে পারে না কেন বুঝতে পারে না আমি বুঝি না, মনের কথা গুলো খুব অবলীলায় কবিতায় বলা যায়,,,, আমার কাছে যারা কবিতার ভাষা বুঝতে পারেন তারা সুন্দর মনের মানুষ হন,,,, ঠিক কবিতার মতো

    • @imasadujjaman
      @imasadujjaman  หลายเดือนก่อน +1

      ভালোবাসা জানবেন।

  • @mursalinsaikh7145
    @mursalinsaikh7145 ปีที่แล้ว +6

    একবার নয় দুবার নয় ৫ বার শুনলাম..... অসাধারণ লাগলো, কবিতার প্রত্যেকটা কথা মন ছুয়ে গেল।
    ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম,
    তবু ভুল ট্রেনে চড়ব না।
    এই লাইনটা যেন কিছু শিখিয়ে গেল, বলে গেল।❤❤❤

  • @shuvranaskar2776
    @shuvranaskar2776 ปีที่แล้ว +11

    ভগবান একদিন সবার মনের কষ্ট দুর করবে। ভগবানের উপর বিশ্বাস রাখ । ❤❤❤

    • @mdnurulalamsabrina7789
      @mdnurulalamsabrina7789 ปีที่แล้ว

      ভগবানের উপর বিশ্বাস রাখো বুঝলাম না রে ভাই. আপনারা তো ভগবান নিজের হাতে বানান. আবার নিজের হাতেই ভেঙে ফেলেন. . আর কি বলবো লজ্জা ময় বিষয়.

  • @jahidhasan7234
    @jahidhasan7234 ปีที่แล้ว +26

    কবিতা নয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে এভাবেই চলে আমাদের জীবন যুদ্ধ। 😢😢

  • @mdalomgirsarker3143
    @mdalomgirsarker3143 6 หลายเดือนก่อน +3

    আলহামদুলিল্লাহ
    শীঘ্রই ছেড়ে যাব এই শহর এবং শহরের এসে পরিচিত হওয়া মানুষগুলোকে। আবার কোথাও গিয়ে নতুনভাবে কিছু মানুষের সাথে পরিচিত হব.....

  • @cirokut_kabbovasa_hasansardar
    @cirokut_kabbovasa_hasansardar 2 หลายเดือนก่อน +7

    এত সুন্দর ভাবে কবিতা আবৃতি শুনতে বড়োই দারুণ লাগে।
    ১৭-০৯-২৪ এ স্মৃতি রেখে গেলাম।

  • @zahidulisalmzahidZk
    @zahidulisalmzahidZk 7 หลายเดือนก่อน +4

    অসাধারণ কবিতা,,, প্রতিটা লাইন মন ছুয়ে গেলো আমার,,কি অসাধারণ আবৃত্তি,, ৭বার শুনলাম,ডাইরিতে ও লিখে নিলাম,,,, তবে কেন যেন আপনার সুরের সাথে সুর মিলিয়ে বলতে ইচ্ছে করছে "এ শহরে আমার কোনো বন্ধু নেই "

  • @runu7558
    @runu7558 7 หลายเดือนก่อน +2

    যেমন কবিতার লিরিক্স তেমনি অসাধারন আবৃত্তি ।আর ব্যাকগ্রাউন্ড মিউজিক টা দূর্দান্ত আনমনে হওয়ার মতো

  • @MdZia-mu8em
    @MdZia-mu8em ปีที่แล้ว +28

    কবিতা গুলো শুনতে থাকি তবুও ইচ্ছে করে সারা দিন এবং প্রতিদিন শুনতে থাকি আমার কোনো বন্ধু নেই কবিতা গুলো শুনতে কি যে ভালো লাগে

    • @ChaitaliBiswas-vw8rf
      @ChaitaliBiswas-vw8rf ปีที่แล้ว +2

      আপনার মতো গুণাগ্রাহী পাঠক পাওয়া সত্যিকারী গর্বের বিষয় যে,যথার্থ কাব্য-প্রেমিক।
      বাংলা ছন্দের কবিতার ভিডিও রয়েছে। চ্যানেলের নাম #মনোফোকাস অথবা #manofocus. প্রতিবাদী লেখা, ভিডিওগুলো কেমন, মূল্যবান পরামর্শে সমৃদ্ধ হতে চাই।

    • @RahatA.LUniverse
      @RahatA.LUniverse ปีที่แล้ว

      Dada amar channel o emon demands kore .. apni jehetu regular sonen amar ta sune bolen na.. kemon hocche

    • @durjoyde1521
      @durjoyde1521 ปีที่แล้ว +2

      আমারও কোনো বন্ধু নেই।আমি বর্ষীয়ান (৭০) এক মানব। একাকিত্বের
      ব্যাথা নিয়ে বেঁচে আছি আজ ও।

    • @mdmasumbillah5076
      @mdmasumbillah5076 ปีที่แล้ว +1

      চলে যাওয়া মানে প্রস্থান নয় | (কবিতা আবৃত্তি) | রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ |
      th-cam.com/video/2EWSst9aWEM/w-d-xo.htmlsi=5DZ4EmpegHgQdaFg

    • @rpl-sic-rabby-ctg
      @rpl-sic-rabby-ctg ปีที่แล้ว

      ​@@durjoyde1521আসসালামু আলাইকুম, ভালো আছেন?

  • @Qaf20136
    @Qaf20136 6 หลายเดือนก่อน +1

    আবার শুনতে চলে আসলাম। আহা..! কী অসাধারণ শব্দ-চয়ন🥰

  • @likhansc
    @likhansc 8 หลายเดือนก่อน

    এ শহরে আমার বন্ধু নেই, সত্যিই ভীষণ আক্ষেপ! বন্ধু খুব ভালো লাগলো।

  • @প্রফেসর_গোখরা
    @প্রফেসর_গোখরা หลายเดือนก่อน +1

    কলিজায় ধাক্কা দেয় প্রতিটি শব্দ।

  • @KobitarMela-
    @KobitarMela- 4 หลายเดือนก่อน +1

    অসাধারণ সুন্দর মিষ্টি মধুর কন্ঠে আবৃত্তি শুনলাম। প্রায় আসবো আবার এরকম মিষ্টি মধুর কবিতা আবৃত্তি শুনতে 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏

    • @imasadujjaman
      @imasadujjaman  3 หลายเดือนก่อน

      অবশ্যই, আপনাদের জন্যই আমাদের এই চেষ্টা।

  • @SAIFULISLAM29343
    @SAIFULISLAM29343 ปีที่แล้ว +30

    এই শহরে আমার কোন বন্ধু নেই!
    অবশ্য এই নিয়ে আমার কোন আক্ষেপ,অনুযোগ,উৎকন্ঠা নেই।
    বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাটি,
    তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের।
    তা কেবল একরাশ ক্লান্তির!😅🥺

  • @mdsumonhossain9880
    @mdsumonhossain9880 17 วันที่ผ่านมา +1

    আহা....মন ছুইয়ে গেল❤❤❤❤

  • @iqbalhnahid
    @iqbalhnahid ปีที่แล้ว +34

    এত সহজে মনে জন্ম নেওয়া হাজার কথার পাহাড় ভাঙ্গলেন যেন... ❤
    কবিতা সুন্দর
    সুন্দর আবৃত্তি
    প্রকাশ করতে থাকেন, আমরা শুনে যাই..! 🖤🎧

    • @imasadujjaman
      @imasadujjaman  ปีที่แล้ว +1

      ❤️❤️

    • @RahatA.LUniverse
      @RahatA.LUniverse ปีที่แล้ว

      Dada amar channel o emon demands kore .. apni jehetu regular sonen amar ta sune bolen na.. kemon hocche

  • @shilpadas1934
    @shilpadas1934 ปีที่แล้ว +4

    কয়েকটা কথা দিয়ে চরম বাস্তবতা কে তুলে ধরলেন 😊❤

  • @fahmidajamil4843
    @fahmidajamil4843 ปีที่แล้ว +2

    এই যন্ত্রণা বয়েই গুটি গুটি পায়ে এগিয়ে চলছি, মৃত্যুর দুয়ারে🥲🥲🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @m.d.hasanur2906
    @m.d.hasanur2906 4 หลายเดือนก่อน

    চোখ জল চলে এলো, অসাধারণ কবিতা ও আবৃত্তি 😢

  • @mdbayjid79
    @mdbayjid79 ปีที่แล้ว +8

    আমার ও বন্ধু ছিল আমিই শুধু বন্ধু ভাবতাম সে ভাবতো না, তার প্রয়োজন শেষে সে আমাকে আর মনে করে না😢

  • @mehedihasanroni1582
    @mehedihasanroni1582 ปีที่แล้ว +3

    অসাধারণ আবৃত্তি,, মন ছুঁয়ে যাওয়া প্রতিটি লাইন

  • @KHShahriarTasin
    @KHShahriarTasin 5 หลายเดือนก่อน

    অসাধাধারণ উপস্থাপনা করেছেন।কবিতাটি যেন আমারই প্রতিচ্ছবি,তাইতো মনে ছন্দ খেলে উঠলো
    এ যেন আর কেউ নয় আমারই মধ্যে
    ছিল মধ্য তলে
    স্ব-প্রতিচ্ছবির নিদারুন এক ছলে-

    • @imasadujjaman
      @imasadujjaman  5 หลายเดือนก่อน +1

      এজন্য আমি বলি আমার আমিই সেরা☺️

  • @kajolhabib1364
    @kajolhabib1364 7 หลายเดือนก่อน +2

    অস্তিত্ব হারিয়ে ফেললাম শুনে

  • @motivationtalks1578
    @motivationtalks1578 4 หลายเดือนก่อน +1

    সেই একটা লাইনগুলা। আমি বর্তমানে শহরেই থাকি এবং একটা ফার্মেসীতে চাকরি করি

  • @gwum15211
    @gwum15211 6 หลายเดือนก่อน +1

    কবিতা নয়, যেন বাস্তবতার চিত্র ভেসে উঠেছে। ❤

  • @abdullahalmamun2452-n5h
    @abdullahalmamun2452-n5h 2 หลายเดือนก่อน

    এ রকম কবিতা শুনতে আমার অত্যন্ত ভাল লাগে ❤

  • @Nahidanihaa
    @Nahidanihaa 5 หลายเดือนก่อน +3

    ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায়
    একটা জন্ম,,
    তবু ভুল ট্রেনে চড়ব না,,🙂🙂

    • @imasadujjaman
      @imasadujjaman  5 หลายเดือนก่อน +1

      আপনার ঠিক ট্রেনের অপেক্ষায় আমরাও রইলাম।শুভকামনা আপনার জন্য।

  • @bedonartir
    @bedonartir 9 หลายเดือนก่อน

    শেষের লাইন তিনটে মন ছুঁয়ে গেল❤ শেষ ট্রেনে চড়ব.... ভুল ট্রেনে চড়বো না

  • @MdArefurRahman-fm7qg
    @MdArefurRahman-fm7qg 7 หลายเดือนก่อน

    চিৎকার করে কাঁদতে মন চাইছে এখন সেই অধিকারটুকু ও নেই।

  • @binodonmoja4209
    @binodonmoja4209 5 หลายเดือนก่อน

    আমার সত্যি কোন বন্ধু নেই।😢😢😢খুবই ভাল লেগেছে কবিতা টা। মুখস্থ করব

  • @tahchhinshafintanmay8656
    @tahchhinshafintanmay8656 ปีที่แล้ว +2

    Ma sha Allah... যেমন কথা, তেমন কণ্ঠ 🔥

    • @imasadujjaman
      @imasadujjaman  ปีที่แล้ว

      ভালোবাসা নিবেন।

  • @dinangkurmandal3793
    @dinangkurmandal3793 6 หลายเดือนก่อน +1

    Khub sundor ❤❤❤❤

  • @noyonblogs3611
    @noyonblogs3611 11 หลายเดือนก่อน +1

    যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত।
    হাড়ের সন্ধিতে জমাট বাধার মতো অসহ্য জীবনযাপন,
    সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারি করবো।
    শীঘ্রই ছেড়ে যাবো এই শহর।দূরে অন্য কোন শহরে গড়বো বসতি।তবে অত তাড়া নেই।
    ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম, তবুও আর ভুল ট্রেনে চড়ব না।

  • @anasristimithu8263
    @anasristimithu8263 2 หลายเดือนก่อน +1

    বন্ধু মানে সবসময় মনে মনে ভালো লাগার আবেশ দেয়।

    • @imasadujjaman
      @imasadujjaman  2 หลายเดือนก่อน +1

      যে বন্ধুরা সব সময় মনের গভিরেই থাকে।

  • @MostMoniraKhatun-
    @MostMoniraKhatun- ปีที่แล้ว +28

    সত্যি এই শহরে আমার আসল কোনো বন্ধু নেই।😊

  • @jrjrbondu1454
    @jrjrbondu1454 10 หลายเดือนก่อน

    সুন্দর ❤
    এই শহরে সবাই
    সবার আপন মনে ছুটছে
    থামছে না কেউ সময় নেই হাতে
    যেটুকু আছে তা কখনো কখনো
    নীল সাদার জগতেই কেটে যায়!
    আর একটু যদি থাকে
    তা নিজের মিছে অহমিকার জ্বালায়
    বোকার মতো জ্বালিয়ে দিচ্ছে
    তাতে করে নিজে ক্ষতিগ্রস্ত
    আর সম্পর্কগুলোও আর্থকোয়েক পরবর্তী ফাটলের মতোই বেদনাদায়ক 😢

  • @chyafrin
    @chyafrin หลายเดือนก่อน

    অদৃশ্য,, শূন্য তা, কথা বলে,
    তা, শুনতে পায় না কেউ, বাহির বলে,,যাবো কোথায়,,,,,
    বিতর বলে যাবো কোথায়,,,,,
    ঐ দুই দিক নিশান, হারিয়ে,,,,,
    শূন্যতাই মিশে যায়,,,,,

    • @imasadujjaman
      @imasadujjaman  หลายเดือนก่อน

      শূণ্যতার সগরে সবাই ভাসছে।

  • @KamrulhossainTahsan
    @KamrulhossainTahsan 7 วันที่ผ่านมา

    কবিতার প্রত্যেকটা লাইন যেন আমার জীবন 😢।

  • @shortfilm5746
    @shortfilm5746 5 หลายเดือนก่อน +1

    কত সুন্দর হয়েছে তা কি করে বোঝাই ❤❤❤

  • @fahmidajamil4843
    @fahmidajamil4843 ปีที่แล้ว

    আমার ভালোলাগা অনুভুতি র, অসাধারণ কন্ঠে সুন্দর প্রকাশ

  • @binodonmoja4209
    @binodonmoja4209 5 หลายเดือนก่อน

    খুবই ভাল লেগেছে ভাইয়া।অসাধারন আবৃত্তি

    • @imasadujjaman
      @imasadujjaman  5 หลายเดือนก่อน

      ভালোবাসা নেবেন💙💙

  • @ThePardesiShayar
    @ThePardesiShayar 7 หลายเดือนก่อน +1

    Onek shundor apnar voice❤❤❤❤

  • @alomkhan40156
    @alomkhan40156 ปีที่แล้ว

    শুনেই যাচ্ছি, তবুও বার বার শুনতে ইচ্ছে হয়। অসাধারণ আবৃ্তিশিল্পী

    • @imasadujjaman
      @imasadujjaman  ปีที่แล้ว

      ভালোবাসা নেবেন💙

  • @GaanKobitaGolpoKotha
    @GaanKobitaGolpoKotha 11 หลายเดือนก่อน

    অপূর্ব।মন ছুঁয়ে গেলো💖💖👌

  • @sweetyroyvoiceofheart
    @sweetyroyvoiceofheart ปีที่แล้ว +1

    Sotti e proti ta manush khub eka,khub klanto,bharakranto.

  • @ABDULMALEK-g4m
    @ABDULMALEK-g4m 5 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর❤

  • @jishangaming3035
    @jishangaming3035 5 หลายเดือนก่อน

    যতবার শুনি হৃদয় ছুঁয়ে যাই।❤

  • @TawsifSiam-pc4jt
    @TawsifSiam-pc4jt ปีที่แล้ว +1

    ভালো লাগলো জাজাকাল্লাহ খাইরান ❤❤

  • @mdnazmulshake9561
    @mdnazmulshake9561 9 หลายเดือนก่อน +1

    Osadaron ❤❤❤

  • @SRActiveVoiceNew02
    @SRActiveVoiceNew02 8 หลายเดือนก่อน

    Kotha gulo khub sotti !! মন ছোঁয়ার মত

    • @imasadujjaman
      @imasadujjaman  8 หลายเดือนก่อน +1

      সত্যিই এশহরে কারো কোনো বন্ধু থাকে না।

    • @Kazi_Nayem-Uddin-Sakib
      @Kazi_Nayem-Uddin-Sakib 8 หลายเดือนก่อน

      Bgm name please

  • @waseqsyed6605
    @waseqsyed6605 ปีที่แล้ว +1

    আমার জীবনের সেরা একটি কবিতা শুনলাম।

    • @imasadujjaman
      @imasadujjaman  ปีที่แล้ว

      ভালোবাসা নেবেন💙

  • @Dipabali23
    @Dipabali23 10 หลายเดือนก่อน

    চমৎকার আবৃত্তি নিয়মিত নতুন কিছু শোনতে চাই এবং আপনার নতুন বন্ধু হলাম

  • @HSC2024BATCH
    @HSC2024BATCH 6 หลายเดือนก่อน +1

    এই পৃথিবীটা আমার কাছে নরকের মতো কারণ এই খানে আমার কোন বলেন বন্ধু নেই😢

  • @choto4478
    @choto4478 6 หลายเดือนก่อน +2

    যার জীবনে কোনো বন্ধু নেই সেই বুঝে বন্ধুত্ত্বের আসল মর্ম 😅😅

  • @tamimdari6792
    @tamimdari6792 23 วันที่ผ่านมา

    Sundor❤

  • @kazireziasultanasiddiqui619
    @kazireziasultanasiddiqui619 ปีที่แล้ว

    আজ আমিিও একা বন্ধু....
    অতি সুন্দর হৃদয় স্পর্শ করে

  • @kobitainasima5547
    @kobitainasima5547 หลายเดือนก่อน

    অপূর্ব সুন্দর ♥️♥️

  • @thekarimlife6833
    @thekarimlife6833 วันที่ผ่านมา

    মনে হচ্ছে কবিতাটা আমার জীবনী নিয়ে লেখা, এতোটা ক্লান্তি কারো জীবনে না আসুক

  • @jebunnesamridha4007
    @jebunnesamridha4007 11 หลายเดือนก่อน

    চমৎকার এবং সত্যি কথা।

  • @MdjunaeidIslam-kg5jp
    @MdjunaeidIslam-kg5jp 5 หลายเดือนก่อน

    অনেক সুন্দর হয়েছে।

  • @sadiya53
    @sadiya53 ปีที่แล้ว +3

    হৃদয় ছুঁয়ে গেলো🥰

  • @HorshoPH
    @HorshoPH 7 หลายเดือนก่อน

    আমার আপন বলতে আমার ফ্রেন্ড শুধু।
    ও আমার আনন্দ,সুখ, শান্তি ।❤❤
    মনিরা

  • @asmakhatun8640
    @asmakhatun8640 9 หลายเดือนก่อน

    অনেক সুন্দর আবৃতি...

  • @mdshahidullah4694
    @mdshahidullah4694 4 หลายเดือนก่อน

    খুবই সুন্দর 😮❤

  • @InsaneAradrita
    @InsaneAradrita 2 หลายเดือนก่อน

    অসাধারণ ❤

  • @mdobaydullah-yw2rj
    @mdobaydullah-yw2rj 4 หลายเดือนก่อน

    কিছু দিনের বন্ধু গুলো আজ আর নেই ।।প্রতিটা কথা যেন হৃদয় কে নাড়া দেয়।।আজ বন্ধু বলতে আর কেউ নেই 😢😢

    • @imasadujjaman
      @imasadujjaman  3 หลายเดือนก่อน

      দিন শেষে কারো কোনো বন্ধু নেই।

  • @Ashikkhan-vf7tp
    @Ashikkhan-vf7tp 12 วันที่ผ่านมา

    শুনলেই শুনতে আরো মন চাই❤🎉

  • @fiabkhan7328
    @fiabkhan7328 11 หลายเดือนก่อน

    অনেক ধন্যবাদ এত সুন্দর কবিতা আবৃত্তির জন্য

  • @user-bichitraofficial
    @user-bichitraofficial ปีที่แล้ว

    অসাধারণ কবিতা। অসাধারণ আবৃত্তি। খুব ভালো লাগলো। আরও শোনার অপেক্ষায় রইলাম।❤🎉

  • @Kathanwesh
    @Kathanwesh 11 หลายเดือนก่อน

    Bahh khuub sundor

  • @skchanda2440
    @skchanda2440 หลายเดือนก่อน

    অপূর্ব 💔

  • @SOUNDOFMUSICOFFICIAL123
    @SOUNDOFMUSICOFFICIAL123 7 หลายเดือนก่อน +1

    অসাধারণ বলার আবেগ 🎉🎉🎉🎉

  • @IsratJahen-op3vl
    @IsratJahen-op3vl 10 หลายเดือนก่อน +2

    ভাবছি এইবার স্কুলে কবিতাটি দিব
    আমার কাছে কবিতাটি অসম্ভব ভালো লেগেছে 😄

    • @imasadujjaman
      @imasadujjaman  10 หลายเดือนก่อน

      ভালোবাসা ও শুভকামনা 🥰

  • @ToufikulIslam-m4l
    @ToufikulIslam-m4l 17 วันที่ผ่านมา

    এ শহরে আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই।
    এ শহরে প্রত্যেকের মন একেকটা সাদা থান পরে আছে।
    বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত।
    এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা।

  • @Tonmoy-es5fk
    @Tonmoy-es5fk 8 หลายเดือนก่อน

    ভুল ট্রেনে চরবো নাহ কথা টা ভালো ছিলো..!🙂🙂

  • @biplobahmed000
    @biplobahmed000 ปีที่แล้ว

    আহারে বন্ধু। আহা,ইশ, আল্লাহ

  • @anirudhbgm6871
    @anirudhbgm6871 9 หลายเดือนก่อน

    Sundor baia ❤️❤️

  • @mdsaniurrahmanmdsaniurrahm7212
    @mdsaniurrahmanmdsaniurrahm7212 7 หลายเดือนก่อน +1

    ভুলেও যদি জানতাম আমি,একদিন তুই
    এমন করে হয়ে যাবি চির জন্মের পর !!
    তবে কি আর এত মায়ার ঘর বানাইতা
    আমার এই বুকেরও ভেতর ।
    প্রিয় শান্তা ~~~
    তোমাকে ভেবে ভেবে আমি যে পরিমাণ কষ্ট পায়, একমাত্র আমি আর আল্লাহ ছাড়া কেউ বুঝে না,
    শান্তা তুমিও মানুষ আমিও মানুষ, অথচ আমার কত কষ্ট তোমার জন্য,
    আর তুমি সুন্দর করে, তোমার মতো তুমি আছ,
    তুমি সুখে থাক চিরকাল, দোয়া করি,
    হে আল্লাহ তুমি তাঁকে আমার কাছে পাঠিয়ে ছিলে, আবার তুমিই তাঁকে এমন পাষাণ করেছ,
    যে সে আমাকে ভুলেও মনে করে না, সে আমার দিকে তাকালেও আমাকে দেখে না,,
    জীবনে কখনও ভাবিনি তুমি এমন হবে শান্তা 💔
    আমি হলাম এমনি একজন হতভাগা যাকে ছেড়ে গিয়ে শান্তা রামিম কে ভালোবাসে,
    তুমি যদি আমাকে নাই ভালোবাসবে, আমাকে এতদূরে না নিলেই পারতা,
    কেন আমার সাথে এমন করলে,
    আমি ত তোমার কোনো ক্ষতি করি নাই,
    হে সৃষ্টিকর্তা মহান আল্লাহতালা দুনিয়াতে যা হয় সবকিছু তোমার হুকুমে,,
    আমার জীবনের সব কিছু তোমার দিকে তাকিয়ে মেনেছি।
    কষ্টটা বুকের ভিতর চাপা দিয়ে রাখতে পারি না , নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে,
    আজকের পরে আর নতুন কিছু লিখব না,
    হে আল্লাহ আমি আর পারছি না, সব কিছুর উর্ধে তোমার কাছে আমি একটু মানসিক শান্তির কামনা প্রার্থনা করছি
    আমি জানি না আমার এ কমেন্ট তোমার চোখে পড়বে কি না,
    হে আল্লাহ তুমি তাঁর চোখে আমার এই কমেন্ট টা পৌছিয়ে দেও,
    কমেন্ট টা পড়ে শান্তা আমাকে কল দিবে তাঁর অপেক্ষায় আছি,
    তুমি যত দিন পর্যন্ত তুমি আমার কমেন্ট পড়বে না,
    কমেন্ট পড়ে আমাকে কল বা মেসেজ দিবা না ততই দিন পর্যন্ত আমি, কমেন্ট করেই যাব।
    তোমার নামে, ফেইসবুকে, স্টোরিতে, ইমুতে, ইনস্টাগ্রামে,
    তোমার - আমার ছোট- বড় ভাইয়ের জন্য,
    চলে গেছ তাতে কোন কষ্ট নেই, কিন্তু চলে যাওয়ার সময় আমাকে তুমি একটু শান্তনা দিয়ে যাও নি, কি ভাবে তোমাকে ছাড়া থাকব সারাটাজীবন,
    আমরা ছেলে মানুষ তোমরা যখন আমাদের একা করে চলে যাও,
    তখন আমরা কি চাই জানো,
    চায় তোমাদের মুখের একটু শান্তনা,
    তোমরা সেটাও দিতে পার না 😭😭
    ভালো থেকেও তুমি,
    বাই
    শান্তা ~~~ আমার জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসি ❤️
    জলসা ঘর,,
    নাটকের কাহিনিটা আমার জীবনের সাথে সম্পূর্ণ মিল,
    কারণ শান্তা আর আমিও ছিলাম মামাতো ভাই বোন,
    একটা সময় সে আমাকে ছেড়ে চলে যায়,
    হায়রে মেয়ে মানুষ,
    আমি আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি,
    কিন্তু আমি আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, যখন তুমি বলেছ আমাকে আর ভালোবাস না, আমাকে ছেড়ে চলে গেছ, আমাকে ভুলে গেছ, আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছ,
    প্রতিনিয়ত চলছেই আমার কষ্ট, মৃত্যুর আগেও আমার এই কষ্ট কমবে না, ভালো থেকেও তুমি,
    😭😭😭😭💔💔💔💔😭😭😊

  • @SrijanakalaAccademy
    @SrijanakalaAccademy หลายเดือนก่อน

    অনেক সুন্দর লাগছে ❤❤

  • @MdFiroz-ew4pw
    @MdFiroz-ew4pw ปีที่แล้ว +2

    প্রয়োজনের
    প্রিয়জনে ভরা এ শহর।

  • @SalmaShahrin
    @SalmaShahrin 4 หลายเดือนก่อน

    ❤❤❤অসাধারণ ❤❤❤

  • @subhadipbhattacharjee3068
    @subhadipbhattacharjee3068 8 หลายเดือนก่อน

    দারুন উপস্থাপনা।

  • @belakhan6591
    @belakhan6591 8 หลายเดือนก่อน

    Onak sundor valo laglo.

  • @arifulrony5689
    @arifulrony5689 ปีที่แล้ว +1

    দারুণ❤️

  • @India_OuT_
    @India_OuT_ 9 หลายเดือนก่อน

    অসাধারণ ❤️💖💕

  • @mdyeasinmia8522
    @mdyeasinmia8522 8 หลายเดือนก่อน

    জাজাকাল্লাহ খাইরান খুব ভালো লাগলো আমিও একাতো তাই😂

  • @Md.Tanzil_Hossen
    @Md.Tanzil_Hossen 7 หลายเดือนก่อน +1

    তোমাকে ভালোবাসি, তোমাকে হারিয়ে ফেলার ভয় পাই সবসময়! তুমি একটু কম কথা বললে বড্ড অভিমান হয়!!
    তোমার মুখে অন্য কারো নাম শুনলে খুব হিংসে হয়, তোমার আদর না পেলে বুকের ভেতরে কান্না পায়! আসলে তোমাকে আমি খুব করে চাই, "খুব করে চাই"! সব চেয়ে কাছ থেকে চাই, সবার চেয়ে বেশি আপন করে চাই! তোমাকে ছাড়া আর তোমার কাছ থেকে কিছু চাওয়ার নেই, "শুধু তোমাকেই চাই"!!

  • @SomaPati-wj7ns
    @SomaPati-wj7ns 11 หลายเดือนก่อน

    Khub sundor laglo ❤

  • @smayon2
    @smayon2 หลายเดือนก่อน

    আরো চাই এরকম।

    • @imasadujjaman
      @imasadujjaman  หลายเดือนก่อน

      জ্বী অবশ্যই।

  • @mdshohakali7168
    @mdshohakali7168 ปีที่แล้ว

    মারসাআল্লাহ। অসাধারণ হয়েছে।❤❤❤

  • @shopons.p479
    @shopons.p479 4 หลายเดือนก่อน

    এরকম কবিতা আরো শুনতে চাই,

  • @KABYAJAGAT
    @KABYAJAGAT 2 หลายเดือนก่อน

    সুন্দর উপস্থাপনা 🎉