❤️❤️ ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি সবার কমেন্ট এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, হয়তো কিছু সময় দেরি হতে পারে। যাইহোক, আর্ক ওয়েল্ডিং মেশিনও একটা স্টেপ-ডাউন ট্রান্সফরমার। তাই এটার ক্যালকুলেশন প্রসেসও একই। শুধু ওয়েল্ডিং মেশিন এর কারেন্ট (A) বেশি। তাই আপনি যে ওয়েল্ডিং মেশিন এর ট্রান্সফরমার তৈরী করতে চাইছেন, সেটার আউটপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজ ধরে নিয়ে ক্যালকুলেশন করলেই হবে। আবারও ধন্যবাদ কমেন্ট করার জন্য ❤️💚💚
Onek video dekhci transfer er hisab ta janar jonno.. Karo ta samanno bujci ...karor video te kicuee dekhi nai.. Apnar video dekhe 100% sikhlam.. Duya korben .. Akhon ips er transfermar bananor sahos paici
ধন্যবাদ কমেন্ট করার জন্য। এতো এতো দোয়া ও ভালবাসা জানাচ্ছেন, কমেন্টটি দেখে বেশ খুশি হলাম। আপনি কি ভিডিও টি দেখে কিছু বুঝতে পেরেছেন? রিপ্লাই পেলে আরও খুশি হতাম। ধন্যবাদ।
আসলে কারও মনে যখন কোন প্রশ্ন আসে, তখন সে ঐ প্রশ্নের উত্তর জানতে চায়। আর তাই কমেন্ট করে। এক্ষেত্রে যদি কোনো রিপ্লাই না দেওয়া হয়, তাহলে অবশ্যই সে মনোক্ষুণ্ণ হবে। তাই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি (দেরিতে হলেও)। যদি কোনো কমেন্টে কোন বিষয়ে জানতে চায়, আর সে বিষয় যদি আমার জানা থাকে, তাহলে তা আমি আমার মতো করে জানানোর চেষ্টা করি। আর যদি আমার অজানা হয় তাহলে সরাসরি বলে দেই "বিষয়টি আমার জানা নাই"। আপনি যে যে ট্রান্সফরমার এর ভিডিও দিতে বলেছেন, এতো আলাদা আলাদা ট্রান্সফরমার এর আলাদা আলাদা ভিডিও দেখার প্রয়োজন হয় না। আপনি যদি একটা ট্রান্সফরমার তৈরির হিসাব ভালভাবে বুঝতে পারেন, তাহলে আপনি লেমিনেশন কোর এর যেকোনো ধরনের ট্রান্সফরমার হিসাব করে তৈরি করতে পারবেন। তারপরও যদি আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ কমেন্ট করার জন্য।
@@BITENWORK ইয়েচ চার,আপনার দেয়া হিসাব আমি ভালো বাবে বুজেচও,আসলে আমি দীরগ ৬ বচর+ চাউত আপরিকা।সামনের মাসে দেসে পিরব।দেসে গিয়ে ভাবতেচি পুরাতন কাজে পিরব।আমার টানাচপারমার বাদাই সমপরকে কোনো সঠিক নিরদেসনা চিলনা।তবে য়েবাবে পেতাম ঐ বাবে পাক গোনে বাদাই করেচিলাম।এখন নাগোনে বাদতে পারবো। এখন একটা ডাউট কিলিয়ার হলে আর কোন সমরসা হবে না। চাইনয়েব, ডিএচপি চাইনয়েব,১২ v বেটারি চারজার,চাউন চিচটেম সকল টানাচপারমার কি একই চিছটেৃে হয়। ❤️❤️❤️ দেনো বাদ আমার কমনটের আনচার দেয়ার জননো।❤️❤️❤️
হ্যাঁ, ল্যামিনেশণ কোর এর ট্রান্সফরমার ( যে কোনো ভোল্ট, স্টেপ আপ বা স্টেপ ডাউন ) একই নিয়মেই হিসাব করে বাধাই করা হয়। তবে হিসাবের নিয়ম হয়তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে, কেও সম্পুর্ন হিসাব, কেও শর্টকাট পদ্ধতি, আবার কেও হিসাব এবং নিজের অভিজ্ঞতা ব্যবহার করে হিসাব করে। কিন্তু সবশেষে ফলাফল টা একই আসে। আপনি সাইনওয়েব, ডিএসপি এর ট্রান্সফরমার একই নিয়মেই হিসাব করে তৈরি করতে পারবেন। ধন্যবাদ কমেন্ট করার জন্য।
ধন্যবাদ আপনাকে। ভিডিও টি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ করছি, যাতে আপনার বন্ধুবান্ধবগন ভিডিও টি দেখতে পারেন। সেইসাথে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আবারও আপনাকে ধন্যবাদ।
😊😊😊 আমার মাথা পুরোপুরি ঠিক আছে ভাই। আপনি যে হিসাব টা জানেন, সেই হিসাব'ই কনভার্ট করে এই হিসাব করা হয়েছে। আপনার জানা হিসাব টা আমার সাথে শেয়ার করলে বুঝতে পারতাম কোথায় কি পার্থক্য আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +8801713742214 আর হ্যাঁ, এই হিসাব অনুযায়ী হিসাব করে একটা ট্রান্সফরমার তৈরী করেন, যদি ট্রান্সফরমার সঠিকভাবে কাজ না করে, তবে সম্পুর্ন খরচ ক্ষতিপূরণ হিসাবে আমি আপনাকে প্রদান করবো কথা দিলাম। যোগাযোগ করবেন আশা করি। কমেন্ট করার জন্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন। আমার বাপও তার জীবনে মোবাইলের নামও শুনে নাই। ইন্টারনেট এর কথা বাদ'ই দিলাম। তাইবলে কি মোবাইল, ইন্টারনেট পৃথিবীতে নাই? আপনি যা জানেন না বা দেখেন নাই, তাইবলে কি সেগুলো পৃথিবীতে থাকতে পারে না বা তৈরী হবে না? (একজন মানুষ তার জীবনে সবকিছু জানতে বা শিখতে পারে না, সবকিছু দেখতে পারে না।
Bhai, 35 0 35 korar somoy voltage ki 70 dhore watt e vag kore amperes ber kora lagbe na 35 diye vag kore amperage ber kora lagbe. Ami confused. 35 dhorle to onek mota tar lagbe. Pls help me
ধন্যবাদ ভাই। আপনার ট্রান্সফরমার এর ভোল্টেজ ৩৫, কিন্তু সেন্টার ট্যাব। অর্থাৎ ৩৫-০-৩৫। যেহেতু সেকেন্ডারিতে ৭০ ভোল্টেজ হচ্ছে, তাই ৭০ ভোল্ট ধরেই হিসাব করতে হবে।
আপনার কি লো ভোল্টেজ (১২ ভোল্ট) এর জন্য কোন আলাদা অয়ার প্রয়োজন? এখন, ৩৫-০-৩৫ = ৭০ ভোল্ট ৮ এ্যাম্প প্রয়োজন হলে, ৩৫+৩৫+(যদি লো ভোল্টেজ প্রয়োজন হয় সেটাও যোগ করতে হবে)= ৭০ ভোল্ট, ৮ এ্যম্প। তাহলে ৭০ X ৮ = ৫৬০ ওয়াট। এর সাথে যোগ হবে বিভিন্ন লস (মোটামুটি ১০%) তাহলে ৫৬০ + ৫৬ = ৬১৬ ওয়াট। আপনার প্রয়োজন ৬১৬ বা তার চেয়ে একটু বেশি ওয়াট এর ট্রান্সফরমার।
Vaiya r akta Kota plz Janaben Ami ips er transformar a Primary Voltage a 140volt 20number Wire diye ber korci Tar por teke 260volt porjonto ami 22number wire babohar korci Aivabe ki Hobe? amr ips ta 450va
ট্রান্সফরমার তৈরী করতে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম খরচ হতে পারে। কারণ বাংলাদেশের সব এলাকায় পন্যের মূল্য একরকম নয়। তাই খরচের হিসাবটা সঠিক ভাবে দেওয়া সম্ভব নয়। আপনি আপনার এলাকায় মার্কেটে খোঁজ নিয়ে খরচ হিসাব করে নিতে পারবেন। ধন্যবাদ কমেন্ট করার জন্য।
১.৫ ইঞ্চি ববিনে কতোটুকু কোর লাগবে এটা জানানো অসম্ভব। কারণ ১.৫ ইঞ্চি ববিনে যদি ৩ ইঞ্চি কোর হয়, তাহলে ওজন হবে একরকম, যদি ৪ ইঞ্চি কোর হয়, তাহলে ওজন হবে আরেক রকম, আবার যদি ৫ ইঞ্চি কোর হয়, তাহলে ওজন হবে আরেক রকম। তাই ববিনের সাইজ অনুযায়ী কোর এর পরিমাণ কতোটুকু বা কতো কেজি হবে, তা জানা সম্ভব নয়। ধন্যবাদ কমেন্ট করার জন্য।
ধন্যবাদ। আপনি ১২ ভোল্ট ৫ এ্যম্প ট্রান্সফরমার তৈরী করতে চাচ্ছেন। কিন্তু ০-১২ ভোল্ট নাকি ১২- ০-১২ (সেন্টার ট্যাব) তা উল্লেখ করেন নাই। যদি ০-১২ হয় তাহলে মোট ওয়াট = ১২X৫=৬০ ওয়াট। এর সাথে ১০% এক্সট্রা যোগ করে ৬০+৬=৬৬ ওয়াট। এবার ভিডিও তে দেখানো ৫০০ ওয়াট স্থলে ৬৬ ওয়াট বসিয়ে সম্পুর্ন হিসাব করে নিন। আর যদি ১২-০-১২ ভোল্ট হয় তাহলে, মোট ওয়াট = ১২+১২X৫ = ২৪X৫= ১২০ ওয়াট। ১০% এক্সট্রা যোগ (বিভিন্ন লস) = ১২০+১২=১৩২ ওয়াট। এবার ভিডিও তে দেখানো ৫০০ ওয়াট এর স্থলে ১৩২ ওয়াট বসিয়ে সম্পুর্ন হিসাব করে নিন। হিসাব থেকে কোর, সুপার অয়ার, টার্ন সংখ্যা সব পেয়ে যাবেন। কতো এম্প এর জন্য কতো নং সুপার অয়ার ব্যবহার করতে হবে তার একটা লিস্ট বা টেবিল গুগলে পেয়ে যাবেন। গুগলে AWG এবং SWG দুই ধরনের টেবিল পাওয়া যায়। যদি বুঝতে সমস্যা মনে করেন, তাহলে মেসেঞ্জারে আমাকে নক্ করবেন। সুপার অয়ার কারেন্ট চার্ট টেবিল দেওয়া যাবে। কমেন্ট করার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ আপনাকে। ট্রান্সফরমার তৈরী করতে, কয়েল বাধাই করার সময়, টার্ন বা প্যাঁচ এর কোন এদিক ওদিক / উল্টো পাল্টা নাই। আপনি যেকোনো দিকেই কয়েল এর প্যাঁচ দিয়ে জড়াতে পারবেন। শুধু কয়েল জড়ানোর সময় যাতে ভালো টাইট হয়, সেদিকে খেয়াল রাখবেন এবং প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের মাঝে ভালো ভাবে ফাইবার পেপার দিয়ে সেরারেটর করে দিতে হবে। (কয়েল জড়ানো লুজ/ঢিলা হলে ট্রান্সফরমার এর কোর সেট করার সময় সমস্যা হবে এবং ট্রান্সফরমার চালানোর সময় শব্দ হবে।)
কোন ট্রান্সফরমার সিরিজ লাইনে পরিক্ষা করে সঠিক ফলাফল পাওয়া যায় না। মনে করেন, একটা ১২ ভোল্ট ১ এ্যাম্প এর ট্রান্সফরমার যদি ১০০ ওয়াট লাইটের সিরিজ এ কানেকশন করেন, তাহলে ট্রান্সফরমারটি হয়তো কাজ করবে। কিন্তু যদি ১২ ভোল্ট ২০ এ্যাম্প এর ট্রান্সফরমার ১০০ ওয়াট লাইটের সিরিজ এ কানেকশন করেন, তাহলে ট্রান্সফরমার টি কাজই করবে না। তাই সিরিজ লাইন টেস্ট ট্রান্সফরমার পরিক্ষার জন্য সঠিক নয়। ট্রান্সফরমার পরিক্ষার জন্য ভালো মানের মাল্টিমিটার ব্যবহার করতে হবে।
জনাব আপনি কয়েলের টার্ণ এর হিসাবের সময় ১০০০০০০০০ এই সংখাটা কি ভাবে হিসাব করে বাহির করলেন যদি একটু বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে বুঝাইয়া দিতেন তাহলে অনেক উপকার হতো।
ধন্যবাদ কমেন্ট করার জন্য। এটা হিসাব করে বের করতে হয় না। এটা ট্রান্সফরমার এর টার্ন পার ভোল্ট হিসাব করার সুত্র। 10^8/(4.44 X Bmax X F X A) এখানে 100000000/(4.44 X 60000 X 50 X cor area) আরও বিস্তারিত জানতে গুগলে সার্চ করতে পারেন। আবারও ধন্যবাদ।
না জনাব! এই ১২-০-১২ ভোল্ট ট্রান্সফরমার দিয়ে ১২ ভোল্ট এর আই পি এস তৈরী করা হয়। এটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার শুধুমাত্র ডিসি করা হলে, বিভিন্ন ভাবে করা যায়। ❇️ যদি শুধু পজিটিভ ও নেগেটিভ পাওয়ার এর জন্য করা হয়, তাহলে দুটি ডায়োড ও ১টি ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করে ফুল ওয়েভ (- + ১২ ভোল্ট) পাওয়ার সাপ্লাই করা হয়। ❇️ যদি পজিটিভ, নেগেটিভ ও গ্রাউন্ড পাওয়ার সাপ্লাই করা হয়, তাহলে ৪ টি রেক্টিফায়ার ডায়োড ও ২ টি ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করে (-১২ ভোল্ট, +১২ ভোল্ট ও গ্রাউন্ড ভোল্ট) করা হয়। ❇️ আবার সেন্টার ট্যাব বাদ দিয়ে ১টি রেক্টিফায়ার ডায়োড ও ১টি ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করে (- + ২৪ ভোল্ট) করা যায়। যখন এই ট্রান্সফরমার আই পি এস এ ব্যবহার করা হয়, তখন এটা ব্যাটারি চার্জের সময় ফুল ওয়েভ এর মতো কাজ করে এবং আইপিএস মুডে আউটপুট ট্রান্সফরমার হিসাবে কাজ করে। ধন্যবাদ। প্রয়োজন হলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
একাধিক ট্রান্সফরমার তৈরী করে এবং সেগুলো ট্রান্সফরমার VA অনুযায়ী যে পরিমাণ আয়রন কোর প্রয়োজন হয়েছে। সেগুলো থেকে ওয়াট প্রতি আয়রন কোর এর গড় আনুপাতিক হার। ধন্যবাদ।
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি যে ট্রান্সফরমার তৈরী করতে চাচ্ছেন, তা ৫০ ভোল্ট। এটা কি ০-৫০ ভোল্ট? নাকি ৫০-০-৫০ ভোল্ট? সেই সাথে সেকেন্ডারি এ্যাম্প কতো? এই বিষয় গুলো নির্ধারণ করে আপনি নিজেই হিসাব করতে পারবেন যদি ভিডিও টি সম্পুর্ন মনোযোগ দিয়ে দেখে থাকেন।
ভিডিও তে একটা SWG চার্ট এর টেবিল আছে। ভিডিও টি সম্পুর্ন দেখলে আশাকরি পাবেন। গুগলে সার্চ করলেও পাবেন, তবে সেখানে বিভিন্ন সাইটে বিভিন্ন রকম পাবেন যা একই সাইজ অয়ারের কারেন্ট রেটিং পার্থক্য পাওয়া যায়। যদি না পান, তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করুন। চার্ট দেওয়া যাবে।
দুঃখিত, হয়তো আমি সঠিকভাবে বুঝাইতে ব্যার্থ হয়েছি, অথবা আপনি সঠিকভাবে বুঝতে পারেন নাই। যাইহোক, ১১.৩ এই সংখ্যা টি একটা সুত্র। প্রতি ১ ওয়াট পাওয়ার এর জন্য ১১.৩ গ্রাম ল্যামিনেশন কোর এর প্রয়োজন হয়। যেমন ৫০০ ওয়াট একটা ট্রান্সফরমার তৈরির জন্য কতোটুকু কোর প্রয়োজন? এই কোর এর পরিমান জানতে ওয়াট এর সাথে ১১.৩ গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে, সেটাই কোর এর পরিমান। অতএব ৫০০ ওয়াট ✖️ ১১.৩গ্রাম = ৫৬৫০.০ গ্রম বা ৫ কেজি ৬৫০ গ্রাম কোর প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন। কমেন্ট করার জন্য ধন্যবাদ।
আমরা এ্যালুমিনিয়াম অয়ার ব্যবহার করি না। সবসময় কপার অয়ার ব্যবহার করি। আপনি চাইলে এ্যালুমিনিয়াম অয়ার ব্যবহার করতে পারেন সে ক্ষেত্রে অয়ার এর ওজন অনেক কম হবে। ধন্যবাদ।
@@BITENWORK ami je video bananor jonno bolchi ota banan plz TH-cam ami anek video dekhechi kintu apnar moto video kew eto valo kore bojhai na apni 1200 VA 1000 watt 12v 0 12v banan
সবধরনের ট্রান্সফরমারের ক্ষেত্রে এই সুত্র প্রযোজ্য নাও হতে পারে। এই সুত্রের সাহায্যে আমি লো ভোল্টেজ (২২০ ভোল্ট প্রাইমারি) ট্রান্সফরমার যেগুলো আইপিএস এবং পাওয়ার অ্যামপ্লিফায়ার এ ব্যবহার করা হয় এমন ট্রান্সফরমার গুলোতে ব্যবহার করেছি। এই হিসাবে আয়রন কোর সংগ্রহ করলে হিসাবের কোন হেরফের হয় না। কমেন্ট করার জন্য ধন্যবাদ।
আসসালামুয়ালাইকুম ভাই আপনাকে অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার হাতে যে স্কেলটা আছে ওটার হিসাবটা একটু বুঝিয়ে বলবেন ভাই আমরা হিসাব করি মেলে না
😊😊😊😊🤣🤣🤣 আপনার কমেন্ট দেখে না হেসে পারলাম না ভাই। এতো বার অনেক অনেক ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। ভিডিও টি ভালো ভাবে মনোযোগ দিয়ে আবার দেখেন। স্কেল এর ইঞ্চি কি ভাবে ব্যবহার করতে হবে, সে বিষয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরও যদি না বুঝতে পারেন, তবে জানাবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ কমেন্ট করার জন্য। ❤️❤️❤️
ধন্যবাদ ভাই। আমি ট্রান্সফরমারের কোর, ববিন বিক্রি করি না এবং অন্যান্য কিছুই বিক্রি করি না। আমি শুধু ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিকস এর কিছু কাজের ভিডিও তৈরী করে আপলোড করি। আপনি / আপনারা নিকটবর্তী ইলেক্ট্রনিক্স মার্কেটে ট্রান্সফরমার এর কোর, ববিন পেতে পারেন, অথবা ঢাকা থেকেও সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ।
অনেক ইলেক্ট্রিক এর দোকানেই পাওয়া যায়। যে সকল দোকানে আইপিএস ও ট্রান্সফরমার তৈরী করে, তাদের সাথে যোগাযোগ করলে জানতে পারবেন, তারা কোথা থেকে ববিন তৈরির ফাইবার পেপার সংগ্রহ করে। ধন্যবাদ কমেন্ট করার জন্য।
ভিডিও টি সম্পুর্ন দেখলে আশা করি উত্তর পেয়ে যাবেন। তারপরও যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অনুগ্রহ পূর্বক হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন। আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাকে বুঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ কমেন্ট করার জন্য।
ভাই আপনি সবার কমেন্ট তো উত্তর দিয়েছেন ভাই দয়া করে একটা ওয়েল্ডিং মেশিন কয়েল বাধার ফর্মুলা দেন
❤️❤️ ধন্যবাদ কমেন্ট করার জন্য।
আমি সবার কমেন্ট এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, হয়তো কিছু সময় দেরি হতে পারে।
যাইহোক, আর্ক ওয়েল্ডিং মেশিনও একটা স্টেপ-ডাউন ট্রান্সফরমার। তাই এটার ক্যালকুলেশন প্রসেসও একই। শুধু ওয়েল্ডিং মেশিন এর কারেন্ট (A) বেশি। তাই আপনি যে ওয়েল্ডিং মেশিন এর ট্রান্সফরমার তৈরী করতে চাইছেন, সেটার আউটপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজ ধরে নিয়ে ক্যালকুলেশন করলেই হবে।
আবারও ধন্যবাদ কমেন্ট করার জন্য ❤️💚💚
আসসালামু আলাইকুম ভাই।
মাশাল্লাহ ভিডিওটা অসাধারণ। আপনার বোঝানোর ক্যাপাসিটি অনন্য। এরকম ভিডিও আমি এর আগে কখনো দেখিনি। অসাধারণ। জাযাকাল্লাহু খাইরান,
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন ❤
আলহামদুলিল্লাহ।
আপনাদের সহযোগিতা'ই ভিডিওর সার্থকতা।
শুভকামনা।
Onek video dekhci transfer er hisab ta janar jonno..
Karo ta samanno bujci ...karor video te kicuee dekhi nai..
Apnar video dekhe 100% sikhlam..
Duya korben ..
Akhon
ips er transfermar bananor sahos paici
ধন্যবাদ, আপনার কমেন্ট দেখে বেশ ভালো লাগলো। আপনি এই ভিডিও দেখে কিছু বুঝতে বা শিখতে পেরেছেন, তাতেই ভিডিও'র সার্থকতা।
আবারও ধন্যবাদ আপনাকে। ❤️❤️❤️ 😊
অনেক অনেক অনেক দোয়া, ভালবাসা ও শুভকামনা রইল
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
এতো এতো দোয়া ও ভালবাসা জানাচ্ছেন, কমেন্টটি দেখে বেশ খুশি হলাম।
আপনি কি ভিডিও টি দেখে কিছু বুঝতে পেরেছেন?
রিপ্লাই পেলে আরও খুশি হতাম।
ধন্যবাদ।
@@BITENWORK জি,অনেক ভালো লেগেছে ভাই।
@tofazzalhossain8913 Thanks.
Good luck 👍
Thank you.
Thank you vai
You welcome.
আচচালামু আইলাইকুম ভাই,আজ আপনার পথম ভিডিও দেখি,অনেক ভালো লাগলো,আরো ভাল লাগলো আপনি সবার কমনট এর আনচার দেন। আসাকরি আর ৩ টা ভিডিও করবেন।১=DAP সাইনওয়েব +২=১২v নরমাল টানাসপারমার + 24v IPS +dsp চাইনওয়েব IPS +নরমাল টানাসপারমার।ধূনন বাদ।
আসলে কারও মনে যখন কোন প্রশ্ন আসে, তখন সে ঐ প্রশ্নের উত্তর জানতে চায়। আর তাই কমেন্ট করে। এক্ষেত্রে যদি কোনো রিপ্লাই না দেওয়া হয়, তাহলে অবশ্যই সে মনোক্ষুণ্ণ হবে। তাই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি (দেরিতে হলেও)।
যদি কোনো কমেন্টে কোন বিষয়ে জানতে চায়, আর সে বিষয় যদি আমার জানা থাকে, তাহলে তা আমি আমার মতো করে জানানোর চেষ্টা করি। আর যদি আমার অজানা হয় তাহলে সরাসরি বলে দেই "বিষয়টি আমার জানা নাই"।
আপনি যে যে ট্রান্সফরমার এর ভিডিও দিতে বলেছেন, এতো আলাদা আলাদা ট্রান্সফরমার এর আলাদা আলাদা ভিডিও দেখার প্রয়োজন হয় না। আপনি যদি একটা ট্রান্সফরমার তৈরির হিসাব ভালভাবে বুঝতে পারেন, তাহলে আপনি লেমিনেশন কোর এর যেকোনো ধরনের ট্রান্সফরমার হিসাব করে তৈরি করতে পারবেন।
তারপরও যদি আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
@@BITENWORK ইয়েচ চার,আপনার দেয়া হিসাব আমি ভালো বাবে বুজেচও,আসলে আমি দীরগ ৬ বচর+ চাউত আপরিকা।সামনের মাসে দেসে পিরব।দেসে গিয়ে ভাবতেচি পুরাতন কাজে পিরব।আমার টানাচপারমার বাদাই সমপরকে কোনো সঠিক নিরদেসনা চিলনা।তবে য়েবাবে পেতাম ঐ বাবে পাক গোনে বাদাই করেচিলাম।এখন নাগোনে বাদতে পারবো।
এখন একটা ডাউট কিলিয়ার হলে আর কোন সমরসা হবে না।
চাইনয়েব, ডিএচপি চাইনয়েব,১২ v বেটারি চারজার,চাউন চিচটেম সকল টানাচপারমার কি একই চিছটেৃে হয়।
❤️❤️❤️ দেনো বাদ আমার কমনটের আনচার দেয়ার জননো।❤️❤️❤️
হ্যাঁ, ল্যামিনেশণ কোর এর ট্রান্সফরমার ( যে কোনো ভোল্ট, স্টেপ আপ বা স্টেপ ডাউন ) একই নিয়মেই হিসাব করে বাধাই করা হয়। তবে হিসাবের নিয়ম হয়তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে, কেও সম্পুর্ন হিসাব, কেও শর্টকাট পদ্ধতি, আবার কেও হিসাব এবং নিজের অভিজ্ঞতা ব্যবহার করে হিসাব করে।
কিন্তু সবশেষে ফলাফল টা একই আসে।
আপনি সাইনওয়েব, ডিএসপি এর ট্রান্সফরমার একই নিয়মেই হিসাব করে তৈরি করতে পারবেন।
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
@@BITENWORK জি চার,আমিআরো উল্লেখযোগ্য ৩ জন এর হিসাব কেলকুলেসন দেখেচি।তবে আপনারটা খুব সহজ।সামনের সপ্তায় দেসে য়াব।দেসে গেলে আপনাকে নক দেব।
অনেক খুশি হলাম আপনার কমেন্টগুলো পড়ে। আরও খুশি হলাম আপনার কাজের প্রতি আগ্রহ দেখে।
যাইহোক, আপনার হোম ডিস্ট্রিক কোন জেলা, জানতে পারি?
খুব ভালো লাগলো ভিডিওটি ধন্যবাদ
ধন্যবাদ। আশাকরি পাশে থাকবেন।
পরবর্তী ভিডিও আইসোলেটর ট্রান্সফরমার তৈরী ও এর প্রয়োজনীয়তা।
(ভিডিও আপলোড করতে দেরি হচ্ছে তাই আন্তরিক ভাবে দুঃখিত )
Sar very very nice hisab
ধন্যবাদ আপনাকে। ভিডিও টি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ করছি, যাতে আপনার বন্ধুবান্ধবগন ভিডিও টি দেখতে পারেন।
সেইসাথে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি।
আবারও আপনাকে ধন্যবাদ।
আমার বাপের বয়সে এমন হিসাব পাই নাই। ভাই আপনার মাতা ঠিক আছে তো।
😊😊😊 আমার মাথা পুরোপুরি ঠিক আছে ভাই। আপনি যে হিসাব টা জানেন, সেই হিসাব'ই কনভার্ট করে এই হিসাব করা হয়েছে।
আপনার জানা হিসাব টা আমার সাথে শেয়ার করলে বুঝতে পারতাম কোথায় কি পার্থক্য আছে।
আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +8801713742214
আর হ্যাঁ, এই হিসাব অনুযায়ী হিসাব করে একটা ট্রান্সফরমার তৈরী করেন, যদি ট্রান্সফরমার সঠিকভাবে কাজ না করে, তবে সম্পুর্ন খরচ ক্ষতিপূরণ হিসাবে আমি আপনাকে প্রদান করবো কথা দিলাম।
যোগাযোগ করবেন আশা করি।
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন। আমার বাপও তার জীবনে মোবাইলের নামও শুনে নাই। ইন্টারনেট এর কথা বাদ'ই দিলাম। তাইবলে কি মোবাইল, ইন্টারনেট পৃথিবীতে নাই?
আপনি যা জানেন না বা দেখেন নাই, তাইবলে কি সেগুলো পৃথিবীতে থাকতে পারে না বা তৈরী হবে না?
(একজন মানুষ তার জীবনে সবকিছু জানতে বা শিখতে পারে না, সবকিছু দেখতে পারে না।
কেন কোন সমস্যা আছে?
কোন সমস্যার ব্যাপারে বলছেন বুঝতে পারছি না। একটু ক্লিয়ার করে জানালে খুশি হতাম।
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
@@BITENWORK sorry. আপনাকে বলছি না।প্রথম কমেন্টকারিকে বলছি
Bhai, 35 0 35 korar somoy voltage ki 70 dhore watt e vag kore amperes ber kora lagbe na 35 diye vag kore amperage ber kora lagbe.
Ami confused. 35 dhorle to onek mota tar lagbe.
Pls help me
ধন্যবাদ ভাই। আপনার ট্রান্সফরমার এর ভোল্টেজ ৩৫, কিন্তু সেন্টার ট্যাব। অর্থাৎ ৩৫-০-৩৫। যেহেতু সেকেন্ডারিতে ৭০ ভোল্টেজ হচ্ছে, তাই ৭০ ভোল্ট ধরেই হিসাব করতে হবে।
@@BITENWORK 70 dhore korle amar 4.1 Ampere ase.
But amar lagbe 8 ampere er transformer.
Ei jaygay khub confused ami.
Pls help me out bhai
আপনার কি লো ভোল্টেজ (১২ ভোল্ট) এর জন্য কোন আলাদা অয়ার প্রয়োজন?
এখন, ৩৫-০-৩৫ = ৭০ ভোল্ট ৮ এ্যাম্প প্রয়োজন হলে, ৩৫+৩৫+(যদি লো ভোল্টেজ প্রয়োজন হয় সেটাও যোগ করতে হবে)= ৭০ ভোল্ট, ৮ এ্যম্প।
তাহলে ৭০ X ৮ = ৫৬০ ওয়াট। এর সাথে যোগ হবে বিভিন্ন লস (মোটামুটি ১০%)
তাহলে ৫৬০ + ৫৬ = ৬১৬ ওয়াট।
আপনার প্রয়োজন ৬১৬ বা তার চেয়ে একটু বেশি ওয়াট এর ট্রান্সফরমার।
Vaiya Ami Secendary Turn E 22 turn er jaigai 19turn dici Wire kom Hoye gase akon ki aivabee Hobe na abr Wire kinte hobe janaben plz 19turn a ki Hobe?
হবে কিন্তু ভোল্টেজ কম হবে।
@@BITENWORK DC volt Kom Hole ki kono Prblm Hobe Ips A
IPS এর ক্ষেত্রে ট্রান্সফরমার এর সেকেন্ডারি ভোল্টেজ কম হলে সমস্যা হবে।
Vaiya r akta Kota plz Janaben
Ami ips er transformar a Primary Voltage a 140volt 20number Wire diye ber korci Tar por teke 260volt porjonto ami 22number wire babohar korci Aivabe ki Hobe? amr ips ta 450va
450va er Transformar a 22number use korar kota ami First 140volt porjonto 20number wire dici Kono prblm hobe kina janaben?
can you explain which formula you use.?
Please come inbox please.
why need inbox,?
I'm trying explain.
IPS transformer winding Deta & drigram please sar
ai hisabe toiri korte koto tk lagbe? ba kine ante 21amp
ট্রান্সফরমার তৈরী করতে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম খরচ হতে পারে। কারণ বাংলাদেশের সব এলাকায় পন্যের মূল্য একরকম নয়। তাই খরচের হিসাবটা সঠিক ভাবে দেওয়া সম্ভব নয়।
আপনি আপনার এলাকায় মার্কেটে খোঁজ নিয়ে খরচ হিসাব করে নিতে পারবেন।
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
1.5" bobin nar katatoku kor lagba plese janaba
১.৫ ইঞ্চি ববিনে কতোটুকু কোর লাগবে এটা জানানো অসম্ভব।
কারণ ১.৫ ইঞ্চি ববিনে যদি ৩ ইঞ্চি কোর হয়, তাহলে ওজন হবে একরকম, যদি ৪ ইঞ্চি কোর হয়, তাহলে ওজন হবে আরেক রকম, আবার যদি ৫ ইঞ্চি কোর হয়, তাহলে ওজন হবে আরেক রকম।
তাই ববিনের সাইজ অনুযায়ী কোর এর পরিমাণ কতোটুকু বা কতো কেজি হবে, তা জানা সম্ভব নয়।
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
Ami 12 v 5 am transfarma banata sai bolta sai akon 3" ba 4" kon kor dalae balo hoba ar ojon ta bolban plese
ধন্যবাদ।
আপনি ১২ ভোল্ট ৫ এ্যম্প ট্রান্সফরমার তৈরী করতে চাচ্ছেন। কিন্তু ০-১২ ভোল্ট নাকি ১২- ০-১২ (সেন্টার ট্যাব) তা উল্লেখ করেন নাই।
যদি ০-১২ হয় তাহলে মোট ওয়াট = ১২X৫=৬০ ওয়াট। এর সাথে ১০% এক্সট্রা যোগ করে ৬০+৬=৬৬ ওয়াট। এবার ভিডিও তে দেখানো ৫০০ ওয়াট স্থলে ৬৬ ওয়াট বসিয়ে সম্পুর্ন হিসাব করে নিন।
আর যদি ১২-০-১২ ভোল্ট হয় তাহলে, মোট ওয়াট = ১২+১২X৫
= ২৪X৫= ১২০ ওয়াট।
১০% এক্সট্রা যোগ (বিভিন্ন লস) =
১২০+১২=১৩২ ওয়াট।
এবার ভিডিও তে দেখানো ৫০০ ওয়াট এর স্থলে ১৩২ ওয়াট বসিয়ে সম্পুর্ন হিসাব করে নিন। হিসাব থেকে কোর, সুপার অয়ার, টার্ন সংখ্যা সব পেয়ে যাবেন।
কতো এম্প এর জন্য কতো নং সুপার অয়ার ব্যবহার করতে হবে তার একটা লিস্ট বা টেবিল গুগলে পেয়ে যাবেন। গুগলে AWG এবং SWG দুই ধরনের টেবিল পাওয়া যায়। যদি বুঝতে সমস্যা মনে করেন, তাহলে মেসেঞ্জারে আমাকে নক্ করবেন। সুপার অয়ার কারেন্ট চার্ট টেবিল দেওয়া যাবে।
কমেন্ট করার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
Vai transfarmer windin ba badla ki olta bao asa plese janaban
দুখিঃত, আপনার কথার অর্থ বুঝলাম না।
একটু ক্লিয়ার ভাবে জানাবেন প্লিজ।
Bolsilam ami nija transfarma banata sai transfarma koyal pak ki bao wolta asa naki ak dikay primari o secandari pak ditay hoba janaban plese
ধন্যবাদ আপনাকে।
ট্রান্সফরমার তৈরী করতে, কয়েল বাধাই করার সময়, টার্ন বা প্যাঁচ এর কোন এদিক ওদিক / উল্টো পাল্টা নাই। আপনি যেকোনো দিকেই কয়েল এর প্যাঁচ দিয়ে জড়াতে পারবেন।
শুধু কয়েল জড়ানোর সময় যাতে ভালো টাইট হয়, সেদিকে খেয়াল রাখবেন এবং প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের মাঝে ভালো ভাবে ফাইবার পেপার দিয়ে সেরারেটর করে দিতে হবে।
(কয়েল জড়ানো লুজ/ঢিলা হলে ট্রান্সফরমার এর কোর সেট করার সময় সমস্যা হবে এবং ট্রান্সফরমার চালানোর সময় শব্দ হবে।)
Thanku sar
Welcome
ভাইজান ট্রান্সফর্মার চেক করতে শিরিশ লাইন এ কত ভোল্ট বাতি লাগালে সব থেকে পারফেক্ট হবে একটু বলে দিবেন প্লিজ।
কোন ট্রান্সফরমার সিরিজ লাইনে পরিক্ষা করে সঠিক ফলাফল পাওয়া যায় না।
মনে করেন, একটা ১২ ভোল্ট ১ এ্যাম্প এর ট্রান্সফরমার যদি ১০০ ওয়াট লাইটের সিরিজ এ কানেকশন করেন, তাহলে ট্রান্সফরমারটি হয়তো কাজ করবে। কিন্তু যদি ১২ ভোল্ট ২০ এ্যাম্প এর ট্রান্সফরমার ১০০ ওয়াট লাইটের সিরিজ এ কানেকশন করেন, তাহলে ট্রান্সফরমার টি কাজই করবে না।
তাই সিরিজ লাইন টেস্ট ট্রান্সফরমার পরিক্ষার জন্য সঠিক নয়।
ট্রান্সফরমার পরিক্ষার জন্য ভালো মানের মাল্টিমিটার ব্যবহার করতে হবে।
Next video
জনাব আপনি কয়েলের টার্ণ এর হিসাবের সময় ১০০০০০০০০ এই সংখাটা কি ভাবে হিসাব করে বাহির করলেন যদি একটু বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে বুঝাইয়া দিতেন তাহলে অনেক উপকার হতো।
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
এটা হিসাব করে বের করতে হয় না।
এটা ট্রান্সফরমার এর টার্ন পার ভোল্ট হিসাব করার সুত্র।
10^8/(4.44 X Bmax X F X A)
এখানে
100000000/(4.44 X 60000 X 50 X cor area)
আরও বিস্তারিত জানতে গুগলে সার্চ করতে পারেন।
আবারও ধন্যবাদ।
এই ট্রান্সফরমার, ১২-০-১২ ভোল্ট, তার মানে কি ২৪ ভোল্ট এর আইপিএস হবে এটা দিয়ে।
না জনাব! এই ১২-০-১২ ভোল্ট ট্রান্সফরমার দিয়ে ১২ ভোল্ট এর আই পি এস তৈরী করা হয়।
এটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার।
এই ট্রান্সফরমার শুধুমাত্র ডিসি করা হলে, বিভিন্ন ভাবে করা যায়।
❇️ যদি শুধু পজিটিভ ও নেগেটিভ পাওয়ার এর জন্য করা হয়, তাহলে
দুটি ডায়োড ও ১টি ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করে ফুল ওয়েভ (- + ১২ ভোল্ট) পাওয়ার সাপ্লাই করা হয়।
❇️ যদি পজিটিভ, নেগেটিভ ও গ্রাউন্ড পাওয়ার সাপ্লাই করা হয়, তাহলে ৪ টি রেক্টিফায়ার ডায়োড ও ২ টি ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করে (-১২ ভোল্ট, +১২ ভোল্ট ও গ্রাউন্ড ভোল্ট) করা হয়।
❇️ আবার সেন্টার ট্যাব বাদ দিয়ে ১টি রেক্টিফায়ার ডায়োড ও ১টি ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করে (- + ২৪ ভোল্ট) করা যায়।
যখন এই ট্রান্সফরমার আই পি এস এ ব্যবহার করা হয়, তখন এটা ব্যাটারি চার্জের সময় ফুল ওয়েভ এর মতো কাজ করে এবং আইপিএস মুডে আউটপুট ট্রান্সফরমার হিসাবে কাজ করে।
ধন্যবাদ।
প্রয়োজন হলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
11.3 হিসাব পেলেন কোথায় থেকে
একাধিক ট্রান্সফরমার তৈরী করে এবং সেগুলো ট্রান্সফরমার VA অনুযায়ী যে পরিমাণ আয়রন কোর প্রয়োজন হয়েছে। সেগুলো থেকে ওয়াট প্রতি আয়রন কোর এর গড় আনুপাতিক হার।
ধন্যবাদ।
ভাই আমি একটা ট্যাসফরমা বাদাইকরবো 50বুল্ট কতো ইঞ্চি ববিন লাগবে আর কতো ইঞ্চি কুর লাগবে এবং কতো কেজি লাগবে
ধন্যবাদ প্রশ্ন করার জন্য।
আপনি যে ট্রান্সফরমার তৈরী করতে চাচ্ছেন, তা ৫০ ভোল্ট।
এটা কি ০-৫০ ভোল্ট? নাকি ৫০-০-৫০ ভোল্ট?
সেই সাথে সেকেন্ডারি এ্যাম্প কতো?
এই বিষয় গুলো নির্ধারণ করে আপনি নিজেই হিসাব করতে পারবেন যদি ভিডিও টি সম্পুর্ন মনোযোগ দিয়ে দেখে থাকেন।
সেকেন্ডারি কত নাম্বার তারে কত এম্পিয়ার বের হবে একটু বলে দিলে খুশি
তাদের হিসাব টা একটু বলে
ভিডিও তে একটা SWG চার্ট এর টেবিল আছে। ভিডিও টি সম্পুর্ন দেখলে আশাকরি পাবেন।
গুগলে সার্চ করলেও পাবেন, তবে সেখানে বিভিন্ন সাইটে বিভিন্ন রকম পাবেন যা একই সাইজ অয়ারের কারেন্ট রেটিং পার্থক্য পাওয়া যায়।
যদি না পান, তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করুন। চার্ট দেওয়া যাবে।
11.3 এই সংখ্যা টা কিসের মাপ।?
ভিডিও টি সম্পুর্ন মনোযোগ সহকারে দেখলে প্রশ্নের উত্তর ভিডিওতেই পেয়ে যেতেন।
ধন্যবাদ।
দেকছি এই বিশয়ে কিছু বলেন নাই
দুঃখিত, হয়তো আমি সঠিকভাবে বুঝাইতে ব্যার্থ হয়েছি, অথবা আপনি সঠিকভাবে বুঝতে পারেন নাই।
যাইহোক, ১১.৩ এই সংখ্যা টি একটা সুত্র। প্রতি ১ ওয়াট পাওয়ার এর জন্য ১১.৩ গ্রাম ল্যামিনেশন কোর এর প্রয়োজন হয়।
যেমন ৫০০ ওয়াট একটা ট্রান্সফরমার তৈরির জন্য কতোটুকু কোর প্রয়োজন?
এই কোর এর পরিমান জানতে ওয়াট এর সাথে ১১.৩ গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে, সেটাই কোর এর পরিমান।
অতএব
৫০০ ওয়াট ✖️ ১১.৩গ্রাম = ৫৬৫০.০ গ্রম বা ৫ কেজি ৬৫০ গ্রাম কোর প্রয়োজন।
আশা করি বুঝতে পেরেছেন।
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
জনাব কোরের সাইজ কত
ধন্যবাদ।
কোর এর সাইজ টার্ন পার ভোল্ট হিসাব করার আগে দেখানো হয়েছে।
যখন ক্রস সেকশন এরিয়া হিসাব করা হয়েছে তখন কোর সাইজ পরিমাপ করা হয়েছে।
তার টা কি তামা নাকি এলুমিনিয়াম
আমরা এ্যালুমিনিয়াম অয়ার ব্যবহার করি না। সবসময় কপার অয়ার ব্যবহার করি।
আপনি চাইলে এ্যালুমিনিয়াম অয়ার ব্যবহার করতে পারেন সে ক্ষেত্রে অয়ার এর ওজন অনেক কম হবে।
ধন্যবাদ।
Dear. Step up. Transformers. Want
Are you written bangoli?
1200VA 1000 watt 12v 0 12v transformer video banan plz 🙏
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
আমিও ভাবছি আরও একটা ভিডিও তৈরী করার।
@@BITENWORK ami je video bananor jonno bolchi ota banan plz TH-cam ami anek video dekhechi kintu apnar moto video kew eto valo kore bojhai na apni 1200 VA 1000 watt 12v 0 12v banan
ঠিক আছে। আমি ১২০০ ভিএ ট্রান্সফরমার এর পুর্ণ হিসাব তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ।
@@BITENWORK Kobe video upload korben ?
প্লিজ অপেক্ষা করুন, ভিডিও কমপ্লিট করা হলেই আপলোড করে দিবো।
ভাই সব ট্রান্সফরমারের কোরের ওজন বের করতে হলে ১১.৩ সুত্র ব্যাবহার করতে হবে????
সবধরনের ট্রান্সফরমারের ক্ষেত্রে এই সুত্র প্রযোজ্য নাও হতে পারে। এই সুত্রের সাহায্যে আমি লো ভোল্টেজ (২২০ ভোল্ট প্রাইমারি) ট্রান্সফরমার যেগুলো আইপিএস এবং পাওয়ার অ্যামপ্লিফায়ার এ ব্যবহার করা হয় এমন ট্রান্সফরমার গুলোতে ব্যবহার করেছি। এই হিসাবে আয়রন কোর সংগ্রহ করলে হিসাবের কোন হেরফের হয় না।
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
hi
Hello...
আসসালামুয়ালাইকুম ভাই আপনাকে অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার হাতে যে স্কেলটা আছে ওটার হিসাবটা একটু বুঝিয়ে বলবেন ভাই আমরা হিসাব করি মেলে না
😊😊😊😊🤣🤣🤣 আপনার কমেন্ট দেখে না হেসে পারলাম না ভাই। এতো বার অনেক অনেক ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই।
ভিডিও টি ভালো ভাবে মনোযোগ দিয়ে আবার দেখেন। স্কেল এর ইঞ্চি কি ভাবে ব্যবহার করতে হবে, সে বিষয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তারপরও যদি না বুঝতে পারেন, তবে জানাবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ কমেন্ট করার জন্য। ❤️❤️❤️
গোল ট্রান্সফর্মার এবং চারকোনা ট্রান্সফর্মার দুইটা সূত্র গুলো একটু বলে যাতে এটা দিয়ে সব ট্রান্সফর্মার বাধা জয় বললে উপকৃত হতাম
টরডয়েল (গোলাকার ট্রান্সফরমার) তৈরীর ফরমুলা নিয়ে একটা ভিডিও দেওয়ার ইচ্ছে আছে। কিন্তু সময়ের সল্পতার কারনে তা আর হয়ে উঠছে না।
আপনে কি ববিন ও কোর বিক্রি করেন
ধন্যবাদ ভাই।
আমি ট্রান্সফরমারের কোর, ববিন বিক্রি করি না এবং অন্যান্য কিছুই বিক্রি করি না।
আমি শুধু ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিকস এর কিছু কাজের ভিডিও তৈরী করে আপলোড করি।
আপনি / আপনারা নিকটবর্তী ইলেক্ট্রনিক্স মার্কেটে ট্রান্সফরমার এর কোর, ববিন পেতে পারেন, অথবা ঢাকা থেকেও সংগ্রহ করতে পারবেন।
ধন্যবাদ।
ফাইবার পেপার কোথায় পাওয়া যায়?
অনেক ইলেক্ট্রিক এর দোকানেই পাওয়া যায়।
যে সকল দোকানে আইপিএস ও ট্রান্সফরমার তৈরী করে, তাদের সাথে যোগাযোগ করলে জানতে পারবেন, তারা কোথা থেকে ববিন তৈরির ফাইবার পেপার সংগ্রহ করে।
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
১.৭৫ কিভাবে হইল?
ভিডিও টি সম্পুর্ন দেখলে আশা করি উত্তর পেয়ে যাবেন।
তারপরও যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অনুগ্রহ পূর্বক হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন। আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাকে বুঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
😅😅😅? পাগল
আপনার কমেন্ট এর কারণ টা জানাবেন প্লিজ, ধন্যবাদ।