Happy o Niloyer Gaan I হ্যাপি ও নিলয়ের গান I একটি বিশ্লেষণধর্মী আলোচনা I Chiroharith

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 24

  • @chiroharith7167
    @chiroharith7167  2 หลายเดือนก่อน +2

    নিলয়-দার সাথে আমার অনেক স্মৃতি, সেই ২০০২/৩ সনে গুলশানের নিনফাস রেস্টুরেন্টে সপ্তাহের ৩টি দিন সঙ্গীত পরিবেশনা, রাত করে ফারমগেইটের ব্রিজ পার হয়ে ঘরে ফেরা, সবই আজ স্মৃতি। তবুও নিলয় দা বেঁচে আমাদের হৃদয়ে, নতুন প্রজন্মদের কাছে নিলয় ও হ্যাপি আখন্দের কাজগুলো তুলে ধরার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভিডিওতে আমি একটি ভুল কথা বলেছি, তাই আগেভাগেই ক্ষমা চেয়ে বলে নিচ্ছি 'কতো যে খুঁজেছি তোমায়''- গানটিতে কিবোর্ড বাজিয়েছেন, মানাম ভাই নয়, ফুয়াদ নাসের বাবু ভাই। ভালো থাকুন সবাই।

  • @singerguitaristmunna
    @singerguitaristmunna 15 วันที่ผ่านมา +1

    Khub Bhalo laglo niloy da r live gan abong guitar 🎸 bajano chi Ekta dekhe hello ganta ota charaw aro chi waiting for ans Happy akhamd onartaw chi

    • @chiroharith7167
      @chiroharith7167  15 วันที่ผ่านมา

      চেষ্টা করবো ভাই।

  • @musicmethodctg5955
    @musicmethodctg5955 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর।।।

    • @chiroharith7167
      @chiroharith7167  หลายเดือนก่อน

      ধন্যবাদ ভাই।

  • @subirbd81
    @subirbd81 3 หลายเดือนก่อน +1

    অসাধারণ টপিক ও গায়েকী

    • @chiroharith7167
      @chiroharith7167  2 หลายเดือนก่อน

      ধন্যবাদ বাদ সুবীর।

  • @makjilany
    @makjilany 27 วันที่ผ่านมา +2

    খুবই ভালো লাগল স্মৃতিচারণ ... চালিয়ে যান দাদাভাই .... লেজেন্ডদের ব্যাপারে নতুন প্রজন্মের জানা প্রয়োজন ..... আপনার উপস্থাপনা অনেক আকর্ষণীয়.... বেঁচে থাকুন দাদা অনেক বৎসর ..... 🙌🙌❤❤💚💚😍😍👍👍

    • @chiroharith7167
      @chiroharith7167  27 วันที่ผ่านมา +1

      বাংলাদেশের মিউজিক নিয়ে আমার পাহাড়সম অভিজ্ঞতা সঞ্চিত আছে, তাই আমি মনে করি আমার কিছু বলার আছে, যাতে তরুণ প্রজন্ম আমাদের মিউজিকের অতীতের অর্জনগুলিকে মূল্যায়ন করতে শিখে। আর এই জায়গাটা একেবারেই ফাঁকা। ধন্যবাদ ভাই, সঙ্গে থাকার জন্যে।

  • @foysaljyoti
    @foysaljyoti 2 หลายเดือนก่อน +1

    অনেক ভালো লাগলো ❤️

    • @chiroharith7167
      @chiroharith7167  2 หลายเดือนก่อน

      ধন্যবাদ ভাই, পাশে থাকার জন্য।

  • @rokibulalam6887
    @rokibulalam6887 12 วันที่ผ่านมา +1

    2001 sale BAFA te guitar protijogitay bicharok hisebe asechilen Niloy sir sathe chilen Lucky akahand sir,gun o korechilen rayer purber somoytukute,ami 2nd borse Prothom hoi,osadharon sai muhurto mone porse,tader autograph o niyechilam,ajo ase amar kase

    • @chiroharith7167
      @chiroharith7167  12 วันที่ผ่านมา

      ও হ্যাঁ আমার মনে পড়ছে।

  • @jeetray11
    @jeetray11 13 วันที่ผ่านมา +1

    ভাই ওসিডির সাথে যা জানত তা পারফর্ম করতে না পারার কি সম্পর্ক এটা একটু বলেন। আমিও শখ করে গিটার বাজাই ১৯৮৭ থেকে। নিলয় ভাইর এলবামের কোথাও ম্যামস্টিনের ট্রিলজির একটু ছোঁয়া ছিল। সেই থেকে আমার উনার উপর একটা রেসপেক্ট ছিলো। কত যে খুঁজেছি গানটা টিন বয়সে আমার খুবই পছন্দের একটা গান ছিল। আপনি এইটা আবার মনে করিয়ে দিলেন। ধন্যবাদ। আর ভাই আপনিতো ফিংগারস্টাইল খুবই সুন্দর বাজান।

    • @chiroharith7167
      @chiroharith7167  13 วันที่ผ่านมา

      OCD এফেক্টটাই হচ্ছে, মানুষকে তার স্বাভাবিক জীবন-যাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। তাই OCD আক্রান্ত ব্যাক্তি, যতোই তার কাজের প্রতি যত্নশীল হয়ে ওঠে, ততোই সে খুঁতখুঁতে হয়ে ওঠে এবং আরও বেশি অবসেসিভ হয়ে ওঠে।

    • @jeetray11
      @jeetray11 13 วันที่ผ่านมา

      @@chiroharith7167 OCD (Obsessive Compulsive Disorder) - এটা কি আমি জানি। Autism ba ADD যাদের থাকে তাদের অনেকেরই এটা থাকে। কোন একটা বিষয়ে অবসেসিভ খুব বেশি রকমের হয়ে যাওয়া যে ওটা না করতে পারলে স্বাভাবিক থাকতে পারেনা। সেটা যে কোনো বিষয়ে হতে পারে। মিউজিক, পেইন্টিং, খাওয়া-দাওয়া। এটার সাথে পারফরম না করতে পারার কোনো সম্পর্ক থাকবার কথা না। পারফেকশানের ব্যাপারে অবসেশান যদি বুঝিয়ে থাকেন - যে পারফেক্ট না হওয়া পর্যন্ত বাজাবোনা। সেটা অবশ্যি একটা ব্যাপার হতে পারে। এইটা অনেকেরই থাকে। আমারও আছে পারফেকশানের প্রতি দূর্বলতা। তবে এটা OCD না।

    • @jeetray11
      @jeetray11 12 วันที่ผ่านมา +1

      @@chiroharith7167 I left a comment explaining how not OCD but other reasons is more probably for somebody to not perform all they know. Did you delete that comment?

    • @chiroharith7167
      @chiroharith7167  12 วันที่ผ่านมา +1

      @@jeetray11 Despite many things, OCD is enough to ruining a career.

  • @musicroom6987
    @musicroom6987 2 หลายเดือนก่อน +1

    কত যে খুঁজেছি তোমায় এই পুরো এলবামটিতে কিবোর্ড বাজিয়েছেন এবং music Director ছিলেন ফুয়াদ নাসের বাবু ভাই

    • @chiroharith7167
      @chiroharith7167  2 หลายเดือนก่อน +1

      আমি আজ ফুয়াদ নাসের বাবুর সাথে কথা বলে নিশ্চিত হলাম, ভাই আমার ভুলটা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।

    • @musicroom6987
      @musicroom6987 2 หลายเดือนก่อน +1

      না ভাই সমস্যা নাই, আমিও নিলয়দার একজন ভক্ত , আপনিও দারুন গান করেন
      ধন্যবাদ আপনাকে

    • @chiroharith7167
      @chiroharith7167  2 หลายเดือนก่อน

      @@musicroom6987 ভালোই হল, পরিচয় হয়ে। ধন্যবাদ ভাই।