ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Anjan Dutta o Kabir Sumoner Gaan I অঞ্জন দত্ত ও কবীর সুমনের গান I একটি বিশ্লেষণধর্মী আলোচনা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ค. 2024
  • অঞ্জন দত্ত ও কবীর সুমনের গান
    Anjan Dutta o Kabir Sumoner Gaan
    একটা সময় ছিল, যখন শচীন, মান্না, হেমন্ত, ভূপেন, কিশোর, এই পাঁচ রত্নের বাইরে বাংলাগানকে কল্পনা করা যেতো না। কিন্তু নব্বইয়ের দশকে গিটার হাতে সুমন চট্টোপাধ্যায়ের উত্থানের মধ্যে দিয়ে আধুনিক বাংলা গান নতুন এক স্তরে পদার্পণ করে। আজকের আলোচনা ......
    #speechon_music
    #mukto
    #alochona

ความคิดเห็น • 5

  • @chiroharith7167
    @chiroharith7167  หลายเดือนก่อน

    কবীর সুমন ও অঞ্জন দত্ত, আধুনিক বাংলা গানের অতি পরিচিত দুটি নাম। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে কবীর সুমন তাঁর একক প্রচেষ্টায়, বাংলা গানের পঞ্চ পাণ্ডব খ্যাত শচীন, মান্না, কিশোর, হেমন্ত, ভূপেনদের চেনা পথ এড়িয়ে সম্পূর্ণ নতুন এক ধারায় গান গাওয়া শুরু করেন । পরবর্তীতে অঞ্জন দত্তও তাঁর পথ অনুসরণ করেন, গিটার হাতে গান গাওয়া শুরু করেন। আজ তাদের দুজনের গান নিয়ে মুক্ত আলোচনা।

  • @subirbd81
    @subirbd81 หลายเดือนก่อน +2

    Nice tropic

  • @user-tv8ih6rt2b
    @user-tv8ih6rt2b 14 วันที่ผ่านมา +1

    আপনি সুমনের সাথে কেন অঞ্জন-নচিকেতাকে মেলাচ্ছেন। সুমন চট্টপাধ্যায়ের গানে উৎসাহিত হয়ে অঞ্জনদত্ত গানশুরু করেন। যা অঞ্জন দত্ত নিজে স্বীকার করেছেন। আর নচিকেতা তো কিছু ভালো গান দিয়েছেন সে তো কমপ্লিট মিউজিশিয়ান না।
    সুমন তো বাংলা গানকে নতুন ধারা উপহার দিয়েছে, সে ধারায় আজ অনেক শিল্পী তৈরি হচ্ছে। সুমন চট্টপাধ্যায় তো বাংলা গানের একটি নতুন যুগ। ৬০ বা ৫০ দশক পূর্ব বাংলা গান ছিলো একটা যুগ, সে ধারা পরিবর্তন করে হেমন্ত মুখোপাধ্যায় এলেন নতুন যুগ নিয়ে, সে যুগে কিশোর কুমারও একজন মহিরুহ। এ যুগ চললো ৯০ এর শুরুর দিক পর্যন্ত তারপর এলো সুমন চট্টপাধ্যায়ের যুগ, যা এখনও চলছে।
    সুমন সম্মন্ধে বলতে হলে আরও বেশী সুমনকে জানতে হবে। সে তো ক্লাসিক শিল্পী।

    • @chiroharith7167
      @chiroharith7167  13 วันที่ผ่านมา

      তাতো অবশ্যই। আমিও তাই মনে করি। ছোটোখাটো কিছু ভুল হয়ে থাকতে পারে, ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। কারণ আমার ভিডিওটিও ছিল একটা improvisation, তাৎক্ষণিক পারফর্মেন্স।