সরকারের উচিত টেনিং দিয়ে সম্মানের সাথে দক্ষ শ্রমিক পাঠানো উচিত এতো কেউ খতি গস্ত হবে না প্লিজ মিডিয়া ভাইয়েরা একটু হেল্প করুন আপনার উছিলায় যদি একটা পরিবার বাঁচে এটার পুরুষকার আল্লাহ দিবে ইনশাআল্লাহ 😭😭😭😭❤️
বিদেশ গিয়ে যদি কৃষি কাজ করা লাগে তাহলে বাংলাদেশে কেন করতে পারব না, এই সুযোগ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যেন কৃষি কাজে মনোযোগ দিন আমাদের কৃষিমন্ত্রী আর সব গুণগতমান যেন ঠিক রাখে ,আর সবাই যেন বাংলাদেশের যেকোন মাল-সামান যেন বিদেশে রপ্তানী করতে পারে
অনেকেই আবেদন প্রক্রিয়া জানতে চাই ভাই আপনি আবেদন প্রক্রিয়া জানিনা কি করবেন । কারণ আপনি বাংলাদেশ থেকে কোন কিছু করতে পারবেন না। কৃষি ভিসা হলো। এখানকার মালিক আবেদন করবে সরকারের কাছে। আর সর্কার মালিককে অনুমোদন দিবে তুমি 50 জন লোক আন। তখন যারা ইতালি থাকে বাঙালি। তারা ওই মালিকের সাথে যোগাযোগ করবে। ওই মালিকের থেকে ভিসা কিনবে 500000।।। আর বাঙালি থেকে বিক্রি করবে 15 লাখ।। এই সব চিন্তা মাথা থেকে বাদ দিন। এখানে অনেকে আছে কোন কাজ কাম নেই ঘুরেফিরে খায়।।। এত টাকা দিয়ে এখানে আসার কোনো মানে হয় না।এখানে যে অনেকে কি কাজ কাম করে সেটা আপনার যদি একবার দেখেন। তাহলে এত টাকা দিয়ে কেউ আসতে চাইবে না। আর সবচেয়ে বড় কথা হল কাজ কষ্ট হোক কোন সমস্যা নেই। কিন্তু কাজ পাওয়াটা এখানে সোনার হরিণ। আর অনেকেই বলে এই ভিসা আবার রেনু হয়। এটা সম্পূর্ণ ভুল কথা। এই ভিসা কখনো রেনু হয়না। ছয় মাস পর অবৈধ। এখানে এমনিতেই কাজের সমস্যা। আর আপনি যদি অবৈধ হয় তখন আরো অনেক অনেক সমস্যা। আপনি ইতালিয়ান কোন ফ্যাক্টরি রেস্টুরেন্ট কোন ভালো জায়গায় কাজ পাবেন না।। তখন আপনাকে বাঙ্গালীদের সাথে কাজ করতে হবে। তারা আপনাকে অনেক কাজ করাবে।টাকা একদম কম দেবে। আর এখানে যে বাঙালি মালিক আছে যারা আপনাকে কাজ করাবে। তারা বেশিরভাগই মানুষ নয় খবিশ।অনেক কথা বললাম। তো ভাইয়েরা কারণ মিষ্টি কথা গুইলেন না। দালাল হতে সাবধান
কেউ যদি ১০/১২ লক্ষ টাকা খরচ করে ইতালিতে যায় তবে কি তারা ৬ মাস পরে ফিরে আসতে পারবে?? যদি ইতালির ভিসা এবং টিকিট বাবদ মোট খরচ এক থেকে দেড় লক্ষ টাকা হয় তবে এটা ঠিক হবে।
আমি আরব দেশ সৌদি আরব এসে লাইফের পাঁচ সাতটা বছর হারিয়ে ফেলেছি।বিনিময়ে কষ্টের অস্তিত্ব ছাড়া আর কিছুই পাইনি।,দুঃখিত সৌদি আরব,, তোমাকে দোষী সাব্যস্ত করার জন্য বেঁচে আছি আল্লাহর কাছে শুকরিয়া,,,,,😭
🕳️ সুখবর সুখবর সুখবর বাংলাদেশের দালালদের জন্য বিশাল সুখবর। আপনারা বাঁশ নিয়ে মানুষের রক্তচুষার জন্য প্রস্তুত হন। মানুষ বাঁশ খাওয়ার জন্য অধীর আগ্রহে আপনাদের জন্য অপেক্ষা করছে।
ভাই আপনি আবেদন প্রক্রিয়া জানিনা কি করবেন । কারণ আপনি বাংলাদেশ থেকে কোন কিছু করতে পারবেন না। কৃষি ভিসা হলো। এখানকার মালিক আবেদন করবে সরকারের কাছে। আর সর্কার মালিককে অনুমোদন দিবে তুমি 50 জন লোক আন। তখন যারা ইতালি থাকে বাঙালি। তারা ওই মালিকের সাথে যোগাযোগ করবে। ওই মালিকের থেকে ভিসা কিনবে 500000।।। আর বাঙালি থেকে বিক্রি করবে 15 লাখ।। এই সব চিন্তা মাথা থেকে বাদ দিন। এখানে অনেকে আছে কোন কাজ কাম নেই ঘুরেফিরে খায়।।। এত টাকা দিয়ে এখানে আসার কোনো মানে হয় না
@@tutulahmed24 ভাই আমি ইটালি থাকি। আর আমার মিথ্যা বলে কি লাভ। সত্ত এই জন্যই বলি। যাতে কেউ বিপদে না পড়ে। বাকি আপনাদের ইচ্ছা। বুজলে বুজ পাতা। না বুঝলে তেজপাতা
@@salamabdus5990 ভাই দয়া করে যদি আমার কমেন্টের উওর দেন খুশি হব আমার আপন চাচাত ভাইয়ের মামা থাকে ইতালি উনি বলছে উনার বাগনা আর আমার ছোট ভাইকে ইতালি নেবে টাকা লাগবে ৯লাখ এখন পাসপোর্টের সাথে এক লাখ আর বাকি টাকা ইতালি যাওয়ার পরে এখন ভাই আপনে যদি বলতেন টাকার পরিমান কত আর এভাবে হলে কি আমার ভাইকে পাঠাতে পারি কিনা।
আগামীকাল সকাল ০৯ঃ০০ থেকে আবেদন ফর্মটি পূরণ করে Ministero del'Internoতে সেভ করে রাখা যাবে যেটা Non Stagional ক্যাটাগরির হলে আগামী ২২ অক্টোবর সকাল ০৯ঃ০০ টা আর Stagional ক্যাটাগরির হলে ২৭শে অক্টোবর সকাল ০৯ঃ০০টা থেকে আগামী ৩১শে ডিসেম্বর ২০২০ এর মধ্যে যেকোন সময় Submit করা যাবে। বিঃদ্রঃ কোন দালালের খপ্পরে পড়ে মিথ্যা ও ভুয়া আশ্বাসে নিজের ক্ষতি করবেন না। মনে রাখবেন এখানে ২ ক্যাটাগরিতে মোট ৪/৫টা সেক্টরে কাজের আবেদন করা যাবে।
@@holyentertainment1132 💥💥💥ইতালির ভিসা সংক্রান্ত জরুরী সতর্কবানী 💥💥💥 ইতালিতে যেসব প্রবাসী বাংগালী ভিসা দেবার নাম করে দেশের মানুষের কাছ থেকে এডভান্স টাকা নিচ্ছেন,তাদের মধ্যে ৭০ পার্সেন্ট দালালই কোন ভিসা বের করতে পারবে না। কাহিনি সংক্ষেপে বলে দেই, ৩০ জনের কাছ থেকে ভিসা বের করার কথা বলে পাসপোর্ট এর কপি আর ২ লাখ টাকা নিয়ে ৬ মাস/ ১ বছর অপেক্ষা করিয়ে পরে বলবে যে আপনার কপাল খারাপ,ভিসা হয়নি। পরবর্তিতে কয়েক মাসের ইন্সটলমেন্টে আপনাকে দেড় লক্ষ টাকার মত ফেরত দিবে। মাঝ খান থেকে আপনাদের ৩০ জনের ৫০-৬০ লক্ষ টাকা ১ বছর নিজের ব্যবসাতে ইনভেস্ট করে সে হবে লালে লাল।। আপনি ১ বছর নাকে তেল দিয়ে ঘুমাবেন,কারন মনে মনে আপনি ইতালির পাস্তা আর পিজ্জা খাচ্ছেন। ১ বছর পর যখন ঘুম ভাংবে ততক্ষনে অনেক লেইট হয়ে গেছে। ফেসবুকের অনেকে এমন ভাবে পোস্ট দিচ্ছেন যেনো তাদের হাতে ইতালির সরকার ৫০/৬০ টা ভিসা দিয়ে রাখসে। সবাই এইসব দালাল বাটপার থেকে সতর্ক থাকবেন। ভিসার আগে কেউ কোন প্রকার টাকা দিবেন না, কারন ভিসা এপ্লাই করতে ইতালির ১০০/২০০ ইউরোর মত লাগবে। যে আপনার কাছ থেকে ভিসা হবার পরে ৭/৮ লক্ষ টাকা নিবে, সে কেনো আপনার জন্য মাত্র ১০০/২০০ ইউরো পকেট থেকে ইনভেস্ট করবে না??? একটু মাথা খাটাবেন। তার পরেও যদি কারো কাছে অনেক টাকা থাকে, আমার কাছে পাসপোর্ট আর ২ লাখ করে জমা দিতে পারেন। রেজাল্ট কিন্তু উপরে বলে দিসি 🙃🙃 সো বি কেয়ারফুল!
ইতালিতে এমন কেও আছে ওনি ওখান থেকে আবেদন করলে বিষয় টা সহজ হবে এবং জাবতিয় কাজ গুলো ওনিই করে দিলে সব কিছু তারাতাড়ি হবে নিকটস্থ ইতালি প্রবাসির সাথে যোগাযোগ করতে পারেন
@@ratulhassan9860 পাগল হবেন না মালয়েশিয়া ও এর আগে বলেছিলো এক লাখ শ্রমিক নিবে কিন্তু নেয়নি,এই গুলো হলো নাটক,ফয়দা লুটার কায়দা,দেখবেন ঠিক মালয়েশিয়ার মতো হবে ইটালি ভিসা গুলো সবাই সাবধান
ইতালির প্রধানমন্ত্রী কে ধন্যবাদ কিভাবে আবেদন করতে হবে , আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে জানান, তাহলে জনসাধারন উপকৃত হবে দালাল চক্র এর হাত থেকে ও রক্ষা পাবে ।
নেটওয়ার্কের সমস্যা ভুগছেন, ইন্টারনেট স্পিড কম পাচ্ছেন, ঘরের বাইরে নেটওয়ার্ক আছে অথচ ঘরের ভেতরে গেলে মোবাইলে কথা বলতে পারছেন না..!!শান্তিমতো কথা বলতে-শুনতে পারেন না, কথা কেটে আসে হঠাৎ বিকট শব্দ হওয়ায় কথা বুঝতে সমস্যা হয় ! ঘরের ভেতর থেকে ইন্টারনেট ব্রাউজিংয়ের ভালো স্পীড পাচ্ছেন না..?? এমতাবস্থায় ঠিকভাবে মোবাইলে যোগাযোগ করতে না পেরে আপনার বহুল পরিচিত বাসা-বাড়ী ব্যবসা-প্রতিষ্ঠানের স্থান পরিবর্তনের কথাও ভেবে রেখেছেন...😭 এই সমস্যা সমাধানের জন্য বা ঘরের ভেতর শক্তিশালী নেটওয়ার্কের জন্য, বাংলাদেশের যে কোনো দূর্বল নেটওয়ার্ক টেলিটক রবি বাংলালিংক গ্রামীনফোন ইত্যাদি সিগন্যালকে বৃদ্ধি ও শক্তিশালী করতে আমরা দিচ্ছি সাশ্রয়ী মুল্যে "উচ্চ ক্ষমতা সম্পন্ন কোয়ালিটি প্রডাক্ট স্মার্ট নেটওয়ার্ক এমপ্লিফায়ার ও ইন্সটলেশন সার্ভিস" সুবিধা সাথে এক বছরের ফ্রি ওয়ারেন্টি সার্ভিস। আপনার এরিয়াতে-গ্রামে-বাড়ির আশে পাশে থ্রিজি নেটওয়ার্ক বা ফোরজি নেটওয়ার্ক কভারেজ থাকুক অথবা নাই থাকুক। আপনি এই ডিভাইসটির আওতাধীন ২০০ মিটারের ভেতর, যেখানেই থাকুন না কেন নিশ্চিন্তে শক্তিশালী 2g 3g 4g মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। মোবাইলের নেটওয়ার্ক সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান নিতে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ানদের সাথে সরাসরি [হোয়াটসঅ্যাপ নাম্বারঃ +8801772277088] যোগাযোগ করুন। Facebook @t
প্রথমে সময় টিভির সকল সাংবাদিক ভাইদের কে ধন্যবাদ এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে আরো ধন্যবাদ জানাচ্ছি যারা ইতালি গিয়ে প্রবাসীদের জন্য কাজের সন্ধান নিয়ে আসলো তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে সকল প্রবাসী ভাইদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা সবাই বাইরে যাওয়ার সময় অবশ্যই আপনাদের কাজের এগ্রিমেন্ট পেপার আপনাদের কাজের কয় ঘন্টা ডিউটি সবগুলো জেনে সব আইন কানুন মেনে চলার জন্য আসার জন্য অনুরোধ করছি সময় টিভির মাধ্যমে বাংলাদেশের সকল ট্রাভেল এজেন্সি গুলোকে জানিয়ে দিতে চাই আপনারা যে টিকেট দেন টিকিটের গায়ে কত টাকার ক্রিকেট লেখা থাকতে হবে এই আইনটা সরকারিভাবে থাকলেও এজেন্সি টাকার অনুমানগুলো লিখে না ওগুলা লিখতে হবে নিয়ম কারণ সব বুঝিয়ে দিতে হবে তাহলে প্রবাসীরা একটু শান্তির আসাস পাবে বলে আমরা প্রবাসীরা মনে করি আমার কমেন্ট আপনাদের পছন্দ হয়ে থাকলে সবাই কমেন্টে সময় টিভির মাধ্যমে সকল বাংলাদেশি ভাইদের কাছে পৌঁছে দিন
ফ্রেশ প্রসেস টা আমাদের জানানোর আবেদন রইলো🙏🙏🙏।যাতে আমাদের দালালের আশ্রয় নিতে না হয়। তাই আমাদেরকে প্রপার ইনফরমেশন দিয়ে আস্থা টা অর্জন করুন। সত্যি কথা বলতে জনগণের বিশ্বাসের জায়গাটা একেবারে তলানিতে। কিবা সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি একটির উপরেও জনগণের আস্থা নেই।
কৃষি ভিসায়,৪/৫ লাখ টাকার মধ্যে হলে ঠিক আছে,এর চেয়ে বেসি টাকা খরচ করে ইটালি না জাওয়াই ভালো কারন দুর থেকে ইউরোপ জতো সহজ মনে হয় বাস্তবে ততো সহজ না,৮ মাস থাকে শিত বরপ পরে শিতে,,এর মধ্যে কাজ ৮/১০ ঘন্টা কাজ করা কিন্তু বড় কঠিক,তা ছরা যে টাকা বিনিয়োগ করে বিদেশে জাবেন ঐ টাকা বিনিয়োগ করে দেশেই কিছু করার চেষ্টা করুন এতে আমাদের দেশ সচল হবে আসা করি,পরের দেশে বেসি টাকা বিনিয়োগ না করাই ভালো।
আল্লাহ ততদিন পর্যন্ত ঐ জাতির ভাগ্য পরিবর্তন করেন না জতদিন ঐ জাতি নিজে নিজের ভাগ্য পরিবর্তন না করে। অন্ন দেশ গিয়ে কাজ না করে নিজের দেশর জন্য কাজ করে ভাগ্য পরিবর্তন। নিজের দেশকে এগিয়ে নেন,জাতে আমারা ইতালিতে না,ইতালিরা আমাদের দেশএ কাজ করতে আসে।
একটা জিনিস বুঝায় দিতে পারবে কেউ?? আমরা ইতালী প্রবাসীরা যখন মার্চে দেশে আসছে তখন শরীয়তপুর সহ বাংলাদেশের বহু প্রতিষ্ঠান এবং অনেক মানুষ ইতালী প্রবাসীদের ডুকা নিষেধ ও অনেক কিছু করেছে । এমন কি মিষ্টি ও চায়ের দোকানে সুপার মার্কেট সাইনবোর্ডটি লাগানো হয়ে ছিলো ইতালী প্রবাসীদের আশা বসা কেনা কাটা নিষেধ।এখন ইতালী সরকার ক্ষেতের কাজ করার জন্য শ্রমিক নিবে এখন ঘুম হারাম সবাই ইতালী আসতে চায় হায় বাঙালি কেউ কিন্ত সে কথা ভুলে নাই সবার মনে আছে !!!!! সবাই ক্ষেতে কাজের জন্যই যাবে, দরকার হলে লাখ বিশ খরচ করেও?? তাহলে ঐ প্রবাসীর কথাই ঠিক (আই অ্যাম ইটালিয়ান পাসপোর্ট ধারী)
ইতালির প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানাই আবুধাবী থেকে ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
Vai dubai er visa ki akon kula?
Abu dhabi thake ki italy jawa somvob bro??
@@nirjonchowdhury324 জানি না, আমি ও খুজতেছি , আমি ও আবু ধাবি থাকি
Ame jabo nebar jonno kaw asa vai ...
Assa vai itali te jawer application korbo kivabe......?
ইউরোপ যাওয়ার জন্য আজ তিন বছর ধরে 5 লক্ষ টাকা দিয়েছি এখনো ইউরোপ যেতে পারি নাই টাকা উঠাতে পারি নাই ,
দয়া করে দালালদের কাছে কেউ টাকা দিবেন না
সরকারের উচিত টেনিং দিয়ে সম্মানের সাথে দক্ষ শ্রমিক পাঠানো উচিত
এতো কেউ খতি গস্ত হবে না প্লিজ মিডিয়া ভাইয়েরা একটু হেল্প করুন
আপনার উছিলায় যদি একটা পরিবার বাঁচে
এটার পুরুষকার আল্লাহ দিবে ইনশাআল্লাহ 😭😭😭😭❤️
আমরা আবেদনটা কিভাবে করব কেউ কি জানো জানলে প্লিজ জানাও
আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় একটা সুখবর আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে বিদেশে যাওয়ার এবং কাজ করার তৌফিক দান করুক আমিন
khakir polara gia lav ki.. oita to christian desh.. tora Muslim ra jabi jn
যাইতে যদি ২/২.৫ লাখ টাকা লাগে তা হলে কেও আইন অমান্য করবে না।
ato tk diye vai middle east aw jawa jayna
@@Desikittens143, তা ঠিক ভাই, কিন্তু ১০/১২ লাখ দিয়ে কি ৬ মাসের জন্য কেও ইউরোপ যাবে। অন্তত ৩ বছরের চুক্তি তে পাঠালে ভালো হয়।
@@Desikittens143 dalal chara middle east 1 lakh takar modde jawa jay
@@Desikittens143 obosshoi jawa Jai .
Assa vai itali te jawer application korbo kivabe......?
না জানি এই সুযোগটায় দালালরা কতো মানুষের টাকা মেরে খাবে
Hahahahaahha
You are always right
R8
রাইট
আনেক লোক দালালে খপ্পরে ফকির হয়ে য়াবে
My brother so richki so contark them
সরাসরি ইতালি যাওয়ার জন্য সঠিক অফিসের ঠিকানা দেওয়া হোক...
খুব খুশির সংবাদ❤❤❤❤❤❤😍😍😍😍😍😍
আলহামদুলিল্লাহ।
ভাইকতমাসলাগবেজানতে
বিদেশ গিয়ে যদি কৃষি কাজ করা লাগে তাহলে বাংলাদেশে কেন করতে পারব না, এই সুযোগ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যেন কৃষি কাজে মনোযোগ দিন আমাদের কৃষিমন্ত্রী আর সব গুণগতমান যেন ঠিক রাখে ,আর সবাই যেন বাংলাদেশের যেকোন মাল-সামান যেন বিদেশে রপ্তানী করতে পারে
সংবাদটা খুব ভালো,,,,
অনেকেই আবেদন প্রক্রিয়া জানতে চাই ভাই আপনি আবেদন প্রক্রিয়া জানিনা কি করবেন । কারণ আপনি বাংলাদেশ থেকে কোন কিছু করতে পারবেন না। কৃষি ভিসা হলো। এখানকার মালিক আবেদন করবে সরকারের কাছে। আর সর্কার মালিককে অনুমোদন দিবে তুমি 50 জন লোক আন। তখন যারা ইতালি থাকে বাঙালি। তারা ওই মালিকের সাথে যোগাযোগ করবে। ওই মালিকের থেকে ভিসা কিনবে 500000।।। আর বাঙালি থেকে বিক্রি করবে 15 লাখ।। এই সব চিন্তা মাথা থেকে বাদ দিন। এখানে অনেকে আছে কোন কাজ কাম নেই ঘুরেফিরে খায়।।। এত টাকা দিয়ে এখানে আসার কোনো মানে হয় না।এখানে যে অনেকে কি কাজ কাম করে সেটা আপনার যদি একবার দেখেন। তাহলে এত টাকা দিয়ে কেউ আসতে চাইবে না। আর সবচেয়ে বড় কথা হল কাজ কষ্ট হোক কোন সমস্যা নেই। কিন্তু কাজ পাওয়াটা এখানে সোনার হরিণ। আর অনেকেই বলে এই ভিসা আবার রেনু হয়। এটা সম্পূর্ণ ভুল কথা। এই ভিসা কখনো রেনু হয়না। ছয় মাস পর অবৈধ। এখানে এমনিতেই কাজের সমস্যা। আর আপনি যদি অবৈধ হয় তখন আরো অনেক অনেক সমস্যা। আপনি ইতালিয়ান কোন ফ্যাক্টরি রেস্টুরেন্ট কোন ভালো জায়গায় কাজ পাবেন না।। তখন আপনাকে বাঙ্গালীদের সাথে কাজ করতে হবে। তারা আপনাকে অনেক কাজ করাবে।টাকা একদম কম দেবে। আর এখানে যে বাঙালি মালিক আছে যারা আপনাকে কাজ করাবে। তারা বেশিরভাগই মানুষ নয় খবিশ।অনেক কথা বললাম। তো ভাইয়েরা কারণ মিষ্টি কথা গুইলেন না। দালাল হতে সাবধান
আগে ইতালি যেতে সবাই পাগল ছিলো আজ ভিসা চালু হইছে আজ যাবে না😁😁😁😂😂😂
কিশি,,পনসার,,আস্টোশো,,এইসব কোন ধরনের উচ্চারণ⁉️
দেশের প্রথম সারির খবর প্রচারের চ্যানেলের রিপোর্টার/সাংবাদিক যদি হয় এমন, তাহলে বাকিরা কি করবে??
🤪🤣🤣🤣
অনেক অনেক ধন্যবাদ ইতালির প্রধানমন্এি কে
😀😀😀😀
কেউ যদি ১০/১২ লক্ষ টাকা খরচ করে ইতালিতে যায় তবে কি তারা ৬ মাস পরে ফিরে আসতে পারবে?? যদি ইতালির ভিসা এবং টিকিট বাবদ মোট খরচ এক থেকে দেড় লক্ষ টাকা হয় তবে এটা ঠিক হবে।
Agreed
Tk
অসংখ্য ধন্যবাদ ইতালিয়ান প্রধানমন্ত্রী ও তার সরকার কে
১০-১২ লাখ টাকায় ইতালি গিয়ে ৬ মাসে কি করে সেই টাকা তুলবে, তখন বাধ্য হয়ে ই ২ য় রাস্তা খোঁজে।
আমি আরব দেশ সৌদি আরব এসে লাইফের পাঁচ সাতটা বছর হারিয়ে ফেলেছি।বিনিময়ে কষ্টের অস্তিত্ব ছাড়া আর কিছুই পাইনি।,দুঃখিত সৌদি আরব,, তোমাকে দোষী সাব্যস্ত করার জন্য বেঁচে আছি আল্লাহর কাছে শুকরিয়া,,,,,😭
আপনি এখন কুথায় থাকেন
🕳️ সুখবর সুখবর সুখবর বাংলাদেশের দালালদের জন্য বিশাল সুখবর। আপনারা বাঁশ নিয়ে মানুষের রক্তচুষার জন্য প্রস্তুত হন। মানুষ বাঁশ খাওয়ার জন্য অধীর আগ্রহে আপনাদের জন্য অপেক্ষা করছে।
Student ভিসা নিয়ে কিছু বলবেন দয়া করে 🙂 আর যদি ভিডিও করা থাকে লিংক টা দেবেন Please
আমাকেও জানাবেন
আবেদন প্রক্রিয়া জানতে চায়,,,,?
দয়াকরে জানালে উপকৃত হবো,,,
Tk bolsen
ভাই আপনি আবেদন প্রক্রিয়া জানিনা কি করবেন । কারণ আপনি বাংলাদেশ থেকে কোন কিছু করতে পারবেন না। কৃষি ভিসা হলো। এখানকার মালিক আবেদন করবে সরকারের কাছে। আর সর্কার মালিককে অনুমোদন দিবে তুমি 50 জন লোক আন। তখন যারা ইতালি থাকে বাঙালি। তারা ওই মালিকের সাথে যোগাযোগ করবে। ওই মালিকের থেকে ভিসা কিনবে 500000।।। আর বাঙালি থেকে বিক্রি করবে 15 লাখ।। এই সব চিন্তা মাথা থেকে বাদ দিন। এখানে অনেকে আছে কোন কাজ কাম নেই ঘুরেফিরে খায়।।। এত টাকা দিয়ে এখানে আসার কোনো মানে হয় না
@@salamabdus5990 vai apne kothay thakn? Apni ja bolsen ta ki sotto??
@@tutulahmed24 ভাই আমি ইটালি থাকি। আর আমার মিথ্যা বলে কি লাভ। সত্ত এই জন্যই বলি। যাতে কেউ বিপদে না পড়ে। বাকি আপনাদের ইচ্ছা। বুজলে বুজ পাতা। না বুঝলে তেজপাতা
@@salamabdus5990 ভাই দয়া করে যদি আমার কমেন্টের উওর দেন খুশি হব আমার আপন চাচাত ভাইয়ের মামা থাকে ইতালি উনি বলছে উনার বাগনা আর আমার ছোট ভাইকে ইতালি নেবে টাকা লাগবে ৯লাখ এখন পাসপোর্টের সাথে এক লাখ আর বাকি টাকা ইতালি যাওয়ার পরে এখন ভাই আপনে যদি বলতেন টাকার পরিমান কত আর এভাবে হলে কি আমার ভাইকে পাঠাতে পারি কিনা।
Amar ki vaby jabo???
Sorkari vaby kon office theky lok nine....plz answer me
দালাল ছাড়া আমরা কিভাবে আবেদন করব ভিসার জন্য 😢😢😢😢😢
রিপ্লাই দিবেন প্লিজ 😊
সবার আগে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে❤❤🇧🇩
সময় সংবাদকে অসংখ্য ধন্যবাদ
আমার একটি প্রশ্ন ছিলো
আমরা দালাল ছাড়া কোথায় যোগাযোগ করবো ইতালির জন্য অনুগ্রহ করে জানাবেন
আমি জদি জেতে পারতাম আমিতো ঘুমিয়ে ঘুমিয়ে সপ্ন দেখি জে আমি ইতালি জাই আমার একটা সপ্ননের জাগা ইতালি।।
Ami niya jamu 😁😁😁😁
@@ffbasickiller5471 তাই নাকি
Hmm ekdom
@@ffbasickiller5471 তাহলে কবে নিয়ে জাবেন
@@kotha2277 tumi kobe jabe suni
Kew jode Italy jeathe chan amake nock diyen, 100%guarntee shoho pathano hobe nijossho loker maddhome kono jal ba frud ar sujog nei jachai kore jaben, inshallah valo hobe 😍😍😍
আমরা চাই Dhaka থেকে Rome যাওয়ার সরাসরি ফ্লাইট চাই। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রইল।
Alhamdulilah ,joma deyar Jonno already sob ready korci,next week a joma dibo Baki ta Allah vorosha
Vai kivabe apply korbo jodi aktu bolten
আগামীকাল সকাল ০৯ঃ০০ থেকে আবেদন ফর্মটি পূরণ করে Ministero del'Internoতে সেভ করে রাখা যাবে যেটা Non Stagional ক্যাটাগরির হলে আগামী ২২ অক্টোবর সকাল ০৯ঃ০০ টা আর Stagional ক্যাটাগরির হলে ২৭শে অক্টোবর সকাল ০৯ঃ০০টা থেকে আগামী ৩১শে ডিসেম্বর ২০২০ এর মধ্যে যেকোন সময় Submit করা যাবে।
বিঃদ্রঃ কোন দালালের খপ্পরে পড়ে মিথ্যা ও ভুয়া আশ্বাসে নিজের ক্ষতি করবেন না। মনে রাখবেন এখানে ২ ক্যাটাগরিতে মোট ৪/৫টা সেক্টরে কাজের আবেদন করা যাবে।
Link ta hobe vai?
vai website ar address ta dewha jabe??
@@holyentertainment1132 💥💥💥ইতালির ভিসা সংক্রান্ত জরুরী সতর্কবানী 💥💥💥
ইতালিতে যেসব প্রবাসী বাংগালী ভিসা দেবার নাম করে দেশের মানুষের কাছ থেকে এডভান্স টাকা নিচ্ছেন,তাদের মধ্যে ৭০ পার্সেন্ট দালালই কোন ভিসা বের করতে পারবে না।
কাহিনি সংক্ষেপে বলে দেই,
৩০ জনের কাছ থেকে ভিসা বের করার কথা বলে পাসপোর্ট এর কপি আর ২ লাখ টাকা নিয়ে ৬ মাস/ ১ বছর অপেক্ষা করিয়ে পরে বলবে যে আপনার কপাল খারাপ,ভিসা হয়নি। পরবর্তিতে কয়েক মাসের ইন্সটলমেন্টে আপনাকে দেড় লক্ষ টাকার মত ফেরত দিবে।
মাঝ খান থেকে আপনাদের ৩০ জনের ৫০-৬০ লক্ষ টাকা ১ বছর নিজের ব্যবসাতে ইনভেস্ট করে সে হবে লালে লাল।।
আপনি ১ বছর নাকে তেল দিয়ে ঘুমাবেন,কারন মনে মনে আপনি ইতালির পাস্তা আর পিজ্জা খাচ্ছেন। ১ বছর পর যখন ঘুম ভাংবে ততক্ষনে অনেক লেইট হয়ে গেছে।
ফেসবুকের অনেকে এমন ভাবে পোস্ট দিচ্ছেন যেনো তাদের হাতে ইতালির সরকার ৫০/৬০ টা ভিসা দিয়ে রাখসে। সবাই এইসব দালাল বাটপার থেকে সতর্ক থাকবেন।
ভিসার আগে কেউ কোন প্রকার টাকা দিবেন না, কারন ভিসা এপ্লাই করতে ইতালির ১০০/২০০ ইউরোর মত লাগবে। যে আপনার কাছ থেকে ভিসা হবার পরে ৭/৮ লক্ষ টাকা নিবে, সে কেনো আপনার জন্য মাত্র ১০০/২০০ ইউরো পকেট থেকে ইনভেস্ট করবে না??? একটু মাথা খাটাবেন।
তার পরেও যদি কারো কাছে অনেক টাকা থাকে, আমার কাছে পাসপোর্ট আর ২ লাখ করে জমা দিতে পারেন। রেজাল্ট কিন্তু উপরে বলে দিসি 🙃🙃 সো বি কেয়ারফুল!
আমাদের প্রধানমন্ত্রী কে ধন্যবাদ
দালাল ছাড়া এপ্লাই করার নিয়মাবলি কি তা নিয়ে একটা প্রতিবেদন দেন?
আর তা না হলে এই সমস্ত ফাইজলামি বন্ধ করেন😬
সহমত
কিভাবে ইতালি ভিসার জন্য এপ্লাই করব
ভাই আপনে যদি জানতে পারেন কিভাবে Italy ভিসার জন্য আবেদন করা
যায় please বলেন
Amio jete cai
Kiba be apply korboh kew jenle boilen
ইতালিতে এমন কেও আছে
ওনি ওখান থেকে আবেদন করলে
বিষয় টা সহজ হবে
এবং জাবতিয় কাজ গুলো ওনিই করে দিলে
সব কিছু তারাতাড়ি হবে
নিকটস্থ ইতালি প্রবাসির সাথে
যোগাযোগ করতে পারেন
@@ratulhassan9860 পাগল হবেন না মালয়েশিয়া ও এর আগে বলেছিলো এক লাখ শ্রমিক নিবে কিন্তু নেয়নি,এই গুলো হলো নাটক,ফয়দা লুটার কায়দা,দেখবেন ঠিক মালয়েশিয়ার মতো হবে ইটালি ভিসা গুলো সবাই সাবধান
ইতালির প্রধানমন্ত্রী কে ধন্যবাদ
কিভাবে আবেদন করতে হবে , আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে জানান, তাহলে জনসাধারন উপকৃত হবে দালাল চক্র এর হাত থেকে ও রক্ষা পাবে ।
Shohomot
Itali jawar jonno ki ki proyojon?
Abong kothai dite hbe segulo?
ভালোই হয়েছে। তবে মানুষ দালালদের হাতে না পড়লেই হলো।
Thanks Etali gobman thanks you so mach
এত কিছু বললেন বাট আবেদন পক্রিয়া বললেন না, কিসের নিউজ করেন মিয়া😡
Dalal go kas theika commission loite oibo to bujhen na
Math a kaj koar jno niya jabay 6 mas ar visa dibay....
Italy theke ki Bangla bolar doron bule gelo reporter
😴😴😅
সব ধরনের তথ্য আমাদের জানান👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋🤚🤚🤚🤚👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
কিভাবে যেতে হবে। কোথায় টাকা দিতে হবে এবং কত টাকা লাগবে। কোথায় যোগাযোগ করতে হবে। কোথায় গেলে আমি যেতে পারব। সব রকমের খুটি- নাটি তথ্য জেনে আমাদের জানান।
Apply korbo Kivabe,,, company to paccina.. Dalal dhorta o chaina. Kono help korta parben ki apnara. Any company website or email, where have vacancy.
বিস্তারিত হলে ভাল হয়।কি কি লাগবে?কিভাবে জেতে হবে ইত্তাদি
বাংলাদেশের থেকে বেশি বেশি লোক পাঠাইবার বেবসতা করুন পর রাষ্ট্র মনতী সহজে কম খরচের মধ্যে ইতালিতে।
ভালো কোনো দালাল থাকলে রিপ্লাই করেন, আমি প্রতারনার স্বীকার হতে চাই 😪😪
নেটওয়ার্কের সমস্যা ভুগছেন, ইন্টারনেট স্পিড কম পাচ্ছেন, ঘরের বাইরে নেটওয়ার্ক আছে অথচ ঘরের ভেতরে গেলে মোবাইলে কথা বলতে পারছেন না..!!শান্তিমতো কথা বলতে-শুনতে পারেন না, কথা কেটে আসে হঠাৎ বিকট শব্দ হওয়ায় কথা বুঝতে সমস্যা হয় ! ঘরের ভেতর থেকে ইন্টারনেট ব্রাউজিংয়ের ভালো স্পীড পাচ্ছেন না..?? এমতাবস্থায় ঠিকভাবে মোবাইলে যোগাযোগ করতে না পেরে আপনার বহুল পরিচিত বাসা-বাড়ী ব্যবসা-প্রতিষ্ঠানের স্থান পরিবর্তনের কথাও ভেবে রেখেছেন...😭
এই সমস্যা সমাধানের জন্য বা ঘরের ভেতর শক্তিশালী নেটওয়ার্কের জন্য, বাংলাদেশের যে কোনো দূর্বল নেটওয়ার্ক টেলিটক রবি বাংলালিংক গ্রামীনফোন ইত্যাদি সিগন্যালকে বৃদ্ধি ও শক্তিশালী করতে আমরা দিচ্ছি সাশ্রয়ী মুল্যে "উচ্চ ক্ষমতা সম্পন্ন কোয়ালিটি প্রডাক্ট স্মার্ট নেটওয়ার্ক এমপ্লিফায়ার ও ইন্সটলেশন সার্ভিস" সুবিধা সাথে এক বছরের ফ্রি ওয়ারেন্টি সার্ভিস।
আপনার এরিয়াতে-গ্রামে-বাড়ির আশে পাশে থ্রিজি নেটওয়ার্ক বা ফোরজি নেটওয়ার্ক কভারেজ থাকুক অথবা নাই থাকুক। আপনি এই ডিভাইসটির আওতাধীন ২০০ মিটারের ভেতর, যেখানেই থাকুন না কেন নিশ্চিন্তে শক্তিশালী 2g 3g 4g মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
মোবাইলের নেটওয়ার্ক সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান নিতে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ানদের সাথে সরাসরি [হোয়াটসঅ্যাপ নাম্বারঃ +8801772277088] যোগাযোগ করুন।
Facebook
@t
onek valo laglo.
কোথায়,কিভাবে এবং কত তারিখের মধ্যে আবেদন করতে হবে?
কিভাবে এপ্লাই করবো কোনো লিংক বা অ্যাড্রেস তো দেন নাই আপনারা ?? প্লিজ দিলে উপকৃত হব
খুব কষ্টের কথা ভাই, যেতে তো পারবো না দালালের কারনে, আমরা জনগণ অসহায় আমাদের দ্বাইত্ত কি সরকার নিবে টাকা গুলো মাইর গেলে,
আল্লাহ তুমি আমার কোপাল টা খুলে দাও। আমি যেনো ইতালি যেতে পারি।
Lol 🤣😂
প্রথমে সময় টিভির সকল সাংবাদিক ভাইদের কে ধন্যবাদ এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে আরো ধন্যবাদ জানাচ্ছি যারা ইতালি গিয়ে প্রবাসীদের জন্য কাজের সন্ধান নিয়ে আসলো তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে সকল প্রবাসী ভাইদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা সবাই বাইরে যাওয়ার সময় অবশ্যই আপনাদের কাজের এগ্রিমেন্ট পেপার আপনাদের কাজের কয় ঘন্টা ডিউটি সবগুলো জেনে সব আইন কানুন মেনে চলার জন্য আসার জন্য অনুরোধ করছি সময় টিভির মাধ্যমে বাংলাদেশের সকল ট্রাভেল এজেন্সি গুলোকে জানিয়ে দিতে চাই আপনারা যে টিকেট দেন টিকিটের গায়ে কত টাকার ক্রিকেট লেখা থাকতে হবে এই আইনটা সরকারিভাবে থাকলেও এজেন্সি টাকার অনুমানগুলো লিখে না ওগুলা লিখতে হবে নিয়ম কারণ সব বুঝিয়ে দিতে হবে তাহলে প্রবাসীরা একটু শান্তির আসাস পাবে বলে আমরা প্রবাসীরা মনে করি আমার কমেন্ট আপনাদের পছন্দ হয়ে থাকলে সবাই কমেন্টে সময় টিভির মাধ্যমে সকল বাংলাদেশি ভাইদের কাছে পৌঁছে দিন
কবে তেকে আবেদন শুরু হবে ভাইজান জানালে ভালো হত,,
১৪ থেকে ১৬ লাখ টাকা দিবার পর কৃষি চাকরি মিলবে এই, ভুল কেউ কইরেন না
ভাই এতো টাকা লাগে নাকি?
🤑🤑🤑😟
রাইট সব চিটার বাটপার
😁🤣👍👍😆
Ganzakhor😝😝
কোথায় কিভাবে আবেদন করতে হবে? কত টাকা লাগবে? বিস্তারিত জানান।
পুরুষ মানেই ধর্ষণকারী নয়,একজন পুরুষের বুকেই
একজন নারীর সবচেয়ে নিরাপদ স্থান,
যদি পুরুষটি চরিত্রবান হয় 😎😎😎
@আমার বিজনেস 🚻🚻🚻
কতো টাকা খরচ হবে আর কবে থেকে সুরু হচ্ছে একটু জানাবেন
আমি কি বাবে যোগাযোগ করবো
ভাই নতুন ভিসা কি যাওয়া যাবে এবং নতুন ভিসা পাওয়া যাবে কি ভাবে কতো টাকা লাগবে
ফ্রেশ প্রসেস টা আমাদের জানানোর আবেদন রইলো🙏🙏🙏।যাতে আমাদের দালালের আশ্রয় নিতে না হয়। তাই আমাদেরকে প্রপার ইনফরমেশন দিয়ে আস্থা টা অর্জন করুন।
সত্যি কথা বলতে জনগণের বিশ্বাসের জায়গাটা একেবারে তলানিতে। কিবা সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি একটির উপরেও জনগণের আস্থা নেই।
কি করে আবেদন করবো তা জানালে ভালো হতো। কার সাথে যোগাযোগ করব? কোন লিংক থাকলে দিলে ভাল হতো।
আবেদন অনলাইনে করা যাবে এবং ২০০-২৫০ ইউরো অনলাইনে পেমেন্ট করতে হতে পারে আমি শুনেছি
Italy to Bangladesh er flight ki khula ase
কিভাবে যেতে হবে। কোথায় টাকা দিতে হবে এবং কত টাকা লাগবে। কোথায় যোগাযোগ করতে হবে। কোথায় গেলে আমি যেতে পারব।
kmn khoros lagte pare janaben..?
Ki vabe abedon korbo? Kothay office, ami jaite chai,,
কি ভাবে আবেদন করবো সময় আছে কি জানাবেন
ইতালি সরকারকে সাধুবাদ।।
সাদুবাদ কি? কি বাদ?
@@azadhosain2833 শুকরিয়া ভাই
কিভাবে আবেদন করতে হবে??? কি কি লাগবে একটু বলেন আমাকে।
কৃষি ভিসায়,৪/৫ লাখ টাকার মধ্যে হলে ঠিক আছে,এর চেয়ে বেসি টাকা খরচ করে ইটালি না জাওয়াই ভালো কারন দুর থেকে ইউরোপ জতো সহজ মনে হয় বাস্তবে ততো সহজ না,৮ মাস থাকে শিত বরপ পরে শিতে,,এর মধ্যে কাজ ৮/১০ ঘন্টা কাজ করা কিন্তু বড় কঠিক,তা ছরা যে টাকা বিনিয়োগ করে বিদেশে জাবেন ঐ টাকা বিনিয়োগ করে দেশেই কিছু করার চেষ্টা করুন এতে আমাদের দেশ সচল হবে আসা করি,পরের দেশে বেসি টাকা বিনিয়োগ না করাই ভালো।
সৌদি আরব থেকে ইউরোপে যাওয়ার কোনো সুযোগ থাকে তাহলে আমাদেরকে জানাবেন ভাই প্লিজ দয়া করবেন আমাদেরকে
কি ভাবে কোথায় আবেদন করতে হবে বললে ভালো হতো।
সময় টিভির কাছে জানতে চাই কিভাবে আবেদন করে যেতে হবে ইটালি
Good job Bangladesh.
Thanks to Italy.
কতো টাকা লাগবে
কিবাভ জাবো বলেন
Good news for Bangladesh
ইতালিতে যাওয়ার জন্য কোন অফিসে যোগাযোগ করতে হবে।
ভাই কোথায় গিয়ে আবেদন করতে হবে একটু বলবেন স্যার দালালমুক্তভাবে। তার একটা ভিডিও দেন প্লিজ।
আল্লাহ ততদিন পর্যন্ত ঐ জাতির ভাগ্য পরিবর্তন করেন না জতদিন ঐ জাতি নিজে নিজের ভাগ্য পরিবর্তন না করে। অন্ন দেশ গিয়ে কাজ না করে নিজের দেশর জন্য কাজ করে ভাগ্য পরিবর্তন। নিজের দেশকে এগিয়ে নেন,জাতে আমারা ইতালিতে না,ইতালিরা আমাদের দেশএ কাজ করতে আসে।
ভাইয়া ইতালিতে যেতে সর্ব মোট কতো টাকা লাগবে প্লিজ আমাকে একটু জানাবেন
বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১/২ হাজার নিবে, তাও কবে আসতে পারবে আল্লাহই ভালো জানে
আবেদন করার ঠিকানা বা লিংক টা দিয়ে দিলে ভাল হয় সবার জন্য
Bhai ki vabe jogajog korbo...??
Students visai jabo ki kore..?
আবেদন টা জেন সরকারি ভাবে হয়। আর আবেদন করতে হবে কবে তা বিডিও টায় বলে দিলে ভালো হতো।
italy visa start hobe kobe apply korar por
Onak thanks Italy r prim ministur k
একটা জিনিস বুঝায় দিতে পারবে কেউ??
আমরা ইতালী প্রবাসীরা যখন মার্চে দেশে আসছে তখন শরীয়তপুর সহ বাংলাদেশের বহু প্রতিষ্ঠান এবং অনেক মানুষ ইতালী প্রবাসীদের ডুকা নিষেধ ও অনেক কিছু করেছে । এমন কি মিষ্টি ও চায়ের দোকানে সুপার মার্কেট সাইনবোর্ডটি লাগানো হয়ে ছিলো ইতালী প্রবাসীদের আশা বসা কেনা কাটা নিষেধ।এখন ইতালী সরকার ক্ষেতের কাজ করার জন্য শ্রমিক নিবে এখন ঘুম হারাম সবাই ইতালী আসতে চায় হায় বাঙালি কেউ কিন্ত সে কথা ভুলে নাই সবার মনে আছে !!!!!
সবাই ক্ষেতে কাজের জন্যই যাবে, দরকার হলে লাখ বিশ খরচ করেও??
তাহলে ঐ প্রবাসীর কথাই ঠিক (আই অ্যাম ইটালিয়ান পাসপোর্ট ধারী)
What a piece of Journalism!
উম্মুক্ত, পক্রিয়া, কিষি, পঞ্চর, পত্যেক, ব্রমন, আষটোশো, পতিষ্ঠান।
বিদেশে থাকলেই নিয়ে নিতে হবে সংবাদিক হিসেবে :/
ভাই মনের কথা বলছেন.....ধন্যবাদ।
সময় টিভি এখন লোকাল বাস...যে কেউ উঠে আর নামে
ভাই দেশ থেকে একজন সাংবাদিক ওখানে স্থায়ী করতে হলে অনেক টাকা খরচ হবে।
খরচ বাচাতে যাই পাইছে তা দিয়েই কাজ চালাচ্ছে।
এনি সাংবাদিক না সাম্বাদিক 😪 কাজের পাশাপাশি part time সাংবাদিকতা করেন।
এদের কাছে সাংবাদিকতা শুধুই পেশা আর কিছু না।
@@mdjobair1630
কি আর করা সবাই প্রবাসে যায় দুই পয়সা রুজি করতে এই আর কি
সময় কত দিন আছে ভিসা জমা দেয়ার
মোট কত খরচ হবে,,,,,দয়া করে যানাবেন
আচ্ছা পর্তুগালে কি নতুন লোক যেতে পারবে একটু plz কেউ যানাবেন
ভাই পর্তুগাল, ইতালি এবং স্পেন এই তিনটি দেশ গোটা ইউরোপের মধ্যে সবচেয়ে গরিব দেশ। আমি আগে স্পেনে ছিলাম, এখন লন্ডনে আছি।
@@ArifHossain-lh9jp londone jete koto taka legeche and apnar beton now koto?
@@ArifHossain-lh9jp ami london jete icchuk bro
@@ArifHossain-lh9jp ha ha ha moja pailam bro.....
@@clashwithme563 student visa te opportunity cholse..amader office theke process korse...
Thanks bai
আবেদন কিভাবে করবো জানালে খুব ভালো হতো ???
চলে যাব কিভাবে ভিসা কোথায় পাব আর কত টাকা লাগবে একটু বলেন তো
আমিও যেতে চাই,,
মধ্যপ্রাচ্যের ভিসা পারে না আর নাকি ইতালি খুলবে🤣দালালদের জন্যে সুখবর এইটা
কি বাবে আমরা এপ্লাই করতে হবে
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
করোনার মামু বাড়ী ইতালি নানা বাড়ী চীন. মামুরা ভালো উদ্যেগ নিয়েছে কিন্তু দেশীয়. জেহেল গুলি এই টাকা গুলি মচৎকার ভাবে খাবে
তাহলে কি দেশে "আই এ্যাম ইটালিয়ান পাসপোর্ট ধারীর " সংখ্যা বারছে?
😒😂😂😂
Alhamdulillah 🤲🤲🤲
ভাই কি ভাবে কাগজ পএ জমা দিতে হবে একটু জানাবে।